এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেসবুক! ফেসবুক!!

    Abhyu
    অন্যান্য | ১১ আগস্ট ২০১২ | ৪০৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.81.96.91 | ১১ আগস্ট ২০১২ ০৭:৫৩571393
  • name: h mail: country:

    IP Address : 127.194.229.211 (*) Date:11 Aug 2012 -- 07:35 AM

    ফেসবুক সম্পর্কে আমার কয়েকটি মহান বক্তব্য বলে যাই।
    ফেসবুকে আমি অনেকদিন আড্ডা মারার পরে দেখলাম, আমার অনেক ফ্রেন্ড আছে কিন্তু যারা অ্যাকচুয়ালি আমার সঙ্গে যোগাযোগ রাখে তাদের সঙ্গে এমনি ই আমার যোগাযোগ আছে। যেমন আমার বৌঃ-) ঝগড়া করে বা চুমু টুমু খেয়ে আপিস গেলাম, সেখানে গিয়ে স্ট্যাটাস মেসেজ লিখলাম, আজ আমার ঐ উপন্যাস টা পড়তে ইচ্ছে করছে। তিন মাস পরে দেখা গেল সেই মেসেজ টা আমার বৌ লাইক করেছে। এই ঘনিষ্ঠ নেটওয়ার্কিং এর টেকনোলোজির যে কি দরকার সেটা আমার ক্লিয়ার না;-))
    তার পরে বাকি যাদের সঙ্গে এমনি ই দেখা হয় বা যোগাযোগ আছে, পাড়ার বন্ধু, কোলিগ, ছোটোবেলার বন্ধু, গু চ র বন্ধু, মালের বা চায়ের ঠেকের অল্প আলাপ বন্ধু তাদের সবার তো আমার ব্যাংকিং ক্রাইসিস সম্পর্কে বিরাট অ্যানালিসিস ও জানার বিশেষ আগ্রহ দেখলাম না। তারা আমার বিশ্লেষণ উপেক্ষা করে আমার মেয়ের ছবি তে গিয়ে লাইক দেয়, এত পাজি।

    সম্প্রতি আমার মেয়ে আমার অ্যাকাউন্ট থেকে তার মাম্মার বন্ধু দের চ্যাট করা আর ওয়াল মেসেজ দেওয়া আরম্ভ করেছে। খেয়া কে লিখেছে...'i love you kheya', পরের লাইনে 'maasi'। ঐন্দ্রিলা কে লিখেছে , 'pick up your phone'

    তো এই পরিস্থিতিতে আমি প্রমাদ ও জীবনের বাকি কটি দিন গুণে, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করেছি। আর ফ্রেন্ড অ্যাকসেপ্ট বা ডিলিট করা নিয়ে আমার কোনো নির্দিষ্ট পলিসি ছিল না, আমি প্রচুর অনুরোধ পাঠিয়েছি যেগুলো কেউ গ্রহণ করে নি, আবার আমি অনেক অনুরোধ গ্রহণ করি নি। সব কটা মনেও নেই। যেমন আমার বাবার বিভিন্ন বন্ধু রা মাঝে মাঝে নিমাটোলোজি কনফারেন্স থেকে আমাকে বন্ধুত্ত্ব জানাতেন, আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি;-)
    অনেক ফ্রেন্ড ডিলিট করেছি, যেমন আমার বন্ধু সম্রাট বাহাদুর। ও জাল সার্টিফিকেট নিয়ে দাক্তারি করে, ছেলেটা খুব ই ভালো, অভাব এর তাড়নায় এইসব করেছিল, কিন্তু তার সংগে আমি শান্তিনিকেতন গেলেই কথা হয় আড্ডা হয়, আর সে ফেসবুকে অসহ্য কবিতা লিখে ফোন করে বলে লাইক করতে, অচিরেই তার নাকি দেশে কবিতা বেরোবে এই সব ভয় দেখায়। তো আমি তাকে ডিলিট করেছি, পাছে দেশ পড়ে বলে, আপনার লাইক দেখেই ছাপালুম।

    অতএব , সব সময়েই জেনে রাখবেন, মহান, ব্যক্টি বহির্ভূত, আর্থ-সামাজিক এই সব কারণে আমি নানা কাজ করে থাকি। কারণ দেয়ার ইজ অলওয়েজ আ ডিফারেন্স বিটুইন কনভারসেশন অ্যান্ড স্টেটমেন্ট, বাট ইট ইজ ফানি টু ফরগেট হুইচ ইজ হুইচ;-) ইঃ।
  • Abhyu | 107.81.96.91 | ১১ আগস্ট ২০১২ ০৮:১১571404
  • name: h mail: country:

    IP Address : 127.194.229.211 (*) Date:11 Aug 2012 -- 08:06 AM

    এইটা আরেকটা প্রবলেম, আমার পিসেমশাই মাঝে মাঝে এসে, আমার খারাপ শব্দ সম্বলিত পোস্ট দেখে লাইক করে যেতেন। আর পরে মেসেজ দিতেন, তুই ইংরেজি ভালো লিখিস কিন্তু খারাপ শব্দ ব্যবহার না করলে কি ইংরেজি হয় না, এই তো দেশ পশ্চিমের কাছে খারাপ শুধু খারাপ জিনিস শেখে, এতদিনেও ডিস্প্লিন শিখলো না, দেশের লোক গুলো কে চাবকে মানুষ কি করে করতে হয় শিখলো না। এই তো সিঙ্গাপুরে গিয়ে দেখে এলাম, কি ডিসিপ্লিন।

    ইত্যাদি।
  • Abhyu | 107.81.96.91 | ১১ আগস্ট ২০১২ ০৮:১১571415
  • name: a x mail: country:

    IP Address : 138.249.1.202 (*) Date:11 Aug 2012 -- 08:01 AM

    আম্মো ভাবছি ফেসবুক কাটাবো। এক তো পুরোন ছোটবেলার বন্ধুবান্ধব যাদের সঙ্গের স্মৃতি সততই বিদুর তাদের ধেড়ে ভার্চুয়াল এক্সিস্টেন্স ঠিক ততটাই ধুর (কয়েকটি ছাড়া)। কিন্তু কফিনে পেরেক মনে হয় হবে রোহিণীর ঠাকুমা যখন বললেন তিনি নাকি ফেসবুক জয়েন করবেন।
  • cb | 212.156.11.234 | ১১ আগস্ট ২০১২ ০৯:২৬571426
  • কাটাবো না, অ্যাটলিস্ট কোলকাতা ফেরার আগে তো নয় ই
  • গান্ধী | 213.110.243.22 | ১১ আগস্ট ২০১২ ০৯:৫২571437
  • ফেবু ভালো জিনিস। কিছু এক্স্পেক্ট না করলেই ভালো। ওর থেকে কিছু এক্স্পেক্ট করলেই এটাও পারেনা, ওটাও পারেনা চলে আসে।

    আমি যেমন ফেবু অরকুট না করলে গুরুর খোঁজ পেতাম কি?
  • | 127.194.101.192 | ১১ আগস্ট ২০১২ ১০:৩৫571448
  • গান্ধী , সেই যে কোন খারাপ জিনিসের কিছু ভালো দিক থাকে। ঃ))

    ভালো দিক
    --------------
    ১।তবে অ ভালো জিনিস বিদ্যামন্দিরের হারিয়ে যাওয়া বন্ধু কে ২১ বছর পরে ফেবু তে পেয়েছি।

    ২।তবে আমি সেই রকম ভাবে ফেস বুক ব্যবহার করি না। শুধু মাঝে মাঝে ফটো আপলোড করি বেড়াতে গেলে বা কোন অনুষ্ঠান থাকলে।

    ৩।লোকজনের ফটো/খবর জানা যায়। আমার প্রচুর বন্ধু। অল্প সময়ে তাদের সম্পর্কে আপডেটিত থাক যায়।

    খারাপ দিক
    -----------------

    ১। অনেকের এক্সপেক্টশ্যান থাকে, সে ফটো বা কিছু শেয়ার করলেই অন্যে গিয়ে লাইক করে আসবে। আমি মাঝে মাঝে করলেও সব সময় পেরে উঠি না। কিছু কিছু বন্ধু আঅবার নাছোড়বান্দা ( এদের মধ্যে একজন আমার MSc র ক্লাসমেট)। সে মাঝে মাজেহি ভুলভাল কবিতা লেকেহ আর আমাকে মেসেজ করে কমেন্ট দিতে বলে। কী চাপ!!

    ২। প্রচুর বাজে সময় নষ্ট হয়। এবার দিনের কত টা সময় FB দেবো সেট নির্দিষ্ট করার সময় এসেছে।
  • গান্ধী | 213.110.243.21 | ১১ আগস্ট ২০১২ ১০:৪২571451
  • বাজে সময় নষ্টটা নিজের দোষ, বেচারা ফেবুকে বলে কি লাভ ?
  • | 127.194.101.192 | ১১ আগস্ট ২০১২ ১০:৪৭571452
  • গুরু টাও দেখো। আনন্দবাজারের থেকে ও বেশী নেশা।

    ঝামেলা,মোনোমালিন্য সব আছে। তবু ২/১ গুরু ন অকরলেই হাঁফিয়ে উঠি। ঃ))
  • | 24.99.44.81 | ১১ আগস্ট ২০১২ ১০:৫৬571453
  • অভ্যু এইটা আবার কী উদ্দেশ্যে খুলেছে?

    খোমাখাতায় সবচেয়ে বড় সমস্যা হল কিছু লোক, যাদের মানুষ জমানো হবি। এরা দেখাতে চায় দ্যাখো দ্যাখো আমার nnnn..... সংখ্যক বন্ধু। ফলে যেখান সেখান থেকে হামলে পড়ে ফ্রেন্ড রিকো পাঠায়। আগে একটা ডিক্লাইন করার সুব্যবস্থা ছিল, কে জানে কেন খো-খা সেটাকে উঠিয়ে দিয়েছে। এখন ঐ প্রথমে Not Now করে পরে ডিলিট মারতে হয়। শুধু শুধু ক্লিকের অপচয়। অবশ্য কিছু কিছু হ্যাংলা পাবলিক তারপরেও আবার আবারও পাঠাতে থাকে। সবচেয়ে ভাল হল Not Now করে ডুবিয়ে রাখা।

    দ্বিতীয় উৎপাত হল দৈনিক কবিরা। ওরে বাবারে এত হাবিজাবি কবিতা লিখে ট্যাগ করে দেয় .......

    তবে সে ধরুন গে পিত্থিমিতে কোন জিনিষটাই বা শুধুই ভাল। সবকিছুরই উপকারীতা, অপকারীতা আছে। (এমনকি রবীন্দ্রনাথেরও) কাজেই খো-খারও আছে।

    আমার দিব্বি লাগে। ক্রেডিট কার্ডের মত বুঝেশুনে ব্যবহার করলে খো-খা খাসা জিনিষ।
  • b | 135.20.82.164 | ১১ আগস্ট ২০১২ ১১:০৬571394
  • সে একজন তো রবীন্দ্রনাথ রচনা লিখেছিল, সূচনা-বর্ণনা- উপকারিতা লিখে শেষ প্যারাগ্রাফে 'অপকারিতা' , 'রবীন্দ্রনাথের বিশেষ কোনো অপকারিতা এখনো অবধি খুঁজিয়া পাওয়া যায় নাই'।
  • ডিডি | 120.234.159.216 | ১১ আগস্ট ২০১২ ১১:২৩571395
  • আমি ফেসবুক সামলে উঠতে পারি না।বড্ডো কঠিন লাগে। তাবলে আমাকে নেহাৎ একা এক ন্যাকা কাত্তিক ঠাউড়াবেন না।

    অমন যে মিত্তিরদা, তিনি পর্যন্ত্য ফেসবুকের জন্য টিউটর খুঁজছিলেন। অন্য পরে কা কথা?

    আমি প্রায় নিত্যই যাই। পুরোনো বন্ধুদের ছবি দেখি। বছর কুড়ি আগে কলকেতায় যে কোং'এ কাজ করতাম, তাদের গ্রুপের মেম্বর। কতো সব ভাম ভেটকীদের সাথে আবার সাক্ষাত হয়। খুব ফটো দেখি। কার্টুন দেখি। জোক পড়ি।

    বেশ প্রফুল্লকর ব্যাপার স্যাপার।
  • siki | 96.98.43.85 | ১১ আগস্ট ২০১২ ১১:৩০571396
  • উপকারীতা? অপকারীতা?? এটা দ-ই তো?
  • kc | 188.61.96.29 | ১১ আগস্ট ২০১২ ১১:৩৪571397
  • ফেসবুক বেশ ভাল ব্যাপার। আমি দিনে একবার করে ফেসবুক করি। মিনিট পাঁচেক অ্যাভারেজ।
  • গান্ধী | 213.110.243.21 | ১১ আগস্ট ২০১২ ১১:৩৭571398
  • নিজের টাইমের উপর কন্ট্রল রেখে ফেবু করলে খারাপ না
  • শ্রী সদা | 69.97.136.211 | ১১ আগস্ট ২০১২ ১১:৩৮571399
  • ফেবু এমনিতে খুব ভালো জিনিস। কিন্তু রেজিস্ট্রেশনের সময় একটা বেসিক আই কিউ টেস্টের ব্যবস্থা রাখলে ভালো হত। এক টাকায় আইফোন, ফ্রী ফেসবুক টিশার্ট, ফ্রী মোবাইল রিচার্জের গ্রুপ জয়েন রিকোয়েস্ট, মোটামুটি পড়াশোনা জানা লোকজনের থেকে, পেতে পেতে কেলিয়ে পড়েছি প্রায়। আর গোদের উপর বিষফোঁড়ার মতো আলবাল অ্যাপ ইউজ করে লোকজন যেগুলো আনখাই লোকজনকে ছবিতে ট্যাগ করে (কুড়ি বছর পর শ্রী অমুকচন্দ্র তমুক কি হবেন ? উত্তর - বার ড্যান্সার , হো হো হো ROFL ইত্যাদি), এবং আশ্চর্য্যের বিষয় হল লোকজন সেগুলোকে লাইক ও করে। আগে এরকম ট্যাগ করলে খিস্তি দিতাম ট্যাগকর্তার ওয়ালে গিয়ে, এখন স্রেফ ব্লক করে দিই।
  • শ্রী সদা | 69.97.136.211 | ১১ আগস্ট ২০১২ ১১:৪৩571400
  • তবে ফেবুতে মাঝে মাঝে ব্রিলিয়ান্ট কিছু কার্টুন ইতস্তত ঘুরতে দেখি। গত সপ্তাহের একটা -
  • dukhe | 127.194.242.204 | ১১ আগস্ট ২০১২ ১১:৪৭571401
  • ছবি আপলোড করবেন ? বেশ তো । ফ্লিকার, পিকাসা, ফেসবুক, জুমিন, গুগল প্লাস ।
    নেটওয়ার্ক করুন - লিঙ্কডিন, অর্কুট, ফেসবুক, গুগল প্লাস ।
    করুন । করতে থাকুন ।
    এত কিছু কখন করবেন? সিম্পুল। শুতে যাবার আগে অ্যালার্ম দিন। ভোর ভোর উঠে পড়ুন। কর্তব্যের জন্য সেটুকু তো নস্যি । লোকে চোদ্দ বছর বনে পর্যন্ত চলে যায়।
    অধ্যবসায়ে কি না হয় ? আমিই কি খোমাখাতায় ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করতে শিখিনি ? বড় হলে বাকিটাও শিখব ।
  • সিকি | 96.98.43.85 | ১১ আগস্ট ২০১২ ১১:৪৭571402
  • হুঁ, অতি মোটাদাগের ব্যাপার স্যাপার।

    এখন গত তিন্দিন ধরে আমার দেয়ালে শ্রীকৃষ্ণ ঝুলে রয়েছেন বিভিন্ন পোজে। জন্মাষ্টমী।
  • শ্রাবণী | 24.98.204.202 | ১১ আগস্ট ২০১২ ১১:৪৯571403
  • এটা দ ই হবে! এই request এলে ডিলিট না কএ ignore করতে হয় এটা আমি ঠেকে শিখেছি। আমার অফিসের এক নাছোড়বান্দার জন্যে। ফেসবুক জীবনের সব কিছুর মতই ভালো মন্দে মেশানো, তবে এখনো পর্যন্ত ভালো বেশী। আমার স্কুলের বন্ধুরা আমাকে এনেছিল, অনেকদিন আগে, তখন আমার ওরা ছাড়া আর কেউ ছিলনা লিস্টে, আমি অনেকদিন আগেই নিজেকে সার্চ অপশন থেকে বাইরে করে দিয়েছিলাম, অনেকেই জিজ্ঞেস করত ফেসবুকে আছি কিনা, খুঁজেছে, পায়নি, বলে দিতাম নেই!
    অফিসের লোককে কিছুতেই অ্যাকসেপ্ট করবনা ঠিক ছিল, সতীশের (সে তো একেবারেই যায়না) অ্যাকাউন্ট খুঁজে তাই দিয়ে কেউ কেউ লোকেট করেছিল।
    এখন এই women executives দের গ্রুপ শুরু করার পর, চার পাঁচটি পছন্দের সিনিয়র জুনিয়র আছে, সবই মহিলা, তাদের সাথে এই গ্রুপের কাজকম্ম করি যোগাযোগ রাখতে হয়! এর কাজে ফেসবুক এত হেল্প করছে, সেই ফেসবুকের ভালোটাই দেখব আমি!

    স্কুল কলেজের অনেকের সাথে যোগাযোগ হয়েছে.......যথারীতি গুরুর প্রথম ফেবু বন্ধু ভুতো, ব্ল্যাঙ্কি, ভুতো আমাকে খুঁজেছে আর আমি ব্ল্যাঙ্কিকে!:)
  • kiki | 69.93.246.87 | ১১ আগস্ট ২০১২ ১২:২৩571405
  • আমিও বলবো, সে তোমরা যতই কড়া চোখে চাও না কেন! আমার ভাল্লাগে। আরো ভাল্লাগতো অর্কুট। ক্ষিন্তু লোকজন অর্কুট কে ত্যাগালো। আমিও ক্ষুন্ন মনে ফেবুতে চলে এলুম। কত আত্মীয়দের সাথে যোগাযোগ আর থাকছিলো না, বিশেষত ইয়াং জনগনদের সাথে। তা সে সব কুঁচোকাচাগুলোর সাথে অর্কুটে দেখা হয়ে গেলো। কোনটা কত বড় হলো, কি করছে, কি ভাবছে তা বেশ জানা যায়। এখন তো আর কাজের বাড়ী ঘন ঘন হয় না। এ বেশ ভালো উপায়। তাছাড়া কত বিছরে হুয়ে বন্ধু ইত্যাদিদের ফিরে পাওয়া গেছে। কম কথা? অ্যাঁ?
  • | 75.255.37.217 | ১১ আগস্ট ২০১২ ১৩:১৪571406
  • যারা বাইরে থাকি তাদের যে এছাড়া গতি নেই!
    আর কোন ফটো কে দেখবে,কেউ friend request পাঠাতে পারবে কিনা এগুলোতো control করাই যায়|
  • sinfaut | 127.194.232.11 | ১১ আগস্ট ২০১২ ১৩:৩৩571407
  • ফেসবুক চমৎকার জিনিস, শুধু নিজের ওয়ালে বা টাইমলাইনে কী দেখবেন সেটা কন্ট্রোল করতে হবে। এমন সেটিং আছে, যাতে কেউ ছবি/লেখায় ট্যাগ করতে চাইলে আপনার পারমিশন ছাড়া হবে না, আপনিও পাতি ইগনোর করে গেলে কখনই ট্যাগ করতে পারবেনা, যদি কষ্ট করে ইয়েস/নো করেন তাহলেও ফাইন, একটা এক্স্ট্রা ক্লিক খরচা। আমি ফেসবুক এ যাই মূলত তিনটে বা চারটে ভালো ফোরামের জন্য, ২ টো সিনেমার আর ২ টো বই। এই ফোরামগুলোতে জয়েন করার আগে এত ভালো ভালো ফিল্ম রেকো বা সেগুলো নিয়ে ডিসকাশন পাইনি। লোকজনের ছবিটবিও দেখি, কেউ নাম বদলে ফেললে প্লাস ছবিটাও নিজের না লাগালে তার প্রোফাইলে গিয়ে বোঝার চেষ্টা করিনা তিনি কে। এই যেমন, এমু পাখি উড়তে পারেনা টা সেদিন ভাটিয়ালিতে সিকি বলতে বুঝতে পারলাম কে। এইসব।
  • siki | 90.227.130.34 | ১১ আগস্ট ২০১২ ১৩:৩৬571408
  • এমু পাখিকে আমিও ছবি দেখেই চিনলাম কদিন আগে। তার আগে ভেবেই মরছিলাম এই মালটা আমার লিস্টিতে এল কী করে!

    ক্ষী চাপ!
  • Blank | 69.93.209.18 | ১১ আগস্ট ২০১২ ১৩:৫০571409
  • ফেসবুক বড় ভালো জিনিস। কত ছবি দেখি।
  • Prongs | 24.96.115.48 | ১১ আগস্ট ২০১২ ১৪:২৫571410
  • আমিও বলবো।

    ফেবু আছে বলে বেশ দু চাট্টে নতুন কাজের লাইন শুরু হয়েছে - সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালিসিস, গ্রাফ ডেটাবেজ, ক্যাসান্দ্রা ইত্যাদি। আমাদের মত কিছু মধ্যমেধার জনগণ করে খাচ্ছে। কাজেই আমি ফেবু-কে মোটেও গাল দেবো না।
  • Prongs | 24.96.115.48 | ১১ আগস্ট ২০১২ ১৪:৩৯571411
  • আর কেশী দিনে একবার ফেবু খোলে! এতো মহাত্যাগী সন্ন্যাসী।

    আমার দোকানে নর্মালি ফেবু বন্ধ। কিন্তু আমরা ওসব নিয়ে কাজ করি না? স্পেশ্যাল সিআর-এর কারণে আমাদের ফেবু খোলা। কাজেই যতক্ষণ আপিসে, ততক্ষণ ফেবু-ও খোলা। কাজ কচ্ছি মশাই।
  • maximin | 69.93.202.155 | ১১ আগস্ট ২০১২ ১৫:২২571412
  • অর্কুট ফেসবুকে নেশা হয়না। হলেও কাটানো যায়। গুরু কিন্তু নেশার জিনিস। আগে যেমন রিডিফ ওয়ান টু থ্রি চ্যাটরুমগুলো ভয়ঙ্কর নেশার জিনিস ছিল।
  • bb | 127.216.210.89 | ১১ আগস্ট ২০১২ ১৫:২৯571413
  • একটু অদ্ভুত লাগছে। বড় বড় লোক সব, নিজের ওপর দখলতো নিজেকেই রাখতে হবে, এরজন্য অন্যকে দোষ দিয়ে কি লাভ? ফেবু একটা নতুন জিনিষ বার করেছে, এর ভাল মন্দ দুটো দ্কিই আছে।
    জানিনা ৫% হওয়ার জন্য লোকে বলছে কিনা? নইলে গুরুর জনতা অনেক বেশী ইন্ট্যালিজেন্ট মানুষজন যাদের অন্ততঃ ফেসবুক ধরাশায়ী করতে পারবেনা এটা আমার স্থির বিশ্বাস।
  • siki | 90.227.130.34 | ১১ আগস্ট ২০১২ ১৬:৪৬571414
  • আমি ফেসবুকে আজ পর্যন্ত নেশা পাই নি। মানে অ্যাকাউন্ট আছে, খুলি, মাঝেমধ্যে গিয়ে খিল্লি করে আসি, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো, ও আমি একমাত্র গুরু ছাড়া আর কোথাও করতে পারি না। অ্যাডিকশন বোলে তো, গুরু।
  • kumu | 132.160.159.184 | ১১ আগস্ট ২০১২ ১৭:০১571416
  • একটি ডিঃ

    আমাকে কেউ ফেসবুকে ফ্রেন্ড রিকো দেন না/নি বলেই মনে হয়,তাও বলে যাই, আমি ফেবু খুলি না মোটেই।আর কোন কারণ নাই,আপিসে খোলে না,বাড়ী গিয়ে সময় পাই না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন