এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেসবুক! ফেসবুক!!

    Abhyu
    অন্যান্য | ১১ আগস্ট ২০১২ | ৪০৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 127.211.9.142 | ১১ আগস্ট ২০১২ ১৮:৫২571417
  • আরে না না বিবি দা, সেই ছোটেবেলা থেকে। কত ক্লাস মায়া হয়ে গেছে। এই তাস খেলার জন্যে। আর কেউ বাড়ি তে না থাকলে তার বাড়ি তে পড়তে যাওয়া হত। তবে তিন জনের বেশী নয়।

    পড়া তো দূরের কথ । যেটা হত সেটা হল সারা রাত ব্রিজ। আমার বাড়ি তে এমন ও হয়েছে দিলীপ বাথরুমে গিয়ে হঠাৎ আকাশ দেখে ঘোষনা করেছে 'ওরে ভোর হয়ে গেছে'। আহা সেই সব দিন...
  • chondal | 116.199.48.107 | ১১ আগস্ট ২০১২ ২১:১০571418
  • অনেকদিন আগের ঘটনা, সকালে ফেসবুক খুলেছি, কিছু পরে একটা ফ্রেণ্ড রিক্যুয়েস্ট এলো, সাথে একটা মেসেজ :
    সকাল বেলা চায়ের সাথে
    এসেছি তোমার বন্ধু হতে......
    বন্ধু মানে কী বিস্কুট,স্ন্যাক্স তা মাথায় ঢোকেনি!
  • Kaju | 69.93.199.44 | ১১ আগস্ট ২০১২ ২১:২৬571419
  • যারা ফ্রেন্ড লিস্টে আছে অনেকের সাথে কথাই হয় না। কী আপডেট চেয়েও দেখি না। মেনলি গ্রুপ আছে কিছু, ওখানেই টুকটাক লিখে আসি। তবে কয়েকটা ভাইবোন হয়েছে এখন। খুব মনের কাছের প্রণম্য মানুষও আছেন। একদিন সাড়া না পেলেই ডাকাডাকি। এখানকার হাতে গোনা ক জন ছাড়া কারুর সাথে যে নৈকট্য এতদিনে হল না, ওদের সাথে এই কদিনেই তার অনেক বেশী হয়েছে। সাম্প্রতিক কালের বেশ কিছু প্রথিতযশা কবি-র বেশ অনেক কবিতা কত অনায়াসে পড়তে পারছি। শিখছি। মানিকজ্যেঠু-সম্পর্কিত গ্রুপে যা দুষ্প্রাপ্য মণিমানিক্য পাচ্ছি, সে তো বলতে গেলে মহাভারত।
  • Abhyu | 107.80.156.4 | ১১ আগস্ট ২০১২ ২১:৩০571420
  • দমুদি আমি একটা উদ্দেশ্য নিয়েই টই খুলি, যে আমি কিছু লিখব সেখানে।
  • sosen | 111.63.247.113 | ১১ আগস্ট ২০১২ ২১:৩১571421
  • আমি প্রচুর ফেসবুক করি।
    কিন্তু তার বেশিরভাগ টেইম যায় পোষ্কার কত্তে।
    ঝাঁট পাট দিয়ে বলতে নেই আমার ঘরদোর বেশ পোষ্কার।
    আমি প্রচুর লোকজন কে এক্সেপ্ট করিনা। তাতে কেউ রাগ কল্লেও কিছু যায় আসে না-আমার পলিসি আমার। এই যেমন আমার আলাদা স্কুলের গ্রুপ, কলেজের গ্রুপ ইত্যাদি আছে, কিন্তু বসু বিজ্ঞান মন্দিরের বহুলব্যবহৃত গ্রুপ এ আমি নেই। থাকার প্রয়োজন নেই।
    ফেবু এবং অর্কুট আমার ছোটবেলার বহু বন্ধুবান্ধব কে একদম ঘরে এনে দিয়েছে। তাছাড়া ও ডেটাবেস হিসেবে ও ফেবু খুব ভালো। তবে যারা বাড্ডে উইশ নিয়ে রাগারাগি করে তাদের সটান বাদ দিয়ে দেই।
    আর সেটিংসটা ভালো করে জানলে কি নোটিফিকেশন আসছে না আসছে দিব্য কন্ট্রোল করা যায়-কোনো প্রবলেম নেই।
    ফেবু না থাকলে এত্ত ভালো ভালো ঝগড়া শুনতাম কি করে?
  • একক | 24.99.180.68 | ১১ আগস্ট ২০১২ ২২:১৬571422
  • এমনিতে সব ঠিক আছে । শুধু ওই গণকাব্যপ্রতিভা টা ভয়ঙ্কর । আপাতত ওই কবি দের উদ্দেশ্যে এই লাইন ক'টি আমার দেয়াল এ লেখা । ফলাফল ও পেয়েছি একটু ।

    চিরসখা , হে
    ~~~~~~~

    ফের যদি তুমি কোনো আলবাল "কবিতা" লিখেছো
    ফের যদি মাত্রার পশ্চাৎ প্রহৃত প্রবল !
    এতদিন স্নেহভরে শুধুই "হাইড স্টোরি" করি
    এইবারে স্প্যাম হবে ! (চিরসখা তদাপি গারল )!!
  • sosen | 111.63.128.214 | ১১ আগস্ট ২০১২ ২২:২০571423
  • আমায় যশদি আর ঘনাদা ছাড়া কেউ তেমন ট্যাগান না।
    অন আদার হ্যান্ড - আম্মো কাউকে ট্যাগ করার আগে খুব বেছে নি !
  • | 116.209.94.52 | ১১ আগস্ট ২০১২ ২২:৩৯571424
  • আর একটা বাজে চাপ হল বিভিন্ন লোকের কাজ থেকে বিভিন্ন রকম খেলার রিকোয়েস্ট আসে। অথচ দাবা ছাড়া কোন খেলা আমি নেটে খেলি না। পারিও না তেমন।
  • bb | 127.216.210.89 | ১২ আগস্ট ২০১২ ০০:৫২571425
  • এই রিকোয়েস্টতো কাটিয়ে দিলেই হয়। আর আম্মো অনেক খেলার রিকোয়েস্ট পাই, সেগুলি ছুঁয়েও দেখি না। তাতে চাপের কি? আমিকি কিছু মিস করছি?
  • cb | 212.156.11.234 | ১২ আগস্ট ২০১২ ০৬:২৪571427
  • ২৮ টা বাবল সাফারি বলে একটা খেলার রেকো পেয়েচি, অবশেষে লিখতে বাধ্য হলাম আর রিকো পেলে ক্যালাবো। পরের ৩ দিনে আরো ১৫ টা এলো
  • aka | 85.76.118.96 | ১২ আগস্ট ২০১২ ০৯:০০571428
  • ফেবুর বন্ধুত্ব অ্যাক্সেপ্ট করা, ঝামেলা হলে বন্ধুত্ব লিস্টি থেকে বাদ দিয়ে দেওয়া, পরিচিত কারুর বন্ধুত্ব অ্যাক্সেপ্ট না করা, কাউকে বন্ধুত্ব রিকোয়েস্ট না পাঠানো, আবার কেন কাউকে অ্যাক্সেপ্ট করা যাবে না ইত্যকার ব্যাপার স্যাপার আমার হেব্বি সুইট লেগেছে।
  • sosen | 111.63.234.59 | ১২ আগস্ট ২০১২ ০৯:৪৫571429
  • আমার ও ! যাকে বলে কি- উ-উ-ট!
  • kiki | 69.93.244.251 | ১২ আগস্ট ২০১২ ১০:২৭571430
  • এইযে আজ মন খারাপ করা দিন, আমি আজ সব পুরোনো ফটো লোডাবো।ফেসবুক না থাগলে হতো? রাজ্যের লোক্কে দেখানো যেত? হুঁঃ
  • nina | 78.34.167.250 | ১২ আগস্ট ২০১২ ১০:৩৯571431
  • তব্বে ?! যাই দেখি তো কিকিয়া কি কি ছবি লোডালো --ফে বু নতুন যুগের নতুন খেলনা---বেশ ইচ্ছেমতন খেলা যায়--নানাভাবেঃ-)
  • sosen | 111.62.62.97 | ১২ আগস্ট ২০১২ ১১:০৭571432
  • এই যে কিকি দিদি আমার ফ্রেন্ড নন বলে আমি কোনো ছবি দেখতে পাব না
    তাতে আমার এট্টু এট্টু মন খারাপ করবে-
    সেইসব উদাস উদাস জিনিস কি ফেবু না থাকলে হয়?
  • nina | 78.34.167.250 | ১২ আগস্ট ২০১২ ১১:০৯571433
  • এই রে আর এই যে আমি সোসেনের মিত্তি মিত্তি মুখটা দেখে এলুম ফে বু তে ঃ-)) রেগে যেওনো গো মেয়ে---
  • sosen | 111.62.62.97 | ১২ আগস্ট ২০১২ ১১:১৫571434
  • মিত্তি বললে রাগে নাকি কেউ- আর অমন মিত্তি করে টক ঝাল তেতো যাই বলুন নিনাদি-রাগা সম্ভব!
  • মিলা | 212.156.10.246 | ১২ আগস্ট ২০১২ ১১:৫৩571435
  • ভুল ভাল ট্যাগিং আটকানোর জন্যে সেটিংস আছে
    ওয়াল এ কে কি পোস্ট করবে বা আদৌ কাউকে পোস্ট করতে দেব কিনা তার জন্যেও সেটিংস আছে
    কারা কোন পোস্ট দেখতে পাবে তার জন্যেও
    তাই মোটের উপর ফেসবুক জিনিসটা ঘ্যামা
  • | 75.255.37.229 | ১২ আগস্ট ২০১২ ১১:৫৬571436
  • নতুনরা অনেকে এটাকে প্রায় ডেটিংসাইটের পর্যায়ে নিয়ে গেছে, কোনও ইয়ং ছেলে বা মেয়ের প্রোফাইল , মেয়ে হলে তার হয়তো 300 friend, তার মধ্যে 280 জনই ছেলে, ছেলেগুলো এব্যপারে একটু পিছিয়ে আর তাই নিয়ে আবার গত পেজ!
    বেশিরভাগ সময় এই বিশাল লিস্টিযুক্ত ব্যক্তি রা পাশের বাড়ির খবর রাখেন না|
  • মিলা | 212.156.10.246 | ১২ আগস্ট ২০১২ ১২:০৩571438
  • ফ্রেন্ড রিকো নট নাউ -> ডিলিট রেকো -> ডোন্ট নো আউত্সাইদ FB করে দিলে সে আর কখনো ফ্রেন্ড রেকো পাঠাতে পারবেনা
    কোনো লোক কে ব্লক করে রাখলে সে কখনই কোনো পোস্ট দেখতে পারবেনা, তেমনি তার পোস্ট আমিও দেখতে পারবনা
    ফ্রেন্ড লিস্ট এ থাকা কোনো লোক কে নিজের সব আপডেট দিতে না চাইলে তাকে 'restricted ' লিস্ট এ রাখলেই হয়
  • a x | 118.207.194.199 | ১২ আগস্ট ২০১২ ১২:০৭571439
  • ছোট করে একটা প্রবলেম আছে। বাই ডিফল্ট সব সেটিং অন। অর্থাৎ বাই ডিফল্ট আপনাকে ট্যাগ করা যাবে, যদিনা আপনি বদলান। এই বাই নেচার ইন্ট্রুসিভ এবং অ্যাগ্রেসিভ সোশ্যাল প্রসেস লোকে খুব সহজে মেনেও নিচ্ছে। এর কোনো লং টার্ম এবং নিহিত অর্থ আছে কিনা দ্রিই বলতে পারবেন।
  • Prongs | 24.96.64.74 | ১২ আগস্ট ২০১২ ১৫:০৫571440
  • হুঁ, এই রেসট্রিক্টেড লিস্ট ইত্যাদি বেশ খুঁজেপেতে বের করতে হয়।
  • aka | 85.76.118.96 | ১২ আগস্ট ২০১২ ১৮:১৩571441
  • এ আর কি এমন? কদিন বাদে লোকে গুগুলে টাইপ করবে - 'আকা এখন কি করছে'? গুগুল স্যাটেলাইট ম্যাপ দেখিয়ে দেবে আকার ভিডিও। আর কদিন অপেক্ষা করুন। যত বেশি অনলাইন প্রেজেন্স ততবেশি ইনট্রিউড হয়েই বসে আছেন। শুধু zআনতি পারছেন না। গুগুল সার্চের কনটেন্ট অলরেডি সারকামস্টেনশিয়াল এভিডেন্স হিসেবে ইউজ হয়।
  • a x | 118.207.194.199 | ১২ আগস্ট ২০১২ ২০:২০571442
  • হ্যাঁ আমার কাজের জায়গা থেকে রেগুলার মেইল আসে যে মনে রেখ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট একটি পাব্লিক স্পেস, নাথিং প্রাইভেট দেয়ার। এবং তুমি ওখানে কি করছ তাদিয়ে তোমার কাজের জায়গার ডিসিশন নির্ভর করতেই পারে।

    ইনফ্যাক্ট একজন ফেসবুকে লিখেছিল এখানের একটা হাসপাতাল পুড়িয়ে দেবার মনোবাঞ্ছা প্রকাশ করে। তার চাকরি যায় এবং পুলিশে ডাক পড়ে।
  • Blank | 69.93.198.58 | ১২ আগস্ট ২০১২ ২০:৫৭571443
  • সেটা করেও। একজন প্রবল মুসলিম বিদ্বেষি কে একটা প্রোজেক্টে নেওয়া হয় নি, তার ঐ মানসিকতার জন্য, যেটা ফেসবুকের স্ট্যাটাস দেখে তার ওপরের লেভেলের লোক জানতে পেরেছিল।
  • dukhe | 127.194.244.73 | ১২ আগস্ট ২০১২ ২১:০৫571444
  • লোকে তাসপাশাফেবু বলে বটে, তবে ক্যারামের মত নেশা কিছুতে নাই ।
  • Blank | 69.93.198.58 | ১৩ আগস্ট ২০১২ ০০:০৪571445
  • ঠিক
  • caramba | 161.141.84.239 | ১৩ আগস্ট ২০১২ ০০:১৩571446
  • তর্জনী আর মধ্যমা দিয়েও যে হিট করা যায়, সে ক্যারামের দৌলতেই শিখেছিলাম। তার আগে তর্জনী আর অঙ্গুষ্ঠ ছাড়া টোকা মারা জানতাম না। ঃ-)
  • Mimi15 | 132.176.149.102 | ১৫ আগস্ট ২০১২ ১৪:২৯571447
  • ফেবু ঠিক্ভাবে ব্যাবহার করলে অতি ভালো জিনিস। সুলভ আর পুষ্টিকর। বেশি বেশি না করলেই হল।
  • sp | 217.239.86.106 | ১৫ আগস্ট ২০১২ ২০:২৭571449
  • দুখে এক্দম ঠিক বলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন