এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিবরামঃ আজ ,কাল ,চিরদিনের....

    b
    অন্যান্য | ১০ আগস্ট ২০১২ | ২০৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 82.83.82.13 | ১০ আগস্ট ২০১২ ১৯:৩১571460
  • এই b মানে ব তো ? b দাও যখন লেখেন তখন ব দা b হলে তো চাপ !
  • | 116.198.169.41 | ১০ আগস্ট ২০১২ ১৯:৩৩571471
  • অতি প্রিয় এই লেখক। অ্যালিটারেশন কে কোথায় নিয়ে গিয়েছিলেন । ব্যক্তিগত জীবনে ও ভারী সাধাসিধে ছিলেন।একবর এক বন্ধুর আসার কথা ছিল। সেই দিন তিনি আসেন নি। দু দিন পরে আসতে। খাটের তলা থেকে দু পিস আলুর চপ বার করে বলেছিলেন খামোকা নষ্ট হবে কেন; খেয়ে নাও। পরশু তোমার জন্যে এনেছিলাম।

    আলোচনা চলুক এনা কে নিয়ে।
  • | 116.198.169.41 | ১০ আগস্ট ২০১২ ১৯:৩৪571482
  • হ্যাঁ ওপরের ব টা আমি। তখন আর কপি করতে পারি নি তাই ইংরেজী b হয়ে গেছে।
  • একক | 24.99.61.192 | ১০ আগস্ট ২০১২ ১৯:৩৯571493
  • মুক্তারাম বাবু স্ট্রীট এর মেসবাড়ি টায় গেছেন কখনো ।
  • | 116.198.169.41 | ১০ আগস্ট ২০১২ ১৯:৪৩571504
  • না। ঃ((

    আমার ফেস বুকে ও ই বাড়ী টার অনেক কটা ফোটো আছে।
  • Ishan | 202.43.65.245 | ১০ আগস্ট ২০১২ ২০:০৬571515
  • শিব্রামের বেস্ট লেখা, আমার মনে হয়, "আমার সম্পাদক শিকার"। অসাধারণ। কি অপূর্ব সব চাষের ফান্ডা। :)

    আমার এর একটা রিয়েল লাইফ নতুন ভার্সনও জানা আছে। সেটা অবশ্য বিয়োগান্তক। :)
  • nina | 22.149.39.84 | ১০ আগস্ট ২০১২ ২০:১১571520
  • শিব্রামের সব লেখাই বেস্ট---কোনো খারাপ লেখা লিখতেই পারেননি----এমন কি ছোট ছোট উক্তিগুলি পর্য্যন্ত অসা!
  • | 116.198.169.41 | ১০ আগস্ট ২০১২ ২০:২৪571521
  • আমার সম্পাদক শিকার ( হয়তো সম্পাদক বলে ই ইশানের মনে ধরেছে) ঃ))
    ----------------------------------------------------------------------------------
    কয়েক টি অসাধারন উক্তিঃ

    ১। 'গাছের ডাল আর ছোলার ডালে যে পার্থক্য আছে, সেটা বোঝানোর জন্যে এত নিউজ প্রিন্ট খরচা করার কোন দরকার ছিল না; ও টা আপনি ছাড়া সবাই জানে' ( সপ্মাদক -শিবরাম কে)

    ২। 'আলু চাষের ক্ষেত্রে আগের মতো করার দরকার নেই। ছেলে( বা ছোট কাউ কে) গাছের ওপরে পাঠিয়ে দিন। আর আস্তে আস্তে নাড়া দিতে বলুন। আপনি গাছের নীচ থেকে আলু গুলো কড়িয়ে নিনি' ( শিবরামের নিজস্ব ফান্ডা)

    ৩। আর সেই বিখ্যাত কবিতাঃ

    'শিম, সীমার মাঝে তুমি যে অসীম
    .....
  • nina | 22.149.39.84 | ১০ আগস্ট ২০১২ ২০:৪৯571522
  • বিজয় সিং নাহার যখন ভোটে জিতলেনঃ
    একে বিজয়--তায় না হার---কে হারাবে তাকে!

    রিপোর্টার জিগাল--আপনি সারাদিন কি করেন
    ঘুমো ই---ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে উঠে পড়ি ক্ষিদে পেয়ে যায়---খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ি ঘুমিয়ে পড়ি---
    রিপোর্টার--সেকি আপনি শুধু খান আর ঘুমোন? তাহলে লেখেন কখন?
    শিব্রাম--কেন কাল---কাল নেই কাল?

    আর সেই রিনি (ইস নামটা ভুলে গেছি) কে বলা
    বড় হয়ে তোকে আমি বিয়ে করব
    নারে তা হবেনা আমাদের বাড়ীতে সব ঘরাঘরি--দেখ মাসীর সঙ্গে মেসো র বিয়ে হয়েছে মার সঙ্গে বাবার, কাকার সঙ্গে কাকীমার!!
  • Abhyu | 107.81.100.115 | ১০ আগস্ট ২০১২ ২০:৫৬571461
  • ধ্যাত ব্রতীনদা একটা কোটেশনও ঠিকঠাক দিতে পারে না।

    সীমার মাঝে হে সীম তুমি বাজাও আপন সুর
    ধামার মধ্যে তোমার প্রকাশ তাই এতো মধুর
  • | 116.198.170.45 | ১০ আগস্ট ২০১২ ২১:৫১571462
  • বয়েস টা দেকো অভ্যু।

    ও ই জন্যে ডট ডট দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলাম।
  • | 116.198.170.45 | ১০ আগস্ট ২০১২ ২১:৫৪571463
  • আরো ক টি

    ১। ( এক বেয়ারা কে) ভারী বেয়াড়া তো!! ( সেই চিঠি পোস্ট করার গল্পে, কী যেন নাম?)

    ২। আপনি চা খান আর না খান আমাকে তো চাখান

    ৩। ঘুমোলে আমার ষাড়( সাড়), বাঘ কিছুর ই খেয়াল থাকে না।
  • ন্যাড়া | 219.131.62.115 | ১০ আগস্ট ২০১২ ২২:৩২571464
  • অভ্যুও ভুল কোট দিল!

    "শিমের মাঝে অশিম তুমি" ইত্যাদি।

    হিমানীশ গোস্বামী লিখেছিলেন, কে একবার শিব্রামকে জিগেস করেছিল যে কলকাতার মুসলিমদের লিটরেসি রেট কম কেন? উনি বলেছিলেন, যাদের মধ্যে এত শিক-কাবাব, তাদের যে শিক্ষাভাব হবে এতে আর আশ্চর্য কী?

    "ষোড়শী" গল্পের নাট্যরূপ করেছিলেন শিব্রাম। কিন্তু কথামতন পয়সা পাননি। শিশির ভাদুড়ি মশাই আর শরৎ চাটুজ্জের কৃপায়। শোনা যায়, শরৎচন্দ্র "শিব্রাম তো একা, বিয়ে করেনি, ওর আবার পয়সার কী দরকার" বলে টাকা চোট করে দিয়েছিলেন। শিব্রামের একমাত্র অস্ত্র কলম।

    শিশির ভাদুড়িকে ঠুকলেন, "শিশির ভাদুড়ি তুমি, নহ বোতলের" বলে। ভাদুড়ি মানে না জানলে অভিধান দেখে নিন।

    শরৎচন্দ্রের প্রিয় কুকুরের নাম ছিল ভেলি। আর অবিনাশ বলে শরৎচন্দ্রের এক কাছের লোক ছিলেন, লোকে বলত মোসাহেব। ভেলি মারা যাওয়ায় শিব্রাম শরৎবাবুকে কনডোলেন্স পাঠালেন - "ভেলির বিনাশ নাই, ভেলি অবিনাশ।"

    তারাপদ রায়ের শিব্রামকে নিয়ে গল্প - এক মুখরা যুবতী নাকি শিব্রামকে জিগেস করেছিলেন, "আপনি বিয়ে করেননি কেন?" শিব্রাম বলেছিলেন, "যাকে বিয়ে করব সে ঝরিয়া চলে গেছে। শোননি, 'ফাগুনের ফুল যায় ঝরিয়া!'"

    শিব্রামের অনেক গল্পই আমার ভাল লাগে না অত্যধিক পানের জন্যে। তবে "আবার হাঁসের ডাক" (গল্পটার নাম কী ছিলে?) ধরণের গল্পে শিব্রামের জুড়ি নেই। আমার অবশ্য সেরা লাগে সেই রাতের ট্রেনে ঝাঝায় যাবার গল্পটা। সেটারও নাম ভুলে গেছি। কোন সংকলনেও চোখে পড়েনি।
  • Rit | 213.110.243.21 | ১০ আগস্ট ২০১২ ২২:৫০571465
  • কয়েকটা গল্প উল্লেখ করি।
    ১। অংক আর সাহিত্যের যোগফল - সেই যে সব ইমোশন / ঘটনা কে ১০০ র মধ্যে নম্বর দান। এই যেমন আমি ৮৫ রেগে ৭৪ স্পিডে দৌড়ে গান্ধীকে ধরে ৫৫ পেটালাম। ইত্যাদি
    ২। 'আমার দিদি তোমার বৌ গো বলতে বেদন জাগে/জলে পড়ে গেছেন তিনি মাইল তিনেক আগে/মরি হায় হায় রে'
    ৩। 'হবার্তাবা কহিপ্তাশা টজেগেন শকেডুয়ে/ আন্ডিব অন্ডফ্রয়েন মানস্টেট শীবাঙ্গব'
    ৪। আর সেই ক্রেডিট কার্ড কে ধোঁকা দেওয়া। সোমবার হর্ষবর্ধনের কাছে ধার নাও ১০০ টাকা। তারপর গোবর্ধনের কাছে ধার নাও শুক্রবারে ১০০ টাকা ও হর্ষ কে শোধ দাও। এবার লুপটা চালাও। মানে সোমবার গোবরা কে শোধ দাও। তারপর একদিন দুজনকে ডেকে বল। বাপুহে তোমরা দুজন সপ্তাহে দুবার টাকা বদলাবদলি করে নিও। আমি আর মিডলম্যান কেন?
    ৫। ট্রেনের উপরের কামরা যাচ্ছে দিল্লী থেকে বম্বে আর নিচের কামরা দিল্লী থেকে কোলকাতা।
  • Abhyu | 138.192.7.51 | ১০ আগস্ট ২০১২ ২২:৫৬571466
  • আমার কেমন ধারণা ছিল সীমার মাঝে হে শিম, তা যাই হোক।
    একটা গল্প ছিলো (সেটাই কি ঝরিয়ার গল্প?) যাতে ধাক্কা লেগে মরার আগের মুহুর্তে খালি গাড়ি থেকে নেমে পড়েছিলেন?
    আর একটা গল্প ছিল যার শেষ লাইনটা এই রকম - লোকটাকে কেন ওর কুকুরটাকে গুলি করতে বলছি (আপনি কি হারাইতেছেন আপনি জানেন না) - এটা কেউ বলল না?
  • কান্তি | 212.90.106.87 | ১০ আগস্ট ২০১২ ২৩:০৯571467
  • শিবরামের অসাধারন পান সমৃদ্ধ তলোয়ারের মত শান দেওয়া প্রবন্ধগুলোর কথা
    কেউ বলছেন না কেন? শিশির ভাদুড়ী যখন সীতা নাটক নিয়ে বিদেশ গিয়ে
    ব্যর্থ হয়ে ফিরে এলেন তখন লেখা "অচল টাকা" কেউ পড়েন নি? "মস্কো বনাম
    পন্ডিচেরী"র অসাধারন প্রবন্ধগুলো পড়া না থাকলে অবিলম্বে পড়ুন। আর পড়ুন
    বড়দের জন্য লেখা "বিচিত্ররূপিনী"। ধারাবাহিক ভাবে আবাপর রবিবাসরীয়তে
    বেরিয়েছিল।
  • VB | 161.141.84.239 | ১০ আগস্ট ২০১২ ২৩:১৪571468
  • আমি পড়েছিলাম এইরকম--
    "সীমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর
    ধামার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর।"
  • VB | 161.141.84.239 | ১০ আগস্ট ২০১২ ২৩:১৭571469
  • "ঈশ্বর পৃথিবী ভালোবাসা" বইটা শিব্রামের আত্মজীবনীমূলক বলে ধরে নেওয়া যায়। সেখানে রাণী ভূতেশ্বরী র কথা আছে। এই রাণীর এক বোন নাকি কীভাবে কীভাবে শিব্রামের আত্মীয়, তো তাঁর নাম আর মনে পড়ে না, শিব্রাম সাজেস্ট করেন "ধরুন না কেন প্রেতেশ্বরী।"
    ঃ-)
  • aka | 178.26.215.13 | ১০ আগস্ট ২০১২ ২৩:২৪571470
  • ভালোবাসা পৃথিবী ঈশ্বর।
  • VB | 161.141.84.239 | ১০ আগস্ট ২০১২ ২৩:২৭571472
  • এই পুরো বইটা একখানি রত্নখনি। এর প্রায় পুরোটাই কোটযোগ্য।
    একজায়্গায় উনি বলছেন, গায়ে জোর নেই তাই রিকশা টানতে পারিনা তারবদলে এই কলম টানি। কলমের উপর টান আমার এইটুকুই।"

    আরেক জায়্গায়, "গাঁজা কিনা জানি না। গাঁজানোই। লেখামাত্রই নেশা ধরায়, গাঁজা হোক বা না হোক।"

    আরেক জায়্গায়। "ছোটোবেলায় বোধশক্তি স্বভাবতই খুব তীব্র থাকে। অনুভবের দ্বারা তারা বোধ করে, কেমন করে যেন বুঝতে পারে সব। ছেলেবেলায় সকলেই খুব চালাকচতুর চৌকস থাকে, তারপরে যত বড় হয়, হতে থাকে, চারপাশের ধাক্কা খেয়েই হয়তো বা ততই আর ভোতা হয়ে বোদা মেরে যায় কেমন। নিতান্ত বোকা অথবা অতিবুদ্ধি হয়ে, বুদ্ধিজীবী হয়ে বুদ্ধু বনে যায় বোধহয়।"
  • VB | 161.141.84.239 | ১০ আগস্ট ২০১২ ২৩:৩৩571473
  • আরেক জায়্গায় জীবনকথা প্রসঙ্গে বলছেন, " এমন কিছু ভিন্নতর নয়, সবার মতই। কোথাও হয়তো বা একটু ইতরবিশেষ, কোথাও একটু বিশেষভাবে ইতর। এই যা।" ঃ-)
  • VB | 161.141.84.239 | ১০ আগস্ট ২০১২ ২৩:৫৫571474
  • আরেকজায়গায়, "একটা মহাদেশ তো জানি, এই ভূভারত। তাছাড়া একটা খন্ড দেশের বাসিন্দাও আমি, এই চোরবাগানের। তবে এটাকে কলাবাগানও বলা যায় আবার। সত্যি বলতে কী, এই উভয় দেশের মধ্যপ্রদেশে-চোর আর কলা, এই চাতুর্যকলার মাঝামাঝি ই আমি রয়েছি। কলাচাতুর্যের নোম্যান্স ল্যান্ডের সীমান্তে আমার আস্তানা।"
    ঃ-)
  • gg | 128.102.176.26 | ১১ আগস্ট ২০১২ ০১:১৪571475
  • চালিএযাও গুরু
  • | 127.194.101.192 | ১১ আগস্ট ২০১২ ১০:২১571476
  • আচ্ছা আমিদোকান থেকে এসে শিবরাম দেখে লিখে দিচ্ছি গল্প টা।

    ন্যাড়া দা, অনেক দিন পরে দেখে ভালো লাগলো।

    ১। শকেডুয়ে ঃ তো ' পন্ডিত-বিদায়'

    ২। আর হর্ষ যখন বললো আরে টাকা যখন পরে গেল তকহ্ন চেন টান লি না কেন? গোবরা ' আরে টানলাম তো খালি জল বেড়িয়ে আস' ।( কী চাপ!!)

    ৩। ন্যাড়া দা,অভ্যু ওটা কি 'বাড়ি থেকে পালিয়ে ' বা ' বাড়ি থেকে পালিয়ে র পর' ?
  • | 127.194.101.192 | ১১ আগস্ট ২০১২ ১০:২১571478
  • আই মিন 'পদ্দ' টা ঃ))
  • শিব্রামপাঠক | 127.194.205.203 | ১১ আগস্ট ২০১২ ১০:২১571477
  • সম্পাদক শিকার তো পুরো মার্ক টোয়েন টোকা। হুবহু। অনুবাদ বলা যাতে না যায়, এমন করে। টোকা।
  • | 127.194.101.192 | ১১ আগস্ট ২০১২ ১০:২৬571479
  • তাই? জানতাম না। মার্ক টোয়েন র কোন গল্প?
  • b | 135.20.82.164 | ১১ আগস্ট ২০১২ ১০:৫৯571480
  • সে তো আরো আছে! কোন একটা গল্প নাকি স্টিফেন লিকক থেকে ঝাড়া ছিল। তাই নিয়ে কোন অনুজ সাহিত্যিক শিবরামকে অনুযোগ করাতে উনি বলেনঃ যা, যা, মোটে তো একটা ধরতে পেরেছিস, তাই নিয়ে আবার কথা!

    শিবরাম ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি লিখে রাখতেন দেওয়ালে। কারণ দেওয়াল কখনো হারায় না (কাগজ হারিয়ে যেতে পারে)।

    (মস্কো বনাম পন্ডিচেরি-র, যা শিবরামের ভাষায় মস্কো নিয়ে পন্ডিতি আর পন্ডিচেরি নিয়ে মস্করা, একটি এডিশন বেরিয়েছিল আজকাল থেকে। জোগাড় করতে পারেন)

    বহুদিন শিবরাম খবরের কাগজ (বসুমতী কি?) হকারী চালিয়েছেন, উনি যেতেন বেথুন কলেজের সামনে । ওনার বক্তব্য ছিলঃ মেয়েদের মন মায়ের মত। বেলা দশটার মধ্যেই সব কাগজ শেষ হয়ে যেত। নেশা ভাংএর মধ্যে ছিল গুঁড়ো দুধের নেশা, যা ওনার ভাষায় `ড্রাই রাবড়ি'।

    কিছু গল্পে অত্যাধিক পান, তবে শিবরামের প্রধান অস্ত্র সম্ভবতঃ উডহাউসিয় অতিকথন, যা সম্ভব অসম্ভবের সীমা অতিক্রম করে যায়। ওনার প্রাণকেষ্ট চরিত্রের একবার বাসের মধ্যে মেমসাহেবকে চড় মারার অপরাধে বিচার হয়েছিল। পড়ে দেখবেন একবার।

    শিবরামের সাথে লীলা মজুমদারের প্রেম গজিয়েছিল, এরকম একটা গুজব শুনেছিলাম। রায়বাড়ি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল রত্নটির পক্ষে নিশ্চয় চালচুলোহীন শিব্রামকে হাপসোল দিতে খুব একটা অসুবিধা হয় নি।
  • ডিডি | 120.234.159.216 | ১১ আগস্ট ২০১২ ১২:০৬571481
  • শিবরামের এক ভক্ত আমি। এখনো।

    একটি গল্পো (বোধয়) জেরোম কে জেরোমের থেকে টোকা। সেটি না উল্লেখ করেই ওনাকে চিঠি দেই - কেনো ঋণস্বীকার করেন না।

    অদ্ভুত তাড়াতাড়ি পোস্টকার্ডে উত্তর আসে। অকপট স্বীকার, আর বললেন শুধু প্লটটাকেই নিয়ে তাকে দিশী গল্পো করেছি। তাই"ছায়া অবলম্বনে" আর লিখি নি। যাস্ট দু চার লাইন।

    লেখক হিসেবে অনন্য ছিলেন। মানুষ হিসেবেও।
  • b | 135.20.82.164 | ১১ আগস্ট ২০১২ ১২:৩৮571483
  • তবে শিব্রামের বেশ কিছু গল্পে ঋণ স্বীকার আছে। যদ্দুর মনে পড়ছে টম সয়ার ওনার অনুবাদেই প্রথম পড়ি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন