এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিবরামঃ আজ ,কাল ,চিরদিনের....

    b
    অন্যান্য | ১০ আগস্ট ২০১২ | ২০৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | 213.110.243.21 | ১১ আগস্ট ২০১২ ১৩:০৪571484
  • প্রানকেষ্টর চড় মারা। হে হে হে হে । সেই মেমসাহেব এর ব্যাগ থেকে টাকা বের করা তো। ঃ)
  • Rit | 213.110.243.21 | ১১ আগস্ট ২০১২ ১৩:০৮571485
  • বাড়ি থেকে পালিয়ে বেরোনোর পর রায় বাড়ির সেই লম্বা মানুষ টি একদিন শিব্রামের বাড়ি গেলেন। শিব্রাম দরজা খুলে বললেন কি ব্যাপার? লম্বা মানুষ বললেন উনি 'বাড়ি থেকে পালিয়ে' র স্বত্ত্ব কিনতে আগ্রহী। ছবি বানাতে চান ঐ গল্প থেকে। শুনে শিব্রামের উত্তর- এই একটু আগেই আপনার চেয়েও লম্বা আর একজন ছবির স্বত্ত্ব কিনে নিয়ে গেছেন।

    বাড়ি থেকে পালিয়ে সত্যজিত বানালে কেমন বানাতেন তা আর বাঙালির জানা হল না।
  • siki | 90.227.130.34 | ১১ আগস্ট ২০১২ ১৩:৩২571486
  • বড় ব্যাগের চেনটা খুললেন, ছোট ব্যাগ বের করলেন, বড় ব্যাগের চেনটা বন্ধ করলেন, ছোট ব্যাগের চেন খুললেন, সেখান থেকে একটা একটাকা বের করলেন, ছোট ব্যাগের চেনটা বন্ধ করলেন, বড় ব্যাগের চেনটা খুললেন, ছোট ব্যাগটা ভেতরে ঢোকালেন, বড় ব্যাগের চেনটা বন্ধ করলেন, ততক্ষণে কন্ডাক্টর অন্যদিকে চলে গেছে। অতএব তিনি আবার বড় ব্যাগের চেনটা খুললেন, ছোট ব্যাগটা বের করলেন, বড় ব্যাগের চেনটা বন্ধ করলেন, ছোট ব্যাগের চেনটা খুললেন, একটাকার নোটটা সেকানে ঢোকলেন, ছোট ব্যাগের চেন বন্ধ করলেন, বড় ব্যাগের চেনটা খুললেন, ছোট ব্যাগটা ভেতরে ঢোকলেন, বড় ব্যাগের চেনটা বন্ধ করলেন।

    ততক্ষণে আবার কন্ডাক্টর এসে গেছে টিকিট চাইতে। অতএব তিনি ...

    টুউ মাচ!
  • ডিডি | 120.234.159.216 | ১১ আগস্ট ২০১২ ১৩:৩৯571487
  • এই গল্পোটিও নিজস্ব নয়।
    যদ্দুর মনে পরে স্টিফেন লীককের - না, এখন আর গল্পের নাম টাম মনে নেই।
  • Shanku | 127.201.233.181 | ১১ আগস্ট ২০১২ ২০:৪৩571488
  • বিয়ে করলেন না কেন জানতে চাইলে বলেছিলেন, কারুর পিশেমশাই কি মেশোমশাই হতে চাই না !
  • শঙ্কু | 127.201.233.181 | ১১ আগস্ট ২০১২ ২০:৪৫571489
  • বিয়ে করছেন না কেন জানতে চাইলে বলেছিলেন, কারুর পিসেমশাই কি মেশোমশাই হতে চাই না বাপু !
  • VB | 161.141.84.239 | ১৩ আগস্ট ২০১২ ২৩:৩১571490
  • মার্ক টোয়েনের কোন গল্প আম্মো জানতে চাই হে শিব্রাম্পাঠক।
    মূল গল্পের লিংক থাকলে দয়া করে দিন।
  • শিব্রাম্পাঠক | 127.194.201.10 | ১৪ আগস্ট ২০১২ ০০:০৩571491
  • লিংক মূলতঃ এইটে -http://banglajokes.evergreenbangla.com/1089
    আদতে একটি বেশ বড় গল্প। নেটে বেশি খোঁজার সময় নেই। উৎসাহী জনতা নিজে খুঁজে নিলে ভালো হয়। একেবারে না পেলে দেখা যাবে।
  • শিব্রাম্পাঠক | 127.194.201.10 | ১৪ আগস্ট ২০১২ ০০:১৬571492
  • http://archive.org/details/Cory_Doctorow_Podcast_209

    http://twainquotes.com/Galaxy/187007a.html
    এর চেয়ে বড় ভার্সান তো পেলাম না নেট্বে, আমার বাংলা অনুবাদে মার্ক টোয়েনের গল্পসমগ্র তে দেখতে হবে এর চেয়ে জিনিসটা বড় ছিল কিনা। তবে সবাইকে "বাড়ন্ত বাচ্চাদের জন্যে একটি বিদগ্ধ উপকথা" রেফার করে ঘুমোতে গেলাম। মার্ক টোয়েন পড়ুন। সবকটা গল্প। প্রত্যেকটা বিয়াপ্পক।
  • কল্লোল | 129.226.79.139 | ১৪ আগস্ট ২০১২ ০৯:৩৭571494
  • শিব্রামের অতুলনীয় লেখা ঈশ্বর পৃথিবী ভালোবাসা আর ভালোবাসা পৃথিবী ঈশ্বর। আমি ভুলতে পারিনা আইন অমান্য করে রিনির ছেলে সেজে শিব্রামের জেলে ঢোকা, আর জেলেই চিত্তরঞ্জনের শরৎচন্দ্র পড়া, কিংবা সেই চিলে কোঠায় সন্দেশ মাখা চুমু।
    মস্কো বানাম পন্ডিচেরীতে কেমন সে সময়ের বাঙ্গালী হয়ে অরবিন্দকে ঐ ধোলাই - ভাবা যায় না।
    পাইখানা-খানাপাই অসাধারণ।
    কোনদিন লোকটার সাথে দেখা বা আলাপ হয় নি। যদিও মুক্তারামে আমাদের বেশ বড় একটা ঠেক ছিলো।
  • b | 135.20.82.164 | ১৪ আগস্ট ২০১২ ০৯:৪৯571495
  • 'রেবেল' হিসেবে কমলকুমার, কিম্বা কৃত্তিবাস গোষ্ঠীর কবিদের নাম উঠে আসে। শিবরাম নন কেন? মস্কো বনাম পন্ডিচেরী-তেই, উনি বলেছিলেন, বিশ্বভারতী রবীন্দ্রনাথের বিরাট অপকীর্তি, কারণ মনে প্রাণে উনি যে কোনো ইন্সটিটুশন বিরোধী ছিলেন। পরে অবশ্য বলেছিলেন 'বিশ্বভারতী দেখে আমার ধারণার পরিবর্তন হয়েছে। তবে আমি ঐ অপ-বাচক শব্দটি পরিবর্তন করতে রাজী নই, এক মাথা গরম তরুণের (ঠিক এই শব্দ নয়, প্যারাফ্রেজ করলাম) ঔদ্ধত্যের সাক্ষী হিসেবে কথাগুলো থাক।
  • কল্লোল | 129.226.79.139 | ১৪ আগস্ট ২০১২ ১০:১৪571496
  • কারন, শিব্রাম কিত্তিবাসীদের মতো বানানো "রেবেল" ছিলেন না। কিত্তিবাসীরা মাল খেয়ে পার্ক স্ট্রিটে মরণ মরণ খেলা খেলতেন। কিন্তু রবিঠাকুর শুনলে গদগদ হতেন। শক্তি নাকি আমীর খাঁ কে রবিন্দো সঙ্গীত গাইতে বলেছিলো।
    সে সব পারতেন সমর সেন, শিব্রামেরা। সমর সেনরা শান্তিনিকেতনে ওনার সাথে আলাপচারীতার সময় রবিবাবু বলে সম্বোধন করায় দাড়িদাদু খুব খচেছিলেন।
    আর, কওঁলকুঁয়োর কেন রেবেল সেটি বোধগম্য হলো না।
  • b | 220.212.8.62 | ১৪ আগস্ট ২০১২ ১০:২৮571497
  • ঐ প্রচলিত প্রথার বাইরে দাঁড়ানো। সম্প্রতি অনির্বাণ লাহিড়ীর একটি বই পড়লাম,( কমলকুমার ও কোলকাতার কিসসা, প্যাপিরাস, গু চ-র পাতাতেই বোধ হয় রিভিউ বেরিয়েছিল), তা পড়ে তো সেটা মনে হবেই।
    তবে শিবরামও রবিবাবুর সাহিত্যের ভক্ত ছিলেন। সেটা বোধ হয় কোনো মাপকাঠি নয়।
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০১:১৩571498
  • সাংবাদিক খবর যোগাড় করে নিয়ে গেছেন যে শিব্রামের ঠাকুরদার নাম ছিলো নবকুমার। শিব্রাম বললেন," তাহলে বলতে চাইছেন কপালকুন্ডলা আমারই ঠাকুমা? "
  • VB | 161.141.84.239 | ১৫ আগস্ট ২০১২ ০১:২৭571499
  • আর প্রথম চুমোমাখা সন্দেশ মোটেই চিলেকোঠায় না, রিনিদের পড়ার ঘরে। এখন ঈ-পৃ-ভা পড়ছি কিনা, তাই দেখে নিলাম। ঃ-)
  • তাতিন | 132.252.251.244 | ১৬ আগস্ট ২০১২ ১৬:২৭571500
  • চুমু প্রসঙ্গে ওই 'খেলেই পাই, পেলেই খাই' প্রবচন মামনি পটাতে হেভি সাহায্য করে
  • কল্লোল | 230.226.209.2 | ১৬ আগস্ট ২০১২ ১৭:০৪571501
  • হ্যাঁ হ্যাঁ, ভিবি ঠিকই বলেছেন। চিলেকোঠায় তো রিনির আত্মনিবেদনের গল্প।
  • pinaki | 148.227.189.9 | ১৬ আগস্ট ২০১২ ১৭:৩৭571502
  • আমি কোনো কারণে ভাটিয়ালিতে লিখতে পারছি না। তাই এখানে লিখছি। কেউ এটা ভাটিয়ালিতে কপি করে দিলে ভালো হয়। এটা অজ্জিতদার উদ্দেশ্যে। রিসেন্টলি আমি আমার মা ও শ্বশুরের জন্য পাসপোর্ট করালাম। রুবির পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে। আমারও অ্যাপো পেতে খুব সমস্যা হচ্ছিল। প্রথমে আমার চেন্নাই এর অফিস থেকে চেষ্টা করছিলাম। কিন্তু সেখান থেকে 'ম্যানেজ অ্যাপো' করলে সব সময়েই বলছে যে কোনো স্লট অ্যাভেলেবল নেই। তখন ওদের কাস্টমার কেয়ারে ফোন করে জানলাম যে ১) ঠিক বিকেল সাড়ে চারটেয় লগ ইন করে চেষ্টা করতে হবে, ২) অফিস আই পি থেকে করা যাবে না। এজেন্টদের আটকানোর জন্যে নকি দ্বিতীয় সিস্টেমটা করা হয়েছে। এরপর আমি সুইডেনে চলে যাই এবং সেখানকার অফিস আইপি থেকেই চেষ্টা শুরু করি। সেখানে কিন্তু আমি 'ম্যানেজ অ্যাপো' র পরে অনেকদূর অব্দি এগোতে পারতাম। কিন্তু তার জন্য কলকাতার টাইম ঠিক সাড়ে চারটের ১০ মিনিট আগে থেকে লগ ইন করে বসে থাকতে হত। তারপর দেখতাম সার্ভার ঐসময়টয় মারাত্মক স্লো। সেটা সম্ভবতঃ সবাই একটা নির্দিষ্ট সময়ে লগ ইন করায়। মানে এরকম হচ্ছিল যে আমি অ্যাপোর স্লট সিলেক্ট করলাম, কিন্তু তারপর আবার একটা ক্যারেক্টার ভেরিফিকেশনের উইন্ডো এল আর সেটা আসতে এত সময় নিল যে যতক্ষণে আমি সেসব শেষ করলাম, আমাকে বলা হল যে তোমার সিলেক্ট করা স্লটটা অন্য একজন বুক করে নিয়েছে। এরকম আমার ক্ষেত্রে হয়েছে অন্ততঃ দশদিন। আর ঐ অ্যাপোর স্লটগুলো এভেলেবল থাকে ঠিক পাঁচ মিনিট। মানে একবার ফেইলড অ্যাটেম্প্ট এর পর আবার যেই চেষ্টা করতে গেলাম দেখলাম আর কোনো স্লট অ্যাভেলেবল নেই। অথচ তারপর আমার বউ বাড়ির ইন্টারনেট থেকে একবার ট্রাই করে লাগিয়ে দিল। আমার অভিজ্ঞতা থেকে অজ্জিতদার প্রতি সাজেশন - ১) আমার মনে হচ্ছে তোমার অফিস আইপি থেকে ট্রাই করলে তুমি পাবে না। বাড়ীর আইপি থেকে চেষ্টা কর। ২) সাড়ে চারটের দশ মিনিট আগে ঢুকে বসে থাকো। আর চারটে সাতাশ থেকে বারবার 'ম্যানেজ অ্যাপো' তে ক্লিক করতে থাকো। ৩) যখন 'ম্যানেজ অ্যাপো' র থ্রু দিয়ে অ্যাভেলেবল স্লটগুলোতে পৌঁছোবে তখন দেখবে কিছু স্লট দেখায় আগামী দু-তিন দিনের মধ্যেই। সেগুলো চুজ না করে একটু দুরের (কিছু স্লট দেখায় দু-সপ্তাহ দুরের) কোনো স্লট চুজ কোরো। আমি যে সুইডেন থেকে পাচ্ছিলাম না, তার কারণ আমি ঠিক দুদিনের মাথায় যে প্রথম স্লটটা আছে সেইটা ট্রাই করছিলাম। আমার বউ যখন পেল তখন কিন্তু ও দু সপ্তাহ দুরের একটা স্লট চুজ করেছিল।

    পরিশেষে বেস্ট অফ লাক। অ্যাপো পেলে বেশী দাবী নেই, একদিন খাওয়ালেই হইব।
  • pinaki | 148.227.189.9 | ১৬ আগস্ট ২০১২ ১৮:১২571503
  • লিখতে পেরেছি। আর দরকার নেই।
  • VB | 161.141.84.239 | ১৬ আগস্ট ২০১২ ২৩:০৫571505
  • রিনির আত্মনিবেদন? তাও আবার চিলেকোঠায়? কন কি মশয়?????
    রিনির সঙ্গে তো দেখাসাক্ষাৎ একেবারে ছাদে, যেখান থেকে কিনা আকাশ পরিশ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতো। আত্মনিবেদন বরং শিব্রামেরই বলা যায়। "জীবনপথে চলতে গিয়ে কে কার চুমু কাড়বে? " রিনি কোন দুঃখে নিবেদন কত্তে যাবে? ঃ-)

    তারপরে গান্ধীজীর আহ্বানে যখন দুজনায় জেলে গেলো, শিব্রাম আর রিনি দুইজনেই জেলে গিয়ে রইলো, রিনি ছেলে সেজে, চুল বয়স্কাট করে। সেখানেই তো শিব্রামের প্লুরিসি হোলো, আর রিনি কম্বল সমেত কম্বল হয়ে ওকে গরম রেখে বাঁচালো। এসব অন্য লেভেলের ব্যাপার, কেবল শিব্রামই লিখতে পারতেন। যেকোনো অল্প শক্তির লেখকের হাতে এসব জায়্গা একেবারে মেসড আপ হয়ে যেতো, শিব্রামের কলম একদম শরতের শুভ্র শিশিরের মতন নিয়ে এসেছে, কারণ ওঁর তেমনই মনটা ছিলো।

    আপনে নির্ঘাত "মহাস্থবির জাতক"এর সঙ্গে গুলাইয়া ফেলাইছেন গো, চিলেকোঠা ফোটা এসব ওখানে ছিলো। সেখানে ছিলো বাদাইম্যা বালক স্থবির আর বড়লোকের মেয়ে সুলতা। টিপিকাল তখনকার টুনটুনি প্লট। তবে যেই না স্থবিরের পালানো শুরু হোলো, অমনি লেখা খুলে গেলো, একেবারে পাখা মেলে হাই কোয়ালিটি হয়ে গেলো। ঃ-)
  • কল্লোল | 230.226.209.2 | ১৭ আগস্ট ২০১২ ০৮:০৮571506
  • না ভিবি। আমার পষ্টো মনে আছে। রিনির বিয়ে ঠিক হবে। তখন রিনি চিলেকোঠার ঘরে এসে শিব্রামকে সব সব সব কিছু দিতে চায়। শিব্রাম, একদম শিব্রামী কায়দায় সেটা প্রত্যাখ্যান করে।
  • aranya | 154.160.130.16 | ১৭ আগস্ট ২০১২ ০৯:০৬571507
  • কল্লোলদা-রা মুক্তারামে ঠেক মারতেন, অথচ এমন একটা মানুষের সাথে আলাপ করলেন না !!
  • কল্লোল | 230.226.209.2 | ১৭ আগস্ট ২০১২ ০৯:১৯571508
  • অরণ্য। তখন, সারা পৃথিবীর না হোক সারা ভারতের প্রলেতারিয়ার মুক্তির গুরুভার কাঁধে নিয়ে ১৫০ মুক্তারামবাবু স্ট্রিটে বডি কাটার ইউনিয়ান করতাম। বডি কাটার শুনে অত্তো চোখ গোলগোল করার কিছু নেই। ওটা হোসিয়ারী শিল্পে যারা গেঞ্জির বডি কাটেন তাদের টেকনিকাল নাম। তার ওপর উনি তখন আবাপর মতো বুর্জুয়া কাগজের সাথে আছেন, তাই অবশ্য পরিত্যাজ্য। ফলে উদগান্ডুদের যা হয় আমারও তাই হয়েছিলো.......।
  • aranya | 154.160.130.16 | ১৭ আগস্ট ২০১২ ০৯:৩৮571509
  • কল্লোল-দা বুঝেছি,তাছাড়া কারও জীবদ্দশায় অনেক সময়ই ঠিক ঠাওরানো যায় না, তিনি কত বড় একটা মানুষ।
    হ্যাঁ, আপানারই ক্ষতি।
    বডি কাটার-টা ইউনিক, মানে আমার অভিজ্ঞতার অভাবে আর কি, প্রথমে ভাবছিলাম পুরনো গাড়ির বডি কেটে মেটাল নেওয়ার মত কোন ব্যাপার কিনা :-)
  • VB | 161.141.84.239 | ১৮ আগস্ট ২০১২ ০১:১১571510
  • আসলে না বলে পারছি না, শিব্রাম তখন প্লুরিসিতে আক্রান্ত হয়ে রিনিদের কলকাতার বাড়ীতে রিনির বাবা যিনি কিনা ডাক্তার, তাঁর চিকিৎসায় ছিলো। রোগীকে চিলেকোঠার ঘরে চৌকি টৌকি পেতে থাকার ঘরের মতন করে রাখা হয়েছিলো। চিলেকোঠা ঘর বলতে যে গোপণ অনুষঙ্গ আসে সেটা ঐ গল্পে ছিলো না। রিনি তখন রোগীর সেবা করতো, দিনে রাতে।
    তারই মধ্যে রিনির বিয়ে ঠিক হয়, আশীর্বাদের দিন রিনি এসে শিব্রামকে জানায় রামদা তুমি কিছু বলছো না যে! এত কিছু যে বলার ছিলো তোমার....
    শিব্রাম কিন্তু জানতো সে প্রেমটুকুই করতে পেরেছে, দায়িত্ব নিয়ে সংসার করা তার ধাতে নেই।
    রিনি আসলে শিব্রামকে একটা অপশন দিতে চেয়েছিলো, শিব্রাম সেটা নেবার মতন অবস্থায় ছিল না।
    এর পরে রিনি শিব্রামের সাধ মেটাতে চেয়েছিলো একেবারে শেষবারের মতন। এটাকে আত্মনিবেদন মনে হয় না আমার ব্যক্তিগতভাবে, এটাকে বরং একধরণের বদান্যতা বা করুণা বলা যায়, এতদিনের ভালোবাসার স্বীকৃতি হিসাবে। তো, শিব্রাম প্রত্যাখ্যান করেন "আমি তোর দাদার মতন না?" বলে।

    রিনির পক্ষ থেকে এই কথাগুলো বলে গেলাম, রিনি চরিত্রটাকে আমার একেবারেই ললিত লবঙ্গ মনে হয় না যে গোপণে চিলেকোঠায় এসে আত্মনিবেদন করতে চাইবে, রিনি চরিত্রটা বরং ও গপ্পের তখনকার তরুণ শিব্রাম চরিত্রটার চেয়েও অনেক সতেজ ও শক্তিশালী। ভালোবাসার শতি তার সহজাত, লয়ালটিও তার অনেক বেশী, গন্ডগোল হোলো সে যাকে ভালোবেসেছিলো সে উড়নচেন্ডী। সে দায়িত্ব নিতে পারলে রিনিকে তো ঐ এত এত সম্বন্ধবিয়ের মেয়েদেখা অপমানের মধ্যেও যেতে হতো না, ওরকম সম্বন্ধ বিয়ে করতেও হতো না। অথবা কাল যদি অন্যরকম হতো, রিনি নিজেই যদি স্বাধীন ব্যবসা বা ডাক্তারি বা ওকালতি করতে পারতো বা কোনোভাবে তার জীবিকার্জনের উপায় থাকতো তাহলে ও তাকে ওরকম বিয়ে করতে হতো না।
    কিন্তু দুর্ভাগ্য যে তখনো "সুবর্ণলতা" দের কালই চলছিলো।
  • VB | 161.141.84.239 | ১৮ আগস্ট ২০১২ ০১:১৩571511
  • শক্তি
    উড়নচন্ডী

    এইদুটো টাইপো ছিলো।
  • কল্লোল | 125.241.58.22 | ১৯ আগস্ট ২০১২ ০৬:১৮571512
  • ভিবি। একমত।
    ঈ-পৃ-ভা'র রিনি আমার পড়া বাংলা সাহিত্যের সবচেয়ে বলিষ্ঠ ও ইতিবাচক নারী চরিত্র।
    আমি চিলেকোঠার উল্লেখ করেছিলাম ঘটনাটার প্রসঙ্গে।
  • bb | 127.195.161.119 | ১৯ আগস্ট ২০১২ ১৭:৩৯571513
  • ভুলে গেলে চলবে লেখকই চরিত্রের সষ্টা, তাই তিনি যেরকম ভাবে গড়বেন পাঠক সেই অনুযায়ীই বিশ্লেষণ করেবেন। সে রিনি বা তরুণ শিব্রাম নিজে।
  • Abhyu | 34.181.4.20 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:৫৯571514
  • http://www.anandabazar.com/archive/1130202/2pustak3.html
    তিনি বাঙালি নন, কোরিয়ার অধিবাসী। তিনি আর্মচেয়ার ডিটেকটিভ, আবার ডাকাতকে কাত করেছেন। তিনি কল্কেকাশি। শিবরাম চক্রবর্তীর আশ্চর্য সৃষ্টির সবটা দু’মলাটে, প্রসেনজিৎ দাশগুপ্ত ও সৌম্যেন পালের টীকা-সহ, কল্কেকাশির গোয়েন্দাগিরি (তালপাতা, ৮০.০০)।
  • quark | 24.139.199.1 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৪571516
  • ১। রামবাবু ডাক্তার আছেন? রাম ডাক্তারবাবু আছেন? ডাক্তার রামবাবু আছেন?

    ২। রামবাবু একজন বেয়াড়া ডাক্তার জানতুম, তাঁর বেয়ারাও যে একজন ডাক্তার তা জানতুম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন