এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম আদমি ! ও রিয়ালি?

    Biplab Pal
    অন্যান্য | ২২ সেপ্টেম্বর ২০১২ | ৪৫৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Biplab Pal | 78.33.140.55 | ২২ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৬572645
  • আম আদমি ! ও রিয়ালি?
    -বিপ্লব
    মনমোহনের ভাষন শোনার পর, মমতার ফেসবুক স্টাটাস আপডেট- সবাই আম আদমির নাম করে, আম আর ছালা চুরিতে ব্যস্ত!
    চারিদিকে বাম বাঙালী, তৃণমূলী বাঙালী এবং প্রবিজ্ঞ বাঙালীর কথা শুনে মনে হতে পারে রিটেলে বিদেশী বিনিয়োগ মানে দেশের সর্বনাশ হল বলে! দেশের সাধারন দোকানদাররা, যারা দুয়ানা করে খাচ্ছিল, তারা এবার গেল!

    প্রথমেই বলে রাখি –আমি কংগ্রেসের তথা মনমোহনের গুণমুদ্ধ কেও নই। চারিদিকে যেভাবে সরকারটাই চুরি হয়ে গেছে, মনমোহন তার নিজের অপদার্থতার চূড়ান্ত প্রমান দিয়েছেন। নৈতিক দ্বায়িত্ব মেনে কয়লা বা কমনওয়েলথ গেমস কেলেঙ্কারীতেই তার পদত্যাগ করা উচিৎ ছিল। কমনওয়েলথ গেমসের বাজারে, এক বছর আগে থেকেই ডিল নিলাম হচ্ছিল এবং ফরের দল খেলছিল। গোটা দিল্লী জানত এই খেলার মহা খেলুড়েটে কে আর মনমোহন জানতেন না? অসম্ভব। সুতরাং সর্দারজী নিজে চোর না হলেও, চুরি ডাকাতি গায়ে মাখেন না-এটা নিয়ে আমাদের কারুর কোন সন্দেহ থাকার কথা নয়। এবং ভারতের প্রধানমন্ত্রী চোর ও ডাকাত দের এত মমত্ব দিয়ে পুষিলে, তার যোগ্যতা নিয়ে সংশয় থাকবেই।

    কিন্ত এই সর্দারজির জন্যেই ভারত আজকে জগৎ সভায় মুখ উঁচু করে চলে। এই সর্দারজির জন্যেই ভারতে আজ ৫০ লাখের বেশী সফটোয়ার ইঞ্জিনিয়ার এবং মাইক্রোসফট থেকে পৃথিবীর সব সেরা কোম্পানীগুলির অফিস ভারতে। এই সর্দারজির জন্যেই ভারতের তরুন মধ্যবিত্ত সমাজ ভাল চাকরির স্বপ্ন দেখতে শিখেছে। এবং ভারতে আজকে যেটুকু অগ্রগতি দেখা যাচ্ছে, তার মূলে অবশ্যই বিদেশী বিনিয়োগ যা মনমোহনের সংস্কারের পথেই এসেছে। কারন একমাত্র বিদেশী বিনিয়োগের মাধ্যমেই ভারত বিশ্বের অর্থানীতির সাথে যুক্ত হতে পারে, যা উৎপাদন উন্নততর করে। সুতরাং যেসেব সেক্টর বিদেশী বিদেশী বিনিয়োগের জন্যে খুলে দেওয়া হয়েছে, সেখানে আমরা চমকপ্রদ উন্নতি দেখেছি। সফটোয়ার বা ফার্মা সেক্টর এর সব থেকে বড় উদাহরণ।

    এবার প্রশ্ন হচ্ছে খুচরো ব্যাবসায় বিদেশী বিনিয়োগ, ভারতের দোকানদার দের ক্ষতি করবে কি না। তাদের রুটি রোজগার মারবে কি না। বিশেষত যখন ভারতের ১৩% লোক দোকানদারি করেই খাচ্ছে।

    এর সোজা উত্তর সেই ১৩% এর মধ্যে অন্তত ৫-৬% ব্যাবসা হারাবে। আনন্দবাজার বা প্রধানমন্ত্রী যতই আশ্বাস দিক, আমার আমেরিকাতে দেখা অভিজ্ঞতা হল কোন নতুন শহরে ওয়ালমার্ট আসলে, স্থানীয় ব্যাবসার ৮০% পাঠ তোলে। আমি অন্তত ৪ টি এমন কেস চোখে দেখেছি। ভারতে সেটা ২০% মতন হবে কারন এক কোটির বড় শহর ছাড়া এই ধরনের বড় রিটেল খোলার অনুমতি বিলে দেয় নি। তাছারা ভারতে এই সব বড় শপ, শহরের অনেক বাইরেই করতে হবে। সুতরাং বিগরিটেলে ভারতের ছোট ব্যবসায়িদের ক্ষতি কিছু হবে-কিন্ত সেটা আমেরিকার অনুপাতে কমই হবে।

    কিন্ত এসবের পরেও আমি নিশ্চিত ভাবেই মনে করি বিগ রিটেলে বিদেশী বিনিয়োগ ১০০% সঠিক সিদ্ধান্ত।
    [১] উন্নততর উৎপাদন এবং বন্টন রাজনীতি করে আটকানো সবসময় মূঢ়তা। কারন, এতে উৎপাদন কমে। ভারতে জিনিসপত্রের অস্বাভাবিক বেশি দাম। আমেরিকাতে অধিকাংশই দ্রব্যই ভারতের থেকে সস্তা যেখানে আমেরিকাতে লো কস্ট ম্যানপাওয়ারের কস্ট ভারতের প্রায় ২০ গুন। কারন বিগ রিটেলের সিস্টেম। সেখানে সাপ্লাই চেন থেকে ডেলিভারি সব সিস্টেমে হবে-ফলে অসংখ্য মিডলম্যান সেই বিগরিটেল ট্রেনে কাটা পড়বে। এবং ভল্যুয়মে বিক্রি হলে মার্জিন অনেক কম রেখে বিক্রি সম্ভব-উৎপাদক সরাসরি ডেলিভারি দিতে পারবে। যার ফলে আস্তে আস্তে ভারতে অনেক দ্রব্যের দাম কমবে।
    বেসিক্যালি ব্যাপারটা হবে এই- ভারতের ১৩% লোক মধ্যসত্ত্বভোগী ছিল-এবার তাদের টাকা না দিতে হওয়াতে, খুচরো জিনিসের দাম অবধারিত ভাবে কমবে। যা আমরা আমেরিকাতে দেখেছি। সুতরাং আম আদমীর প্রশ্ন উঠলে কৃষক এবং সাধারন মানুষের জন্যে রেটেলে বিদেশী বিনিয়োগ আশীর্বাদ। অভিশাপ না। সুতরাং রিটেলে বিদেশী বিনিয়োগ আমআদমীর পক্ষেই।

    [২] প্রশ্ন হচ্ছে এই ১৩% দোকানদার দের, আমাদের সাহাবাবু দের কি হইবে?
    কোন ভণিতা না করেই বলা যাক, তাদের দোকানদারি ছেরে অন্য ব্যবসা দেখতে হবে। উন্নততর উৎপাদন প্রক্রিয়া আসলে, অনুন্নত উৎপাদনের সাথে যারা জড়িত, তাদের কর্মনাশ হয়। এটা ইতিহাসের স্বাভাবিক গতি। আমরা কি দেখিনি গত ২০ বছর কেরানী বলে পেশাটা উঠে গেছে? এখন গ্রামীন শহরের বড় দোকানগুলিতেও খাতা দেখাশোনা করার ব্যাপার নেই। কম্পুটার চলছে। যারা খাতা লিখত, তারা অতীত। তরুন যুবকেরা সবটাই কম্পুটার একাউন্টিং করছে। অথচ এই সেই দিনও কমরেডরা আকাশ বাতাস মুখরিত করেছিলেন কম্পুটারের বিরুদ্ধে ----কম্পুটার আসলে লোকের চাকরি যাবে! আসলে সেই কম্পিউটারই ভারতের নতুন কর্মপন্থা খুলে দিলে। রিটেলেও তাই হবে। সেখানে বিনিয়োগ আসলে উন্নত রিটেলের সাথে অনেক উন্নত পরিশেবা আসে, যেখানে চাকরির সংস্থান হবে।

    এই ভাবেই কলকাতা তলিয়ে গিয়েছিল ব্যাঙ্গালোরের অনেক অনেক নীচে। নতুন উৎপাদন ব্যবস্থা আসলে, পুরাতনের কর্মনাশ হয়। এটা না হলে ত সভ্যতাই এগোবে না! হাল বসে যাবে বলে আমরা জমিতে ট্রাক্টর চালাতে দেব না? এটাত সভ্যতার গতি হতে পারে না। ইতিহাস বলে যে সমাজ উন্নততর উৎপাদন ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়, তারা ধ্বংস হয় কালক্রমে।

    [৩] সব থেকে বড় কথা সভ্যতা গতি বিগ রিটেলেও না। সভ্যতার গতি ইকমার্স রিটেলে। যা ভারতে বিরাট ভাবে ঢুকেছে। সাহাবাবুরা চান বা না চান, তাদের দোকানের বয়স আর ২০ বছরের বেশি না। ভারতেও ইকমার্স এবং ইডেলিভারি আগামী ১০ বছরে সাঁই সাঁই করে উঠবে। ইলেক্ট্রনিক্সের দোকানগুলি দেওলিয়া হবে সবার আগে। দোকানদারির মতন যে পেশা ইন্টারনেট যুগের সাথে সামঞ্জস্য না, সেই পেশাকে টেকানোর জন্যে একটা জাতিকে পিছিয়ে দেওয়া কি ঠিক হবে? দোকানদারের ছেলেরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে লোকাল ইডেলিভারি ব্যবসা শুরু করুক। সেটাই হবে সভ্যতার গতি।
    মোদ্দা কথা মমতা যদি কয়লা কেলেঙ্কারীতে ইউ পি এ ছাড়তেন, আমি সমর্থন করতাম। কিন্ত মমতা বিরোধিতা করছেন এমন একটা ইস্যুতে যা ভারতকে পেছনের দিকে ঠেলবে।
  • বিপ্লব পাল | 78.33.140.55 | ২২ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৯572656
  • ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়>> ব্যর্থ হয় হবে।
  • ডিডি | 132.167.5.17 | ২২ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৬572667
  • এই যে, এই যে বিপ্লব বাবু। শুনছেন?

    তা প্রায় বছর দশেক হলো অমন রেটেইল চেইন চলছে সারা ভারতে। (সাউথে প্রায় বছর কুরি হোলো, নীলগিরি,স্পেন্সার্স ইঃ চলছে)। শুনেছেন কোথাও হু হা করে সাহাবাবুদের দোকানগুলো পট পটাং চলে গেছে ? বছর দশেক তো বেশ বড়ো টাইম ফ্রেম।

    এই কুটিল প্রশ্নটার উত্তর দিন তো। রিলায়েন্সে রিটেইল চেইনে সাহা বাবুদের ক্ষতি হয় না কিন্তু নাম ওয়াল মার্ট হলেই ২০% দোকান বন্ধ হয়ে যায়? এই অংকের একটা ব্যাখ্যা দিন।
  • dukhe | 127.194.246.167 | ২২ সেপ্টেম্বর ২০১২ ১১:৪২572678
  • রিলায়েন্সের দৌলতে রাজস্থানের অনেক মান্ডি উঠে গেছে। কন্ট্রাক্ট ফার্মিং বাবদ লোকে যবের বদলে সূর্যমুখী চাষ করতে শুরু করে। প্রথমদিকে রিলায়েন্স ১০০% কিনে নিত, আজকাল ৩০% রিজেক্ট করে দেয়।
    বাকি সূর্যমুখী ফুল কোথায় বেচবেন এবার ভাবুন। মান্ডিতে যবের খদ্দের ছিল, কিন্তু সূর্যমুখীর খদ্দের নাই।

    কোন লিং বা পেপার নাই। জনশ্রুতি।
  • ranjan roy | 24.97.179.19 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ০৭:১০572685
  • পিটি,
    হেব্বি হয়েছে।ঃ))))
    বিপ্লব,
    বল আপনার কোর্টে। ড্রপশট নাকি ব্যাকহ্যান্ড
    স্ম্যাশ? র‌্যালি দেখতে চাই।ঃ))
  • ডিডি | 120.234.159.216 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১১:৩০572686
  • ইয়েস। ঠিকই ধরেছেন। আমার কোনো কাজ নেই এখন। প্রচন্ড ইনভেনটরী বেড়ে গ্যাছে তায় ডিমান্ডে মন্দা। কেনাকাটা বন্ধ আর হাতে বিশাল সময়।

    এই যে রিটেইলে এপ ডি আই ঢুকবার কথায় সবাই ওয়ালমার্ট এ ধরলো বুঝি রে করে চেঁচাইতেছেন তো বিলিতি চেইন কি ঐ একটাই? কসকো নেই? আরো একটা তো শুনি ,সেটাও ক দিয়ে নাম। হ্যারোড? তাদের বুঝি কোনো শাখা নেই? এরা কেউ এসবে না ? এরাও কি ওয়ালমার্ট টাইপের কাঁচা চিবিয়ে খাওয়া চেইন?

    প্লাস ওয়ালমার্ট,নেটে দেখলাম ত্যামন ঘ্যাম কিছু তো নয়।ইওরোপে প্রায় নেই ই। জার্মানী থেকে পেলিয়ে এসেছে। চীনেও তেমন সুবিধে করতে পারছে না। আছে তো কুল্লে ২৬টা দেশে, বেশীর ভাগই আফরিকা আর এশিয়ায়।

    হে ছায়াপিন্ডগন, আপনেরা খামোখা ভয় পাচ্ছেন ।
  • lcm | 34.4.162.218 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১২:০৭572687
  • ভয় বইল্যা ভয়, ওয়ালমার্টের তরে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে বিরোধ, আশংকা। ছাব্বিশ দ্যাশে বাইশ লাখ কর্মী নিয়া আসত্যাসে ধাইয়া - চারিদিকের ঝড়ের পূর্বাভাস।
  • Demba Ba | 131.241.218.132 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৪572688
  • কসকো মনে হয় ওই বাইপাসের ধারে কী যেন রিটেলটা হয়েছে - সেরকম। যে কেউ গিয়ে কিনতে পারে না, কার্ড লাগে, আর ওখানে পাঁচ দশ কিলো চাল পাওয়া যায় না, বিশ পঁচিশ কিলোর বস্তা কিনতে হয়।
  • Demba Ba | 131.241.218.132 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৬572646
  • আর ওয়ালমার্টের বিলিতি ভার্সন হল Tesco - তাদের নিয়েও একই গল্প (অবিশ্যি দুর্জনে বলে) ;-)
  • ডিডি | 120.234.159.216 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৭572647
  • গুগুলদা কে জিজ্ঞেশ করতেই টপাটপ বলে দিল।

    কসকো নয়, কস্টকো। আরেকটা ক দিয়ে নাম , মনে করতে পারছিলাম না, সেটা হছে ফ্রেঞ্চ কোং, কারেফো(র)। এ ছাড়াও শয়ে শয়ে রিটেইল চেইন আছে।

    বিলিতি রিটেইল চেইনের বিরোধিতা করতে গেলেই লোকে খালি ওয়ালমার্ট ওয়ালমার্ট করতে থাকে কেনো?
  • lcm | 34.4.162.218 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৮572648
  • আমাগো এখানে আছে কস্টকো, দশ কিলো নুনের ব্যাগ, ২৪ খান ডিমের প্যাকেট, ৪৮ পিস নুড্‌লস-এর প্যাকেট - সে কি বিরম্বনা! তবে, উইকএন্ডে স্যাম্প্‌ল খাবার দেয়, ঘুরে ঘুরে খাও। বছরে মেম্বারশিপ ফি বোধহয় ৫০ ডলার।
  • প্পন | 126.50.59.180 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৩572649
  • কস্টকো।

    কিন্তু আমি গিয়ে তো এক বোতল ওয়াইন দু বাস্কো কুকিজ এইসব এমনিই কিনলাম। এলএ-তে।
  • lcm | 34.4.162.218 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৯572650
  • সে কি! সঙ্গে মেম্বারশিপ ওয়ালা কেউ যায় নি! কেমন করে হল।
  • Demba Ba | 131.241.218.132 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৩572651
  • আমি মেরিল্যান্ডে একবার একজনের কার্ড নিয়ে গিয়ে পেল্লায় এক বাক্সো ন্যাপি কিনেছিলুম;-)
  • Demba Ba | 131.241.218.132 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৪572652
  • ডিডিদার দিশি স্পার-ও কিন্তু আদতে বিলিতি কর্নার স্টোর চেইন।
  • প্পন | 126.50.59.180 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৫572653
  • কেমন করে হল আমি কী জানি! কার্ড লাগে এই তো প্রথমবার জানলাম। আর আমি গেছিলামও তো হপ্তা আটেকের জন্য।

    মিডওয়েস্টে থাকাকালীন স্যামস ক্লাবে যেতাম, অমন কনসেপ্ট, এক বন্ধুর কার্ড ও গাড়ি ছিল। ঃ)
  • aka | 178.26.203.155 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:০৪572654
  • কস্টকো নেই, এখানে স্যামস আছে। হাগজ আর পেপার টাওয়েল কিনি। শস্তা পড়ে। খাবার জিনিষ রেস্টুরেন্ট মালিক না হলে খবর্দার কেনে না কেউ। পচে যায়, রাখার জায়গা পাওয়া যায় না, সে এক কেলোর কীর্তি ব্যপার। আর লোকে গাড়ির টায়ার, টিভি ইত্যাদি কেনে যদি ভালো ডিল পায়।
  • 4z | 109.227.143.99 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:১৮572655
  • এখানে কেউ টার্গেটের নাম করে না কেন? কস্টকোয় যাই ছানাদের ডায়পারের বক্স কিনতে। অনেক সস্তা পড়ে। স্যাম্‌স ক্লাবে কোনোদিন যাইনি। অপ্পনদা কি অ্যামেক্স দিয়ে কেনাকাটা করেছিলে? শুনেছি আগে নাকি অ্যামেক্স থাকলে আলাদা করে কস্টকো কার্ড করাতে হত না।
  • | 60.82.180.165 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:২৩572657
  • কেন? বাসমতি কিনি, আঙুরের বাক্স , তেল, সিরিয়াল কিনি, বাদাম, জল, খেজুর কিনি- বই কিনি। স্নেহ যখন কম ছিলো,তখন মাখনও কিনতাম। ওহো, কার্টন কার্টন সিগারেট কিনি। পেপারটাওয়েল, টিস্যুপেপার তো কিনিইঃ)
    আর দু একবার যমের অরুচি পিৎজা যে খাই না,তাও নাঃ)
  • | 60.82.180.165 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:২৫572658
  • তোমাদের দিকে টার্গেট আছে?
  • 4z | 109.227.143.99 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:৪২572659
  • এখোনো নেই কিন্তু খুব শিগ্গির আসতে চলেছে। Zellers বলে এখানের একটা চেনকে নিয়ে নিয়েছে। তাদের প্রপার্টিতে নিজেদের দোকান খুলবে। তোমাদের দিকে গেলে মাঝেসাঝে ওখানে যাই কেনাকাটা করতে। এর আগে টার্গেটের সঙ্গে ভেন্ডার সাইডে ডিল করেছি। হরে দরে সব এক।
  • | 60.82.180.165 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৭572660
  • টার্গেট ওয়ালমার্টের চে একটু ভালো দোকানঃ)
  • aka | 178.26.203.155 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৯572661
  • কস্টকো ব্স্টনের দিকেও দেখি নি, আবার এদিকেও দেখি না। ওয়েস্ট কোস্টে ছিল।

    অবশ্য বস্টনে একটা ছোট মতন ওয়ালমার্ট ছিল।
  • 4z | 109.227.143.99 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২১:১০572662
  • মিঠুদির সাথে একমত। ঐ কানার মধ্যে ঝাপসা কেস আর কি।
  • S | 138.231.237.6 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২১:২০572663
  • কস্টকো রিটেল ওয়ারহাউস হিসাবে একটু আলাদা। এর কারণ কস্টকোর সিইও জিম সিনেগাল, সবে রিটায়ার করেছেন। সিনেগাল সবসময় এমপ্লয়ী আর কাস্টমারদের গুরুত্ব দিয়ে এসেছেন, স্টকহোল্ডার দের থেকে। বছরের শেষে যা লাভ হত উনি সমান ভাবে এমপ্লয়ী দের সাথে ভাগ করে নিতেন। আর স্যামস ক্লাবের থেকে কস্টকোর জিনিসের কোয়ালিটি বেশ কয়েকগুণ ভাল। কস্টকোর নিজস্ব ব্র্যান্ড হচ্ছে কার্কল্যান্ড। সিয়াটলের কাছে কার্কল্যান্ডের (কস্টকোর হেডকোয়ার্টার) কস্টকোতে জিম সিনেগাল কে চেক-ইন কাউন্টারে প্রায়ই দেখা যেত।
    কস্টকোতে যদিও মেম্ব্বারশিপ লাগে কিন্তু বাচ্চা থাকলে ডায়াপার আর আর ওয়াইপ কিনেই পয়সা উশুল হয়ে যায়। আর কিছু অসধারণ সিজনাল আইটেম আছে। যারা বাকলাভা ভালবাসেন তারা সিন্দবাদ ব্র্যান্ড বাকলাভা খেয়ে দেখুন। থ্যাংক্সগিভিং থেকে নিউ ইয়ার পর্যন্ত পাওয়া যায়। আর এই সময়, মানে হ্যালোঊইন থেকে নিউ ইয়ার পর্যন্ত দারুণ কিছু চকোলেট পাওয়া যায়। প্রতিবার বাড়ি যাবার সময় কস্টকোর চকোলেট আর বাকলাভা তেই ব্যাগ ভর্তি হয়ে যায়।
  • MR | 183.74.228.249 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২১:২১572664
  • যারা walmart এর পক্ষে, তাদের জেনে রাখা ভালো, যে ঐ retail chain টি, কয়েকদিন আগে discrimination against women দের জন্য অনেক মিলিয়ান ডলার খেসারত দিতে হয়েছে। যেমন equal pay and promotion for equal work। প্লাস, ওদের এক ক্লারিকাল হাব আছে সেখানে রেগুলারলি হায়ার অ্যান্ড ফায়ার হয়। তাই সেখানে বেশিরভাগ সময় লোকে protest করে। আগের election এwalmart এর general manager দের দেখা গেছে, election কাকে ভোট দিতে হবে তা নিয়ে তারা প্রিচ করচে। নিঃসন্দেহে এবারো তা হবে। কিন্তু এটা এদেশে ইল্লিগাল নয়। আর কতো যে দোকান উঠল, তানিয়ে তো খাতা খুলতে হবে। তবে india তে firing range থাকবে big bazaar, vishaal, more, spencers এরা।
  • sosen | 125.240.78.117 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২১:২৩572665
  • ক্যান ক্যান? আমি কস্টকো থেকে এক বস্তা সোনালী আলু কিনতাম, এক মাস থাকত। ২১ দিন বাদে বাকিটা ফেলে দিতাম, তাতেও ভালো। কলা, সিরিয়াল, দুধ, মাখন একটা ৬ বাক্স কার্টন কিনেছিলাম, কোনদিন শেষ না হওয়ায় ফেলে দিলাম। ইয়াব্বর ডালিম, কি ভালো কৌটো কৌটো মশলা, বাদাম, ওয়ালনাট, পেকান---আর চিংড়ি? চার রকম সাইজের চিংড়ি, তারপর জুস, সস্তা তিলাপিয়া আর স্যামন-কুকিজ-
    শুধু চাল আর মাংস কিনি নাই । বাসমতি অনেকেই কিনত, কিন্তু আমার সেই সবজি মানডির কৌটো ভরা কোহিনুর বাসমতি বা সোনা মুসুর চাই।
    আমি কি রেস্টুরেন্টের মালিক? বললেই হলো?
  • aka | 178.26.203.155 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২১:৫১572666
  • এখনও নেই হবে, শচীনকে ছোটবেলায় দেখেই বোঝা গিয়েছিল একদিন কেউ হবে এই ছেলে। আমাদের সোসেনেরও প্রতিভা আছে।
  • sosen | 125.240.78.117 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২২:০১572668
  • আকা কি ভালো!
    আমি তো আসলে একটা রেস্টুরেন্ট খুলতেই চাই। তার নাম হবে ধনিয়া। সেখেনে ধনেপাতার তাবত প্রিপারেশন পাওয়া যাবে। মাটির সানকি তে কলাপাতা বিছিয়ে ভাত দেওয়া হবে। আর কুলুঙ্গি থাকবে, তাতে জ্বলবে টেমি।
    ইত্যাদি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন