এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দ্যাশ ,দেশ ,ওয়াতন, জন্মভূমি ইত্যাদি

    Ekak
    অন্যান্য | ২০ নভেম্বর ২০১২ | ২৯৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Kaju | 131.242.160.180 | ২০ নভেম্বর ২০১২ ১২:৪৬576963
  • মেরে দেশ কি ধরতি-ই-ই-ই ই-ই-ই-ই-ই-ই-ই-ই-ই-ই-ই-ই

    মেরে দেশ কি ধরতি সোনা উগলে
    উগলে হিরে মোতি ইত্যাদি

    অ্যাঁয় মেঁরে ওয়ঁতন কেঁ লোঁগোঁ
    zআঁরা আঁখঁ মেঁ ভর লোঁ পাঁনি ইত্যাদি
  • Ekak | 69.99.230.125 | ২০ নভেম্বর ২০১২ ১২:৪৯576974
  • এসব নিয়ে আপনাদের মনোভাব কী ?
    আমার নিজের কোনো অনুভূতি কাজ করেনা । আগে করত এখন পাল্টে গেছি এরকম না । কোনদিন ই করেনা । বাবা ফরিদপুর , মা মুর্শিদাবাদ । আমি কলকাতা মেডিক্যাল কলেজ । বেড়ে ওঠা উত্তর কলকাতা । কার্জ্যসুত্রে ৮ বছর ভারত রাষ্ট্রের সীমানার বাইরে । এখন আবার লুরুবাসী। আগে কলকাতার জন্যে মন কেমন করত । বন্ধুরাও কলকাতা ছাড়ার পর সেটুকুও আর করেনা ।
    আজকাল দেখি ,অনেকদিন বিদেশে থাকা লোকেরা বিপুল হেদিয়ে মরেন । দেশের কী হলো হবে তাই নিয়ে দুশ্চিন্তার শেষ নেই । আশপাশের লোকেরা কেমন আছে -থাকে খোঁজ নেন কিনা জানিনা । ভারতের রাজনীতির খবর না রাখলে তাঁদের বার্গার হজম হয় না :( :(
    এগুলো ক্যানো ? আমার মনে হয় আইদেন্তিটি ক্রাইসিস । আপনাদের কী মনে হয় ?
    পুলিশ দেখলেই মনে হয় কেলাই । মিল্টিরি দেখলেই মনে হয় একপাল পাগলা কুত্তা কেও ছেড়ে রেখেছে । বর্ডার দেখলেই মনে হয় বালবাজারি ।

    এগুলো কেন এসেছে , সামাজিক প্রয়োজন কী , রাষ্ট্র কী ওসব জ্ঞানের বুলি জানা আছে । আমার প্রশ্ন তা নয় । আমার প্রশ্ন এগুলোকে কী চোখে দেখেন ?
  • dd | 120.234.159.216 | ২০ নভেম্বর ২০১২ ১৩:০৪576985
  • ওঃ। এইত্তো আমি এসে গেছি। আর ভাবনা কিসের?

    এখন কেউ আর খোঁজ রাখে না কিন্তু মার্শাল ম্যাকলুহান ,ষাঠের প্রথম দিকেই খান তিনেক বই লিখেছিলেন যে দুনিয়াটা ক্রমশঃ একটি একক ইউনিট হয়ে যাবে। একটি ধ্যারধ্যাড়ে "বৃহৎ"গ্রাম"।

    হচ্ছেও। অ্যানেকডোট দিয়ে লাভ নেই। আমরাই প্রত্যেকে নিজস্ব জীবনে ছড়িয়ে পরছি। আমাদের পরের প্রজন্ম আরো ঘেঁটে যাচ্ছে। হয়তো এখনো বহুলাংশে এক স্রোত একমুখী মানে ইন্ডিয়া টু আম্রিগা - এই গোছের। কিন্তু আপনেরা টের পাচ্ছেন না যে ভারতেও কতো এক্ষ প্যাট এসে গেছেন। চীনা,কোরিয়ান,সাহেব ইঃ। হু হা করে খুলছে ইন্টারন্যাশন্যাল স্কুল। দিবে(কম) আর নিবে(বেশী) মিলাবে মিলিবে যাবে না ফিরে।

    সবাই প্যান্টুল পড়বে। ইংরাজীতে কথা কইবে। বিগ ম্যাক খাবে।

    বর্ডার থাকলেই বা কি? সবাই ট্যুরিস্ট চাইবে। বিদেশেহী দেখলেই দাঁত ক্যালাবে। আইডেনটিটি ক্রমশ;অই এতো ঘেঁটে যাবে (এবং যাচ্ছে) যে তালিবানেরা আর থাকবে না।
  • dd | 120.234.159.216 | ২০ নভেম্বর ২০১২ ১৩:০৬576991
  • The Gutenberg Galaxy: The Making of Typographic Man (1962) and Understanding Media (1964) ।

    ঝট করে "global village বলে সার্চ করুন। টুক করে জেনে যাবেন।

    ভাবুন। ষাঠের দশকেই ঐ লেখা।
  • tatin | 132.252.251.244 | ২০ নভেম্বর ২০১২ ১৩:১৮576992
  • গুরুর সদস্যদের মতন সকল নাগরিকই তো আর বিশ্বনাগরিক হছছেন না। দেশটা তাদের কাছে একটা বাস্তব ব্যাপার ফলতঃ।
  • Tim | 188.91.253.11 | ২০ নভেম্বর ২০১২ ১৩:৩১576993
  • রাষ্ট্র, তার সীমা, পুলিশ, মিলিটারি- এসবই অপেক্ষাকৃত বেশি ক্ষমতার লোকেদের সুবিধের জন্য, অপেক্ষাকৃত কম ক্ষমতার লোকেদের কোল্যাটারাল ড্যামেজের বিনিময়ে তৈরী।
  • কৃশানু | 226.113.128.239 | ২০ নভেম্বর ২০১২ ১৩:৫৯576994
  • এই বিষয়ে শঙ্খদা লিখেছিলেন না বুবুভা তে? আগস্ট মাসে? আমার মতামত অনেকটা তেমনই। টিমদার কথাটাও সাপর্টালাম। ব্রেখট এর নাটকেই ছিল কি গ্যালিলিও আর তার ছাত্রের কথা?
    ছাত্র - কি দুর্ভাগা সেই দেশ যে দেশে কোনো বীরের জন্ম হয়না।
    গ্যালিলিও - কি দুর্ভাগা সেই দেশ যে দেশে কেবল বীরেরই প্রয়োজন হয়।
  • তাতিন | 132.252.251.244 | ২০ নভেম্বর ২০১২ ১৪:০৪576995
  • ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেশ চিনি বিদেশে গিয়ে। কলকাতায়, পাড়ায় থাকতে আমার বাড়ির বাগানে পাশের বাড়ি থেকে ময়লা ফেলল কেন নিয়ে তুমুল ঝগড়া করেছি কিম্বা গোটারাত লোডশেডিং হলে পাড়া থেকে দলবেঁধে ইলেকট্রিক অফিসে গিয়ে হাঙ্গামা করেছি, দিল্লিরোডের মাঠে রাতভর মাতলামো চলে দেখে পঞ্চায়েত প্রধানকে চিঠি দিয়েছি কিম্বা রাস্তা সারানো হচ্ছেনা বলে অবরোধ করেছি। হোস্টেলে থাকতেও মেসের খাবার বা বাথরুমের জল নিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে।
    আমেরিকা গিয়ে রিয়েলাইজ করলাম, এর কোনওটাই আমি করতে পারব না।
  • ekak | 69.99.230.125 | ২০ নভেম্বর ২০১২ ১৪:১৭576996
  • তাতিন

    কাদের কাছে কতটা বাস্তব ? ঝার্খন্দ বা সারান্দা র প্রান্তে যে গ্রামবাসী বা যে লোকটা বস্তারের জঙ্গলে প্রতিদিনের রুটি যোগার করতে হিমশিম খায় তাদের কাছে "দেশ" কী ?
    আমার তো মনে হয় ঠিক উল্টো তা । "দেশ" ব্যাপারটা ই মূলত কর্মহীন এবং আইদার রাষ্ট্রের পেটোয়া অথবা আর্মচেয়ার সম্প্রদায়ের একটা বিলাস মাত্র ।
  • ekak | 69.99.230.125 | ২০ নভেম্বর ২০১২ ১৪:১৯576964
  • তাতিন
    পারবিনা কেন ? ওয়াল স্ট্রিট অকুপায় কত্তে পারবি । জায়গা অনুসারে প্যাটার্ন বদলাবে তো ।
  • তাতিন | 132.252.251.244 | ২০ নভেম্বর ২০১২ ১৫:১৭576965
  • তারকাছে তো দেশ ধারণা আরও আরও বেশি বাস্তব। দেশের ভেতরে লড়াই প্রতিমুহূর্তে করতে হচ্ছে
  • lcm | 34.4.162.218 | ২০ নভেম্বর ২০১২ ১৫:২০576966
  • বোঝো! যাদের লড়াই টরাই নাই, মোটামুটি শান্তিপূর্ণ জীবন, তাদের কোনো দ্যাশ নাই।
  • siki | 24.140.82.133 | ২০ নভেম্বর ২০১২ ১৫:৩৫576967
  • দু পয়সা নয়, দশ ট্যাহা আছে। তবে রাতে লিখব। এখন চাটুর ওপর বসে আছি।
  • Treebeard | 131.241.218.132 | ২০ নভেম্বর ২০১২ ১৫:৪০576968
  • কেন? ফোনের মত পাছুও সুইচ অফ হয়ে যায় নাকি? ;-)
  • Tim | 188.91.253.11 | ২০ নভেম্বর ২০১২ ১৫:৪৩576969
  • সিকি রাইনোর পাছু ধার করেছে
  • | 69.161.187.14 | ২০ নভেম্বর ২০১২ ১৫:৫১576970
  • সিকির ছপুটা কিসের তৈরী রে ভাই? কখনও ফোন তো কখনও চাটু!
    তা চাটুটা গরম না ঠান্ডা?
  • | 69.161.187.14 | ২০ নভেম্বর ২০১২ ১৫:৫২576971
  • সিকির ছাপুটা কিসের তৈরী রে ভাই? কখনও ফোন তো কখনও চাটু!
    তা চাটুটা গরম না ঠান্ডা?
  • Treebeard | 131.241.218.132 | ২০ নভেম্বর ২০১২ ১৬:০৩576972
  • ও, সিকি রুটি সেঁকবে বলে চাটু গরম করছে?
  • de | 190.149.51.69 | ২০ নভেম্বর ২০১২ ১৬:০৬576973
  • তালে তো চাটু সিকির উপর বসেছে -- ঃ))

    উপুড় হয়ে সিকি বসে -- পিছনে লাল তাওয়া -- সোসেন কই?
  • Treebeard | 131.241.218.132 | ২০ নভেম্বর ২০১২ ১৬:১৪576975
  • না না, তা কেন? সিকি ফোনের ওপর বসে ফোন গরম করেছিলো। চাটুও সেইভাবেই। দৃশ্যটা এই রকমঃ

    কেরোসিন শেষ, গ্যাসও নেই, কাঠও নেই - উনুনে আগুন নেই। সিকির হাতে রুটি আর খুন্তি। চাটুর ওপর বসে ফুঁ দিচ্ছে (মোল্লা নাসিরুদ্দিনের গপ্প মনে করুন)

    ;-)
  • siki | 24.140.82.133 | ২০ নভেম্বর ২০১২ ১৬:১৫576976
  • ছাপু কখনও ফোনের তৈরি ছিল না। ছাপুর নিচে ফোং ছিল। সইত্যকে বিকৃত করো না।

    চাটুটা উনুনের ওপর রাখা আছে।

    বাকি কথা রাতে।
  • Treebeard | 131.241.218.132 | ২০ নভেম্বর ২০১২ ১৬:১৬576977
  • উনুনে আগুন নেই, তাই সিকি চাটুর ওপর বসে;-)
  • Tim | 188.91.253.11 | ২০ নভেম্বর ২০১২ ১৬:৪১576978
  • অ্যাকটা আদ্যন্ত সিরিয়াস টই ভাট হয়ে গ্যালো। এর জন্য সিকির ছাপু দায়ী।
  • r2h | 208.175.62.19 | ২০ নভেম্বর ২০১২ ২১:৩৪576979
  • হুঁ, আমারো বেসিকেলি ঢপের চপ মনে হয়। দেশ রাষ্ট্র জাতীয়তাবাদ ইত্যাদি **** করে কারো খুব একটা ভালো কিছু হলো বলে তো বুঝতে পারিনা। এমনিতে ভারতে রাজনীতির খবর না পেলে বার্গার আমারো হজম হয় না, তবে সে তো এতদিনের অভ্যেস তাই। লুয়ান কমিক্স স্ট্রিপ না পড়লে দেশেও আমার মাছের ঝোল হজম হয় না। তো সেসব দেশ নিরপেক্ষ। আর নস্টালজির জন্যেও রাষ্ট্র বাঁচিয়ে রাখার দরকার নাই। শহর থেকে শহরে পড়ুন না কেন। চার বছর বয়সে প্রথম স্মৃতিতে থাকা শহর বদল, ওঃ, সে কি নষ্টলজি, সময়ে সময়ে সেই নিয়ে এখনো বড় বড় পদ্য লিখে ফেলি। বর্ডার ফর্ডার তুলে দেওয়া হোক।

    সিরিয়াসলি, এখন মনে হচ্ছে এইসব দাবী দাওয়া নিতান্ত ছ্যাবলামো, কিন্তু সত্যিই কখনো কি হবে না?
    নাপাম বোমার আগুন থেকে পালাতে থাকা ছোট মেয়ের ছবি দেখি, ট্রেনের গায়ে ঝুলন্ত মনুষের পালাতে থাকার ছবি দেখি, দিনের পর দিন হাঁটতে থাকা শিশুদের বৃদ্ধদের ছবি দেখি।

    হওয়াইতো উচিত।
  • Lama | 127.194.239.192 | ২০ নভেম্বর ২০১২ ২২:১৯576980
  • এঃ সীমানা টীমানা তুলে দিলে ন্যাতারা আর দালালরা খাবে কি? ভারি আমার দাড়িদাদু এয়েচেন
  • siki | 24.97.112.126 | ২০ নভেম্বর ২০১২ ২৩:১৩576981
  • দেশ নিয়ে কথা হচ্ছে তো? তা দেখ আমার খুব ভালো লাগে। নয় নয় করে চারখানা বিদেশ দেখে ফেললাম তো, নেপাল ভূটান ধরলে আবার ছয়, তবু কেমন জানি দেশের জন্য প্রাণটা হেদিয়ে মরে। দেশ না হলে ঠিক অ্যাট হোম ফীল হয় না।

    এঝন দেশ মানে দিল্লি না হুগলি সেটা প্রশ্ন বটে। সেই প্রশ্নের মুখোমুখি যখন হই, তখন বুঝি, দেশ বা দেশের টান মানে, আসলে শিকড়।

    জন্মের পর থেকে দুই তিন বছর বাদ বাদ জায়গা পাল্টেছি, স্কুল পাল্টেছি। শিকড় গজায় নি কোথাও। নিজের "দেশ" বলতে যে জায়গাটা বোঝায়, হুগলি, সেইখানে থেকেছি কুল্লে ছ বছর। তারপরে আজ সতেরো বছর হল বাড়িছাড়া। তার মধ্যে প্রায় দশ বছর হয়ে গেল দিল্লিতে।

    পুজোর সময়ে মনটা টানে ঠিকই, ঐ ছোটবেলার স্মৃতি টিতি নস্টলজি সব মিলিয়ে হুগলি ফেরার একটা বিপুল চাপ অনুভব করি, কিন্তু এই মুহূর্তে দেশ থেকে বহু দূরে বসে যদি হিসেব কষি, আমার শিকড় গজিয়েছে আসলে দিল্লিতে। হুগলি কলকাতা নয়, আমি মিস করছি ভীষণ, দিল্লিকে।

    বাকি বর্ডার পুলিশ মিলিটারি? একেবারে অদরকারি বলব না, কিছু দরকার নিশ্চয়ই আছে, তবে আমার তাতে কোনও অসুবিধে হচ্ছে না।
  • sosen | 111.63.188.251 | ২০ নভেম্বর ২০১২ ২৩:২৩576982
  • সিকি :)
  • siki | 24.97.112.126 | ২১ নভেম্বর ২০১২ ০০:৩৭576983
  • কিন্তু এত টাইপো আমার কেং কয়ে হল? আমার কি ঘুম্পেয়েছে?
  • nina | 79.141.168.137 | ২১ নভেম্বর ২০১২ ০৬:৩৭576984
  • ;-) না সিকি--চাটুটা এট্টুস বেশি গরম হয়ে গেছিলো ------

    আর আমিও বাপু দ্যাশের জন্যে বেশ হেদিয়ে থাকি---সিকি নে সহি বোলা
    ঠিক অ্যাট হোম ফীল হয়না দেশ না হলে----মানে বিদেশ বেশ যেন পাঁচতারা হোটেল -হোটেল আর দেশটা হল নিজের বাড়ী তা সে বাদ্দুমটা না হয় এট্টু জল-জলেই--রান্নাঘরে চকচক না হোক জিভে জল-সপসপ খাবার-দাবার----চারিপাশে হৈ হাল্লা নিজের ভাষায়--খুউব ভাল লাগে--মনে হয় আহ! চোখে মুখে কানে কি আরাম!
  • Treebeard | 131.241.218.132 | ২১ নভেম্বর ২০১২ ০৯:৩৩576986
  • রুটিগুলো পুড়ে গেছে;-)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন