এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বরফে ঢাকা নদীপথ - চাদর ট্রেক

    কৃশানু
    অন্যান্য | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ | ৩৮৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.147.88.10 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৯584297
  • ক্ষী চাপ!! লিখব লিখব। খুব ব্যস্ত কদিন, অনেক কিছু নিয়ে। তারপরেই লিখব।
  • kumu | 132.176.32.39 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৪584298
  • ক্ষী সব ছবি!!!কৃশানু,একটা পাহাড়ের রং অমন সোনার মত ক্যামন করে হল?
  • kumu | 132.176.32.39 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৬584299
  • লিখতে বেশী দেরি করলে কৃশানুর বাড়ীতে -----
  • dd | 125.187.32.98 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫১584300
  • আমাকে এক সাধু খুব ধরেছিলো। "ডিডিদা ডিডিদা" করে খালি ঘ্যান ঘ্যান করতো।

    তো আমি ওর জন্যে একটা ছোটো পাহাড় সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলাম। প্লাস ওনার দুটো দাঁত।এটাই সেই পাহাড় কি না জানি।
  • কৃশানু | 213.147.88.10 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৩584301
  • পাহাড়ের ওই জায়গাতে যে বিকেলের সূর্যাভা।
    কৃশানুর বাড়ীতে কি এতক হবে?
  • kumu | 132.176.32.39 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৯584302
  • দেখতেই পাবে-
  • Ekak | 24.96.120.101 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৩584303
  • খাসা জায়গা ! এবছর ছুটি পেলুম না , পরের বার যাচ্ছি ইই ।
  • | 24.97.216.156 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৬584304
  • আচ্ছা সেই কোথায় যেন একটা পাহাড় আছে একদম টকটকে লাল, কারাকোরাম রেঞ্জের কোথায় যেন, হিউয়েন সাঙ লিখেছিলেন, সান শুয়ানের বইতেও আছে। কোথায় যেন?
    ইন্ডো বলতে পারবে।
  • সায়ন | 116.197.89.143 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৪584307
  • এবার ডিডিদা বলবেন কোন পাহাড়ের খুব দাঁতের ব্যথা হওয়ায় উনি এক বোতল মারকিউরোক্রোম উপুড় করে দিয়েছিলেন, সেটাই এমন লাল হয়ে আছে।
  • hu | 12.133.34.198 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৬584308
  • এবারে বাড়ি ফেরার সময় কারাকোরামের ওপর দিয়ে এসেছি। বড় সোন্দর।
  • কৃশানু | 213.147.88.10 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪৫584309
  • sik | 213.88.22.133 | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৬584310
  • কাঁচা হলুদের রংয়ের পাথুরে পাহাড় আছে লাদাখে। দেখে এসেছি। পড়ন্ত বিকেলের আলোয় ওরকমই সোনা লাগে।
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১০584311
  • জমে যাওয়া নেরাক ওয়াটারফল্স।
  • sosen | 111.63.217.21 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৭584312
  • জাস্ট ওয়াও !
  • siki | 132.177.145.3 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০১584313
  • ও কিশানু, এই রকম দু একটুকরো বাদামভাজা দিয়ে কদিন চলবে? এইবারে মেন কোর্স লাগাও?
  • কৃশানু | 213.147.88.10 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১০584314
  • ছবিগুলো ডেভেলপ করতে অনেক টাইম লাগে যে। হয়ে গেলে সব একসাথে এলবাম করে দোবো।
  • কৃশানু | 213.147.88.10 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৩২584315
  • তুষার চিতার পায়ে ছাপ। পাশে তুষার শৃগালের পায়ের ছাপ। টিব ক্যাম্প সাইট থেকে একশ মিটার দুরে।
    যদি জানতেম!!!
  • কৃশানু | 213.147.88.10 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৫584316
  • বরফে ঢাকা নদীপথ
    ---------------------
    ১)
    রাত্তির প্রায় বারোটা। দু-খানা স্লিপিং ব্যাগের মধ্যে অনেকক্ষণ এপাশ-ওপাশ করার পর অগত্যা উঠতেই হল। সারদিন প্রায় পাঁচ লিতার জল। স্যুপ, চা। হেডল্যাম্পটা হাতড়ে হাতড়ে মাথায় পরলাম। স্লিপিং ব্যাগের মধ্যে মাথার নিচে নিয়ে শোয়ায় মোজাগুলো গরমই ছিল। পরে নিলাম হাতে। গ্লাভস ভিজে, তাই মোজাই ভরসা। কই মাছের মত কসরত করতে করতে তাঁবুর সামনে এসে বেরবার জন্য চেনটা টানতেই কেটে গ্যাল। মোজা খুলে (হাতের) টানাটানি করে তাকে ঠিক করতে করতেই হাত জমে নিঃসাড়। আবার মোজা পরে বসে থাকো পাঁচ মিনিট। এদিকে স্লিপিং ব্যাগের বাইরে থাকার দরুন ঠাণ্ডাও লাগছে। হাত গরম হলে মোজা খোলো, ফের জুতো পরে ফিতে বাঁধো, আবার হাতে মোজা পরো। ফিতে না বাঁধলে আছাড় খাবে যে, আর এই ঠাণ্ডায় তাহলে আর রক্ষে নাই। ঘণ্টা চারেক আগেই বাইরে দেখেছি মাইনাস ষোল। তাঁবুর আউটার কাভারিং খুলতে যেতেই ভেতরে ঘুমন্ত বাকি দুজনের একজন জানালো সেও হাল্কা হতে চায়। আরও মিনিট পাঁচেক ধস্তাধস্তি চলল তার। অতঃপর দুজনেই বাইরে।
  • কৃশানু | 213.147.88.10 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৭584318
  • চরাচর তখন ভেসে যাচ্ছে অশান্ত আলোর বন্যায়। পূর্ণিমার পরের দিন। ক্যাম্পের নাম শিংরা কোমা। বিশাল পাথরের দেওয়ালে অন্য পাহাড়ের ছায়া। রুপোলী আলোয় ঝলমল করছে দিনের সোনা পাহাড়। তুষারে ঢাকা পাথরের খাঁজে সে আলো ছলকে উঠে ধাঁধিয়ে দিচ্ছে চোখ। প্রায় একশ ফুট নিচে নদী, প্রায় পুরোটাই বরফ, অল্প জল। শান্ত। কিন্তু দূরে কোথাও তার প্রতিবাদ শোনা যাচ্ছে। এ শীতের বিরুদ্ধে, এ স্থাবরতার বিরুদ্ধে। আছড়ে পড়ছে তার নীল জল, এ বেরঙিন ধুসরতাকে চুরমার করে দিতে।
    মিনিট দশেকের বেশি থাকা গ্যাল না বাইরে। ঠাণ্ডা আরও নামছে। পাহাড়ের সাথে জোরদার জমে উঠছেহাওয়ার খেলা, প্রতিনিয়ত। ভেসে আসছে ওপরের গুহায় আগুন জ্বালিয়ে থাকা জান্সকারিদের গানের টুকরো। সে আগুনের দিকে তাকালেও যেন এ প্রচণ্ড ঠাণ্ডায় মন কিছুটা উষ্ণ হয়ে যায়।
  • কৃশানু | 213.147.88.10 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৬584319
  • ২)
    কারগিল জেলার একটি তহশিল হল জান্সকার। ম্যাপে দেখা যাবে, লাদাখ রেঞ্জ আর হিমালয় রেঞ্জ এর মধ্যে স্যান্ডউইচড হয়ে রয়েছে এই জান্সকার রেঞ্জ। এখানেই উৎপত্তি একই নামের নদীর। লাদাখ এর নিম্মু-র কাছে এসে জান্সকার মিলে যায় সিন্ধু বা ইন্দাস এর সঙ্গে।
    চাদর, মানে বরফের চাদর। রুপকথার জন্ম হয় এখানে, নিয়মিত। প্রত্যেক শীতে জান্সকার উপত্যকা দু-ভাগ করে বয়ে যাওয়া জান্সকার নদীর ঘোলাটে, স্রোতোময় জল পরিণত হয় নীল, কেলাসিত আস্তরে। জান্সকারি মানুসদের কাছে এই নদীপথ হয়ে ওঠে বহির্বিশ্বের সাথে সংযোগের একমাত্র উপায়। তাপমান নেমে আসে এমনকি মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অবধি। প্রতি বছর এই রুদ্র প্রকৃতির সাথে সমঝোতা করতে দেশ বিদেশ থেকে হাজির হয়ে যান বেশ কিছু মানুষ। পরখ করে দেখে নিতে চান নিজেদেরকে, শারীরিক ও মানসিক ভাবে। জন্ম নেয় চাদর ট্রেক।
  • hu | 188.89.9.139 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৫584320
  • চলুক...
  • কৃশানু | 213.147.88.10 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪৪584321
  • ৩)
    পঁচিশে জানুয়ারি, ২০১৩, শুক্রবার চেপে বসলাম রাজধানী এক্সপ্রেসে। চাদর ট্রেক জানুয়ারি-র পনের থেকে ফেব্রুয়ারি-র পনের-র মধ্যেই সম্ভব। অন্য সময়ে যথেষ্ট বরফ থাকে না, তাই নদীপথ বিপজ্জনক হয়ে যায়।
    ২৬সে জানুয়ারি দুপুর একটা নাগাদ দিল্লী। পথঘাট বেশ ফাঁকা। একটা অটো নিয়ে মহিপালপুর। শস্তা-র গেস্ট হাউস খুঁজে পেতে সমস্যা হয় না। গরম জলের ব্যবস্থা আছে কিনা দেখে নিলাম,পরের দিনের জন্য। কারণ এর পর থেকে টানা দশ দিন আমি স্নান করবনা।
    সকাল ছটায় পৌঁছে যাই এয়ারপোর্ট। আটটা চল্লিশে গো-এয়ার এর ফ্লাইট। আগে আগে পৌঁছে চেক-ইন সেরে নিই, ডান দিকের জানালা-র জন্য। ভায়া জম্মু আমি গিয়ে পৌঁছব লেহ। চুপচাপ বসে প্লেনের আনা-গোনা দেখতে দেখতে কুয়াশার কাঁথা-মুড়ি দেওয়া এয়ারপোর্টে সূর্যোদয় হয়। আমিও সেরেফেলি ব্রেকফাস্ট। অতন্ত্য মনোহর দেখতে একটি চিকেন-হ্যাম স্যান্ডউইচ, কফি। কাউন্টার-সুন্দরীর হাত থেকে খাবার নেওয়ার সময় বুঝতে পারি কী ভুল করলাম। স্যান্ডউইচ পরিবেশিত হয় ঠাণ্ডা, কিন্তু সেটি কোল্ড কাট নয়। । আর হাফ লিটার এর কাপে এক চামচ কফি। দাম গুলো? ১৫৯ এবং ৫৯, মহান ভারতীয় টাকায়।
    এছাড়াও গ্যাল আমার সাধের সুইস নাইফটা। ভুলক্রমে হ্যান্ড-লাগেজে থেকে যাওয়ায় সিকিউরিটি চেকের সময় তাকে নিরাপদ আশ্রয় থেকে বের করতে হল। জিনিসটা পুলিশের হাতে জমা দিয়েই শান্তি নেই। বুঝিয়েও দিয়ে আসতে হল ‘ইয়ে কওনসি কামমে লগতি হ্যায়’, হ্যান্ডস-অন ট্রেনিং সমেত।
    কিন্তু এসব দুঃখ বেশিক্ষণ মনে রাখা গ্যালনা। জনৈক মিস্টার পারেক আর তার সঙ্গীর জন্য পনের মিনিট লেট করে প্লেন জম্মু-র উদ্দেশ্যে রওয়ানা হল, আর তার দশ মিনিটের মধ্যেই জানলায় নগাধিরাজ। ক্রমশ তিনি নিকটবর্তী হতে থাকলেন। বাইরে ঝকঝকে দিন। পেঁজা তুলোর নীল আকাশ।
  • Rit | 213.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৯584322
  • চলুক। এই ট্রেকের প্রিরিকুইজিট গুলো ও আলোচনা হোক। ২০১৫ তে প্ল্যান করব তাহলে।
  • Rit | 213.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১১584323
  • সুইস নাইফ আমিও হারিয়েছিলাম পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। ফেরার সময়। ঃ(
  • কৃশানু | 213.147.88.10 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৭584324
  • কোনো প্রিরিকুইজিট নাই। নিশ্চিন্তে চলে যেতে পারেন।
  • 4z | 152.176.84.188 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৮584325
  • যেতেই হবে একবার... কবে জানিনা
  • ম্যাক্সিমিন | 69.93.205.124 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৬584326
  • বাঃ! লেখা খুব সুন্দর হচ্ছে কৃশানু।
  • sp | 217.239.86.106 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:১৩584327
  • ছবিগুলো দুর্দান্ত। লেখাটাও চলুক, যাওয়া তো আর হবে না ...
  • কৃশানু | 213.147.88.10 | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৬584329
  • লেখার গতি কম হবার জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনীয়। শেষ করার প্রতিশ্রুতি দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন