এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনস্বার্থে বিজ্ঞপ্তিঃ

    Abhyu
    অন্যান্য | ১০ জানুয়ারি ২০১৩ | ৪৫১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.89.17.198 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:১৬585272
  • name: প্পন mail: country:

    IP Address : 190.215.48.46 (*) Date:10 Jan 2013 -- 11:22 AM

    জনস্বার্থে বিজ্ঞপ্তিঃ
    *****************************

    টই ইত্যাদি খুঁজে লেখার ইচ্ছে/সময় ইত্যাদি নেই। এইখানেই বড় বড় করে লিখে দেই। নইলে সইত্য থেকে বিচ্যুত হতে হয়।

    দেখুন, গুরুর লোকজনের মধ্যে প্রচুর অফ লাইন কথা চালাচালি চলে। ইমেলে/টেক্সট মেসেজ/সোশাল ফোরাম/দেখা সাক্ষাৎ/টেলিফোনে কথা বলে। তো, সেটা খুবই ন্যাচারাল। কিন্তু আমার সমস্যাটি ভিন্ন।

    ভাটের জমায়েতে কিঞ্চিৎ পিএনপিসি ইত্যাদি ঠিক আছে, আম্মো করি, কিন্তু মাঝেসাঝে ইমেলে/টেক্সট মেসেজ বা যেকোন অন্য মিডিয়ামে আমাকে দেখুন বা অন্যকে পাটকেল ছুঁড়তে আমাকে সাহায্য করুন এই ধরণের কিছু অনুরোধ আসে যেগুলো খুবই অস্বস্তিকর ও একইসাথে বিরক্তিকর। আমার কাছে।

    তো, বক্তব্য এইটিই যে, কিছু বলার থাকলে গুরুতে প্রকাশ্যে বলুন, কিন্তু মেঘের আড়ালে দলবাজি ইত্যাদি জিনিসে আমাকে জড়াতে চেয়ে রিকোয়েস্ট করবেন না প্লিজ। আমাকে বন্ধু হিসেবে মনে করেই এরকম কেউ কেউ করে থাকেন, সেকথা বুঝি, সেইজন্য অশেষ ধন্যবাদ, কিন্তু ওই ধরণের অনুরোধে সাড়া দেওয়া এমনকী অনুরোধের প্রাপ্তিস্বীকার করা ব্যক্তিগতভাবে আমার পক্ষে অসম্ভব।
  • Abhyu | 107.89.17.198 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:১৭585283
  • এই রকম টই ছিল বলে মনে হয় না, তাই একটা টই খুলে দিলাম। কাজে লাগবে মনে হয়।
  • sp | 217.239.86.106 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:৩০585294
  • এটা ভাটেও দেখ্লাম, গুচ্ছ হয়েছে, টু গুড, ক্ক।
  • dd | 132.167.14.159 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:৩৭585305
  • আমি খুব বিস্মিত হয়ে পরি।

    এই যে প্রায় এক দশক ধরে এই ধরনের ফোরামে ক্রমাগতঃ ঢুঁ মেরে যাই .... কিন্তু, আমারে তো,আমারে তো কেউ কখনো মুরুব্বী ধরে নি।

    তাইলে কি....? হায়। হেথাতেও কেউ আমারে তেমতি ইম্পরট্যান্স দেয় না।

    ঝ্যাঃ। লস ইজ এনটায়ারলি ইয়োর্স।
  • kiki | 69.93.242.98 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:৪১585316
  • :D

    যাতা হয়েছে! লাইকিয়ে গেলুম।
  • Ekak | 24.99.103.137 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:৪৩585327
  • প্পন কে ক্কক্ক

    একটু এদেন্দাম :

    যে কথা অন্য কেও বা কাহারা জানতে পারলে আপনার মাথায় ছেঁড়া ত্রিপল -মেঘলা আকাশ বা কনক্রিটের ছাদ ভেঙ্গে পড়তে পারে অমন কোনো গুর্হ তত্ব আমার সঙ্গে প্পন কথিত মিডিয়াম দ্বারা শেয়ার করবেন না । আমি সবাইকে সব কথা বলে দি । পরে "পেটে কথা থাকেনা -অন্যকে লাগিয়ে বেড়ায়" এসব বলে কুনো লাভ নাই। পেটে রাখার জন্যে অনেক দামী কথা আছে । পিয়েন্পিসী রাখার জায়গা নাই ।
    আমার কাছে কারো অনুপস্থিতি তে নিন্দা করাও অর্থহীন । চোর কে চুরি করার এবং গেরস্ত কে দরজা দেবার বুদ্ধি দিয়ে থাকি । কাজেই আমাকে বলা মানে বিপদ বাড়ানো । নমস্কার ।
  • | 24.96.176.29 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:৪৬585332
  • ওরেম্মারেম্মারেম্মারেম্মা।
    এই টইয়ের জন্য একটা লাইক বাটন চাইই চাই।
  • | 24.96.176.29 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:৫১585333
  • ঘোষণাঃঃ ঘোষণাঃঃ ঘোষণা
    ===================
    শ্রীমান অভ্যুর এই নথিভুক্তিকরণের অসীম অধ্যবসায় এবং সবিশেষ আগ্ড় দেখিয়া আমি মুগ্ধ।
    এতদ্বারা আমি শ্রীমান অভ্যুকে 'গুরুগনেশ' উপাধিতে ভূষিত করিলাম।
  • | 24.96.176.29 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:৫৩585334
  • *আগ্রহ
  • চান্দু মিঞা | 127.216.46.195 | ১০ জানুয়ারি ২০১৩ ২২:৩৮585273
  • আচ্ছা গুরুর লোক জন বলতে কি বোঝায়?
  • Ishan | 214.54.36.245 | ১০ জানুয়ারি ২০১৩ ২৩:১৪585274
  • এইটা আমারও প্রশ্ন। ওদিকে টিম লিখেছে দেখলাম গুরুর ট্র্যাডিশন। গুরুতে যাঁরা লেখেন, তাঁরা পিএনপিসি করলেই কী সেটা গুরুর ট্র্যাডিশন হয়ে যায়? মানে আমরা তো বলিনা, ফেসবুকের লোকজন চুরিচামারি করে বা সমাজসেবা করে।

    কিন্তু স্পেসিফিকালি গুরুর লোকজন বা গুরুর ট্র্যাডিশন যদি বলা হয়, তাহলে স্পেসিফিক কিছু একটা মিন করা হচ্ছে। সেক্ষেত্রে যিনি লিখছেন, তাঁরও কিছু দায়দায়িত্ব থেকে যাচ্ছে।
  • প্পন | 126.202.156.99 | ১০ জানুয়ারি ২০১৩ ২৩:২৬585275
  • প্রশ্নটা আমাকে না টিমকে? আমি যদিও ট্র্যাডিশন ইত্যাদি লিখিনি।
  • প্পন | 126.202.156.99 | ১১ জানুয়ারি ২০১৩ ০০:৪৪585276
  • উত্তর পেলাম না। মৌনতা সম্মতির লক্ষন ধরে নিয়ে আমাকে তালে আরো দু'কলম লিখতে হয়।

    গুরুর লোকজন কথাটা আমি আমার বক্তব্যে ইউজ করেছি, এমন নয় আমিই প্রথম করলাম, হরবখত সবাই করে থাকে। তো এইখানে প্রশ্ন এসেছে দুটি। প্রথমত, গুরুর লোকজন বলতে কী বোঝায় আর দ্বিতীয়ত স্পেসিফিকালি গুরুর লোকজনকে মিন করা হয়েছে কিনা। প্রথম প্রশ্নের উদ্দেশ্য ধরে নিচ্ছি আমার পোস্টে "গুরুর লোকজন" বলে আমি কী মিন করেছি এবং তাৎপর্যপূর্ণভাবে সেইটি দ্বিতীয় প্রশ্নের কাছাকাছি যায়। কাজেই আমার উত্তরও একটাই হবে।

    গুরুর লোকজন মানে অবশ্যই গুরুর ইউজার বেস, যাদেরকে সামগ্রিকভাবে (বোল্ড এবং আন্ডারলাইনড) উদ্দেশ্য করেই আমার বক্তব্যটি আমি পেশ করার দুর্বল চেষ্টা করেছি এবং মনে হয়েছে আমার এই বক্তব্য যাদের চোখে পড়বে অথবা বলা ভালো এই বিষয়ে আমার পজিশন যাদের কাছে তুলে ধরার একটা প্রচেষ্টা রাখা উচিত। এখন "স্পেসিফিকালি" কেন "গুরুর লোকজন" লিখলাম, সেটিও দুর্ভাগ্যজনকভাবে অনুধাবন করা এমন কিছু কঠিন নয়। গুরুর পাতায় বক্তব্য রেখেছি তাই এইখানে গুরুর জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য শুরু করেছি। ফেসবুকে আমার দেওয়ালে যদি বক্তব্য রাখতাম তালে ফেবুর জনগণই বলতাম। এবং আরো নির্দিষ্ট করে যদি ধরে নেওয়া যায় ফেসবুকে গুরুচন্ডালি কমুনিটির সদস্যদের জন্য ওই ফোরামের পাতায় বক্তব্য রাখা উচিত, তালে আমার বক্তব্যও তদ্রূপভাবে শুরু হত। এ অতি সোজা ব্যপার, এমনই সোজা যে এর পরে সাপ বা রজ্জু কোনটাই নাই।

    আর অবশ্যই "গুরুর লোকজন" এই সেটের মধ্যে বিলং করে আমার দায়দায়িত্ব কিছু থেকেই যায়, ১০০% সহমত এবং আমি আমার বক্তব্যে খুব পরিষ্কার করে উল্লেখ করেছি বিশেষ কিছু ধরণের অনুরোধ আমার কাছে গুরু ভিন্ন অন্য কোন মিডিয়ামের মাধ্যমে এলে ব্যক্তিগত ভাবে (বোল্ড এবং আন্ডারলাইন্ড) আমার সেটা পোষায় না আর ভবিষ্যতে যাতে আমার কাছে (আবার বোল্ড এবং আন্ডারলাইনড) এরকম কিছু না আসে তার জন্য অনুরোধ রেখেছি। এর থেকে ধরে নিয়েছিলাম বোঝা যাচ্ছে আমি "এই ধরণের" অফলাইন আলোচনা নিজে করতেও পছন্দ করি না (এবং জ্ঞানত একবার ছাড়া করিওনি)। যে একবারের কথা এখানে বলছি সেই থ্রেডটিও বলা বাহুল্য আমি শুরু করিনি কিন্তু পরিস্থিতিজনিত কারণে আমাকে সেই আলোচনায় অংশ নিতে হয়েছিল। সেই বিষয়ে এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে অসম্ভব।
  • Ishan | 202.43.65.245 | ১১ জানুয়ারি ২০১৩ ০১:০৫585277
  • আরে আমি দেখিনি, দেখলে উত্তর দিতাম। এমনিই করেছি কোশ্নো। স্পেসিফিক কাউকে না :)
  • প্পন | 126.202.156.99 | ১১ জানুয়ারি ২০১৩ ০১:১০585278
  • হুঁ, বড় পোস্ট না করলে চোখে পড়ে না। ঃ)
  • Tim | 12.133.61.129 | ১১ জানুয়ারি ২০১৩ ০২:১৫585279
  • প্পন লিখে দিয়েছে গুছিয়ে। আমি গুরুর ট্র্যাডিশন হয়েছে এরকম কিছু লিখেছিলাম মনে হয়।
    অফলাইন ভাট আগেও ছিলো, এখনও আছে। অফলাইনে এর ওর তার নামে বলা, একই বিষয়ে অন এবং অফলাইন সমান্তরাল আলোচনা/কথা চালাচালি এইটা আগে হয় হতনা, অথবা নতুন বলে টের পাইনি। সাম্প্রতিক অতীতে বেশ কিছু ঘটনায় টের পেয়েছি। বলা ভালো, প্রত্যক্ষ অংশগ্রহণ না করেও টের পেতে হয়েছে।
    এইরকম একটা ঘটনার পরেই, গত জানুয়ারি নাগাদ মনে হয় ভাটে লিখেছিলাম কিছু লোকের জীবনে সময় এত বাড়তি, এবং চাপ অপেক্ষাকৃত কম বলে এইসব করার সময় হচ্ছে।
    যাই হোক, মামু জিগ্যেস করলো (স্পেসিফিকালি আমায় করেনি, তবুও) বলে লিখে দিলাম। আর গুরুর কথাই লিখছি যখন, তখন গুরুতেই লিখলাম।
  • Abhyu | 138.192.7.51 | ১১ জানুয়ারি ২০১৩ ০৪:৪৮585280
  • বাঙালীর বাচ্চা একটু অফলাইনে পিএনপিসি কত্তে পারবে না? এ কী বিড়ম্বনা! য়্যাদ্দিনে যে বিক্ষুব্ধরা গুরু-টু খুলে বসে নি সেটাই ঢের না?
    (ডিঃ মঃ)
  • lcm | 138.48.127.32 | ১১ জানুয়ারি ২০১৩ ০৬:২৯585281
  • "মেঘের আড়ালে দলবাজি..." - দাঁড়াও, ফাইটার প্লেন চালানোটা শিখে নিই, তারপর মেঘের আড়াল থেকে বাজি ফাটাবো...

    নাকি, এখানে অপ্পোন বোধহয় ক্লাউড টেকনলজির কথা বলছে। PAAS - পিএন্পিসি অ্যাস এ সার্ভিস।
  • | 60.82.180.165 | ১১ জানুয়ারি ২০১৩ ০৮:৫৪585282
  • কি সর্বনাশ!!!গুরুতে কথা চালাচালি, দলবাজি নিয়েই এত বিরক্ত হচ্ছেন- এদিকে হয়তো আপনি জানেন না, আপনার ব্যক্তিগত জীব্ন গল্পকথা হয়ে বাতাসে ভাসছে। জানেন কি গুরুতে এমন মহামানব ও আছেন- যিনি একবার দুবার শুধুমাত্র( টিয়াপাখি ছাড়াই) আপনার মুখ দেখে আপনার জীবনের রহস্য উদ্ধার করতে সক্ষম?এমনকি আপনার বিবাহিত জীবনের সারসংক্ষেপ ,তলানি, বিয়ে কেন এখনো ভাঙে নি অবধি তিনি জলবৎ তরল করে বুঝে ফেলেছেন। শুধু বুঝে ফেলেছেন তাই না, 'বিশেষজ্ঞ'এর পোশাক পরে অন্যদের ও গম্ভীরভাবে বুঝিয়ে দিচ্ছেন! ভাবুন, এক সুন্দর সকালে অন্যের কাছ থেকে জানতে পারলেন-আপনার জীবন কোথায় দাঁড়িয়ে আছে!

    এইবার তাকে হাতের কাছে পেলে জুতোপেটা করবেন না তার মানসিক বিকারে দুঃখ পাবেন- চয়েস আপনারঃ)
  • প্পন | 190.215.40.77 | ১১ জানুয়ারি ২০১৩ ০৮:৫৮585284
  • জানব না কেন খুব জানি। বোন টু বোন জানি।

    কিন্তু এই ইমেল বা ফোন বা টেক্সট মেসেজ এগুলো (আমার মনে হয়) আমার প্রাইভেসিতে আরো বেশি হস্তক্ষেপ।
  • | 214.130.244.200 | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:২১585285
  • বোন টু বোন?

    ও রা মোট ক বোন?
  • dukhe | 212.54.74.119 | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:৫৭585286
  • ফুঃ! বিবাহিত জীবনের সারসংক্ষেপ করতেও আজকাল মুখ দেখতে হচ্ছে? আমি তো চোখ বন্ধ করে বলে দিতে পারি।
    যাই বলুন আর তাই বলুন, কেচ্ছাকেত্তনের মত জিনিস হয় না। হস্টেলের মেসে কত্ত চালকুমড়োর ঘ্যাঁট স্রেফ কেচ্ছার আচার দিয়ে সাবড়ে দিলাম।
  • | 37.61.210.62 | ১১ জানুয়ারি ২০১৩ ১০:০১585287
  • আমাদের বিদ্যামন্দিরে আবার পুরো শাক গাছ টাই রান্না হত। দুষ্টু লোকে পুঁই শাক না বলে বলতো পুঁই বৃক্ষ।!!
  • | 24.97.58.57 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:০৭585288
  • আহা জুতোপেটা বেশ হিংস্র ব্যপার। বরম একটা বিছুটির ডাল বেশ সখী ধরো ধরো স্টাইলে ধরে খুব ভালোবেসে বুলিয়ে দিও।
  • Tim | 12.133.39.41 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:৫৪585289
  • আমার ইমেল অ্যাকাউন্ট থেকে একটি হাইলি শাস্পিশাস লিঙ্ক ফরওয়ার্ডেড হয়েছে (এখুনি দেখলাম)। সম্ভবত অ্যাকাউন্ট হ্যাক্ড। আইটি ডিপার্টমেন্টের সাথে কথা বলছি।
    আমার সমস্ত কনট্যাক্টে ঐ ইমেল গেছে। ব্যাপারটা খুবই বিরক্তিকর ও অস্বস্তিকর। দুঃখিত।
  • ব্যাংদি | 132.167.99.4 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:০২585290
  • হায় হায় হায়! তিমি, সেই ছোট্ট তিমি, সে কিনা আমাকে তার কনট্যাক্ট লিস্টিতে রাখার যুগ্যিই মনে করে না। আমাকে তার লিস্টিতে রাখেইই নি। ঃ-((
    সত্যি সত্যি খুব দুঃখু পেলাম এটা জানতে পেরে।
  • | 24.97.188.137 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:১৩585291
  • না না মেলটা খুব বেশী সাসপিশাস নয়। আমি ক্লিকিয়ে দেখেছি। :-)
  • siki | 132.177.179.58 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:১৫585292
  • ক্ষিই চাপ!
  • rabaahuta | 78.46.93.195 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:২৫585293
  • সাসপিশাস কই, একটা রোগা হওয়ার ওষুধের বিজ্ঞাপন তো।
  • hu | 125.124.45.43 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৩৩585295
  • হুতোকেও পাঠিয়েছে? যাক! ছেড়ে দিলাম তাহলে।
    আমি তো দমদি, আমি প্রমুখ লোকজন প্রাপকের লিস্টিতে আছে দেখে রীতিমত একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন