এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১০:২৪586008
  • name: রিমি

    কাল লাইফ অফ পাই সিনেমা দেখতে গিয়ে ছেলের বান্দ্ধবী পাইএর বগলে কালো লোম দেখে আমাকে বলেছে "ডার্টি আগলি আর্মপিট"!!!!!!!!! ঃ-(

    name: রিমি

    ছেলের বান্ধবীর কথা শুনে আমার চৈতন্য হল, টিভিতে সিনেমায় হামেশা মেয়েদের বগল দেখানো হয় নিখুঁতভাবে কামানো। কেন? তার মানে ছেলেদের কামানো বগল দেখতে ভালো লাগে। অথচ সেই ছেলেরা নিজেরা নিজেদের বগল কামায় না, দিব্বি লোমশ বগল নিয়ে ঘুরে বেড়ায়।। এমন কোন মেয়ে আছে কি যার ঐ কালো চুলে বগল দেখতে ভালো লাগে?

    name: ম

    ইক্‌। রিমিঃ(
    আমার তো গোছা ধরে টান মেরে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে

    name: রিমি
    ঃ-))
    ইশান তাও ঘুমোতে যাই বললে। ওদিকে আকা বগলের আলোচনা শুরু হতেই এমন ঘাবড়ে গেছে যে সোজা এসে শুয়েই পড়েছে। ভাট দেখার আর সাহস নাই ঃ)))

    name: ব্যাং
    ছেলেদের বগল নিয়ে আলোচনা? কেন রে বাপু? ছেলেদের বগল কি একটা দেখার মতন জিনিস হল? যদি বা দেখা যায়, কিন্তু শোঁকা!! নৈব নৈব চ।

    name: ব্যাং

    বিয়ের আগে ছেলেদের পিঠ ব্যাপারটা আমার খুব ভাল্লাগত। রেফঃ মিলিন্দ সোমানের পিঠ, হৃতিক রোশনের পিঠ ইঃ। বিয়ের পরে জানলাম ছেলেদের পিঠেও লোম হয়। তখন বুঝলাম মা কেন আমাকে টিভি দেখে কোনো কিছু বিশ্বাস করতে মানা করত।

    name: ম
    বিয়ের আগে সহজপাঠ পড়োনি!! কি কান্ড। একেবারে গপ্পের বই রিডিং দিলে??;)

    name: ব্যাং

    সহজ পাঠে ছেলেদের পিঠের লোমের কথা ছিল? আমি ঐ উল্লাস, ভক্তরামের চ্যাপটারগুলো কাটিয়ে দিয়েছিলাম গেদে গেদে যুক্তাক্ষর ঢুকিয়ে দিয়েছিল বলে।

    name: ম

    শক যদি একসঙ্গে বসবাসের আগেই পেয়ে থাকো ,তাইলে সহজপাঠ পড়া হয়েছেঃ)
    হাত ধরলেই ভয়ে একদৌড় দিলে আলাদা কথা;)

    name: রিমি

    আর ব্যাং কেন রে বাপু, কুয়োতলায় ছেলেদের খালি গায়ে চান কত্তে দেখিস নি? গামছা পরে???? যত্র তত্র??? দেখলে পিত্তি জ্বলে যেত।

    name: ব্যাং

    রিমি, দেখেছি হয়তো। কিন্তু পিঠে লোম আছে কিনা সেই চিন্তা নিয়ে পিঠ দেখি নি। বুঝলি কিনা!
    আর মিঠুর যেমন কথা! বিয়ের আগের হাতধরাধরির স্টেজে বয়ফ্রেন্ডের পিঠটা খুঁটিয়ে দেখে নেওয়ার কথা , মাথায় আসে নাকি? আমার তো আসে নি বাপু।
    তার উপরে ব্যাঙ্গালোরের জল যেমন খারাপ, বাড়িতে খালি পায়ে হাঁটলেই ঘরেতে কুকুর-বিড়াল না পুষেও, পোষার অনুভূতি। কতবার করে বলি "ওগো, মেয়েদের মতন ক্ষীণপ্রাণারা যখন এবেলাওবেলা ওয়াক্সিংএর জন্য এগিয়ে যাচ্ছে, তখন তোমার মতন বীরপুরুষের ভয়টা কীসে! আর জন আব্রামহাম, সলমান খান এরা যখন পারছে, তখন তুমিই বা কমটা কীসে!" তা ঘরের বৌয়ের কথায় কেই বা কান দেয়!

    name: রিমি

    আরে আমার বাড়িতেও তো এক কান্ড! ওয়াক্সিং কেন? দাড়ি কামানোর জিনিষেই তো দিব্বি কাজ চলে যায়!
    আমার মনে হয় ছেলেরা লোম ব্যপারটাকে পৌরুষের চিহ্ন মনে করে। বেশ বীর বীর ব্যপার ভাবে। ঐজন্যে নিজেরা ছাড়তে চায় না, কিন্তু মেয়েদের গায়ে দেখলে চটে যায়।

    name: ব্যাং

    হ্যাঁ আমার শিক্ষিত হওয়ার স্টেজটায় আমাকে নিয়ে বন্ধুরা বড্ড খিল্লি করেছে। যাদপ্পুরের লবিতে বসে প্রথম শুনলাম , ওরাল সেক্স কথাটা। তা আমি বুদ্ধি করে বুঝে নিয়েছি, ওরাল সেক্স মানে সেক্সের কথা আলোচনা করা।যেই না বলেছি,সে কথা, আরিব্বাস, সে কী কান্ড! লবিটা নেহাত ভেঙে দিয়েছে, নয়তো আজও সেই তুমুল হাসির গুঞ্জরণ শোনা যেত লবির সিঁড়িতে।

    name: ম

    ব্যাং,!!! তাবলে আমার ছেলেদের ঐ ছালছাড়ানো মুরগির মত হাতপা দেখার কোনো বাসনা নেই।
    ভেবে দেখলাম, পিঠটা লোম নিয়ে আমার কোনো সমস্যাই ছিলো না তবে বুকে লোম না থাকাটা অবশ্য স্ট্রিক্টলি নো নো।

    name: সিকি

    রিমি, লোম ব্যাপারটা আমার লুঙ্গীর মতই অপছন্দের। মোট্টেই পৌরুষ টৌরুষ মনে হয় না। গায়ে লোম দেখলে আমার প্রথমেই কেমন শিম্পাঞ্জি বনমানুষ ইঃ উপমা মাথায় আসে।

    name: রিমি

    বুকে লোম থাকলে ঝগড়া কিম্বা অভিমান হলে খিমচোতে খুব সুবিধা হয়!!! পিঠ বা বগলের লোমে সেরম কোনো অ্যাডভান্টেজ নেই।

    name: প্পন

    মেয়েরা বগল কামায় মোটেও ছেলেদের দেখাবার জন্য না। দেখায় অন্য মেয়েদের দেখাবার জন্য।

    সাজসজ্জা, পায়ের লোম, গয়নাগাঁটি ইঃ সবই তাই।

    এই মূল্যবান মতামত দিয়ে আমি আপিসে গেলাম।

    name: furious

    আর সাবজেক্ট পেলো না!

    name: প্পন

    পায়ের লোম = নির্লোম পা - এইরকম পড়তে হবে।

    name: প্পন

    কাউকে দেখাবার জন্য না। প্রকৃতি যেমন দিয়েছেন তাতেই খুশি।

    দেখাবার জন্য, ডিয়ার মাসিমা, জিনিস কি কম পড়িয়াছে? ;-)

    name: ম

    বগলটাই আমার জানা দরকার। ছেলেদের হাতেপায়ের লোম নিয়ে আমার কোনো দাবীদাওয়া নেই- বিশেষত যদি বাথরুম আলাদা হয়।

    name: সিকি

    ছেলেদের বগলে লোম থাকা অবধি আমার কুনও বক্তব্য নাই, কারণ ছুডোবেলায় একবার বাবার শেভিং ব্লেড হাতে পেয়ে বগল কামিয়ে ফেলেছিলাম। উরেবাবারে তারপরে সে ক্ষী জ্বলুনি! ছোট ছোট কদমফুলের মত লোম যখন বেরলো, বাপরে বাপ, হাত নিচে করতে পারি নি, হাজারে হাজারে ছুঁচের মত আর্মপিটে ফুটছে, লাল হয়ে র‌্যাশ বেরিয়ে একশা কাণ্ড, এদিকে কাউকে বলতেও পারছি না, হাত ফাঁক করে ঘুরছি। সেই থেকে বগলের লোমকে আমি ক্ষমাসুন্দর দিষ্টিতে দেখি, এবং যে সব মেয়েরা বগল কামিয়ে থাকেন, তাদের আমি লক্ষ্মীবাই লেভেলের বীরাঙ্গনা বলে মনে করি।

    তবে বগলের লোম বা পায়ের লোম জনসমক্ষে না দেখালেই আমি বেশি খুশি হই আর কি। যার জন্য প্রাপ্তবয়স্ক মেল জ্যানাগ্যানের ঐ স্যান্ডো গেঞ্জি বা বার্মুডা পরে রাস্তায় ঘুরে বেরানোটাও আমার দুচক্ষের বিষ।

    name: প্পন

    আরেকটা আলোচনা করা যেত, মানে লোম কখন কামানো আবশ্যিক হয়ে পড়ে, কিন্তু সেসব অ্যাডাল্ট আলোচনা থাক। প্রচুর বাচ্চা ছেলেপুলে এখানে ঘোরাঘুরি করে! ঃ)

    name: রিমি

    দুজন বীরপুরুষ ঘুমোতে গেলেন, অন্যজন ভেগ একটা মতামত দিয়েই আপিসে যাবার নাম করে কেটে পড়ছেন!!! কলিযুগে হীরের আংটিদের কি অবস্তা ! ঃ-(

    name: ব্যাং

    মিঠু, এদিকে আমার ছেলেদের সারা শরীরের লোম নিয়েই প্রচুর প্রশ্ন আছে। কারণ আমার মাথায় ঐ লোমজনিত ক্ষেত্রফল আর ঘনত্বের অংকের কথা আসে।

    name: ম

    ব্যাং, আর বেশি এগিয়ো না প্লিজ

    name: ব্যাং

    রিমি, আরেকজন বীরপুরুষ এই আলোচনা শুরু হওয়ার আগেই আপিসে কেটে গিয়ে এখন নীপা হয়ে আপিস থেকে পড়ছেন। ওনার আবার এমনই পোড়াকপাল, উনি যে নীপা সেটা স্বীকার করার মতন মুখও নাই। শুধু আমার খুব জানতে ইচ্ছে করছে এগুলো পড়ে ওনার মুখটা কেমন হচ্ছে, সেটা দেখার।

    name: রিমি

    ব্যাং, ঃ-))))))))))))))))

    হ্যাঁ, দৃশ্যমান লোমের কথাতেই তো এই অবস্থা, এর থেকে এগুলে গুরুর সার্ভার ক্রাশ করে যাবে।

    name: দ

    ইঁইঁইঁইঁঃ ভাট থেকে কি দুগ্গন্দো!

    ও সিকি, একহাঁড়ি চমচম আর একহাঁড়ি ল্যাংচা খাওয়াবো, একটা হাইড বাটন বানিয়ে দাও। পিলিজ লাগে।

    এইযো ব্যাঙ, ঐযে টিউশানির টইটা ।।।। এখানে তুলে এনে দেবো?

    name: ম

    আরেকজন পুরুষ এই আলোচোনায় মর্মাহত হয়ে নতুন নাম নিয়ে ফেলেছেনঃ)

    ব্যাং,চাইলে আলোচনা চালিয়েই যেতে পারো। পুং দের মুখে( বগলে )ঝামা ঘষে দেওয়া খুব ভালো কাজঃ

    name:

    কিন্তু ছেলেদের লোম নিয়ে মেয়েদের এত দুশ্চিন্তা কিসের? সব কিছুতেই কি মেয়েদের মহান মতামত দিতেই হবে?

    name: ম

    রিমি, আজ্জো কি ঘুমিয়ে ঘুমিয়ে জানতে চাইছে আলোচনা কদ্দুর এগোলো?

    name:

    উত্তর না পাওয়া অবধি আমি কোচ্চেনটা কপিপেস্ট করেই চলব।

    কিন্তু ছেলেদের লোম নিয়ে মেয়েদের এত দুশ্চিন্তা কিসের? সব কিছুতেই কি মেয়েদের মহান মতামত দিতেই হবে?
  • b | 135.20.82.164 | ১৮ মার্চ ২০১৩ ১০:৩৩586064
  • আহেম, আজ তবে এইটুকু-ই থাক। বাকি কথা .. নাঃ কাটিয়ে দিন গে।
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১০:৩৯586075
  • ছেলেদের লোম নিয়ে মেয়েদের আলোচনা দেখে পুংদেরই বা এত দুশ্চিন্তা কিসের? সবকিছুতে (মানে ছেলেদের বিষয়ে ঃ-)) মেয়েরা তাদের মহান মতামত প্রকাশ করলে ছেলেদেরই বা এত নিরাপত্তাহীনতায় ভোগা কিসের??
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১০:৪৪586097
  • ব্যাং বীরপুরুষদের লিস্টি রাখিসঃ দুজন ঘুমুতে গেলেন, একজন ভেগ উত্তর দিয়ে আপিস পালালেন, একজন নীপা হয়ে মুখ লাল করছেন, আর আরেকজন টেনশনে অস্থির হয়ে ভুলভাল প্রশ্ন করে বগলের আলোচনার মুখ ঘোরাতে চাইছেন, আর একজন কথা বলতেই না পেরে কাটিয়ে দিলেন।

    একা সিকি রক্ষা করে বগলের লোমের টই ;-)
  • kc | 204.126.37.78 | ১৮ মার্চ ২০১৩ ১০:৪৪586086
  • কোচ্চেনের উত্তরে কোচ্চেন করাটা ঠিক নয়।
  • | 126.203.135.98 | ১৮ মার্চ ২০১৩ ১০:৪৮586119
  • এটা একটা বিষয় হলো?
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১০:৪৮586108
  • কোথায় লেখা আছে যে কোচ্চেনের উত্তর কোচ্চেন করা যাবে না???
    ছেলেরা বগলের লোম কেন কামায় না এইটা একটা খুব ভ্যালিড লেজিটিমেট লিগাল কোচ্চেন যেটা নিয়ে মেয়েদের আলোচনা করার অধিকার হল বেসিক উইমেন্স রাইট। কেননা এর সঙ্গে প্রেম বিবাহ যৌনতা দৃষ্টিসুখ গন্ধ কিম্বা দুর্গন্ধ ইত্যাদি ইম্পর্ট্যান্ট ইস্যু জড়িত,। এইসব নিয়ে আলোচনা না করব না তো কি পঃ বঙ্গের রাজনীতি কিম্বা ফেসবুকের দেখনদারি নিয়ে আলোচনা করব? বয়ে গেছে।
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫১586130
  • আমি কেন কামাই না, লিখে দিইচি। বাকি পুংরা বলুক। :)
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫৩586141
  • একটা কথা, গন্ধ বা দুর্গন্ধ মেয়েদের বগলেও কম হয় না, কামানো অর না-কামানো। ওটা হয় ঘামের জন্য, যে বেশি ঘামে তার বগলে কেন, সারা গায়েই বেশি গন্ধ হয়। ছেলে মেয়ে সবার জন্যেই প্রযোজ্য।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫৫586009
  • ও আলোচনাটা এখানে হওয়ার কথা ছিল বুঝি? ঠিকাছে। এখানেই পেস্টিয়ে দিই।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫৬586031
  • কেসির কোশ্নোর কুত্তর দেবই দেব।
    মেয়েদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ছেলেদের মহান কাব্যি-সাহিত্যি ইত্যাদি রচনা করার এবং তা নিয়ে আহা-হুহু করার সময়ে ছেলেদের যখন প্রয়োজন পড়ে, মেয়ে হিসেবে আমারও ঠিক তখন একথাটাই মনে হয় , যে সবতাতে ছেলেদের মতামত দেওয়ার প্রয়োজনটা কীসে।
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫৬586020
  • name: ব্যাং

    ঐ গুচর পাতাতেই মহিলাদের (হতেই পারে কল্পনিক মহিলা) নাম নিয়ে কিছু কবিতা পড়েছিলাম, ওরেব্বাস, তাতে ঊরু, স্তন কী কী নিয়ে আলোচনা ছিল না সেই কবিতাগুলোয়।
    গুরুর নমস্য লেখক সন্দীপনের একটা লেখায় এক মহিলার পটি করার বিবরণ পড়েছিলাম। একই রকম ফিলিং হয়েছিল।

    --------------

    সঙ্গীতা বন্দ্যোর প্যান্টি প'ড়ে (প'রে না) আমারও একই ফীলিং হয়েছিল। কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা অবশ্যই মুখ্য।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫৭586042
  • ছেলেদের শরীরের লোম নিয়ে মহিলাদের খোলাপাতায় আলোচনা করাটা যদি কুরুচির পরিচয় এবং ছেলেদের ব্যক্তিগত স্পেসে নাক গলানো হয় তবে আজ অব্দি মেয়েদের শরীর নিয়ে যত মহান সাহিত্যরচনা হয়েছে, তা নিয়ে দিস্তে দিস্তে কাগজ ছাপানো হয়েছে এবং গুচর খোলাপাতায় মেয়েদের কী পোশাক পড়লে ভালো দেখায় তা নিয়ে যত আলোচনা হয়েছে, সেগুলো-ও একই ক্যটেগরিতে পড়বে।

    কেসির যদি আরো কোশ্নোর উত্তর চাই, আমাকে কয়েক ঘন্টা সময় দিতেই হবে। এখন জেনুইনলি কাজাতেই হবে।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫৮586053
  • name: siki mail: country:

    IP Address : 132.177.164.200 (*) Date:18 Mar 2013 -- 10:49 AM

    এম্মা, কুরুচি ক্যানো হবে? আর কী পরলে ভালো দেখাবে বা খারাপ লাগবে, তাই নিয়ে আম্মো মতামত দিই। ছেলেদের মেয়েদের, দুদিকের জন্যেই। জানো না, পর রুচি পরনা, আর আপ রুচি খানা/
  • kc | 204.126.37.78 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫৯586060
  • বাহ! ছেলেদের লোম নিয়ে আলুচানা করার অধিকার হল বেসিক উইমেন্স রাইট? এর সঙ্গে প্রেম বিবাহ যৌনতা দৃষ্টিসুখ গন্ধ কিম্বা দুর্গন্ধ ইত্যাদি ইম্পর্ট্যান্ট ইস্যু তো পার্সোনাল ইস্যু। সে নিয়ে সমষ্টিগত আন্দোলনের যৌক্তিকতা কোথায়? যৌক্তিকতা যদি থেকেও থাকে তাইলে চেঞ্জ ডট অর্গে পিটিশনে কেন লেখা হচ্ছেনা?
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১০:৫৯586059
  • name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.193.159 (*) Date:18 Mar 2013 -- 10:54 AM

    একদম সিকি। তোমার ঐ পররুচির লিস্টিতে বউ/বান্ধবীরুচি অনুযায়ী লোম রাখনা-টাও অ্যাডিয়ে নিও।
  • kc | 204.126.37.78 | ১৮ মার্চ ২০১৩ ১১:০২586062
  • আর আমি কুরুচিকর বলে কিছু কইনি বেঙি। মুখে কথা বসানোর চেষ্টাও করিসনি।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:০২586061
  • এ কী কথা কেসি! জন্মে থেকে দেখে আসছি মেয়েদের শরীর, পোশাক, পোশাকের মেটেরিয়াল এসব নিয়ে কথা বলাটা ছেলেদের বেসিক রাইটের মধ্যে পড়ে। আর কে না জানে ছেলেদের বেসিক রাইট মানেই মানেই মানবাঅধিকারের কোশ্নো এসে যায়।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:০৪586066
  • আহা তুই নাহয় বলিস নি। বলার বা ভাবার লোকের কী অভাব আছে এ তল্লাটে!
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১১:০৪586065
  • ছেলেদের সর্দারীপনা করার অব্যেস আর গেল না। একজন ঠিক করে দেবেন মেয়েদের আলোচনার বিষয় কি হবে, অন্যজন ঠিক করে দেবেন তারা ছেলেদের ইস্যু নিয়ে গুচতে লিখবে নাকি চেঞ্জ ডট অর্গে!!!! মাইরি, !!!
  • kc | 204.126.37.78 | ১৮ মার্চ ২০১৩ ১১:০৪586063
  • একটা ভুল আরেকটা ভুলকে লেজিটিমাইজ করেনা। বেঙির 11:02 AM এর উত্তরে বললাম।

    এবার আমাকেও কাজাতে হবে।
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১১:০৬586068
  • হা ভগমান!! অ্যাদ্দিন পরে একি শুনি?????? মেয়েদের শরীর নিয়ে ছেলেদের আলোচনা ভুল ছিল?? কই এতদিন গুরুতেই এত আলোচনা হল, এই কথা তো কুথাও শুনি নাই???? কি কান্ডো দেখো।
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:০৬586067
  • দুত্তেরি, লোম রাখি না কে কইল? মুখের লোম ছাড়া বাকি লোম সম্পর্কে খোঁজখবর রাখি না। নিজের প্রতিভায় জন্মায় :)

    কেসি, ব্যাংয়ের লজিক কিন্তু ঠিক। রাইট হিসেবে না দেখে, গুষ্টিসুখ বলা যেত্যে পারে। :) সলমান খানের ওয়াক্সিং করা বডি দেখে ওয়াকথু করতে অনেক মেয়েকেই দেখেচি, অতএব ছেলেদের বুকের বা গায়ের লোম মেয়েদের পছন্দ, অন্তত সেইসব মেয়েদের দিব্যি পছন্দ। এখন আমরা যদি মেয়েদের স্তন জঙ্ঘা নিতম্ব নিয়ে বক্তব্য পেশ করতে পারি, তাইলে মেয়েরাও আমাদের গায়ের লোম নিয়ে বক্তব্য পেশ করতেই পারে। ব্সিক রাইট ভাবলে বেসিক রাইট, রঞ্জন বন্দ্যোপাধ্যায় ভাবলে রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বুইলা কিনা?
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:০৯586070
  • ame: Ekak mail: country:

    IP Address : 69.99.230.125 (*) Date:18 Mar 2013 -- 11:03 AM

    মেয়েদের লোম নিয়ে আমার মন্তব্য আছে । কিন্তু নির্দেশ নাই । আমি নির্দেশ দেওয়ার কে ?
    মেয়েদের ভারী সুন্দর নরম লোম হয় । কিন্তু কোনো এক সো কল্ড নির্লোম চকচকে ফ্যাশনের পাল্লায় পরে অনেক মেয়ে ওয়াক্সিং নামক এক ভীসন কষ্টকর জিনিস করেন বা ওই ফার্স্ট ইয়েআর এ উঠেই অন্য বান্ধবীদের দেখে রেজার চালিয়ে দেন ঃ( ঃ( সুন্দর নরম সোনালী লোমের ইতি ঘটে । যার ওপর রোদ এসে পড়লে অদ্ভূত আলো খেলে। সে আলো আর দেখা যায়না । পরিবর্তে ছেলেদের গোপের মত করকরে লোম বেরয় । ভারী দুক্ষু আছে এই নিয়ে । কিন্তু ওই পর্যন্তই । আমি যেমন মাঝে মাঝেই মাথা নেড়িয়ে ফেলি আবার পনিটেল ও রাখি কারণ আমার ইচ্ছে সেরকম মেয়েরা কি করবেন তাও মেয়েদের ইচ্ছে । তবে দুখ্খু হয় । ইটা ঘটনা । সেত আমি নেড়া হলেও অনেকে দুক্ষু প্রকাশ করে । আমি শুনি কি ?
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:০৯586069
  • (ব্যাং আজ ঝগড়া করবে বলে কোমর বেঁধে নেমেছে। আর ব্যাংকে আজ আমি ঝগড়া কত্তেই দেব্না) আজ আমার অখণ্ড অব্‌সর হ্যায়। মুহাহাহাহা।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:১০586071
  • name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.193.159 (*) Date:18 Mar 2013 -- 11:08 AM

    এককের যেমনটি দুঃখু হয়, সবার সব রাইটের কথা মেনে নিয়েও নরম সোনালী লোম হারানোর জন্য দুঃখ হয়, আমারও ঐ একই রকম দুঃখ হয় ঘরের মেঝে মোছার সময়ে ঘরের মেঝে থেকে ছোট ছোট কালো কালো লোম তোলার সময়ে। তখন আমার ক্লান্ত শরীর চায় ছালছাড়ানো মুর্গির মত এক নির্লোম পুরুষের উপস্থিতি ঘরের মধ্যে।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:১১586072
  • রিমি ঃ-))))))))))))))))))))
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:১২586073
  • ব্যাং, ঘরের মেঝে মোছার সময়ে কালো কালো ছোট ছোট লোম? অন্যদিকে আমি যদি বলি তরকারির মধ্যে থেকে একটা সুদীর্ঘ কালো চুল?

    হস্টেলে যতীনদার বুকের চুল মেশানো ডাল খেয়েই তো চার বছর কাটালাম। খাবার সময়ে বেছে নিলেই হয়। :)
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:১৪586074
  • একটা লম্বা কালো চুল আর অজস্র ছোট ছোট কালো লোমের তফাতটা যাকে কুড়োতে হয়, সে জানে। তুই একদিন আমার বাড়ি এসে ঘর মুছে দিয়ে যা, তুইও জেনে যাবি।
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:১৫586076
  • আমার আপাতত টাইমাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন