এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:১৬586078
  • কুড়োবার কী আছে? ঝাঁট দিলেই অজস্র অমন লম্বা কালো কালো চুল বেরোয়, ড্রেসিং টেবিলের আনাচ কানাচ থেকে। ঘরের একজন চানের পর চুল শুকিয়ে চুল আঁচড়ে যাবতীয় ঝরা চুল তো চিরুনি থেকে গুটলি করে পাকিয়ে জানলা দিয়ে ফেলে দেন, কিন্তু সেই ফেলে দেওয়া চুলের বাণ্ডিল যে আবার পরে উল্টো হাওয়ার ধাক্কা খেয়ে ঘরের মধ্যেই খাটের কোনা বা ড্রেসিং টেবিলের কানায় ফিরে এসে পাকাপোক্ত আশ্রয় নেয়, সেটা আবার ঐ উইকেন্ড ছাড়া বোঝা যায় না। তখন যে ক্ষী চাপ হয় ...
  • kc | 204.126.37.78 | ১৮ মার্চ ২০১৩ ১১:১৬586077
  • গুরুর সপা ছেলেদের কিন্তু মেয়েদের শরীর নিয়ে আলোচনা করতে দেখিনি। নিশ্চয়ই চোখ এড়িয়ে গেছে।
    তা গুরুর ছেলেরা অন্য পুরুষদের ভুলভাল কাজের দায় বইতে বাধ্য নাকি? ''তুই জল ঘোলা না করলেও তো বাপ করেছিল' সিনড্রোম মনে হচ্ছে।
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:১৭586079
  • কিন্তু আমরা কি মাথা বগল এবং বুকেই সীমাবদ্ধ থাকব? এখনও? ;-)
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১১:১৯586082
  • কেসিদা দেকছি বেজায় নার্ভাস হয়ে গেছেন? মনে হচ্ছে ছেলেদের বগলের লোম নিয়ে লিখে আমরা গুরুর পুরুষদের কি মারাত্মক শাস্তি দিচ্ছি????
    হেকুপা ঃ-))))
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:১৯586081
  • কেসি আজ ছড়াবেই।

    মেয়েদের শরীর নিয়ে আলোচনা ভুলভাল কাজ কে কইল? খোলাপাতায় নিজে করি না ঠিক আছে, কিন্তু অন্যে করলে দিব্যি কান পেতে রই তো। খুউব ভালো লাগে। ;-)
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:১৯586080
  • কেন আমি তো পিঠ অ্যাডিয়ে ছিলাম। তোর আর যা যা ইচ্ছে সেগুলো অ্যাডিয়ে নে। ভয়টাই বা কাকে? লজ্জাটাই বা কীসের? মেয়েদের উস্কানি দেওয়াই বা কেন?
  • ব্যাং | 132.178.193.159 | ১৮ মার্চ ২০১৩ ১১:২০586083
  • ঃ-)))
  • kc | 204.126.37.78 | ১৮ মার্চ ২০১৩ ১১:২২586084
  • প্রসঙ্গত জানিয়ে রাখি আমার গায়ে পিঠে বুকে হাতে পায়ে অসংখ্য লোম। আত্মীয়স্বজন মহলে আমাকে বনমানুষও বলা হয়ে থাকে। তাই লোমের গোছা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলার কথা হচ্ছিল যখন ক্ষুব ভয় পেয়ে গেছিলাম।
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:২৩586085
  • রিমি ম্যাম আবার মুখে কথা বসাচ্ছেন? শাস্তি দিচ্ছেন কে কইল? কেসি নার্ভাসই বা কখন হল? কেসির কোশ্চেনটা যুক্তিসঙ্গত, কেবল কোশ্চেনের কনটেক্সটটা নয়। তাই নিয়ে এতখানি অ্যাজাম্পশন টানা কি ঠিক?
  • Ekak | 69.99.230.125 | ১৮ মার্চ ২০১৩ ১১:২৫586088
  • যদি ব্যক্তিগত মতামত দিতে বলা হয় তাহলে আমি লোম কমানো ব্যাপারটাই পছন্দ করিনে । যা ন্যাচারালি আছে থাকুক না ।এই আমার ধরন ।
    নির্লোম মানে সুন্দর ইটা বেসিকালি ওল্ড স্কুল এস্থেটিক্স । খেয়াল করে দেখুন গ্রিক দেবতা বা দেবী কারোর লোম নাই । প্রি রেনেইসা পিরিয়ড এর পেন্টিং এ কোনদিন নারী-পুরুষের পিউবিক হেয়ার দেখেছেন ? এটাকে একটা লেসার মরটাল সাইন মনে করা হত এবং মূলত ক্রিস্টিয়ান স্কুল পরবর্তীকালে আরও বেশি করে ধোয়া দেয় । ছেলেদের চুল দাড়ি ও মেয়েদের মাথার চুল বাদে বাকি সব নির্লোম করে পেন্টিং শুরু হয় যার প্রভাব পরবর্তীকালের ফ্যাশন ইন্দাস্ত্রী তেও পরে ।
    বর্তমানে অনেকে অভিনেত্রী এই ওল্ড স্কুল এস্থেটিক্স কে অস্বীকার করেন । যেমন কেট বা মাদোনা সিকন । এনারা আর্ম্পিত বা পিউব্স এ লোম রাখেন । ম্যাডোনা র লেকাহ্তেও পরেছি উনি এটাকে ন্যাচারাল বলেই মনে করেন । সো চিন্তাভাবনা পাল্টাচ্ছে । মানুষ কতটা পরিস্কার থাকবে সেটা ম্যাটার বলে মনে হয় । লোম না নির্লোম সেটা নয় ।
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:২৫586087
  • ও কারুর কারুর হয়। অনেক মেয়েরও দেখেছি হাত জুড়ে পা জুড়ে ইয়া মোটা মোটা বড় বড় লোম। না কামাতেই হয়। একক কথিত ঐ সোনালী রোমে রূপোলী রোদ্দুর টোদ্দুর, ওঁয়াদের জন্য খাটে না।
  • kc | 204.126.37.78 | ১৮ মার্চ ২০১৩ ১১:২৬586089
  • মেয়েদের শরীর নিয়ে আলুচানা বিশেষ রকমের ভুলভাল কাজ।

    আর বেঙি রিমিকে বেশী সাক্ষী মানিস না। এই ঘুনু কত্তে চলে যাবে, তোকে একা রেখে দিয়ে। তখন আমরা তোর মুন্ডু নিয়ে গেন্ডুয়া খেলব। ঃ)
  • Ekak | 69.99.230.125 | ১৮ মার্চ ২০১৩ ১১:২৭586091
  • সিকি
    লোমের সঙ্গে থায়রয়েদ -গিতিয়েচ -ফলিকল স্তিমুলেশ এগুলোর যোগ আছেঃ ভাই । কোনো মেয়ের অতিরিক্ত লোম দেখলে তাকে ব্যঙ্গ না করে ডাক্তার দেখাতে পরামর্শ দেওয়া উচিত । পিসীয়দী থেকে শুরু করে অনেক কিছু র আগাম সতর্কতা পাওয়া যায় সুধু লোমের প্রাচুর্য্য আর প্যাটার্ন দিয়ে । প্রকৃতি যা দেয় ভেবেচিন্তেই দেয় ।
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১১:২৭586090
  • সিকি, এটা অ্যাজাম্পশন নয়, পার্সেপশান ভাই। কেসির পোস্ট পড়ে আমার "মনে হচ্ছে", কেসির হাত পা ঘেমে মুখ চোখ লাল হয়ে যাচ্ছে। খিখিখিক
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১১:৩০586092
  • গুজ্জব..
    উল্টোদিকের লিস্টিতেঃ সিকি +একক ঃ-))
  • rimi | 85.76.118.96 | ১৮ মার্চ ২০১৩ ১১:৩১586093
  • ইয়ে, প্রকৃতি যা দেয় না, সেগুলো ও কি ভেবে চিন্তেই দেয় না? যেমন জামাকাপড় কিম্বা পারফিউম?
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১১:৩৭586094
  • ওফ্‌ফ্‌, এককের সঙ্গে বকে লাভ নাই। অ একক, আমি জানি ভাই। ইন ফ্যাক্ট এখানে যারা যারা ক্যাওড়ামো কচ্ছে, সব্বাই জানে। ইটা নেহাতই ক্যাওড়ামো।

    একক এক গামলা হরমোন ফলিকল থাইরয়েড ঢেলে পুউরো আলুচানাটা মাটি করে দিল। :)

    যাই বাজার করে আসি।
  • kc | 204.126.37.78 | ১৮ মার্চ ২০১৩ ১১:৩৮586095
  • জামাকাপড় কিম্বা পারফিউম কিম্বা জ্ঞানগম্যি কিম্বা সভ্যতার ধারণা সবকিছুইতো অ্যাকোয়ার্ড জিনিস। তাতে তো মানুষের ভালোই হয়েছে। সবকিছুই প্রকৃতির হাতে ছেড়ে দিলে হবা?
  • a x | 109.45.100.61 | ১৮ মার্চ ২০১৩ ১১:৫১586096
  • ধ্যাত, এইসব মেয়েদের কামানো টামানো তো অনেক রিসেন্ট ঘটনা, আমাদের দেশ ছেড়েই দিলাম, বহু ইউরোপিয়ান মহিলাই এবং ফ্যাশনেবল মহিলাও বগল এবং অন্যত্র লোম নিয়েই প্রেম বিবাহ যৌনজীবন ইত্যাদি ইত্যাদি কাটান।
  • | 190.215.31.207 | ১৮ মার্চ ২০১৩ ১১:৫৭586098
  • ব্রেশ ব্রেশ।

    দৈত্য কুলে ও তো প্রহ্লাদ থাকে । ঃ))
  • a x | 109.45.100.61 | ১৮ মার্চ ২০১৩ ১২:১০586099
  • আর একক ডেভিডের মূর্তি মন দিয়া দেখে নাই।
  • পুরন্দর ভাট | 132.176.98.243 | ১৮ মার্চ ২০১৩ ১২:১৩586100
  • জগতের ঝুল ঝাড়ো, ধরো ফুলঝাড়ু
    কোঁকড়া, কোঁকড়া ঝুল, ঝাড়িছে ফ্যাতাড়ু
    আমোদে কাটাও রাত, টের পাবে কাল
    কচি রোঁয়া যা ভেবেছ তা আসলে বাল।
  • riddhi | 118.218.136.234 | ১৮ মার্চ ২০১৩ ১২:১৯586101
  • আমার এককালে একজন ফেভারিট হিরো ছিল। তার আপাদমস্তক লোম। লোকে বলে ওপারেশন করলে ওনার ব্রেনেও লোম বেরোবে। ওনার নাম অনিল কাপুর। কোটি কোটি নারী আজ ও ওনার ফ্যান।
    বিশেষ করে জানবাজ চলচ্চিত্রে একটা ঘোড়ার আস্তাবলে খড়ের গাদায় ওনার আর ডিম্পল কাপাডিয়ার সেক্স সিন তো বিখ্যাত! কোনটা খড় আর কোনটা অনিল বাবুর লোম, যাস্ট বোঝা যাচ্ছে না! সেই সিনে খেয়াল করলে দেখা যাবে ওনার লোমশ পিঠ! আর সেই লোমাকীর্ণ পিঠে ডিম্পল কি যত্ন সহকারে হাত বুলাচ্ছেন।

    এরপরে লোমের বিরুদ্ধে আর একটা কথাও হয় না। লোম কামানো একটি গ্লোবাল ফেমিনাইজেশান ও ডিমেস্কুলাইনেজেসান চক্রান্ত।
  • Ekak | 24.99.57.169 | ১৮ মার্চ ২০১৩ ১২:২০586102
  • প্রি রেনেইসা পিরিয়ড এর কথা বলেছি । মাইকেল কাকু এবং তাঁর সৃষ্টি তো রেনেইসা পিরিয়ড ! । প্রি রেনেইসা te aami karo পিউবিক হেয়ার dekhi naai ।
  • dd | 132.171.4.233 | ১৮ মার্চ ২০১৩ ১৩:৫১586103
  • একক
    আরে রে রে। মাইকেলতো সেদিনের ছেলে।
    গ্রীক আর্ট দ্যাখো। ৩৫০-৪০০ বিসি।মেল ফিগারে পিউবিক হেয়ারের কোনো খুৎখুঁতি নেই।
    স্পেশালি পলিক্লিটাস দ্যাখো। ব্রোঞ্জ ও পাথোর। দুটোতেই আছে।

    পুরাভারতে লোম টোম খুব আছে। কালিদাস পর্যন্ত্য। লিখবো?
    আগে খে'দে' নেই। তারপরে।
  • Ekak | 24.99.57.169 | ১৮ মার্চ ২০১৩ ১৪:১১586104
  • পলিক্লিতাসের কাজ খেয়াল নাই। দাঁড়ান দেখি । মূল বক্তব্য ছিল পিউবিক হেয়ার , আর্ম্পিত হেয়ার এগুলোকে নিখুঁত ভাবে আঁকা শুরু হয় রেনেইসা পিরিয়ড এই । তার আগে এগুলোকে আর্ট এর অন্য মনে করা হত না এত লার্জ । এমনকি রেনেইসা তেও সিস্টিন চ্যাপেল এর কাজে কোনো পিউবিক হেয়ার দেখিনি যদ্দুর মনে আছে ।
    আর ভারতের কথা হচ্ছেনা । সংস্কৃত সাহিত্যে তো স্তনবৃন্তের চারপাশে যে হালকা লোম তাই নিয়েও বন্ননা আছে । আর্ট নিয়ে ফালতু গন্রামি থেকে ভারত এত লিস্ট সেই সময়ে মুক্ত ছিল ।
  • Ekak | 24.99.57.169 | ১৮ মার্চ ২০১৩ ১৪:২৫586105
  • আই স্ত্যান্দ কারেক্তেদ । হ্যা, ওই সময়ে মেল পিউবিক হেয়ার আছে । ফিমেল নেই । পরের দিকেও প্রায় নেই । তার মানে ফিমেল হেয়ার না রাখাটা জেন্ডার পারসেপশন । তু শো মোর সফট এন্ড স কল্ড "ক্লীন " । ঠিক বলছি ডিডি দা ?
  • সে | 203.108.233.65 | ১৮ মার্চ ২০১৩ ১৪:৩৭586106
  • প্পন | 190.215.76.42 | ১৮ মার্চ ২০১৩ ১৪:৫১586107
  • আমারো শিগ্গিরি তিনকাল গিয়ে এককালে ঠেকবে। তো, এই বয়সে সত্যের পোতি অবিচল থাগব না তো আর কবে থাগবো!

    কেসির কোশ্নের এককথায় উত্তর হল মেয়েরা কন্ট্রোল ফ্রিক। বেচারিদের পোকিতি এমন করেই বানায়েছে। সোসেন্দির লেখায় আছে।
  • siki | 132.177.164.200 | ১৮ মার্চ ২০১৩ ১৪:৫৭586109
  • প্পন কি অফিস থেকে চলে এলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন