এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কির্বাসনে কেসি

    Sibu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৩ | ৫৯৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 118.13.142.178 | ১০ মার্চ ২০১৩ ২৩:৫২586725
  • এই টই খুলে দিলাম। কেসি এখানে জীবনে যত নচ্ছার জায়গায় পোস্টিং পেয়েছে সে সবের গল্প লিখবে।
  • I | 24.96.158.40 | ১০ মার্চ ২০১৩ ২৩:৫৪586753
  • কেন, কির্বাসন কেন?
  • I | 24.96.158.40 | ১০ মার্চ ২০১৩ ২৩:৫৯586764
  • বাংলা ডিকশনারি দেখলাম কির্বাসন শব্দের কোনো মানে জানে না। উহা কি তাহলে কোনো অধুনালুপ্ত শবর/ ভীল/মায়ান/ আজটেক/ হরপ্পা/ মাগধী/ওরিনোকো ইন্ডিয়ান শব্দের ধ্বাংসাবশেষ? না কি শ্মশ্রুময় শিবুদার লুঙ্গিসংক্রান্ত কোনো শৈশব অবসেসন?
  • Sibu | 118.13.142.178 | ১১ মার্চ ২০১৩ ০০:০৮586775
  • উটি হল গে বুনাম্ভুল। তবে কেসি + নির্বাসন = কির্বাসন, এরকম একটা অর্থ করাই যায়।
  • Paramita | 132.172.185.124 | ১১ মার্চ ২০১৩ ০০:১১586786
  • ভাটে লিখে দিলাম তো। শিবুদার আবার টীকা দেওয়ার কি হোলো। কবি কি কবিতার মানেবই লেখে?
  • Sibu | 118.13.142.178 | ১১ মার্চ ২০১৩ ০০:১৭586797
  • ভাট খ্যাল না করেই লেখা তো এটা। আসলে আমি তো বড়ি দিয়ে পেঁপের তরকারী রান্নার ফাঁকে ফাঁকে গুরু কচ্চি, তাই অনেককিছু মিস হয়ে যাচ্ছে।
  • I | 24.96.158.40 | ১১ মার্চ ২০১৩ ০০:২০586808
  • শিবুদা হলেন গে আমাদের ভোলানাথ। ছাত্তররা এসে বল্লে-স্যার, স্যার এইখেনটা শিশি-বোতলের মত ঠেকছে। শিবুদা প্রথমবার ছদ্ম রাগ করে বল্লেন-যা যা, এখন না , পরে আসিস। বলে হাতপাখার ডাঁটি দিয়ে পিঠটা আচ্ছাসে চুলকে নিলেন। ছাত্ররা তাও নাছোড়বান্দা, আবার একধামা মুড়ি আমতেল নিয়ে মেখে এনেছে, সঙ্গে ক'টি কাঠবেড়ালীর লেগ পিস ভাজা ও নতুন লুঙ্গি। শিবুদা তখন একগাল হেসে একগাল মুড়ি চিবিয়ে কাঁচালঙ্কায় একটি কামড় দিয়ে দিলেন ঠুসে ধাঁ করে একদলা চ্যবনপ্রাশ। দিস্তে দিস্তে মানে বই বেড়িয়ে গেল। এত মানে বই দিয়ে আমাদের সারাজীবন সুখেশান্তিতে কেটে যাবে। শহীদ কাঠবেড়ালীর রক্ত/ হবে নাকো ব্যর্থ।
  • Sibu | 118.13.142.178 | ১১ মার্চ ২০১৩ ০২:৩২586819
  • সেই লুঙ্গী শ্রাবনী নিয়ে গিয়ে শ্যামলবাবুকে দিয়ে দিল। এখন শিবুদা দুঃখ দুঃখ মুখ করে রাতে মুড়ি খায় আর - লুঙ্গী এলি, বলে হাঁক ছাড়ে। সেই হাঁকে কাঠবেড়ালির কাবাব কেঁপেকেঁপে ওঠে।
  • kc | 204.126.37.78 | ১১ মার্চ ২০১৩ ১০:১৫586830
  • এটা কি হল? একটু ঘুনু কত্তে গেলুম আর তার পাঁকে এই হয়ে গেছে? ঠিক আছে এখেনেই লিখব। আজ রাত থেকেই শুরু করব।
  • Sibu | 118.13.142.178 | ১১ মার্চ ২০১৩ ১০:১৭586726
  • আগাম ধন্যযোগ কেসি।
  • | 126.203.136.185 | ১১ মার্চ ২০১৩ ১৮:২৪586737
  • জ্জিও কেসি। এই তো চাই। একেবারে একটা অধ্যায় ধরে ধরে। নো তাড়াতাড়ি।
  • সায়ন | 59.249.122.217 | ১১ মার্চ ২০১৩ ২১:৪৪586745
  • তাও ভালো 'এইচ' মিস করেছো 'চন্দ্রবিন্দু'টা অক্ষত ছিল।
    কিন্তু কার বসনে তুমি! নিজের বসন জলাঞ্জলি দিলে?
  • Sibu | 84.125.59.177 | ১২ মার্চ ২০১৩ ০৫:৫২586746
  • নাঃ কেসিও শেষে পলিটিশ্যান হয়ে গেল। গল্প বলবে বলে কেটে গেল। ঃ((
  • kc | 204.126.37.78 | ১২ মার্চ ২০১৩ ১০:৪৫586747
  • গল্পগুলো সব ছ্যাড়াব্যাড়া। আর সাল ধরে ধরেও বলার কোনও মানে হয়না। তবে বেশীর ভাগ গল্পই হয় ভুতের নয়ত কোনও অ্যাকসিডেন্টের নয়তো কোনও আজব ক্যারেক্টারের। অব্শ্যি গপ্পের মালিকও সেইসব আজব ক্যারেক্টারের মধ্যে তখন পড়তেন।

    সে যাই হোক, তখন পাশ করার পরে কিছু বছর কেটেছে। এই তখনো বালক লোকটি গিয়ে পৌঁছলেন জম্মু কাশ্মিরের পাকিস্তান বর্ডারের পাশেই এক জায়গায়। জায়গাটার নাম গম্ভীরখাদ। পাশ দিয়ে বয়ে যায় বিশাল বড় তাউই নদী। এই গম্ভীরখাদ হল সেই তাউই এ মিশে যাওয়া এক নালা। খুব গভীর নাম না জানা বড় বড় গাছের জঙ্গলে ঘেরা পাহাড়ে মোড়া এক খাদ। জম্মু উধমপুর রেল লিঙ্কের একটা ব্রীজ এই গম্ভীরখাদের উপর দিয়ে যাবে। তারই বাজনা বাজাতে এখানে আসা।

    গোটা সাত কিলোমিটার দুরে একটা গ্রাম আছে। তার নাম মানোয়াল। তার থেকে আরও গোটা দশেক কিমি গুরে আছে এক দিঘী। নাম তার মানসর লেক। মহাভারতে অর্জুন নাকি যখন ভীস্মকে জল খাওয়াতে তীর মেরে ছিলেন, সে তীর নাকি এই দিঘীতেই লেগেছিল।

    সে যাই হোক জনমনিস্যি নাই বিশেষ। যাও বা আছে তার ভয়ংকর রকম গরীব। তার আবার আমাদের ইন্ডিয়ান বলত।এস্টিডি করতে হলে যেতে হবে ষাট কিমি দুরে উধমপুরে। চাল ডাল সব্জী মাছ সব কিছুই উধমপুরে। মাঝে মাঝে অবশ্যি দুদিকের পাহাড়ে ধস নেমে কিছু ট্রাক আটকা পড়ে। তার মধ্যে যদি কোনও মুরগীর গাড়ি থাকে তাইলে একটা বেশ ব্যাপার হয়।

    কিন্তু লোকজন নাই সবসময়ে একটা ছমছমে আবহাওয়া।
  • Sibu | 118.13.142.178 | ১২ মার্চ ২০১৩ ১০:৫০586748
  • তারপর?
  • | 190.215.87.5 | ১২ মার্চ ২০১৩ ১১:৫৭586749
  • কেসি লেখো। ইন্টারেস্টিং।
  • de | 69.185.236.52 | ১২ মার্চ ২০১৩ ১২:২০586750
  • হোক হোক!
  • kc | 204.126.37.78 | ১২ মার্চ ২০১৩ ১৪:২৯586751
  • ততদিনে বালকটি নিজে চেষ্টায় প্রায় পুউরোপুরি ডিক্লাসড হয়ে গেছে। একটি তথাকথিত মিষ্টি প্রেম আর ক্লাসিক্যাল মিউজিক ছাড়া আর সব কিছুতেই ডিক্লাসড।

    সঙ্গী একখান রেডিও, ছোট্ট তানপুরা আর দুটো রুকস্যাক। সঙ্গে হিমাচলের মনীশ ভাটিয়া, ডিইসির। তার আবার পানু বই ছাড়া আর কিছুই ভাল লাগেনা। অসাধারণ তবলা বাজাত। ঠিক হল এই দুই পাবলিক সাইটেই থাকবে। খাদের ধারে স্ক্যাফোল্ডিং এর পাইপ আর করোগেটেড টিন দিয়ে সুন্দর দুকামরার একটা ঘর তৈরী হল। চাটাই দিয়ে ফলস সিলিং ও হল। এক জনের জন্য দুটো ফোল্ডিং খাট। একটা ছোট্ট রান্নাঘর, পাম্প দেওয়া স্টোভ, একটা প্রেসার কুকার, তিনটে কলাই করা সানকি, জল আর অন্য পানীয় খাওয়ার জন্য বড় সাইজের মাটির ভাঁড়। মেন বাসন হল এই। টয়্লেটের বালাই নেই। নদীর ধারে গর্ত খোঁড়া হবে। চান ফান নদীতেই। ‘এরকম না করলে চে’ র সঙ্গে একাত্মতা কিসের?’ -- মনীশ বলেছিল

    আর হ্যাঁ একটা পোর্টেবল জেনেরেটার।
    সাইটের কার থাকবে প্রোজেক্ট ম্যানেজারের কাছে, ওরা উধমপুর থেকে যাতায়াত করবে। আমাদের জন্য (আমরা আর লেবাররা) একটা বাইক আর সাইটের ডাম্পার থাকবে। লাইসেন্স্ড ডাম্পার ড্রাইভার এই বাঙালি খোকা।
  • Sibu | 118.13.142.178 | ১২ মার্চ ২০১৩ ১৫:৫০586752
  • আহা।

    কেসি কি সিভিল নাকি?
  • কৃশানু | 213.132.214.155 | ১২ মার্চ ২০১৩ ১৫:৫৮586754
  • কেসি দাআআআ। ভীষণ ভীষণ হিংসে হচ্ছে !!
    লিখে যাও। শিবু দা কে অসংখ্য ধন্যবাদ। আর নিজেরও পিঠ চাপ্রাচ্ছি :-)
  • Blank | 180.153.65.102 | ১২ মার্চ ২০১৩ ১৬:০৫586755
  • সিবিল এত ভালো জানলে আমি সিবিল পড়তুম। আমার ধারনা ছিল সিবিল পরলে সারা জীবন বাড়িতে বসে, লোকের বাড়ির প্ল্যান বানাতে হবে ঃ(
  • pi | 78.48.231.217 | ১২ মার্চ ২০১৩ ১৮:১১586756
  • লেবারারদের জন্যেও একই রকম ঘর ?
  • sch | 132.160.114.140 | ১২ মার্চ ২০১৩ ১৯:০৮586757
  • ক'দিন আগে একটা কাজে রাজারহাটের এক লেবার কলোনিতে গিয়েছিলাম। ইকোস্পেস ছাড়িয়ে আরো কিছুটা - টিসিএসের যে SEZ তৈরী করছে সাপুরজি পালনজী আর এল এন্ড টি মিলে তার লেবার কলোনী। ৩০০০ লেবার থাকার জায়গা। দেখলে বিশ্বাস হবে না লেবার কলোনী - ঝকঝকে পরিষ্কার, প্রতি তিরিশ জন লেবারের জন্য একটা করে টয়লেট,। সারি সারি বড়ো বড়ো ঘর, আসেম্বল করে বানানো, ভেতরে পরিষ্কার পরপর বাঙ্কার্‌ রান্নার জায়গা, জলের জায়গা আলাদা, শুনলাম সপ্তাহে একদিন করে সিনামা দেখানো হয় বড়ো স্ক্রিনে। বেশ ভালো লাগলো
  • Captain Cabs | 24.99.186.151 | ১২ মার্চ ২০১৩ ১৯:৩২586758
  • হ্যাঁ, ওইখানে আমাদের কির্বাসন দেবে পরের বছর থেকে। যাতায়াতে প্রায় বিশ কিমি বেড়ে গেলো।
  • প্পন | 190.215.79.120 | ১২ মার্চ ২০১৩ ১৯:৩৪586759
  • বাহ, কেসি, লেখ লেখ।
  • santanu | 102.96.233.7 | ১২ মার্চ ২০১৩ ২১:৫১586760
  • লাইসেন্স্ড ডাম্পার ড্রাইভার এই বাঙালি খোকা। kc এটা বুঝলাম না।
    @সচ, ওই লেবার রা কি রান্না করে খান না, খাবার মেস আছে? (ইত্তেফাক সে আজই, নতুন প্রজেক্ট এর নতুন সাইটের নতুন লেবার দের থাকার আর খাবার অর্ডার ফাইনাল করে এলাম)
  • | 24.97.157.15 | ১২ মার্চ ২০১৩ ২১:৫৩586761
  • আরে কেসিই ঐ ডাম্পার ড্রাইভার।
    তবে কেসির হেভি ভেহিকল চালানোর লাইসেন আছে কিনা জানিনা।
  • kc | 188.61.96.29 | ১২ মার্চ ২০১৩ ২২:২০586762
  • আমারতো হেভি ভেহিকল ও আরও অনেক কিছুর লাইসেন্স আছে। অ্যাকচুয়ালি ডাম্পারের আসল ড্রাইভার ডিউটির পরে মানোয়াল চলে যেত। সাইটে তারপর কোনও কারণে দরকার হলে আমিই চালাতাম।
  • সায়ন | 59.249.63.106 | ১২ মার্চ ২০১৩ ২২:২৫586765
  • কেসিদা' ডাম্পার চালিয়েছো! প্রভূত হিংসে দিলাম। হাইড্রলিক নিয়ে না জানি কত্তকিছু করা যায়...
  • san | 131.245.101.121 | ১২ মার্চ ২০১৩ ২২:২৫586763
  • এইটা বেশি বেশি তাড়াতাড়ি লেখা হোক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন