এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কির্বাসনে কেসি

    Sibu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৩ | ৫৯৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 81.14.39.89 | ১৪ মার্চ ২০১৩ ১৮:৩৫586799
  • কেসি তো মহা ইসে।
  • :g/.*/m0 | 131.241.218.132 | ১৪ মার্চ ২০১৩ ১৮:৪২586800
  • @বোতীন, 1.04ঃ *শুধু* লুঙ্গি থাকলেও?

    ;-)
  • kumu | 132.176.32.39 | ১৪ মার্চ ২০১৩ ১৯:০৮586801
  • প্রশ্ন-কেসি তখনো রেওয়াজ করতো নিশ্চয়ই নিয়মিত?
  • Sibu | 84.125.59.177 | ১৫ মার্চ ২০১৩ ০০:৪৬586802
  • শতাব্দী যে শেষ হয়ে এল, একটু হাত চালিয়ে ভাই।
  • kc | 188.61.96.29 | ১৫ মার্চ ২০১৩ ০১:২২586803
  • একমাসের চেষ্টায় টেম্পোরারি চড়ার উপর কাটিং এজ তো দাঁড়াল। কিন্তু ঢালাইএর আগের দিন ফাইনাল চেকিং এ জানা গেল অ্যালাইনমেন্ট থেকে দু মিটার আউট। বার্জে করে শিবুদার জিরাফ ক্রেন এনে আরও পনের দিন টানাহ্যাঁচড়া করে ঠিক লোকেশনে আনা হল তাকে। এবার ঢালাই এর আগের দিন একটা ছুট্ট করে ফ্ল্যাশ ফ্লাড এল। দুটো সাইটই ডুবে গেল। ওদের কাটিং এজ ভেসেই গেল। আবার শুরু রাম সে। এবার আবার ঢালাইএর আগের দিন তিনি অন্ভুতভাবে ট্যারা হয়ে গেলেন। সবকিছু ঠিক চলে তো লেবার কলোনীতে কলেরা হয়ে গেল। এমন বিতিকিচ্ছিরি অবস্থায় এক সাধু নাকি এসে বিধান দিলেন দেবীকো চড়হাবা চড়হনা পড়েগা, হর রোজ এক বকরা। তো শুরু হয়ে গেল রোজ একটা করে পাঁঠা। যতদিন কাজ চলেছিল রোজ। কোনও প্রাকৃতিক বিপদ হয়নি আর। মাইরি।

    এই রকম সাইটে থেকে আমরা যখন খুব বোর হয়ে যেতাম বেড়িয়ে পড়তাম। বাইকেই। কোনও শনিবার এই সন্ধে রাত্রিতে চালু হতাম ফুল টাইট হয়ে। এক্কেরে হয় চণ্ডীগড় নয়তো ধরমশালা। মাঝ রাত্রে কোনও ধাবায় ঢুকে খেয়ে ও ততোধিক টাইট হয়ে আবার ড্রাইভ। ভোর ভোর নাগাদ পৌছতাম। সারাদিন মস্তি করে রক গার্ডেন দেখে বোটিং করে আবার ব্যাক টু সাইট। এরকমটা সেশ দিকে মাসে দুবার করে হতই।

    এই রকমই একবার। যাচ্ছি। চাক্কি ব্যাঙ্ক ক্রস করে পাঠানকোটের জঙ্গলে ঢুকেছি। এই জঙ্গলটা ক্রস করতে করতে ঘন্টা দুয়েক লাগত। প্রথম বাইকে দুজন। মাঝেরটায় আমি আর মনীশ। তার পরেরটায় বাকী দুজন। স্পীড বেশী ছিলনা, ৫০-৬০ এর মতন।
  • kc | 188.61.96.29 | ১৫ মার্চ ২০১৩ ০১:৩৮586804
  • যাচ্ছি যাচ্ছি। তখন বোধ হয় রাত এগারোটাও হবেনা। কুললিই যাচ্ছি। এমনি সময় হঠাৎ দেখলাম বেশ কিছুটা সামনে একটা বড় আঁশশ্যাওড়ার মতন গাছ। রাস্তার পাশেই। তার নীচে দুটো ছোট্ট মেয়ে, ফ্রক পড়া, স্কিপিং রোপ দিয়ে মুখোমুখি হয়ে একতালে স্কিপ করছে। মানে একজন রোপটা চালাচ্ছে, অন্যজন তার মুখোমুখি হয়ে একসঙ্গে লাফিয়ে পার হচ্ছে। নিজেদের মধ্যেই মগ্ন। কিন্তু ওদের এক একটা লাফ মোটামুটি তিনতলা বাড়ির সমান উঁচু। এই উঠছে, এই নেমে আসছে। ঘুটঘুটে অন্ধকারে বাইকের হেড্লাইটে এই দেখছি। ফুরফুরে ভাব উবে গেছে। মনীশ আমার ঘাড় ধরে বলছে ''সিধা নিকল লেনা, পাঙ্গা লেনা নেহি। ইয়ার''
  • Blank | 69.93.193.11 | ১৫ মার্চ ২০১৩ ০১:৪১586805
  • সত্যি নাকি !!!!!!!!!!!!!!!!!!
  • pi | 172.129.44.120 | ১৫ মার্চ ২০১৩ ০১:৪৩586806
  • এবং কেসিদা নিগ্ঘাত আজ এই অব্দি লিখেই কাটবেন !
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ মার্চ ২০১৩ ০১:৪৪586807
  • এই রকম লিখতে পারলে ভুতে বিশ্বাস করতে পারি।
  • Yan | 161.141.84.239 | ১৫ মার্চ ২০১৩ ০১:৫২586809
  • আহা, সেই দোলনার গপ্পো মনে পড়ে গেল। ভোররাত্রে একটা মেয়ে এসে গাছে বাধা দোলনায় দোলে রোজ। লেখক দ্যাখে কিন্তু একটু খটকা লাগলেও, তেমন লাগে না। একদিন সে দেখলো দোলনায় দড়ি টড়ি কিছু নেই, শূন্যে মেয়েটা দুলছে! লেখক আঁ আঁ আঁ করে পপাত চ, তবে মমার চ নয়। হোস্টেস এসে তাকে চোখেমুখে জল দিয়ে সুস্থ করে তুলে চা দেন আর তারপরে বাগানবিলাসিনী ভুতিনীর সব গল্প খুলে বলেন। ঃ-)
  • pipi | 139.74.191.152 | ১৫ মার্চ ২০১৩ ০১:৫৪586810
  • কিন্তু ঘুটঘুটে অন্ধকারে খালি বাইকের আলোতে তিনতলা সমান উঁচু এলাকা কি করে দেখা গেল? বাইকের আলো কি অতটা কভার করে?
  • গান্ধী | 213.110.247.221 | ১৫ মার্চ ২০১৩ ০২:১৩586811
  • ভুতের গল্প শুনতে চাইলে প্রশ্ন করতে নেই

    তাপ্পর???
  • Sibu | 84.125.59.177 | ১৫ মার্চ ২০১৩ ০৪:২৭586812
  • তারপর, তারপর?
  • kumu | 132.176.32.39 | ১৫ মার্চ ২০১৩ ১২:৪৯586813
  • ঠিক দেখেছিলে?অবিশ্যি দুজনেই একসঙ্গে একই জিনিস দেখা এট্টু অদ্ভুত।আচ্ছা,তারপর?
  • de | 69.185.236.52 | ১৫ মার্চ ২০১৩ ১৩:২৯586814
  • মা গো ! আমি ভাগ্যিস রাত্তিরে এই টইটা খুলিনি!
  • kumu | 132.176.32.39 | ১৫ মার্চ ২০১৩ ১৩:৪৫586815
  • আহা দে,সায়েন্টিসদের অত সহজে ঘেবড়ে গেলে চলে?কী দেখতে কী দেখেচে!
  • de | 69.185.236.52 | ১৫ মার্চ ২০১৩ ১৩:৫৫586816
  • তা বটে, তাও আবার ফুল টাইট অবস্থায়!!
  • jhumjhumi | 127.194.235.189 | ১৫ মার্চ ২০১৩ ১৭:২৮586817
  • মোক্ষম সময়ে চুপ করে গেলেন। ও মশাই, আর কতক্ষণ টেনশনে রাখবেন? বলে ফেলুন বাকি টা।
  • Abhyu | 179.237.46.187 | ১৬ মার্চ ২০১৩ ০২:২৭586818
  • তারপর? হ্যাঁ তারপর?
  • aranya | 154.160.226.53 | ১৬ মার্চ ২০১৩ ০৬:০৩586820
  • কেসি, দারুণ হচ্ছে। হাত চালিয়ে।
    ভূত যে আছে, সে সম্বন্ধে অবশ্য আমি প্রায় ৯০% সিওর, আশা হচ্চে, কেসি সব অভিজ্ঞ্তা পড়ার পর বাকি ১০%-ও পুরে যাবে ;-)
  • kumu | 132.176.32.39 | ১৮ মার্চ ২০১৩ ১৬:৪০586821
  • কেসি,অন্য সব টইতে ঘোরাঘুরি না করে এইখেনে লেখো।
  • de | 69.185.236.51 | ১৮ মার্চ ২০১৩ ১৬:৪৯586822
  • আমি তো সুপুরী দিয়েই গেসলাম -- এই টই ছাড়া কেসি কে দেখলেই ---

    এইভাবে অপেক্ষা করাবার কোন মানে হয় ?
  • aka | 81.92.63.114 | ১৮ মার্চ ২০১৩ ২০:১৩586823
  • এতক্ষণ লাফিয়ে রইল?
  • | 24.97.18.82 | ১৮ মার্চ ২০১৩ ২০:১৮586824
  • কেসি মোনয় গপ্পোটা ফেঁদে আর শেষ করতে পারছেন না ..... সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে আর ফেরার রাস্তা পাচ্ছেন না।
    সত্যের পথে ফিরে আসুন কেসি। সেরেফ নিজের অভিজ্ঞতাই লিখুন :-D
  • kc | 188.61.96.29 | ১৮ মার্চ ২০১৩ ২১:১০586825
  • আরে না না লম্বা টাইপ করতে মহা ফ্যাসাদ। তাই বলে দমুর এরম আবাজও সহ্য হয়না।

    সে যাই হোক। আমরাতো ওই দেখছি। সামনের বাইকেও ব্রেক ধরেছে পেছনের লাইট দেখে বুঝলাম। আস্তে আস্তে ওই দৃশ্য দেখতে দেখতে পার হলাম। একদম পিছনে ছিল কাদির আর রাহুল। অসীম অসীম সাহস। ওরা অ্যাকচুয়াল স্পটে প্রায় থেমেই যায়। এরপর কাদিরের কথায় পরে যা শুনেছিলাম সেটা এরকম, কাদির নাকি ওয়ে বলে একটা চিৎকার করেছিল, তাইতে নাকি সামনের মেয়েটা ওর দিকে ঘুরে লাফিয়ে উঠতে উঠতে একটা সটান হাত চালায় আর সেটা এসে লাগে একেবারে ওর মুখে। ডিসব্যালেন্সড হয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে বাইকের হর্ন টিপে ধরে।

    আওয়াজ শুনে আমরা পিছনে ফিরে দেখে চারজনই ফিরে এলাম স্পটে। এসে দেখি ভোঁভাঁ। কোথাও কিচ্ছু নেই। বাইকের হ্যান্ডল বেঁকে গেছে, রাহুলের বেশী লাগেনি কিন্তু কিছু বলতে পারছেনা, প্রচণ্ড ভয় পেয়েছে। আর কাদির সেন্সলেস, মুখ দিয়ে গ্যাঁজলা বেরুচ্ছে।

    তারপর যাহয়, রাস্তার উপর দাঁড়িয়ে থেকে ট্রাক থামিয়ে বাইক তুলে ওদেরকে নিয়ে পাঠানকোটে এক হাসপাতালে। সেখানে মুখের গন্ধ দেখে ডাক্তার ভর্তি নেবেনা, পুলুশ ডাকবে আগে। তা সেসব ম্যানেজ করে ভর্তি করানো গেল। ঝাড়া ১৮ ঘন্টা পর সেই মহাত্মার জ্ঞান ফিরল।

    এরপর কিছুদিন আওয়ারাগর্দি বন্ধ করার উপদেশ শুনে টুনে পরের মাস থেকে আবার সেই চন্ডীগড় ধরমশালা। ওই এক ছয় জনাই। আর কোনওদিনই কিছু দেখিনি। কিন্তু ওই জায়গাটা পার হবার সময় একটা শিরশিরানি হত সবারই।

    এর পর একটা নকু অ্যাক্সিডেন্টের গপ্প বলব।
  • চান্দু মিঁঞা | 127.193.44.205 | ১৮ মার্চ ২০১৩ ২১:২৩586826
  • হুঁ মহামায়ার প্রসাদে সবরকম দর্শন সম্ভব, তার ইচ্ছায় কি না হয়! তবে গপ্পোটি খাসা আরো হোক।
  • kc | 188.61.96.29 | ১৮ মার্চ ২০১৩ ২৩:১২586827
  • এবারের গল্প হল হিমাচলে। কিন্নৌর ডিস্ট্রিক্ট। সঞ্জয় বিদ্যুৎ পরিযোজনা। এটা নাকি এশিয়ার প্রথম ভুগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প। এখানে বছরে পাঁচ মাস বরফ জমে থাকে। আর সে বরফ পাথরের চেয়েও বোধহয় বেশী শক্ত। টানেল বানাতে হবে। বেশ লম্বা টানেল কিলোমিটার তিনেক লম্বা। তা এই সব জায়গায় প্রোজেক্ট বানানোর সময় হেলিকপ্টারে করে সাপ্লাই আসেনা। স্পেশাল চশমাও থাকেনা রোদে চোখ ধাঁধানোর উপায় হিসেবে। কেউ মনেও করেনা আমরা কাজ করছি তাই দিল্লিতে আলো জ্বলছে। অসুখ হলে সঙ্গে থাকা ওষুধ ই ভরসা। স্পেশাল ডাক্তার খানার জোগাড়ও ছিলনা। যারা কাজ করে স্পেশাল কোনও রেশনও পায়না। নও জওয়ান স্টাফেরা পায় সাকুল্যে ২১০০ টাকা। লেবারেরা ৪৮ টাকা রোজ। দুপুরের খাওয়া ফ্রী। রাতে হিজ হিজ হুজ হুজ।
    চারপাশে শুধু বরফ আর বরফ। গলে গেলে ক্ষয়াটে কাদাটে মাটি।
  • pipi | 139.74.191.52 | ১৮ মার্চ ২০১৩ ২৩:২৪586828
  • সবই তো হল কিন্তু গম্ভীরখাদটা ভরাট করা হল না কেন?
  • kc | 188.61.96.29 | ১৮ মার্চ ২০১৩ ২৩:৩০586829
  • গম্ভীরখাদ ভরাট হয়ে গেছে তো। কী সুন্দর ব্রীজ হয়েছে। ঝমঝম করে ট্রেন যায়। ওপারেই মানোয়াল স্টেশন। সেখানে ভারি সুন্দর ঘন দুধের চা পাওয়া যায়।

    ইনক্রেডিবল ইন্ডিয়া।
  • pipi | 139.74.191.52 | ১৮ মার্চ ২০১৩ ২৩:৩১586831
  • যাচ্চলে! আরে আপনি গম্ভীরখাদ নিয়ে লেখাটা শেষ কল্লেন না তো! সেটাই বলছিলাম আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন