এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্লাস সিক্সের খুদের জন্য অ্যাটম বম্ব, ফিসন, ফিউসন

    quark
    অন্যান্য | ০৬ মার্চ ২০১৩ | ৩০২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • quark | 24.139.199.1 | ০৬ মার্চ ২০১৩ ১৩:৪৭587071
  • কে আছো জোয়ান, হও আগুয়ান!
  • kc | 204.126.37.78 | ০৬ মার্চ ২০১৩ ১৪:৪৬587093
  • ক্লাস সিক্সের খুদেরা কোচ্চেন করলে উত্তর দিতে পারি। নয়তো কোয়ার্ক, দে এদের সামনে মুখ খোলা? কখনই না।
  • de | 130.62.163.32 | ০৬ মার্চ ২০১৩ ১৫:১১587104
  • ক্লাস সিক্সে তো অমনিই সবই বুঝবে -- ফিসন আর ফিউসন এতো হাতি ঘোড়া তো কিছু নয়! আমি বরং একটা সাজেসান দিতে পারি যেখানে আরো ভালো বুঝতে পারবে। বিড়লা সায়েন্স মিউজিয়ামের নতুন উইংয়ের একটা পুরো সেক্টরে ওরা অ্যাটমিক এনার্জি নিয়ে একটা সেকশন রেখেছিলো। আমি গত বছর মেয়েকে নিয়ে গিয়ে দেখিয়ে এসেছিলাম। খুব সুন্দর ভাবে অ্যাকটিভিটির মাধ্যমে বোঝানো আছে, চেইন রিয়াক্শন, রিঅ্যাক্টর ফিজিক্স ইঃ। নিজে বোঝাতে অসুবিধে হলে ওদের যাঁরা কর্মী আছেন তাঁরাও ভালো বোঝাতে পারবেন। ইন ফ্যাক্ট, নিয়মিত বিড়লায় বেশ কিছু ওয়ার্ক্শপ, প্রদর্শনী এই গুলো হয় যা দেখে দেখে আমি কলকাতায় না থাকার জন্য আফসোস করি!
  • de | 130.62.163.32 | ০৬ মার্চ ২০১৩ ১৫:২২587109
  • এই টার ভিডিও গুলো ইন্টারেস্টিং -- দেখিয়ে দেখিয়ে পড়াতে পারেন

    http://www.neok12.com/Nuclear-Power.htm
  • Rit | 213.110.243.21 | ০৬ মার্চ ২০১৩ ১৮:৩৮587110
  • আরো সহজ উপায় আছে। নারায়ন সান্যালের 'বিশ্বাসঘাতক' বইটা পড়িয়ে ফেলা। আমি ক্লাস ফোরেই বুঝে গেছ্লাম ফিশন ফিউশন। শুধু ক্লাউস ফুকসের বান্ধবী কেন আত্মহত্যা করল সেটা বুঝিনি। ঃ)
  • Yan | 161.141.84.239 | ০৭ মার্চ ২০১৩ ০২:৪৩587111
  • ঐ বইটা যদি সত্যিকারের ক্লাউসকে পড়ানো হতো অনুবাদ করে, তাইলে তার অবস্থা হতো সুকুমার রায়ের গল্পের সেই রাগী ছেলেটার মতন, যে কিনা তার বিদায়ের উপলক্ষ্যে লেখা কবিতা শুনে বলেছিল "ফের যদি আমার নামে পোয়েট্রি লিখবি তো মজা দেখিয়ে দেবো।"
    এতখানি ন্যাকা ন্যাকা প্রেম আমি জর্মান তো দূরের কথা, অতিশয় আর্দ্র সজল ও "সখী ধর ধর " টাইপ বৈষ্ণবদের মধ্যেও ভাবতে পারি না। ঃ-)
  • SC | 160.212.78.40 | ০৭ মার্চ ২০১৩ ০২:৫৫587112
  • আমি ঐসব পাতা স্কিপ করে প্রথমে প্রেমটা পড়ে নিয়েছিলাম।
  • Yan | 161.141.84.239 | ০৭ মার্চ ২০১৩ ০৩:০৫587113
  • কে আসলে কাজটা করলো সেটা তো আগে জানা যায় না, তাই সাসপেন্স থাকে। এদিকে নাসা বাবু বইটা আমার পড়ার সময়ের ঠিক আগে আগেই এই নিয়ে এক বিরাট প্রবন্ধ আবাপতে গুহবাবু লিখে দিয়ে সব ফর্দাফাই, তাও নামটা মনে ছিল না, কিন্তু এক ডেঁপো খোকা নামটাও কয়ে দিল বলে ওটা আর সাসপেন্স হিসাবে পড়া হলো না আমার। শুধু তাই না, সর্বনাশ হয়ে গেল তারপর থেকে, সব ডিটেকটিভ গল্পেই আগে পাতা উল্টে দেখে নিই কে করেছে কাজটা। তারপরে ধীরে সুস্থে বই পড়ি। ঃ-)
  • কৃশানু | 213.147.88.10 | ০৭ মার্চ ২০১৩ ০৩:০৬587072
  • সিওরলি ইউ আর জোকিং-এ বা এমনকি হোয়াট ডু ইউ কেয়ার হোয়াট আদর পিপল থিঙ্ক এ-ও একটা ঘটনার উল্লেখ করেছিলেন।
    প্রথম স্ত্রী মারা যাবার পর-ও কখনো খুব বেশি বিচলিত হননি, লস আলামস এর ব্যস্ততা ইত্যাদি। পরে একবার কোনো এক এয়ারপোর্টে একটি ড্রেস দেখে ভেবেছিলেন এতে ওকে খুব মানত।
    আহা ফাইনম্যান। এই রকমও কেউ লিখতে পারে?
  • কৃশানু | 213.147.88.10 | ০৭ মার্চ ২০১৩ ০৩:০৯587073
  • নাসাকে আমার খুব ইন্কন্সিত্যান্ট লেখক মনে হয়।
    এত বড় একটা কথা বলে আমি কি শুতে যাব চলে?
  • Yan | 161.141.84.239 | ০৭ মার্চ ২০১৩ ০৩:১২587074
  • কিন্তু এই ফোটোশপ আর গিম্পের আমলে ঐ ছবি জোড়া দেবার ব্যাপারটা বেশ মজার লাগে। ছবি তুলে প্রামাণ তখন খুব জোরালো একটা ব্যাপার ছিল। এখন তো হেসে খেলে যে কারুর সঙ্গে যে কারুর ছবি জুড়ে দেওয়া যায়। ঃ-)
    এই তো দেখলাম অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে রামকান্ত বসুর ছবি জুড়ে দিয়েছে, দুইজনে লেকের ধারে বেড়াচ্ছে। ঃ-)
  • Yan | 161.141.84.239 | ০৭ মার্চ ২০১৩ ০৩:২৪587075
  • আইরিনের ঐ ড্রেসের কাহিনিটা "সি ই আ জো মি ফা" এ ছিল। অদ্ভুত অসাধারণ একটা বই, একটা ইউনিভার্সাল জিনিস আছে বইটাতে। মুক্তি আকাঙ্ক্ষী মানবাত্মার একটা ব্যাপার আছে যেন। খুব ইচ্ছে করে একজন খুব শক্তিশালী চিত্র পরিচালকের হাতে এই বইটা একটা নতুন রকমের মুভি হয়ে উঠুক।
  • Yan | 161.141.84.239 | ০৭ মার্চ ২০১৩ ০৩:৪৪587076
  • আইরিন না, আর্লিন। আগেরটায় টাইপো ছিল।
  • /etc/hosts | 131.241.218.132 | ০৭ মার্চ ২০১৩ ০৯:২৮587077
  • নাসা দেখে বেশ ঘাবড়ে গেলুম যে এর মধ্যে NASA কোত্থেকে এলো...

    কাল ফের বিশ্বাসঘাতক পড়তে শুরু করলুম। টেকনিক্যাল এক্সপ্ল্যানেশনটা মোটামুটি, আরো ভালো করে লেখাই যায়। বাদবাকি লেখার স্টাইলও ভালো না। কিন্তু বইটার ইউএসপি হল ওই জাঁদরেল লোকগুলোকে নিয়ে ছোট ছোট অ্যানেকডোটগুলো...

    "গো টু হেল...প্লিজ"
  • Rit | 213.110.243.21 | ০৭ মার্চ ২০১৩ ২১:৫৫587078
  • নাসা অনেক বিষয়ে পড়েছেন। আমার কাছে ওনার লেখার মূল্য খুব ছোটবেলাতেই অনেক বিষয়ে আগ্রহ তৈরী করায়। সে অজন্তা হোক বা অ্যাটম বম্ব বা চীন ভারত লং মার্চ।
    তার মধ্যেও কয়েকটা লেখা ভোলা যায় না। যেমন শের শাহ কে নিয়ে লেখাটা, বা সুনীতি চাটুজ্জে।
    নাসার প্রবলেম হল ওনার ম্যানারিজম। কয়েকটা বই এর পরেই ম্যানারিজম জঘন্য লাগতে শুরু করে। আমি রূপমঞ্জরী আর পড়ে উঠতে পারলাম না।

    বিশ্বাসঘাতককে আমি ভুলবো না ফাইনম্যানের সাথে আলাপ করিয়ে দেবার জন্য। আমি কদিন আগে ফাইনম্যানের চিঠির কালেকশন কিনলাম। কি অপূর্ব লেখা। মন জুড়িয়ে যায়। আহা!
  • Yan | 161.141.84.239 | ০৮ মার্চ ২০১৩ ০০:২০587079
  • চিঠির কালেকশন????? বলেন কী!!!!!!!!!
    বইটার নাম আর পাবলিশার আর বাকী দরকারী ইন্ফো দিতে পারেন?
  • Rit | 213.110.243.21 | ০৮ মার্চ ২০১৩ ০০:৩২587080
  • কাল দিয়ে দিচ্ছি।
  • Yan | 161.141.84.239 | ০৮ মার্চ ২০১৩ ০০:৩৩587081
  • ভেবে দেখুন আজকালকার দিন হলে কী হতো? ঐ ভদ্রলোক, ক্লাউস, তাকে বাকী চারপাশের লোকেরা উত্তাল খিল্লি করে করেই শেষ করে দিতো, ওর আর কিছুই করতে হতো না, খবর পাচার তো দূরের কথা। যা একখান জম্পেশ পদবী ভদ্রলোকের, একটু ভুল উচ্চারণ হলেই আর দেখতে হবে না! ঃ-)
  • Rit | 213.110.243.21 | ০৮ মার্চ ২০১৩ ০০:৩৮587083
  • এরকম নাম এখনও অনেক আছে। দীক্ষিত পদবীটা কি কম চাপের?
  • Rit | 213.110.243.21 | ০৮ মার্চ ২০১৩ ০০:৩৯587084
  • আমি ডি.কে . বোস বলে একজনকেও চিনি। দিল্লী থেকে পালিয়ে যাওয়া ছাড়া উপায় কি?
  • Yan | 161.141.84.239 | ০৮ মার্চ ২০১৩ ০০:৪১587085
  • না সা বাবুর লেখাগুলোর মধ্যে আমার বিশেষ করে ভালো লাগে জীবজন্তু নিয়ে ওনার লেখাগুলো। না- মানুষের কাহিনি। আর সেই কবেকার তিমি তিমিঙ্গিল। (এটা তো নাটক ও হতো রেডিওতে) আর ডিজনেল্যান্ড বলে একটা বই, ছোটোবেলা পড়া। নক্ষত্রলোকের দেবতাত্মা বলে একটা বই আছে ওনার, আর্থার সি ক্লার্কের স্পেস ওডিসির ছায়াবলম্বনে। বলতে কী উনি নিজেই বলেছেন ওনার সব লেখাই বিদেশী লেখার ছায়া অবলম্বনে, নিজেকে বলতেন পল্লবগ্রাহী। ঃ-)
  • Yan | 161.141.84.239 | ০৮ মার্চ ২০১৩ ০০:৪৩587086
  • বুঝলেন রিত, এইজন্যেই যুদ্ধু টুদ্ধু এইসব সিরিয়াস ব্যাপার চলতে থাকলে লোকজনও খুব সিরিয়াস হয়ে যায়। খিল্লি করবে কী, তখন তো শিরে সংক্রান্তি!!!!!
  • siki | 132.177.190.82 | ০৮ মার্চ ২০১৩ ০৮:৫৯587087
  • বড় বয়েসে পৌঁছে না সা-কে নিয়ে খিল্লি করাই যায়, তাঁর ম্যানারিজম নিয়েও প্রশ্ন তোলা যায়। কিন্তু তাঁর বইগুলো আমাদের কাছে না থাকলে আমাদের ছোটবেলা এত বর্ণময় হত কি? বিশ্বাসঘাতক যখন লেখা, তখন গুগুল ছিল না, না সা নিশ্চয়ই মোটা মোটা জার্নাল পড়েন নি লেখার আগে, জর্জ গ্যামো বা ফাইনম্যানের বই পড়ে প্লটটা মাথায় এসেছিল, এদিক ওদিক থেকে কিছু ইনফর্মেশন নিয়ে বইটা লিখেছিলেন। সেই সব তথ্যের কতটা ঠিক ছিল কতটা বেঠিক, তা-ও হয় তো তিনি সেইভাবে জানতেন না।

    উনি নিজেই বলতেন, "আমি পল্লবগ্রাহী"। এক কলম থেকে একসাথে রদ্যাঁ, নক্ষত্রলোকের দেবতাত্মা, কাঁটা সিরিজ, বিশ্বাসঘাতক, না-মানুষী সিরিজ, অপরূপা অজন্তা, ... এত ভিভিড বিষয় নিয়ে আর কেউ বোধ হয় লেখেন নি। তো, সব ব্যাপার নিয়ে লিখতে গেলে একটু আধটু তো ফাঁক থাকবেই। :)
  • /etc/hosts | 131.241.218.132 | ০৮ মার্চ ২০১৩ ০৯:৪৩587088
  • বিশ্বাসঘাতক ক্লাস সিক্সে মোটেও পড়ানো যাবে না। তাইলে লাস্ট চ্যাপ্টারটা ছিঁড়ে ফেলতে হয়।
  • চান্দু মিঁঞা | 127.193.38.195 | ০৮ মার্চ ২০১৩ ০৯:৪৬587089
  • ঠিক ঠিক সান্যাল মশাই আমাদের যে দুনিয়ার সাথে পরিচয় করিয়েছিলেন তা করানোর মতন অন্য কেউ ছিল না।
  • Rit | 213.110.243.21 | ০৮ মার্চ ২০১৩ ১০:১৪587090
  • সে তো ঠিকই। নাসার শেষ কয়েকটা বাদ দিয়ে সব বই ই আমার পড়া, বাসু সাহেবের গোয়েন্দাগিরি সমেত।

    কিশোর জ্ঞান বিজ্ঞান, শুকতারা, আনন্দমেলা, টিনটিন, ফেলুদা আর নারায়ন সান্যাল ছোটবেলাটা ভরিয়ে দিয়েছিল।

    গুগলের যুগে সেই সময়্টা মিস করি।
  • sch | 132.160.114.140 | ০৮ মার্চ ২০১৩ ১১:২২587091
  • @yan, feynman er letter collection : Don't You Have Time to Think?
  • kc | 188.61.96.29 | ০৮ মার্চ ২০১৩ ১১:৩০587092
  • আমার বইটার নাম হল পার্ফেক্টলি রিজনেবল ডেভিয়েশনস ফ্রম দ্য বিটন ট্র্যক।
  • /etc/hosts | 131.241.218.132 | ০৮ মার্চ ২০১৩ ১১:৩২587094
  • সফটকপি মিলেগা?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন