এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুগো চ্যাভেজের legacy

    anirban
    অন্যান্য | ০৬ মার্চ ২০১৩ | ৩৭৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pi | 78.48.231.217 | ০৬ মার্চ ২০১৩ ১৮:৫৬587125
  • কাল এটা পড়েই ভাটে জিগিয়েছিলাম।
    Maduro also said "we have no doubt" that Chavez's cancer, which was first diagnosed in June 2011, was induced by foul play by "the historical enemies of our homeland."

    He compared the situation to the death of the Palestinian leader Yasser Arafat, claiming Arafat was "inoculated with an illness

    আজ এটা পড়লুম।
    http://www.guardian.co.tt/lifestyle/2012-02-27/cancer-secret-weapon
  • anirban | 140.126.255.130 | ০৬ মার্চ ২০১৩ ২০:৪৪587136
  • এই কন্সপিরেসি থিওরিতে না গিয়েও বলা যায় যে, চ্যাভেজ প্রথম দিন থেকে নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছন। সংবিধান লেখার প্রক্রিয়ায় দরিদ্রতম মানুষদের সামিল করেছেন। এবং আগ্রাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সফল প্রতিরোধ (কিছু কিছু ক্ষেত্রে) করেছেন। এইটা কতটা সমাজতান্ত্রিক (অর্থোডক্স ডেফিনেশন অনুযায়ী) সেটা বিতর্কের বিষয়। কিন্তু উন্নয়নের কথাই দেখা যাক - স্বাস্থ্য থেকে আয়বৃদ্ধি সবেতেই ১৯৯৯ এর তুলনায় অনেক অনেক এগিয়ে গেছে ভেনেজুয়েলা। দুর থেকে তর্জন গর্জন ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এর বেশি আর কীই বা করা যাবে- এর বাইরে বেরিয়ে রিয়েল টার্মে ল্যান্ড রিফর্ম ইত্যাদি আইন সংস্কার এবং কিউবা, ইকুয়েডর, উরুগুয়ে, বলিভিয়া-সহ প্রায় গোটা ল্যাটিন আমেরিকাকে এক ছাতার তলায় এনে একটা EU এর সাউথা অ্যামেরিকান সংস্করন তৈরী করা - এই সবই চ্যাভেজ করতে পেরেছেন। এখন প্রশ্ন হল - এর থেকে সারা পৃথিবীর বামপন্থী আন্দোলনের কী শেখার আছে? নিচের লিংকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রইল।
    http://www.guardian.co.uk/news/datablog/2012/oct/04/venezuela-hugo-chavez-election-data
  • h | 127.194.226.184 | ০৭ মার্চ ২০১৩ ০৬:৩৬587148
  • আজকে তারিক আলি ও ভালো লিখেছেন, গার্ডিয়ানে।
    এখন আমাদের শ্যাভেজ মডেল ছাড়া মডেল নেই শুধু না, আগে যা ছিল, তার অনেকের থেকেই শ্যাভেজ ভালো মডেল। তবে সুদু আমাদের তেল নাই।
  • lcm | 34.4.162.218 | ০৭ মার্চ ২০১৩ ০৯:৪৪587149
  • হুগো শ্যাভেজ-এর মৃত্যুতে একবিংশ শতাব্দীর সমাজবাদের একটা অধ্যায় শেষ হল। বা, শুরু হলও বলা যায়।

    ছিলেন মিলিটারিতে। দু দুটো ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্টকে সরিয়ে ক্ষমতায় আসার। জেলেও গেছিলেন। ১৯৯৯-তে যখন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন ইন্টারনেট এসে গেছে অনেক দেশে। এর কয়েকবছরের মধ্যেই পশ্চিমবঙ্গের মাধ্যমিক-এর রেজাল্ট নেটে দেখা যাবে, বুদ্ধদেববাবু সিএম হবেন - এমন এক সময় ভেনেজুয়েলায়....

    ক্ষমতায় এসেই শ্যাভেজ প্রথমে দেশের সংবিধান বদলের ডাক দিলেন, মানুষ সারাও দিল সেই ডাকে, অনেক নিয়মের সঙ্গে প্রেসিডেন্সিয়াল টার্ম ৬ বছরের করে দিলেন (অনেক সামরিক লোকজন ক্ষমতায় এসে এটা করেছেন), কিন্তু এর সাথে শ্যাভেজ আরো একটা জিনিস করলেন - দেশের নাম পাল্টে দিলেন - বলিভারিয়ান রিপাবলিক অফ্‌ ভেনিজুয়েলা।

    শুরুতে শ্যাভেজ-এর মডেল ছিল লেফ্‌ট-সেন্ট্রিস্ট। ব্রেজিলের লেফ্টিস্ট প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা যাকে বলেছিলেন - দ্য থার্ড ওয়ে - তৃতীয় পন্থা। পুঁজিবাদ আর সমাজবাদ-এর মাঝামাঝি একটা রাস্তা। আস্তে আস্তে শ্যাভেজ সেন্টার থেকে সরে আসেন আরো বাঁ দিকে। শুরুতে মার্কিন বিরোধিতাও তেমন ছিল না, প্রেসিডেন্ট হয়ে নিউইয়র্কে এসে স্টক মার্কেটে প্রভাতী উদ্বোধনী হাতুড়ি ঠুকে যান, ইয়াংকি স্টেডিয়ামে বেসবল বল ছুঁড়ে গেম শুরু করে দেন। ছেলেবেলায় স্বপ্ন ছিল নিউইয়র্ক ইয়াংকিস টিমে বেসবল খেলবেন। বেসবল খারাপ খেলতেন না, কারাকাস-এ প্রো লিগের সিলেকশনে ট্রায়াল দিয়েছিলেন। সিএনএনে ল্যারি কিং শোতে এসে আমেরিকান মেজর লিগ বেসবলের টিম স্ট্যাটাস, স্কোর ফটাফট বলে চমকে দিয়েছিলেন।

    তেলের উৎপাদন সীমা এবং দাম - কোনো মার্কিন কন্ট্রোল-ই মানেন নি। শ্যাভেজের ১৪ বছরের শাসনকালে কিভাবে তেলের উৎপাদন বেড়েছে সেটা ওপরে দেওয়া গার্ডিয়ান-এর লিংকে দেখা যাবে। '৯৯ এর ইলেকশনের আগে প্রমিজ করেছিলেন তেলের টাকা দিয়ে দেশের গরীব মানুষদের জীবনযাত্রার মান উন্নত করবেন। সে কথা রেখেছিলেন। এখানে গদ্দাফির সঙ্গে খানিকটা মিল আছে। তবে, হ্যাঁ গদ্দাফি ছিলেন ডিক্টেটর, শ্যাভেজ কিন্তু ডিক্টেটর ছিলেন না। শুধু, ২০১১-তে একটা অদ্ভুত আইন পাশ করতে চান, যে প্রেসিডেন্সিয়াল টার্মে তিনি নিজে অনির্দিষ্ট সময় অবধি থাকতে পারবেন। অনেকের মতে এর পেছনে রাজনৈতিক গুরু কাস্ত্রোর বুদ্ধি ছিল।

    ২০০২-এ ভেনেজুয়েলা মিলিটারি ষড়যন্ত্র করে শ্যাভেজ-কে সরানোর। সফল হয় নি, মাত্র ৪৭ ঘন্টার মধ্যে শ্যাভেজ আবার ক্ষমতায় ফিরে আসেন। এতে বুশ গভর্নমেন্টের হাত ছিল। এই ঘটনায় শ্যাভেজ খুবই বিব্রত হন এবং অপমানিত বোধ করেন এবং, সেই থেকে শ্যাভেজ ইউএস-এর ওপর ভীষন খাপ্পা হয়ে যান।
    এর আগে অবধি এতটা বিরোধিতা করতেন না। ইন ফ্যাক্ট, ৯১১-এর পরে গ্রাউন্ড জিরো-তে এসে সহানুভূতি জানিয়েও গেছিলেন। কিন্তু নিজের দেশের মানুষের সমর্থনে ক্ষমতায় আসার পরে মার্কিন সরকারের প্ররোচনায় ক্ষমতাচ্যুত হতে পারেন - এর জন্যে জীবনের শেষ দিন পর্যন্ত ইউএস-কে ক্ষমা করতে পারেন নি। শুধু মার্কিন সরকার নয়, ইউএস কর্পোরেট-কে খুব একটা সুনজরে দেখতেন না - ডায়েট কোক ব্যান করে দেন। হ্যালোউইন ডে সেলিব্রেশন বন্ধ করে দেন - ফালতু মার্কিন কালচার প্র্যাকটিশ দরকার নেই বলে।

    এর পর থেকে ক্যাপিট্যালিজ্‌মকে সম্পূর্ণ ঘৃণা করতে শুরু করেন। ভিক্টর হুগো-র লে মিজারেব্‌ল পড়ে সাংঘাতিক অনুপ্রাণিত হন, এবং টোট্যাল লেফ্টিস্ট সোস্যালিজ্‌ম-এর দিকে ঝুঁকে পড়েন। ক্যাপিটালিজ্‌ম কে মক করে মজার একটি কমেন্ট করেন অন্যান্য অনেক উক্তির মধ্যে বিখ্যাত হয়ে আছে - মঙ্গল গ্রহে প্রাণের চিহ্ণ নেই, এক সময় সেখানে প্রাণ ছিল, কিন্তু ওখানে ক্যাপিটালিজ্‌ম পৌঁছে গিয়ে সব নষ্ট করে দিয়েছে।

    শ্যাভেজ-এর পার্সোনালিটি ছিল কালারফুল। কারাকাস-এর টিভি মিডিয়া ছিল প্রাইভেট কন্ট্রোলে। নিজে একটা টিভি চ্যানেল চালু করেন, তাতে প্রায় রোজই নিজে এসে বক্তৃতা দিতেন, গীটার হাতে নিয়ে গান বাজনা করেছেন, জোক্‌স-ও বলেছেন, এমনকি একবার ডিফেন্স মিনিস্টারকে টিভি থেকেই নির্দেশ দেন কলম্বিয়া বর্ডারে ফোর্স পাঠানোর জন্যে।

    শ্যাভেজ ছিলেন নতুন প্রজন্মের, একবিংশ শতাব্দীর সোস্যালিস্ট লিডার। নিজেকে অক্লেশে ভগবানে বিশ্বাসী ক্যাথলিক বলতেন, ট্যুইটারে প্রায় ৪০ লক্ষ অনুরাগীকে আপডেট দিতেন। লাতিন আমেরিকায় অনেক দেশেই এই শতাব্দীতে বাম-ঘেঁষা সরকার এসেছে - শ্যাভেজ একনাগাড়ে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, অনুপ্রেরণা দিয়েছেন।

    প্রাইভেট ক্যাপিটাল নিয়ে শ্যাভেজ-এর মোস্ট বেসিক এন্ড অবভিয়াস কোট, যা একটি আপ্তবাক্যের মতন অনুকরণীয়-
    ... Health can't be privatized because it is a fundamental human right, nor can education, water, electricity and other public services. They can not be surrendered to private capital that denies the people from their rights...
  • anirban | 140.126.255.130 | ০৭ মার্চ ২০১৩ ২৩:৩৭587150
  • lcm আর h এর কাছে একটা জিনিস জানার ছিল - একটা ডকুমেন্টারি-তে দেখেছিলাম যে নিম্ন-আয়ের মানুষ, বস্তির মানুষ এঁদের রাজনৈতিক একটা মঞ্চ - খানিকটা হলেও পলিটিক্যাল পাওয়ার প্র্যাকটিস করার জায়গা তৈরী হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে বামপন্থী আন্দোলনে এই রকম একটা জিনিসের খুব দরকার। আমার ভেনেজুয়েলা নিয়ে এক্দম কোনো পড়াশোনা বা জানাবোঝা নেই, তাই ঠিক এইরকমটা হয়েছিল কিনা এই নিয়ে যদি একটু আলোচনা করেন।
  • দ্রি | 116.77.226.77 | ০৮ মার্চ ২০১৩ ০০:৫০587151
  • "সুদু আমাদের তেল নাই" ইজ আ বিগ নাই। ঃ-)

    ২০০১ এর পর থেকে এখন অব্দি তেলের দাম বেড়েছে প্রচুর। শুধু তাই নয়, চাভেজ আসার পর অয়েল সেক্টার ন্যাশানালাইজ করা হয়, এবং বিদেশী কোম্পানীগুলোর সাথে ট্যাক্স এবং রয়্যালটি রিনেগোশিয়েট করা হয়, ~১৬% থেকে ~৩০%। এতে ভেনেজুয়েলার তেলের ইনকাম অনেক বেড়ে যায় (চারগুন)।

    তেলের প্রফিট চাভেজ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কিছুটা চেষ্টা করেছেন (কিছুটা গদ্দাফির মতই, যদিও দুজনের ইডিওলজি এবং রেটরিকগুলো আলাদা)। ক্ষুদ্রশিল্পকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছেন (জেনুইন সহজ শর্ত, মার্কেট রেটের চেয়ে কম সুদে, এই উপমহাদেশে মাইক্রোক্রেডিটের মত একটা ফ্রড্যুলেন্ট তেজারতির কারবার নয়)। লো ইনকাম গ্রুপের জন্য স্পেশাল লো ইন্টারেস্ট মর্ট্গেজের ব্যবস্থা করেছেন। এক লাখের বেশী কো-অপারেটিভ ফর্ম করেছেন, যাদের স্পেশাল রেটে ঋণ দেওয়া হয়। ল্যান্ড রিফর্ম করেছেন, বড় বড় আনপ্রোডাক্টিভ ফার্মল্যান্ড ক্রোক করে নিয়ে। কিউবার ডাক্তারদের সাহায্যে বেসিক হেল্‌থকেয়ারের ব্যবস্থা করেছেন। সাবসিডাইজ্‌ড ফুড অ্যান্ড এডুকেশানের ব্যবস্থা করেছেন।
  • দ্রি | 116.77.226.77 | ০৮ মার্চ ২০১৩ ০১:০১587152
  • এছাড়া আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভীষনভাবে রেজিস্ট করেছেন। বদলে মার্কোসুর এবং বলিভারিয়ান অল্টার্নেটিভ ফর দা অ্যামেরিকাজ তৈরী করতে উদ্যোগ নিয়েছেন।

    আই এম এফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নেওয়া আগের গভর্মেন্টের সব ঋণ শোধ করে দিয়েছেন।

    প্রতিবেশী দেশগুলোতে সস্তায় তেল দিয়ে পপুলার হয়েছেন। এমনকি আমেরিকার গরীব নেবারহুডে সস্তায় তেল দিয়েছেন (থ্রু Citgo)।

    আমেরিকার সত্যিকারের বিরোধিতা করতে গেলে বানিজ্যে আমেরিকার ওপর নির্ভরশীল হলে চলবে না, এটা বুঝেছিলেন। তাই চীনের সাথে বিজনেস বাড়ানোর চেষ্টা করেছেন। চীনে তেল বেচতে গেলে কলাম্বিয়ার মধ্যে দিয়ে তেলের পাইপলাইন টেনে নিয়ে যেতে হবে আমেরিকার পশ্চিম উপকুলে সেটা বুঝে, (শত্রু দেশ) কলাম্বিয়ার সাথে সমঝোতা করেছিলেন।
  • দ্রি | 116.77.226.77 | ০৮ মার্চ ২০১৩ ০১:০৭587115
  • বিদেশী কোম্পানীর ওপর ট্যাক্স/রয়্যালটি বাড়ানো, এবং আই এম এফ/ওয়ার্ল্ড ব্যাঙ্কের থেকে ঋণমুক্ত হওয়া, এই দুটো হল সবচেয়ে বড় 'অপরাধ'। ভেনেজুয়েলায় রেজিম চেঞ্জ হলে প্রথমেই এই দুটো রিভার্টেড হবে।
  • দ্রি | 116.77.226.77 | ০৮ মার্চ ২০১৩ ০১:১৭587116
  • তবে, একথা অনস্বীকার্য্য, এই চাভিস্তা সোশালিজ্‌ম দাঁড়িয়ে আছে পুরো তেলের টাকায়, বা আরো স্পেসিফিকালি, তেলের কারেন্ট হাই প্রাইসের ওপর। কোন কারনে যদি তেলের দাম অনেকটা কমে যায়, ভেনেজুয়েলা এই সোশাল প্রোগ্রামগুলো চালাতে পারবে না, এবং তখন জনগণ ক্ষেপে যেতে দেরী করবে না।

    এবং দু নম্বর। ভেনেজুয়েলা জতই আমেরিকার বিরোধিতা করুক, আমেরিকার ওপর ভীষনভাবেই ডিপেন্ডেন্ট। ভেনেজুয়েলার টোটাল অয়েল রেভিনিউয়ের ৬০% আসে আমেরিকাকে তেল বেচে। এক ধাক্কায় এতটা রেভিনিউ হারালে আবার সেই সোশাল প্রোগ্রাম সাস্টেনেব্‌ল হবে না।

    উল্টোদিকে, আমেরিকাও কিন্তু ভেনেজুয়েলার ওপর খুবই ডিপেনডেন্ট। ভেনেজুয়েলা আমেরিকার ফোর্থ লার্জেস্ট ওয়েল সাপ্লায়ার। কানাডা, মেক্সিকো এবং সৌদি আরবের পর। এতটা তেল অন্য জায়গা থেকে ব্যবস্থা করা খুব তাড়াতাড়ির মধ্যে সম্ভব নয়। এবং খুব খরচসাপেক্ষ। তাই ভেনেজুয়েলার ক্ষেত্রে কিন্তু আমেরিকা ইরানের মত স্যাংশানের লাইন ধরে নি। রেজিম চেঞ্জের লাইনের খেলেছে।
  • দ্রি | 116.77.226.77 | ০৮ মার্চ ২০১৩ ০১:২২587117
  • ফাইনালি, তেলের ইনকাম ছাড়া, ভারতবর্ষে বসে যদি আপনি চাভিস্তা রিভলিউশানের খোয়াব দেখেন তো আমি বলব, হোয়্যাই নট চেঞ্জ ইয়োর খোয়াব।
  • দ্রি | 116.77.226.77 | ০৮ মার্চ ২০১৩ ০১:৩৫587118
  • আরেকটা কথা পয়েন্ট আউট করব। অনেক দিন আগে, আমাদের মহামান্য সম্পাদক ঈশেন, কোন এক টইয়ে বলেছিলেন, ইন্টারন্যাশানাল মার্কেটে তেলের দাম বাড়ার অন্যতম নাটের গুরু ওপেকের মেম্বার হিসেবে হ্যুগো চাভেজ। ওনার এক্স্যাক্ট কোট ভুলে গেছি। কিন্তু ইঙ্গিতটা ছিল, কমিউনিস্ট লীডার হয়ে সারা পৃথিবীর মেহনতি মানুষদের কেন অত বাঁশ দিলেন।

    এইখানে, পুরো ব্যাপারটার আয়রনিটা নোট করতে বলব। দুনিয়ার মজদুরের ইন্টারেস্ট এখানে হচ্ছে না। ভেনেজুয়েলার মজদুরের ইন্টারেস্ট তেলের প্রাইস বাড়ানো। চাভেজ তাদের ইন্টারেস্ট দেখেছিলেন। কিন্তু নন-অয়েল প্রোডিউসিং কান্ট্রির মজদুরের ইন্টারেস্ট ঠিক এর বিপরীত।
  • SC | 160.212.61.248 | ০৮ মার্চ ২০১৩ ০২:৩৫587119
  • চাভেজের পরে ভেনেজুয়েলা কি পারবে সমাজতন্ত্র ধরে রাখতে?
    আমেরিকার প্রবল চাপের সামনে চাভেজের মত নেতা না থাকলে মনে হয় চাপ হবে।
    তৃতীয় বিশ্বের অন্য অনেক দেশের মতই কি চাভেজ কন্যা মারিয়া গাব্রিয়েলা এগিয়ে আসবেন চ্যাভেজের উত্তরাধিকারী হিসাবে?
  • Sibu | 84.125.59.177 | ০৮ মার্চ ২০১৩ ০৩:২৫587120
  • শ্যাভেজ মনে হয় তেলের দাম বাড়িয়ে আম্রিগার সিচুয়েশন আনটেনাবল করে তুলতে ইন্টারেস্টেড ছিলেন। তাঁর মতে (হয়তো), সেটাই লং রানে দুনিয়ার মজদুরের স্বার্থ রক্ষা করবে।
  • Ishan | 202.43.65.245 | ০৮ মার্চ ২০১৩ ০৪:০০587121
  • উরেত্তারা দ্রি কত্তো কত্তো পুরোনো কথা মনে রাখেন। হ্যাঁ ওপেকের পুনরুত্থানে শাভেজই নাটের গুরু ছিলেন, যার সরাসরি প্রভাব পড়েছিল তেলের দামে। তবে শাভেজকে আমি ঠিক প্যাঁক দিই নাই। যদ্দূর মনে পড়ে। বলেছিলাম, কে যে কোথায় কাকে বাঁশ দেয় বোঝা ভারি শক্ত। এই আর কি।
  • h | 127.194.234.30 | ০৮ মার্চ ২০১৩ ০৮:১৬587123
  • শ্যাভেজ তেল আছে বলে গরীবের কাজে লাগতে পেরেছেন, এবং সবটা ঠিক শুধু নিজের দেশের না এটা যেমন ঠিক কথা, আর তেল ওয়ালা দেশ রা বিশেষ এই সব করে নাই এটা ও ঠিক কথা। আমার দেখা একসেপশন শুধু নরওয়ে, তবে টিপিকালি সোশাল ডেমোক্রাটিক সলিউশন, যেটা শ্যাভেজের পদ্ধতি না।

    নর্থ সি র তেল এর টাকা নরওয়ে তে স্টেট পেনসন এনশিয়োর করে। ওদের সেন্ট্রাল ব্যাংক এই রোজগার ম্যানেজ করার জন্য একটা ইনভেস্ট মেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী বানিয়ে দিয়েছে। তারা আবার এথিকাল ইনভেস্টমেন্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেমন সিগারেটের কোম্পানি তে ইনভেস্ট করে না, যে সব টেক্সটাইল কোম্পানীর এশিয়ায় সোয়েট শপ আছে তাতে ইনভেস্ট করে না, যারা অ্যাপারথিড এর সংগে জড়িত ছিল সে সব কোম্পানী তে ইনভেস্ট করত না ইত্যাদি।

    এথিকাল স্ট্যান্ডার্ড্স শিডিউল বার করে পার্লামেন্ট প্রতিবছর। সেই অনুযায়ী কাজ। ঝাড় একটাই, তেলের শ্রমিক রা ইঞ্জিনীয়ার রা প্রচন্ড মাইনে পায় বলে দেশে সিরিয়াস বিক্ষোভ আছে, কারণ এতে দেখা যাচ্ছে পেন্সনের বৃদ্ধি কখনো কখনো বিভিন্ন স্ট্যান্ডার্ড থেকে কমে যাচ্ছে, সেটা ইনফ্লেশন কিনা সেটা আমার মনে নেই, কারণ ইনফ্লেশন ওদের কম হওয়ার কথা। যাই হোক ওরা হিসেব করে দেখেছে, ওদের পেন্সন ফান্ডের গ্রোথে বাধা পড়ছে। এটা একটা ন্যাশনাল ডিবেট। কিন্তু আইন করে রেখেছে ২০৬৮ অব্দি কেউ এই ফান্ড ছুঁতে পারবে না। ধরে নেওয়া যায় আরো নানা ধরনের সিকিউরিটাইজেশন করেছে। অ্যাবাউট ৪০০ বিলিয়ন ইউরো লাস্ত যদ্দূর মনে পড়ছে। সংখ্যা টা ভুল হতে পারে।
  • h | 127.194.234.30 | ০৮ মার্চ ২০১৩ ০৮:১৭587124
  • আর আমাদের অরুনা রায় কে বাই দ্য ওয়ে, অসংগথিত শ্রমিকের জন্য মাসে ২০০০ টাকা চাইতে গিয়ে পাগল হয়ে যেতে হচ্ছে। চিদু বাবু ডাইরেক্ট ঘোষণা কিসু করে নি।
  • lcm | 34.4.162.218 | ০৮ মার্চ ২০১৩ ১০:৫৬587127
  • তেল-এর উৎপাদন+বিক্রি+দাম বাড়িয়ে গরীবের উপকার করাকে, রাইটিস্ট অ্যানালিস্টরা বলে থাকেন- টাকা দিয়ে গরীবের ভোট কেনা - কোনো লং টার্ম সল্যুশন নয়।
    যদিও আর্গুমেন্টে ফ্যালাসি থেকেই যায় যে, নইলে টাকাটা কিছু বড়লোকের পকেটে যায়, তাতেই বা কি লং টার্ম সল্যুশন হয়, তেলে মাথায় তেল দেওয়া ছাড়া।

    তবে এই অভিযোগ একেবারে ফেলে দেবার মতনও নয়। ভেনেজুয়েলার এক্সপোর্টের ৯৫% তেল, এবং দেশের ফেডারেল বাজেটের্প্রায় অর্ধেক হল তেল থেকে আসা টাকা। এবং সব থেকে বিপজ্জনক ব্যাপার হল, তেলের থেকে লাভ ব্যাপারটা গ্লোবাল অয়েল প্রাইস-এর সঙ্গে সরাসরি যুক্ত, যেটার কন্ট্রোল পুরোটা ভেনেজুয়েলার হাতে নেই। ইউএস-কে ইকোয়েশন থেকে সরিয়ে দিলেও নেই। বিশ্ব অর্থনীতির প্রাঙ্গনে ভেনেজুয়েলার কব্জির জোর চীনের মতন নয় যে প্রাইস ডিক্টেট করতে পারবে।

    ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতি লক্ষনীয়। গত মাসে হাসপাতালের বেড থেকে শ্যাভেজ কারেন্সি ডিভ্যালুয়েশন-এর নির্দেশ দেন (ভ্যালু এক তৃতীয়াংশ করে দেবার জন্যে), ১৪ বছরের শাসনকালে শ্যাভেজের এট ছিল সপ্তমবার কারেন্সি ডিভ্যালুয়েশনের প্রচেষ্টা।

    ভেনেজুয়েলান-রা পৃথিবীর সব থেকে শস্তায় তেল পেয়েছে শ্যাভেজের জমানায় - ৬ থেকে ১২ সেন্ট পার গ্যালন ( এক থেকে দুই ভারতীয় টাকা লিটার প্রতি!) - অবশ্যই সরকারি ভর্তুকিতে। অবস্থা এমন হয়েছিল যে, গতবছর ভেনেজুয়েলার মেইন অয়েল রিফাইনারিতে বিধ্বংসী এক্সপ্লোশনের ফলে যখন তেলের উৎপাদন কমে যায়, তখন ইউএস থেকে তেল ইম্পোর্ট করে শ্যাভেজ, কিন্তু তেলের দাম বাড়ে না। এবং, অসম্ভব কম দামে গুরু কাস্ত্রোর দেশকে তেল সাপ্লাই দেওয়া - দৈনিক প্রায় ৪ লাখ ব্যারেল, বাৎসরিক উৎপাদনের প্রায় এক চতুর্থাংশ পর্যন্ত তেল গেছে কিউবা-তে।
  • PT | 213.110.243.23 | ০৮ মার্চ ২০১৩ ১৩:১২587128
  • নিকারাগুয়ার তেল ছিল না - তা সত্বেও গণতান্ত্রিক পরিবেশে সমাজতন্ত্রের অন্যতর রাস্তা দেখিয়েছিল। তাও আবার রেগনের সময়্কালে আমেরিকার নাকের ডগায় বসে!! আর নিকরাগুয়ার মত একটা ছোট্ট, সহায়-সম্বলহীন গরীব দেশকে নিয়েও রেগন বা বুশের দুশ্চিন্তার শেষ ছিল না।
  • lcm | 34.4.162.218 | ০৮ মার্চ ২০১৩ ১৩:৫০587129
  • নিকারাগুয়ার অবস্থা ভাল না। কোনো রাস্তাতেই কিস্যু হয় নি। এখনও আমেরিকা (উঃ দঃ মিলিয়ে) মহাদেশের সবথেকে গরীব দেশগুলোর মধ্যে নিকারাগুয়া। পার ক্যাপিটা ইনকামের লিস্টে হাইতি-র থেকে একটু বেটার। জিডিপি পার ক্যাপিটা (নমিন্যাল)
    নিকারাগুয়া - ১১২৭
    হাইতি - ৬৬৭
    ভেনেজুয়েলা - ১০০০০
    (http://en.wikipedia.org/wiki/List_of_Latin_American_and_Caribbean_countries_by_GDP_(nominal))
    ইউএস মেরিন নিকারাগুয়ার দখল নেয় ১৯১২-১৯৩৩। সে অনেক দিন আগের গপ্পো। ষাট/সত্তরের দশকে নিকারাগুয়াকে সোভিয়েত কলোনি বানানোর তাক করে রাশিয়া - সেকেন্ড কিউবা তৈরী হচ্ছে - এই নিয়ে ইউএস এর প্রভূত দুশ্চিন্তা ছিল। তাই...
  • h | 213.99.212.54 | ০৮ মার্চ ২০১৩ ১৪:২০587130
  • আমি আদৌ আশ্চর্য্য হব না, যদি কদিনের মধ্যেই মেরিন্স ক্যারাকাস এ পৌঁছয়।
  • PT | 213.110.246.230 | ০৮ মার্চ ২০১৩ ১৯:০৮587131
  • নিকারাগুয়ার সান্দিনিস্তা সরকারকে যে পরিমাণ ব্যস্ত থাকতে হয়েছে রেগনের বাঁদরামি সামলানোর জন্য, তাতে কোন সরকারের পক্ষেই কোন কাজ করা সম্ভব নয়।

    আসলে স্যাম চাচা চিরকাল ল্যাটিন আমেরিকাকে নিজের বাড়ির উঠোন হিসেবেই ভাবে আর তার মতের সঙ্গে সামান্য অমিল হলেই হয় সৈন্য নয় ভাড়া করা গুন্ডা নামিয়ে দেয়। সেই কারণেই চল্লিশের দশকে গুয়াতেমালার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিকে কম্যুনিস্ট ছাপ্পা মেরে দেয়। আর তার পরের রাষ্ট্রপতি ভুমিসংস্কার করার কারণে-was overthrown in a coup orchestrated by the U.S. Central Intelligence Agency (CIA). After his land reform, the CIA intervened to protect the property of the United Fruit Company!!! শ্বশুর-জামাই দুই আমেরিকান সেনেটারের কলার ব্যবসা নাকি মার খেয়েছিল শ্রমিকদের মজুরি বাড়ার কারণে!!

    কম্যুনিস্টরা বরাবরই খারাপ এবং সেটাই একমাত্র বৈজ্ঞানিক সত্য!! রেগন থেকে আবাপ সবাই সেটাই জানে এবং মেনে চলে।
  • Ishan | 214.54.36.245 | ০৮ মার্চ ২০১৩ ২১:৫০587132
  • গত কুড়ি বা তিরিশ বছরে অবস্থা অনেক বদলেছে। কেন বদলেছে আমি তার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাইনি। কিন্তু লাতিন আমেরিকা জুড়ে এখন বামপন্থী শাসন চলছে এবং কোনো মার্কিন হস্তক্ষেপে সেসব উল্টে যাচ্ছে না -- এটা ঘটনা।
  • lcm | 202.35.217.241 | ০৮ মার্চ ২০১৩ ২২:৪৬587137
  • কারণ আবার কি, সোভিয়েত জুজু নাই, আমেরিকার মাথাব্যাথাও নাই...
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন