এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anirban maity | 126.193.131.159 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৪598914
  • মালিক কারখানা লকআউট করতে পারবে ......
    মুখ্যমন্ত্রী সরকারী কর্মচারীর মাইনে কাটবেন
    শিল্পমন্ত্রী দোকানদারের লাইসেন্স বাতিল করবেন
    পরিবহন মন্ত্রী অনিচ্ছুক বাস মালিকের রোড পারমিট বাতিল করবেন
    স্বাস্থ্য মন্ত্রী ও আদালত কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওষুধ ব্যবসায়ীরা বেশি দামে ওষুধ বেচবেন

    এসব কিছু চলবে

    শুধু শ্রমিক ধর্মঘট করতে পারবে না, মিছিল করতে পারবে না ........
    মহান ভারতীয় গণতন্ত্র জিন্দাবাদ
  • শ্রী সদা | 127.194.212.173 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২০598925
  • আর বন্ধ যাঁরা সমর্থন করেন না তাদের রাস্তায় বেরোনো, চাগ্রীবাগ্রী করতে যাওয়াটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়েনা বুঝি ?
    বন্ধের দিন যাঁরা দোকান বন্ধ রাখেন তাঁদের কত পার্সেন্ট বন্ধের সমর্থনে আর কত পার্সেন্ট ক্যালানি খাওয়ার ভয়ে , সেই হিসেবটাও হোক।
  • ম্যাক্সিমিন | 69.93.197.247 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৯598936
  • কাল বন্ধ তো বুঝলাম। কীসের জন্যে বন্ধ? গত বছরও ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়েছিল।
  • ম্যাক্সিমিন | 69.93.197.247 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩১598947
  • শ্রমিক ধর্মঘটের নাম দেওয়া হোক 'ফেব্রুয়ারি বন্ধ'।
  • Lama | 127.194.245.174 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৪598958
  • এসেন্স দিছি। বন্ধ তো নয় মন্দ?
  • h | 127.194.229.54 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৫598969
  • হোক হোক তুমি গোনো, আমরা পেছনে আছি।
  • rivu | 85.102.68.147 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৩২598979
  • বন্ধের উদ্দেশ্যটা কি? বন্ধ করে কি লাভ হয়? বেসরকারী কলকারখানায় ধর্মঘটের তাও একটা মানে বুঝতে পারি। মানে মালিক আমার সাথে অন্যায় করছে, প্রতিবাদে আমি মালিকের অর্থনৈতিক ক্ষতি করব। কিন্তু, যদি বন্ধ ডেকে পরিবহন, দোকান বাজার, অন্যান্য নাগরিক পরিষেবা থামিয়ে দেওয়া হয়, তাতে সরকারের কি এসে যায়? যদি কিছু ক্ষতি হয়, তা হয় সাধারণ মানুষের। সরকার তো বলে দিল, আমরা বন্ধ সমর্থন করিনা ইত্যাদি। কিন্তু যার "প্রতিবাদে" বন্ধ, সেই সব নীতি পাল্টাবেও না। আর যারা বন্ধ "সফল" করবেন রাস্তায় নেমে, তাঁদের ক্যালালে আবার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হবে, এই ভয়ে পুলিশ ও কিছু বলবেনা। মাঝখান থেকে কিছু মানুষ কিছু দৈনিক প্রয়োজন মেটাতে না পেরে হতাশ হবেন। তো, এই গোটা প্রক্রিয়াটাতে কার, কি, কিভাবে লাভ হচ্ছে?
  • h | 127.194.228.38 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫৯598980
  • যদি সরকারের কিছু এসে না যায়, সরকার বন্ধ বিরোধিতা কেন করে, কিসের এত দুশ্চিন্তা?
  • কল্লোল | 111.63.155.47 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৬598915
  • সরকারের কাছে এটা ইগোর ব্যাপার। এছাড়া আর কি?
    তেলের দাম নিয়ে কতো কতো বন্ধ-হরতাল ইঃ হলো। তো?
    এই বন্ধ ব্যাপারটা স্রেফ পালকরের সুরসুরির মতো হয়ে গেছে। সরকারের কানে দেয় বলে সরকার ঝটকা মারে। বন্ধ করনেওয়ালাদের পিঠে দেয় বলে উমমম বলে।
    মাঝখান থেকে কিছু নিরীহ পাব্লিক মরে ও ঝাড়খায়।
    এবারের বন্ধটা কি নিয়ে?
  • h | 127.194.228.38 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৬598916
  • যাক অন্তত সরকার নিরীহ নয় এটা জানা গেল। দাবীর লিস্ট প্রেডিকটেবল, সত্যি ই, কারণ , ভাতে মারার পদ্দ্ধতি ও খুব ই প্রেডিকটেবল।
  • dukhe | 127.194.235.235 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২১598917
  • হ্যাপ্পি বনধ । এনজয় গুরু ।
  • কল্লোল | 111.63.206.37 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২598918
  • তা ঠিকই। আজকাল প্রেডিক্টেবলেরই জামানা।
    ভাতে মারার পদ্ধতিগুলো যেমন প্রেডিক্টেবল তেমনি প্রতিবাদের ধরনও, যাতে শেষ পর্যন্ত একটি সুতোও হেলে না। ওদিকে বেশ পোতিবাদও হলো।
    আগামীকাল দুদলেই বলবেন জনগন আমাদের সাথেই আছেন, বন্ধ পালন ও ব্যর্থ করে, সেটাও প্রেডিক্টেবল।
  • চান্দু মিঁঞা | 127.193.36.31 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৯598919
  • দুঃখ একটাই যে স্পষ্ট করে গোটা গোটা অক্ষরে দাবীগুলো সহজে মিলছে না। cituর পেজে একটা ছবি থেকে ১০ দফা দাবী জানলাম। চ্যানেলে চ্যানেলে অনেক আলোচনা হচ্ছে কিন্তু সব চেয়ে জরুরী জিনিসটাই হচ্ছেনা। কেন ধর্মঘট সে প্রচার তেমন ভাবে হচ্ছে না।
  • ইউলশ্যা মকারভাও | 131.241.218.132 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৩598920
  • চান্দু মিঁঞা | 127.193.36.31 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৬598921
  • না না এ মার্কা ছবি নয় সেতো cituর সাইটেই আছে বেশ বড় বড় করে গোটা গোটা অক্ষরে চারিধারে দেখতে পেলে ভালো লাগত। বাংলা চ্যানেলে ও দেখাচ্ছে না।
  • bb | 132.248.163.3 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৬598922
  • কল্লোল দা আপনার মতন রাজনৈতিক সচেতন ব্যক্তি যিনি অন্যান্য মানবিধকার ব্যাপরে সর্বাগ্রে থাকেন তিনি এই বন্ধের দাবীগুলির সঙ্গে একমত নন? আপনি বিশ্বাস করেন না এই দাবীগুলি ন্যায্য? ব্ন্ধ নিয়ে একমত না হতে পারেন কিন্তু মিডিয়ার মতো একপেশে বক্তব্য না রেখে কি করলে এই সরকারকে রোখা যেতে পারে এই ব্যাপারে আপনার মতামত জানতে পারলে ভাল লাগত।
  • dukhe | 127.194.235.235 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৫598923
  • ঠাকুর বলেছেন - ওরে ফাগোল, বনধ পোয়াতে এসেছিস, বনধ পুইয়ে যা - কিসের বনধ, কাদের বনধ - মাথা ঘামাস না।
    ঐ দশের বদলে অন্য চোদ্দ দফা দাবি হলেও বনধে আমার পূর্ণ সমর্থন থাকত। মাক্কালী।
  • হায় বন্ধ | 69.160.210.2 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৬598924
  • এত পুলিশ নামিয়ে দিচ্ছে, যে, বন্ধ সফল করার জন্য পেশীশক্তির ব্যপারটাই পুরো হাপিস হয়ে গেছে। যার ইচ্ছে আসবে যার ইচ্ছে নয় আসবে না গোছের হয়ে যাচ্ছে। আসবে না-র দিকে অবশ্য বাঁশ হাতে নানারকম মাইনে কাটা, ট্রেড লাইসেন্স বাতিল, রোড পারমিট বাতিলকে দাঁড় করিয়ে রেখেছে। বন্ধ-এর দিনে এককালে খুব ঝামেলা ও মারামারি হত - এসব মিথ হয়ে যাবে শিগগিরি।
  • ইউলশ্যা মকারভাও | 131.241.218.132 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৮598926
  • ফেবু থেকে -

    KOLKATA POLICE BRUTALLY ATTACKS UNARMED PROCESSION OF BANDH SUPPORTERS NEAR HAZRA MORE AT THE INSTIGATION OF MADAN MITRA. EVEN SENIOR CITIZENS WERE BADLY LATHICHARGED

    লিং নাই এখনো।

    পেশীশক্তির জন্যে পুলিশ আছে।
  • কল্লোল | 125.242.143.254 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪২598927
  • বিবি।
    আমি কোথায় কখন বল্লাম যে দাবীগুলো অন্যায্য?
    দাবী আদায় করার জন্য লড়াইয়ের যে রাস্তা নেওয়া হচ্ছে সেটা অতীব খাজা। ওতে কিছু সংগঠনের পিঠ চুলকানো ছাড়া আর কিছু হয় না।
    আমার তো এখন মনে হয় সবটাই খেলা খেলা। এইতো ইনটাকও বন্ধ সমর্থক। কেন? ঐ যে খেলা। সবাই জানে সুতোও ছিঁড়বে না। কিন্তু ইমেজ রক্ষার দায় বড় দায়। সরকার বলবে বন্ধ চবলে না, আবার সংগঠনগুলো বলতেও পারবে পতিবাদ তো করেছি।

    ঠিকঠাক লড়াইয়ের উপায় দেখিয়ে দিয়েছে দিল্লী, ঢাকা, কায়রো। দাবী না মানা পর্যন্ত পথে বসে থাকা। এই ট্রেডইউনিয়ানগুলোর যা সদস্য সংখ্যা, তাতে ভারতের সমস্ত শহরে এরকম জমায়েৎ করে ফেলা কোন ব্যাপারই না। দাবী না মানা অবধি আমরা কোত্থাও যাবো না।

    কেমন অবাস্তব ঠেকছে, তাই না?
  • ইউলশ্যা মকারভাও | 131.241.218.132 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৫598929
  • ফেবু থেকে -

    "এক্ষুনি দমদম এর মানুষ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো, লিখতে গিয়ে বারবার আমার চোখে জল এসে যাচ্ছে, ইসসস কি অবস্থা লোকটার, এই সামনে দাড়িয়ে ছিল কোথায় চলে গেল দুম করে, আমার পাশেই দাড়িয়ে বাজার করছিলেন ভদ্রলোক হঠাত কোত্থেকে একদল তৃনমুলি এসে হাজির, " দাদা বাস এ পাসেঞ্জার নেই আপনি উঠে পড়ুন তো " আমরা যারা দাড়িয়েছিলাম রীতিমত অবাক, আমি সোজা হেটে উল্টো ফুট এ দাঁড়িয়ে খিল্লি দেখতে থাকলাম , প্রায় পাঁজাকোলা করে লোকটাকে তুলে দিল বাস এ , আরো কতলোক কে প্রায় ঠেলেঠুলে তুলে দিল বাস চলে গেল, লোকটা জানালা দিয়ে চেচাচ্ছিল " এই জন্য বন্ধ এর দিন বেরোয় না লোকে , বাড়িতে আমার বউ চিন্তা করবে " আহারে কে শোনে কার কথা ???"

    সত্যি মিথ্যে জানি না।
  • h | 127.194.246.60 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫১598931
  • একবার আমার বন্ধু সার্থক, হেবি খচ্চর ছেলে ছিল, রাসবিহারীর মোড়ে চেতলা থেকে আসা ২বি একটা লোক কে তুলে দিয়েছিল, পেছন থেকে বগলে ধরে, বলে কি, উঠুন উঠুন, ২বি এসে গেছে, লোক টা পাতি দাঁড়িয়ে ছিল, লেক হাতে একটা থলি নিয়ে, রিয়েলি বেঁটে খাটো ছোটো খাটো হরিপদ, বাসে তুলে দেওয়ার পরে কি চেচানি, বা**ৎ , কে বলেছে আমার ২ বি দরকার ঃ-))
  • h | 127.194.246.60 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১৪598932
  • - ঢাকা একটা বন্ধু সরকার কে পাশে পেয়েছে।
    -কায়রো তে প্রচুর লোক মারা গেছে, একটা ডিক্টেটর গেছে ঠিক, কিন্তু এখন দেশে সিভিল ওয়ারের মত ডিভিশন, প্যালেস্তাইন আর সিরিয়া কেস এ মুসলিম ব্রাদারহুড এর প্রেসিডেন্ট মোটামুটি আন্তর্জাতিক ভাবে গ্রহণযKওগ্য স্ট্যান্ড নিয়েছে বলে নতুন করে ন্যাটো ইনটার্ভেনসন হয় নি, মিলিটারি, সেকুলার সিভিল সোসাইটি, মুসলিম ব্রাদারহুড অর্গানাইজেশন তিনটের মধ্যে পাওয়ার শেয়ারিং এখনো ঠিক ঠাক হয় নি, হবেও না।
    অতএব অপূর্ব সমাধান কিসু আসে নি।
    --দিল্লীর মহিলা দের দাবী নিয়ে আন্দোলনের সাফল্য ভার্মা কমিশন গঠন, কিন্তু রিপোর্ট পেশ হয়েছে আন্দোলন শেষ হবার পরে, অতএব না মানলে উঠবো না টা হয় নি, ভার্মা কমিশন এর বড় সুপারিশ গুলো ই মানে নি, যেমন মণিপুর/অ্যাফ্সপা, মহিলাদের সুরক্ষার দাবী মূলত ল-অর্ডার সংক্রান্ত, কোন অর্থনৈতিক দাবী ছিল না। অর্থনইতিক দাবী থাকলে কতটা প্রতিবাদের কনসোলিডেশন দেখা যেত সন্দেহ আছে।

    সুইপিং স্টেট মেন্ট করার আগে তো আরেকটু খোঁজ খবর রেখে করতে হবে, নইলে অর্ধসত্য বলার অপবাদ দেব।

    অর্গানাইজ্ড ট্রেড ইউনিয়ন ডাক দিয়েছে ধর্ম ঘটের, আন-অয়্টাচ্ড ট্রেড ইউনিয়ন গুলো ও সমর্থন করেছে, শুধু ধর্মঘট করার যন্য, একজনের উপর দিয়ে বাস চালিয়ে দিয়েছে, এই আই টি ইউ সির নেতা, আন-অর্গানাইজ্ড তরুনেরা কাজের দাবী, ন্যুনতম মজুরীর দাবী, পেন্সন-ইএস এ-প্রভিডেন্ট ফান্ডের দাবী, শিশু শ্রমের বিপক্ষের দাবী, মূল্যবৃদ্ধির বিরোধী দাবী নিয়ে স্বতস্পূর্ত আন্দোলন করলে বিরোধিতা টা ট্রেড ইউনিয়নের কাছ থেকে আসবে না, কর্মবীর আপিস বাবু আর সংবাদমাধ্যম এবং সরকারের কাছ থেকে আসবে।
  • কল্লোল | 125.242.178.155 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪২598933
  • রাস্তা এখন ওটাই।
    এই লোকদেখানো খেলা খেলা বন্ধ করে একটা সুতোও ছেঁড়ে না।
    যতক্ষন না দাবী মানা হচ্ছে ততক্ষন আন্দোলন চলবে। তা না হলে ঐ বছরে একবার কি দুবার একদিন কি দুদিনের বন্ধ ডেকে কিসুই যে হয় না, তা বলতে আজ আর মার্কস সায়েব হতে লাগে না।
    এর মধ্যে জিনিসের দাম বাড়া নিয়ে, তেলের দাম নিয়ে কম নাটক তো হলো না। তাতে কোন সরকারের কি এসে গেলো?
    সেই জিনিসের দাম বেড়েই চলেছে, তেলের দামও তাই।
    আসলে যারা ট্রেডইউনিয়ান বা রাজনৈতিক দলগুলো চালান (কবে বন্ধ হবে, কবে ধর্ণা হবে এইসব ঠিক করেন), তাদের এসব ইস্যুগুলো নিয়ে নিজেদের জীবনে ভাবতেই হয় না। তাই এতো খেলাখেলা করে চলেন।
    মানুষ এখনো সহ্য করে যাচ্ছে, কারন হয়তো সহ্য করার মতো অবস্থা আছে। যেদিন সেটাও থাকবে না, সেদিন রাস্তায় নামবে মানুষ, প্রতিষ্ঠিত দল ছাড়াই।
  • কল্লোল | 125.242.178.155 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫০598934
  • মনে পড়লো।
    থালা-বাটি বাজালেও হয়।
    এরকম একটা কর্মসূচী ভাবা যেতে পারে - যারা এই সব দাবীকে সমর্থন করছেন, তারা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা থালা আর একটা বাটি নিয়ে ঢং ঢং করে ঘড়ি ধরে দুমিনিট বাজাবেন - সারা দেশ জুড়ে একই সময়ে, ধরা যাক সকাল ৬টায়।
  • নেতাই | 131.241.98.225 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫২598935
  • এতেই কি সুতো ছেঁড়া যাবে? নাকি যাস্ট ফর এ চেন্ঞ্জ।
  • নেতাই | 131.241.98.225 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৪598937
  • কোন তারিখে কারা বন্ধ ডেকেছিলো, কেন বন্ধ ডেকেছিলো তার কি কোন ডিটেল ডাটা আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন