এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ইউলশ্যা মকারভাও | 131.241.218.132 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৭598938
  • নাঃ, সুতো ছেঁড়া যাবে না, বড়জোর পিতিবেশী জল ঢালতে পারে;-)
  • bb | 127.216.209.60 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৪598939
  • কল্লোলদা আমি আপনার প্রস্তাবে কিছু নতুনত্ব দেখলাম না।প্রতিবাদটা জরুরী, তার ধরণ নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু আনন্দবাজারের মতে চলে বনধ বা বন্ধ করে দিলে , সরকার আরও পেয়ে বসবে। অন্ততঃ এই বন্ধের ফলে সরকারের ওপর চাপ সৃষ্টি হবে,বাজেটের আগে যা জরুরী।
  • কল্লোল | 125.242.215.44 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৩598940
  • বিবি। মুস্কিল হলো তুমি অনেক কিছু ধরে নিচ্ছো। যেমন, তুমি ভাবছো, আমি বন্ধ বিরোধী। আমি বন্ধের নামে এই খেলা খেলা আন্দোলনের বিরোধী।
    আমার প্রতিবাদে কোনও আপত্তি নাই। খেলা খেলা প্রতিবাদে আপত্তি আছে।
    একটা সরকারকে মাথা নোয়াতে গেলে লাগাতার আন্দোলন চাই। বছরে দুটো "বন্ধ" করে কিসু হয় না।

    নেতাই ও উ-শ্যা-ও
    এরশাদ জামানার অবসানে এরকম নানান ফর্মে আন্দোলন হয়ছিলো। সুতো ছিঁড়েছিলো, কেউ জলও ঢালে নি।

    ধরা যাক গান্ধীর অসহযোগ। বা লবন আইন অমান্য।
    কি হতো যদি গান্ধী ও তার সাথে ৫০হাজার মানুষ ডান্ডী বলে গুজরাটের একটা ছোট্ট সমুদ্রতীরে বসে খানিক লবন বানাতেন? তাতে সরকারের কি এসে যেতো?
    সরকার জায়গাটা ঘিরে গান্ধীদের নুন বানাতে দিতো। কতো দিন আর নুন বানাতো? তা না করে এতো দমন পীড়ণ নামানোর কি ছিলো?
    ঐ জায়গাটায় ঘা দিতে হবে। ক্ষমতাকে অস্বীকার করতে হবে কার্যকরীভাবে।
  • ইউলশ্যা মকারভাও | 24.96.9.189 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৭598941
  • এরশাদের সময়ের পিতিবেশী আর আজকের গেটেড কম্যুনিটির পিতিবেশীর মধ্যে কয়েকশো যোজন ফারাকঃ-(
  • ম্যাক্সিমিন | 69.93.205.124 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২০598942
  • এই বন্ধের সিদ্ধান্ত হয়েছিল ২০১২ সেপ্টেম্বর মাসে তালকাটোরা কনভেনশনে ( ৪ ঠা সেপ্টেম্বর ২০১২)। দাবির লিস্ট ছিল :--

    Protest against incessant price rise.
    Generate employment.
    Ensure universal social security.
    Protect the livelihood and rights of all sections of people -- peasants, agricultural workers and others.
    Pay minimum wages to all workers.
    Pay same wage for same job (or similar jobs).
    Protest against mass scale 'contractisation' and rampant violation of labour laws.
    Stop the onslaught on trade union rights.

    সিটুর দাবিতেও মূল্যবৃদ্ধিকে প্রথমে রাখা হয়েছে। এখন কথা হল, পে কমিশন যখন পে রাইজ রেকমেন্ড করবে, উচ্চপদের জন্যেও করবে, ট্রেড ইউনিয়নরা কি তার বিরোধিতা করবে? বলবে কি, যে উচ্চপদে মাইনে বাড়াবেন না, কারণ সেটা মূল্যবৃদ্ধির সহায়ক?
  • ম্যাক্সিমিন | 69.93.205.124 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৫598943
  • সংশোধন -- বলবে কি, যে সব স্তরে মাইনে বাড়াবেন না, কারণ সেটা মূল্যবৃদ্ধির সহায়ক?
  • a | 132.172.179.71 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৬598944
  • ঢাকা/কায়রো জানি না, দিল্লীতে যে আন্দোলন হয়েছে তার কি রেজাল্ট হয়েছে একটু জানা যাবে?
    একটা দুটো বন্ধের যেমন বিরোধী, তেমনি টানা বন্ধের কি সুফল মাথায় ঢুকল না। এরকম করা যায় না যে যে যেখানে আছেন, টানা কাজ করে চল্লেন যত দিন না সরকার তাদের কথা শুনছেন?
  • চান্দু মিঁঞা | 127.216.40.24 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৯598945
  • কিন্তু মাইনে বাড়াবার কথা তো নাই কোথাও। ন্যূনতম মজুরী ১০০০০ করার কথা বলা হয়েছে। অর্থাৎ কিনা

    পরিবর্তিত মাসিক মজুরী = বর্তমান মাসিক মজুরী ⋁ ১০০০০
  • dukhe | 127.194.239.243 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৩598946
  • কল্লোলদার যত্ত অলক্ষুণে কথা। দাবি মানা হবে না কেন? আজ অবধি একটাও বনধ হয়েছে, যার পর সবকটা দাবি মেনে নেওয়া হয়নি?
    না না বনধ হোক। বিশেষ করে পয়লা মের পর পনেরোই আগস্ট - এর মাঝে তো খুবই দরকার।
    অন্ততঃ যতদিন না বুধ-বেস্পতিগুলোও পাকাপোক্ত ছুটির দিন হয়ে যায়।
  • কল্লোল | 125.242.215.44 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৪598948
  • গেটেড কমিউনিটির বাইরে মানুষ থাকে এটা ভাবতে না পারলে, এসব আলুচানা সেদ্ধ করে লাভ নাই।
  • dd | 132.167.16.128 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৪598949
  • য্যামন ধরুন আমি লুরুতে অবতারন করলেম বিকেল ৪ ঘটিকায়। কে আর পুরম স্টেশনে।
    প্রচুর বাস ছিলো ইন্ক্লুডিং ভলভো। এবং টেসকি। কিন্তু অটো নেই। মানে অল্পো কয়টা আছে আর তারা সাংঘাতিক ভাড়া চাইছে। রাস্তাতেও কুল্লে একটা দুটো অটো চোখে পরলো। ইষ্কুল কালেজ সব বন্ধো। অনেকানেক আপিস শুধু গাড়ীওলাদের জন্য খোলা বাকীদের জন্য ছুটী বা WFH।

    আমরা থাকি খাস বিজেপির পাড়ায়। তাই সমস্তো দোকানপাট বন্ধ ছিলো সুর্য্যাস্ত পর্যন্ত্য। পাড়ার বাইরেই কিন্তু দোকান পাট খোলা ছিলো।

    তাইলে অ্যালা হিসেব করো এই বন্ধ সফল না বিফল?
  • ম্যাক্সিমিন | 69.93.205.124 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৫598950
  • মাইনে বাড়াবার কথা দাবির লিস্টে নাই, চান্দু ভাই। যে জমি অলরেডি দখলে, সেই জমি ছাড়ার প্রশ্নও নাই।
  • baabi | 127.194.239.204 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৩598951
  • চান্দু ভাই, না না লজিক টা হল, কম মাইনের লোকের সংখ্যা বেশি, তাই তাদের অল্প বাড়ালেও অর্থনীতির বেশি ক্ষতি। এই লজিকেই মিনিমাম ওয়েজ বাড়ে না বছরের পর বছর, তবে সুখের কথা শুধু আমাদের দেশে না, উন্নত সচেতন দেশেও একই লজিক চালানো হয় ঃ-))
  • h | 127.194.239.204 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৫598952
  • বাবি দা না, যার সংগে ফোনে কথা বলছি সে না, আমি হনুমাত্র।
  • প্পন | 190.215.53.150 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০০598954
  • হাইট খবরটা হাইলাইট করতে ভুলে গেছিলাম।

    A visit by French President Francois Hollande in Athens on Tuesday went largely unreported as Greek journalists were on strike.

    ঃ)
  • h | 127.194.239.204 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৩598955
  • চান্দু ভাই, হ্যাঁ দাবী কি কি তার একটা তালিকা ফেডারেশনের মিটিং থেকে বেরিয়েছিল। কিন্তু যেহেতু ফেডারেশন, সেহেতু নানা অর্গানাইজেশন নানা দাবী করেচে, ফর দ্যাট ম্যাটার, বিড়ি শ্রমিক এর সংগথনের দাবী ছাপা গণশক্তি তে বেরিয়েছে, কিন্তু হোন্ডার শ্রমিক দের দাবীটা বেরোয় নি, শুধু সিটু কেন্দ্রীয় ভাবে যে দাবী জানিয়েছিল তার সংগে জেনেরালি সামঞ্জস্য পূর্ণ। মূল্যবৃদ্ধি, সামাজিক সুরক্ষা, ন্যুনতম মজুরি এই তিনটে দিলাম। সব ট্রেড ইউনিয়নের ওয়েব সাইট নেই, বাই দ্য ওয়ে। এটা একটা সমস্যা। সপনি কি আই এন টি ইউ সি আর বি এম এস আর নকু ইন্ডি ইউনিয়নের সাইট গুলো দেখেছিলেন, ওদের কারো কারো সাইট আছে, আমরা সিটু সমর্থক রা স্বতঃস্ফুর্ত তরুন দের জন্য অপেক্ষা করছি ঃ-)

    ট্র্যাডিশন হল, সব কটা ইন্ডিভিজুয়াল ফেডারেশন বা ইউনিয়ন তাদের নিজের নিজের দাবী প্রকাশ করবে। অমিল পাবেন, পেয়ে খুশি ও হতে পারেন , একটি ব্যাংক করমচারী একটি বিড়ি শ্রমিক উদা দিলামঃ-))

    http://bangla.ganashakti.co.in/ , 19th feb 6th page

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=224&h=1458&year=2013&month=2&date=20&page=1&dpn=313667

    http://bangla.ganashakti.co.in/

    http://confederationhq.blogspot.in/2012/11/confederation-of-central-govt.html

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=861&h=735&year=2013&month=2&date=19&page=6&dpn=313684 ১৯থ ফেব ৬থ পগে।
  • কল্লোল | 111.63.200.234 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৩598956
  • তা হলে, বন্ধ কেমন হলো?
    হলোও বটে হলোনাও বটে।
    লুরুতে ট্রাফিক জ্যাম নাই। মানে বন্ধ সফল। লুরুতে দোকানপাট খোলা, সরকারী বাস চলেছে, অপিসে লোক এসেছে, মানে বন্ধ বিফল।
    কলকাতায়ও তেমনি। আগে যেমন বন্ধ হতো, তেমন হয় নাই। মানে বন্ধ হয়েছে, মানে ততো বন্ধ হয় নাই
    তো মহায়রা এই আধখ্যাঁচরা "আন্দোলন" দিয়ে নাকি বাজেটে চাপ তৈরী হবে। দেখি!
    আসলে লড়াইয়ের হাতিয়ার হিসাবে এই রকম সাধারন ধর্মঘট বেশ ভোঁতা হয়ে গেছে। কারন এতে অংশগ্রহনের মাত্রা বোঝা যায় না।
    আলাদা করে একটা কারখানায় হরতাল আর সারা দেশ জুড়ে হরতালের ফারাক আছে। তাও তার কৌশল বা রণনীতি নিয়ে ভাবতে হবে।

    পুরোনো কথা মনে পড়ে গেলো।
    ৭৮ কি ৭৯ হবে। যাদবপুর ইউনিতে পুলিশ ঢুকেছিলো। মৃদু লাঠি ঘুরিয়েছিলো ছাত্রদের ওপর। ডিএসএফের নেতৃত্বে তাই নিয়ে আন্দোলন শুরু হলো, মিতা বা পিটির হয়তো মনে আছে। প্রতিদিন মিছিল-মিটিং। ক্লাশ-টাশ সব চুলোয় গেছে। এরকম দুতিনদিন চলার পর ডিএসএফ থেকে আন্দোলনএর কর্মসূচী ঘোষনা করা হলো - ক্লাশ বয়কট। আমি ওদের সদস্য ছিলাম না। তবে সুজাত, মোহিত এরা দীর্ঘদিনের বন্ধু। সেই দাবীতেই ওদের অনুরোধ করেছিলাম - এটা করিস না। তাহলে আর ক্যাম্পাসে সাধারণ ছাত্র পাবি না। সকলে ছুটি বলে ধরে নিয়ে আর আসবে না। তার চেয়ে বরং গেটগুলোতে পিকেটিং হোক। গান-নাটক-বক্তৃতা দিয়ে চলুক সারাদিন। ক্লাশ বয়কট এমনিই হয়ে যাবে। ওরা রাজি হয় নি। এর ঠিক দুদিনের মাথায় তাইই হলো। সুযোগ পেয়ে কতৃপক্ষ গরমের ছুটি ঘোষনা করে দিলো। দুমাস বাদে ইউনি খুললো। আন্দোলন-টন ভুলে সকলে ক্লাশে চলে গেলো।
    সরাসরি অংশগ্রহনকারী আন্দোলন চাই। নইলে কিছু হবার নেই।
  • siki | 127.194.2.45 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৯598957
  • হনুর এই হ্রস্ব-দীর্ঘ জ্ঞান ভাষা দিবসের প্রাক্কালে বড় সুললিত লাগল। দাবি-তে দীর্ঘ ঈ লাগিয়েছে, কী-তে লাগিয়েছে হ্রস্ব ই। :)

    ডিঃ মঃ। আঃকঃবাঃ
  • মিলা | 212.21.158.14 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২০598959
  • এদিকে আজকে ট্রাভেল ডেস্ক মেল পাঠিয়েছে দেশে বন্ধ এ গোলমাল হচ্ছে :)
  • ম্যাক্সিমিন | 69.93.197.37 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৫598960
  • বিড়ি শ্রমিক মারণরোগের শিকার হন। আচ্ছা এই বিড়ি কি ম্যানুয়ালি না বানিয়ে যন্ত্রে বানানো যায়না? অসম্ভব? যদি বানানো যায়, খরচ কি বেশি পড়বে?
  • dd | 132.167.12.34 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৯598961
  • আজ? লুরু পুরো খোলা।
    ইশকুল কালেজ আগের থেকেই ঘোষোনা করে বন্ধো ছিলো, আদারওয়াইস সব খোলা। আপিস,মল,যান বাহন ইঃ। য্যামন রোজকার দিন।
  • h | 213.99.212.53 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৮598962
  • ছাত্র রাজনীতি ছাড়া আর কিসুর অভিজ্ঞতা না থাকলে এই রকম বোঝার একটা গলত হয়। প্রথমত বিড়ি শ্রমিক শুধু না হোন্ডার শ্রমিকেরো কোন গ্রীষ্মের ছুটি থাকে না, ভালো গান ও জানা থাকে না। ম্যানেজারের খারাপ ব্যবহার গালাগাল খারাপ খাবার হিসির জন্য টাইম স্লিপ ইত্যাদি গল্প কথা নয়, আমরা দেখেছি, উন্নত শিল্পেও অনুন্নত সমস্যা সব রয়ে গেছে। যেমতি মারুতি। অতএব বিড়ি যন্ত্রে বানালেই যে সমস্যা সমাধান হবে তা না।

    অতএব কাজ/প্রতিবাদ/লড়াই এগুলো বোঝা কঠিন, হুইচ ইজ হুইচ? কন্টিনিউয়াস চলতে থাকে। যদি না হত, তহলে আনায়াটাচ্ড ইউনিয়ন গুলো ও স্ট্রাইক কে সমর্থন করতো না।

    এর মধ্যে কখনো কখনো একটা কমন গ্রাউন্ড তৈরি করে ফেডারেশন রা চেষ্টা করে কনসোলিডেশন করে দাবী গুলো জানাতে, লেবার মিনিস্ট্রি বা একশো টা এজেন্সি র সংগে বিভিন্ন লেভেলে নেগোশিয়েশন এ জায়্গা পেতে। ধরুন লেবার মিনিস্ট্রির সংগে ই এস আই এর প্রভিসন বাড়ানো নিয়ে কথা হল, মিনিমাম ওয়েজ নিয়ে কথা হল, প্ল্যানিং কমিশন এর সংগে ফুড প্রোটেকশন নিয়ে কথা হল, চেম্বার অফ কমার্স এর সংগে পেটার্নিটি লিভ নিয়ে কথা হল, ম্যানেজমেন্ট এর সঙ্গে মাইনে বা ডি এ সেটলমেন্ট নিয়ে কথা হল বা ক্যাজুয়ালাইজেশন নিয়ে কথা হল। স্ট্রাইকে তোলা বিভিন্ন দাবী, বিভিন্ন এজেন্সীর সংগে সেটলমেন্ট এর জন্য কথা হবে অথবা পোলিটিকাল ইসু হয়ে বড় স্ট্রাগল এর পার্ট হবে। এইটা হল পদ্ধতি।

    যেটা ব্যাপার কল্লোল দার মূল সমস্যা হল দুটো, প্রথম টা অর্গানাইজ্ড ট্রেড ইউনিয়ন, এমনকি ইকোনোমির এই অবস্থাতে, যেখানে ইউনিয়ন রেজিস্ট্রেশন করানো টাই চাপের, দ্বিতীয়টা তারা কতটা আন্তরিক বা তারা কতটা প্রকৃত প্রতিনিধি শ্রমিকের ইত্যাদি। তো সেই সমস্যা গুলো সমাধানে আমরা গান জানা তরুন দের কাছ থেকে নতুন ডিরেকশন পাবো বলে অপেক্ষা করছি। যতদিন না পাচ্ছি, ততদিন অ্যাটাচ্ড এবং আন অ্যাটাচড ইউনিয়নের রা এক সংগে আর্থিক দাবী দাওয়া, কাজের সুরক্ষার দাবী দাওয়ার ভিত্তিতে এক সংগে স্ট্রাইক করবে, পার স্ট্রাইক অসংখ্য ধর পাকড় আর খুন হলেও করবে। এত বড় বামপন্থী তারা এখনো হয় নি, যে স্ট্রাইকের বিরোধিতা করবে, বা স্ট্রাইক করার অধিকার ছাড়তে চাইবে। প্রতিদিন ই ফাইনাল বিপ্লব হবার ডাক দিয়ে, অনেক ভাংঅচুর করে, কমিশন বসলে আন্দোলন গুটিয়ে নেওয়ার মত বিপ্লবী তারা এখনো হয় নি। এবং এই জাত পাতের রাজনীতির বাজারে, এই ব্যাপক রিজিওনালিজম এর বাজারে, এই সংগঠিত শিলপ থেকে পুরো ক্যাজুয়ালাইজ্ড লেবারের দিকে চলে যাওয়ার বাজারে, এই এন্টারপ্রেনিয়োর শিপে উৎসাহ দেওয়ার নামে, আসলে সংগঠিত উৎপাদন শিল্পে অনুৎসাহ দেওয়ার বাজারে, এই খনিজ সম্পদ জাস্ট ধরে ধরে বোগাস ক্রেডেনিশিয়াল হীন কোম্পানি দের হাতে তুলে দেওয়ার বাজারে, কমন অর্থনইতিক দাবীতে যে আন্দোলন অর্গানাইজ করা যাচ্ছে, এই অনেক।
  • ইউলশ্যা মকারভাও | 131.241.218.132 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩২598963
  • এটা এখানেও দিয়ে রাখিঃ

    http://abpananda.newsbullet.in/state/34-more/33797-2013-02-21-08-40-13

    "কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের প্রথম দিন বুধবার অফিসে আসেননি৷ আর এর খেসারত দিতে হল এক সরকারি কর্মীকে নিজের কান খুইয়ে৷ ধর্মঘটে অফিসে না আসায় পঞ্চায়েত কর্মীর কান কেটে শাস্তি দেওয়ার এই অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷"
  • ম্যাক্সিমিন | 69.93.210.214 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১১598964
  • বোধি এইটে দেখেছিলে? ৪ ঠা সেপ্টেম্বরের যে কনভেনশনে ফেব্রুয়ারি মাসের দুদিনের-স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কথা ছিল সেখানে মারুতির মানেসার ইউনিটের দাবিও প্রেজেন্ট করা হবে। ৩১ শে অগাস্ট তারিখে মানেসার ফ্যাকটরির শ্রমিকদের নিয়ে ১৬ সদস্যের একটা কমিটি বানানো হয়। কমিটিতে ছাঁটাই হওয়াদের মধ্যে থেকে ৪ জনকে নেওয়া হল, ছাঁটাই না-হওয়া (কারেন্টলি এমপ্লয়েড) শ্রমিকদের মধ্যে থেকে ৩ জনকে। বাকি ৯ জন সদস্য সিটু-এআইটি ইউসি-আইএনইউসি-এইচেমেস-প্রভৃতি দ্বারা নমিনেটেড।

    মারুতি শ্রমিকদের বক্তব্য ছিল -- The committee is advocating an 'impotent protest campaign.' Satbir Singh had claimed that they will fight legally and through mass struggle. But the victimized worker who spoke to World Socialist website said he declined to participate in the committee. He had no confidence in the official union federations. “I have started to understand the pro-management role of the unions."
  • ম্যাক্সিমিন | 69.93.210.214 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৮598965
  • আগের দেড় বছরের অভিজ্ঞতাই এরকমটা মনে হওয়ার কারণ।
  • ম্যাক্সিমিন | 69.93.210.214 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৭598966
  • মনে রাখতে হবে, ঐ ফ্যাক্টরির আন-অ্যাটাচড ইউনিয়নের নেতারা সেদিন কন্ট্র্যাক্ট লেবারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নি। শ্রমিকরা এককাট্টা ছিল।
  • কল্লোল | 111.62.7.107 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৫598967
  • হুম। বোধির যুক্তিতে সার আছে। ক্যাবাৎ। টুপি খুল্লুম।
  • shrabani | 69.179.51.86 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫৬598968
  • হানু গুড লিখেছে। এই তিনমাসের কড়ারে অনিশ্চিতের মধ্যে ঘোরাঘুরি করা একটা মেজর ওয়ার্কফোর্স, স্কিলড ও আনস্কিলড বোথ, নাআছে কোন সিকিউরিটি তায় আছে ঠিকাদারের কমিশন, এদের হয়ে কে বলবে!
  • PT | 213.110.243.23 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৭598970
  • দাবি না মানা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখার কথাটা মাওবাদী-আদিবাসী প্রসঙ্গে লিখেছিলাম। তখন কেউ সাপোট করেনি তো!!

    আর ঢাকার ঘটনাটা কি সরকার-স্পন্সর্ড নয়? প্রত্যক্ষে না হলেও পরোক্ষে? বিএনপি-র সরকার থাকলে এতদিন থাকত নাকি এই অবরোধ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন