এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ০২:৫৪599102
  • অন্য একটি টই তে এ বিষয়ে কমেন্ট পড়ে লোভ সামলাতে পারলাম না। দু পহা দেবার আছে। লিখছি।
  • Blank | 69.93.241.154 | ১৫ এপ্রিল ২০১৩ ০২:৫৫599113
  • রেল লাইন আর তামিল নাম
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ০৩:০৫599124
  • ট্রেনে করে গিয়েতো ল্যান্ড করলাম সেন্নাই স্টেশন। ভোর পাঁচটা। আমার বন্ধু এলো আমায় নিতে। গিয়ে তার মেসে উঠে দেখি বাড়ি ভর্তি লোক বিভিন্ন রকম কসরত করছে ওই সকালেই। তাদের সবারই নাম ঠাকুর-দেবতার নামে। যাগ্গে।
    দিন দুয়েক বাদে আপিসে জয়েনিং। দেখা করতে হবে ভামসি (স্ত্রী) -র সাথে। সে আবার নিয়ে গেল একটা বেশ ধুমসো মার্কা মোটা গোঁপবালা ছেলের কাছে। নাম - লক্ষী। এইসব তো হলো। ট্রেনিং এ গিয়ে দেখি আরেক ভামসি ট্রেনিং কো-অর্ডিনেট করবে। দেখলাম রিসেপশনে একটা ছেলে মন দিয়ে কি লিখছে। তাকে জিগ্গেস বললুম ভামসি-র কাছে যাব। সে বলল আমিই ভামসি। তা কি আর করা। কিন্তু কন্ফুশ্য়ন গেল না। নতুন বন্ধু গোপাল। তাকে জিগালে জানালো ভামসি(স্ত্রী) হচ্ছে বংশী মানে ফ্লুট। আর ভামসি(পুং) হচ্ছে ভামসিধর, অর্থাত আমাদের কেষ্ট ঠাকুর গো।

    (ক্রমশ)
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ০৩:১৯599135
  • এক ঝাঁক ছেলে-পুলে, নতুন আমার মতই। তারা ট্রেনিং-এ এলো। প্রতি দশ জনের মধ্যে সাত জনের নাম কার্তিক। বাকি তিন জন সেলভা। আর বাকিরা সবাই বিজয়।
    চাদর ট্রেক এর গল্পে লিখেছিলাম বন্ধুর নাম স্তালিন। তার মা কেরলের, সিপিয়েম। এদিকে যখন গিয়ে উঠলাম সেন্নাইতে তখন শহরের মেয়র স্তালিন। করুণানিধির ছোটপুত্র। বড়জন আলাগিরি, নামের ইংরেজি বানানে কোনো এল নেই। জেড এবং হেইচ (এইচ নহে ) টুগেদার মেক্স দা এল। বোঝানো হলো। বুঝলাম। আরো এগজাম্পল চাই? কোলিকোর। এল দ্যাখান দিকি?
    আই টি হাব সোলিঙ্গা নাল্লুর এর সোলিঙ্গাতেও এল নেই। আর আমার আপিস যেখানে ছিল তার নাম? ইক্কারথান্গাল, গিন্ডি -র কাছে। তার বানান - ekkaduthangal কোন হালার অটোবালা ওই নামের আমিকৃত উচ্চারণ শুনে জায়গামত পৌছে দেবে বলতে পারেন?

    (ক্রমশ)
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ০৩:৩১599146
  • সুগতদার সাথে একদিন একটা গুজরাটি খাবারের দোকানে আলাপ হলো। সে জানালো একটা মজার কথা। এবং আমি প্রথম জানলাম মুথু শব্দটির অর্থ।
    সুগতদা একটা প্রজেক্ট এর ম্যানেজার। তাতে জয়েন করলো যে তার নাম মুথুলিন্গম। সুগতদা তার হাত ঝাঁকিয়ে কনগ্রা বলে এলো। দিন দুয়েক বাদেই আরেকজন- মাই নেম ইজ মুথুলিন্গম? সুগতদা - হোয়াট ডাজ দ্যাট মিন? - ওয়েল, মুথু মিনস স্মল। সুগতদা - আই রিয়েলি ফিল সরি।

    (ক্রমশ)
  • S | 139.115.2.75 | ১৫ এপ্রিল ২০১৩ ০৩:৪৮599157
  • আসলে ঐ 'ল' গুলো সব হোলো 'ঢ়'। মানে কোঢ়িকোড়। বা তামিঢ়। আর 'ঢ়' এর উচ্চারনে জিহ্বটাকে এক্দম এক্দম তালুতে গিয়ে অলমোস্ট ছুঁয়ে নিয়ে আসতে হবে। তবেই উচ্চারণ হবে। সেক্ষেত্রে 'ল' এর মতন উচ্চারণ হবে। তাই তামিলরা লেখে 'Tamizh' ।
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ০৩:৫১599168
  • ঠিক ঠিক, কিন্তু এ তো শিখব অনেক পরে :-)
  • S | 139.115.2.75 | ১৫ এপ্রিল ২০১৩ ০৪:২৭599179
  • আরে আমিও একদিন দেখি এক তামিঢ় মেয়ে আপিসে বসে কম্প্যুটারে তামিঢ় গান শুনছে কানে হেডফোন গুঁজে। তা দেখি ওয়েবসাইটের নাম ইঙ্গরাজিতে লেখা Tamizh। আমি জিগ্গেস করতে সব রহস্য ফাঁস হোলো। আর যতদুর মনে হয় কন্নড় দের ভ হয় না। ওরা কখনো ভারত না বলে বারত বলবে। এছাড়া আপনি তো হেইচ এর কথা বলেছেনই। আরো একটা জিনিস দেখেছি। এটা মনে হয় অন্য কোথাও হবে। ওরা ফাইভ বলে না, বলে 'ফাই'।

    তেমনি চিনারা ড় বলতে পারে না, বলে ল। মানে সাউথ কোলিয়া, বা ফ্লাওয়াল।
  • Abhyu | 107.89.16.188 | ১৫ এপ্রিল ২০১৩ ০৪:৪৬599184
  • সত্যি বলতে কি, সুভাষ বোসের টইতে আমার লেখার কথা ছিল না, কিন্তু ঐ, ঈশানদা বলল ভাটের মত করেই টইতে লিখতে হবে, অগত্যা।
    ভালো হচ্ছে কৃশানু, চালিয়ে যা।
  • pi | 78.48.231.217 | ১৫ এপ্রিল ২০১৩ ০৫:২৭599103
  • কিশানুর লেখা পড়ে এদেশে grosvenor কে গ্রভেনর আর জার্মানীতে আমার সেই বিটাবিপর্যয়ের কথা মনে পড়ে গেল।
    মুম্বইয়ে byculla কে বাই কুল্লা বলেও বিপদে পড়েছিলুম।

    যাই হোক, আরো হোক, ভাল্লাগছে।
  • Abhyu | 107.89.16.188 | ১৫ এপ্রিল ২০১৩ ০৬:০৮599104
  • সে ব্যাপারে দমুদিকে টেক্কা দেওয়া মুশকিল। মিঃ বনছোড়কে কি বলে ডেকেছিল যেন? :)
  • b | 135.20.82.166 | ১৫ এপ্রিল ২০১৩ ০৮:০৯599105
  • তামিলে ক-খ-গ-ঘ আলাদা বর্ণ নয়। চারটেই রিপ্রেসেন্ট করা হয় একটা ক-এর মত অক্ষর দিয়েঃ যেমন গুরু/ কুরু হবে "குரு"। পাই-এর মত দ্বিতীয় অক্ষর টি "র", তলার অ্যাপেন্ডেজগুলি হ্রস্ব উ-কার। ঠিক সে রকমই প-ফ ব-ভ- বা ত-থ দ-ধ। গান্ধী বা কান্তি-র বানান এক-ই হবে। চেন্নাই সেন্ট্রাল, এ চেন্নাই এর "চ" আর সেন্ট্রাল-এর "স" এক, সেখান থেকেই বোধ হয় ডিডি দা সেন্নাই লিখতে শুরু করেন যা এখন গুরু-র চেতন-অবচেতনে ছড়িয়ে পড়েছে।

    তামিলে তিনটি "ল", যেমন পুলি মানে তেঁতুল, আবার "পুলি" মানে বাঘ। দোকানে গিয়ে আমার উচ্চারণে প্রায়-ই হাপ কেজি বাঘ চাইতম। আর তৃতীয় "ল" ঐ" ল্ঢ়"। "ল" এর এই উচ্চারণটি মারাঠিদের মধ্যেও আছে বোধহয়।
  • pi | 78.48.231.217 | ১৫ এপ্রিল ২০১৩ ০৮:১৯599106
  • হ্যাঁ, মরাঠিতেও আছে। মরাঠিতে যাকে ছাগল বলে তার উরুশ্চারণে এই ল আর ঢ় এর হাইব্রিডটা ছিল। আরেকটা বোধহয় পুরণপৌল্ঢ়ি। এই নববর্ষেই খায় না ?
  • S | 81.191.58.111 | ১৫ এপ্রিল ২০১৩ ০৮:২৭599107
  • শুধু চিনা নয়, জাপানিরাও র কে ল বলে। আমার জাপানি ক্লাসমেট পাঁচ বছর ধরে রায়ানকে লায়ন বলে গেল।
    আর তামিলদের সাথে অন্ত্যক্ষরি খেলা খুব ঝমেলার। ক-খ-গ-ঘ,ত-থ-দ-ধ সব এক। থ দিয়ে শেষ হয়েছে কিন্তু ওরা ত দিয়ে গান ধরবে।
  • সায়ন | 233.229.140.225 | ১৫ এপ্রিল ২০১৩ ০৯:২৬599108
  • কৃশানুর স্ত্রীর নাম ভামসি :-o
  • সায়ন | 233.229.140.225 | ১৫ এপ্রিল ২০১৩ ০৯:৪৪599110
  • বেশ টই। zh নিয়ে S কে ক। এটা মালয়ালামেও আছে, যেমন Chettupuzha ; কন্নড়েও ল আর ঢ় এর মাঝে উচ্চারণ হয়, তবে সেটা ডিনোট করে d দিয়ে। থাক, এটা তামিঢ় নিয়ে টই, কৃশানু সোল্লু।
  • Abhyu | 107.89.16.188 | ১৫ এপ্রিল ২০১৩ ০৯:৪৪599109
  • ভামshe?
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ১০:৪১599111
  • ৩:৩১ পি এম এর পোস্টে বিচ্ছিরি ভুল লেখা হয়ে গেছে। নিম্নরূপ হইবে।

    সুগতদার সাথে একদিন একটা গুজরাটি খাবারের দোকানে আলাপ হলো। সে জানালো একটা মজার কথা। এবং আমি প্রথম জানলাম মুথু শব্দটির অর্থ।
    সুগতদা একটা প্রজেক্ট এর ম্যানেজার। তাতে জয়েন করলো যে তার নাম মহালিন্গম। সুগতদা তার হাত ঝাঁকিয়ে কনগ্রা বলে এলো! দিন দুয়েক বাদেই আরেকজন- মাই নেম ইজ মুথুলিন্গম? সুগতদা - হোয়াট ডাজ দ্যাট মিন? - ওয়েল, মুথু মিনস স্মল। সুগতদা - আই রিয়েলি ফিল সরি!!

    (ক্রমশ)
  • b | 135.20.82.166 | ১৫ এপ্রিল ২০১৩ ১০:৪৬599112
  • হেইচ লইয়া দু ডলারঃ
    হেইচ উচ্চারণটি আইরিশ। প্রবল ভাবে। দক্ষিণে কি ইংরাজী শিক্ষা আইরিশ মিশনারীদের হাত ধরে এসেছিলো?
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ১১:৩০599114
  • শিগগির বাড়ি ভাড়া নিতে হবে। দালাল পাকরালাম। তার নাম প্রিয়ন। সে এসেই বলে তোমরা বাঙালি? ও - আমি বিবেকানন্দ কে খুব পছন্দ করি। বলে পার্স থেকে বিবেকানন্দ-র ছবি বার করে কি চুমু কি চুমু!! এদিকে ওষুধের দোকানের মালিক, যে দালাল হিসেবে প্রিয়ন কে ঠিক করে দিয়েছিল,সে বলেইছিল এসব হবে। আমরাও রেডি ছিলাম। কঠিন গলায় জানালাম আমরা বিবেকানন্দ কে অত্যন্ত্য অপছন্দ করি। অত:পর সে নেক্সট চাল দিল। জানালো দাদা তার ফেভারিট ক্রিকেটার। আমাদের জিগ্গেস করতেই তরুণ উবাচ - দিনেশ কার্তিক!!!
    যা হোক, নামে তো ফিরব - তার আগে আরেকটা ছোট্ট ব্যাপার বলে যাই। দক্ষিনীদের মাথা নাড়া-র ভঙ্গি। প্রথম দিন দোকানে সিম (ফোনের) কিনতে গেছি, দিব্য বড় দোকান। ইশারায় বলে দিল নেই। বেরিয়ে আসছি, বলে ও স্যার যাচ্ছেন কোথায় (মানে ওই রকমই মনে হলো আর কি) - ফিরে গিয়ে দেখি সিম বার করে দিল। বন্ধুকে আমার অভিজ্ঞতা বলতেই হেসে কুটি-পাটি। আমরা উত্তর ভারতে না বলতে হলে হরাইজেনটালি আর হ্যা বলতে ভার্টিকালি মাথা নাড়ি। সেন্নাইতে বা প্রায় পুরো দখিনেই না বোঝাতে হরাইজেন্টাল আবার হ্যা বোঝাতেও তাই। খুব সূক্ষ ফারাক, হ্যা এর সময় মাথা নাড়ানোতে একটু বেশি ঢেউ খেলবে। তা আমিও বুঝে নিলাম। কিন্তু সে যে এরম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে কে জানত? দেড় বছর বাদে বন্ধুর বিয়েতে চন্দননগরে ভীম নাগের সন্দেশ পরিবেশন করছিল, আর আমি সেখানেই কেসটি খেলাম। একটা সন্দেশ দিয়ে বলে আর দেব? আমি মনের ভুলে তামিল মতে মাথা নেড়ে হ্যা বলেছি, ব্যাস।
    সে দুঃখ আমার আজ যায় নি।

    (ক্রমশ:)
  • bb | 24.96.125.41 | ১৫ এপ্রিল ২০১৩ ১১:৩৩599115
  • b কে ধন্যবাদ, আপনি তামিল একেবারে 'জড়ের মধ সোহা' করে দিয়েছেন
  • | 190.215.3.221 | ১৫ এপ্রিল ২০১৩ ১১:৪২599116
  • সে কী কথা ? ভামসি বলে এক পিস ছেলে তো আই এস আই তে পড়তো। আমাদের এক ব্যাচ জুনিয়ার।
  • ব্যাং | 132.167.118.84 | ১৫ এপ্রিল ২০১৩ ১১:৫১599117
  • মুথু মানে ছোট। কনিষ্ঠ। আমাদের যেমন ছোট্টু বা ছোটকু ডাকনাম হয়।
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ১২:০৫599118
  • ঠিক ঠিক। বাবার নাম লিঙ্গরাজ (এরকম নামও হয়, ম্যাগো!!) হলে বড় ছেলে মহালিন্গম আর ছোট ছেলে মুথুলিন্গম। ফ্যামিলি প্ল্যানিং আর দিব্য দৃষ্টিটা ভাবুন একবার।!!
  • | 190.215.3.221 | ১৫ এপ্রিল ২০১৩ ১২:০৭599119
  • ঃ))))
  • b | 135.20.82.166 | ১৫ এপ্রিল ২০১৩ ১২:০৮599120
  • কৃশানু কি ভুবনেশ্বর যান নাই?
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ১২:০৯599121
  • গেছি গেছি :-) এতো পাতি খিল্লির টই
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ১২:২৩599122
  • ডাক্তার দেখাতে গেলুম, কি একটা হয়েছিল। ডাক্তার এর নাম দেখেই টাকে উঠলো ( চোখ) - ড: রবীন্দ্রনাথ টেগোর মুথুস্বামী!! সৌম্য চেহারার ভদ্দরলোক, সত্তরের কাছে বয়েস। অনেকক্ষণ নাড়ী টিপলেন, গলায় আলো ফেললেন, চোখ উল্টে উল্টে দেখলেন। আমি শেষে আর থাকতে না পেরে জিগেস করেই ফেললাম - এরকম নাম কেন? হেসে বললেন - মাই ফাদার ওয়েন্ট ক্রেজি আফটার রিডিং সং অফারিন্গ্স। বলেই - হোয়ার দা মাইন্ড ইজ ---।
    চুপ করে শুনে চলে এলুম।
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ১২:৩৬599123
  • আমার বন্ধুর প্রেমিকা আমাদের জন্য বই, সি ডি , এই সব কিনে পার্সেল করে পাঠাত। বাড়িতে কেউ থাকতাম না, তাই ডেলিভারি আস্ত আমার আপিসে। তাকে ফোন করে আমার আপিসের এড্রেস দেওয়াটা ছিল আমার জীবনের তখন পর্যন্ত দীর্ঘতম ফোন কল। বুঝতেই পারছেন কেন!! জায়গা গুলির নাম শুনে বিভিন্ন শ্রবণ প্রতিক্রিয়া ভেসে আসছিল - ইস। এইরকম ও নাম হয়? কি সব জান্তব শব্দ বলছিস? - এইসব আর কি।

    এদিকে আমার ভাষাশিক্ষা পুরোদমে চলছে। তামিল তেরিয়াদে থেকে কুন্জম কুন্জম তেরিমা তে উন্নীত হচ্ছি। তেরিয়াদে বলতে এখন গায় লাগে। একদিন খুব কায়দা করে কুনজু কুনজু তেরিমা বলে ফেলেছি। যে ছেলেটিকে বলেছি তারই মুখ লাল হয়ে গেল। সে কানের কাছে ফিসফিস করে বলল বি কেয়ারফুল। কুনজু মিনস ম্যানহুড!!

    কি বলতে চাইল বুঝলাম।
  • bb | 24.96.48.174 | ১৫ এপ্রিল ২০১৩ ১২:৪৩599125
  • সেতো আমাদের এক্দাদা ছিলেন অফিসে। য্খন সুমিথা মহালিংগম জয়েন করল, ভীষণ চিন্তিত হয়ে আমার তেলুগু বন্ধুকে প্রশ্ন করলেন - মেয়ের নাম কি করে মহালিংগম হবে, তারপর ভয়ংকর উত্তেজিত হয়ে অ্যানটমি নিয়ে বোঝাতে লাগলেন এটা কিভাবে সম্ভব নয়। তখন আবার তাকে বোঝাতে হল যে তামিলদের কোন সারনেম হয় না। তাই মহিলারা বিয়ের আগে বাবার এবং তারপর স্বামীর নাম নিয়ে নেন। এই অ্যানাটমির প্রবলেমের এক লজিকাল সল্যুশান পেয়ে দাদা খুশ, আর আমরাও হাঁফ ছেড়ে বাঁচলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন