এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রিটায়ারমেন্ট প্ল্যান

    Ekak
    অন্যান্য | ০১ এপ্রিল ২০১৩ | ৪৫৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.176.32.39 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:৩৮599569
  • আমার রিটায়ারমেন্ট প্ল্যান হোলো বেলা দশটা অব্দি শুয়ে শুয়ে বই ,খবরের্কাগজ পড়া।
  • Ekak | 24.99.179.33 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:৪০599580
  • আলটিমেট রিটায়ারমেন্ট এর কথা হচ্ছেনা । কিন্তু এই যে ধোবার গাধা হয়ে আপিস-বাড়ি করে জীবন কেটে গ্যালো এ আর কদ্দিন ? কে কী ভাবছেন ? অনেক কিছুই তো করতে মন চায় যেগুলো এই দিনে ১২ ঘন্টার "জব" না ছাড়লে সম্ভব না । সেগুলো কী স্বপ্ন থাকবে ?

    আফটার রিটায়ারমেন্ট টাকাকড়ি র প্লেন কী ? ইনভেস্টমেন্ট -ইনফ্লেশন-মেডিকেল কস্ট সব ধরে একটা রিটায়ারমেন্ট স্কীম বানিয়ে ফেললেন নাকি ?

    রিটায়ার করে কী করবেন ? অনেক কাজ যা এখন প্যাশন হিসেবে করতে ভাল্লাগে সেগুলো তখন একমাত্র কাজ হয়ে দাঁড়ালে ভালো লাগা থাকবে তো ?

    আর্লি রিটায়ারমেন্ট সম্ভব ? অনেকের ই ইটা স্বপ্ন । কিন্তু নিষিদ্ধ স্বপ্ন । পরকিয়ার চেও নিষিদ্ধ !! ৪৫ এর মধ্যে সব ধানাই পানাই গুটিয়ে জাস্ট মন্খুশি বেরিয়ে বেড়ালে বা জানলার পাশে বসে "ভারতের ইতিহাসে কচুপাতার ভূমিকা " নিয়ে সেল্ফ এপয়েন্তেদ গবেষণা করলে চারপাশের লোকজন মেনে নেবে তো ?

    কে কী ভাবেন এট্টু ঝেড়ে কাশুন দেখি ।
  • Ekak | 24.99.179.33 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:৪০599591
  • কুমু

    তারমানে বাকি সব কিছু সেটল্ড :)
  • fsck | 131.241.218.132 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:৪৪599602
  • এখনো ভাবতে শুরু করিনি। আফনেরা ল্যাখেন, পড়ে ভাবতে শিখি।
  • kumu | 132.176.32.39 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:০৫599613
  • একক,বাকী সবকিছু মানে কী?
    ছেলেরা মোটামুটি সেটেলড,বাবামার চিন্তা অবশ্য সবসময়েই থাকে(উদা-অর্পণের বাবা লুরু এসে ছেলের সার্জারী সামলে গেলেন)।

    আমরা বুড়োবুড়ী খুবই সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী,ডালভাতের খর্চা চলে যাবে।বেড়ানো ইঃ যতটুকু বাকি আছে সেও।রইল বাকী চিকিচ্ছে-সেই নিয়ে ভাবাভাবির কিসু নাই,যা কপালে আছে হবে(কেউ কেউ বলেন আমার এহেন গাছাড়া স্বভাবের জন্নেই জেবনে কিছু হল না,তা সবকথায় কান দিলে চলে না)।
    বরম আমার কাছে তোমার ৩-৪০ অনেক বেশী ইম্পর্ট্যান্ট মনে হল-"রিটায়ার করে কী করবেন ? অনেক কাজ যা এখন প্যাশন হিসেবে করতে ভাল্লাগে সেগুলো তখন একমাত্র কাজ হয়ে দাঁড়ালে ভালো লাগা থাকবে তো ?"
    এত অল্প বয়সে তুমি এটা বুঝেছ দেখে আশ্চর্য লাগল।
    আর একটা বিরাট সমস্যা আছে-অতিশয় ছটফটে বাক্যবাগীশ শ্যামলদার জন্য সারাদিন কিছু না কিছু কাজের ব্যবস্থা করা।
  • Blank | 180.153.65.102 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:০৬599624
  • আরে পিপিএফে কত টাকা করে বছরে রাখলে আর রিটায়ার নিয়ে ভাবতে হবে না, সেই হিসেব খানা দাও।
    (ধরে নিচ্ছি যে তখন আর কোনো নতুন ক্যামেরা কিনবো না - অ্যাপল উঠে যাবে। খর্চা বলতে সামান্য মদ আর বই আর ইন্টারনেটের বিল)।

    --------------------------------------------------------------------------------
  • bb | 24.96.96.5 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:০৮599635
  • আমি ৫৫তে রিটায়র করব, তারপর কি করব তাও ঠিক, টাকা পয়্সার প্ল্যান ও জানি -সেই দিকেই কাজ চলছে।
  • fsck | 131.241.218.132 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:১২599639
  • ধুর ব্ল্যাঙ্কির জন্যে অনেক সহজ পন্থা আছে।
  • bb | 24.96.96.5 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:৫৩599559
  • ব্যাপারটা এমনিতে খুব সোজা-
    ১) আপনার জীবনযাত্রা অনুযায়ী আজকের হিসাবে রিটায়ার করলে কতটাকা লাগবে সেটা আগে ঠিক করে নিন - শুধু খেয়াল রাখবেন তখন অসুখ জনিত খরচা বেশী হবে। ধরুন আজকের হিসাবে সেটা মাসে ২৫ হাজার।
    ২) এইবার আপনি যবে রিটায়ার করতে চান ততদিন পর সেটা ৬% মুল্যবৃদ্ধি হিসাবে কত হবে সেটা ঝ্ট করে বার করে ফেলুন।
    ধরুন একজন ৩৫ বছরি লোক যদি ৫৫তে রিটায়ার করতে চায় তাহলে তখন ঐ ২৫বেড়ে হবে ৭০হাজার প্রতি মাসে।
    ৩) এইবার আপনি কতদিন বাঁচবেন- ধরুন ৮০ অবধি। তাহলে আপনার দরকার x টাকা যা আগামী আরো ২৫ বছর আপনাকে মাসে মাসে ৭০ হাজার হিসাবে (এটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু) আরও ২৫বছর দিয়ে যাবে।
    ৪) ধরুণ এই Xটা হোল ৫ কোটি তখনকার হিসাবে ( য্খন আপনি ৫৫ হবেন)।
    ৫) এই বার আপনার এই ৫ কোথা থেকে আসবে তার একটা হিসাব করতে হবেঃ
    ক) আপনার পিএফ হবে সিংহভাগ - ৩৩ থেকে ৪৫% যদি আপনি কম বয়স থেকে ভিপিএফ করেন আর কোম্পানী বদলানোর সময় পিএফ তুলে না নেন।
    খ) আপনার পিপিএফ, ইন্সুরেন্স ইত্যাদী দেবে আরো ৩০ শতাংশ মত।
    গ) বাকি ২০-৮০ শতাংশের জন্য আপনাকে নিয়মিত টাকা জমাতে হবে, আপনার খরচ, আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর হাতে কত সময় আছে তার ওপর বিচার করে।
    হ্যাঁ এরমধ্যে SIP আছে টাকা ইনভেস্টের জন্য, আর মেজর খরচা ছেলে মেয়ের পড়া ইত্যাদি নিতে হবে।
    ব্যস এবার নেমে পড়ুন।
  • potke | 132.178.243.172 | ০১ এপ্রিল ২০১৩ ১৭:২৪599560
  • থাক ভেবে কাজ নাই--যা হবে দেখা যাবে!
  • a | 132.179.43.33 | ০১ এপ্রিল ২০১৩ ২০:৪৬599561
  • যেহেতু নিজে কদিন ভাবছি এনিয়ে, তাই খিস্তি খাবার চান্স আছে জেনেও দু সেন্ট দিই

    ১। টার্ম ইন্সুরেন্সঃ মানে হল আপনি বছর বছর টাকা দিয়ে যাবেন। কিছু ফেরত পাবেন না। মারা গেলে নমিনি একটা লাম্প সাম পাবে। এটা এখন অনলাইন করা যায়, প্রিমিয়াম খুব বেশি না বছরে। সেম উইথ হেলথ ইন্সুরেন্স
    ২। পিপিএফঃ বছরে সর্বোচ্চ ১ লাখ টাকা জমা করা যায়। ১৫ বছর ধরে দিয়ে গেলে ৩০ লাখ পাবেন। ট্যাক্স ফ্রী রিটার্ন।

    http://www.jagoinvestor.com/2012/11/investing-for-newcomer.html

    http://www.jagoinvestor.com/2009/07/6-steps-of-doing-retirement-planning-by.html

    তো এগুলো হল গিয়ে বেসিক স্টেপ্স। এর পর ইনভেস্টমেন্ট করুন আপনার সামর্থ আর রিস্ক নেবার মানসিকতা অনুযায়ী। ট্যাক্স এড়ানোর চেষ্টা করুন, প্রয়োজনমত লিকুইড ক্যাশ রাখুন। এই আর কি।

    যে দুটো লিং দিলাম, সেগুলো জাগো ইনভেস্টর থেকে। মনীশের লেখাগুলো যেমন ভালো, তেমনি খুব ভাল লাইভ ফোরাম আছে।

    আর কিছু যোগ করার থাকলে প্লীজ আমাকেও জানান আর আলোকিত করুন
  • প্পন | 126.202.124.107 | ০১ এপ্রিল ২০১৩ ২০:৪৯599562
  • গভর্নমেন্ট বন্ড সম্পর্কে কেউ দু' পহা দেবেন?
  • siki | 132.177.71.199 | ০১ এপ্রিল ২০১৩ ২০:৫৪599563
  • আমার মেয়েটা এখনও সেটলড হল না। এদিকে সোনা টোনাও কেনা নেই। ক্ষী চাপ জীবনে।
  • potke | 132.178.243.172 | ০১ এপ্রিল ২০১৩ ২১:০০599565
  • আমার একখান আসে-UBI infra-5 yrs locked in period--tax-free return বছরে ২০k অব্দি ডিডাক্টেবেল পার বন্ড ক্লেম করা যায়। ইন্টারেস্ট ১১%-ব্যাস!
  • potke | 132.178.243.172 | ০১ এপ্রিল ২০১৩ ২১:০০599564
  • আমার একখান আসে-UBI infra-5 yrs locked in period--tax-free return বছরে ২০k অব্দি ডিডাক্টেবেল পার বন্ড ক্লেম করা যায়। ইন্টারেস্ট ১১%-ব্যাস!
  • প্পন | 126.202.124.107 | ০১ এপ্রিল ২০১৩ ২১:০৬599566
  • পটকে, কিসুই বুঝলাম না। বন্ড ফর ডামিজ এই বিষয়ে অন্তত একটা প্যারাগ্রাফ লেখো।
  • siki | 132.177.71.199 | ০১ এপ্রিল ২০১৩ ২১:১৫599567
  • আরে ইনফ্রাস্ট্রাকচার বন্ড। এক লাখ এইট্টিসি-র ওপর কুড়ি হাজার পর্যন্ত এই বন্ড কিনলে ট্যাক্স ছাড় পাওয়া যায়। গত তিন বছর ধরে চলছে এইটা। আমার বউ কেনে তো প্রতি বছর।
  • প্পন | 126.202.124.107 | ০১ এপ্রিল ২০১৩ ২১:১৯599568
  • ও হ্যাঁ, তাতে রিটার্ন কেমন আসে? গ্যারান্টিড রিটার্ন কিনা এগুলো কে বলবে?
  • pinaki | 132.164.161.127 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৩২599570
  • আরে রামোঃ। ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে তো অন্য টই আছে। এখানে প্যাশন নিয়ে কথা হোক না।
  • bb | 24.96.96.5 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৩৯599572
  • প্পন - Gsec হচ্ছে রিস্ক ফ্রীই ইনভেস্টমেন্ট যাদের ইল্ড ৮% এর কাছাকাছি।
    তবে সেখানে না রেখে ICICI এর একটা স্কীম আছে যারে ঐ G-Sec এ Invest করে আর সঙ্গে ইন্স্যু দিয়ে ওটাকে ট্যাক্স ফ্রি করে দেয় সেটা বেটার।
    আর অয়ন যেটা বলেছেন সেটা হচ্ছে ইন্সুরেন্সের বেসিক। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে সিকিউরিটি।
  • | 127.194.87.56 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৩৯599571
  • এ বছর থেকে পি এইচ ডি কাজ শুরু। গাইড নির্বাচন হয়ে গেছে। বিষয় ও মোটামুটি। পাঁচ - ছ বছর যত দিন লাগে। তার পরে পড়ানো আর যত খুশী বেড়ানো আর গল্পের বই পড়া।
  • pi | 78.48.231.217 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৪০599573
  • '৪৫ এর মধ্যে সব ধানাই পানাই গুটিয়ে জাস্ট মন্খুশি বেরিয়ে বেড়ালে বা জানলার পাশে বসে "ভারতের ইতিহাসে কচুপাতার ভূমিকা " নিয়ে সেল্ফ এপয়েন্তেদ গবেষণা করলে চারপাশের লোকজন মেনে নেবে তো ?'

    একক, আশেপাশের লোকে মেনে নেবে না বলে করবি না ?
  • কৃশানু | 213.147.88.10 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৪৪599574
  • ১) ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ধরে একবার ভ্রমণ।
    ২) মঙ্গোলিয়া থেকে জেন্গিজ খাঁ-র পথ ধরে বুলগেরিয়া অব্দি।
    ৩) মাসায়মারায় মাইগ্রেশন দেখা
    ৪) ব্রাজিলে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখা এবং রিও ফেস্টিভাল দেখা।
    ৫) রোম, বুখারা, সমরখন্দ, পেশাওয়ার ইস্তাম্বুল-এ এক এক বছর করে কাটানো।
    ৬) ওপরে যা যা বললাম তার ছবি তোলা ও লেখা।
  • | 127.194.87.56 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৪৬599575
  • ও ই ভাবে প্ল্যানিং করে কিস্যু হবে না। তাতে যেটা হবে তুমি আর কোন দিন রিটায়ার করতে পারবে না। ঃ))
  • pi | 78.48.231.217 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৪৬599576
  • ১ নং টা তো আমি সেই কব্বে থেকে কয়ে আসছি !
  • | 127.194.87.56 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৪৭599577
  • কৃশানু র টু ডু লিস্টে "বিয়ে করা" নেই? ঃ))
  • | 127.194.87.56 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৪৯599579
  • পাই র টু ডু লিস্টে এ মশা দের নিয়ে কোন অ্যাক্টিভিটি নেই?
  • কৃশানু | 213.147.88.10 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৪৯599578
  • বোতিন্দা, রিটায়ারমেন্ট এর পর বিয়ে করব না বলেই ভাবছি।
  • | 127.194.87.56 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৫৫599581
  • বেড়াতে যাবার লিস্টি টাও দিয়ে দিঃ

    ১। মিশর (হাতে সময় নিয়ে)
    ২। বালী,ইন্দোনেশিয়া এবং আশেপাশে সেই সব জায়্গায় যেখানে হিন্দু/বৌদ্ধ সভ্যতা এক সময় প্রসারিত হয়েছিল
    ৩। জাপান - একটি আদ্যন্ত ডিসিপ্লিনড জাতি কে আরো কাছ দেখতে। কর্ম সূত্রে কয়েক জন জাপানী র সাথে কাজ করর সৌভাগ্য হয়েছে তাতে এই ইচ্ছ আরো প্রবল হয়েছে।
    ৪।ফ্রান্স
    ৫। ইতালী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন