এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নুনি পুরাণ

    Ishan
    অন্যান্য | ২৬ এপ্রিল ২০১৩ | ৩৭৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.43.65.245 | ২৭ এপ্রিল ২০১৩ ০১:১৮600862
  • সে এক মহতী পরিবেশ। আকাশে চাঁদ। নিঃস্তব্ধ বাঁশঝাড় দুলছে। দূরে আলোকখচিত জোতদার বাটি। সেখানে বন্দুকধারী দুই রক্ষীকে দেখা যাচ্ছে। অবস্থা অনুকূল। শুধু হা-রে-রে-রে করে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। এই সময়েই আজুলো ও তার সঙ্গীর মধ্যে নিম্নলিখিত কথোপকথনটি হয়, যা কোনো কমিটির মিনিটস অফ মিটিং এ লেখা নেইঃ

    আজুলোঃ মারব তো বটে, কিন্তু ব্যাটা জোদ্দার গেল কই? একটু প্ল্যানটা দেখ তো।

    সঙ্গীঃ বেরোয়ও তো না।

    আজুলোঃ আব্বে প্ল্যান টা কি?

    সঙ্গীঃ (টুকরো কাগজ খুলতে খুলতে) জোদ্দার ব্যাটা বেরোবে...

    আজুলোঃ আগে বাড়।

    সঙ্গীঃ তারপর কোনো সেপাই-সান্ত্রী ছাড়াই এই বাঁশবাগানের দিকে আসবে।

    আজুলোঃ কী গাম্বাট জোদ্দার মাইরি। তাপ্পর, তাপ্পর?

    সঙ্গীঃ ব্যাটা পিছন ফিরে গার্ডদের বলবে, অ্যাই তোদের ঘুম পেয়েছে বাড়ি যা।

    আজুলোঃ খ্যা খ্যা। মালগুলো চলে যাবে?

    সঙ্গীঃ যাবে না মানে? ওদের ধড়ে কটা মাথা? মালিকের কথা শুনতেই হবে। প্ল্যান তো সেই ভেবেই বানানো।

    আজুলোঃ এইটা ঠিক বলেছিস। একদম। তারপর?

    সঙ্গীঃ তারপর চুপি-চুপি বাঁশবাগানে ঢুকবে। দিয়ে এইখানটায় আসবে।

    আজুলোঃ কোন খানটায়?

    সঙ্গীঃ সেটা ঠিক পড়া যাচ্ছেনা। তবে এই ধরো তোমার ঠিক সামনে।

    আজুলোঃ আমার সামনে কেন আবার? তোর সামনে এলেই তো পারে।

    সঙ্গীঃ আমার সামনে? ঠিক আছে কমরেড। প্ল্যান রিভাইজ করে দিচ্ছি। (হাত থেকে ছুরি নামিয়ে প্যান্ট থেকে কলম বার করে কাগজে আঁকিবুকু কাটে)।

    আজুলোঃ হল?

    সঙ্গীঃ হ্যাঁ।

    আজুলোঃ কী দাঁড়ালো রিভাইজড প্ল্যানটা?

    সঙ্গীঃ এই তো আমার সামনে দাঁড়াবে। আর আমি খপ করে মুন্ডু চেপে ধরে ঘচ করে ছুরি দিয়ে পাইয়ে দেব।

    আজুলোঃ বাঃ বাঃ। চমৎকার। কিন্তু...

    সঙ্গীঃ কিন্তু কী? প্ল্যান ভালো না?

    আজুলোঃ না না সে খুবই ভালো। পারফেক্টো। কিন্তু এতে আমার আবার কি করার আছে। স্ক্রিপ্টে তো শুধু তোর আর জোদ্দারের রোল। জোদ্দার এদিকে আসবে আর তুই কপ করে ধরবি।

    সঙ্গীঃ (মাথা চুলকে) তাও বটে। কী কর যায় তালে?

    আজুলোঃ কী আবার। আমাকে যখন দরকারই নেই, আমি আর থেকে কি করব? তোদের ব্যাপার তোরাই বুঝে নেগে যা। তোর জোদ্দার তুই কাটবি সামনে দিয়ে কাট পিছন দিয়ে কাট নিজে বুঝে নে। আমাকে এর মধ্যে রাখিসনা।
  • Ishan | 202.43.65.245 | ২৭ এপ্রিল ২০১৩ ০১:২৩600863
  • অজুলোর চলেই যেত। তার সে রাতের যুক্তি অব্যর্থ ছিল। শিল্পে অতিরিক্ততা বর্জনীয়। বিপ্লব শিল্প ছাড়া কি?

    কিন্তু পৃথিবীর এই প্রান্তে কোনোকিছুই যুক্তি মেনে চলেনা। সঙ্গী আজুলোকে খামচে ধরে। -- চলে যাবে?

    -- না তো কি?

    -- তাহলে আমিও যাব।

    -- আরে তুই গেলে কিকরে হবে? আজুলো রেগে যায়। পিছন থেকে কমিটি দেখছে না? তোকেও হুড়কো দেবে । আমাকেও।

    -- রাখো কমিটি। সঙ্গী আরও তেড়েফুঁড়ে বলে। মশা কামড়ে ফিনিশ করে দিচ্ছে, একটা ওডোমস অবধি দেয়নি। আবার কমিটি।
  • Ishan | 202.43.65.245 | ২৭ এপ্রিল ২০১৩ ০১:৩৪600864
  • আজুলোর আর যাওয়া হয়না। এভাবে সবকিছু ছেড়ে দেওয়া যায়না। শিল্পেও শৃঙ্খলার একটা ভূমিকা থাকে। বিপ্লবের আনাড়িপনাকে বলে অ্যানার্কি। এ নিয়ে আজুলোর দীর্ঘ বক্তব্য একসময় ইউনিভার্সিটি কাঁপিয়েছে। আজ তার ফলিত প্রয়োগ। আজুলো তাই বাঁশঝাড়ের পিছনে চুপ করে দাঁড়ায়। সঙ্গীকে নিয়ে। মশারা রক্ত খায় লিটার-লিটার। সে একটি আর্তনাদও করেনা। চোয়াল শক্ত করে জোদ্দারের প্রতীক্ষা করে। বিপ্লবীদের চোয়াল এমনই শক্ত হয়।

    রাত এক প্রহর। জোদ্দার আসেনা। প্রহরীরাও নড়েনা। সাথীদের খুনে রাঙা পথে শুধু মশাদের আনাগোনা। দুই প্রহর। পরিস্থিতি অপরিবর্তিত। তিন প্রহর... আজুলো ধৈর্য হারিয়ে বলে, -- কিরে তোর জোদ্দার কই।

    -- আমি কি করব। প্ল্যানে লেখা আছে আসবে।

    -- তাহলে আসেনা কেন?

    -- প্ল্যানে ভুল আছে বলছ নাকি?

    -- চুপ। আজুলো খেঁকিয়ে ওঠে। সালা প্রতিক্রিয়াশীল। তোর কোর্ট মার্শাল হওয়া উচিত। এরপর বলবি রেডবুকেও ভুল আছে।

    সঙ্গী একটু মিইয়ে যায়। তাহলে। তাহলে তুমিই বলনা, আসেনা কেন।

    -- ব্যাপারটা বোঝ। প্ল্যানে ভুল নেই। আজুলো বলে। ভুলটা জোদ্দারের। ব্যাটা ভুল করে এদিক মাড়াচ্ছে না।
  • Ishan | 202.43.65.245 | ২৭ এপ্রিল ২০১৩ ০১:৫৪600865
  • ভুল নিঃসন্দেহে জোদ্দারেরই। কিন্তু ব্যাটা ভেবেছে টা কি? সে মূর্খ যদি ভুল করে বাড়ির সামনে গার্ড বসিয়ে আরামে নিদ্রা যায়, তার জন্য বিপ্লব থেমে থাকবে? এতই ঠুনকো নাকি সবকিছু। আজুলোর ক্রোধ জাগ্রত হয়। এভাবে ছেড়ে দেওয়া যায়না। অ্যাকশন আজকে করতে হবে। যে কোনো মূল্যে।

    -- কিন্তু কি করে কমরেড?

    -- তোর হাতের ছুরি, আমার হাতের কাটারি। এরা আজকে শত্রুর রক্ত দেখেই ছাড়বে। বলতে বলতে আজুলোর চোখ জ্বলজ্বল করে। খুনিদের চোখ যেমন হয়। দূরে, চারদিক কাঁপিয়ে হঠাৎ এক গর্জন শোনা যায় -- হালুম। চিনতে কোনো ভুল হবার কথা নয়। সঙ্গী ঘাবড়ে গিয়ে বলে, -- রক্ত? রক্ত কোত্থেকে পাবো? নিজের হাত থেকে বার করব আজুলোদা?

    দূরে বাঘ আবার গর্জন করে ওঠে। সেই শব্দে কিছু পাখি উড়ে যায় গাছ থেকে। ওদিকে জোদ্দারের বাড়ির সামনের প্রহরীরা ইতি-উতি চায়। তারপর সদর দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে।

    -- চোপরাও সালা। তুই নি নিজেই নিজের শত্রু নাকি?

    জোদ্দারের বাড়ির ঠিক পাশে একটা চালা ঘর। প্রহরীরা সে ঘরের দরজা খুলে ভিতরে ঢোকে। আর ঝটপট আওয়াজ করে সেই ঘর থেকে দৌড় মেরে বেরিয়ে আসে পাখিসদৃশ দুই প্রাণী। কোঁকোর কোঁ শব্দ করতে করতে তারা সিধে বাঁশঝাড়ের দিকে দৌড়ে আসে।

    -- আজিলো দা। চলো। সঙ্গী বলে। কেটে পড়ি। বাঘে ধরলে...

    -- চোপরাও। আজুলো বলে। বাঘ ধরার আগেই আমরা ধরব ওদের।

    -- ওরা তো ভিতরে ঢুকে গেছে।

    -- ভিতরে কোথায়? বাঁশঝারের দিকে ছুটে আসা দুই মুর্গির দিকে আঙুল তোলে আজুলো। -- এই তো এখানে।

    -- এগুলো? সঙ্গী বিহ্বল গলায় বলে। এরা তো মুর্গি।

    -- তাতে কি? আজুলো গর্জন করে ওঠে। ধর ব্যাটাদের। আজ হেস্তনেস্ত হোক। চোখে তার খুনের নেশা।

    সেই রাতে বিপ্লবের শিখা প্রজ্জ্বলিত হয় চব্বিশ পরগণার ওই গামে। জোদ্দারের প্রতিভূ এই মুর্গিদুটির রক্তে দীক্ষালাভ করে একটি কাটারি ও একটি ছুরি। তারপর আগুনের চারদিকে গোল হয়ে বসে খানাপিনা। উল্লাস। সাফল্যের আনন্দ উদযাপন। আদিম মানুষদের উৎসব এরকম। বিপ্লবীদের প্রতিশোধও এরকমই। পৃথিবীর এই প্রান্তে।

    (দ্বিতীয় পর্ব সমাপ্ত)
  • pi | 78.48.231.217 | ২৭ এপ্রিল ২০১৩ ০২:৫২600866
  • 27 Apr 2013 -- 12:47 AM এর পোস্টটা তো অর্ক্কুটে নীলাকাশের । কোটেশন চিহ্নটা থাকলে ভালো হত।
  • | 130.60.137.165 | ২৭ এপ্রিল ২০১৩ ০৩:২১600867
  • সেই সময়কার কিছু ঐতিহাসিক উপাখ্যান, অনেক কাঠখড় পুড়িয়ে রিসার্চ করে বার করা -

    http://uncyclopedia.wikia.com/wiki/User:Utsavguhathakurta/NUNI
  • Nyaka Premik | 127.254.94.41 | ২৭ এপ্রিল ২০১৩ ১৩:০৭600868
  • জঅয় মাআআআহ,,
  • dd | 132.171.5.219 | ২৭ এপ্রিল ২০১৩ ১৭:৫৫600869
  • আমি ই একমাত্র। আর কেউ নেই। ওনলি মি।

    কিসুই বুঝলাম না। হিউমার? স্যাটায়ার? একমাত্তর কেসি লিখিত গল্পাংশটায় আমোদ পেলাম। মানে বুঝলাম। বাকীটা কম্পুটারের মতনই অবোধ্য থেকে গেলো। যাগ্গে।

    আমার ভেবলায়ণ সম্পুর্ণ।
  • siki | 132.177.146.255 | ২৭ এপ্রিল ২০১৩ ২০:২৩600870
  • আমিও যাগ্গে।
  • kc | 188.61.96.29 | ২৭ এপ্রিল ২০১৩ ২০:৪৩600872
  • গপ্পটা আমি লিখি নাই ডিডিদা। কোটেশন মার্কটা দিতে ভুলেছি।
    নেহাতই টইটাকে বেপথু করার অপচেষ্টা। কারাগারে আঠার বছর কারুর খারাপ লাগতেই পারে, আজিজুল হককে খারাপও লাগতে পারে, কিন্তু কিছু লোকের নিরন্তর একমুখী খিল্লি করতে কোনও রকমই ক্লান্তি আসেনা। তাই বেপথু করার অপচেষ্টা। ঃ-((
  • pi | 78.48.231.217 | ২৭ এপ্রিল ২০১৩ ২১:০২600873
  • বেপথু ! ! :O
  • | 24.96.174.206 | ২৭ এপ্রিল ২০১৩ ২১:০৪600874
  • ডিডি বোঝেন নি এইটা কেমন বিশ্বাস হল না।

    আমার কিন্তু সলিড লাগছে ঐ হাল্কা নবারুণের ছায়াটুকু ছাড়া।
  • pi | 78.48.231.217 | ২৭ এপ্রিল ২০১৩ ২১:২৭600875
  • কেসিদা অর্কুট থেকে একটা পোস্ট পেস্ট করে টই এ কাঁপন ধরিয়ে দেবার চেষ্টা করেছিলেন, এটাও আমার সলিড লাগলো।
  • bhusuku | 47.130.227.133 | ২৭ এপ্রিল ২০১৩ ২১:৪২600876
  • এখানে আমি আসিনা। এক বন্ধু বললেন তাই দেখলাম।
    যে দেখলাম, তাতে আসতে রুচিও হয় না।
    যাকে নিয়ে খিল্লি করছেন, তার নখের যোগ্য হতে পারবেন তো?
    বিলেত আমেরিকার ঠান্ডা ঘরে বসে, আরামের চাকরি বাগিয়ে এসব সাইটে তাত্ত্বিক মার্কসবাদের চর্চা করে আজিজুল দা কে নিয়ে খিল্লি করাটা, বালিগঞ্জের ফ্ল্যাট নিয়ে নোংরা ইঙ্গিত করাটা খুব সহজ তাই না।

    উনি আপনাদের মত চালাক নন তো, একটু বোকাসোকা মানুষ। তাই ঠিক সময় বুঝে আমেরিকা তে শান্শালো চাকরি তা বাগিয়ে নিয়ে, নতুন কোনো মল সংলগ্ন কোম্প্লেক্ষে ফ্ল্যাট বাগিয়ে ইন্টারনেট এ বিপ্লব করা যায়, এটা বোঝেননি। দিনের পর দিন পুলিশের মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, আর আজকে সমাজের এই খিল্লির পাত্র হচ্ছেন।
  • siki | 132.177.146.255 | ২৭ এপ্রিল ২০১৩ ২৩:৪৮600877
  • ও-ও-ও, নুনি মানে আজিজুল হক?

    ল্লেপ্পচা। আমি আগাপাস্তলা আরেকবার রিভিশন দিয়েও কিছু বুঝতে পারি নি।
  • প্পন | 190.215.77.253 | ২৭ এপ্রিল ২০১৩ ২৩:৫৩600878
  • এবার বলবে কমরেড অসাম কে তাও বোঝেনি!
  • siki | 132.177.146.255 | ২৮ এপ্রিল ২০১৩ ০০:০১600879
  • বললে বলে বুঝলাম। :) আদারওয়াইজ বোঝার কোনও চান্সই ছিল না।

    এর থেকে বিষাদলক্ষ্যী বোঝা অনেক সহজ মনে হয়।
  • নেতাই | 132.177.169.216 | ২৮ এপ্রিল ২০১৩ ০১:৫৪600880
  • কমরেড অসাম আমি এখনো বুইতে পারিনি। ঃ(
  • sinfaut | 127.194.232.123 | ২৮ এপ্রিল ২০১৩ ০৯:৫৫600881
  • নুনি কি করে আজুলো হবে? আজুলো একজন নুনি হলেও হতে পারে। ঐ আনসাইক্লোপিডিয়া তে দেখলাম তো নুনি মেম্বার লেখা আছে। সে একজন লোক কী করে হবে? মানে যতটুকু বুঝলাম। কিন্তু এই পুরো নুনি আখ্যান নিয়ে এই হাসহাসহুসহুস টা কেন সেইটা আমার কাছে সব থেকে বড় রহস্য। বহুদিন ধরে শুনে আসছি নুনি ধর্বে, নুনি ধর্লে সার্ভার পড়ে যাবে এইসব। সেইটার মানে কী?
  • ব্যাং | 132.167.72.145 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:০৪600883
  • নেতাই, অসামের কাছাকাছি আর কোন কমরেডের নাম শুনেছিস, সেটা ভাবলেই বুঝতে পারবি।
  • | 24.97.26.153 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:২৪600885
  • সিঁফো, আমার মনে হয়েছে ঐটা একটা আর্বান মিথ তৈরীর চেষ্টা। কিছুটা ঐ রাশিয়া, চীন, পূর্ব ইউরোপের কমিউনিস্ট জমানার হাশহাশ কে খিল্লি করেই করা।
  • Ekak | 125.118.24.139 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:২৪600884
  • একটা কথা না বললেই নয় । নু* নিয়ে অনেকেই লিখছেন এবং নিজের মত করে সংজ্ঞা দিচ্ছেন । ব্যাপারটা এমন না । নু* র মেম্বার নিজের ইচ্ছেই হওয়া যায়না । সিলেক্তেদ হয়। প্রসেস বলা যাবেনা । মোদ্দা কথা অমুক ব্যক্তি == নু* এরকম না ।
    ইন্টারনেট এ সার্চ করলে যা সামান্য ছবি বা লেখা পাওয়া যায় তা সঠিকভাবে খেয়াল করলে বুঝবেন ইটা কোনো বাঙালি গল্প নয় । একটি আন্তর্জাতিক ব্যাপার । নু* র অয়েব্সায়ত কোনো সার্চ ইঞ্জিনে ধরা পড়েনা কন্টেন্ট তো দুরের কথা । কেও কেও নিজেদের মত করে ব্যাখ্যা দেন ।কিন্তু সেগুলো ঠিক না । গুজবে কান দেবেন না ।

    আমার এক পরিচিত ব্যক্তির এইভাবে নু* নিয়ে ইয়ার্কি দিতে গিয়ে নেট জীবনের পরিসমাপ্তি ঘটে । ভানুয়াতু তে পোস্টেড্।
  • কল্লোল | 125.241.34.119 | ২৮ এপ্রিল ২০১৩ ১৩:৫১600886
  • একটা পচা মিথ্যেবাদীকে নিয়ে অ্যাতো লেখারও আছে!!!!
    মাইরী।
  • aranya | 78.38.243.161 | ২৯ এপ্রিল ২০১৩ ০৩:০৬600887
  • আজিজুল 'পচা মিথ্যেবাদী' !! - বেশ। মিথ্যাকথার উদা কি সিঙ্গুর, নন্দীগ্রাম পযায়ে আজকালে উঃ সম্পাদকীয় গুলো ?
    নাকি তার আগেও উনি মিথ্যা কথাই বলতেন ?
    ১৮ বছর জেলে কাটানো, প্রচুর অত্যাচার সহ্য করা -এগুলো ও কি মিথ্যে?
  • cb | 99.231.125.36 | ২৯ এপ্রিল ২০১৩ ০৩:২৬600888
  • বোধহয় গুরুর টপ টেন উদ্দেশ্যহীন টই এর মধ্যে একটা :)

    জাস্ট মাথার উপর দিয়ে বেরিয়ে গেল
  • কল্লোল | 125.241.84.57 | ২৯ এপ্রিল ২০১৩ ০৬:২৭600889
  • ওনার সিপিএম সমর্থনে লেখা নিয়ে আমার বিরোধীতা আছে - কিন্তু কেউ তো মত পাল্টাতেই পারে।
    আজিজুলদা ঘটনাচক্রে আমার ও আমার নানান বন্ধুদের খুবই পরিচিত। বহুবার ওনার বহু ব্যক্তিগত বিপদে পাশে থেকেছি। কিন্তু উনি অণৃতভাষী। এর বেশী কিছুই বলবো না। সে আমার বিরুদ্ধে অনর্থক কুৎসার অভিযোগ আনলেও না।
  • aranya | 78.38.243.161 | ২৯ এপ্রিল ২০১৩ ০৭:৩৮600890
  • কল্লোল-দা-র ব্যক্তিগত অভিজ্ঞতা অমন হয়ে থাকলে সেটা মেনে নিচ্ছি, তা নিয়ে কোন বক্তব্য নেই। আমার দৌড় আশির দশকের শেষ দিকে আজকালে অশোক দাশগুপ্তের লেখাগুলো আর কারাগারে আঠার বছর ইঃ - ঐ পর্যন্ত-ই।
    ভদ্রলোক নিজের জীবনের, যৌবনের অনেকগুলো মূল্যবান বছর দেশের কাজে দিয়েছিলেন - লেখাপত্তর পড়ে তাই মনে হয়। তার জন্য কিছুটা ভাল লাগা আছে এবং থাকবে।
  • Nyaka Premik | 127.254.91.74 | ০১ মে ২০১৩ ১৮:১২600891
  • নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি
  • Nyaka Premik | 127.254.91.74 | ০১ মে ২০১৩ ১৮:১২600892
  • নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি নুনি
  • rabaahuta | 78.224.201.112 | ১৯ মে ২০১৩ ১২:৩৬600894
  • তারপর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন