এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রতারণার দুই ব্ছর

    malaytewari
    অন্যান্য | ১৪ মে ২০১৩ | ৬২৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • malaytewari | 127.99.19.60 | ১৪ মে ২০১৩ ২২:২৫605044
  • |চার্জশিট|

    ১। সিঙ্গুরের কৃষক জমি পায়নি। আইন-আদালত আর মিথ্যা আশ্বাসে ঝুলছে সিঙ্গুরবাসীর ভাগ্য। টাটা-বামফ্রন্ট গোপন চুক্তি প্রকাশ করেনি তৃণমূল সরকার।

    ২। বামফ্রন্ট আমলে বিনা বিচারে রুদ্ধ শতশত রাজনৈতিক বন্দী কেউ মুক্তি পেলনা। এই সরকার নতুন করে বিনা বাচারে আটক করেছে আরো অনেককে। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনকারীদের ওপর চাপানো বহুবিধ মামলাও প্রত্যাহৃত হয়নি।

    ৩। যৌথ বাহিনী তথা অপারেশন গ্রীন হান্ট প্রত্যাহার করার বদলে স্থায়ী চেহারা দিয়েছে এই সরকার।

    ৪। মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশিত হওয়া ও প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকারের ওপর এই সরকার লাগাতার নিষেধাজ্ঞা, দমন ও পুলিশী নির্যাতন চালাচ্ছে।

    ৫। গরীব মানুষকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করার ধারাবাহিকতা বজায় রেখেছে এই সরকার। গ্রামীণ ক্ষেত্রে বর্গাদার ও গরীব কৃষকদের খাস জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, আর শহরাঞ্চলে বস্তি উচ্ছেদ।

    ৬। কৃষক আত্মহত্যা ও শ্রমিকের অনাহার মৃত্যুকে এই সরকার কোন গুরুত্বই দিচ্ছেনা। ফসলের সহায়ক মূল্য নিশ্চিত করা বা বন্ধ ও রুগ্ন কলকারখানার পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি তামাদি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার।

    ৭। পঞ্চায়েতে গ্রামীন জনতার স্বশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দুর্নীতির ধুয়ো তুলে আমলাদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে গ্রামবাংলার স্বশাসনের অধিকারকে নস্যাত্‍ করছে সরকার।

    ৮। গণতন্ত্র আকাঙ্খায় ছাত্র সমাজের ধারাবাহিক সংগ্রামকে এই সরকার অর্ডিনান্স, স্থগিতাদেশ, দলীয় সন্ত্রাস ও পুলিশ দিয়ে স্তব্ধ করতে চেয়েছে, হেফাজতে নিয়ে হত্যা করা হয়েছে সুদীপ্ত গুপ্তকে।

    ৯। কর্পোরেটতন্ত্র ও দলতন্ত্রের দাপটে চিকিত্‍সা ব্যবস্থা সর্বসাধারণের নাগালের বাইরে।

    ১০। নারী মুখ্যমন্ত্রী নারী নির্যাতন তথা বলাত্‍কারকে বারবার আড়াল করতে চেয়ে পশ্চিমবঙ্গের ইজ্জত্‍ মাটিতে মিশিয়েছেন। তাঁর ও তাঁর দলের নেতাদের লাগাতার ইন্ধনে এমনকি স্টুডেন্টস ইউনিয়নরুমে প্রকাশ্যে দলবদ্ধ ধর্ষণ সংগঠিত হয়েছে।

    ১১। আরো বহু কিছুর মত বিভিন্ন চাকুরী পরীক্ষাগুলোকেও আদালতে ঝুলিয়ে দিয়েছে এই সরকার। অন্যদিকে চিটফান্ড সহ বিভিন্ন অনিশ্চিত্‍, বেআইনী ও বিপজ্জনক কাজকেই কর্মসংস্থান হিসাবে তুলে ধরেছে।

    ১২। সারদা ইত্যাদি প্রতারণাচক্রে তৃণমূল কংগ্রেসের সরকার ও সর্বোচ্চ নেত্রী ও নেতা যুক্ত থেকে লক্ষ লক্ষ গরীব ও মধ্যবিত্তের সর্বস্ব নাশ করেছেন।#

    এক কথায়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সংগ্রামকে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আত্মসাত্‍ করে ক্ষমতায় এসে সেই সমস্ত স্তরের মানুষের সাথেই চরম প্রতারণা করে চলেছে। বিগত দীর্ঘ জমানার শেষ দিকে পেছাতে পেছাতে যেখানে এনে ফেলেছিল বামফ্রন্ট সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার সেখান থেকে শুরু করে প্রবল বেগে এগিয়ে চলেছে পেছন দিকে।

    বিচার্য্য বিষয়~

    পশ্চিমবঙ্গের কৃষক শ্রমিক নারী যুব ছাত্র সাধারণকে শাসন করার নৈতিক অধিকার তৃণমূল কংগ্রেসের আর আছে কি?
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ মে ২০১৩ ০০:০৩605055
  • বামফ্রন্টকে মানুষ সরিয়েছেন, বেশ করেছেন। হয়ত তারা প্রতারিতও হয়েছেন।
    কিন্তু একটিভ বামপন্থী রাজনৈতিক কর্মী প্রতারিত হবেন কেন? তিনি কি ভেবেছিলেন অন্য রকম কিছু হবে?
  • চান্দু মিঁঞা | 122.79.36.106 | ১৫ মে ২০১৩ ০৫:৫৫605066
  • সেটা আবার কোথায় বলা হল? তবে কিষেণজিতো প্রতারিতই হয়েছেন!
  • bb | 127.216.212.73 | ১৫ মে ২০১৩ ০৭:৪৯605077
  • বেশ খারাপ মাও সমব্যথী লোকের লেখা। টাটার সঙ্গে সরকারের চুক্তি সবসময়ই গোপনীয়।
    জঙ্গলমহল থেকে কেন সেনা প্রত্যাহার করা হবে যাতে মাওবাদী ত্যাঁদ্ড়ামী আবার শুরু হয়, কিছু লোককে মারা যায়?
    বামফ্রন্ট আমলের বিনা বিচারে আট্ক শত শত লোকের একটা লিস্টি হবে কি না ওটাও ঐ মাওবাদীদের লিস্টি?
    তৃণমূল বর্গাদারদের উচ্ছেদ করছে এরকম কোন নির্দিষ্ট প্যাটার্ন আছে কি?
  • sch | 132.160.114.140 | ১৫ মে ২০১৩ ১২:৪৪605088
  • ধরা যাক লেখকের প্রশ্নের উত্তরে এখানে সংখ্যাগরিষ্ঠ বললেন না - নেই? তো তারপর কি হবে? সরকার কে ফেলে দেওয়া হবে ? কি ভাবে? দড়ি ধরে মারো টান স্টাইলে?

    মানে ব্যাপারটা খুব বোকা বোকা না - একটা টই খুলে ফেললেই হল -- -kiddish
  • AR | 30.139.67.50 | ১৫ মে ২০১৩ ১৩:৪২605099
  • এই toi তা এভাবেও লেখা যেত জনগণ কর্তিক বাম দের প্রতারিত হবার ২ বছর পূর্তি। হে হে
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ মে ২০১৩ ১৩:৫৪605109
  • এস সি এইচ,
    লেখক লিব এর আহ্বায়ক (যতদুর জানি), মনে হয় উনি ওঁদের ক্যাম্পেন এর একটা অংশ এখানে তুলেছেন।
    এ আর,
    বামেরা (বামফ্রন্ট) প্রতারিত হবে কেন? গণতান্ত্রিক নির্বাচনে হেরেছে। প্রতারিত হয়ে থাকলে মানুষই হয়েছেন।
  • AR | 30.139.66.64 | ১৫ মে ২০১৩ ১৪:২৮605110
  • মনে হয় ইটা অনেকের হজম হয় নি যে - বাম রা হারতে পারে? ৩৪ বছর তো বড় কম সময় নয়। এটা ভুলে গেলে চলবে না মানুষ এই সরকার কে এনেছে - তখন হয়ত একটা বৃতত্তর মানুষ এর মনে হয়েছিল বাম দের হটানো উচিত আর এদের সুযোগ দেওয়া হোক। মানুষ যদি মনে করে নেক্সট বার এদের সরাতে পারে। তা বলে মানুষ প্রতারিত হয়েছে এসব বলা মানে নিজেদের এই অপমান করা হই নাকি?। ভোট তা তো আমরাই দি।
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ মে ২০১৩ ১৪:৩৩605111
  • আমি আপনাকে প্রতারণা করলে যে আপনার অপমান হয় এটা সত্যি জানতাম না।
  • AR | 30.139.67.50 | ১৫ মে ২০১৩ ১৪:৪৪605045
  • না আমি নিজেকে প্রতারিত মনে করি না - আমি আমার ভোট তা বিবেচনা করেই দি - আমার মনে হই সবাই তাই দেয় - তাই কেউ যদি বলে আমার ভোট তা ভুল জায়গা তে গেছে - সেটাকে আমার মনে হই একটা বড় সন্খায়্র মানুষ অপমান ই মনে করবেন।
  • sch | 132.160.114.140 | ১৫ মে ২০১৩ ১৪:৪৯605046
  • আরে কৃশাণু এইটাই তো গণতন্ত্র - কেউ যদি পারফর্ম না করে তাকে সরিয়ে দেবে পাব্লিক - যাকে আনল সে না করলে আরেকজনকে - তো এইভাবেই তো চলে। তো এবার যদি কেউ লিখে বসে বামেদের ৩৪ বছরের প্রতারণার হাত থেকে মুক্তির ২ বছর পূর্ণ। এই ভাবে তো কিছু লাভ নেই। রাজনীতি বিদ মাত্রেই তো প্রতারক। তো কি লাভ সে জিনিস লিখে

    লোকে কি বুঝতে পারছে না তৃণমূলের মিসরুলের কথা ? কিন্তু সলিউশান কোথায়? আজ বামেদের ফিরিয়ে আনলে হবে সমাধান ? মোস্ত লাইকলি না। তবে??????
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ মে ২০১৩ ১৫:০১605047
  • এসসিএইচ, সে তো বুঝেইছি। কেউ লিখতেই পারেন বামেদের ৩৪ বছরের প্রতারণার হাত থেকে মুক্তির ২ বছর পূর্ণ। সেটা নিয়ে তর্ক হবে। এ পর্যন্তই। তবে গণতন্ত্রে বিরোধিতারও তো একটা জায়গা থাকে। জনমত কেবল ভোট এর আগের ছ মাস নয়, অনেক আগের থেকেই গড়া যায়। ইস্যুভিত্তিক প্রতিবাদ করা যায়। লেখক সেই চেষ্টাই করছেন, এ টুকু মনে হয়েছে।
    একটা আদর্শ সিনারিও বলি। ধরা যাক ওপরের সব কটা পয়েন্ট যুক্তিযুক্ত। সেক্ষেত্রে সংঘবদ্ধ প্রতিবাদে তার দুটোকেও তো ঠিক করা যেতে পারে। আরাবুল এর গ্রেপ্তার ধরুন।

    এআর, সে আপনার মনে হতেই পারে যে আপনি প্রতারিত হননি। সেটা নিয়ে আমার কিছু বলার নেই।
    ধরে নিলাম কেউই প্রতারিত হননি। সেক্ষেত্রে সারদায় টাকা রেখেও কেউ প্রতারিত হয়নি। তাঁরা বিবেচনা করেই টাকা রেখেছিলেন - আমার মনে হয় সবাই তাই করে, ইনফ্যাক্ট ভোট দেওয়ার চেয়ে বেশি বিবেচনা করে টাকা সঞ্চয়ের ব্যাপারে। তাই এখন যদি আমি বলি, ওঁরা টাকা ভুল জায়গায় রেখেছিলেন, সারদায় টাকা রাখা সমস্ত মানুষকে অপমান। তাই তো?
  • AR | 30.139.67.50 | ১৫ মে ২০১৩ ১৫:১১605048
  • সারদা তা একটা প্রবলেম ঠিক ই তবে আমি এক্ষেত্রে - যেসব শিক্ষিত মানুষ টাকা রেখেছিলেন তাদের দস দেব। আমি একদাম হত দরিদ্র দের কথা বলছি না - যাদের কাছে ব্যাঙ্ক অনেক দুরের জিনিস। কিন্তু যারা বেসি লোভে পরে টাকা রাখেন তাদের দোষ তা অস্বীকার করবেন কি করে। কিন্তু এক্ষেত্রেও যখন আইন আছে আর তারা তাদের কাজ সুরু করে দিয়েছে তাদের পক্রিয়া তাও তো শেষ করতে দিতে হবে। আমি তখন একে সরকার এর প্রতারণা বলব যখন কোর্ট এ proman হবে। tar আগে সরি এত গেনেরিক কমেন্ট করতে পারছি না।
  • T | 24.139.128.15 | ১৫ মে ২০১৩ ১৫:১৬605049
  • এদিকে কোর্টে আবার কবে বামফ্রন্ট ৩৪ বছর ধরে জনগণের সাথে প্রতারণা করেছে, এসব প্রমাণ হল কে জানে? 'গেনেরিক' কমেন্ট অবশ্য চলছেই।
  • sch | 132.160.114.140 | ১৫ মে ২০১৩ ১৫:২০605050
  • কৃশাণু আমি কিন্তু একবারও বলি নি যে বর্তমান সরকার খুব পবিত্র ভাবে প্রতিশ্রুতি পালন করছে - পাগল তো নই । আমার প্রশ্ন কয়েকটা জায়গায়
    ১) এরা খারাপ এটা দিয়ে লাভ হবে না - প্রশ্ন হলে এর পরিবর্তে কে? হতেই পারে সেটা সিপিএম - হতেই পারে বিজেপি বা কোনোটাই না - রাষ্ট্রপতির শাসন।
    ২) ইস্যুগুলো বড্ডো জেনেরাল - এখানে এমন একটাও তথ্য দেওয়া হয় নি যেটা সাধারণ শহরের শিক্ষিত মানুষ জানেন না। তাহলে লেখাটার ভ্যালু এদিশান কি। খোলা পাতা - যে কেউ যা খুশী লিখতে পারেন - তবু ওই আর কি একটু চিন্তার খোরাক থাকলে ভালো হয়
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ মে ২০১৩ ১৫:৪৩605051
  • এআর এর কথার উত্তর টি দিয়েই দিয়েছেন। আর কথা বাড়াচ্ছি না।

    এসসিএইচ, হয়ত সবকটা ইস্যু আমাদের মাথায় সবসময় একসাথে থাকে না। যখন যেটা মিডিয়াপ্রাপ্ত হয় সেটা চলতে থাকে। উনি বোধ হয় দুবছর উপলক্ষ্যে কু-কর্মের লিস্টি করছেন। এটা একান্তই আমার ধারণা। তবে সল্যুশন কিছু দেননি, এটা ঠিক। হয়ত বিরোধী শক্তিকে সংগঠিত করার চেষ্টা। হয়ত পাবলিক মেমরি উস্কে দেওয়া। কিন্তু সরাসরি ভোট বাক্সে কোথায় দিতে হবে সেটার কথা উনি বলেননি, এটা ঠিক।

    আর আমি এটা ভাবিওনি, যে আপনি বলতে চেয়েছেন বর্তমান সরকার প্রতিশ্রুতি পালন করছে। আপনার বিচারবোধ ও শুভবুদ্ধি-র ওপর সম্পূর্ণ ভরসা আছে বলেই তো তর্ক করতে আসি :-)
  • sch | 132.160.114.140 | ১৫ মে ২০১৩ ১৭:১৪605052
  • আসলে কি জানেন তো কৃশাণু খুব দিস্টার্বড লাগে মাঝে মাঝে। একটু ইনফো দি চারপাশের।

    আমার খুব পরিচিত সার্কেলে দুটো নামকরা ইঞ্জিনিয়ারিং ওর্গানাইজেশান তাদের কলকাতা বিভাগ বন্ধ করে দিল - এখানে কাজ করা সম্ভব না বলে - আরেকটিও বন্ধ করে দেবে শিগগিরি - কারণ এ রাজ্যের সব বড়ো প্রজেক্ট অনিশ্চিত।যারা কাজ করেন এই সব সংস্থায় তারা কিন্তু অধিকাংশই ইঞ্জিনিয়ার (সফটওয়ার বিশেষজ্ঞ নন ) এবং যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। হয়তো তারা সারা দেশের কোথাও কাজ পেয়ে যাবেন - কিন্তু বাচ্ছাদের স্কুল - পরিবারের অন্যদের চাকরি সব কিছু অনিশ্চয়। একটা ভীষণ আকস্মিক বিপন্নতা। আর বেশী বিপন্ন এই সব অফিসের সাপোর্ট স্টাফরা - যারা টেকনিক্যালি স্কিলড না।

    মন চায় কাঁচা খিস্তি মারি ...এই সব পলিটিশিয়ানের মা মাসি তুলি - কিন্তু লাভ তো নেই কোনো --- তাই সমাধান জানতে চাই - বেশী কিচ্ছু না - কাকে ক্ষমতায় আনলে রাজ্যে একটা ঠিকঠাক আইনের শাসন থাকবে -- ঘরে বসে বা নেটে খিস্তি মারার অপরাধে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাবে না ...একটা ট্যাক্সিওয়ালা পলিটিকাল লিডারের ডম্ফাই করে ট্যাক্সি থেকে মাঝ রাত্তিরে মাঝ রাস্তায় নামিয়ে দেবে না, পুলিশের কাছে গেলে FIR করা যাবে, আর রাজ্যে কিছু চাকরি বাকরী থাকবে যাতে কিছু শিক্ষিত মানুষ নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে। এইটুকুই।

    সেই উত্তরটুকুই খুঁজতে চেষ্টা করছিলাম -- আমাদের মতো অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষেরা বিপ্লব বা আন্দোলন নিয়ে মাথা ঘামায়
    না, সিঙ্গুরে আলুর চাষ হল না গাড়ি তৈরী হল তাতে এদের কিছু আসে যায় না... এরা কষ্ট করে যেটুকু পড়া লেখা শিখেছে সেটুকু ব্যবহার করে পরিশ্রম করে পয়সা রোজগার করতে চায়। সেটা কি খুব বেশী চাওয়া ?

    নিজের ভোটাধিকার টুকু কাজে লাগিয়ে এর জন্যে কিছু করা যায় কি ????
  • j | 230.227.106.153 | ১৫ মে ২০১৩ ১৭:৩৪605053
  • যাক sch আমাদের ইপিসি ফিল্ডের খো`ঁজখাবর রাখেন

    দুটো কেসের ব্যাপারে জানি না , একটা ইঞ্জিনিয়ারিং ওর্গানাইজেশান বন্ধ হয়েছে গ্লোবাল স্তরে এবং তাদের মত ঢপের ম্যানেজমেন্ট খুব কম জায়গাতেই আছে
  • sch | 132.160.114.140 | ১৫ মে ২০১৩ ১৭:৫৪605054
  • রাজ্যস্তরে নাম বলে দিচ্ছি - L&T র পাওয়ার ডিভিশান (বরোদা চলে যাচ্ছে), mott-macdonald Oil and Gas - শুধু চেন্নাইতে রাখবে - আর সব তুলে দিচ্ছে - siemens Vi দুদিনে ৫০ জন লোক ছাঁটাই করেছে (সবাই ইঞ্জিনিয়ার বা ড্রাফটস্ম্যান) - Mckinley Bharat বেশ কিছু লোক ছেঁটেছে । আরো আছে আমি লিখছি না। এনারা বিপ্লব করেন না ...আন্দোলন করেন না ...এদের ইউনিয়ান নেই ----কিন্তু এরা প্রফেশানাল - খেটে কাজ করে পয়সা রোজগার করেন - ঘুষ নেওয়ার বা দেওয়ার সুযোগ বেশির ভাগেরই নেই।

    দিনের শেষে এদের অনেকেই কোম্পানীর বাসে বা শাটল গাড়ীতে করে বাড়ী ফেরেন, অল্প কিছু ভাগ্যবানেরা নিজের গাড়িতে - রাজারহাটে ফ্ল্যাটও কিনে ফেলেন কেউ কেউ, উইকেন্ডে শপিং করতে মলে যান - কমিউনিজিম বাঁচল না মরল না মার্ক্সিস্ত অর্থনীতি নতুন পথ দেখালো এতে তাদের আগ্রহ নেই বিশেষ ,। এরা কি তাহলে সমাজে ব্রাত্য?
  • j | 230.227.106.153 | ১৫ মে ২০১৩ ১৮:০৪605056
  • 5:54pm প্রথম প্যারাটাতে কিছুটা একমত

    আপনার আরেকটা কথা ছিল "তাই সমাধান জানতে চাই - বেশী কিচ্ছু না - কাকে ক্ষমতায় আনলে রাজ্যে একটা ঠিকঠাক আইনের শাসন থাকবে -- ঘরে বসে বা নেটে খিস্তি মারার অপরাধে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাবে না ।।।একটা ট্যাক্সিওয়ালা পলিটিকাল লিডারের ডম্ফাই করে ট্যাক্সি থেকে মাঝ রাত্তিরে মাঝ রাস্তায় নামিয়ে দেবে না, পুলিশের কাছে গেলে ঈR করা যাবে"

    তো যেসব রাজ্যে যেমন এই হরিয়ানায় কম করে ২৫টা বড় মাঝারি ইঞ্জিনিয়ারিং ওর্গানাইজেশান আছে বা চেন্নাইতে সেখানকার শাসকরা কি দশে আট বা নয় বা নিদেনপক্ষে চার পাবেন উপরিউক্ত প্যারামিটারগুলোতে ?

    তবে হ্যাঁ শ্রমিককে কিভাবে রাস্তায় ফেলে কুত্তার মত ক্যালাতে হয় সে ব্যাপারে হরিয়ানা এগিয়ে , একটা নামী মোটরগাড়ী ম্যানুফাকচারার দিনের পর দিন শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিন মিনিটের বেশি বাথরুম করলে মজুরের দিনের আধা পয়সা কেটে নেয় তাও এখানে এসে দেখা যাবে
  • pi | 78.48.231.217 | ১৫ মে ২০১৩ ১৮:০৭605057
  • 'এখানে কাজ করা সম্ভব না' - এর পিছনে কী কী কারণ দেখানো হয়েছে ?
  • sch | 132.160.114.140 | ১৫ মে ২০১৩ ১৮:১২605058
  • j -- ভুল করলেন - আমি কিন্তু অন্য রাজ্যের সাথে তুলনা করি নি ...আমি এই রাজ্যের জন্যে জানতে চেয়েছি। আমি এক কথায় বলতে চেয়েছি একটা অবস্থা যাতে সাধারণ শিক্ষিত মানুষ শান্তিতে থাকতে পারে.. ঐগুলো তার কিছু প্যারামিটার...সব নয়.......খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে তো.?..

    দুঃখিত আমি সারা দেশের সবস্তরের মানুষদের কথা ভাবতে পারি না... অনিল আম্বানি নিজের চিন্তা করুন ---আমাদের কাজের মাসি তার চিন্তা করুক আর আমি আমারটা। আমি কাউকে বঞ্চিতও করবো না আবার কারোটা কেড়েও নেবো না

    ও হ্যাঁ চেন্নাইতে কি এসব -ওই রাস্তায় ফেলে মারা টারা হয় -- জানি না...জানার ইচ্ছে রইলো।
  • চান্দু মিঁঞা | 122.79.36.178 | ১৫ মে ২০১৩ ১৮:২৩605059
  • sch সি পি এমরে ভোট দ্যান। তারা যেইটা সম্ভব করতে দিব এই যেমন নেতাগো গাইল দিতে পারবেন। বাকিগুলা ভারতের যেকোন খানে হইতে পারে।
  • j | 230.227.106.153 | ১৫ মে ২০১৩ ১৮:২৪605060
  • সেটাই তো বলছি , হরিয়ানায় রাস্তায় ফেলে মারছে আর তাতেও লাইন দিয়ে কোম্পানী আসছে !
  • pi | 78.48.231.217 | ১৫ মে ২০১৩ ২০:১৩605061
  • sch, উত্তর পেলাম না।
  • malay | 233.180.164.57 | ১৫ মে ২০১৩ ২০:৪৩605062
  • রেডিমেড বিকল্প প্রত্যাশা না করে বিকল্প নির্মাণ জরুরী নয়কি?
    আগে থেকেই জানতাম এমন হবে- একথা হল আসলে "যা আছে তাই থাক, বাঙ্গলা মা শান্তি পাক" গোছের শ্লোগানের প্রতিধ্বনি!
    আজকের প্রতিটি সরকারি অপকর্মর বৈধতা বিগত জমানার অপকর্ম স্মরণে খুজতে বল্লে তুল্যমূল্য বিচারে "প্রত্যাবর্তন"ই কি ভবিতব্য হয়ে যায়্না! বা, আজ চুপচাপ মেনে নিলে সেদিনের প্রতিবাদ কি অর্থহীন হয়ে যয়না!
  • souvik | 52.106.175.152 | ১৫ মে ২০১৩ ২১:৪৩605063
  • শ্রেণী সংগ্রামের প্রাথমিক ব্যাকরণ না মেনে সমাজের মৌলিক সমস্যার সমাধান সম্ভব নয়। এখন শ্রেণী সংগ্রাম এর পথে গিয়ে রাশিয়া চীন সফল হয় নি। তাই ওটা নিয়ে ভাবা যাবে না, এরকম মনে হয় না। গণতন্ত্রের কথা যদি বলতে হয়, তবে বর্তমানে প্রচলিত শ্রেণী ভারসাম্য তা উল্টেদেওয়া ছাড়া মৌলিক সমাধানের অন্য কোনো রাস্তা আছে কি? বরং একুশ শতকের সমাজতন্ত্রের চেহারা কি হতে পারে, কি কি উপাদান এ তাকে সমৃদ্ধ হতে হবে, সে নিয়ে চর্চা ইতিবাচক হতে পারে।
  • souvik | 52.106.175.152 | ১৫ মে ২০১৩ ২১:৪৩605064
  • শ্রেণী সংগ্রামের প্রাথমিক ব্যাকরণ না মেনে সমাজের মৌলিক সমস্যার সমাধান সম্ভব নয়। এখন শ্রেণী সংগ্রাম এর পথে গিয়ে রাশিয়া চীন সফল হয় নি। তাই ওটা নিয়ে ভাবা যাবে না, এরকম মনে হয় না। গণতন্ত্রের কথা যদি বলতে হয়, তবে বর্তমানে প্রচলিত শ্রেণী ভারসাম্য তা উল্টেদেওয়া ছাড়া মৌলিক সমাধানের অন্য কোনো রাস্তা আছে কি? বরং একুশ শতকের সমাজতন্ত্রের চেহারা কি হতে পারে, কি কি উপাদান এ তাকে সমৃদ্ধ হতে হবে, সে নিয়ে চর্চা ইতিবাচক হতে পারে।
  • aranya | 154.160.226.53 | ১৫ মে ২০১৩ ২২:০২605065
  • 'শ্রেণী সংগ্রামের প্রাথমিক ব্যাকরণ না মেনে সমাজের মৌলিক সমস্যার সমাধান সম্ভব নয়। ' - এইটা নিয়ে কি করে এত নিশ্চিত হওয়া যায় - মার্ক্স বলে গেছেন বলে?
  • ranjan roy | 24.99.197.210 | ১৬ মে ২০১৩ ০১:০১605067
  • শ্রেণী সংগ্রামের প্রাথমিক ব্যাকরণ? আজ কেউ কি নিশ্চিত যে সেটা কি? এখনো তো হোলি ফ্যামিলির মার্ক্স না গ্রুন্ডিশের মার্ক্স-- এই নিয়ে অসমাপ্ত তর্ক, তেমনি ক্যাপিটলের ট্রান্সফর্মেশন প্রবলেম, আর এশিয়াটিক মোড অফ প্রডাক্শন?
    আর ব্যারাক কম্যুনিজম!
    সেসব অনেক দূরের কথা।
    অন্ততঃ স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিগুলোতে যে ওয়েলফেয়ার স্টেটের চেহারাঃ মানুষ প্রচূর ট্যাক্স দেবে, রাষ্ট্র পড়াশুনো/ হেব্বি বেকার ভাতা/ বার্দ্ধক্যে সামাজিক সুরক্ষা পেনশন , ফুড সিকিউরিটি , হেল্থ বীমা এইসব দেবে।-- এটুকু ভারতে হলেও অনেক। হবে কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন