এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রতারণার দুই ব্ছর

    malaytewari
    অন্যান্য | ১৪ মে ২০১৩ | ৬২৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 125.242.158.121 | ১৬ মে ২০১৩ ০৩:৩৫605068
  • পাই দিদি সরি -- আপনার প্রশ্নটা দেখি নি -
    প্রথমত এগুলো ওয়ান লাইনার হিসেবে আসে - "It is no more profitable to continue business in this zone".... পেছনের বিসনেস আনালিসিস পাওয়া বেশ কঠিন। তবে L&T -র পাওয়ার ডিভিশান সরিয়ে নেওয়ার ওন্যতম কারণ হল পূর্ব ভারতে পাওয়ার সেক্টরে যথেষ্ট কাজ না পাওয়া। এরা মূলতঃ পাওয়ার প্ল্যান্টের টার্ন কি কন্ত্রাক্ট দেখতেন। পশ্চিমবংগ ওড়িশা আসাম রাজ্যগুলিতে পাওয়ার প্ল্যান্টের সম্ভাবনা ছিল - কিন্তু সে তুলনায় কাজ বিশেষ হয় নি বা হওয়ার সম্ভাবনা নেই। তবে পাওয়ার সেক্টার স্লোডাউন শুধু এই রাজ্যের সমস্যা না - সারা ভারতেই পাওয়ার সেক্টারের হাল বেশ খারাপ। ম্যাকিনলি ভারতের ছাঁটাইয়ের প্রধাণ কারণ যথারীতি যথেষ্ট কাজ না থাকা। মট-ম্যাকডোনাল্ডের কারণ স্পেশিফিক জানি না - এদের এই ডিভিশানটি না হলেও অন্য একটি ডিভিশান কলকাতা মেট্রোর (KMRC) কাজে জেনারেল কন্সাল্টান্ট (GC) ছিলেন - KMRC -র স্লোডাউন (ইস্ট ওয়েস্ট মেট্রোর বরাদ্দ এ বছরে মাত্র ২৫০ কোটি এবং কয়েকটি জায়গায় জমি জট, এইটা নিশ্চয়ই পড়েছেন http://www.telegraphindia.com/1130514/jsp/calcutta/story_16895896.jsp#.UZP8lKKnxlc)
    অবশ্যই আরো কয়েকটি সংস্থাকে অস্বস্তির মুখে ফেলে দিয়েছে।

    ইনফ্রাস্ট্রাকচারে পশ্চিমবঙ্গে যথেষ্ট কাজের সুযোগ ছিল। কিন্তু জমি জটের জন্যে বেশ কয়েকটি প্রজেক্ট আটকে আছে/ গুরুর পাতাতেই বোধহয় লিখেছিলাম মাতলা নদীর ওপর ব্রীজের কথা - পাইলিং হয়ে গেছে, কিন্তু রেল কর্তৃপক্ষ সুপারসট্রাকচারের টেন্ডার স্তগিত রেখেছেন কারণ এপ্রোচ রোডের জন্যে জমি পাওয়ার সমস্যা। আরেকটা ছোট্ট উদাহরণ দি? দক্ষিণ চব্বিশ পরগণার কুলপিতে জল শোধন ও বিতরণের একটি প্রকল্প হবে - তার ডিজাইন ও রিলেটেড বিষয়ের কাজের জন্যে - যে কটি সংস্থা থেকে প্রতিনিধিরা এসেছেন সবাই জানানলেন যে সময় সীমা দেওয়া হয়েছে তাতে সার্ভে করে DPR তৈরী অসম্ভব -বলা হল ম্যাডামের আদেশ করতেই হবে - মাত্র একটি টেন্ডার জমা পড়ল - আবার রিটেন্ডার করতে হল। এই ধরণের খামখেয়ালিপনায় কোনো কাজই সম্ভব হয় না সুষ্ঠু ভাবে করা

    সামগ্রিক ভাবে এই রাজ্যে গত কয়েক বছর ধরে নির্মাণ শিল্পের সাথে জড়িত কাজ কমছে বা কাজ করা কঠিন হয়ে পড়ছে - কারণ? থাক কাসুন্দি ঘেঁটে লাভ নেই
  • ranjan roy | 24.96.92.149 | ১৬ মে ২০১৩ ০৫:৩৬605069
  • sch,
    কিন্তু বিজেপি শাসিত ছত্তিশগড়ে একের পর এক পাওয়ার সেক্টরে প্ল্যান্ট খুলছে। কোলকাতার গৌতম থাপার অবন্তা গ্রুপ ও আরও অনেক ছোট বড় সংস্থা। চীনের কন্স্ট্রাকশন কোম্পানি এসে ওগুলোতে টার্ন কি বেসিসে কাজ ও করছে, কোন সমস্যা নেই। তাহলে পূর্ব রাজ্যগুলোতে সমস্যা কি প্রশাসনিক ও পলিসিগত?
  • চান্দু মিঁঞা | 122.79.36.178 | ১৬ মে ২০১৩ ০৬:৩৩605070
  • কি হবে ওসব করে আমরা বরং কবি পক্ষে নাচ আর সঙ্গীতমেলায় গান করি। আর কিছু না পেলে বসে বসে বগল বাজাই।
  • kallol | 125.242.234.127 | ১৬ মে ২০১৩ ০৬:৫০605071
  • স্চ।
    আপনার Date:15 May 2013 -- 06:12 PM পোস্ট পরে খুব অসহায় লাগছিলো। আপনার হতাশা বুঝতে পারি। না, আপনাকে কোন রকম দোষ দিতে চাই না। কিন্তু আপনি যা চাইছেন, তা - "দুঃখিত আমি সারা দেশের সবস্তরের মানুষদের কথা ভাবতে পারি না।।। অনিল আম্বানি নিজের চিন্তা করুন ---আমাদের কাজের মাসি তার চিন্তা করুক আর আমি আমারটা। আমি কাউকে বঞ্চিতও করবো না আবার কারোটা কেড়েও নেবো না" - এভাবে সম্ভব নয়। আপনি চান এই সরকার যাক। কোন একটা সরকার আসুক যে আইনের শাসন দেবে। কিন্তু আপনার আমার মতো "সাধারণ শিক্ষিত মানুষ"এর ভোটে কিছুই হয় না। তার জন্য "কাজের মাসী"দের ভোট লাগে, সেটাই পাল্টানোর ক্ষমতা ধরে, আমার আপনার ভোট নয়।
  • sch | 125.242.130.27 | ১৬ মে ২০১৩ ০৮:০৫605072
  • ব্যাখ্যা দেবার দায় ছিল না কল্লোল-দা - তবু দি একটু। আমি যে আটিচিউদ-টা বলতে চেয়েছি সেটা একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব - এই "আমি"টা হয়তো আমি নই। এরা কিন্তু বিশাল অংশ। যারা পরিবর্তন চায় বিনা রক্তপাতে, শুধু ব্যালটের লড়াইতে। যে বিপ্লব/লড়াই চায় না, তাকে আপনি জোর করে লড়াইয়ের ময়দানে নিয়ে যেতে চাইলে সে - ই আপনার প্রথম বড়ো শত্রু হবে, সে-ই আপনাকে ধরিয়ে দেবে কঠিন মুহূর্তে। ভুল বললাম কল্লোলদা ? আমার ব্যাক্তিগত পরিবর্তনের অবস্থান আলোচনায় আনলাম না --- গুরুর পাতায় শান্তি বজায় থাক।

    রঞ্জন-দা আমি ছত্তিশগড়ের খবরটা জানতাম না...এগুলো কি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট? এই ধরণের বড়ো কোম্পানীগুলো কিন্তু বেশ বড়ো সাইজের প্ল্যান্ট না করলে (৮০০- ১০০০ মেগা) খুব একটা সার্ভাইভ করতে পারে না। দক্ষিণবঙ্গে হয়তো এরকম কিছু হওয়ার কথা ছিল - সেটা জমি জটে আটকে। আমাদের এখানে জমি জটে অনেক কিছুই আটকে সেই কথাই তো লিখলাম
  • কল্লোল | 125.241.52.10 | ১৬ মে ২০১৩ ১১:০৯605073
  • স্চ। আপনার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব নিয়ে পুরোপুরি একমত নই। তবে মোটের ওপর আপনি যা বলছেন তাইই। কিন্তু এই যে "শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী" এদের ভোটে কোন পরিবর্তন হয় না। গ্রামের গরীবদের ভোটই ঠিক করে সব। তাই আমি আপনি / আমরা / আপনারা কি চাইছি সেটা "কাজের মাসী"দের চাওয়া নিরপেক্ষ হলেও, তাদের মনোভাবের ওপর নির্ভর করতে হয়। আমার এটুকুই বলার ছিলো।
  • PT | 213.110.243.23 | ১৬ মে ২০১৩ ১১:১৭605074
  • "আইনের শাসন" শব্দবন্ধের ব্যবহারে প্রীত হলাম। গত ভোটের আগে এই শব্দ দুটো অদৃশ্য হয়ে গিয়েছিল।
  • PM | 233.223.159.79 | ১৬ মে ২০১৩ ২২:২৮605075
  • sch এর মুল বক্তব্য আমি সমর্থন করি। আমি নিজে মধ্যবিত্ত। তার অভাব -অভিযোগ, পাওয়া না পাওয়া আমি বুঝি। একজন চাষীর হয়ে বলার যোগ্যতা আমার নেই বলেই মনে করি। সেটা একজন চাষীকেই বলতে হবে। আমি বল্ললে সেটা ঠিক না হওয়ার সম্ভবনাই বেশী। কারন তাদের জীবনটা আমি বাঁচি না।

    এখানে বহু লোক এই কাজটাই করে যান দিনের পর দিন কন্ফিডেন্সের সাথে। উচ্চবিত্তরাই এখানে সিঙ্গুরের চাষীর দুঃখে চোখের জল ফেলেছেন বেশী। সেটা যে তাদের ক্ষতি-ই করেছে লাভের থেকে সেটা আজ বোঝা যাচ্ছে
  • | 190.215.0.190 | ১৬ মে ২০১৩ ২২:৪৯605076
  • sch , এই সব খবর গুলো তে খুব খারাপ লাগে একে আমাদের পশ্চিমবঙ্গ শিল্পের দিক থেকে এত পিছিয়ে তার ওপরে যা ও আছে তা তাও এভাবে বন্ধ হয়ে যাচ্ছে বা অন্য রাজ্যে চলে যাচ্ছে। অথচ আমরা কিছু ই করতে পারছি না। ঃ(((
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ২২:৫৩605078
  • কল্লোলদা, কাজের মাসিদের ভোটেই বেশিরভাগ ঠিক হয়, ঠিক, কিন্তু কাজের মাসিদের স্বার্থ পার্টিগুলো কতটা দেখে ? ঐ ভোটের আগে কিছু খুচরো পাইয়ে দেওয়া ছাড়া ? মানে, তাদের প্রাপ্য, অধিকার নিয়ে কোন আন্দোলন ইত্যাদি ? এক সোনিয়া গান্ধীকে দেখেছিলাম ডোমেস্টিক ওয়ার্কারস বিল আনতে। এনিয়ে বাম দলগুলি কী করেছে, কিছু করবার কথা ভেবেছে কিনা জানতে ইচ্ছুক।
  • কল্লোল | 125.241.36.124 | ১৬ মে ২০১৩ ২৩:১৪605079
  • পাই। সে তো চিরকালই। গরীব মানুষের ভালো করার প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট আদায় করে, তারপর তাদের ভুলে যাওয়া এই তো দস্তুর।
    একমাত্র প্রথম বামফ্রন্ট তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কিছুটা পালন করেছিলো। রাজনৈতিক বন্দীমুক্তি, অপারেশন বর্গা, পঞ্চায়েত। কিন্তু যে স্লোগান দিয়ে তারা ক্ষমতায় এসেছিলো - বামফ্রন্ট সরকার সংগ্রামের হাতিয়ার, সেটা দিনে দিনে ক্ষীণ হতে ক্ষীনতর হয়ে শেষ পর্যন্ত উবে গেছে।
    সোনিয়া বিল এনেছেন বটে, কিন্তু তাতে যে কাজের মাসীদের কি উপকার হয়েছে, তা জানি না। যেমন এই নারী সুরক্ষা বিল। আইনের সাথে সামাজিক-রাজনৈতিক আন্দোলন না থাকলে, শুধু আইন করে আর কবে কি হয়েছে।
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ২৩:২০605080
  • যা প্রতিশ্রিতি দেওয়া হয়, সেও ঐ খুচরো কিছুই না ?প্রাপ্য অধিকার , দীর্ঘস্থায়ী সমাধান, এসন সংক্রান্য কোন প্রতিশ্রুতি দেওয়া হয় কি ? আর আইনের সাথে এই নিয়ে সামাজিক রাজনৈতিক আন্দোলন কেন বামদলগুলো গড়ে তুলতে পারলো না ?
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ২৩:২১605081
  • *শ্রু
  • কল্লোল | 125.241.36.124 | ১৬ মে ২০১৩ ২৩:২৩605082
  • পিএম। "উচ্চবিত্তরাই এখানে সিঙ্গুরের চাষীর দুঃখে চোখের জল ফেলেছেন বেশী।" এই বাক্যটির মানে বুঝলাম না।
    যখন "উচ্চবিত্তরা" চোখের জল ফেলছিলেন, তখন সিঙ্গুরের চাষীরা কি কচ্ছিলেন? আপনার কি মনে হয়? ঠা ঠা করে হাসছিলেন?
    আর আপনি কি আশা করেন "এখানে" চাষীরা লিখে তাদের দুক্ক জানাবে? এখানে তো উচ্চ, মধ্য এরম সব বিত্তরাই লিখে থাকেন। মানে যারা চাইলেই কম্পু পেতে পারেন। আমি তো নিম্নবিত্তও তেমন দেখিনি এখানে। একজন দুজনকে লিখতে দেখেছি, সাইবার কাফে থেকে গুরু দেখেন ও লেখেন।
  • কল্লোল | 125.241.36.124 | ১৬ মে ২০১৩ ২৩:৩১605083
  • পাই।
    দ্যাখ, অন্য জায়গার কথা অতো জানি না। পবয়ে প্রথম ৫ বছর বামফ্রন্ট তাদের সরকার কে বিপ্লবের হাতিয়ার বলে ভাবতো। ফলে আইন-টাইন করা নিয়ে অতো মাথাব্যাথা ছিলো না। পরে যখন বুঝতে পারলো, বিপ্লব-টিপ্লব হবে না, তখন ধন্দে ছিলো তাহলে কি করবে বামফ্রন্ট? ঐ সময়েই বুদ্ধর দুঃসময় ইঃ। পরে যখন ঠিক করলো এই কাঠামোতেই কিছু ভালো করতে হবে - ততোদিনে নস্কর-তস্কর-প্রোমোটার-টোদি-সরলা-কুটিলায় ভরে গেছে দল। তখন আর কিছু করা সাধ্যের বাইরে হয়ে গেলো। তবু বুদ্ধ, তার মতো করে চেষ্টা করতে গেলো। কিন্তু ভুলভাল পদক্ষেপ নিয়ে ক্যাঁচালো।
  • PT | 213.110.247.221 | ১৭ মে ২০১৩ ০০:০২605084
  • সেই এক গপ্প। আপনারা অন্য কোন রাস্তা বাতলান না।
  • sch | 111.63.157.63 | ১৭ মে ২০১৩ ০৩:৩৩605085
  • কল্লোলদা- আপনি ঠিকই বলেছেন।কাজের মাসি/সিঙ্গুরের চাষী এনারাই ঠিক করেন কে ক্ষমতায় আসবে। পশ্চিমবঙ্গে আড়াই কোটি Urban population আর সাড়ে ৬ কোটি Rural population.ধরে নিতে পারি urban /Rural assembly সিট ভাগেও এই ratio - তাহলে ঠিকই আছে - শহরের লোকের মধ্যে হাতে গোণা কিছু মুষ্টিমেয় শিক্ষিত লোকের ভোটে কিছু আসে যায় না।
    এই ছবিটা সারা দেশেই সত্যি।

    কিন্তু ওই ইলেকশানের ইসু কিন্তু অনেক ক্ষেত্রে শহুরে কারণ হয়।

    এই বোফর্স কান্ডটা কি সিঙ্গুরের চাষী বা আমাদের কাজের মাসি বুঝেছিল? এই যে সুদীপ্ত গুপ্তের ঘটনা (সেন না) বা পার্ক স্ট্রিট কান্ড, রেলের ছুতোয় স্বজন/বুজি পোষণ কিংবা কোল-গেট বা 2g এগুলো নিয়ে ওদের কোনো মাথা ব্যাথা আছে? নেই। শেষ দুটো কিন্তু ওই বোফর্সের মতোন একটা দেশ জোড়া ইস্যু হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে। মাসী আর চাষীদের একটা জিনিসই বোঝানো হয় - "ওরা" অনেক খারাপ কাজ করেছে - ওরা খারাপ -- ওদের ভোট দিও না (রিগিং টিগিং ছেড়েই দিলাম) - ওরা কি বোঝেন তা ঈশ্বর জানেন, কিন্তু কিছু একটা ঠিক বোঝেন। কর্ণাটকের সাম্প্রতিক যে ইলেকশানে বিজেপি গোহারান হেরে গেল তাতে ওখানকার গ্রামের মানুষ বুঝেছিল রেড্ডি ব্রদার্সের খনি কেলেঙ্কারী, ইয়েদুরাপ্পার জমি দুর্নীতি? ওখানে তো সিংগুর নেই - তবে? তাদের বোঝার ক্ষমতাকে ছোটো করচি না - কিন্তু এগুলো বোঝার জন্য যে তথ্য দরকার - যে প্রেক্ষিত সম্বন্ধে ধারণা দরকার তা তাদের নেই।

    সত্যি যদি গ্রামের মানুষ/কাজের মাসিরা সব বুঝে ভোট দিত, তাদের নিজেদের ইস্যু নিয়ে চিন্তা করত - তাহলে কি হত জানেন? একটা ভোটও কোনো রাজনৈতিক দল পেতো না । কেন জানেন ??
    এত দিনে ওরা এটূকু বুঝে যেত কেউ ওদের স্বার্থ দেখে না।

    "আমি ডান দিকে রইনা, আমি বাম দিকে রইনা
    আমি দুই দিকেতেই রই পরান জলাঞ্জলি দিয়া রে"

    পুরোনো নতুন কোনো কাসুন্দিই ঘেঁটে লাভ নেই - যা চলছে যেমন চলছে চলুক - একদল যাবে একদল আসবে -আমরা lesser evil খুঁজবো- আর আমার ল্যাজে পা পড়লে অন্য কোথাও টেনে দৌড় দেব। এভাবেই তো আদ্ধেকের বেশী জীবন কেটে গেল - বাকি কটা দিনও কেটে যাবে
  • pi | 78.48.231.217 | ১৭ মে ২০১৩ ০৩:৪৯605086
  • রেড্ডি ব্রাদার্সের খনি কেলেংকারি বোঝেনি কে বল্লো ?? এই কেলেংকারি যিনি সামনে নিয়ে এলেন, সেই এস আর হায়ারমাথ দু'দিন আগে এখানে টক দিলেন। সাধারণ মানুষকে কেমন করে তাঁরা এগুলো বুঝিয়েছেন, আর তাঁরা বুঝেছেন, নিজেদের অভিজ্ঞতা দিয়েও বুঝেছেন, সেই সব কথাই বল্লেন। ভোটের সময় ভেট দেবার রেওয়াজ নিয়ে আর তার ভিত্তিতে ভোট দেওয়া, এগুলো নিয়েও জাঠা করেছিলেন ওঁরা, প্রচুর সাড়া পেয়েছেন সাধারণ, গ্রামীণ মানুষের মধ্যে।

    শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেনের ডুবে যাওয়া ভুলে গেলেন ?

    কিছু বোঝে না, জানে না .. আম আদমির পলিটিকাল উইশডমকে এতটা আন্ডারএস্টিমেট না ই বা করলেন !
  • aranya | 154.160.130.16 | ১৭ মে ২০১৩ ০৩:৫৯605087
  • lesser evil - যেমন পঃ বঙ্গের ক্ষেত্রে সি পি এম, এ ছাড়া সত্যিই কি ই বা অপশন আছে?
  • sch | 111.63.157.63 | ১৭ মে ২০১৩ ০৪:০১605089
  • পাই দিদি, আমি কিন্তু under estimate করি নি - তাই বললাম " তাদের বোঝার ক্ষমতাকে ছোটো করচি না - কিন্তু এগুলো বোঝার জন্য যে তথ্য দরকার - যে প্রেক্ষিত সম্বন্ধে ধারণা দরকার তা তাদের নেই" আর এটাও বললাম "কিন্তু কিছু একটা ঠিক বোঝেন"।

    বোফর্সের সময় এস আর হায়ারমাথ ছিলেন ? এস আর হায়ারমাথের মতো কতো মানুষ আছেন যারা সারা দেশের গ্রামের মানুষকে কোল-গেট আর 2g বোঝাতে পারবেন? আর সব খানে কি এই বোঝাতে দেওয়া হবে? এ রাজ্যে এ চেষ্টা করলে বরুণ বিশ্বাস হতে হবে না আপনি শিওর?

    আগামী লোকসভা নির্বাচনে কিন্তু দুর্নীতিই হবে মেইন প্ল্যাঙ্ক।
  • cb | 99.231.125.36 | ১৭ মে ২০১৩ ১২:২৯605090
  • ফেবু থেকে

    In a criminal case........

    The accused is happy on the progress of investigation and the
    investigative team is also happy with the accused.......
  • তাতিন | 132.252.251.244 | ১৭ মে ২০১৩ ১৩:৩২605091
  • তৃণমূলের তুলনায় সিপিয়েম কেন lesser evil সেই নিয়ে নির্মোহ ভাবে কেউ ব দেবেন?
  • sch | 132.160.114.140 | ১৭ মে ২০১৩ ১৩:৫৫605092
  • ওটা NP hard problem. সৃষ্টি শেষ হলেও কোথাও পৌঁছবে না
  • Ekak | 125.115.139.226 | ১৭ মে ২০১৩ ১৪:০১605093
  • এনপি হার্ডের কিছু নেই । খুব বেসিক রোবটিক্স । ওই খেলনা গুলো দেখেননি চলতে চলতে বাধা পেলে জাস্ট রোটর টা একটু ইংল নিয়ে আবার ট্রাই করে ।
    কালেকটিভ হিউম্যান বিহেভিয়ার ও ওরকম । আটকে গেলে অপশন ট্রাই করবে এটাই স্বাভাবিক । এখানে "কেন" প্রশ্নটাই ইন্ভ্য়ালিদ । কারন কিভাবে কে ডিফাইন করাই অনলি টার্গেট ।
  • sch | 132.160.114.140 | ১৭ মে ২০১৩ ১৪:১৬605094
  • লোকে ক্যালাবে - তাও বলি - আমার মনে হয় একটা সময় আসবে যাখন সব দলের lesser evil-ra একটা পার্টি গড়বে। হয়তো আরো দশ বছর পর। একটা লিডার নিশ্চয়ই ইমার্জ করবে যে মমতার মতো ডাইনামিক, জ্যোতি বসুর মতো কুল এন্দ কম্যান্ডিং, বিধান রায়ের মতো ভিশনারি... সেই আশায় থাকি
  • :-) | 131.241.218.132 | ১৭ মে ২০১৩ ১৫:৫৮605095
  • বুদ্ধবাবুর মত সৎ
  • harmad | 203.222.161.6 | ১৭ মে ২০১৩ ১৬:২৮605096
  • তাতিন.. আমি দিলাম ঃ)
  • তাতিন | 132.252.251.244 | ১৭ মে ২০১৩ ১৬:৩০605098
  • ;-)
  • শ্রাবণী | 127.239.15.28 | ১৭ মে ২০১৩ ১৬:৩০605097
  • sch র লিস্টে কাটোয়াও আসবে না, 1000 MW :)?
  • sch | 132.160.114.140 | ১৭ মে ২০১৩ ১৬:৩৭605100
  • শ্রাবণীদি কাটোয়ার স্ট্যাতাস কি? টেন্দার হয়েছে? আমি তো জানি জমির প্রব্লেমে আটকে আছে। আপনি আপদেট দিলে ভালো হয় খুব। আমার ধারণা পুরুলিয়া মেদিনীপুর অঞ্চলেও কিছু হওয়ার কথা। কাটোয়া কি ডং ফ্যাং পেয়েছে ? আমি একদমই জানি না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন