এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১১ জানুয়ারি ২০১৪ ২৩:৩০607701
  • যত্ত ফালতু কিচকিচ!
    কাতসুমি নামের পাতলা মত জাপানি ছেলেটা একটু কড়া ট্যাকল হলেই মাটিতে শুয়ে পড়ছিল বিরক্তিকর ভাবে; কিন্তু গোলের কাছে বল পেলেই তাড়া করছিল। হটাৎ যেভাবে কোণাকুণি দৌড়ে ডাইনে কেটে প্রায় জিরো কোণ থেকে বলটা ভলি করে গুরপ্রীতের বাড়ানো হাতের পাশ দিয়ে উল্টো কোণে জালে জড়িয়ে দিল তা দেখার মত!
    ইবে লিগ জিতে অতিরিক্ত আত্মপ্রত্যয়ে ভুগে প্রথমার্ধে গা ছেড়ে খেলছিল। সুয়েকা খুব পরিশ্রম করল। কি্ন্তু চিডি খালি জায়গায় বল রাখা হলেও দৌড়োচ্ছিল না। মোগাকে অনেক দেরিতে নামাল।
    দুটো গোলকিপারই বিশেষ করে শিলটন অনেকগুলো সেভ করল।
    আমার পেছনে একটি অল্পবয়েসি ছেলে চিডি আর রেফারিকে খিস্তি করে মাঠের আবহাওয়া তৈরি করল, কিন্তু খিস্তিগুলোতে কোন বৈচিত্র্য নেই। সেই দু আর চার অক্ষর। কোন ইমাজিনেশন নেই।
  • + | 213.110.243.22 | ১২ জানুয়ারি ২০১৪ ১০:২৫607702
  • শেষ দুবছরে কমই মাঠে গেছি (এবার তো মাঠ দুর, খেলাই দেখতে পারলাম না)। কিন্তু গ্যালারীতে খিস্তির সংখ্যা কমছে। নিজেদের মধ্যে গ্রুপ করে, মাঠে বাজনা বাজানো, বা মোবার ১ নম্বর গ্যালারীতে একটা দল প্রতিবার গান বা স্লোগান ( বাঙাল বা লোটা বলে না চেঁচিয়ে, মোবার নাম করে) এইসবের চেষ্টা হচ্ছে। কিন্তু সেটা অল্প পরিমাণে, আর একটু শিক্ষিতদের মধ্যেই সীমাবদ্ধ। মাঠে মেয়েরাও আগের থেকে বেশি আসে।

    খিস্তির ইমাজিনেশন না দেখে এগুলোতে ইমাজিনেশন ( বা তারও কি দরকার, বিদেশী খেলা দেখলেই তো হয়) আনলে ভালো হয়। মোবার ফ্যান গ্রুপগুলো এই চেষ্টা করছে। ইবেরও হয়ত করছে, ইবে গ্যালারীর লোকরা বলতে পারবে।

    কাল নাকি পিকে-অমল দত্ত প্রেস বক্সে ছিল, মনে হয় এই ভিডিওতে পিছনের আস্তে গলাগুলো ওঁদের। একটু ভলুম বাড়ানো উচিত ছিল, শোনাই গেলোনা। যদিও স্টার জলসার ক্যামেরা বা প্রেসেন্টেশন প্রচুর ভালো, ঐ টেন অ্যাকশনের রদ্দি-বাতিল ক্যামেরা না দিয়ে এই তেই আই লীগ দেখাতে পারে।

  • ঊমেশ | 96.155.193.76 | ১২ জানুয়ারি ২০১৪ ২০:২২607703
  • দিনের সেরা গোল হতে পারতো (টিওটে/নিউকাসেল) কিন্তু রেফারী/লাইন্সম্যানের গোয়ার্তুমি তে বাতিল হলো।
  • রোবু | 213.147.88.10 | ১২ জানুয়ারি ২০১৪ ২০:২৪607704
  • ম্যান সিটি চেলসি এক দুই করতে হবে না?
  • রোবু | 213.147.88.10 | ১২ জানুয়ারি ২০১৪ ২৩:২৮607705
  • তোদের গোলকীপার কিন্তু বাজে ঝোলাচ্ছে গান্ধী।
  • + | 213.110.246.23 | ১২ জানুয়ারি ২০১৪ ২৩:৫৩607706
  • মিগ্নোলে একটা বাজে গোল খেয়েছে (৩র্ড) কিন্তু বাকি ম্যাচ ভালো খেলেছে। ২টো খুব ভালো সেভ ও করেছে ৩-৪ চলাকালীন। ৩র্ড গোলটার সময় মোস্ট প্রোবাবলি ওর ভিশন গার্ড ছিল।
  • Lord of the Nazgûl | 125.112.74.130 | ১৩ জানুয়ারি ২০১৪ ১০:০৯607708
  • জঘন্য রেফারিং। টেকনিক্যালি গুফরান অফসাইড হলেও ও কোনোভাবেই ইন্টারফেয়ার করছিলো না - আর সেইটা না হলে অফসাইড নয়, বাই রুল। হার্ট পুরো ঢপ দিয়ে অফসাইড পাইয়ে নিলো।

    তার ঠিক পরেই নাসরি স্যান্টনের ওপর স্ট্যাম্পিং করে নিজে গড়াগড়ি দিয়ে ফ্রীকিক পেলো। এই লোকটার মত চীট মনে হয় এখন কমই আছে।
  • + | 213.110.243.23 | ১৩ জানুয়ারি ২০১৪ ১০:৪৪607709
  • ম্যান সিটি আর চেলসী ম্যাচ গুলোতে খ্হুব বাজে রেফারীং হচ্ছে। এগুলো লিখলে লোকে কন্স্পিরেসী থিওরীর গলপ শুরু করবে। কিন্তু অনেকগুলো ম্যাচই একই জিনিস হয়ে চলা...
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ জানুয়ারি ২০১৪ ১২:৫২607710
  • চেলসী এবারের সিজনের শুরু থেকেই রেফারী'র ভুল(?) গুলোর সুবিধা পেয়ে চলেছে, এটা আমি অনেক আগেই বলেছি।
    ওয়েস্ট ব্রোম (পেনাল্টি পেল), কার্ডিফ (এতো'র গোল), আর্সেনাল (পেনাল্টি দিল না), লিভারপুল (একই), এরকম অসংখ্য রেফারী বদন্যতা।
    আগে এটা পেত ফার্গি-দাদু, এখন মোয়েস পাচ্ছে না বলে গোঁসা করে রেফারী দের গালাগালি করা শুরু করেছে।

    কালকের টা ছাড়া সিটি কে তেমন রেফারী'র ভুলের সুবিধা পেতে দেখলাম না, হয়তো হয়েছে।
    তবে কাল নিউকাসেল একটা রেড-কার্ড থেকে বেঁচে গেছে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ জানুয়ারি ২০১৪ ১৩:০২607711
  • আজ আমাদের ম্যাচঃ জিরু আর চেম্বারলিন আর নামতে পারে।
  • রোবু | 177.124.70.1 | ১৩ জানুয়ারি ২০১৪ ১৩:১৭607712
  • সিটি আমাদের ৩-৬ ম্যাচেই সুবিধে পেয়েছে। ১-৩ হারছি যখন তখন জিরু-র ন্যায্য গোল বাতিল হয়েছে অফসাইড বলে। তারপর, যখন ২-৩, সেই সময় আবার, তবে বল তখনো গোলে ঢোকেনি, ওয়ান অন ওয়ান ছিল। আবার তারপর আবার বক্সের মধ্যে হ্যান্ডবল-পেনাল্টি দেয় নি। পুল ম্যাচেও সিটি সুবিধে পেয়েছে। তারপর কালকে।
    একটা দুটো এরকম হয়, যেমন পুল ম্যাচে সুয়ারেজকে তাড়াতাড়ি ফ্রি-কিক না নিতে দেওয়ার সুবিধে আমরা পেয়েছিলাম।
    কিন্তু রোজ রোজ?
  • ঊমেশ | 96.155.193.76 | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:৩৪607713
  • দু গোলে এগিয়ে থেকে সেকেন্ড হাফে হঠাৎ করে এরকম খেলাটা হালকা করে নিলো কেন বুঝলাম না।
    ডুবতে পারতো, যাক ভালো যে তিন পয়েন্ট পাওয়া গেছে।
    একটা সময় টিম বাজে খেলছিল, আর টেনশনে পরে গিয়েছিলাম।
  • + | 213.110.246.23 | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:৪২607714
  • ২ন্ড হাফে বাজে চেপে ধরেছিল লং বল খেলে খেলে।

    এদ্দিনে রোনাল্ডো আবার জিতল।
  • + | 213.110.246.23 | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:০৫607716
  • ওহ, আলাবাও বাদ পড়েছে। অদ্ভুত!!
  • + | 213.110.246.23 | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:০৫607715
  • ফিফা প্রো ১১ টা পুরো খিল্লি করে দিয়েছে। এবছরের পারফর্মেন্সে জাভি-র‌্যামোস-ইনিয়েস্তা-আলভেস কি করে প্রথম ১১য় থাকে? যেখানে ইয়া ইয়া টোরে, রবেন বা ইভানোভিচ এরা নেই।
  • রোবু | 177.124.70.1 | ১৪ জানুয়ারি ২০১৪ ১০:১৫607717
  • ক্রীড়াপ্রেমীদের জন্য।
    http://www.wimp.com/whatsportsmanship/
  • রোবু | 177.124.70.1 | ১৪ জানুয়ারি ২০১৪ ১০:১৭607721
  • রোনাল্ডো আবার জিতলো? না প্রথম জিতলো?
    ফিফা প্রো ইলেভেন ঝুলস্য ঝুল।

    আর এরকম খেললে, এ বছর ও ট্রফি নেই :-(
  • + | 213.110.246.23 | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৪৭607722
  • ব্যলন ডি'ওর নাম চেঞ্জ হওয়ার পর প্রথম, এর আগে তো ফিফা বেস্ট প্লেয়ার নাকি এরকম কি নাম ছিল। ২০০৮এ রোনাল্ডো পেয়েছিল।
  • রোবু | 177.124.70.1 | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৫৪607723
  • ঠিক ঠিক।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:০৬607724
  • রোনাল্ডো প্রথমবার নয়, দ্বিতীয়বার বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার হলো।
    অবাক করার মতো খবর হলো, এই প্রথমবার ফিফা বেস্ট-১১ এ কোনো বুন্দেশলিগা আর ফ্রেন্চ লিগ-১ থেকে প্লেয়ার জায়গা পেলো।
  • + | 213.110.243.22 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:৫৫607725
  • সীডর্ফ এসি মিলানের কোচ হল
  • ঊমেশ | 90.254.147.148 | ১৫ জানুয়ারি ২০১৪ ১৩:১৭607726
  • আর্সেনাল, ইবে দুজনেরই এবারে কপাল খারাপ। যেখানে গ্রুপ, সেখানেই গ্রুপ অফ ডেথ পড়ছে এদের কপালে।

    চ্যাঃ লিগ, ফেডারেশন কাপ, এবার আবার শিল্ডেও ইবে বেশ শক্ত গ্রুপে পড়েছে।
  • + | 213.110.246.23 | ১৬ জানুয়ারি ২০১৪ ০১:১৩607727
  • আজ ভালো দিনই গেলঃ)
  • ঊমেশ | 90.254.147.148 | ১৬ জানুয়ারি ২০১৪ ১২:৫৯607728
  • আর্মান্দো'র জন্যে খারাপ দিন অপেক্ষা করছে।
    মনে হয় পর পর পাঁচ বার ফেডারেশন কাপ ফাইনাল খেলা হলো না।
  • ঊমেশ | 96.155.193.76 | ১৮ জানুয়ারি ২০১৪ ১৭:১৪607729
  • মোবাদের সু-দিন এসে গেছে।
    এবার মনে হয় এই টই তে আবার মোবারা ফিরে আসবে।
  • + | 213.110.246.25 | ১৮ জানুয়ারি ২০১৪ ১৯:১৭607730
  • এই টই তে মোবার পোস্টই সব থেকে বেশিঃ) সে একজনই থাক না কেন।

    বাঙালী ছেলেগুলোকে ভালো খেলতে দেখে ভালো লাগছে। উজ্জ্বল, রাম, পঙ্কজ, শঙ্কর, প্রিতম, সৌভিক, শিলটন ৭জন তো খেললই আজকে। আজ ১০ গোলের সুযোগ হেলায় হারাল
  • Tim | 12.133.58.233 | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:৩৯607732
  • আগেরদিন খেলা দেখতে পাচ্ছিলাম। আজ কোন খেলাই দেখালো না।
    মোবা ভালো খেলছে অবশেষে। ওডাফা মনে হয় ফিট হয়ে গেল।

    আশাকরি ইবে এবার যথেষ্ট বিশ্রাম পাবে। গোল ডট কমে ইবের খেলার কমেন্ট্রি দিচ্ছেনা লক্ষ করছি। শুধু গোলগুলো আর কার্ড দেখালে লিখছে। অন্য খেলাগুলোয় কিন্তু সব লিখছে, মিনিটে মিনিটে আপডেট। কেন কেউ জানে? খারাখারি হলো নাকি বাইশেবসু কিনে নিলো?
  • + | 213.110.246.25 | ১৮ জানুয়ারি ২০১৪ ২২:৩১607733
  • মাঞ্জেরি তে খেলা হলে তার আপডেট দিচ্ছেনাঃ)
  • রোবু | 213.147.88.10 | ১৮ জানুয়ারি ২০১৪ ২৩:৪০607734
  • গান্ধী, তোদের গোঃ কীঃ কিন্তু আবার ছড়াল।
  • + | 213.110.246.25 | ১৯ জানুয়ারি ২০১৪ ০১:০৫607735
  • হুম্ম গোটা টিমই ছড়ালো। স্কোয়াডে ডেপ্থ না থাকলে চাপ, লুকাস ছাড়া কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, যতক্ষণ লুকাস খেলেছে, চাপ হয়নি।

    আগেরবছর যখন মোবাকে ০ পয়েন্ট করে ফিরিয়ে আনলো, আমি বলেছিলাম, ভালো হয়েছে, টিমটা লড়তে শিখবেঃ) যেকোনো পরিস্থিতিতে পজিটিভ ভাবা ভালো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন