এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পোড়া লুরুর খাবার দোকানের লিস্টি

    ঐশিক
    অন্যান্য | ২৭ মে ২০১৩ | ১৪১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ঐশিক | 132.181.132.130 | ২৭ মে ২০১৩ ১২:২৮609792
  • এই টইটায় সব্বাই লিখুন দেখি লুরু তে কোথায় কি খাওয়া যায়
    সায়ান্দা আর কল্লোলদা সেদিন আমায় কিছু কিছু বলেছিলে কিন্তু ভুলে গেছি
  • Ishani | 233.239.136.47 | ২৭ মে ২০১৩ ১৪:১২609803
  • আমার লুরুতে দু' দশক হল . যে ক'টা মোটামুটি মনের মতো...বলি.

    ১. ফুচকা : চিন্ময় মিশন রোড- এ এম. কে. রিটেলের বাইরে ফলের দোকানের সামনের লোকটা যা বানায়, চলে যায় .
    ২ . ঝালমুড়ি, চাট : কলকাতা চাট সেন্টার , জীবনবীমা নগর
    ৩. মাংসর চপ: ৬, বালিগঞ্জ প্লেস , ইন্দিরানগর
    ৪ .ডাব চিংড়ি : এসপ্ল্যানেড , ইন্দিরানগর
    ৫ . কলকাতার রোল : চাকুমচুকুম , ইন্দিরানগর
    ৬ . সস্তার চাইনিজ , কিন্তু দিব্যি স্বাদ : চুং'স প্যাভিলিয়ন , ৮০ ফিট রোড , ইন্দিরানগর
    ৭. একটু দামী এবং খেতে ভালো : মেনল্যান্ড চায়না , ১০০ ফিট রোড , ইন্দিরানগর
    ৮. দোসা : মালয়ালী টিফিন রুম , লালবাগ
    ৯. কন্টিনেন্টাল : ( একটু হাই এন্ড ): স্মোক হাউস ডেলি , ১০০ ফিট রোড , ইন্দিরানগর
    ১০. কন্টিনেন্টাল :(বাজেট ): বেনিটো'স : গোপালন মল , ওল্ড ম্যাড্রাস রোড
    ১১. সেরা জাপানিজ : ইডো , আই টি সি গার্ডেনিয়া
    ১২. সেরা মোগলাই : কাবাব'স & কারি'জ , আই টি সি গার্ডেনিয়া
    ১৩. পারসী খাবার : ড্যাডি'জ ডেলি : ১২ মেন , ইন্দিরানগর
    ১৪ . পারসী খাবার :দ্য এবনি , আইভরি টাওয়ার , এম জি রোড
    ১৫. ইতালিয়ান : স্প্যাগেটি কিচেন , ইন্দিরানগর
  • The Necromancer | 131.241.218.132 | ২৭ মে ২০১৩ ১৪:১৭609814
  • লুরুতে খেতে গেলে কী মেজারিং টেপ আর একটা অ্যাসিস্ট্যান্ট সাথে নিয়ে ঘুরতে হবে?
  • কৃশানু | 177.124.70.1 | ২৭ মে ২০১৩ ১৪:২২609825
  • যদি তুমি চাইনিজ বা হাই এন্ড কন্টিনেন্টাল খেতে চাও, তবেই।
  • kumu | 69.178.47.194 | ২৭ মে ২০১৩ ১৪:২৭609836
  • ১০০ ফিট রোড , ইন্দিরানগর-আহা,ওখানে আমাদের এক স্যার থাকতেন,পুরোন স্মৃতি ইঃ
  • ঐশিক | 132.181.132.130 | ২৭ মে ২০১৩ ১৪:৩৪609845
  • আমি বিটিএম এ থাকি তাই আমার সব কটাই কোর্মঙ্গলা চত্তরে :দ
    ১। মোঘলাই: লাজিজ , বিরিয়ানি বলুন আর রোল ই বলুন বেশ খাসা কোর্মঙ্গলা চত্তরে
    ২. চাইনিস: মোমজ বলে একটি ছোট্ট দোকান আছে কোর্মঙ্গলা চত্তরে সস্তায় পুষ্টিকর
    ৩. একটু দামী এবং খেতে ভালো : মেনল্যান্ড চায়না , , ইন্দিরানগর বা কোর্মঙ্গলা একদম ক চোখ বুজে ভরসা করা যায়
    ৪. তেলেগু মিল: নাগার্জুনা বা ভিমা, সাথে লাগবে গুন্তুর কারী বা চিকেন পেপার ফ্রাই
    ৫. বাঙালি খানা: নিজের বাড়িতে বা ওহ কলকাতা
    ৬. কাবাব: tundey কাবাব, শিখ কাবাব আর পরোটা আর কোর্মা ও বানায় খাসা
    ৭. উড়িয়া খানা: দালমা
    ৮। কন্টিনেন্টাল: বোকা গ্রানাদ কোর্মঙ্গলা চত্তরে
    ৯. বাঙালি মিষ্টি: বান্ছারাম ( কোনো কথা হবে না )
    ১০.আইসক্রিম : জেলাট বা ন্যাচারাল্স বা ভজহরি মান্না র নলেন গুড়ের আইসক্রিম

    কিন্তু পশ্ন হইলো সান্দা আর কল্লোলদা সেদিন যে দোকান গুলো বললে সেগুলো আরেকবার দেওয়া যাবে কি?
  • ঐশিক | 132.181.132.130 | ২৭ মে ২০১৩ ১৪:৩৫609846
  • @কিশানু & কিরিমিরিদা
    ওগুলোত রাস্তার নাম
  • bratin | 122.79.42.190 | ২৭ মে ২০১৩ ১৬:৫৭609847
  • হায়দ্রাবাদ বিরিয়ানী দোকানের কাবাব গোলা।বিরিয়ানী ও মন্দ নয়

    সেন্ট্রাল মল আর আমাদের বাড়ির কাছের টোটাল মলে কলকাতা র ও ই খাবার দোকান টাই লুচি আর কষা মাংস ব্যাপক

    ইনোভেটিভ মাল্টিপ্লেক্সের পাশে যে রোলের দোকান টা আছে। সেটার রোল বেশ লাগে।

    তবে আমার সবে ছ মাস হলো এখানে। এখন ও লার্নিং কার্ভে আছি।
  • potke | 132.172.230.203 | ২৭ মে ২০১৩ ১৭:০২609848
  • মোগলাই--- কাকোরি,কাবাব এন্ড কারিস,
    চুলাহ চওকি দা ধাবা
    জেপি নগর
  • ঐশিক | 132.181.132.130 | ২৭ মে ২০১৩ ১৭:০৭609793
  • সেই একবার মাদুরাই গিয়ে দিন্দিগুল বিরিয়ানি খেয়েচিল্লুম,
    পেত্তয় যাবেন না এক্কেরে কলকাতার বিরিয়ানি, লুরুতে কি কোথাও পাবা যায় ?
  • kd | 47.228.106.201 | ২৭ মে ২০১৩ ১৭:২১609794
  • ঐশিক, "শিখ" কাবাব ব্যাপারটা কী? পাগড়ি পরা কাবাব?
    :)
  • ঐশিক | 132.181.132.130 | ২৭ মে ২০১৩ ১৭:২৯609796
  • শিক কাবাব পাঞ্জাবি পরে খেলে সেইটে হলো শিখ কাবাব
  • ppn | 52.107.175.156 | ২৭ মে ২০১৩ ১৭:২৯609795
  • মাভাল্লি টিফিন রুম। মালয়ালি না। যদি MTR হয়ে থাকে।

    লুরুর বেস্ট ট্র্যাডিশনাল দোসা ভিদ্যার্থী ভবন। আর ফিউশন দোসার টেস্ট করতে গেলে এইসিএস লেআউট।

    আর চাকুম চুকুমে খেয়েছি। চলেবল। বেস্ট কলকাতা স্টাইল রোল হল মারাথাল্লির ইনোভেটিভ মাল্টিপ্লেক্ষের পাশে কলকাতা রোল সেন্টার।
  • potke | 132.172.230.203 | ২৭ মে ২০১৩ ১৭:৩০609797
  • জিন্দেগী সেশ,হাওড়া ব্রিজ ট্রাই করতে পারো,জেপি নগর সেন্ট্রালে
  • ppn | 52.107.175.156 | ২৭ মে ২০১৩ ১৭:৩৩609798
  • কিন্তু এই নিয়ে তো টই অলরেডি আছে। এটা ডুপ্লিকেট হয়ে গেল।
  • ঐশিক | 132.181.132.130 | ২৭ মে ২০১৩ ১৭:৩৭609799
  • কোই?@প্প্ন্দা
  • ppn | 52.107.175.156 | ২৭ মে ২০১৩ ১৭:৪০609800
  • বাড়ি গিয়ে খুঁজে দেব। মোবাইল থেকে খোঁজা না মুমকিন হ্যায়।
  • ঐশিক | 132.181.132.130 | ২৭ মে ২০১৩ ১৭:৫৮609802
  • Name: kallol Mail: Country:

    IP Address : 124.124.93.202 Date:20 May 2010 -- 06:43 পম

    ম্যাজেস্টিকে সপনা বুক স্টলের উল্টোদিকে ফিস ওয়ার্লড। প্রণ মশালা, কাণে রাওয়া ফ্রাই আর চিলি ক্র্যাব- আফরীণ। অন্য আরও অনেক ধরনের মাছ পাওয়া যায় - কন্নড় কায়দায় রাঁধা।
    মস্ক রোডে পানি কম চায় - রোল আর ক্যারাম্যাল পুডিং। ওখনেই রোজা চলাকালীন সান্ধ্য ইফতারে - কাডি চিকেন (কাঠি ঢোকানো ইয়াম্মোটা চিকেন কবিরাজী), রোটি পে বোটি - এটাও সোজা বেহস্ত থেকে আসে। পাপড়ি চাটের পাপড়ি সাইজের রুটির ওপর একটা করে মাটন পিস। এক প্লেটে সাত-আটটা থাকে। ওপরে মিয়োনিজ দিয়ে দ্যায়।
    ওর কাছেই রিচিজ - ব্রেন ফাই, পমফ্রেট তন্দুরী আর কুইল তন্দুরী, সাথে মাটন বা চিকেন বিরিয়ানী।
    হসুর রোড-রিচমন্ড রোড ক্রসিং থেকে হসুর রোড ধরে ১০০ মিটার গেলেই - ডান দিকে ফান্টুস - যে কোন কাবাব গরু, মুর্গী, পাঁঠা - উল্‌ল্‌ল্‌স।
    রেসিডেন্সি রোড-বিগ্রেড রোডের ক্রসিং থেকে পশ্চিম দিকে হাঁটা লাগালে পরের সিগনালের ঠিক আগে বাঁদিকে একটা কুর্গী খাবার ঠেক। নামটা মনে নেই। রোস্ট পর্কটা স্বর্গ থেকে আসে।
    ইন্দ্রানগর ডবল রোডে (ইএস আই সার্কেলের কাছে) কিম লি - ডেভিলস চিকেন আর সেজুয়ান পর্ক - ঝাল পছন্দ করেন যারা।
    রঙ্গশংকরার ক্যান্টিনে সাবু বড়া আর কোকম জুস।
    আলসুর লেকের ধারে গুরুদ্বারার পাশে "নরম-গরম" - মেথি পরাঠা, লাহৌর মুর্গ। পাশেই ববি দা ধাবায় দাল ফ্রাই আর ক্ষীর।

    Name: sayan Mail: Country:

    IP Address : 98.225.200.39 Date:28 Feb 2011 -- 12:59 AM

    কল্লোলদার সঙ্গে অনেকগুলো কমন পড়েছে। আরও কিছু সংযোজালাম।

    ভিজয়নগর সেকন্ড ফেজ এইট্টিনথ মেইন রোডে ""উইম্পি'স''এ রোটি-র‌্যাপ আর চিকেন উইংস।

    ভিজয়নগর মেইন বাসস্টপের পিছনে ""পঞ্চবটী''তে মাটন পেপার ফ্রাই এবং অনুপান।

    আরপিসি লে-আউটে ""তড়কা মার কে''র লসুনী মুর্গ, দাল মাখনি ও স্টাফড পরাঠা।

    রাজাজিনগর থার্ড ব্লক, রাজকুমার রোডে অল-আমীন'এ তন্দুরি রুটি, আফঘানি চিকেন, পাল্পি গ্রেপ জ্যুস।

    হাম্পিনগর, পাইপলাইন লিঙ্ক রোডে ""নিসর্গ''য় "নাটি কোলি', "রাইস উন্ডে' সহযোগে।

    কাবন রোডে অ্যাকোয়ারিয়ামের নীচে ফিশ ফ্রাই।

    ব্রিগেড রোডে (এইচএম টাওয়ার'এর উল্টো ফুটে) সেন্ট প্যাট্রিক্স কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে ""ইন্ডিয়ানা"'য় চিকেন জাম্বো ডাবল বার্গার।

    জিকেডব্লু বাসস্ট্যান্ডে হোটেল কাদম্ব'তে বাটার মশলা দোসা, তিনরকমের চাটনি সমেত।

    আরপিসি লে-আউটে গজানন্দ সুইটস'এ সন্ধ্যের মুখোমুখি দহি পাপড়ি চাট। রবিবার সকালে মেথি পরাঠা আর আচার। কখনও মন কেমন করলে রাবড়ি।

    রেসিডেন্সী রোডে ""পোন্নুস্বামী''তে রোস্টেড চিকেন (এবং ডাক ও র‌্যাবিট - যাঁরা খান), শার্ক পুট্টু।

    বিটিএম রোড ওয়াটার ট্যাঙ্কের সামনে ""আজা খাজা''য় সর্ষে শাক, মকাইএর রুটি ও লস্যি।

    চার্চ স্ট্রীটে ""রুবি টিউসডে'তে হু-হা ঝাল ক্র্যাব কারি এবং অনুপান। কমপ্লিমেন্টারি কূপনগুলোর সদ্ব্যবহার করতে আরও অনুপান।

    লালবাগ মেইন রোডে ঊর্বশী থিয়েটারের পাশে মাভল্লি টিফিন রুম'এ (এমটিআর) কাঁসা-রূপোর থালা-গ্লাসে উত্তর কর্ণাটকের থালি, "বেন্নে মুরুক্কু', "কোডাবেলে', "চাকলি', "নিপ্পাট্টু'।

    এমজি রোডে সে¾ট্রাল কটেজ ইন্ডাস্ট্রীজ এম্পোরিয়ামের পেছনে গলির মধ্যে অজন্তা হোটেলে মিনিইডলি-সাম্বার আর এক্কাপ কড়ক ফিল্টার কাপি।
  • কল্লোল | 125.242.255.54 | ২৭ মে ২০১৩ ২০:০০609804
  • টুন্ডে কাবাব - কোরমঙ্গলা ফোরামের থেকে একটু এগিয়ে জ্যোতিনিবাস কলেজের গলি দিয়ে যে রাস্তায় পড়বে সেটা দিয়ে এট্টু ডান দিকে গেলে কৃষ্ণ মন্দিরের কোনকুনি উল্টোদিকে। ওখানে টুন্ডে কবাব ও টুন্ডে পরোটা। খবোদ্দার বিরিয়নী নয়। অতি অখ্যাইদ্য।
    কলকাতা বিরিয়ানী - টুন্ডে কাবাবের তলায় লাজিজ। ওখানে বিরিয়ানী তবু ভলো।
    ওখান থেকে ফোরামের দিকে যেতে সোজা রাস্তা পেরিয়ে আর্সেলান। এখন নাম পাল্টে কি যেন হয়েছে। বিরিয়নী চমৎকার।
    কমার্শিয়াল স্ট্রিটে একটা লাজিজ আছে। তাতেও কলকাতা বিরিয়ানী মোটমুটি ভালো।
    এরই উল্টোদিকে জ্যুক বক্স। কন্টিনেটাল, খুব ভলো। সঙ্গে পুরোনো পপ ও রক শোনা ফিরি।
    কন্টিনেন্টাল - ইন্দ্রানগর ইএ এস আই হাসপাতালের মোড় থেকে দুপা - গ্রিল হাউস।
    হ্যাল মার্কেটের প্রধান গেট (যাতে প্রচুর ফলের দোকান) দিয়ে না ঢুকে তার বাঁ পাশের গলতায় কচুরী, আলু ও ঘুগনীর মটর দিয়ে। ওখনে নানা প্রকার ডালের বড়ি, কুকমী গুঁড়ো মশলা, মুড়ি, দেশ, সানন্দা ও আনন্দলোক পাওয়া যায়।
    হ্যাল বাজারে মাছের বাজারটি অত্যুত্তম। তবে দাম বেশী।
    বাংলা খাবার - কলকাতা কিচেন। বিঘ্ননগর। কাগাদাসপুরার কাছে। বিইএমএল গেট দিয়ে যাওয়া যায়। শনি না রবিবার খিচুরী পাওয়া যায়। এছাড়া কলকাতা রোল, ফিস চপ, মটন চপ ইঃ।
    বাঙ্গালীয়ানা - জ্যুক বক্সের দুটো বাড়ি পরে।
    যারা ঝাল ভালোবাসো - যে কোন ভালো অন্ধ্র খাবারের দোকানে - অন্ধ্রা স্টাইল চিলি চিকেন। ঝালে বাঙ্গাল শুটকির সাথে পাল্লা দিতে পারে। তবে এটি কাঁচ লঙ্কার ঝাল।
  • কল্লোল | 125.242.255.54 | ২৭ মে ২০১৩ ২০:২৫609805
  • সিএমএইচ রোডের চিন্ময় মিশন হাসপাতালের উল্টো দিকের মোড়ের কাছে, ইন্দ্রানগর ডবল রোড ক্রসিং পেরিয়ে, আগে যেখানে বাবুমশাই ছিলো, তার তলায় চিংড়ির আচার পাওয়া যায়। বেসিকলি কুচো চিংড়ি শুটকি, খুব ঝাল আচারে ম্যারিনেট করা। সম্ভবতঃ গোয়ান খাবার। আমি তো এম্নি এম্নি খাই, মানে সোজা ভাত দিয়ে মেখে বা চামচে করে তুলে একটু একটু করে। ওখানে ভালো পোর্ক (কাঁচা) পাওয়া যায়।
  • কল্লোল | 125.242.255.54 | ২৭ মে ২০১৩ ২০:২৮609806
  • শেষের দুটো খাওয়া, কোনো গ্যাস্ট্রিকের রুগীর ইউথানেশিয়ার ইচ্ছে হলে খেতে পারে।
  • ন্যাড়া | 213.83.248.37 | ২৭ মে ২০১৩ ২০:৩২609807
  • বলি এসব হচ্ছেটা কী!
  • কৃশানু | 213.147.88.10 | ২৭ মে ২০১৩ ২১:০৩609808
  • চিংড়ি বা বিফের আচার মালায়ালি হইলেও হইতে পারে কল্লোলদা। আমি কেরালাতে খেয়েছি। এক বন্ধুর বাড়িতে বানানো।
    আবার দু জায়গাতেই থাকতে পারে।
  • bb | 127.213.213.43 | ২৭ মে ২০১৩ ২১:০৪609809
  • অন্ধ্রা ইস্টাইল চিলি চিকেন একদম অসাম শালা ঃ)
  • কল্লোল | 125.242.249.25 | ২৭ মে ২০১৩ ২১:২৪609810
  • অ বিবি। এদিক্পানে আসা হবে কি? সেদিন পুত্ররে নিয়া টুন্ডে কাবাবিতে গেস্লুম। তো সে ক্ষি ক্ষান্না ক্ষীই ক্ষান্না। টুন্ডে কাবাব্কূল ক্ষান্দিয়া আকূল - বিবি এলোনা / এলোনা / টুন্ডে খেলোনা / আআ খেলোনা................
    ওঃ। তার মাঝে কি করে যে আমি আর পুত্র দুপেলেট দুপেলেট কাবাব সাবরে দিনু, সে ক্যাবোল খোদায় মালুম। ভারি শোকার্ত, দুক্ষার্থ, অপরাধার্থ লাগছিলো। তাড়াতাড়ি এসে পরো ভাইডি।
  • শিবাংশু | 127.197.255.246 | ২৭ মে ২০১৩ ২১:৩৯609811
  • লুরু'তে বাঙালিরা কি বাড়িতে রান্না করেনা? ঃ-(
  • dd | 132.167.23.88 | ২৭ মে ২০১৩ ২১:৪৪609812
  • লুরুতে ইন্ডিয়ার মধ্যে সবসে বেশী রেস্চুরেন্ট ডেনসিটি। অস্বাভাবিক রেস্তোরার ভীড়। বেশ অনেকগুলো রাস্তা আছে (একদা) পার্ক স্ট্রীটের মতন, পরপর পরপর খাবার দোকান।

    আর ঠাকুরের আশীর্বাদে মদের দোকানও প্রচুর।কতকগুলি তো বিশাল সাবেকী লাইব্রেরীর মতন, কিনবি কি রে ফাগোল? দেখেই সমাধি হয়ে যায়।

    তবে পকেটে রেস্ত থাকলে তবেই না রেস্তোরা? সেটা মাইন্ড ইট।
  • কৃশানু | 213.147.88.10 | ২৭ মে ২০১৩ ২১:৪৭609813
  • এক কেজি সোনার বিনিময়ে ২ প্লেট কাকরি কাবাব - এরকম ডিল করা যায় না?
  • bb | 127.213.213.43 | ২৭ মে ২০১৩ ২১:৪৯609815
  • কল্লোলদা এমন করে ডাকলে এক্ষূনি চইল্যা যামু ঃ)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন