এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রাণা আলম | 111.210.49.121 | ২৪ মে ২০১৩ ১০:১৩611827
  • কালো মেয়ের গপপো...

    আজকের আনন্দবাজারে বসিরহাটের এক কালো মেয়ের খবর আছে।কালো গায়ের রঙের কারণে আর উপযুক্ত পণ না পেয়ে শ্বশুরবাড়িতে তাকে পিটিয়ে মারা হয়েছে।এটা নিয়ে বুদ্ধিজীবিরা মোমবাতি নিয়ে পথে নামবেন বলে মনে হয় না।রাজনৈতিক দলের তোষামুদি করা তাদের কাছে অনেক জরুরী ব্যাপার।পশ্চিমবঙ্গে মেয়ে কালো হলে,তাকে ক্ষতিপূরণ সমেত ভালো পণ দিয়ে বিক্রি করতে হয় বিয়ের বাজারে।শ্বশুরবাড়িতে সে মেয়ে নিত্য গঞ্জনার শিকার হয়।মারধোর খুব স্বাভাবিক ঘটনা।বেশীরভাগ ক্ষেত্রে মেয়েটির জীবন এমন দূর্বিষহ করে তোলা হয় যাতে সে আত্মহত্যা করতে বাধ্য হয়।মাসখানেকের মধ্যে ছেলেটি মোটা পণে আবার বিয়ে করে।
    বছরখানেক আগে,স্কুলের এক ছাত্রী তার দিদি’র বিয়েতে নিমন্ত্রণ করেছে,স্কুলের কাছেই বিয়ে।কয়েকজন সহকর্মী মিলে যাওয়া হল।গিয়ে দেখি,মেয়ের বয়স খুব বেশী হলে চৌদ্দ।আমি সাধারণত এ ধরণের বিয়েতে যাইনা,কিন্তু,এক্ষেত্রে আগে না জানার দরূণ এসে পড়েছি,পাত্রী’র কাকা’কে জিজ্ঞেস করলাম, ‘এত কম বয়সে বিয়ে দিচ্ছেন?’
    পাত্রী’র কাকা নিরূপায় হেসে উত্তর দিলেন, ‘দাদা’র চার মেয়ে,এটা দু’নম্বর।তার উপর গায়ের রঙ কালো।কপালজোরে কম টাকায় পাত্র পাওয়া গেল।বাড়িতে ফেলে রাখি কি করে বলুন তো?এরপরেও তো দুটোকে পার করতে হবে’
    বুঝলাম,মেয়েদের নাম হয়না,তাদের পরিচয় হয় ‘নম্বর’ দিয়ে, আর তাদের ‘পার’ করতে হয় টাকা দিয়ে,মানুষ যেভাবে বাড়তি বোঝা নামায় মাথা থেকে।
    আমার মা’-এর গায়ের রঙ কালো।তাই,আমার অতীব গৌরবর্ণা দাদীমা,মা-কে শুরুতে পছন্দ করতেন না।কালো মেয়ের সমাদর কোথাও হয়না।এমনটাও দেখেছি,মেয়ে’র গায়ের রঙ ফর্সা,এদিকে পড়াশোনায় মাথা নেই,কিন্তু বাপ-মা নিশ্চিন্ত,যাক,গায়ের রঙ-এই মেয়ে বিয়ের বাজারে সাদরে বিকিয়ে যাবে।বাস্তবেও তাই হয়।
    আমার এক শিক্ষক বন্ধু,তার বাবাও শিক্ষক ছিলেন।তার জন্য পাত্রী খোঁজা হচ্ছে।বন্ধুটি চাকুরিরতা পাত্রী খুঁজছে।তা নিয়েই কথা হচ্ছিল।আমার বন্ধুটি নিজের বিষয়ে উচ্চ-শিক্ষিত এবং কলেজ সার্ভিসের ইন্টারভিউতে বসার ডাক পেয়েছে।আমি দু-একজনের খোঁজ দিলাম।আমার বন্ধু’টি বললেন, ‘দ্যাখ ভাই,চাকুরিরতা না হলেও হবে,তবে দেখতে ফর্সা আর সুন্দরী হওয়াটা মাস্ট,তাহলে চাকুরি’র ব্যাপারটা কমপেনসেট হয়ে যাবে’
    আমার এক বয়স্ক সহকর্মী,ডিভোর্স সংক্রান্ত এক আলোচনায় বললেন, ‘শ্বশুরবাড়িতে মেয়েদের উপর তখনই টর্চার হয়,যখন মেয়েটি’র চরিত্র খারাপ হয়’।
    শুধু দরিদ্র পরিবারে নয়, অবস্থাসম্পন্ন বাড়িতেও কালো মেয়েদের বোঝা হিসেবেই দেখা হয়।সুশিক্ষিত চাকুরিরত পাত্র,উপযুক্ত পণে সন্তুষ্ট হয়ে বিয়ে করে থাকে।সব ক্ষেত্রে পণ সরাসরি হয় না।আসবাবপত্র,টিভি,ওয়াশিং মেশিন,মেয়েকে গাদাগুচ্ছের গয়নাগাঁটি ইত্যাদিও পণের মধ্যে পড়ে।যদিও অধিকাংশ বাড়ি তা স্বীকার করতে চাইবেনা।

    গুরুদেবে’র কৃষ্ণকলি তো কালো ছিলেন,তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল কিনা তা লেখা নেই...
    আর বসে থাকলে তাকেও বোলপুরের বাজার থেকে ফর্সা হবার ক্রীম কিনতে হয়েছিল নিশ্চয়...
  • pi | 78.48.231.217 | ২৪ মে ২০১৩ ১৩:০৬611838
  • সেই।
  • dd | 132.167.26.63 | ২৪ মে ২০১৩ ১৩:২৯611849
  • "পশ্চিমবঙ্গে মেয়ে কালো হলে,তাকে ক্ষতিপূরণ সমেত ভালো পণ দিয়ে বিক্রি করতে হয় বিয়ের বাজারে"। রাণা উবাচ।

    নট ট্রু। এটা সম্পুর্ণ সর্ব ভারতীয়। খুব ইন্সেনসিটিভ লাগবে ,তাও ও বলি।দক্ষিন ভারতের প্রায় সব মেয়েই কৃষ্ণা। কিন্তু যারা ঘোর কালো তাদের বিয়েতে বেশী ঝামেলা, যারা, ঐ একটু যাকে বলে,উজ্জ্বল শ্যামবর্ণ তারা বেটার অফ।
  • চান্দু মিঁঞা | 71.95.189.220 | ২৪ মে ২০১৩ ১৩:৩৫611860
  • এবং সাথে এও যোগ করি যে দক্ষিণ ভারতে পণে ক্যাশেই হর হামেশা ২৫-৫০ লাখ দেওয়া হয়।
  • ওপু | 24.99.43.34 | ২৪ মে ২০১৩ ১৩:৪২611871
  • একদা আমি খুব ফেয়ার এন্ড লাভলি মাখতাম। কোন কাজ করলো না। :( বড় বাজে ক্রিম।
    তবে এই কালো ফর্সা ব্যাপারটা সমগ্র ভারতে প্রযোজ্য, শুধু মাত্র পশ্চিম বাংলায় নয়।
  • bb | 127.216.213.119 | ২৪ মে ২০১৩ ১৩:৫৮611882
  • যে দেশে সফল পুরুষ মানুষেরা ফরসা হওয়ার বিজ্ঞাপন করেন পয়সার লোভে সেখানে কালো হওয়ার জন্য অনেক দাম দিতে হয় এইটা আর নতুন কি।
  • Reshmi | 129.226.173.2 | ২৪ মে ২০১৩ ১৬:৫৯611886
  • আর কোন সুপুরুষ পাত্র স্বেচ্ছায় কালো মেয়েকে বিয়ে করলে তাতেও মন্তব্য আসে "ঈশ, অমন কালো মেয়ে বিয়ে করল কেন রে অত সুন্দর ছেলেটা।" আমার নিজের কানেই শোনা।
    তবে খুব ফরসা, সুন্দরী মেয়ে কালো, অসুন্দর ছেলে কে বিয়ে করলেও এমন কথা শুনতে যে হয় না, তাও হলপ করে বলতে পারি না।
  • সে | 203.108.233.65 | ২৪ মে ২০১৩ ১৭:২৩611887
  • সবার আগে ফেয়ার অ্যান্ড লাভলি, ভাসেলিন এসবের রং ফর্সা করবার ক্রীমের বিজ্ঞাপনগুলো বন্ধ করা হোক টিভির চ্যানেলে চ্যানেলে। জঘন্য লাগে। অশ্লীল লাগে।
  • ladnohc | 116.218.242.13 | ২৪ মে ২০১৩ ১৭:৩৭611888
  • লিস্টে ভেসলিন কেনো? ওটাতো ঠোঁট ফাটার ক্রীম!!
  • Lama | 127.194.226.229 | ২৪ মে ২০১৩ ১৮:০৯611828
  • মেয়েদের নাম হয়না,তাদের পরিচয় হয় ‘নম্বর’ দিয়ে-

    এটা পড়ে একটা পুরনো কথা মনে পড়ে গেল।

    ছাত্রজীবনে একবার গঙ্গাসাগর মেলায় স্বেচ্ছাসেবা দিতে গিয়েছিলাম। আমাদের কাজ ছিল মেলার ভিড়ে হারিয়ে যাওয়া মানুষদের সাহায্য করা আর তাদের বাড়ির লোকের কাছে ফিরিয়ে দেওয়া (যদি না বাড়ির লোক ইচ্ছে করে তাদের 'হারিয়ে' না ফেলে থাকে)

    একটি লোক এবং তার দুই ছেলে (বড় ছেলের বয়েস গোটা বারো তেরো হবে ) তার বৌকে খুঁজছিল। বৌ এর নাম জিজ্ঞাসা করাতে অপ্রতিভ হয়ে গিয়ে হিন্দিঘেঁষা কি একটা ডায়ালেক্টে যে কথাগুলো বলল তার মানে অনেকটা এরকম দাঁড়ায়ঃ

    'আমাদের ঘরে বৌঝিদের ত কোনো নাম হয় না বাবু, ঐ অমুকের বৌ বা তমুকের মা বলেই ডাকে সবাই।'

    বুঝলাম লোকটি তার এক যুগের ওপর বিবাহিত জীবনে নিজের স্ত্রীর নাম জানার দরকার মনে করে নি।
  • সেন স্যর | 125.241.84.28 | ২৪ মে ২০১৩ ২২:২৬611829
  • পনপ্রথা বা অত্যাচার এই প্রসঙ্গে যাচ্ছি না,অন্য একটা প্রশ্ন

    আমার ইচ্ছা,সুন্দরী-ফরসা-পয়সাওয়ালা বাপের মেয়ে বিয়ে করার।সেটা অন্যায় কেন? আমার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা বলে কিছু নেই?
  • Ekak | 125.118.20.67 | ২৪ মে ২০১৩ ২৩:১৫611830
  • কোনো কালো মা কে কালো বৌমা এক্সেপ্ট করতে দেখেছেন ?
    ইভেন কালো জামাই ? দ্বিতীয় তা তবু দেখবেন সা নি কারনে ।প্রথম তা দুর্লভ ।
  • pi | 78.48.231.217 | ২৪ মে ২০১৩ ২৩:২০611831
  • সেন্স্যারের ইচ্ছাটা সা নি ঃ)
  • সেন স্যর | 125.242.211.157 | ২৪ মে ২০১৩ ২৩:২৫611833
  • *কি
  • সেন স্যর | 125.242.211.157 | ২৪ মে ২০১৩ ২৩:২৫611832
  • কেউ কী উত্তর দেবে?

    আমার অপরাধটা কোথায় বা আদৌ কোনো অপরাধ আছে কিনা
  • ranjan roy | 24.99.8.30 | ২৫ মে ২০১৩ ০০:২২611834
  • সেনস্যার,
    আপনার দুটি ইচ্ছেঃ
    এক ,পাত্রী সুন্দরী চাই,
    দুই, পয়সাওলা বাপের মেয়ে হওয়া চাই।

    আমার নিতান্ত ব্যক্তিগত অভিমতঃ
    একনম্বরঃ কোন অপরাধ নয়। এটা মানবিক চাওয়া পাওয়া।
    " রূপ লাগি আঁখি ঝুরে, গুণে মনভোর,
    প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর,"
    কিন্তু এতেও দুইখান কথাঃ
    এক , এই চাওয়াটা উভয়তঃ এবং রিলেটিভ।
    আপনার পছন্দের কন্যাটিও আপনে তার চোখে সুন্দর না হইলে এবং আপনের বাপের পয়সাকড়ি তার চোখে যথেষ্ট না হইলে আপনারে রিজেক্ট করতে পারে, হেইডা মনে রাখবেন।
    দুই, নেহাৎই সৌন্দর্য্যের পিপাসা হইলে একরকম, কিন্তু যদি সুন্দরী স্ত্রীর মালিক হওয়ার ইচ্ছা জাগে, পরিবারে বন্ধুদের মধ্যে, অফিসে সমাজে দেখাইতে --- যে আপনি এক সুন্দরী মহিলার স্বামী(প্রভু), যেমন সক্কলের মারুতি গাড়ি কিন্তু আপনার আছে হোন্ডা সিটি, তাইলে নিন্দনীয়। কারণ আপনি আপনার স্ত্রীরে স্ট্যাটাস সিম্বলের উপকরণ বা কমোডিটি ভাবলেন, মানুষ ভাবেন নাই।

    আর দুইনম্বরঃ পয়সাওলা বাপের মাইয়া চাই?
    ছি ছি, কী যে লাজের কথা কন! বাপের পয়সা দিয়া কি অইব? আপনারে ট্যাহাপয়সা, বাড়িগাড়ি দিয়া মুইড়্যা দিব? আরে পুরুষ মানুষ নিজের মেহন্নতের পয়সায় খাইব-দাইব, ঘুরব- ফিরব-বাড়িগাড়ি করব!
    অন্যের মেহনতের পয়সায়?
    লোভ- এক্স্টর্শন? কিসের জোরে? কবি সমর সেনের ভাষায় লিঙ্গ বন্ধক রাইখ্যা?
    অবশ্য আপনার চাওয়ার পিছনে আমার অ্যাজ্যামশনগুলান বেবাক ভুল হইতে পারে। আগাম মাপ চাইলাম।
  • pi | 78.48.231.217 | ২৫ মে ২০১৩ ০০:৩২611835
  • 'আরে পুরুষ মানুষ নিজের মেহন্নতের পয়সায় খাইব-দাইব' ... এটা পড়ে মনে হল কোন মেয়ে যদি অবস্থাপন্ন ঘরের বা উঁচু রোজগেরে ছেলেকে বিয়ে করতে চায়, রঞ্জনদা তাকে কী যুক্তি দেবেন ? ঃ)

    তবে সেন্স্যারের ইচ্ছাটা কাঁচা বায়োলজি নাকি সামাজিক নির্মাণ ? কে দিবে উত্তর ?
  • rabaahuta | 172.136.192.1 | ২৫ মে ২০১৩ ০০:৩৭611836
  • রঞ্জনদার দুই নং উত্তর সানি'র এক্কেরে পরাকাষ্ঠা।
  • pi | 78.48.231.217 | ২৫ মে ২০১৩ ০০:৪১611837
  • হুঁ ঃ)
  • pi | 78.48.231.217 | ২৫ মে ২০১৩ ০০:৪২611839
  • আমি সেন্স্যারের ফর্সা মেয়ে সংক্রান্ত ইচ্ছাটা নিয়ে কোশ্চেন করেছিলাম।
  • SC | 160.212.61.41 | ২৫ মে ২০১৩ ০১:১৫611840
  • সেন স্যার কি জন্য পছন্দ করলেন, সেটা তো উনিই বলতে পারেন।
    যদি বলি ওই ধরনের মেয়েরাই ওনার টার্ন অন। তাহলে কি পুরুষের কিসে টার্ন অন হয়, তা সামাজিক নির্মান কিনা, তাই জন্য সেন স্যারের সমালোচনা করা হবে। আর উনি কি করে এই পাপের প্রাস্চিত্ত করবেন?
    বিছানায় শোয়ার একটা রেগুলার সামাজিক ভাবে acceptable ব্যবস্থা হিসেবে অনেকেই বিয়েকে দেখতে পারেন।
    সেক্ষেত্রে সেই অনুযায়ী একটা ব্যবস্থা নেবেন, এর মধ্যে খারাপ কি আছে?
  • pinaki | 56.17.190.22 | ২৫ মে ২০১৩ ০২:০২611841
  • মানে সসুরের টাকাতে টার্ন অনটাও কাঁবা? তার্মানে কাঁবা আর ততটা কাঁ রইল না।
  • riddhi | 118.218.136.234 | ২৫ মে ২০১৩ ০২:৩৭611842
  • সেন স্যারকে যে অপরাধী বলবে সেই অপরাধী। সুন্দরী পয়সাওয়ালা মেয়েকে বিয়ে করুন। কিন্তু স্যার কি কালো সুন্দরী পয়সাওয়ালা দেখেননি? টুক করে নেটে দেখে নিয়ে স্টেটমেন্ট এডিট করে দিন, ব্যাস হয়ে গেল।
    এইটা স্যাম্পকিং বায়াস। যেমন আমাদের বাড়ি তে যারাই কালো তারাই আবার হতকুচ্ছিত, ফর সাম রিসন। এগ্জাম্পল পিসেম-কালোর গোল্ড স্ট্যান্ডার্ড। নতুন বর বা বউ সিস্টেমে এন্ট্রি নিলেই একটা ছোট্ট তুলনা হয়ে যায়- পিসেমের থেকে কালো কিনা।
  • Ekak | 125.118.20.67 | ২৫ মে ২০১৩ ০৩:২৪611843
  • ঋদ্ধি এই লজিকটা ধুমা নাবিয়েছে :)
  • রাণা আলম | 111.217.102.86 | ২৫ মে ২০১৩ ১২:২৭611844
  • আমরা কতগুলি আইকনিক স্ট্যান্ডার্ড নিয়ে চলি।যদি গাত্রবর্ণের কথাই ধরি,গাত্রবর্ণ ঘনশ্যাম হবে কি না হবে তা নির্ভর করে মেলানিন নামক রঞ্জক পদার্থের উপর।মেলানিনের পরিমাণ কোন বাহ্যিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না।তাহলে প্রশ্ন আসে,গৌর গাত্রবর্ণের প্রতি এত আকর্ষণ এল কোত্থেকে?ভারতের আদি অধিবাসী কোল,ভিল রা তো ঘনশ্যাম বর্ণেরই ছিল।যারা ইতিহাস চর্চা করেন,উত্তর তাদের কাছে থাকতে পারে,আপাতভাবে মনে করা যেতে পারে,এটা কলোনিয়াল হ্যাংওভার,নাকি বলবো আর্য ভাষাগোষ্ঠী’র সমানুপাতিক হওয়ার হ্যাংওভার?
  • dd | 132.167.18.33 | ২৫ মে ২০১৩ ১২:৩৮611845
  • ব্যাদেয় সব ঠাকুরেরা ফর্সা ছিলেন। রাক্ষসেরা কালো ছিলো। তবে তাদের সুকেশী ও বলা হোতো। কে জানে, হয়তো কোঁকড়ানো চুল ছিলো(নেগ্রয়েড)। পুরাণেও সেই ট্র্যাডিশন।

    অদ্যাবধি ফর্সা দুরগা ঠাকুর কোঁকোড়ানো চুলের কালো অসুরকে মেরে ফেলেন। ইন্দ্র কালো রাজাদের দের মেরে ফেলতেন। অনেক গুলো রেফারেন্স আছে ঋগবেদে।সবাই জানে।

    কলোনিয়াল হ্যাং ওভারের অনেক অনেক আগেই তো এসব ছিলো, পরে সাহেব আসায় হয়তো আরো একটু জোরদার হোলো ব্যাপারটা। তবে তার আগের যারা এয়েছিলেন, তুর্কীস্তানি, আপঘান বা মোঘোল- এঁয়ারাও তো দেশীয়দের তুলনায় গোরাই ছিলেন।

    মহাভারতে কিন্তু আল্টি কালোরাই জিতলেন, পাঁচ কালো,কৃষ্ণ দ্বৈপায়ণ ব্যাস, সত্যবতী, দ্রৌপদী, কৃষ্ণ আর অর্জুন। এঁদের গ্রুপ। এটাও খ্যাল রাখতে হবে।
  • | 24.97.244.181 | ২৫ মে ২০১৩ ১৩:১২611846
  • হুঁ এই সম্পর্কে মাহবুব লীলেন মনে হয় লিখেছিলেন যে মহাভারতে আসলে কৌশলে আর্য সভ্যতার ভেতর থেকে কালোদের, অনার্যদের অন্তর্ঘাত এবং দখল করার গল্প। কৃষ্ণ দ্বৈপায়ন যার হোতা।
  • ranjan roy | 24.96.119.1 | ২৫ মে ২০১৩ ২৩:১৩611847
  • পাই,
    আমার ভাবনাগুলো হয়ত লেস প্র্যাকটিক্যাল। কিঞ্চিৎ রোম্যান্টিক।
    কোন মেয়ে যদি ভাবে যে আমার ভাবী বরের অন্ততঃ এতটা আয় থাকা চাই, সে নিয়ে কোন কথা নাই। কিন্তু যদি বলে ছেলের আয় বুঝি না, ছেলের বাপের পয়সা থাকা চাই। তাহলে আমি আগের যুক্তিটাই দেব।
    তেমনি সেন্স্যার যদি বলতেন আমার বৌয়ের এতটা আয় হওয়া চাই, আমার কোন কথা নাই। কিন্তু মেয়ের বাপের পয়সাকড়িঃ)))
    [ হে-হে, আমিও মেয়ের বাপ কি না! কাজেই আগের থেকে গার্ড নিচ্ছি। কারণ পয়সা নাই। তবে তো আমার মেয়েদের বিয়ে হওয়া মুশকিল। কিন্তু মেয়েদুটোই ভদ্রমত আয় করে। তাই পাত্র-পাত্রীর নিজস্ব আয়ের কথা তুলছি। বাপের আয়ের কথায় জল ঢেলে দিচ্ছি।;)))]

    কিন্তু জান্তে চাই? সা-নি কারে কয়? ধা-পা ও আছে কি না? আর BTW কী?
  • ranjan roy | 24.96.119.1 | ২৫ মে ২০১৩ ২৩:১৮611848
  • কালো গাত্রবর্ণের কথায়ঃ
    আমার শ্বশুরবাড়িতে কাজের মেয়েটি তেলুগু ছিল। দ্বিরাগমনে আমাকে দেখে বলল-- তোমরা ভাল জামাই পেয়েছ।
    আমার শালা-শালীর দল হেসে গড়িয়ে গেল। আমি অপ্রস্তুত।
    -- হাসির কী হল?
    -- না জামাইবাবু, আসলে হিন্দি ফিল্মের ভিলেনের মত দেখতে লোকগুলো তেলুগু-তামিল ফিল্মে হিরো হয় কি না। রজনীকান্তকেই ধরেন।

    চুপচাপ ডালভাত নাড়াচাড়া করে উঠে পড়লাম।
  • রাণা আলম | 111.217.140.143 | ২৭ মে ২০১৩ ০০:৩১611850
  • আমার মা কালো।মা'এর মুখেই শুনেছি,সেজন্য তাকে শ্বশুরবাড়িতে আত্মীয়দের কাছ থেকে গঞ্জনা শুনতে হয়েছিল।আজ মা'এর সাথেই আলোচনা হচ্ছিল,'কালো মেয়ে'র হাল হকিকত নিয়ে।আমার মা,ইতিহাসের শিক্ষিকা,তিনি বললেন,আমাদের চিন্তা ভাবনা নিয়ন্ত্রিত হয় কতগুলি পূর্ব-প্রতিষ্ঠিত ধারণা দিয়ে।রূপকথার গল্পে বলা হয়,রাজকুমার সুন্দরী রাজকন্যে পেল।রাজকুমার সুন্দর না অসুন্দর,সেটা বিবেচ্য নয়,মেয়েটিকে সুন্দর হতেই হবে,সে ঘুঁটেকুড়ুনি'র মেয়ে হলেও তাতে দোষ নেই।খুব ছোটবেলা থেকেই এই বংশানুক্রমিক মগজধোলাই চলতে থাকে।মা বললেন,একমাত্র,মেয়েরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হলে তবেই পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের কথা শুনতে বাধ্য হবে,নতুবা এই 'কালো মেয়ে'র গল্প চলতেই থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন