এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ২৭ মে ২০১৩ ১৪:২১611851
  • "একমাত্র,মেয়েরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হলে তবেই পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের কথা শুনতে বাধ্য হবে,নতুবা এই 'কালো মেয়ে'র গল্প চলতেই থাকবে।" - এইটা পুরোপুরি মানতে পারছি না।
    গায়ের রং নিজের নিজের পছন্দ। টেনিস প্লেয়ার বরিস বেকার ক্রমাগত কালো মেয়েদের প্রেমে পড়েছে।
    শুনেছি সাদাদের দেশে কালো মেয়েদের কদর আছে। তেম্নি ভারতবর্ষে সাদা মেয়ে কম তাই তাদের কদর বেশি। শুধু তাই নয় রং দিয়েই রূপের মাপকাঠি তৈরী করা হয়। চোখ, নাক, ঠোঁট, হাইট, ফিগার ( মন তো বাদ ই দিলাম -ধর্তব্যের মধ্যেই আসে না) এগুলো রংএর পরে আসে।
    প্রচুর অর্থনৈতিকভাবে স্বনির্ভর মেয়েকে জানি যারা ক্রমাগত ফর্সা ও আরো ফর্সা হবার জন্যে উঠে পড়ে লেগেছে।
    আর ঐ ভাসেলিন ক্রীম যেটার অ্যাড সর্বক্ষণ টিভিতে দিচ্ছে সেটা ঠোঁট ফাটার ক্রীম বলে মনে হচ্ছে নাতো। এই অসম্ভব গরমে যে বস্তুটার অ্যাড দিচ্ছে সেটা লোশন জাতীয় কিছু, কালো হয়ে গেলে ফর্সা করে দেয়। টিভি খুললেই তো দেখা যায়।
  • Rivu | 78.232.127.201 | ২৭ মে ২০১৩ ১৪:৩৪611852
  • ছেলেরা যেমন সুন্দরী মেয়ে চায়, মেয়েরাও নিশ্চই হ্যান্ডু বর চায়, তাই না ? মোটা বলে তো আমার খুব চিন্তা, শ্বশুর বাড়িতে শালিদের লাঞ্ছনা গঞ্জনা শুনতে হবে।
  • কৃশানু | 177.124.70.1 | ২৭ মে ২০১৩ ১৪:৩৮611853
  • লাঞ্ছনা গঞ্জনা শুনতে হবে?
    পুড়িয়ে টুরিয়ে দিতে পারে?
  • সে | 203.108.233.65 | ২৭ মে ২০১৩ ১৪:৪৯611854
  • শুধু চেহারার জন্যে পোড়ায় না। অলমোস্ট সমস্ত বধুহত্যার পেছনেই টাকার খেলা থাকে। সেদিন টিভিতে দেখাচ্ছিলো (পুলিশ ডায়েরি টাইপের একটা প্রোগ্রাম হয় যেটায়) সেখানে পেট্রল পাম্প হাতছাড়া হয়ে যাওয়ায় বৌটাকে গলাটিপে মেরে দিলো। সিলভাসায়। তারপরে সেই বডি পাচার করতে ইউপি অবদি চলে গেছল।
    * এর সঙ্গে কালো মেয়ের কোনো যোগ নেই।
  • mi | 24.139.86.99 | ২৭ মে ২০১৩ ১৫:০৪611855
  • <Nandita Das about Dark is Beautiful"
  • শ্রাবণী | 127.239.15.28 | ২৭ মে ২০১৩ ১৫:০৭611856
  • আমাদের দেশে কালো মেয়ের মুখের গড়ন বা চেহারাপত্তর ভালো হলে বলা হয়, "কালো তবে মুখের শ্রী আছে, চেহারাও ভালোই" কিম্বা "এমনি ভালো ছিরিছাঁদ আছে তবে রঙটা কালো", মানে এককথায় তাদের সুন্দরী বোধহয় মনে করা হয় না!
    এরপরে ভালো লাগায় তো "সেই যার সঙ্গে যার মজে মন", সে কাকে কার ভালো লাগবে কিছু বলা যায় না। তবে দেখেশুনে অ্যারেঞ্জড ম্যারেজে কেউ পদ্মলোচন কানা ছেলের জন্যেও কালো মেয়ে সাধ করে আনতে চায়্না, অন্তত খোঁজা শুরু করে গৌরবর্ণা দিয়ে!:)
    ব্যতিক্রম কিছুটা বোধহয় সাউথ তবে সেখানে পণের খেলা প্রচুর এবং কালো মেয়ের সংখ্যাও, তাই কী দিয়ে কী হয় বলা মুশকিল!
  • khilli | 131.241.218.132 | ২৭ মে ২০১৩ ১৮:৫১611857
  • কিন্তু স্মিতা পাতিল শাবানা আজমি পাওলি দাম ও কালো, বোধ হয় সবিতা ভাবি ও কালো । তাদের কথা কি যুবক রা ভাবে না ?
  • মোটেই খিল্লি না | 37.62.245.130 | ২৭ মে ২০১৩ ১৯:৫৮611858
  • একটু অন্যভাবে ভাবা যাক, আপনি যাদের কথা বল্লেন তারা কালো হলেও দেখতে ভালো(মানে অ্যাট্রাক্টিভ ফিগার আর কি)!
    কিন্তু বেশিরভাগ কালো মেয়েরা ফর্সা হবার জন্য যত মেহনত করে তার ছিটেফোঁটাও শরীরচর্চায় দেয় না....
  • bb | 127.213.213.43 | ২৭ মে ২০১৩ ২১:০৩611859
  • আরে ধুর কালো ছেলেকেও একই ধরণের অবস্থার সম্মুখীন হতে হয় কালো বলে। স্কুলে, কলেজে সব জায়গায়, এর সঙ্গে অর্থনৈতিক অব্স্থার সম্পর্ক কি?
  • কৃশানু | 213.147.88.10 | ২৭ মে ২০১৩ ২১:৩৩611861
  • একই ধরণের অবস্থা কিছুতেই না।
    ইনফ্যাক্ট, আমি খুবই কালো। এ নিয়ে কখনো কিছু শুনিনি স্কুলে কলেজে।
    কালো, রোগা বা কালো, মত মেয়ে নিয়ে অনেক বাবা-মাকেই দুশ্চিন্তা করতে শুনেছি।
    তবে বেশিরভাগ বধুহত্যা-র পিছনেই টাকার খেলা থাকে বোধ হয়, খবরের কাগজ পড়ে তাই মনে হয়। এই কেসটা অবশ্য আলাদা। বা সম্পর্কিতও হতে পারে। কালো মেয়েদের জন্য তো বরপণ বহু বেশি দিতে হয়। এক্ষেত্রেও হয়্হ্ত একটা অবাস্তব টাকা দিয়ে ওঠা সম্ভব হয় নি।
  • চান্দু মিঁঞা | 116.213.92.72 | ২৭ মে ২০১৩ ২১:৩৯611862
  • কালো ছেলেদের নিশ্চয়ই সমস্যা আজ না থাকলেও কাল হবে। টিভিতে ছেলেদের ফর্সা করার সাঃ নিঃ শুরু হয়েছে।
  • dd | 132.167.23.88 | ২৭ মে ২০১৩ ২১:৫৩611863
  • বেশী কালো, বেশী রোগা, বেশী মোটা,বেশী লম্বা ..... এমতো হলেই সব ছেলেদের আবাজ খেতে হয়। কেলটে,ঢ্যাঙা,হাতী,প্যাঁকাটি ইত্যকার নামকরন হয়।

    যেমতি আমার দাদা যখন কেলাস নাইনে তখন একটি ছেলে, তার সহপাঠীরা যে স্কুল পালিয়ে সিনেমা গেছে সেটি মাস্টারমশাইকে বলে দেয়। ফলতঃ সারা নাইন ওর নাম হয়ে যায় মদন। ক্লাস টেনে আবার আরেকটা কেলানোর কেস খেয়ে যায় ছেলেটি। ফলতঃ নামটি এক্ষপ্যানডেড হয়ে মদনা ভেড়াতে। ঐ ক্লাস টেনেই বিকট ফুটবল খেললে পলিটিক্যালি ইনকারেক্ট সহপাঠীরা তাকে মদন ভেরী (স্ত্রী লিংগ)বলে ডাকতে শুরু করে। অতঃপর ক্লাস ইলেভেনে আবিষ্কৃত হয় মদন ভেরী অত্যন্ত কালো। ফলতঃ তার বাকী ছাত্র জীবন ধরে তাকে বন্ধুরা মদন কালা ভেরী বলে ডেকে এসেছিলো।

    নামটা একটু লম্বা কিন্তু শারীরিক ও সাইকলিজক্যালি খুব প্রখর ভাবে ডেস্ক্রিপটিপ। মানতেই হবে।
  • শ্রাবণী | 69.94.106.102 | ২৭ মে ২০১৩ ২১:৫৬611864
  • প্লীজ, আজকের যুগেও আমাদের সমাজে একজন কালো ছেলে আর কালো মেয়ের অবস্থান কিছুতেই এক নয়, সে যতই তুলনা হোক।
    আর সেজন্যেই হয়ত কালো মেয়েরা ফর্সা হওয়ার জন্যে চেষ্টা করে, ক্রীম মাখে, কারণ শুধু কালো হওয়ার জন্যে তাদের সুন্দরী মনে করা হয় না আর কে না নিজেকে সুন্দর দেখতে চায়!
    যেসব ফিল্মি কালো তারকার কথা বলা হল তাদেরও ফিল্মে পুরু মেকাপ করিয়ে ক্যামেরার কারসাজিতে সেই পর্দায় আল্টিমেটলি ফরসা হিসেবেই দেখানো হয় যদি না বিশেষ কোনো কালো মেয়ের রোল হয় অথবা মৃগয়ার মিঠুন বা মমতাশঙ্করের মত রোল হয়!
  • প্পন | 190.215.115.228 | ২৭ মে ২০১৩ ২১:৫৮611865
  • কেলো নামে ডাকাডাকি করছে খেলার বন্ধুরা (ছেলেটির ডাকনাম মিঠুন), ছেলেটির বাবা বেরিয়ে এসে জানালেন - কেলো বাড়ি নেই।

    স্বচক্ষে দেখা, স্বকর্ণে শোনা।
  • bb | 127.213.213.43 | ২৭ মে ২০১৩ ২২:৫৫611866
  • ওহ, মেয়ে আর ছেলের অবস্থা এক বলা হয় নি। শুধু এইটা বলা হয়েছে মেয়েদের হ্যাটাটা অর্থনৈতিক অবস্থার সঙ্গে যুক্ত নয়। এটা অনেক বেশী সামাজিক ব্যাধি।
  • ranjan roy | 24.96.64.236 | ২৭ মে ২০১৩ ২৩:৪৩611867
  • বিবি যেমন বলেছেন--- সামাজিক ব্যাধি! ব্যাধি বলব কি না বুঝতে পারছি না। তবে 'সামাজিক' বটেই।
    নীরদ চৌধুরি তাঁর "বাঙালী জীবনে রমণী" বইয়ে জানিয়েছেন যে প্যারিসে একটি ভোজসভায় ওঁর পাশে বসা ভাগ্নীকে দেখে এক মঁসিয়ো বললেন-- এই সুন্দরী মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন না তো!
    নীরদবাবু অবাক, কারণ তাঁর ভাগ্নী কালো। উনি সচেতন যে বাঙালী সমাজ ভীষণ রংয়ের ব্যাপারে বায়াসড্‌।
    আমার এক আড়িয়দহের ঘটি দাদা-বৌদি বলেছিলেন যে ঘটিরা নাক-চোখ-ফিগার আকর্ষক হলেও কালো মহিলাকে সুন্দরী বলে না।
    এই ব্যাপারটা নর্থ ইন্ডিয়াতে হয়তো আরও বেশি। খোলাখুলি বলা হয় যে অমুক ছেলেটা তো ফর্সা (গোরা-চিট্টা), তাই অনেক বেশি দহেজ পাবে।
    আমার খুবই ঘনিষ্ঠ এক পরিবারের কর্তা নিজের কালো ছেলের জন্যে খুঁজে পেতে ফর্সা মেয়ে আনার কারণ বলেছিলেন যে নাতি-নাতনীদের রংটা একটু পরিষ্কার হবে!

    সৌন্দর্যের ধারণাটি যে এক সামাজিক 'নির্মাণ' তা বোঝা যায় কারণ সৌন্দর্যের লক্ষণগুলো সব সমাজে সমান নয়।

    এইচ জি ওয়েলস্‌ এর একটি গল্পে আন্দিজ পর্বতমালার ওপারে দৃষ্টিহীনের দেশে 'চোখ' থাকাটা অস্বাভাবিক ও অসুন্দর মনে করা হত।
    ফ্যাশনের ভোল বদল থেকেও এ'ব্যাপারটা কিছু বোঝা যায়।
    কিভাবে একসময় বড় চুল কানঢাকা চুল, আবার ছোট করে ছাঁটা চুল অথবা ড্রেনপাইপ প্যান্ট, বেলবটম, এলিফ্যান্টা, আবার সরু টাইট প্যান্ট ফ্যাশন স্টেটমেন্ট হয়ে ওঠে-- ভাবার মত।
  • ranjan roy | 24.96.64.236 | ২৭ মে ২০১৩ ২৩:৪৪611868
  • কিন্তু 'সা-নি' বা বিটিডব্লু কারে কয়?
  • ওরে বাবা | 126.202.119.32 | ২৭ মে ২০১৩ ২৩:৪৮611869
  • সানি = সামাজিক নির্মাণ

    বিটিডব্লু = বাই দ্য ওয়ে
  • cb | 99.231.125.36 | ২৭ মে ২০১৩ ২৩:৫৩611870
  • রন্জনদা, বাই দা ওয়ে - বিটিডব্লু
  • riddhi | 109.18.233.68 | ২৮ মে ২০১৩ ০১:৫২611872
  • "যেসব ফিল্মি কালো তারকার কথা বলা হল তাদেরও ফিল্মে পুরু মেকাপ করিয়ে ক্যামেরার কারসাজিতে সেই পর্দায় আল্টিমেটলি ফরসা হিসেবেই দেখানো হয়"
    এটা শ্রাবণী কি বললেন? বিপাশা বা পাওলিকে ফর্সা করে দেখানো হয়??
  • Blank | 69.93.241.86 | ২৮ মে ২০১৩ ০১:৫৬611873
  • এটা তে তো কালো মনে হচ্ছে না
  • ladnohc | 116.212.112.114 | ২৮ মে ২০১৩ ০৮:১৮611874
  • আমার এক বন্ধু(ছেলে)কে অনেকে সামনেই কাক বলে ডাকে, শুধু কালো বলে!
    সে কম চেষ্টা করেনি ফর্সা হওয়ার।
  • khilli | 131.241.218.132 | ২৮ মে ২০১৩ ০৯:৪৫611875
  • নন্দিতা দাস বা সাউথের সিনেমার পদ্মাপ্রিয়া ও কালো লিস্ট এ আসবে।সিল্ক স্মিতা ও আসবে হইহই করে। অরন্যের দিন রাত্রি তে সীমি কে কালো মেক আপ রেখেই ভয়ানক attractive লেগেছে । আসলে ওই কাঁ বা - যাকে বলে আবেদন।
  • siki | 132.177.184.251 | ২৮ মে ২০১৩ ০৯:৫০611876
  • মহুলবনীর সেরেঞ।
  • khilli | 131.241.218.132 | ২৮ মে ২০১৩ ১০:৩৮611877
  • চান্দ্রেয়ী জ্বালাময়ী । উল্টো দিক ভাবুন কানন দেবী শকুন্তলা বরুয়া - ফর্সা কিন্তু স্বপনচারিনী নন
  • a x | 86.31.217.192 | ২৮ মে ২০১৩ ১০:৪৭611878
  • আমার মা মোটামুটি ফরসা। বাবা কালো। মা-র আগে একজনের সাথে বাবার নাকি সম্বন্ধ হয়েছি। তা পাত্র অবধি আসার আগেই ভেস্তে যায়। সে গল্প ঠাকুমা-ই মা-কে করে। এবং বলে, কেন তোমাকে বৌ করে এনেছি, অমুককে না করে, জান? অমুককে বিয়ে করলে তো সব "কালোজিরের খেত" হত।

    হায় মেন্ডেল, হায় জর্জ।
  • Reshmi | 129.226.173.2 | ২৮ মে ২০১৩ ১৪:০৪611879
  • তবে ব্যতিক্রমও আছে, আমাদের এক বন্ধু, ফরসা, লম্বা, বেশ সুপুরুষই বলা চলে, আর তার মা তো সেই যাকে বলে "দুধে-আলতা" কম্প্লেক্সন, এবং ছেলেটি একমাত্র ছেলে, তার বৌ কিন্তু বেশ কালো। ওদের অ্যারেঞ্জড ম্যারেজ। তবে মেয়েটিকে ওদের ফ্যামিলি আগে থেকে চিনত, সে কারণেই বোধহয় কালো রং ছাপিয়ে তার গুণ বেশি প্রাধান্য পেয়েছে, কয়েক ঘন্টার পাত্রী দেখায় যেটা হয়তো একটু মুশকিল।

    কিন্তু ওই আগে যা লিখেছিলাম, বাড়ির লোকের সমস্যা না থাকলেও অন্য লোকজন যেচে পড়ে আক্ষেপ করে ফরসা ছেলের কালো বৌ নিয়ে।
  • de | 190.149.51.67 | ২৮ মে ২০১৩ ১৪:২৯611880
  • ব্যক্তিগতভাবে, কালো রং এবং তার বিভিন্ন শেডে অনেক বেশী ভ্যারাইটি -- আমার কালো বা শ্যামবর্ণ অনেক বেশী অ্যাট্রাক্টিভ লাগে। মেয়ে বা ছেলে দুজনকেই। আর কালো, শ্যামবর্ণ, ব্রাউন এগুলোই তো আমাদের অরিজিনাল গাত্রবর্ণ!
  • ranjan roy | 24.99.191.212 | ২৯ মে ২০১৩ ১৩:২৬611881
  • আমার পিতৃদেব আমার জন্যে মেয়ে দেখতে গিয়ে এক সরকারী পাগলাগারদের ডাক্তারের কালো মেয়েকে পছন্দ করে কথা দিয়ে এলেন। আমি ও মা গেলাম বেজায় খচে!
    না, কালো রঙের জন্যে নয়, আমি কোনমতেই পাগলাগারদের ডাক্তারের জামাই হতে রাজি ছিলাম না। কিন্তু বাবা যে কথা দিয়ে এসেছেন! আমদের পরিবারের পুরনো দস্তুর! বাড়ির কর্তা কথা দিলে কেউ সেটা নাকচ করবে না!
    কিন্তু সেই গারদের ডাক্তারবাবু সপরিবারে এসে আমাকে দেখে অপছন্দ করে গেলেন! আহা, কি আনন্দ!

    পরে খবরের কাগজে বেরিয়েছিল যে উনি পাগলদের খাবার জামকাপড়ের পয়সা মেরে দিতেন, তাই সেখানের রুগিদের মধ্যে টেঁসে যাবার ফ্রিকোয়েন্সি বেশ বেশি ছিল।
    খবরটা বাবাকে দেখিয়েদিলাম,
  • | 80.39.186.218 | ২৯ মে ২০১৩ ১৩:৩৫611883
  • আপনাকে অপছন্দের কারণ ও কি আপনার রং ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন