এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ০৮:৩৭612274
  • বিশেষণে সবিশেষ সবারে জানাই |
    জানহ দিদির নাম নাহি ধরে ভাই ||
    গোত্রের প্রধান পিতা ভট্টবংশজাত |
    পরমকুলীন দিদি বন্দ্যবংশখ্যাত ||
    পিতামহ দিলা মোরে প্রকল্প নাম |
    অনেকের দিদি তবু দিদি নয় বাম ||
    অতি বাড় বেড়ে দিদি চোপাতে নিপূণ |
    কোন গুণ নাহি তাঁর কপালে আগুন ||
    কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ |
    কেবল কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ ||
    কিছু আছে চামচা তাদের দৌরাত্ম এমনি |
    গুণ্ডামিতে তারা যে দিদির শিরোমণি ||
    অরাজকতার রূপ দেখি ঘরে ঘরে |
    যে পারে যেখানে লুট খুন ধর্ষণ করে ||
    অভিমানে অন্য রাজ্যে পাড়ি দিলাম তাই |
    লোকে যাকে আম্মা ডাকে তারি ঘরে যাই ||
  • siki | 132.177.233.70 | ২৯ জুন ২০১৩ ০৮:৫৬612285
  • জয় গুরু! আরো হোক!
  • b | 135.20.82.164 | ২৯ জুন ২০১৩ ০৯:৩৩612296
  • চেন্নাইয়ের ক্রোমপেটে এক প্রকল্পকে চিনতাম। তিনি নাকি?
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১১:০৭612307
  • একেবারেই ঠিক, আমি 'ক্রোমপেটের প্রকল্প'ই বটে!
  • | 24.97.10.36 | ২৯ জুন ২০১৩ ১১:১০612318
  • আপনার হাতখানা তো খাসা মশাই। দারুণ লাগল।

    একটাই টইতে পরপর কবিতা লিখুন প্লীজ, তাহলে ফিরে পড়তে সুবিধে হবে আমাদের। টইয়ের ঝুঁটি ধরে তুলে আনব।
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১২:২৭612329
  • টুনটুনি গেছিল বেগুন ক্ষেতে, সেখানে তাকে কয়েকটা জন্তু ধর্ষণ করল।
    ও মা, কী হবে? এত বড় অন্যায়ের কে শাস্তি দেবে?
    টুনটুনি একে জিগগেস করে, তাকে জিগগেস করে। সবাই বললে, ‘ওটা পুলিসকে গিয়ে জানাও।’
    তাই টুনটুনি পুলিসের কাছে গিয়ে বললে, ‘পুলিসদাদা পুলিসদাদা, ওই জন্তুগুলোকে শাস্তি দাও না !’
    পুলিস তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিঁটকিয়ে বললে, ‘ইস! আমি মন্ত্রীর খিদমত খাটি, আমি তোর অভিযোগ শুনতে গেলুম আর কি!’
    টুনটুনি বললে, ‘আচ্ছা দেখতে পাবে এখন, অভিযোগ শুনতে যাও কি না।’
    বলে সে মন্ত্রীর কাছে গিয়ে নালিশ করলে, ‘মন্ত্রীমশাই, আপনার পুলিশ কেন আমার অভিযোগ শুনছে না? ওকে সাজা দিতে হবে!’
    শুনে মন্ত্রীমশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, পুলিশকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারি রাগ হল।
    সে মস্তান সর্দার -এর কাছে গিয়ে বলল, ‘মস্তানভাই, মস্তানভাই, বাড়ি আছ?’
    মস্তান বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি এক কাজ কর।’ মস্তান বললে, ‘কি কাজ?’
    টুনটুনি বললে, ‘মন্ত্রীমশাই যখন ভোটে দাঁড়াবেন, তখন তাঁর গদিটা কেড়ে নিতে হবে।’
    তা শুনে মস্তান জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ‘ওরে বাপরে! আমি তা পারব না।’
    তাতে টুনটুনি রাগ করে আণ্ডারওয়ার্ল্ড ডন-এর কাছে গিয়ে বললে, ‘ডনভাই, ডনভাই, বাড়ি আছ?’
    ডন বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি মস্তানকে উচিত শিক্ষা দাও।’
    ডন বললে, ‘এখন আমি শিক্ষা-টিক্ষা দিতে পারব না, আমার বড্ড ঘুম পেয়েছে।’
    শুনে টুনটুনি রাগের ভরে সিবিয়াই-এর কাছে গিয়ে বললে, ‘সিবিয়াই ভাই, বাড়ি আছ?’
    সিবিয়াই বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি ডন-এর বিরুদ্ধে তদন্ত কর।
    সিবিয়াই বললে, ‘ডন আমার কি করেছে যে আমি তার বিরুদ্ধে তদন্ত করব? আমি তা পারব না।’
    তখন টুনটুনি মিডিয়ার কাছে গিয়ে বলল, ‘মিডিয়াভাই, মিডিয়াভাই, বাড়ি আছ?’
    মিডিয়া বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি সিবিয়াই-এর পর্দা ফাঁস করে দাও।’
    মিডিয়া বললে, ‘আজ ঢের পর্দা ফাঁস করেছি, আজ আর কিছু ফাঁস করতে পারব না।’
    কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে জনতার কাছে গেল।
    জনতা দূর থেকে তাকে দেখেই বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি মিডিয়ার বিরুদ্ধে আন্দোলন কর।’
    জনতা বললে, ‘সে আবার একটা কথা! এখুনি যাচ্ছি! দেখব মিডিয়া বেটার কত ক্ষমতা!’ বলে সে সকল দেশের সকল জনতাকে ডেকে বললে, ‘তোরা আয় তো ভাই, দেখি মিডিয়া বেটার কত ক্ষমতা।’
    অমনি পিল-পিল-পিল-পিল করে যত রাজ্যের জনতা, বাপ বেটা ভাই বন্ধু মিলে মিডিয়ার বিরুদ্ধে আন্দোলনে নামল। জনতায় পথ ভরে গেল, দেশ ছেয়ে গেল। তাদের গলার আওয়াজে ঝড় বইতে লাগল। তাদের দাবিতে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন-
    মিডিয়া বলে, সিবিয়াই-এর পর্দা ফাঁস করি।
    সিবিয়াই বলে, ডন-এর বিরুদ্ধে তদন্ত করি।
    ডন বলে, মস্তানকে উচিত শিক্ষা দিই।
    মস্তান বলে, মন্ত্রীর গদি কেড়ে নিই।
    মন্ত্রী বলে, পুলিসকে সাজা দিই।
    পুলিশ হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলে, ‘রক্ষা কর, টুনি মা! এস, তোমার অভিযোগ শুনি আর দোষী জন্তুদের চরম শাস্তি দিই।’
    জন্তুরা শাস্তি পেল, কিন্তু টুনটুনি আর কোনওদিনই নাচতে বা গাইতে পারল না!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১২:২৮612340
  • “এতক্ষণে” জনগণ কহিলা বিষাদে
    “জানিনু কেমনে আসি দুর্দিন পশিল
    বঙ্গদেশে! হায়, দিদি, উচিত কি তব
    একাজ, যাহারা কাল জিতায়েছে ভোটে,
    সহোদরী সম্বোধনে, মা মাটি মানুষে
    পরিবর্তন তুমি ঘটাইবে ভবে
    এই ভরসাতে দিন অতিপাত করে,
    তাহাদের বিশ্বাসে পদাঘাত করি
    স্বেচ্ছাচার অনাচার দুরাচার? ধিক!
    কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি
    ছাড় গদি, নির্বাচন হোক সুস্থমতো।
    পাঠাইব দোষীদের শমন-ভবনে,
    বঙ্গের কলঙ্ক আজি ভঞ্জিব আহবে”
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১২:২৯612351
  • ও মোদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে,
    বলো কোথায় তোমার দল, তোমার আছে কি লোকবল,
    ও মোদী রে...
    তোমার ইচ্ছা অনিবার, নেবে দেশ চালাবার ভার
    এই আছো গুজরাটে আবার দেখি কেদারে,
    বলো কোথায় তোমার দল, তোমার আছে কি লোকবল,
    ও মোদী রে...
    এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
    যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?
    আমায় ভাবছ কি কংগ্রেস, তোমার নেই কি ভয়ের শেষ,
    লুকানো এজেণ্ডা কিছু কইলে না হয় আমারে
    বলো কোথায় তোমার দল, তোমার আছে কি লোকবল,
    ও মোদী রে...
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১২:২৯612362
  • সবুজদলের অবুঝদিদি মানুষ বড় শান্ত,
    তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত!
    দিব্যি ছিলেন খোসমেজাজে চেয়ারখানি চেপে,
    একলা বসে ঝিম্ঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে !
    আঁৎকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল,
    হঠাৎ বলেন, "গেলুম গেলুম, আমায় ধরে তোল "!
    তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউবা হাঁকে পুলিশ,
    কেউবা বলে, "কামড়ে দেবে সাবধানেতে তুলিস"।
    ব্যস্ত সবাই তাঁর ঘরেতে করছে গাদাগাদি,
    দিদি হাঁকেন, "ওরে তোরা সক্কলে মাওবাদী !"
    মাওবাদী ! কী আজব কথা ! হয় কখনো সত্যি ?
    নামেই শুধু পরিবর্তন, হয়নিকো এক রত্তি ।
    সবাই তাঁকে বুঝিয়ে বলে, সামনে ধরে গামছা,
    মোটেও আমরা মাওবাদী নই, শুধুই তোমার চামচা ।
    রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি,
    "কারো কথার ধার ধারিনে, সব ব্যাটাকেই চিনি ।
    লাল পতাকা? বুদ্ধিজীবি? করিস পানুগ্রাফি,
    কিসের তেজে শুনি তোদের এমন লাফালাফি?
    মাওবাদী নোস বলিস যদি করব তোদের জবাই"—
    এই না বলে জরিমানা কল্লেন তিনি সবায় ।
    ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়,
    "কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায় ।
    বাংলার এই বাঁদরগুলো, মাথায় খালি গোবর,
    মাওবাদী যে কখন হল কেউ রাখে না খবর ।
    ইচ্ছে করে এই ব্যাটাদের কান ধরে খুব নাচি,
    মুখ্যুগুলোর মুণ্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি ।
    মনে রাখিস, গুণ্ডাদলের সবাই আমার কেনা।
    মাও সিপিএম করলে তোদের বাবাও বাঁচবেনা!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১২:৩০612275
  • হারাধনের দশটি মেয়ে ঘোরে পাড়াময়,
    একটি তো ধর্ষণের শিকার, রইল বাকি নয়।
    হারাধনের নয়টি মেয়ে নিল স্কুলের পাঠ,
    হামলাকারীর চলল গুলি, রইল বাকি আট।
    হারাধনের আটটি মেয়ে, অকাল গর্ভপাত,
    ক্লান্ত শরীর সইল না আর, রইল বাকি সাত।
    হারাধনের সাতটি মেয়ে, ভালবাসার জয়,
    ব্যর্থ প্রেমিক অ্যাসিড ছোঁড়ে, রইল বাকি ছয়।
    হারাধনের ছয়টি মেয়ে, আগেই পেয়ে আঁচ,
    ভ্রূণেই তাকে শেষ করে দেয়, রইল বাকি পাঁচ।
    হারাধনের পাঁচটি মেয়ে, না পেয়ে খাবার,
    অপুষ্টিতে মৃত্যু হল, রইল বাকি চার।
    হারাধনের চারটি মেয়ে, প্রেমিক জাতে ভিন,
    মান বাঁচাতে ‘অনার কিলিং’, রইল বাকি তিন।
    হারাধনের তিনটি মেয়ে, পণের টাকা কই?
    বলল স্বামী ‘স্টোভ ফেটেছে’। রইল বাকি দুই।
    হারাধনের দুইটি মেয়ে, গর্ভিনী প্রত্যেক,
    প্রসব বেদন সইল না আর, রইল বাকি এক।
    হারাধনের একটি মেয়ে, কাঁদে ভেউ ভেউ,
    দুঃখে দিল গলায় দড়ি, রইল না আর কেউ।
  • b | 135.20.82.164 | ২৯ জুন ২০১৩ ১২:৪০612276
  • আর একটি থেকে দশটি হবে না?
  • PM | 96.134.93.45 | ২৯ জুন ২০১৩ ১৪:০৪612277
  • গুরু, কোতায় ছিলে? তুমি কোতায় ছিলে?
  • on-off | 127.194.252.197 | ২৯ জুন ২০১৩ ১৪:১৩612278
  • জ্জিও তো!
  • + | 69.93.243.16 | ২৯ জুন ২০১৩ ১৪:৪২612279
  • তুমি কোতায় ছিলে ওস্তাদ, তুমি কোতায় ছিলে?? কবিতা বোমা
  • Blank | 69.93.206.175 | ২৯ জুন ২০১৩ ১৪:৫৪612280
  • দারুন কাকা
  • প্রচার | 69.93.255.188 | ২৯ জুন ২০১৩ ১৫:০৫612281
  • দারুন লাগল । আরো চাই ।
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১৮:৫৮612282
  • NRI তেনারা কি?

    শুনেছি যে কলিকালে অবতার কল্কি
    অবতরণের সাথে দেখাবেন ভেল্কি?
    এক ঘাটে জল খাবে বাঘে আর গরুতে?
    ফুটবে গোলাপ ফুল সাহারার মরুতে?
    কই রে?
    প্রলয় খুনের ত্রাসে কাঁপে সারা বিশ্ব,
    ভক্তের ভগবান আজও নন দৃশ্য!
    বেনামী বোমায়, নাতো সুনামীর ধাক্কায়
    মৃত্যুর দূত আজ চারদিকে পাক খায়
    ওই রে!
    কত নেতা এল, গেল, কত স্ক্যাম স্ক্যান্ডাল,
    কাদা ছোঁড়াছুঁড়ি, ফের প্রচারের প্যান্ডেল,
    অনশন, ভাঙ্গচুর, সংসদে সার্কাস,
    আমি যদি চুরি করি, তুই তবে মার খাস
    প্রায় রে,
    NRI তেনারা কি? এনাদের ই পরশে
    বিমান আকাশ থেকে অস্তর বরষে!
    সরকার এনাদেরই তেল দিতে ব্যস্ত
    (সকলেরই পেট চালাবারে লাগে ক্যাশ তো!)
    হায় রে!
    মুম্বাই এর ম্যাপ এঁদের মুখস্ত,
    তবু এরা পরে থাকে ভদ্র মুখোশ তো!
    গুলি গোলা খেলনাতে ভরে না কো মন টা,
    RDX-এ বাঁধে প্রলয়ের ঘন্টা!
    হামলা!!
    এখনো যে বেঁচে আছি, এটাই যথেষ্ট!
    কষ্ট অনেক হলো, ফাঁকি দিল কেষ্ট।
    কয়ামত! কয়ামত!! কেয়া বাত, ভাইরে,
    মানুষের মতো এত অমানুষ নাইরে!!
    সামলা!!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১৯:০০612283
  • ইঁদুর বাঁদর গড়ার সময় মানুষ গড়ার কালে
    কয় আঙুলের ফারাক দিলেন বিধি,
    তাতেই হলাম আমরা সবাই 'তেনার' প্রতিনিধি!!
    যাদের শুধুই শরীর বাড়ে বয়স বাড়ার সাথে
    ধান্দাবাজী শিখলো না, তার ফলে
    তারা সবাই নাম লেখালো আঙুল চোষার দলে।
    আঙুল চেপে কলম পেষে যাবৎ করণিক
    'শিক্ষিত'রা কী-বোর্ডে দেয় চাপ,
    সমাজেতে দাপটে বেড়ায় কয়েক আঙুলছাপ!
    বয়সকালে আংটি বদল, চুটকিতে সিন্দুর,
    সেইখানেতেও দুই আঙুলের খেলা,
    আঙুল তুলে কথা বলিস? সামলা এবার ঠেলা!
    বিপদ এলেই অন্যদেরকে আঙুল দেখাও ভায়া,
    বিব্রতরা আঙুলে দেয় পাক,
    আম্পায়ার ঐ তুলল আঙুল, বাপি বাড়ি যাক!
    আসলে আবার ভোটের চড়ক, এই আঙুলেই টিপে
    'যোগ্য' নেতা করব নির্বাচন,
    নখের ডগায় কালির ফোঁটা, ভরবে তাতেই মন!!
  • মৌ | 24.99.102.104 | ২৯ জুন ২০১৩ ১৯:০৮612284
  • প্রকল্প বাবুর ফ্যান (টেবিল টু সিলিং) হয়ে যাচ্ছি রীতিমত। :)
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১৯:৫৬612286
  • ঃ-) অসংখ্য ধন্যবাদ!!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.28.48 | ২৯ জুন ২০১৩ ১৯:৫৭612287
  • বাবুদের তালপুকুরে হাবুদের নাইতে মানা।
    জাতের এই বজ্জাতি আজ কাজীরও নয় অজানা!
    বাগানের গাছ মুড়িয়ে উঠবে নতুন বাড়ি,
    পালালো কাঠবিড়ালি, খুকুদের সঙ্গে আড়ি!
    দুর্গম গিরি্র ভয়ে (লোকে আজ চালাক ভারি)
    বাড়ি থেকে বেরোয় না কেউ, হুঁশিয়ার হে কান্ডারী!
    দেখবি জগতটাকে? টিভি তো আছেই ঘরে!
    দে তাদের গা ধুইয়ে, মিছে যারা তক্কো করে!
    কী বলিস? কামাল পাশা? ইন্ডোর গেম কি কোনও?
    বিদ্রোহী, আঙ্গুল চোষো, আর আমার গপ্পো শোনো!!
  • a x | 86.31.217.192 | ২৯ জুন ২০১৩ ২০:৩১612288
  • বাঃ!
  • Rit | 213.110.246.230 | ২৯ জুন ২০১৩ ২১:১৬612289
  • অসাম।
  • ranjan roy | 24.99.45.0 | ২৯ জুন ২০১৩ ২১:৪৩612290
  • প্রকল্পবাবু,
    আভূমি কুর্ণিশ!
  • ম্যাক্সিমিন | 69.93.211.204 | ২৯ জুন ২০১৩ ২৩:২২612291
  • সাধু সাধু।
  • কৃশানু | 213.147.88.10 | ২৯ জুন ২০১৩ ২৩:৩০612292
  • খেয়াল করেছি, ফেবু গ্রুপে - প্রকল্প বাবু ওয়ান লাইনার ও ভালো লেখেন :-)
  • siki | 132.177.163.113 | ৩০ জুন ২০১৩ ০০:৪৫612293
  • ওয়ান লাইনার, ছড়া ও প্যারডি, সবেতে সমান দক্ষ প্রকল্প।

    এঁয়াকে অবিলম্বে গোবেল দেওয়ার প্রস্তাব জানালাম।
  • pinaki | 227.211.165.113 | ৩০ জুন ২০১৩ ০৩:৪৫612294
  • প্রকল্প সত্যি প্রতিভাবান। চেন্নাই এর বাঙালি অ্যাসোসিয়েশন এর প্রাণপুরুষ, অভিনেতা, কবি, লেখক।
  • :-) | 79.210.246.33 | ৩০ জুন ২০১৩ ০৪:১৬612295
  • প্রকল্প ভট্টাচার্য,
    আপনি কবে থেকে ক্রোমপেটে বা ইন জেনেরাল চেন্নাই-এ আচেন দাদা? নিছক কৌতুহল।
    অকারণ কৌতুহল নয় যদিও।
    উত্তরটা যদি হয় ২০১১-এর আগে থেকেই, তবে বলতেই হবে প্রথম পদ্যটি খাসা হলেও শেষ পর্যন্ত সত্য নয়ঃ-)
  • Lama | 127.194.234.145 | ৩০ জুন ২০১৩ ০৮:৩৮612297
  • উরে ক্কাকা!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন