এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.37.17 | ৩০ জুন ২০১৩ ০৮:৪৪612298
  • বেরাল এনেছে তার রূপের পশরা।
    ‘চুক চুক মেনি পুষি, আয়, বাড়ি যাবি?
    দুদুভাতু খাবি, আর রোমের গরম?
    বাঘেদের মাসি তুই! মিঞা বল, মিঞা?
    এইখানে সই কর। হ্যাঁ হ্যাঁ কথা পাকা!’
    ক’দিনেই উবে যায় সোহাগের ছিরি।
    ম্যাও সামলানো, সে কি চারখানি কথা!
    ‘দূর হ’ হতচ্ছাড়ী, কুঁড়ের শা’জাদী,
    একটা ইঁদুরো যদি মারতিস ধরে!
    অসুখের ডিপো আর চোরের মরণ,
    এ ধার মাড়ালে খাবি ক্যাঁত করে লাথি!’
    পুরাকালে দেবী, আর কলিতে এ হাল!!
    ছানাপোনা নিয়ে তাই বেরাল পালাক,
    প্রাণে বাঁচি, নাই দিল মালিক তালাক!!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.37.17 | ৩০ জুন ২০১৩ ০৮:৪৭612299
  • একটু সাবধানে,একটু সাবধান!
    বাকীরা সব জানে, পাখীরা গায় গান।
    নিজেকে কতোখানি বিকোতে হবে জানি,
    দুচোখে ভরে আনি অবাক জলপান! একটু সাবধানে, একটু সাবধান!
    বেঠিক বোলচালে চাপড় পড়ে গালে,
    আড়ালে আবডালে পাড়ার মাস্তান! একটু সাবধানে, একটু সাবধান!
    ক'দিন আর হাতে! সবাই একসাথে
    চেঁচাই দিনেরাতে ক্ষ্যাপার জয়গান! একটু সাবধানে, একটু সাবধান!
  • G | 77.163.246.77 | ৩০ জুন ২০১৩ ০৯:১৪612300
  • প্রকল্পর পদ্য নিয়ে একটা চটি হোক। খুব জলদি।
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.37.17 | ৩০ জুন ২০১৩ ১৩:৫৭612301
  • অঞ্জনা নদীতীরে চন্দনী গাঁয়
    মেয়েরা এখনো ভয়ে হাঁটে রাস্তায়।
    জীর্ণ ফাটলধরা এক কোণে তারই
    পশুরা খেয়েছে ছিঁড়ে, সে এক বেচারী!
    আত্মীয় কেহ নাই নিকট কি দূর,
    সমাজের চোখে যেন তারই কসুর!
    আর আছে একতারা, বক্ষেতে ধরে
    সে মেয়ে অন্যদের সাবধান করে!
    গঞ্জের জমিদার সঞ্জয় সেন
    আদালতে কেস লড়বেন বলেছেন।
    সাতকড়ি ভঞ্জের মস্ত দালান,
    ‘নারী জাগরণ’ নাকি কী সব চালান।
    ‘হরি হরি’ রব উঠে অঙ্গন মাঝে,
    দোষীরা তবুও কভু সাজা পায় না যে!
    ভঞ্জের পিসি তাই সন্তোষ পান,
    বসে বসে লিখেছেন নানান শ্লোগান।
    চিঁড়ে মুড়কিতে তার ভরি দেন ঝুলি,
    আর দেন সান্ত্বনা, মিঠে মিঠে বুলি।
    আশ্বিনে হাট বসে ভারি ধুম করে,
    মেয়েরা দিনেতে থাকে আটকানো ঘরে।
    হাঁকাহাঁকি ঠেলাঠেলি, মহা শোরগোল,
    পুরুষ মানেই পশু, নয়তো পাগল।
    বোঝা নিয়ে মন্থর চলে গোরুগাড়ি,
    মিথ্যা ভরসা চোখে তাকায় বেচারী।
    কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি-
    ‘কী দোষ করেছি আমি, নারী কি এমনই...!!’
    সেই গান মিলে যায় দূর হতে দূরে,
    দীর্ঘশ্বাস মেশা স্বপ্নের সুরে!!
  • কৃশানু | 213.147.88.10 | ৩০ জুন ২০১৩ ১৪:০৪612302
  • চেন্নাই এর বাঙালি এসসিয়েশন বলতে কাদের কথা হচ্ছে? টি নগরের পুজো বা বেসান্তনগরের পুজো?
  • | 24.96.173.177 | ৩০ জুন ২০১৩ ১৪:১০612303
  • উফ! অসাধারণ। ফাটাফাটি।
  • শ্রী সদা | 127.194.208.28 | ৩০ জুন ২০১৩ ১৪:৫৩612304
  • নোংরা, নোংরা।
    আরো হোক।
  • siki | 132.177.251.51 | ৩০ জুন ২০১৩ ১৫:৩৯612305
  • টোটাল নোংরা। আমি কী বলব জাস্ট বুঝতে পারছি না। এই রকম ঘা দেওয়া প্যারডি হতে পারে, জাস্ট ভাবতে পারছি না।
  • PT | 213.110.243.21 | ৩০ জুন ২০১৩ ১৬:১২612306
  • একখান বই ছপা হোক। এক্ষুণি।
  • b | 135.20.82.166 | ৩০ জুন ২০১৩ ১৯:৫০612308
  • টি নগরঃ বেঙ্গলি অ্যাসোসিয়েশন।
    বেসান্ত নগরঃ সাউথ ম্যাড্রাস কালচারাল অ্যাসোসিয়েশন।

    প্রকল্প দুটিতেই আছে, এস এম সি এ সূত্রে আলাপ হয়েছিলো।

    প্রকল্প, অনিমেষ চ্যাটার্জীকে আসতে করতে বলো গুরু-তে, জমবে ভালো। আমি অনেকদিন ধরে বলেও পটাতে পারছি না।
  • কৃশানু | 213.147.88.10 | ৩০ জুন ২০১৩ ১৯:৫৪612309
  • ঠিক ঠিক বি-দা।
    একসময়ে এসেমসিএ-র মেম্বার ছিলাম। পুজোতে যেতাম। সুদীপদা ছিল। সব্যসাচীদা। কৃষ্ণদা।
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.67.148 | ০১ জুলাই ২০১৩ ২২:২২612310
  • খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, ছেলেমানুষ, দেখেই বোঝা যায়।
    ও ভেবেছে দেশ চালাতে শুধু সাজবে সাদা কুর্তা পাজামায়!
    আমরা যখন ঘোর বিপদে পড়ি ভূমিকম্প প্লাবন ঝঞ্ঝাতে
    ও ভাবে বা লাগবে না তো কাজে, বিদেশ যায় অবসর কাটাতে।
    সামনেতে ওর রাজনীতি বই খুলে যদি বলি ‘খোকা, পড়া করো’
    ইতালিয়ান ভাষায় সে ভুল বকে, তোমার খোকার পড়া কেমনতরো!
    আমি যদি গেরুয়া কাপড় পরে আস্তে আস্তে আসি গুড়িগুড়ি
    তোমার খোকা অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এল মোদীর জুড়ি!
    আমি যদি ভীষণ যন্ত্রণাতে, আন্দোলনে জানাই অভিযোগ,
    তোমার খোকা খিলখিলিয়ে হাসে, পাগলামি কী বংশগত রোগ?
    সবাই জানে ভোট হয় পাঁচ সালে, তবু যদি বলি ‘আসছে ভোট’
    তাড়াতাড়ি চারদিকেতে চায়, জয়া-মায়া পাকাতে চায় জোট।
    তোমার খোকা চাঁদ ধরতে চায়, মনমোহিনী জুতোয় পা গলায়,
    খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, ছেলেমানুষ, দেখেই বোঝা যায়।
  • কৃশানু | 213.147.88.10 | ০১ জুলাই ২০১৩ ২২:৪৩612312
  • ঃ-)
  • siki | 132.177.42.90 | ০১ জুলাই ২০১৩ ২২:৪৩612311
  • নাজুক। নাজুক। দেশের রাজা যদি এই প্যারডি বুঝিতেন ইত্যাদি ...
  • ranjan roy | 24.96.103.228 | ০১ জুলাই ২০১৩ ২৩:১৮612313
  • কোন কথা হবে না। অসা!!!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.38.71 | ০২ জুলাই ২০১৩ ২২:৩৭612314
  • কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই আমাদের পৃথিবী
    এর বাইরে জগত আছে আমরা জানি না,
    আমাদের কোনটা হাসি কোনটা ব্যথা
    কোনটা প্রলাপ কোনটা কথা
    আমরা নিজেই জানি না!
    আমরা ‘মেরিকা’কেই মহান বুঝি
    অপরের নকল করে যোগাই রুজি!
    আমাদের কোনটা নিজের গেছি ভুলে
    পরের দয়ায় আছি ঝুলে,
    আমরা তবুও মানি না!
    কবে বন্ধ হবে ভণ্ডামি এ
    এই নকল করার রোগ থামিয়ে
    আমরা বলব নিজের মনের কথা
    কাটাবো পরনির্ভরতা
    আমরা নিজেই জানি না!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.38.71 | ০২ জুলাই ২০১৩ ২২:৩৮612315
  • সঙ বিধানে বলছে শ্রাবণ শিব ঠাকুরের মাস,
    নির্বাচনের প্রশ্নই নেই! হলেই সর্বনাশ!
    ভাদ্র মাসে পুজোর যোগাড়, ভোট কীকরে হবে!
    আশিন-কাতিক পেরোলে ফের কাঁপবে শীতে সবে।
    বসন্ত তো মিলন ঋতু। লড়াই করে যাবি?
    পরের গ্রীষ্মে ওঠাস আবার নির্বাচনের দাবি!
  • Sibu | 84.125.59.177 | ০২ জুলাই ২০১৩ ২৩:৫৭612316
  • পারি নাঃ, পারি না। আগের জম্মে প্রকল্প কবিয়াল ছেল মনে হয়।
  • nina | 22.149.39.84 | ০৩ জুলাই ২০১৩ ০১:১৮612317
  • হা হা হা হা
    দুরন্ত!!
  • Rit | 213.110.243.21 | ০৩ জুলাই ২০১৩ ০১:২৮612319
  • প্রত্যেকটাই এক সে বড়কর এক।
  • pipi | 139.74.191.152 | ০৩ জুলাই ২০১৩ ০১:৩৭612320
  • ক্যাবাৎ! ক্যাবাৎ!
  • ঐশিক | 213.200.33.67 | ০৩ জুলাই ২০১৩ ১৩:৫৩612321
  • দারুন!!!!!!!!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.215.228 | ০৪ জুলাই ২০১৩ ২২:০৪612322
  • কেউ কথা রাখেনি, চল্লিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি।
    ছেলেবেলায় কেউ একে একে পাটের কারখানাগুলো বন্ধ করে বলেছিল
    শিল্পায়ন হবে।
    তারপর আরও কত হলদিয়া বন্ধ হল কিন্তু শিল্পায়ন আর হলো না।
    ত্রিশ বছর অপেক্ষায় আছি।
    সরকারী প্রাথমিক স্কুলে ইংরাজী শিখতে পারিনি।
    কখনো আওয়াজ দিয়েছে কনভেন্টের ছেলেরা, হাবার মতো দাঁড়িয়ে দেখেছি।
    চাকরি না পেয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস, একদিন, আমরাও...
    বাবা এখন স্বর্গে। আমাদের ফেরা হয়নি সেই নিজের শহরে।
    সেই শৈশব আমায় কেউ ফিরিয়ে দেবেনা।
    পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে কেউ বলেছিল শিল্পে বিদেশী লগ্নী হবে, শহর হবে ভেনিস, লন্ডন!
    প্রাণের শহরে ফেরার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম,
    তবু কথা রাখেনি সে।
    এখন শহরে শুধুই খুন, ধর্ষণ, গুণ্ডাবাজি; আইনরক্ষার নামে প্রহসন, কিছু ক্ষমতালোভীর শক্তিপ্রদর্শন।
    কেউ কথা রাখেনি, চল্লিশ বছর কাটলো, কেউ কথা রাখেনা।
  • মৌ | 24.99.141.93 | ০৪ জুলাই ২০১৩ ২২:২৪612323
  • নামটা দিদি মঙ্গল বাদ দিয়ে ''প্রকল্প মঙ্গল" হওয়া উচিৎ ছিল। :) দারুন।
  • Sibu | 183.60.205.153 | ০৪ জুলাই ২০১৩ ২২:৩২612324
  • বরুণা কোথায় গেল? ঃ-(
  • PM | 233.223.155.66 | ০৫ জুলাই ২০১৩ ১১:২৮612325
  • প্রকল্প, আপনার শেষ কবিতাটা মর্মে মর্মে উপলব্ধি করছি। চোখটাও ভিজে ভিজে লাগছে।

    আমি দাঁতে দাঁত চিপে এরাজ্যে রয়ে গেলেও (কতদিন আর পারবো জনি না), নিশ্চিত যে আমার ছেলে মেয়েরা এরাজ্যে থাকতে পারবে না। কলকাতা লন্ডন হবে না, কিন্তু আমাদের মতো বৃদ্ধদের বৃদ্ধাশ্রম হবে তাতে কোনো সন্দেহ নেই। কারন আরো চাল্লিশ বছর-ও কেউ কথা রাখবে না তা নিশ্চিত।
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.156.120 | ০৬ জুলাই ২০১৩ ১৮:৪৮612326
  • চাঁদের বুড়ির খোঁজ নেই আর, চরকা গেছে ভেঙ্গে,
    বেলগাছে আর ব্রহ্মদৈত্য দাঁড়ায় না একঠেঙে,
    লালকমল কি আজও বসে তেপান্তরের বাঁকে?
    জানতে চেয়ে মিছেই খুঁজি অচিন ব্যঙ্গমাকে।
    কোথায় গেল সেদিন আমার? সুদিন আমার কই?
    নিশুত রাতে অপেক্ষাতে একলা জেগে রই!
    ছিল আমার সাতমহলা, সাতরঙা শৈশব,
    সময় নামের দৈত্য এসে সব গিলেছে...সব!
    ছুটির দিনের চড়ুইভাতি, বিবিধ ভারতী,
    গল্প শোনা, ঠাকুর দেখা, অঞ্জলি, আরতি,
    কোথায় গেল সেদিন আমার? সুদিন আমার কই?
    হে ভগবান, আমরা কেন আগের মতো নই!!
  • aka | 78.190.43.209 | ০৬ জুলাই ২০১৩ ২০:৫৫612327
  • প্রকল্প ব্যপক হচ্ছে। চলতে থাকুক
  • Sibu | 183.60.205.153 | ০৬ জুলাই ২০১৩ ২২:৫১612328
  • আমাদের ছোটনদী স্টাইলে একটা হবে না? নাকি হয়েছে, মিসিয়েছি?
  • ranjan roy | 24.99.37.147 | ০৭ জুলাই ২০১৩ ০০:০০612330
  • আকা ও শিবুর সঙ্গে গলা মেলালাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন