এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোপাল পাঁঠার জন্মদিন এবং বামস্থানে বামদের গোরস্থান

    বিপ
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৩১০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 78.33.140.55 | ০৪ আগস্ট ২০১৩ ০৭:৩৩615712
  • শেষে এদিনও এল। কোলকাতা, বাম বাঙালীর গর্বস্থানে গোপাল পাঁঠার জন্মদিন পালন হবে মহাসমারোহে-আর ইলামিত্র, যিনি আদিবাসি আন্দোলনের প্রবাদ প্রতিম নেত্রী, তার জন্মদিন ত দূরের কথা, বামপন্থী ছেলেগুলো, তার নাম জানে কিনা আমার সন্দেহ আছে।

    কোন সন্দেহ নেই বাম স্যোশাল মিডিয়া হিন্দুত্ববাদিদের দখলে চলে গেছে। তার মানে বিজেপির দিকে ভোট গেছে তা না -অনেক হিন্দুত্ববাদি মোমোকেই ভোট দেয়-চাল ডাল চাকরি রেশনের সমস্যা। তবে সেই জন্য লিখছি না -স্যোশাল মিডিয়াতে বামেরা একদম ধরাশায়ী। সেরকম গুনী মানী বাম লেখক, চিন্তাবিদ স্যোশাল মিডিয়াতে কোথায়? যারা আছে তারা হয় খিস্তিবাজ নইলে বামতোতা- পৃথিবী ধ্বংস হলেও, সেই একই দুনিয়া কাঁপান ১০ দিনের রূপকথাকে সত্য জেনে ধুপধূনো দেয়। আর এদিকে, লালশালুমোড়া বামপন্থায় মস জমতে জমতে ভারতের রাজনীতিতে বামেদের ভোট ৪% থেকে নেমে ২ এর কাছাকাছি চলে আসে। মমতা না ছড়ালে ওটা কেরালাতেই সীমাবদ্ধ থাকত ।

    বামেদের হিন্দুবিরোধি কিন্ত মুসলিম মৌলবাদের প্রতি মৌনতা যে উঠতি হিন্দু যুবকদের থেকে তাদের বিচ্ছিন্ন করে দেবে, সেটা আমি ৪ বছর আজ্ঞে একটা প্রবন্ধে লিখেছিলাম। ওরা তখন পাত্তা দেয় নি-কারন সেই চাল ডাল চাকরির লোভে এই সব চাপা হিন্দুত্ববাদিরা এস এফ আই এ নাম লিখিয়েছিল। তাই বোঝে নি। আজ যখন সেই চাল ডাল চাকরি দেওয়ার ক্ষমতা নেয়-দেখা যাচ্ছে দলে দলে উঠতি হিন্দু বাঙালী যুবকরা দক্ষিন পন্থি হিন্দুত্ববাদে নাম লেখাচ্ছে। এটা যে হবে আমি পাঁচ বছর আগে লিখেছিলাম।

    এই মুহুর্তে দুটো জিনিস না করলে বামেরা তরুন শ্রেনীর কাছ থেকে ধুয়ে মুছে যাবে

    (১) লেনিনবাদ-স্টালিনবাদ ত্যাগ করে ল্যাটিন আমেরিকার মাটির কাছাকাছি প্রকৃতিবাদি বামপন্থাকে গ্রহণ করা- আজকের ইন্টারনেটের যুগে ওই দুই বিশ্ববিখ্যাত ক্রিমিন্যালের নামে কমিনিউস্ট রূপকথাগুলোকে বিশ্বাস করার মতন কেও নেই। এটা বুঝতে হবে। ইকুয়েডের প্রেসিডেন্টের মতন কেও ত বলুক নতুন বামপন্থা শুরু হোক পরিবেশকে বাঁচাতে-এইসব শ্রেনীতত্ত্ব, বিপ্লব, শ্রেনী সংগ্রামের ফাজি লজিকের দুনিয়া ছাড়িয়ে ল্যাটিন আমেরিকাতে বামেরা কোয়াপরেটিভ মার্কেট এবং কমিউনিটি ব্যাবসা, ব্যাঙ্কিং এর ওপর গুরুত্ব দিচ্ছেন। আমেরিকাতেও বামেরা কমিউনিটি ব্যাঙ্কিং, কমিউনিটি শিক্ষা ও স্বাথ্যর ওপর জোর দিচ্ছেন। সেখানে কিন্ত ধনতন্ত্রের ভাল দিকগুলি যথা বাজার, প্রতিযোগিতা, উৎপাদন ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমেই বামপন্থাকে খোঁজা হচ্ছে। সেখানে মালিকানা বদল করে কমিউনিটির হাতে মালিকানা তুলে দিয়ে বা কমিউনিটিকে ঋণ দিয়ে কমিউনিটির ক্ষমতায়নের মাধ্যমে, জনগনের ক্ষমতায়ন হচ্ছে। ল্যাটিন আমেরকাতে রাফেল করিয়া লেনিন, স্টালিন শ্রেনী তত্ত্ব ছুঁড়ে ফেলে দিয়ে যেভাবে ধণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কমিউনিটিকে এনে সাধারন মানুষের উৎপাদনশীলটা, রাজনৈতিক ক্ষমতা এবং পরিবেশ রক্ষা করছেন। সেখানে শ্রমিক ধর্মঘটের প্রয়োজন হয় না শ্রমিকের ক্ষমতায়নের জন্য।

    কিন্ত হায়-কাদের জন্য এ কথা- বাংলার বামেরা কেও বামপন্থী না -সব বামতোতা। এদের মধ্যে নেতা আর কে বেঁচে আছে, যার মধ্যে থেকে একজন হুগো শাভেজ বা রাফেল করিয়া বেড়বে?

    বিমান বোস সূর্য্য কান্ত বুদ্ধদেব এরা তোতাকাহিনীর নামগোত্রহীন তোতা-এদের মুখ থেকে শুধু খসখসে কাগজ খাওয়ার শব্দ বের হয়। এদের দিয়ে কোন যুবকশ্রেনীকে উৎসাহিত করা সম্ভব না

    (২) ইসলামিক এবং হিন্দু মৌলবাদের বিরুদ্ধে সমান শক্তিশালী অবস্থান নিতে হবে- শুধু হিন্দুত্ববাদিদের বিরুদ্ধে অবস্থান নিলে, সেটা রাজনৈতিক সুবিধাবাদ ছাড়া অন্য কিছু না। এই রাজনৈতিক সুবিধাবাদের জন্য ইউরোপের রাজনীতি বামেদের হাত থেকে ইসলাম বিরোধি দক্ষিনপন্থী শক্তিগুলির হাতে চলে যাচ্ছে বা গেছে। এটা পশ্চিম বঙ্গে সময়ের অপেক্ষা মাত্র। যেভাবে বাম আমলে মুসলিমদের মধ্যে প্রগতীশীলতার বদলে লুঙি,বোরখা, মাদ্রাসা আর হজের চাষ হয়েছে, তাতে কোন সুস্থ মাথার হিন্দু পরিবারের ছেলে এই বিশ্বাস রাখে না যে এইসব বামেরা ইসলামিক মৌলবাদের থেকে তাদের বাঁচাতে সমর্থ হবে। এবং ইসলামিক মৌলবাদের সমস্যাটা বাংলাদেশ পাশে হওয়ার কারনে পশ্চিম বঙ্গে বেশ বাস্তব। এই নিয়ে আমি আগে লিখেও ছিলাম।
  • বিপ | 78.33.140.55 | ০৪ আগস্ট ২০১৩ ০৭:৩৪615723
  • এই নিয়ে ৪ বছর আগে মুক্তমনাতে লেখাঃ
    http://mukto-mona.com/bangla_blog/?p=353
  • PT | 213.110.246.230 | ০৪ আগস্ট ২০১৩ ০৯:৩৯615734
  • সব তো বলা এবং সিদ্ধান্ত নেওয়াই হয়ে গেছে-আর আলোচনা করে কি হবে?
  • bb | 127.195.176.39 | ০৪ আগস্ট ২০১৩ ১০:৫০615745
  • বানানটাই যেখানে "ব্যার্থ" সেখানে উদ্দেশ্য ব্যর্থ হবেই তো (হ্তাশ হবার ইমো)
  • বিপ | 78.33.140.55 | ০৪ আগস্ট ২০১৩ ১০:৫৩615756
  • কমলা লেবু খাইতে গিয়া, রস খাও হে কমরেড-খোসা খায় বানরে। আর বানান ধরে পন্ডিতে। ইডা কি পাঠশালা?
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৩ ১১:১৮615767
  • বিপ-এর হেই লেখাডার কি কেস - গোপাল পাঁঠা আবার কেডা? হেইডাতে তো গ্রীস নাই, পেগান নাই, রোম সাম্রাজ্য নাই, বুড্ঢা নাই, কাউকমের হালকা ছোঁয়া আছে। তাইলে হেইডা কিসের লগে? বুঝসি, হেইডা হইল কী করিলে বামেদের উবগার হয় তাই নিয়া কিছু ফিরি অ্যাডভাইস।
  • বিপ | 78.33.140.55 | ০৪ আগস্ট ২০১৩ ১৭:৩৩615778
  • ১৯৪৬ এর রায়োটে গোপাল পাঁঠা হিন্দুদের নেতা ছিলেন-মুসলিম পিটিয়েছেন। বেসিক্যালি সেই সময় কোলকাতার সব থেকে বড় গুন্ডা। হিন্দুদের কাছে সেভিয়র আর মুসলিমদের কাছে কিলার। তার ৭০০ জনের গ্যাঙ্গ ছিল-মুসলমানদের দাবি এই দলটা শখানেক মুসলিম খুন করে ৪৬ এর দাংগায়। গোপালের দাবি শুধু মুসলিম গুন্ডাদের তারা শায়েস্থা করেছেন ৪৬ এর দাঞায়। তবে উনি কোন দিন জন সংঘ বা হিন্দুত্ববাদি পার্টির নেতা বা ক্যাডার হোন নি।

    হঠাৎ করে হিঁদু সংহতি এই কুখ্যাত লোকটাকে মহান হিঁদু নেতা বানাতে উঠে পরে লেগেছে। তার জন্ম দিন পর্যন্ত এবার মহাসমারোহে পালন হবে।

    তবে উনার দুর্ভাগ্য উনি হিঁদু ছিলেন। তাই দাঙ্গাবাজ তকমা পেয়েছেন। আর মুসলিম লীগে উনার মতন যারা দাঙ্গাবাজ ছিলেন, যেমন শেখ মুজিবর রহমান -তারা পরে বাংলাদেশে জাতির জনক এবং শ্রেষ্ঠ বাঙালীর আখ্যা পেয়েছেন। কি আর করা যাবে। পাকিস্তানে মহমদ ঘোরি এরা হচ্ছে জাতির আইডল, ইন্সপিরেশন -সুতরাং পোষ্ট পাকিস্তানে অনেক মুসলিম দাঙ্গাবাজরাই রাজনৈতিক কেউকেটা হবেন। সেই সৌভাগ্য হিঁদু দাঙ্গাবাজদের কপালে জোটে নি নেহেরুর দৌলতে। এখন তাদের ভুতেদের পুনঃনির্বাসন চলছে।
  • ranjan roy | 24.99.149.195 | ০৫ আগস্ট ২০১৩ ০০:৩৭615789
  • মাইরি বিপ!
    একটু ছন্দ মিলিয়ে টাইটেল দিন না!
    "গোপাল পাঁঠার পুনরুত্থান,বামেদের গোরস্থান"---- পাবলিকে খাবে।
    এখন আবার বলবেন না --- আমি পাবলিককে খাওয়াই না, নিজে খাই।
  • কৃশানু | 213.147.88.10 | ০৫ আগস্ট ২০১৩ ০০:৫৫615795
  • এদিকে গোপাল পাঁঠা-র সাথে বাংলার রূপকার এর কানেকশনটা পুরো মিস হয়ে গেলো। তবে ওরম হয়। লেনিনিস্ট স্টালিনিস্ট ক্রিমিনালদের সায়েস্তা করতে গেলে ওরম হয়।
  • ranjan roy | 24.99.149.195 | ০৫ আগস্ট ২০১৩ ০১:১৪615713
  • কৃশানু,
    একদম ঠিক। ধর্মযুদ্ধে অবতীর্ণ বিপ এটা এড়িয়ে গেছেন।
  • pi | 118.22.232.92 | ০৫ আগস্ট ২০১৩ ০২:৩৭615714
  • ফেসবুকে এই পোস্ট নিয়ে প্রচুর আলোচনা তর্ক বিতর্ক হয়েছে (https://www.facebook.com/groups/guruchandali/629547337063216/?notif_t=group_comment_reply)। তার অনেক কিছুই নানা লাইনে বেলাইনে। সে সব কিছু এখানে তুললাম না।

    গোপাল পাঁঠার কীর্তি প্রসংগে কিছু আলোচনা হচ্ছিল। কিছু প্রশ্ন থেকে গেল, এখানকার লোকজনের মতামত পেলে ভাল হয়।

    গৌতমদা এনিয়ে এটা লিখেছিলেন, ' সব মন্তব্য পড়া হয়নি, তবু একটু সংযোজন করি।
    গোপাল পাঁঠার নাম গোপালচন্দ্র মুখোপাধ্যায়। তাঁর বাবা অনুকুলচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন বিপ্লবী, জেলও খেটেছেন সম্ভবত। জেল থেকে বেরিয়ে বা হয়ত তার আগেই তিনি একটি পাঁঠার মাংসের দোকান খোলেন কলেজ স্ট্রিটের উপরে, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের মুখে। বাবার দোকানের সূত্রেই লোকমুখে গোপালচন্দ্রের নাম হয়ে যায় গোপা পাঁঠা !
    ছেচল্লিশের দাঙ্গার সময় গোপালচন্দ্র ও তাঁর সহযোগীরা হিন্দুদের রক্ষা করতে সদর্থক ভূমিকা গ্রহণ করেছিল একথা সত্যি। কিন্তু স্বাধীনতার পরও তাঁরা ডাকাতবৃত্তি চালিয়ে গিয়েছেন। অনেকগুলি ডাকাতির মামলা তাঁর নামে ছিল বলে শুনেছি। পরিণত বয়সে গোপালচন্দ্র অবশ্য তথাকথিত সমাজসেবী সেজে বসেন। চাঁদা তুলে দুর্গাপুজো আরম্ভ করেন। আমি তাঁকে দেখেছি সাদা দাড়ি-গোঁফে সাজানো সন্ন্যাসী চেহারা নিয়ে বসে থাকতেন। লোকে এসে প্রণাম করত, স্বাধীনতা সংগ্রামী হিসেবে পেন্সন-তাম্রপত্রও সম্ভবত পেয়েছেন উনি !'
    -----------------------------------------------------------

    আমার প্রশ্ন ছিল, 'সদর্থক' ভূমিকা কাকে বলবো?

    তার উত্তরে, Gautam BasuMullick: 'আমি এখানে Justice শব্দটা প্রয়োগ করতে চাই !
    The Great Calctta Killing-এর সময় হিন্দুরা যেমন মুসলিম মেরেছে, মুসলিমরাও তেমনি হিন্দু মেরেছে। শঙ্কর ঘোষের হস্তান্তর, মীজানুর রহমানের কৃষ্ণ ষোলই, সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের ৪৬-এর দাঙ্গা ফিরে দেখা বইগুলো পড়লে তার প্রমাণ পাওয়া যাবে।
    তখনকার সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে দাঁড়িয়েছিল হিন্দু-মুসলিম সীমারেখা আর মেডিক্যাল কলেজ হাসপাতাল মুক্তাঞ্চল।
    গোপাল মুখার্জিরা ছিলেন বউবাজার অঞ্চলের লোক। ওই এলাকায় মুসলিমরা বহু বাড়ি লুঠ করেছে, মেরেছেও অনেককে। সেই সময়ে গোপালচন্দ্র ও তার বাহিনীও মুসলিম হত্যা করেছে।
    আত্মরক্ষার অধিকার সব মানুষের আছে। স্বধর্মের মানুষদের বাঁচাতে তিনি বা তারা যদি মুসলিম-বধ করে থাকেন সেটা আমার কাছে Justice। কারণ সেটা ছিল যুদ্ধ। যুদ্ধে যে সৈন্য বিপক্ষের সৈন্য হত্যা করে, সে কিন্তু খুনী নয়।
    গোপাল মুখার্জির পরবর্তীকালের কাজের জন্য ঘৃণিত কিন্তু দাঙ্গার সময়ে তাঁর ভূমিকাকে শুধু মুসলিম-হত্যাকারী হিসেবে দেখলে ভুল হবে। শঙ্কর ঘোষ স্পষ্টতই দেখিয়েছেন, ততকালীন প্রধানমন্ত্রী (অর্থাত মুখ্যমন্ত্রী) সোরাওবর্দি হিন্দু-নিধন রোধে আগ্রহ দেখাননি। কাজেই তখন পাড়ায় পাড়ায় যেসব গোপাল মুখার্জি উঠে এসেছিলেন তাঁরা কিন্তু নিজেদের এবং নিজের সম্প্রদায়কে বাঁচাতেই অস্ত্র ধরেছিলেন, এটা ঐতিহাসিক সত্য !'
    -----------------------------------------------------------------
    ' স্বধর্মের মানুষদের বাঁচাতে তিনি বা তারা যদি মুসলিম-বধ করে থাকেন' তাকে 'জাস্টিস' বলতে অবশ্য আমার এখনো কিছুটা আপত্তি আছে।
    'When the news of Hindus being killed reached him, he assembled his men and ordered them to retaliate, answer brutality with brutality. He clearly instructed that for one murder committed, they should commit ten murders. ' ।। এটাকে কেবল আত্মরক্ষার্থে অস্ত্র ধরা বলব ? 'জাস্টিস' বলব ?

    এনিয়ে দেবর্ষিদার পোস্টটা ভালো লাগলো। গৌতমদা ও এই ফোরামে অন্যদের মতামতের অপেক্ষায়।

    Debarshi Das:' দাঙ্গার সময় তারা সবচেয়ে মার খায় যারা দ্বীপের মত এলাকায় আটকে পড়ে। মুসলমানপ্রধান অঞ্চলে হিন্দুরা মার খায়। হিন্দুপ্রধান অঞ্চলে মুসলমানরা। বউবাজারে পাঁঠাবাবু ক'জন দ্বীপে আটকানো হিন্দু বাঁচিয়েছিলেন, বা বাগে পেয়ে ক'টা নেড়ে কেটেছিলেন জানি না। হস্তান্তরে শঙ্করবাবু উত্তর কলকাতার যে হিন্দুপ্রধান এলাকার ছবি এঁকেছেন তাতে মুসলমান খুনগুলো হিন্দুএলাকাতে হচ্ছে তবে যুদ্ধপরিস্থিতে না। পাতি ঘিরে পিটিয়ে মেরে ফেলছে। মুসলমান হকার, হোটেলের কারিগর, ফলওয়ালা, ...। যারা মারছে অনেকেই অপরাধি নয়। কিন্তু রায়টের ফলে সমাজে গুন্ডাদের সম্মান বেড়ে গেছিল (পরে একটি সমীক্ষায় পাওয়া যায়)। দ্বিতীয় মহাযুদ্ধের অস্ত্র তখন সহজলভ্য ছিল (ব্যোমকেশের গল্পে এরকম পিস্তলের প্রসঙ্গ আছে না?)। ফলে সমাজবিরোধীদের পোয়াবারো। রাজনৈতিক নেতাদের সাথে তাদের যোগসাজশ দাঙ্গার সময় ও পরে বেড়ে যায়। যাইহোক, যা বলছিলুম, যুদ্ধ পরিস্থিতিতে গোপাল হিন্দুরক্ষা করেছে ব্যাপারটা এরকম নাও হতে পারে। লোকাল গুন্ডা দাঙ্গার বাজারে নিরিহ মুসলমান মেরে হিরো হয়েছে এটা সম্ভব। প্রসঙ্গত, দাঙ্গাবিরতি রেখা হ্যারিসন রোড ছিল, সেন্ট্রাল এ্যাভিনিউ না। দক্ষিণে মুসলমান এলাকা, উত্তরে হিন্দু।

    হস্তান্তরে সুরাওয়ার্দির কম্পলিসিটির কথাও বলা আছে। শঙ্করবাবু ট্রাক ট্রাক সশস্ত্র লিগ সমর্থকদের শহরে আসতে দেখেছিলেন ডাইরেক্ট এ্যাকশন ডে'র (১৬ আগস্ট ১৯৪৬) আগের রাতে। দাঙ্গার সময় সুরাওয়ার্দি লালবাজারে পুলিশ কন্ট্রোল রুমে বসে পুলিস মুভমেন্ট পরিচালনা করছিলেন। আবার সাধারন মুসলমানরা হিন্দুদের বাঁচিয়েছিল, হিন্দুরাও মুসলমানদের বাঁচিয়েছিল। রাজাবাজারে ভিক্টোরিয়া গার্লস স্কুল, কলেজ, হস্টেলের আবাসিকদের এলাকার মুসলমান শ্রমিকরা ওই ক'দিন রাতদিন পাহারা দিয়েছিল। ভিক্টোরিয়াতে মেয়েদের সাথে নির্মম অত্যাচার মুসলমানরা করছে এরকম চাড্ডি গুজব শঙ্করবাবুরা শুনছিলেন। মোদ্দা কথা, যা বলতে চাইছি, ঘটনাটা এরম না যে দাঙ্গার সময় পাঁঠাগিরি করতে হবেই'
  • rivu | 78.232.127.201 | ০৫ আগস্ট ২০১৩ ০৩:৩৭615715
  • "বামেদের হিন্দুবিরোধি কিন্ত মুসলিম মৌলবাদের প্রতি মৌনতা যে উঠতি হিন্দু যুবকদের থেকে তাদের বিচ্ছিন্ন করে দেবে, সেটা আমি ৪ বছর আজ্ঞে একটা প্রবন্ধে লিখেছিলাম। ওরা তখন পাত্তা দেয় নি-কারন সেই চাল ডাল চাকরির লোভে এই সব চাপা হিন্দুত্ববাদিরা এস এফ আই এ নাম লিখিয়েছিল। তাই বোঝে নি। আজ যখন সেই চাল ডাল চাকরি দেওয়ার ক্ষমতা নেয়-দেখা যাচ্ছে দলে দলে উঠতি হিন্দু বাঙালী যুবকরা দক্ষিন পন্থি হিন্দুত্ববাদে নাম লেখাচ্ছে। এটা যে হবে আমি পাঁচ বছর আগে লিখেছিলাম।"

    এই প্যারাটার মানে কি এইটা দাঁড়ালো যে এস এফ আই এর সদস্যরা এখন বিজেপি/ আরেসেস এ নাম লেখাচ্ছে? নাকি বামেরা মুসলিম সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হলে ইউপি মধ্যপ্রদেশ গুজরাতে দলে দলে ছেলেপুলে গিয়ে বাম দলে যোগ দিত?

    এই দুটো মিনিং এর কোনো একটা যদি মিন করে থাকেন, তা হলে আমার মনে হয় আপনি পাঁচ বছর আগেও সঠিক ছিলেননা, আজও নেই। আর সোশ্যাল মিডিয়ায় কোনো তাত্ত্বিকতার বালাই নেই আজকাল, জাস্ট মোদীকে আমার পছন্দ নয় বললেই ধুয়ে দিচ্ছে লোকজন।

    অদার দ্যান দ্যাট, বামেদের পলিসি ইন্ত্রস্পেক্ষণের ব্যাপারে চিন্তা ভাবনা করা প্রয়োজন, আর এ মুহুর্তে ল্যাটিন আমেরিকাই সব চেয়ে সফল একজাম্পল। এব্যাপারে আপনার সাথে একমত।
  • বিপ | 78.33.140.55 | ০৫ আগস্ট ২০১৩ ০৬:১৭615716
  • এই প্যারাটার মানে কি এইটা দাঁড়ালো যে এস এফ আই এর সদস্যরা এখন বিজেপি/ আরেসেস এ নাম লেখাচ্ছে? নাকি বামেরা মুসলিম সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হলে ইউপি মধ্যপ্রদেশ গুজরাতে দলে দলে ছেলেপুলে গিয়ে বাম দলে যোগ দিত?

    >>>
    বামেরা মুসলিম সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হলে, কং গ্রেসের বিরোধি দলের ভূমিকাতে আজ তারা চলে যেত। অধিকাংশ ভারতীয় বামেদের কোন ভূমিকাতেই সন্তষ্ট না -ফলে অন্ধ্র, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশে বামেরা আজ ডুমুরের ফুল। পশ্চিম বঙ্গে ভাল বাম বিকল্প এলে, সিপিএম এখানেও ডুববে।

    হ্যা। আগে ্যারা এস এফ আই করত সুবিধাঢ় জন্য ( ৯০% সুবিধাবাদি ছিল), তাদের অংশটা তৃণমূল আর বিজেপিতেই নাম লেখাচ্ছে।

    বামেদের মধ্যে সেরকম পন্ডিত বা প্রজ্ঞা লোক কোথায়?
  • lcm | 118.91.116.131 | ০৫ আগস্ট ২০১৩ ০৭:০৭615717
  • যাহাই হউক, গোপাল মুখুজ্জে, ওরফে, গোপাল পাঁঠা সম্বন্ধে অবহিত হইলাম।
  • Sibu | 183.60.205.153 | ০৫ আগস্ট ২০১৩ ০৭:০৯615718
  • বামেরা মুসলিম সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয় এ খবর বিপ কোত্থেকে পেলেন?
  • debu | 82.130.151.116 | ০৫ আগস্ট ২০১৩ ০৭:৩২615719
  • এই গোপাল কি Forward block এ join করেছিলো?
  • বিপ | 78.33.140.55 | ০৫ আগস্ট ২০১৩ ০৮:৩৬615720
  • আমার পরিবার বাম রাজনীতির সাথে জড়িয়ে থাকার সুবাদে, সেই ১৯৮০-৯০ সালে অন্যান্য রাজ্যে বাম কমরেড ডের দেখেছি। দেখে শ্রদ্ধা হত। আজকে কি অবস্থা তাদের? সোমক ফেসবুকে একটা ভাল পোষ্ট দিয়েছে। দেখুন দুরাবস্থাটাঃ সোমকের পোষ্ট থেকে
    -------------------------------------
    বামপন্থার পতন এর পক্ষে
    সিপিআই+সিপিএম ভোট% এবং আসন
    ১৯৫১- ৩.২৯(১৬)
    ১৯৫৭- ৮.৯২(২৭)
    ১৯৬২- ৯.৯৪(২৯)
    ১৯৬৭- ৯.৩৯(৪২) (সেই বার প্রথম সিপিএম আলাদা লড়ে যাই হক আমি সিপিএম এবং আই দের ভোট যোগ করে লিখছি)
    ১৯৭১- ৯.৮৬(৪৮)
    ১৯৭৭- ৭.১২(২৯)
    ১৯৮০- ৮.৭৩(৪৭)
    ১৯৮৪- ৮.৫৮(২৮)
    ১৯৮৯- ৯.১২(৪৫)
    ১৯৯১- ৮.৬২(৪৯)
    ১৯৯৬- ৮.০৯(৪৪)
    ১৯৯৮- ৭.১৫(৪১)
    ১৯৯৯- ৬.৮৮(৩৭)
    ২০০৪- ৭.১০(৫৩)
    ২০০৯- ৬.৭৬(২০)
    কাজেই এই হিসেব দেখে কি বুঝলেন? একসময় এর প্রায় ১০% ভোট থেকে কমে আজ আপনারা ৬-৭ এর গণ্ডীতে খাবি খাচ্ছেন যাই হক একটা জিনিস নিশ্চয়ই দেখবেন যে ভোট কমা সত্ত্বেও ১৯৮৪ বাদ দিয়ে ১৯৮০-২০০৪ বামরা প্রত্যেক বার ৪০ এর বেশি আসন পেয়েছে। কেন জানেন? অই সময় গোটা দেশে যখন আপনারা উবে যাচ্ছিলেন তখন পশ্চিমবঙ্গ আপনাদের দরাজ হস্তে ৪২ এর ভেতর ৩০-৩২ টা করে আসন দিচ্ছিল। তাই আসন কমেনি কিন্তু গোটা দেশের পরিপ্রেক্ষিতে ভোট কমেছে। আপনাদের মোট আসনের ৬০-৭০% জুটিয়েছিল বাংলা। আগে কিন্তু এমন ছিল না মোটামুটি গোটা দেশে বামরা লড়তেন এবং সব রাজ্যেই অন্তত একটা দুটো বিধানসভা বা লোক সভা জেতার ক্ষমতা আপনাদের ছিল। তাই বাংলার পতন হতেই সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা উবে গেলেন ভোট তো আগেই গেছিল আসন সংখ্যাও গেল। বাংলা পুনরুদ্ধার না করতে পারলে আপনারা মোদ্দা কথায় ফিনিস
    _______________________

    Somnath Roy ৫১ থেকে ৫৭র মধ্যে ভোটটা বেড়েছিল কেন?
    _____________

    Somak Chaudhury কয়েকটা রাজ্যে আগে বাম কি ছিল এখন কি হয়েছে-
    বিহার- বিহারে সিপিএম এর থেকে সিপিআই বরাবর বেশি শক্তিশালি। সিপি আই বিহারে একসময় নিজের শক্তি তে ৩০ টা বিধানসভা একা লরেও জিতেছে। প্রতিবার ৫-৬ টা করে লোক সভা আসন জিতত আজ? সিপি আই এর বিহারে বিধায়ক-১ ভোট ২% সাংসদ-০
    সিপিএম ২-৩ টে করে লোকসভা আসন জিতত। ভাগলপুর এ অনেক বার জিতেছে। পুরনিয়ার অজিত সরকার বিখ্যাত বিধায়ক ছিলেন।
    বেগুসরাই ছিল নাকি বিহারের লেনিনগ্রাড। আজ বিহারে সিপিএম ০
    আসাম- আসামে বাঙালি অধ্যুষিত এলাকায় সিপিএমের বিশাল প্রভাব ছিল। শিলচর এবং বরপেতা লোকসভা আসনে বামেরা অনেকবার জিতেছে। সিপিএম ২-৩ জন করে সাংসদ পেত এককালে ওখান থেকে। আর আজ???? আসামে বামেদের সাংসদ ছেড়ে দিন মোট বিধায়ক???? রসগোল্লা শিলচরে জামানত জব্দ হয় তাদের
    মহারাষ্ট্র- জানেন একসময় বাল ঠাকরের উত্থানের আগে মুম্বই তেও বামেরা লোক সভা আসন জিতেছে? অবাক??? ঢপ? আজ্ঞে না সত্যি জিতেছে একসময় মহারাষ্ট্রে ২০ টা বিধানসভা জেতার ক্ষমতা ছিল বামদের আর আজ? সবেধন নীলমণি একজন সিপিএম বিধায়ক পড়ে আছেন তিনিও মনে হয় ২০১৪ এ হেরে যাবেন তবে আসামের মত এখানেও ষোল কলা পূর্ণ হবে।
    অন্ধ্র- একসময় তেলেঙ্গনায় কংগ্রেস এর মুল প্রতিপক্ষ ছিল বামরা অন্ধ্র থেকে বহু বিখ্যাত বাম নেতা উঠে এসেছেন। একা লড়ে ২-৩ টে লোকসভা আসন জেতার ক্ষমতা তাদের ছিল। অন্ধ্র বিধানসভায় ১০ এর কম বিধায়ক বামরা কখনও পাঠায় নি। আর আজ? ক্রমাগত তেলেগু দেশম এর সাথে জোট করে বামদের নিজেদের ভোট ব্যাংক ই কমে গেছে ১৯৯৯ এ একা লড়ে সব কেন্দ্রে জামানত হারায় বামরা। তারপর বুদ্ধি খোলে একবার কংগ্রেস একবার টিডিপি র সাথে বামরা জোট করে লড়ে (এরা আবার আদর্শর কথা বলে? ) তাও জোট করেও আগের লোকসভায় একটাও জেতেনি। বিধানসভায় ৫ টা বিধায়ক পড়ে আছে।
    আর কত উদাহরন দেব? তামিলনারুতে বামরা একবার করুনা আর একবার জয়ার ঘাড়ে চেপে ২-৩ টে আসন পায়... উত্তর প্রদেশে মুছে গেছে... সেখানে এলাহাবাদেও সিপিআই এককালে লোকসভা জিতেছে জানেন!!!! কাশ্মীরে একটা বিধায়ক পড়ে আছে। মধ্যপ্রদেশে অনেক দিন অব্দি ১ টা ছিল ২০০৯ এ সেও হেরে গেছে। গোটা দেশ থেকেই আজ বামরা অবলুপ্ত হতে চলেছে। পাঞ্জাবেও বাম রা আজ ০। গুজরাটে আহমেদাবাদে জ্যোতি বসু সিটুর বড় সভা করে গেছেন এখন ওখানে বামরা ১ টা আসনে কোনমতে প্রার্থী দেয় আর তারও জামানত জব্দ হয়।
    ইসস অনেক সত্যি কথা বলে ফেললাম সরি
  • কৃশানু | 177.124.70.1 | ০৫ আগস্ট ২০১৩ ১০:৫৪615721
  • অত ন্যাকামো করার কি আছে। ভারতীয় মেনস্ট্রিম রাজনীতি-র প্রধান দুর্ভাগ্য হচ্ছে সোস্যালিস্ট মুভমেন্ট-এর পথিকৃতদের আইদেন্তিটি পলিটিক্সে নাম লেখানো এবং প্রচন্ড করাপ্ট হয়ে যাওয়া। বামেদের এই সোসালিজ্ম এর স্পেসে ঢুকতে না পারা, বাম আন্দোলনগুলোর ক্রমাগত বিভাজন এবং বাম নেতাদের রিলিজিয়াস এবং আইদেন্তিটি পলিটিক্স এর গুরুত্ব বুঝতে ব্যর্থ হওয়া।
    এর সরাসরি ফলশ্রুতি বাবারই মসজিদ ও তত-পরবর্তী বিজেপি উত্থান। রিলিজিয়াস এবং আইদেন্তিটি পলিটিক্স এর কার্ড খেলতে না পারে বামেদের কংগ্রেসবিরোধী ভোট কেড়ে নিচ্ছে আঞ্চলিক দল গুলো। কিছুটা বিজেপি-ও হয়ত কেড়েছে এককালে।

    তবে বামেদের, বিশেষত: সিপিএম এর প্রতি সবার সদুপদেশ এর বহর দেখলে বুড়ো বুড়ি আর গাধার গল্প মনে পরে যায়।
    - এর উত্তরে কিছু বলতে হলে 'আমার বাবা কম্যুনিস্ট ছিল আর আমার মা বাঙাল' - এইসব বাদ দিয়ে বলবেন।
  • b | 135.20.82.164 | ০৫ আগস্ট ২০১৩ ১১:৪১615722
  • আপনারা মশাই বড্ড বাজে বকেন। গোপাল ব্যানার্জী দোকান খুলে সাইনবোর্ডে লেখেন "বাঙালী পাঁঠার দোকান"। সেই থেকে গোপাল পাঁঠা নাম। আর এখনো সাইনবোর্ডে দেখবেন, আফটারথট হিসেবে "বাঙালী" র পরে একটা ছোট্টো করে -র- জুড়ে দেওয়া হয়েছে।
  • ranjan roy | 24.99.26.15 | ০৫ আগস্ট ২০১৩ ১১:৪৩615724
  • সইত্যের খাতিরেঃ
    রাজস্থানে আজকাল বামেরা উল্লেখনীয় কাজ করেছে। আগে শুধু গঙ্গানগর ছিল। এখন বোধহয় তিনটে বিধানসভা আর সম্ভবতঃ একটি লোকসভা। ওদের নেতা ওখানে বাঁধাবুলির বাইরে কিছু করছেন, দলিত পলিটিক্সের সঙ্গে ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে ভালো যোগাযোগ রাখেন শুনেছি,
    না, আমার কাছে কোন ডকু/লিং নেই, সবই পরস্মৈপদী।ঃ))))
  • কৃশানু | 177.124.70.1 | ০৫ আগস্ট ২০১৩ ১১:৪৬615725
  • ঠিক কথা তো। হান্নান মোল্লা।
  • PT | 213.110.243.23 | ০৫ আগস্ট ২০১৩ ১১:৪৭615726
  • যদি সিপিএমের মুন্ডুপাতই করতে হয় তাহলে একটু পোষ্কার করে বলা ভাল যে অন্য বা পোকিত বামেরা কি করল তালে এতদিন ধরে?

    অবিশ্যি যিনি লেনিন-স্ট্যালিনকে ক্রিমিনাল আখ্যা দেন আর "আমেরিকাতে বামেরা" নামক কাঁঠালের আমসত্বকে মাপকাঠি ধরে গপ্প-গাছা শোনান তাঁর বক্তব্য কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিৎ কে জানে!!
  • ranjan roy | 24.99.26.15 | ০৫ আগস্ট ২০১৩ ১১:৫২615727
  • bকে ক।
    ছোটবেলায় বিশেষ দিনে পার্কসার্কাস কাকার সঙ্গে থেকে ট্রামে করে দু'একবার কলেজ স্ট্রীটের সেই দোকান থেকে মাংস আনতে গিয়েছিলাম মনে আছে।

    কিন্তু বিধান রায়ের গোপাল পাঁঠা ও বামফ্রন্টের মার্ক্সিস্ট ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জির মুসলিম নিধন কান্ড ( কথিত ভাবে নিরীহ হিন্দুদের রক্ষাকর্তা কল্কি অবতার হিসেবে)আমাদের ছোটোবেলার বহু প্রচারিত রূপকথা।
    আর রামবাবু কিসের মার্ক্সিস্ট বা কেন মার্ক্সিস্ট কখনো বুঝিনি। তবে ওঁর ইলেক্শন এজেন্টের মেয়ের প্রেমে পড়েছিলাম।ঃ))))
    উনি(মেয়ের বাবা) আমাকে CONGRESS এর ফুলফর্ম হিসেবে C=corruption, O= opportunism, N= nepotism ইত্যাদি শিখিয়েছিলেন। ফলে আমিও নিশ্চিত ছিলাম যে পলিটিক্যালি করেক্ট প্রেম করছি।ঃ))))
  • কৃশানু | 177.124.70.1 | ০৫ আগস্ট ২০১৩ ১১:৫২615728
  • রঞ্জনদা
    http://indiatoday.intoday.in/story/CPI(M)+improves+its+tally+in+Rajasthan/1/22135.html

    পরশুই একজনের সাথে এই নিয়ে বেশ ঘন্টা দুয়েক কথা হলো। কেন হান্নান মোল্লা রাজস্থানে পারছে আর বিমান নিরুপমরা অসম মনিপুরে পারছে না।
  • b | 135.20.82.164 | ০৫ আগস্ট ২০১৩ ১৩:৩৭615729
  • রাম চাটুজ্জে চন্দননগরের এম এল এ ছিলেন বোধ হয়। তাঁর নামে জলে দুধে মেশানো কিছু গল্প চলত আমাদের এলাকায়।

    ওঁর ছেলে আমার দাদার ইস্কুলে পড়ত। অংকে ৩ পাওয়ায় প্রমোশন দেওয়া হয় নি। রাম চ্যাটার্জী স্কুলে এসে জিজ্ঞাসাবাদ করেন, হেড মাস্টার বলেনঃ ম্যাথ্স-এ তিন পেলে কি পাশ করানো যায়? রাম চ্যাটার্জী ছেলেকে ডেকে এনে এক চড় মেরে বলেন ব্যাটা মিথ্যাবাদী, শুধু অংকে নয়, আবার ম্যাথসেও ফেল করেছিস?

    আবার একবার রবীন্দ্রজয়ন্তীতে দুর্গমগিরি কান্তার মরু কোট করে শেষে বলেছিলেন ও নজরুল রবীন্দ্রনাথ একই হলো।

    দাদার থেকে কিছু সিনিয়র ছিলো ছেলেটি। তাকে চেপে ধরাতে সে ম্লানমুখে স্বীকার করেছিলো, ওর বাবার নামে প্রচলিত এরকম অনেক গল্পই সত্যি।
  • dd | 69.92.163.172 | ০৫ আগস্ট ২০১৩ ১৩:৪৮615730
  • আর তখোন উনি সদ্য মন্ত্রী হয়েছেন।
    চেম্বারে বসে আছেন তো পি এ এসে বল্লো স্যার পুলিশ কমিশনার আপনের লগে দ্যাখা করতে আইছেন।
    শুনেই রামবাবু এক লাফে জালনা দিয়ে লাফিয়ে কার্নিশে হাজির।
    পিএ চেঁচিএ মেচিএ এক সেস "স্যার,স্যার, উনি এম্নি এম্নি ভিসিট করতে এয়েছে, আপনে এখোন মন্ত্রী স্যার। সাবধানে উঠে আসুন,স্যার।"

    মিছে গল্প। কোনো লিং নেই।
  • j | 230.227.106.153 | ০৫ আগস্ট ২০১৩ ১৩:৫৩615731
  • কোন একটা এলিট ক্লাবে রাম চাটুজ্জেকে ধুতি না পাজামা পরে ঢুকতে না দেওয়ার জন্য পরেরদিন হরিপাল থেকে আদিবাসী ছেলেপুলেদের এনে সুইমিং পুলে সাঁতার কাটাবার গপ্পোটা বোধহয় সত্যি

    অনেকের কাছেই শুনেছি
  • | 24.97.95.217 | ০৫ আগস্ট ২০১৩ ১৩:৫৬615732
  • রাম চ্যাটার্জির নামেই গল্প আছে রাত বারোটায় দুহাতে দুটো রিভলবার নিয়ে খোলা জীপে চুঁচুড়া থেকে বালি ব্রীজ অবধি আপ ডাউন করে দেখাশোনা করত। কোনও কারণে একহাত ব্যবহার করতে হলে সেই হাতের রিভলবার নাকি দাঁতে ধরা থাকত।
  • dd | 69.92.163.172 | ০৫ আগস্ট ২০১৩ ১৩:৫৯615733
  • ক্যালকাটা ক্লাবে। সত্তি সত্তি অমনটা করেছিলেন। তখোন আমার আর্লি কৈশোর, বেশ ভালই মনে আছে।

    হরিপাল না করে সিংগুর থেকে লোক আনলে দুর্দর্শিতার পরিচয় দিতে পারতেন, সেটা মিস করে গেছিলেন।
  • j | 230.227.106.153 | ০৫ আগস্ট ২০১৩ ১৪:২৯615735
  • সিপিয়েমের একটা রাম চাটুজ্জে এই মুহুর্তে খুব দরকার

    ন্যাকাষষ্ঠী আর কলিকাতাস্থপাত্রপাত্রীতে আলিমুদ্দিনটা এক্কেবারে ভরে গেছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন