এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভূত-প্রেত

    sweta
    অন্যান্য | ১৯ অক্টোবর ২০১৩ | ৮৩০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 81.236.62.176 | ২৯ অক্টোবর ২০১৩ ০০:১৯620988
  • যাঃ, 'শুন্য শুধু শুন্য নয়' নয় তো। 'অশরীরি' মনে হয়। শুন্য শুধু তো সেই বাজ পড়ে অদৃশ্য হবার গল্পটা।
  • | 127.194.83.103 | ২৯ অক্টোবর ২০১৩ ০০:৪৭620989
  • ঠিক। কেকে গল্পের নাম ও মনে রেখেছে।ঃ)
  • sweta | 125.253.207.23 | ২৯ অক্টোবর ২০১৩ ১৬:৫৭620990
  • গপ্প তা শুনবে ???
    সন তাহলে .............
    একটা মেয়ে ছিল ,তার নাম ছিল মুস্কান । সে ছিল বাস্কেট বল প্লেআর । খুব বুদ্ধিমতি এবং প্রচন্ড পরিশ্রমী , সম্ভবত মেয়টি ক্লাস XII এ পড়ত , সে খুব ভালো খেলত বলে তার কোচও তাকে খুব ভালো চোখেই দেখত । স্কুল এ প্রায় ৪ টে টিম ছিল । একবার সেই সবকটা টিম কে একসাথে স্কুল থেকে পিকনিক এ নিয়ে যাওয়া হয় । তার মধ্যে মুস্কান ও ছিল । প্রায় অর্ধেক রাস্তা এসে টিম থেকে ৩ জনা বাস রুম যাবে বলে কোচ কে জানায় , বুস্তাকে সাইড করে দাড় করানো হয় । ৩ জনায় নেমে পরে । পাশেই একটা জঙ্গল ছিল , কোনো উপায় নাপেয়ে ৩ জন সেখানেই গেল । ৩ জন ৩ দিকে গেল । মুস্কান ফ্রেশ হয়ে নিয়ে ফিরে আসবে এমন সময় সে দেখে কিছুটা দুরেই একটা কুয়ো রয়েছে , পাত কুয়ো । সে কাছে গিয়ে দেখে যে , অতার ধারীর মধ্যে খোদাই করে লেখা ," sarad loves rupali " । এটা দেখে মুস্কানের এটা বেশ মজার একটা বিষয় মনে হলো । সে বার বার কুয়োর মধ্যে সারাদ সারাদ বলে ডাকতে থাকে । পরে ভেতর থেকে একটা আওয়াজ আসে - রুপালি বলে , কি অদ্ভূত গলার সর , ................
    তার পর মুস্কান ফিরে আসে তার বাস এ ।
    তার পর থেকে সুরু হয় অদ্ভুদ ব্যবহার ................
    এবার ডাকা হয় এক ওঝা কে , সে কোনো রকমে মুস্কান কে ঠিক করে , এবং বলে যাই যে এটা খুব সক্তিসলি আত্মা । আসলে সারাদ রুপালি কে খূঊঊঊঊঊউব ভালো বাসত , কিন্তু রুপালি অনন্য নামক একটি ছেলেকে বিয়ে করে নেয়। ফলে সারাদ অত্যহত্মা করে নেয় । রুপালি ওকে ডাকে অর মনে হয় যে , কেও ওকে ডাকছে যে ওকে ভালো বাসে । অবব্গ মুস্কান কে যেন কোনো মতে আর সেখনে না আনা হয় , নাহলে মুস্কান কে বাচানো যাবে না ।
  • cb | 209.67.203.142 | ২৯ অক্টোবর ২০১৩ ১৭:০৩620991
  • ভাবছি আমিও আত্মহত্যা করে নেব
  • sweta | 125.253.207.23 | ২৯ অক্টোবর ২০১৩ ১৭:০৮620992
  • কেন গো ?
  • sweta | 125.253.207.23 | ২৯ অক্টোবর ২০১৩ ১৭:১১620994
  • ***** একটু
  • sweta | 125.253.207.23 | ২৯ অক্টোবর ২০১৩ ১৭:১১620993
  • সরি , অসংখ বানান এবং লেখা ভুল হয়েছে pls ,একট বুঝে নাও
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ১৭:৩২620995
  • না, বুঝে নিতে পারব না। অনেকদিন হল এই উল্টোপাল্টা বাংলা লেখা, এবার একটু ভদ্রগোছের বাংলা লেখা অভ্যেস করো। আমি ইংলিশ মিডিয়াম টাইপের ভুলভাল অজুহাত দেওয়া ছেড়ে পরিষ্কার বাংলা লেখা প্র্যাকটিস করো।
  • sweta | 111.59.185.110 | ২৯ অক্টোবর ২০১৩ ১৮:৫৯620996
  • ok , আমি অবস্যই চেষ্টা করব । এবং করছিও ..............................................
  • bd | 227.164.76.12 | ২৯ অক্টোবর ২০১৩ ২০:২২620998
  • ধুৎ এটা তো আহাট টাইপ গল্প হচ্ছে, যেটা দেখে আমার চিরকাল হাসি পায়।
  • cb | 209.67.203.142 | ২৯ অক্টোবর ২০১৩ ২০:৪৯620999
  • চান করে নিন

    তারপর আত্মহত্যা করে নিন
  • ms | 132.164.231.78 | ২৯ অক্টোবর ২০১৩ ২১:০২621000
  • পুরোটাই ঠিক্ঠাক বুঝেছি, "প্রায় ৪টে টিম" ছাড়া। প্রায় ৪টে মানে ঠিক কত? পৌনে ৪ না সওয়া ৪? এটা না বলে দিলে গল্পটা ঠিক জমছেনা।
  • aranya | 154.160.226.53 | ২৯ অক্টোবর ২০১৩ ২১:১১621001
  • আমার ভাল লাগল গল্প-টা, যদিও বুনানের চক্রব্যুহ ভেদ করে পড়তে হল :-)
    কুয়োর ভেতর থেকে প্রেমিকের আত্মা উঠে আসছে ইঃ - নট ব্যাড
  • Pubদা | 209.67.140.46 | ২৯ অক্টোবর ২০১৩ ২১:১৬621002
  • ব্যাঙ্গালোরের SIT Tumkur'এর অনেক ভূতের গল্প শুনেছি ।
    তবে শিলিগুঋ'র একটা সত্যি ঘটনা জানি - হাকিমপারায় আমার মাসির ফ্ল্যাটের পাশের বিল্ডিঙ্গের একটি ছেলে তার স্কুলে টিফিন টাইমে খেলতে খেলতে বল আনতে স্কুলের বাইরের একটা কবরস্থানের উপর যায় । তারপর বারী ফিরে অদ্ভুত ব্যাবহার আর অদ্ভুত গলায় কথা বলতে শুরু করে ।

    পুঃ~ ড'এ শুণ্য র - গুরু লে'আউটে কি করে লিখব ?
  • cb | 209.67.203.142 | ২৯ অক্টোবর ২০১৩ ২১:৪১621004
  • rh> এই ভাবে
  • দেব | 59.136.12.91 | ২৯ অক্টোবর ২০১৩ ২১:৪১621003
  • ড় - R
    ঢ় - Rh
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ২৩:০২621005
  • shiligurhi = শিলিগুড়ি।
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ২৩:০৩621006
  • পাবদার গপ্পোটা অনেকটা বত্রিশ সিংহাসনের শুরুর মতন।
  • Pubদা | 202.193.216.147 | ২৯ অক্টোবর ২০১৩ ২৩:৫১621007
  • থ্যান্কু সিকি সিবি !
    তাই বলে সব 'র' তেই 'ড়' দিয়ে বাড়াবাড়ি করব না ঃ)
    দেব - ক্যাপিটাল R দিলে গুরু লেআউটে আসে না ।

    আরেকটা গপ্পো বলি -
    আমার এক পাড়াতুতো জেঠু ছিলেন পেশায় জাদুকর । সাধারণতঃ বিহার কিম্বা বাঙ্গলার প্রত্যন্ত গ্রামে ম্যাজিক দেখিয়ে বেড়াতেন । একবার এরকমই বিহারের এক গ্রামে ম্যাজিক দেখিয়ে রাত্রে শহরে ফেরবার সময় একটি ভূতুড়ে গাড়িতে লিফ্ট নিয়ে ফেলেন । তারপর যা হয় - চলন্ত গাড়ি থেকে ঝাপ দিয়ে প্রাণ বাচান ।
    গল্পটা ভীষণ কমন হলেও - ওনাকে অবিশ্বাস করতে পারিনি ।

    পুঃ~ আবার হেল্প ঃ)
    চন্দ্রবিন্দু আর অনুস্বার ঃ) - গুরু লেআউটে প্লীজ ।
    গুগুল লেআউট আপিসের সিস্টেমে খোলে না ঃ(
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ২৩:৫৮621009
  • চন্দ্রবিন্দুঃ `n
    অনুস্বারঃ `m

    ওপরে বাঁদিকে এসকেপ কী-এর ঠিক নিচে পাবেন এটাকে।
  • সে | 203.108.233.65 | ৩০ অক্টোবর ২০১৩ ০০:১১621010
  • চাঁদ =chaa`nd
    এবং =eba`m
  • দেব | 59.136.12.91 | ৩০ অক্টোবর ২০১৩ ০০:২২621011
  • ছড়িয়েছি। মেশিনে অভ্রর বাংলা ফোনেটিক মোড অন ছিল খেয়াল করিনি।
  • Pubদা | 209.67.140.45 | ৩০ অক্টোবর ২০১৩ ০০:৪১621012
  • অসংখ্য ধন্যবাদ ।
    ভূতের গল্পে চঁন্দ্রবিঁন্দু না দিলে চলে না ।

    এই প্রসঙ্গে ইলিশ মাছ আর ভূত নিয়ে "রসে বশে" র একটা গল্প মনে পড়্লঃ
    বাজার থেকে সন্ধেবেলা বড় ইলিশ মাছ কিনে ফিরছেন - এমন সময় রাস্তার পাশের বাড়ির ছাদ থেকে নাঁকি সুরে আওয়াজ এল - "ওঁরেঁ পঁন্চাঁ - মাঁছ'টাঁ রেঁখেঁ যাঁ" - ব্যাস অমনি মাছ ফেলে চোঁচাঁ দৌড় । ঃ)

    কোঈ বাত নেহী দেব ;)
  • Atoz | 161.141.84.239 | ৩০ অক্টোবর ২০১৩ ০১:২৭621013
  • মাছটা পঁচা ছিল নাকি? ঃ-)
  • সে | 203.108.233.65 | ৩০ অক্টোবর ২০১৩ ০১:৩০621014
  • দিদি জামাইবাবু ভাগ্নে ভাগ্নীকে নিয়ে বেড়াতে গেছি পাহাড়ে। জামাইবাবু ড্রাইভিং জানে না। সারাটা পথ একটানা ড্রাইভ করে পৌঁছলাম গন্তব্যে। পাহাড়ি শহরের থেকে একটু দূরে একটা দোতলা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিলো। পৌঁছেছি দুপুরে। কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির চাবি নিয়ে ঘর খোলা হলো। একতলায় একটাই ঘর। পাশে রান্নাঘর, বাথরুম। দোতলায় দুটো ঘর ও লাগোয়া টয়লেট। আমি রইলাম একতলায়, দিদি ওরা সব দোতলায়। দিদি রান্নায় লেগে গেল। জামাইবাবু ড্রাইভ না করেও টায়ার্ড, বিছানা পেয়েই টানটান হয়ে শুয়ে পড়ল। বাচ্চাদুটো হৈ চৈ করছে। ভাগ্নেটা ছোটো বছর সাতেক তখন। ভাগ্নী ওর চেয়ে দুবছরের বড়ো। দুজনেই বাইরে ঘুরে পাহাড়ে হেঁটে ঘুরতে চায়। আমার ভালোমতন খিদে পেয়ে গেছে - দিদি খিচুরি চাপালো। বাচ্চা দুটোকে নিয়ে সামনের রাস্তা ধরে উৎরাইয়ে কিছুটা ঘুরলাম। ফের চড়াই ধরে ওপরে ওঠা। ও রাস্তায় গাড়ি চলে একপাশে খুব খাড়া খাদ। বাড়ি ফিরে পেট ভরে খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছি। কাছাকাছি লোকালয় বলতে রাস্তার ওপারে ঝোপের পেছনে দূরে দেখা যায় আলো। সম্ভবত গ্রাম। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যে হয়ে গেল। দুপুরের খিচুরি খেয়ে পেট ভার। তবুও বাচ্চাদের কথা ভেবে দিদি ফের রান্না করতে শুরু করে দিলো। প্রথমেই চা। আমি চা নিয়ে দোতলায় জামাইবাবুর সঙ্গে গল্প করতে গেলাম। দোতলায় উঠবার সিঁড়ি কাঠের। অর্ধেকটা উঠে একটু ঘুরে পাশে একটা বন্ধ দরজা, সেটা অবশ্য ব্ন্ধ ফের আরো আট দশ ধাপ উঠলে তবে দোতলা।
    জামাইবাবুর সঙ্গে একদান দাবা খেললাম। আমি জঘন্য খেলি। তাসের প্যাকেট ছিলো সঙ্গে কিন্তু দুজনে খেলা হয় না। বাচ্চারা খেলতে জানে না। কিছু পুরোনো ম্যাজিক দেখাবার চেষ্টা করলাম। তারপরে ওদিকে দিদি ডাকছে। সকলে মিলে নীচে আমার ঘরে বসেই খাওয়া দাওয়া সারলাম। ওখানে রাত আটটা সাড়েআটটার সময়েই মনে হচ্ছিলো যেন নিশুত রাত।
    খাওয়া দাওয়া সেরে ওরা সব ওপরে চলে যাচ্ছে কারন পরদিন সকাল সকাল সব সাইট সীইং এ বেরোবো। দিদি খুবই ক্লান্ত। ভাগ্নীও ঘুমে ঢলে পড়ছে। জামাইবাবুও তথৈবচ। এদিকে ভাগ্নেটা সবচেয়ে ছোটো হলে কি হবে, ডিনারের পরে ঘুম কেটে গেছে। বলছে - মামা চলো না একটু হেঁটে আসি। তো মোটাসোটা পুলোভার পরিয়ে ওকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছি, দেখি দেড়তলার সেই দরজাটা অল্প খোলা। ভেতরে লাইট জ্বলছে। বুঝলাম কেয়ারটেকার ওখানেই থাকে। আমরা যখন ওপরে ছিলাম তখন হয়ত এসেছে।
    ভাগ্নেকে নিয়ে এবার চড়াইয়ে কিছুদূর হাঁটলাম দূরে কয়েকটা বাড়ি, হোটেল দেখা যাচ্ছিলো। এই সুযোগে সিগারেট খেলাম। জামাইবাবুর সামনে সিগারেট খাইনা। রাত্রে আকাশ পরিষ্কার, নীচে মেঘ নেমে গেছে ঐ দূরের গ্রামগুলোর মধ্যে। সিগারেট শেষ করে আবার উৎরাই ধরে মামা-ভাগ্নে মজার মজার ধাঁধা বলতে বলতে ফিরে এলাম। ভাগ্নে দোতলায় উঠে গেল। আমি আধ সিঁড়ি অবধি এগিয়ে দিতে গিয়ে দেখি সেই দরজাটার একটা পাল্লা অনেকটাই খোলা। ভেতরে একটা চেয়ারে দরজার দিকে পেছন ফিরে একজন লোক বসে , তার সামনে টেবিল, কিছু লিখছে। হয়ত হিসেব পত্র।
    বুঝলাম ও ই গিরীশ (কেয়ারটেকার)। ওকে ডাকিনি। তারপরে নীচে এসে সদর দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ভোরে ঘুম ভাঙল দিদির চা তৈরী করবার আওয়াজে। উঠে দেখি বাইরে আমার গাড়িটা শিশিরে ভিজে রয়েছে। প্রচন্ড ফগ। ভিজিবিলিটি খুব কম। কুয়াশা না কাটলে গাড়ি নিয়ে বেরোনো খুব রিস্ক।
    এমন সময়ে দরজায় ধাক্কা। সদর খুলে দেখি গিরীশ। আমি তো অবাক।
    ওকে তো বাড়ির ভেতরেই দেখলাম রাত দশটা নাগাদ, ও বেরিয়ে গেলেও দরজা আবার ভেতর থেকে বন্ধ করল কে? অবশ্য রাতে ওর মুখ আমি দেখিনি অন্য কেউ হতে পারে।
    খটকা কাটাতে মাঝসিঁড়িতে উঠে দেখি সেই দরজা বন্ধ এমনকি একটা তালাও ঝুলছে।
    গিরীশ বলল ঐ ঘর বন্ধই থাকে সবসময় ওটার চাবিও ওর কাছে এখন নেই। ভাগ্নে ঘুম থেকে উঠে আমার কথার সমর্থন করল। ও ও দেখেছে কাল দরজা খোলা, লাইট জ্বলছে একজন লোকও ছিলো চেয়ারে বসে টেবিলে ঝুঁকে লেখালেখি করছিলো।
    কিন্তু বাকিরা এটা বিশ্বাস করল না।
    ঐ একদিনই। তারপরে আরো দিন সাতেক থেকেছি কিন্তু ঐ ঘর সবসময় বন্ধই ছিলো।
    এটাকে যদি ভূতুড়ে কান্ড বলা যায়, তবে এটা ভূতের গল্প। চল্লিশ বছর আগের গল্প।
  • tania | 218.87.233.180 | ৩০ অক্টোবর ২০১৩ ০১:৪৪621015
  • কলোনির মধ্যে দিয়ে শর্টকাটে বাজার থেকে বাড়ি ফিরছিলেন হারাধনবাবু। পরদিন জামাই-ষষ্টি, দুই মেয়ে জামাই নিয়ে আসবে, তাই জোড়া ইলিশ কিনেছেন হারাধনবাবু। সন্ধ্যেবেলা, টিপটিপ বৃষ্টি পড়ছে, ঘোর ঘোর হয়ে এসেছে। কলোনির পাশেই কলাবাগান। তার পাশ দিয়ে আসতে আসতে শুনলেন, "ওঁরে হাঁরু, একটা মাঁছ রেঁখে যাঁ।" শুনে হারুবাবু থলে ফেলে চোঁ চাঁ দৌড়।

    একদম পাবদার গপ্পো এই পর্যন্ত। এর পরেই অ্যান্টি-ক্লাইম্যাক্স। হারুবাবুর খানিক পেছনে ভুতোর কাকা আসছিলেন আপিস-ফেরতা। ভৌতিক বার্তা তিনি শোনেননি। শুধু দেখেছেন হঠাৎ হাঁটা থামিয়ে থলে ফেলে হারুবাবুর দিকবিদিকশুন্য ছুট। থলে অবধি পৌঁছে দেখলেন কলা গাছের আড়ালে ভুতো আর মিহির খুব খ্যা খ্যা করে হাসছে।

    তার পরের গল্প সামান্যই। ভুতো ও মিহিরের চপেটাঘাত হজম। ভুতো, মিহির এবং কাকাববুর দ্বারা হারুবাবুর বাড়ি মাছ আনয়ন। জামাই-ষষ্টির পরের দিন ভুতো এবং মিহিরের হারুবাবুর বাড়ি মাছভাজা ভক্ষণ।
  • Atoz | 161.141.84.239 | ৩০ অক্টোবর ২০১৩ ০১:৫৮621016
  • এদিকে আমি আবার তাড়াতাড়ির চোটে পড়লাম "পেছনে ভুতের কাকা আসছিলেন আপিস ফেরতা।"
    ঃ-)))))
  • tania | 218.87.233.180 | ৩০ অক্টোবর ২০১৩ ০২:০৮621017
  • ভুতো ই যখন ভুতের রোলে, তখন ভুতের ও কাকা বটে ঃ-)
  • Pubদা | 202.193.171.149 | ৩০ অক্টোবর ২০১৩ ০২:২৯621018
  • তানিয়া - হা হা হা হা
    সে'র গল্পটা (বা ঘটনাটা) দারুন । ঃ)
  • rivu | 140.203.154.17 | ৩০ অক্টোবর ২০১৩ ০৬:৫৯621020
  • সে, সত্যি নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন