এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলাদেশে নির্বাচন ও হিন্দু বিতাড়ন শুরু

    biplab
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৪ | ৫৯৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.100.236 | ১২ জানুয়ারি ২০১৪ ২১:১০624407
  • ভারত সরকারকে কয়েক কোটি হিন্দু শরণার্থীর চাপ নিতে হবে? ভারত সরকার তাই মনে করছে নাকি? মনে হচ্ছে না তো! আমারই ভুল।
    হত, যদি বাংলাদেশ সরকারের মদত থাকত হিন্দু বিতাড়নে, যেমন বিগত পূর্ব পাকিস্তান সরকারের ছিল।
    তসলিমা সুইডিশ নাগরিক ছিল তাই তাকে আশ্রয় দেওয়া হল না? এটাই কিএর পেছনে তৎকালীন বাম সরকারের স্টেটমেন্ট ছিল? সরকারের কাজ সাম্প্রদায়িক শক্তিগুলোকে কড়া হাতে দমন করা নয়? বেশ! প্রীত হলাম।
  • s | 182.0.249.87 | ১২ জানুয়ারি ২০১৪ ২৩:৫০624408
  • With due regards to রঞ্জনদা, এখানে আপনার যুক্তিগুলো অতিশয় দুর্বল।
    ১। "যেমন মুজফরনগরের দাঙ্গায় ভারতে অনেক প্রতিবাদ হয়েছে তেমনি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধেও বাংলাদেশে অনেক ব্যক্তি-দল-গোষ্ঠি সরব হয়েছেন। বঙ্গে প্রতিবাদ হলে বাংলাদেশি অসাম্প্রদায়িক শক্তির লাভ-ক্ষতি কি হবে ভাববার বিষয়।"
    হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশে কখন কোথায় কারা ব্যপক হারে প্রতিবাদ করেছেন জনাবেন প্লিজ। একটু তথ্য চাই। একটা জনগোষ্ঠী ১৬% থেকে ৬% হয়ে গেছে। এই ভয়ংকর জনসংখ্যার হ্রাসের বিরুদ্ধে কোথায় প্রতিবাদী চিৎকার? কে করেছে মিছিল?
    এই জিনিস যদি মুসলমানদের ক্ষেত্রে হত, সরকারের উপর কি পরিমান চাপ সৃষ্টি হত? যদি ইহুদিদের ক্ষেত্রে হত? ভেবে দেখবেন।

    পঃ বঙ্গের অসাম্প্রদায়িক হিন্দু মুসলমান একজোট হয়ে প্রতিবাদ করলে বাংলদেশের সাম্প্রদায়িক শক্তির ওপর কোনো চাপ সৃষ্টি হত না বলছেন?

    ২। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ বাংলাদেশের সরকারের ল এন্ড অর্ডার রক্ষার প্রশ্ন।

    একদম বাজে কথা। এসব শুধু আজকের ঘটনা না। বহুযুগ থেকে চলে আসছে। আম্রিগায় চলে আসা বাংলাদেশী হিন্দুদের সংগে কথা বলে দেখুন কিছু আন্দাজ পাবেন। সবচেয়ে দুঃখের কথা হল ভারতীয় বা ভারত বংশভূত হলে আমি যে কোন সময় আমার ভারতে যেতে পারি। কিন্তু এরা কোনদিন 'এদের বাংলাদেশে' যেতে পারবে না।
    শুধু আইন শৃঙ্খলার সমস্যা?
  • aranya | 154.160.5.25 | ১৩ জানুয়ারি ২০১৪ ০৪:৪৯624409
  • 'প্রতি নির্বাচনের পর নদীর পার্শবর্তী এইসব এলাকায় (বলে রাখা ভালো এলাকাগুলো হিন্দু অধুস্মিত এলাকা) গন র্ধষণ চলে । এবঙ সেটা অনেকটা উৰসবের মতো। ক্ষমতায় কোন দল আসলো তাতে কিছু যায় আসে না - ধষর্ণ চলেই। আম্লীগ আসলে একটু কম তবে জামাত জোট আসলে সেটা অনেক বেশী। আমি বিষ্শয় নিয়ে প্রশ্ন করলাম কেউ কিছুই করেনা ? আমার জনৈক সহকর্মী বললেন - করে একটু অবস্থাপন্ন পরিবার হলেই মানে যার একটু সামর্থ্য আছে সেই ঘরে সমত্ত মেয়ে থাকলে নির্বাচনের আগে তাকে শহরে রেখে আসার চেষ্টা করে । আর যাদের নেই তারা এটাকে ভাগ্য হিসেবে মেনে নিয়ে " পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে" '

    - টইতে একজনের লিঙ্ক থেকে পড়লাম। দুঃস্বপ্নের মত। অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। ভারতে হওয়া উচিত, পৃথিবীর অন্যান্য দেশেও হওয়া দরকার। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মান্ধ-দের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ তো মানুষের করার কথা..
    রঞ্জন-দার সাথে একমত নই। আজকের বাংলাদেশে সরকার হয়ত সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে না, সেক্ষেত্রে প্রতিবাদ-টা হবে জামাত, হেফাজত - এইরকম মৌলবাদী দল/গোষ্ঠীর বিরুদ্ধে, যারা অত্যাচার করছে -তাতে সমস্যা কোথায়?
  • ranjan roy | 24.96.107.208 | ১৩ জানুয়ারি ২০১৪ ০৬:৩০624410
  • আরে s, with due regards কেন? এখানে আমরা সবাই বন্ধু। নিজেদের মধ্যে মতের অমিল হলেও মনের অমিল হয় না । হওয়া উচিত নয়।
    আমি অতি সাধারণ পাতি মানুষ। আমার ভুল হতেই পারে, বহুবার হয়েছে।অনেক খবরই আমার পক্ষে জানা সম্ভব নয়। এইসব তর্ক-বিতর্কের মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারি, নিজের ধারণা খানিকটা বদলাতে পারি।

    প্রশ্ন হচ্ছে
    এক,
    আজকে কিংকর্তব্য? আজ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। পূর্ব পাকিস্তানে কি হয়েছিল তার দায়-ঐতিহ্য বর্তমান রাষ্ট্রটি এড়িয়ে যেতে পারে না মেনেও একটি প্রশ্নঃ আজকে কি আশা করেন যে সেই সময় বিতাড়িত হিন্দু পরিবারদের বাংলাদেশে তাদের প্রাচীন ভূখন্ডে ফিরিয়ে নেওয়া সম্ভব? যদি সল্যুশন হিসেবে সেই স্বপ্ন দেখেন তাহলে আমার বলার কিছু নাই।
    দুই,
    মুসলমান বা ইহুদি হলে বিরাট কিছু হয়ে যেত? সংখ্যালঘুদের অবস্থা কোন দেশে পাল্টেছে? সার্বিয়ায়? গুজরাতে? যে ব্যাপক গণহত্যা ও রেপ হল তার কি প্রতিকার?
    তিন,
    তার মানে কি প্রতিবাদ /মিছিল হওয়া উচিত নয়? কেন হবে না? অবশ্যই উচিত। আমার বক্তব্য দেখুন-- যে বা যাঁরা পারবেন করুন। কিন্তু কেন অমুকে করল না বা তমুকে করছে না, সেবার খুব করেছিল তবে এবার কেউ নয় বলে খোঁচাখুঁচি করলে কাজের কাজ কিছুই হবে না, ক্ষুদ্র গোষ্ঠি স্বার্থ সিদ্ধ হওয়া ছাড়া।
    আর খুব বেশি আশা/ অপেক্ষা নিয়ে করবেন না। করলে করবেন নিজের নিজের বিবেকের তাগিদে, ব্যস্‌। এটুকুই বলতে চেয়েছিলাম।
    চার,
    বাংলাদেশে বর্তমান হিন্দু নির্যাতনের প্রশ্নে হাসিনা সরকার ও বিরোধী নেতৃ খালেদার বক্তব্য দেখুন। দুই কট্টর বিরোধী একমত যে হিন্দুনির্যাতনের ব্যাপারটা কড়া হাতে দমন করতে হবে।
    পাঁচ,
    আবার বলছি-- কোন দেশের ভেতরে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে সেই দেশের ক্ষমতাসীন সরকারের কি পলিসি তার উপর প্রতিবাদের অভিমুখ কি হবে তা অনেকটা নির্ভর করবে।
    তাই আয়ুব সরকার ও হাসিনা সরকারের সময় প্রতিবাদের শ্লোগান, অভিমুখ ও ব্যাপ্তি আলাদা হওয়াই কাম্য।
  • শ্রী সদা | 127.194.201.168 | ১৩ জানুয়ারি ২০১৪ ২৩:২৯624411
  • দুই কট্টর বিরোধী একমত যে হিন্দুনির্যাতনের ব্যাপারটা কড়া হাতে দমন করতে হবে। ~ পলিটিক্যাল ঢ্যামনামি আর কাকে বলে। যেন ওনারা এতদিন জানতেন না সংখ্যালঘু নির্যাতন হয়, যেন এই সব ইদানিং শুরু হয়েছে। ১৬ থেকে ৬ এক দিনে হয়ে গেছে।
    ভারতে সংখ্যালঘুদের অবস্থা খুব একটা শাঁসেজলে না হলেও, এর তুলনায় তো স্বর্গ।
  • শ্রী সদা | 127.194.201.168 | ১৩ জানুয়ারি ২০১৪ ২৩:৩১624412
  • ডিঃ ঢ্যামনামি শব্দটি আল্লাবাবার আপন দেশের দুই মহান নেত্রীর উদ্দেশ্যে ব্যবহৃত, রঞ্জনদার বক্তব্যের উদ্দেশ্যে নয়।
  • শ্রী সদা | 127.194.201.168 | ১৩ জানুয়ারি ২০১৪ ২৩:৪০624413
  • এবং বাংলাদেশ সরকারের ইনভলভমেন্টের কথা যদি বলেন, এটা একশ শতাংশ স্টেট স্পনসর্ড টেরর, না হলে কয়েক দশক ধরে এই সংগঠিত এবং প্ল্যানড সংখ্যালঘু বিতাড়ন সম্ভব নয়। ঠিক যেমন প্রশাসনের ইনভলভমেন্ট এবং সম্মতি ছাড়া গুজরাট দাঙ্গায় ঐ ভাবে সংখ্যালঘু হত্যা সম্ভব ছিল না। তো মোদী কি কখনো স্বীকার করবে?
  • Sibu | 84.125.59.177 | ১৩ জানুয়ারি ২০১৪ ২৩:৪২624414
  • এই বাংলাদেশ বলে ব্যাপারটা থাকার দরকারই বা কি? এমনিতেই তো বাস্কেট কেস।
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ০০:০১624415
  • সদাকে ক। এইসব বক্তব্য শুনলে বাংলাদেশের দুই নেত্রীদ্বয়কে বেশ টেনে টেনে "মোজা" বলা ছাড়া আর কিছু করার থাকে না।
  • aranya | 154.160.226.53 | ১৪ জানুয়ারি ২০১৪ ০০:৩৬624417
  • আম্মো একমত, সদার সাথে
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:২৪624419
  • পড়লাম সু।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫১624420
  • নীরবতার কারণ হিসেবে নির্দেশ করেছেন --'ব্রিটিশ শাসক হিন্দুসমাজের শিক্ষিত অংশকে হিন্দুত্ব সম্পর্কে বিমুখ করে তুলতে পেরেছিল।'

    এই জায়গাটাতে সহমত হতে পারছি না। 'হিন্দুত্ব' সম্পর্কে নয়, হিন্দু ধর্মের কু-প্রথাগুলোর সম্পর্কে সচেতনতা বেড়েছিল। বর্ণবিভাজন নিয়ে ব্রিটিশশাসক বিশেষ কিছু বলে নি।
  • Su | 181.33.192.182 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৪:০৮624421
  • একমত ম্যামি।
    ব্রিটিশ শাসক এসেছিল তাই হিন্দু ধর্ম টা বেঁচে গেছিল, না হলে আজকের দিনে বাংলাদেশে যে মডেল টা চলছে সেটাই হত।
    বরম হিন্দু ধর্মের যে ইসলামিফিকেশান টা হয়েছিল সুলতানী আমলে, তার থেকে বেরিয়ে আসতে পেরেছিল তখন কার দিনের ব্রাহ্ম হয়ে, আজকের দিনের সেকুলার উত্তরসুরীরা- এটাও হিন্দুধর্মের প্লুরালিজম কেই মান্যতা দেয়।
    ব্রিটিশ শাসন ইসলামি শাসনের থেকে যে বহুগুনে ভালো একথা টা তো আর ডিকশনারী পড়ে জানতে হয়না!
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৪:২১624422
  • বর্ণবিভাজন যে মানবতাবিরোধী, সেটা ব্রিটিশশাসক বলে নি। বরং আমাদের দেশেরই কিছু লোক বলেছিলেন। কেউ কেউ নিজের জীবনে ইন্টেন্সলি ফীল করেছিলেন, যেমন বাবাসাহেব আম্বেদকর।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৪:২৫624423
  • 'তার থেকে বেরিয়ে আসতে পেরেছিল তখনকার দিনের ব্রাহ্ম হয়ে, আজকের দিনের সেকুলার উত্তরসুরীরা - এটাও হিন্দুধর্মের প্লুরালিজম কেই মান্যতা দেয়।' ঠিকই বলেছ।
  • Blank | 180.153.65.102 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:৫০624424
  • ডিকশনারি তে ইতিহাস লেখা থাকে না। তার জন্য ইতিহাসের বই পড়তে লাগে।
  • দেব | 135.22.193.146 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:৫৭624425
  • সবদিক মিলিয়ে ধরলে ব্রিটিশ শাসনকাল বাঙ্গলা তথা ভারতের ইতিহাসে একটা ডিজাস্টার। গত হাজার বছরের ইতিহাসে সবচেয়ে কালো সময়। সিগনিফিক্যান্টলি ওর্স দ্যান দা সুলতানী পিরিয়ড। ছিবড়ে করে ছেড়ে গেছে পুরো দেশটাকে। নবাবী আমল এর ধারেকাছেও আসেনা।

    শুধু উচ্চবর্ণ হিন্দু বাঙ্গালীরা ছিটেফোটা কিছু ভাগ পেয়েছিল। আর প্রশাসনের পাওয়ার স্ট্রাকচারে ব্রিটিশরা মুসলমানেদের সরিয়ে এদেরকে জুতেছিল। এনারাই এখনো গদগদ।
  • Blank | 180.153.65.102 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:৫৯624426
  • দেব বাবু কে 'ক'
  • jhiki | 149.194.250.33 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৮:৪৩624428
  • দেব কে ক
  • Su | 181.33.192.182 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:২৭624429
  • সুলতানী আমল বেটার ছিল! আহা! এই না হলে!!!
    চীন বেটার ছিল কিন্তু ভিসার লাইনে দাঁড়াবার বেলায় আমেরিকা, সেরম ই ব্যাপার! হিপোক্রিসি রন্ধ্রে রন্ধ্রে!

    আর ব্ল্যাংকি, তুই কবে থেকে লিটারাল মানে ধরতে শিখলি? এটা কি শুধু তক্কের জন্যেই তক্কো? ধুস সেই এগিয়ে পিছিয়ে গোরুর রচনা!
  • Blank | 180.153.65.102 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:৩০624430
  • তুমি যে স্টেটমেন্ট টা দিলে তারপর লিটারাল মানে ছারা আর কি বা ধরবো !! এমনকি ছোটোদের ইতিহাস বই পড়লেও ....
  • রোবু | 213.147.88.10 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:৩৭624431
  • দেব বাবুকে ক।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:৩৯624432
  • রন্তিদেবের লেখাটা পড়েছ ব্ল্যাঙ্ক? কিম্বা দেব পড়েছেন?
  • Blank | 180.153.65.102 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:৫৪624433
  • এই লাইন গুলো পড়েছি আর হেসেছি
    ' এই উদার হিন্দু দর্শন ভারতে মুল ভিত্তি বলে ... অন্য ধর্মের প্রতি আগ্রাসী হয় না'
  • Ranjan Roy | ১৪ জানুয়ারি ২০১৪ ২২:২৭624434
  • 'উদার হিন্দু' ধর্ম? হিন্দুধর্ম বহুমাত্রিক, একটা তকমায় আঁটবে না। তা বলে? যারা এখনো নিজসম্প্রদায়ের নিম্নবর্ণের লোকদের মানুষ বলেই মনে করে না!
    বঙ্গীয় মধ্যবিত্তই গোটা হিন্দুসমাজ নয়।
    দেবকে ক।
    সিপাহী বিদ্রোহের সময় কিভাবে বঙ্গের ভদ্রলোকেরা সিপাহীদের দমনে হিংস্র উল্লাসের পরিচয় দিয়েছিলেন তা গুরুর একটি টইয়ে কয়েক মাস আগেই লিপিবদ্ধ হয়েছে। বংকিমের উপন্যাসেও ইংরেজ আমলের অত্যাচার ও দুর্ভিক্ষের ছায়া আছে।
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজের তৈরি দুর্ভিক্ষ যা করেছে তার সাথে বাদশাহী আমল?

    শ্রীসদাকে,
    আওয়ামী লিগের ক্ষমতায় আসা ও টিঁকে থাকা কি হিন্দুভোটের অবিভক্ত সমর্ত হনের ওপর অনেকাংশে নির্ভর নয় ? সে ক্ষেত্রে আওয়ামী দলের সরকার কি স্টেট-স্পন্সর্ড প্রোগ্রোম করাবে? টইয়ের হেডিং থেকেই তো স্পষ্ট নির্বাচন আসলেই হিন্দুদের ওপর অত্যাচার হওয়াটা রুটিন। কারণ ওরা আওয়ামী লিগের ভোটব্যাংক।
    ঠিক যে ভাবে এখন মুজফরনগরের রায়ট হল।
  • Ranjan Roy | ১৪ জানুয়ারি ২০১৪ ২২:২৯624435
  • শ্রীসদাকে,
    আর ১৬ থেকে ৬ এর ব্যাপারটা একটু স্পষ্ট করুন। মানে, কোন সময় ১৬ ছিল? কখন ৬ হল? আমি এগুলো একেবারে জানিনা, তাই জানতে চাইছি।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ২২:৫১624436
  • এখানে বঙ্গীয় মধ্যবিত্তের কথাই হচ্ছে রজন।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ২২:৫৫624437
  • *রঞ্জন
  • শ্রী সদা | 127.194.200.164 | ১৪ জানুয়ারি ২০১৪ ২৩:৪১624439
  • রঞ্জনদা - http://en.wikipedia.org/wiki/Hinduism_in_Bangladesh#The_initial_post-independence_period_.281972.E2.80.9375.29 ১৯৭৪ এ ১৩.৫ % থেকে ২০০১ এ ৯.৬ , সেই অনুপাতে ২০১৩ তে আট এর কাছাকাছি আসা উচিত, এতটা মাইনরিটি পপুলেশন হ্রাস !!
    আর বাংলাদেশের কোনো সরকারেরই কি আদৌ ক্ষমতা আছে জামাত টাইপের মৌলবাদীদের বিরুদ্ধে কোনো দীর্ঘমেয়াদী ভূমিকা নেওয়ার, দেশের স্বীকৃত রাষ্ট্রীয় ধর্ম যেখানে ইসলাম ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন