এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণ এবং অন্যান্য অপরাধ ঃ RTI ও অন্যান্য

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০১ জানুয়ারি ২০১৪ | ৯৮৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৫ জানুয়ারি ২০১৪ ২০:০৬624547
  • কেউ একা ভগবান নয়। সবারই আলাদা আলাদা ভূমিকা আছে। গুরু, লিটল ম্যাগ, কাফিলা, সংহতি, মেইনস্ট্রিম, আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম সবার।
    গোলকিপার, সুইপার, স্ট্রাইকার, রিজার্ভ বেঞ্চ, ফিজিও এমনকি সাপোর্টার--- সবার।
  • PT | 213.110.247.221 | ০৬ জানুয়ারি ২০১৪ ০৮:১৭624548
  • "মেইন্স্ট্রিম" মিডিয়া নাকি জনগণকে বিশেষ প্রভাবিত করেনা (এবং নিকট অতীতে করেনি) বা বুজিদের মোমবাতি-বিপ্লবের জন্য জীওন কাঠির কাজ করেনি এই মর্মে পোচুর বক্তব্য গুরুর পাতায় রাখা হয়েছে। একটু খুঁজে নিতে হবে।
  • ঈশান | ০৬ জানুয়ারি ২০১৪ ০৮:৩১624549
  • এইটা নিয়ে একটু মেথডিকালি এগোনো দরকার। পরে লিখছি।
  • π | ০৬ জানুয়ারি ২০১৪ ০৯:৩৩624550
  • এখানে দুটো জমায়েত হল। একটা ছাত্রছাত্রীদের, আরেকটা সব লোকজন, সংগঠন মিলে মিটিং। সবাই মিলে একসাথে কিছু উদ্যোগ নেবার কথা ভাবা হচ্ছে। আপাতত এই শুক্রবার একটা বড় মিছিল হবার কথা হয়েছে। যাই হোক, এই মিটিংগুলোতে আমাদের এই কেস ডকুমেন্টেশন, আর্কাইভিং ও RTI এর উদ্যোগের কথা জানিয়েছিলাম। অনেকেই মনে করছেন, এটা খুব জরুরি উদ্যোগ। করতে পারলে ভালো হয়। মেথডিকালি হওয়া দরকার।
    আর একটা জরুরি পয়েন্ট হল, শুধু ধর্ষণ বা নারী নির্যাতনই নয়, সমস্যাটা সার্বিক সামাজিক দুর্বৃত্তায়নের। নারী নির্যাতন তারই একটা বহিঃপ্রকাশ, মেয়েরা সবচেয়ে সফট টার্গেট ইঃ। তাই অন্যান্য সামাজিক অপরাধগুলো নিয়েও ডকুমেন্টেশন করা যেতে পারে। কেসগুলোর কী ফলো আপ হল বা হল না ইত্যাদি লিপিবদ্ধ করে রাখা যেতে পারে।
  • aranya | 154.160.5.25 | ০৬ জানুয়ারি ২০১৪ ০৯:৪৭624552
  • দুস্কৃতীরা বাড়িতে এসে হুমকি দিচ্ছে - এটা এয়ারপোর্ট থানায় জানানোর পরেও কোন নিরাপত্তা দেওয়া হয় নি, ইভেনচুয়ালি সেই দুস্কৃতীরাই - মিণ্টা ইঃ আবার বাড়িতে এসে মেয়েটির গায়ে আগুন লাগায়, পুলিশি প্রোটেকশন থাকলে যেটা ঘটত না - AID-এর পিটিশনে এটা থাকলে ভাল হত

    তবে মূল বক্তব্য, দাবী-গুলো ঠিকই আছে
  • sch | 132.160.114.140 | ০৬ জানুয়ারি ২০১৪ ১১:৪৫624553
  • সাইন করলাম - কিন্তু Petition টার উদ্দেশ্য কি বুঝলাম না -
    উদ্দেশ্য যদি হয় জাস্ট একটা পিটিশান দেওয়া - ঠিক আছে। না হলে আসল ঘটনার কিছুই তো বলা হল না - পুলিশ ইনআকশান, হুলিগানিজম, লোকাল লোকেদের চাপ ,...
    সরকারের/রাষ্ট্রের একটা বড়ো দায়িত্ব কিন্তু এখন awareness creation - যাতে ভিকটিমরা আইসোলেটেড ফিল না করে (যেটা এক্ষেত্রে হয়েছে), কমপ্লেন করতে উৎসাহী হয়। সেটার জন্য বিশাল রিসোর্স লাগে না
  • PT | 213.110.247.221 | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৩৭624555
  • "বুদ্ধিজীবীরা রুদালী"- মধ্যমগ্রাম প্রসঙ্গে জানালেন একদা বুদ্ধিজীবী বলে খ্যাত ব্রাত্য বসু! (২৪ ঘন্টা)।
  • π | ০৭ জানুয়ারি ২০১৪ ০১:৪১624557
  • শনিবার, ১১ তারিখ ১২ঃ০০ এ কলেজ স্কোয়ার থেকে মহামিছিল।

    A protest rally by Citizens' Iniative against the recent incidents of rape and the overall criminalization of society ---Our appeal goes to all organizations and individuals to come out in protest against the attacks on women and the administration's inability to protect the victims and attempts to shield the accused.

    পারলে চলে আসুন, অন্যদেরও জানান ঃ
    https://www.facebook.com/events/567407266678630/?notif_t=plan_user_joined
  • ম্যামি | 69.93.215.201 | ০৭ জানুয়ারি ২০১৪ ০২:০০624558
  • যাওয়ার চেষ্টা করব।
  • সিকি | ০৭ জানুয়ারি ২০১৪ ০৮:৩২624559
  • ভার্চুয়ালি থাকব সাথে।
  • π | ১২ জানুয়ারি ২০১৪ ১০:০২624560
  • কালকের মিছিল।
  • π | ১২ জানুয়ারি ২০১৪ ১০:০৪624561
  • কামদুনি , সুটিয়া, বর্ধমান , আসানশোল ... অনেক জায়গা থেকে মানুষ এসেছিলেন। মীর আমিনুল স্মৃতিরক্ষা কমিটির লোকজনও।
  • | ১২ জানুয়ারি ২০১৪ ১০:৩০624562
  • বাঃ
  • π | ১২ জানুয়ারি ২০১৪ ১১:১৪624563
  • আর কি কেউ কোন RTI করবেন ?

    কেসগুলো ডকুমেন্ট করার কাজটাও হতে থাকুক। শুরু হয়েছিল তো। গত এক বছরে পঃবঙ্গের কেসগুলোর উপরে ফোকাস করা যেতে পারে। খবরগুলো একটু রাখা থাক এখানে।
  • sch | 126.203.202.1 | ১২ জানুয়ারি ২০১৪ ১৭:৫৩624564
  • http://www.anandabazar.com/12south3.html
    ১২ জানুয়ারি ২০১৪

    অটোতে কিশোরীর শ্লীলতাহানি, ধৃত
    নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
    চলন্ত অটোতে এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগে নাসিরুদ্দিন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে ক্যানিংয়ের ঘটনা। ধৃতের বাড়ি ক্যানিংয়ের পাঙ্গাসখালি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আত্মীয়দের সঙ্গে মেলায় ঘুরতে এসেছিল ওই কিশোরী। সেই সময়ে দু’তিন জন যুবক তার পিছু নেয় বলে অভিযোগ। বাড়ি ফেরার জন্য কিশোরী তার আত্মীয়দের সঙ্গে অটোতে উঠলে তারাও অটোতে ওঠে বলে কিশোরীর বাবা পুলিশকে জানিয়েছেন। অটোতেই কিশোরীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

    গণধর্ষণে ধৃত ২
    দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল গাইঘাটার দুই যুবককে। পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা নাগাদ গাইঘাটার গাতি এলাকায় বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এক বান্ধবী মেয়েটিকে ওই যুবকদের মোটরবাইকে তুলে দিয়েছিল। একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তারা ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার রাতে পুলিশ বলরাম মাতা এবং জিকো কীর্তনিয়া নামে দু’জনকে ধরেছে।
  • Tim | 188.89.15.151 | ২০ জানুয়ারি ২০১৪ ১৮:৫৬624566
  • ঃ-(
  • Tim | 188.89.15.151 | ২০ জানুয়ারি ২০১৪ ১৯:০১624568
  • এইসব খবরগুলোর নিচের কমেন্টে যে মানসিকতা দেখি, তাও নামান্তরে ধর্ষণ।
    এর থেকে মনে হয় নিস্তার নেই।
  • π | ২১ জানুয়ারি ২০১৪ ০০:৩৯624569
  • গত শনিবার একটা মিটিং এ এই নিয়ে একটা প্রতিবাদ মঞ্চ তৈরি করা, বা সেটা এখনই করা না গেলেও কিছু প্রতিবাদ কর্মসূচী নেবার কথা হল। সবাইকে সাথে নিয়ে। আপডেট দেবো। আপাতত আজকের ঘটনার প্রতিবাদে আগামী দু'তিনদিনের মধ্যে একটা মিছিলের কথা ভাবা হচ্ছে।

    আরেকটা জরুরি কথা হল, এই কর্মসূচীর মধ্যে এই ডকুমেন্টেশন, আর্কাইভিং , RTI করাও আছে। অনেকের মতেই এটা খুব দরকারি কাজ। এটা আমাদের একটু সিরিয়াসলি আর মেথডিকালি করে যেতে হবে।
  • s | 182.0.249.87 | ২১ জানুয়ারি ২০১৪ ০৬:৪৬624570
  • মধ্যমগ্রাম কেসে এবার এলেন দময়ন্তী।
    http://www.anandabazar.com/21raj2.html
  • π | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:২৬624571
  • প্রেসিডেন্সির মিটিং এ কয়েকজন RTI করা নিয়ে উৎসাহ দেখিয়েছে। এর মধ্যে পৃথা এখনই একটা RTI ফাইল করার কাজ শুরু করতে চায়। কেউ কোন কেস সাজেস্ট করতে পারেন ?
  • π | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:২৭624572
  • দেদি বলেছিল এই সপ্তাহে কাটোয়ার কেস টা নিয়ে RTI করবে।
  • | 24.97.71.168 | ২৪ জানুয়ারি ২০১৪ ১০:৩২624573
  • তা এখানেও জানিয়েই রাখি। তাপসী মালিকের কেসের জন্য RTI করার জন্য প্রাসঙ্গিক তথ্য চাই। কাগজের লেটেস্ট তথ্য তুলে দিলে ভাল হয়।
  • PT | 213.110.243.21 | ২৪ জানুয়ারি ২০১৪ ১৪:৪১624574
  • কোন তথ্য নাই!!

    ২০০৯-এর ফেব্রুয়ারীতে দুজন "খুনি ও ধর্ষক"-এর বেল হওয়ার পর থেকে সকলেই এই ব্যাপারে উৎসাহ হারিয়েছে। আমার ব্যক্তিগত বিশ্বাস এই যে "সিপিএমের সঙ্গে এই মৃত্যুর" পুনরায় যোগ প্রতিস্থাপন করার মত কোন তথ্যই তিনো সরকারের বা সিবিআই-এর হাতে নেই। সিবিআই কেসটাকে দাঁড় করানোর জন্য কি কি গোঁজামিল দিয়েছিল তার কিছুটা আভাস এইখানে আছে।
    http://articles.timesofindia.indiatimes.com/2009-02-12/kolkata/28021384_1_cpm-supporter-debu-malik-tapasi-malik-suhrid-datta

    উল্টে এই কেস চালিয়ে গেলে সরকারের বেইজ্জতি ও/অথবা "আসল" গল্প বেরিয়ে আসতে পারে।
  • | 127.194.87.37 | ২৫ জানুয়ারি ২০১৪ ১৬:৪৩624575
  • PT দার জবাব নেই।

    "হাইট অফ মগজ ধোলাই"। ধন্য সে নেতা রা। তাদের আমি অন্তরের শ্রদ্ধা জানাই। ঃ)))))
  • PT | 213.110.246.230 | ২৫ জানুয়ারি ২০১৪ ১৭:০০624576
  • সাফ মগজের লোকেরা মামলাটাকে কর্পেটের তলায় চাপা দিয়ে রেখেছে কেন?
  • ম্যামি | 69.93.198.145 | ২৫ জানুয়ারি ২০১৪ ১৭:১৯624577
  • হ্যাঁ ১২ ফেব্রুয়ারির জামিনের পর আর কিছু পাইনি।
  • sch | 132.160.114.140 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩624579
  • দামাল ছেলে মাকাল - অল্প দুষ্টূমি করে ফেলেছে

    http://www.anandabazar.com/6raj8.html

    বাড়িতে চড়াও হয়ে গণধর্ষণ, ব্লেডের আঘাত, এ বার আমতা
    নুরুল আবসার • আমতা
    ট্রান্সফর্মারের সুইচ নিভিয়ে গোটা এলাকা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছিল। সেই অবসরে বাড়িতে ঢুকে দুই গৃহবধূকে শুধু গণধর্ষণ করাই নয়, ব্লেড দিয়ে তাঁদের দেহ ক্ষতবিক্ষত করল মদ্যপ দুষ্কৃতীরা। এমনকী, তাঁদের যৌনাঙ্গেও ব্লেডজাতীয় ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন মিলেছে।
    মঙ্গলবার রাতে হাওড়ার আমতায় মুক্তিরচক গ্রামের ঘটনা। রাজনৈতিক বিবাদের জেরেই এমনটা ঘটেছে বলে প্রাথমিক ভাবে পুলিশের দাবি। ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন গ্রামবাসীদের একাংশ এবং স্থানীয় সিপিএম নেতৃত্বও। প্রধান অভিযুক্ত বরুণ মাকাল এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। সে আপাতত পলাতক। তবে তার সাত জন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।

    পলাতক
    বরুণ মাকাল। বুধবার ধৃতদের উলুবেড়িয়া অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলার পরে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদের নাম শঙ্কর মাকাল, ঝন্টু মণ্ডল, গৌরহরি মাকাল, শ্রীকান্ত পাত্র, বংশী গায়েন, গৌতম মাকাল এবং নব গায়েন। প্রত্যেকে মুক্তিরচক গ্রামেরই বাসিন্দা। ধর্ষিতা দুই মহিলা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার চার সদস্যের একটি চিকিৎসক দল তাঁদের ডাক্তারি পরীক্ষা করেছেন। পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক প্রমাণও মিলেছে বলে পুলিশি সূত্রের খবর।
    পুলিশের একাংশ জানাচ্ছেন, বিবাদের ইতিহাস পঞ্চায়েত ভোটের সময় থেকেই শুরু। আমতা গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করলেও মুক্তিরচক এলাকা থেকে দু’জন সিপিএম-সমর্থিত নির্দল প্রার্থী জিতে যান। অভিযুক্ত বরুণ তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে হারে। গত ১৭ ডিসেম্বর একটি রাস্তার কাজকে কেন্দ্র করে নির্যাতিতা বধূর স্বামীর সঙ্গে বরুণের মারামারি হয়। বরুণকে মারধরের দায়ে বধূর স্বামীকে গ্রেফতারও করেছিল পুলিশ। দিন পনেরো আগে জামিন পান তিনি। কিন্তু ঘরে ফিরতে পারেননি। মাঝেমধ্যে লুকিয়েচুরিয়ে বাড়ি আসতেন। তাঁর খোঁজেই বরুণরা মঙ্গলবার রাতে ওই বাড়িতে চড়াও হয় বলে পুলিশের ধারণা। ধৃতরা জেরায় কবুল করেছে, বরুণের প্ররোচনাতেই তারা হামলা চালিয়েছিল।
    নির্যাতিত পরিবারটির বাড়ি খাল পাড়ে, রাস্তার ধারে। তিনটি পাকা গাঁথনির ঘর, টালির চাল। একটি ইটের পাঁচিলও রয়েছে, তবে তার পাল্লা টিনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সারা দিন সরস্বতী পুজোর খাটাখাটনির পরে দু’বছরের শিশুকন্যাকে নিয়ে ঘরে শুয়েছিলেন বধূ (২৮)। সঙ্গে তাঁর শাশুড়িও ছিলেন। পাশের ঘরে শুয়েছিলেন বধূর জেঠশাশুড়ি (৪০)। রাত সাড়ে দশটা নাগাদ ১০-১২ জন দুষ্কৃতী মত্ত অবস্থায় টিনের দরজা খুলে ভিতরে ঢোকে।
    পুলিশের কাছে দায়ের করা অভিযোগে পরিবারটি জানিয়েছে, দুষ্কৃতীরা বারান্দার হারিকেনটি আছাড় মেরে ভাঙে। শব্দ শুনে বধূর জেঠশাশুড়ি নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে এলেই কয়েক জন দুষ্কৃতী তাদের গলার মাফলার দিয়ে তাঁর হাত পা এবং মুখ বেঁধে ফেলে। ঘরের ভিতরে ঢুকে আসবাবপত্র তছনছ করে। এর পরে কয়েক জন তাঁকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাকিরা পাশের ঘরের দরজা লাথি মেরে ভাঙে। শিশুকন্যাটি কেঁদে উঠলে ওরা তাকে ছুড়ে ফেলে দেয় উঠোনে। তার পরে বধূকে উঠোনে টেনে নিয়ে গিয়ে চার-পাঁচ জন মিলে ধর্ষণ করে। কোনও রকমে ফাঁক গলে পালান বধূর শাশুড়ি। তিনিই প্রায় এক কিলোমিটার ছুটে গিয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। তাঁর কথায়, “আমার জা এবং বৌমাকে ওরা যখন নির্যাতন করছিল, তখনই আমি কোনও মতে ছুটে বেরোই। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে ফাঁড়িতে ছুটে যাই।”

    আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তদের।
    ট্রান্সফর্মারের সুইচ নিভিয়ে দেওয়ায় এমনিতেই গোটা এলাকা অন্ধকার ছিল। তার উপরে আশপাশের বাড়িগুলিও ছিল পুরুষশূন্য। প্রতিবেশীদের অভিযোগ, রাজনৈতিক বিবাদের জেরেই পাঁচ-ছটি পরিবারের পুরুষরা দীর্ঘদিন ঘরছাড়া হয়ে রয়েছেন। ফলে সে দিন রাতে দুষ্কৃতীদের তাণ্ডব টের পেয়েও ভয়ে এগিয়ে আসতে পারেননি অন্য বাড়ির মহিলারা। ফাঁড়ি থেকে খবর যায় আমতা থানায়। বিশাল পুলিশবাহিনী এসে গ্রাম থেকেই প্রথমে দু’জন দুষ্কৃতীকে ধরে। তাদের জেরা করেই রাতেই আশপাশের গ্রাম থেকে বাকিদের ধরা হয়।
    সিপিএম জেলা সম্পাদক বিপ্লব মজুমদার এ দিন বলেন, “আমাদের বহু সমর্থক ঘরছাড়া। পরিবারের মহিলারা অরক্ষিত। যারা এখনও সিপিএম সমর্থক রয়েছেন, তাঁদের ভয় দেখাতে ওই মহিলাদের উপর অত্যাচার চলছে।” এ দিন আমতা থানায় স্মারকলিপি জমা দিয়ে ঘরছাড়া পুরুষদের ফেরানোর দাবি এবং পরিবারগুলির নিরাপত্তার দাবি জানায় সিপিএম। এ দিন ব্রিগেডে বিজেপি-র সভায় দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ এই ঘটনার তীব্র সমালোচনা করেন।
    উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ লাহা অবশ্য দাবি করছেন, বরুণ মাকালকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ঘটনায় জড়ানো হয়েছে। তবে তিনি এ-ও বলছেন, “বরুণ দোষী প্রমাণিত হলে তার শাস্তি হোক। অভিযুক্তরা যে দলেরই হোক, আইন যেন তার নিজের পথে চলে।” রাজ্যের মন্ত্রী এবং জেলার তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও বলেন, “এটা কোনও দলের বিষয় নয়। পুলিশি তদন্তে যে দোষী প্রমাণিত হবে, তারই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”
    ঘটনার জেরে এ দিন বেলা পর্যন্ত এলাকার দোকানপাট বন্ধ ছিল। দুপুরে আইজি (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিংহ, ডিআইজি (পিআর) আনন্দকুমার-সহ হাওড়া জেলা পুলিশের পদস্থ কর্তারা গ্রামে যান। সঞ্জয়বাবু জানান, বাড়িটিকে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। ফরেন্সিক দলকেও খবর দেওয়া হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন