এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে কথা বলবেন একজন হোমোফবিক মানুষের সঙ্গে ?

    Ekak
    অন্যান্য | ২৪ ডিসেম্বর ২০১৩ | ৩১৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Ekak | 24.99.112.147 | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:২৫624899
  • কোনো সমাধান দিচ্ছিনা । নিজের মনেই প্রশ্ন জেগেছে ।

    হোমোফোবিআ শব্দ টা মুড়ি মুরকির মত ব্যবহার হচ্ছে আজকাল । হমোফোবিক দেখলে তাকে যুক্তি -না শুনলে গালাগালি -না শুনলে গলা ধাক্কা এরকম একটা কালচার গ্রো করেছে । যদিও ইটা এটা সমাজের খুব ছোট অংশে । এর বাইরে পরিস্থিতি অনেকটাই উল্টো ।

    তা যে কারণে টই খোলা : হমোফোবিক মানুষের সঙ্গে কিভাবে কথা বলা উচিত তা নিয়ে ভাবার সময় আসেনি কী ? বইপত্র -ইন্টারনেট ঘেঁটে দেখলুম ৪-৫ দফা পরামর্শ দেওয়া আছে কিভাবে যুক্তি দিয়ে তার ভুল ধারণা দূর করা যায় । কিন্তু একে বিদেশী মাটি তে ফলিত জ্ঞান , তায় আবার ধরে নেওয়া যে সেম রাশানাল ফ্রেম এ সবাই থাকবে । কাজেই কোনো কিছুই গ্রহনযোগ্য ঠেকছে না ।

    আমার একাধিক বন্ধু এক্রস দ্য সেক্সুয়ালিটি প্র্যাকটিস করেন । এটা নিয়ে কোনদিন অন্য লোকেদের থেকে সমস্যা হয়নি এক্সেপ্ট ওই "তুমি অমুকের সঙ্গে মেশ , ও তো হোমো ! " এইসব আট ভাট কথা ছাড়া । হমোফোবিক দেখলে এড়িয়ে গেছি ,যুক্তি দিয়েছি গাঁটপনা করলে খিস্তি ।

    পরিস্থিতি পাল্টেছে ।

    আই হ্যাভ রিপর্তেদ্লি কাম এক্রস লত অফ হমোফোবিক পিপল হ্যাভিং হিস্ট্রি অফ চাইল্দ্হুদ সেক্সুয়াল এবিউস এন্ড অর পিদোফিলিয়া । ধৈর্য্য ধরে অনেকক্ষণ সময় নিয়ে ওপেন আপ করার পর আসল রাগ ও ঘৃণার কারণ জানা যাচ্ছে । আমাদের দেশে বাচ্চা ছেলেদের পিদফিলিয়ার শিকার হওয়া নতুন কিসসু না । এই মারাত্মক ট্রমা টা পরবর্তীকালে শিফ্তেদ হচ্ছে হোমোসেক্সুয়াল দের প্রতি ঘৃনা তে । হমসেক্সুয়ালিতি নিয়ে কথা বললেই কিছু লোক কেন পিদোফিলিয়া প্রসন্গ্য তোলে এর সাইক এনালিটিকাল দিক নিয়ে প্রচন্ড কৌতুহল ছিল । এখনো যে কৌতুহল মিটেছে তা নয় কিন্তু মনে হয় ওয়ান অফ দ্য কস কে শনাক্ত করা যাচ্ছে ।

    মজা হচ্ছে এই যে বিদেশী স্টাডি গুলো কয়েক জায়গায় বলছে , যারা হোমোসেক্সুয়াল এনভায়রনমেন্ট এ বড় হন তাঁরা লেস হমোফোবিক হন । এই যুক্তি টা আমাদের দেশের দায়নামিক্স এ মেনে নেওয়া কঠিন । আমি বার বার বলছি যে রেপ যেমন একটা ক্রাইম কিন্তু তার জন্যে সেক্স নিষিদ্ধ করা যায়না ,এক ই ভাবে কোনো গে কোনো বাচ্চার সেক্সুয়াল এবিউস করলে সেটা ক্রাইম কিন্তু দায় টা হময়সেক্সুয়ালিতির নয় । ইভেন পিদফিলিয়ার মস্ত কেসেস এ ক্রিমিনাল হোমোসেক্সুয়াল হয় তাও নয় ।

    তবু ভবি ভুলবার নয় । ভোলা মুশকিল । চাইল্ড হুড এবিউস ফ্রম মেন এটা যে ছেলেদের সঙ্গে ঘটেছে তাদের একটা ত্রমাতায়স্দ সাইড থাকে । সেই মেন্টাল প্রিপারেশন থেকে হোমোসেক্সুয়াল মানেই পিডোফাইল । আমাদের বোধ হয় আবার ভাবার দরকার আছে হমফবিয়া নিয়ে । হাউ টু ডীল উইথ ইট । কীভাবে কথা বলবেন হমোফোবিক দের সঙ্গে ? মনে রাখবেন সবাই যে শুধুই যুক্তি জানেন না বলে ভয় পাচ্ছেন তা কিন্তু নয় । অনেকের ট্রমা আছে ।

    আরও কিছু অব্সার্ভেশন আছে । পরে আসছি ।
  • ম্যামি | 69.93.207.170 | ২৪ ডিসেম্বর ২০১৩ ১৮:৩১624910
  • ভালো লিখছেন একক।
  • π | ২৪ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৭624921
  • অনেক কাল আগে অর্কুট জমানায় বিপ পালের সাথে এইনিয়ে প্রচুর তর্ক হয়েছিল। উনি পেডোফিলিয়া আর হোমোসেক্স্যুয়ালিটির সম্পর্ক বের করেছিলেন, যেটা কিনা বেশ চালু ধারণা। আগে তো আরো ছিল। সেটা যে মিথ, তাই নিয়ে তখন অনেক লেখা পড়েছিলাম।
    এই লেখাটা বেশ ভালো। উৎসাহীরা পড়তে পারেন।
    http://psychology.ucdavis.edu/rainbow/html/facts_molestation.html

    কিছু অংশ। বেশ কিছু পুরানো স্টাডি আছে এই নিয়ে।

    ..Are homosexual adults in general sexually attracted to children and are preadolescent children at greater risk of molestation from homosexual adults than from heterosexual adults? There is no reason to believe so. The research to date all points to there being no significant relationship between a homosexual lifestyle and child molestation. There appears to be practically no reportage of sexual molestation of girls by lesbian adults, and the adult male who sexually molests young boys is not likely to be homosexual (Groth & Gary, 1982, p. 147).

    In a later literature review, Dr. Nathaniel McConaghy (1998) similarly cautioned against confusing homosexuality with pedophilia. He noted, "The man who offends against prepubertal or immediately postpubertal boys is typically not sexually interested in older men or in women" (p. 259)...

    এমনকি এই মিথটা যাঁরা প্রোপাগেট করেন, তাঁরা যেসব স্টাডির রেফারেন্স টানেন, তাতেও নাকি এমন কোন কনক্লুশন পাওয়া যায়নি ! সেগুলো নিয়েও বিস্তারিত কাটাছেঁড়া কর আছে, এই লেখাটাতে।

    এবার থেকে এরকম কেউ বললে এই কথাগুলো বলে দিস ঃ)
  • anirban | 34.5.197.153 | ২৪ ডিসেম্বর ২০১৩ ২২:৫৬624932
  • ভালো লিখেছেন একক।
    এই প্রসঙ্গে নিচের কোটেশনটা খুব ইন্টারেস্টিং।
    "It (Soviet legislation) declares absolute noninterference of the state and society into sexual matters, so long as nobody is injured and no one's interests are encroached upon. [Emphasis in original,]. Concerning homosexuality, sodomy and various other forms of sexual gratification, which are set down in European legislation as offenses against public morality - Soviet legislation treats these exactly the same as so-called "natural" intercourse. All forms of sexual intercourse are private matters. Only when there's use of force or duress, as in general when there's an injury or encroachment upon the rights of another person, is there a question of criminal prosecution." - from 1923 pamphlet The sexual revolution in Russia written by Dr. Grigorii Batkis, director of the Moscow Institute of Social Hygiene.

    এইটা অবশ্য ১৯২৩-এ। আর কয়েকবছর পর এইসব পুরো বদলে যায়। যাই হোক, আমার মনে হয় নন-ইন্টারফেয়ারেন্সের বিষয়টি শুধু রাষ্ট্র বা সমাজ নয়, ব্যক্তিমানুষের ক্ষেত্রেও প্রযোজ্য।
  • anirban | 34.5.197.153 | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:১৩624934
  • অগের পোস্টে যা বলতে চাইলাম তা হল - কে কার সঙ্গে কি ভাবে যৌনতা করবেন সেটা মানুষের ব্যক্তিগত বিষয়, সেখানে অন্যের (উদাঃ হোমোফোবিক-দের, সমাজের, রাষ্ট্রের) হস্তক্ষেপ করার অধিকার থাকা উচিত নয়।
  • sosen | 192.66.14.199 | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৩১624935
  • পিডোফিলিকদের মধ্যে তো সবরকম ওরিয়েন্টেশনের মানুষ থাকেন। ট্রমাটিক হোমোফোবিয়া আর কাল্চারাল হোমোফোবিয়ার রেশিও এডাল্ট্দের মধ্যে কিরকম আর সেটা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আসা ট্রমার ক্ষেত্রে কিসে ট্রান্স্লেট করছে? কোনো হিসেব?
  • মৌ | 24.96.250.207 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:০১624936
  • আমি ঠিক বুঝতে পারিনা, হোমোফবিক কাদের বলে! যারা হোমো শব্দ শুনলেই জিব কেটে রাম-নাম করে, দূর দূর করে তাড়িয়ে দেয় পারলে ঠেঙ্গিয়েও দেয়, হোমোতন্ত্র নিপাত যাক হাক ছাড়ে... তারা তো হোমোফবিক মানা গেল। কিন্তু যারা একদিকে ব্যক্তি স্বাধীনতার কথা বলে... কে কার সাথে থাকবে, আডাল্টরা নিজেদের বেডরুমে কি করবে তার ইনস্ট্রাকশান দেওয়ার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের নেই... ইত্যাদি ভাট মারে আর অপর দিকে আনলিমিটেড হোমোদের নিয়ে জোঁক মারে... তাদেরও কি হোমোফবিক বলা যায় ??
    প্রথম ধরণের পাবলিকদের সাথে কথা বলে লাভ নেই, তাদের সাথে কথা বলতে গেলে তারা কিছুই শোনে না, মানে তারা শোনে কম চিল্লায় বেশী। এমন চিল্লামেল্লি শুরু করে করে দেয়, মনে হয় যেন এক্ষুনি হার্ট আট্যাক করবে। আর দ্বিতীয় ধরণের লিবারেল সংখ্যায় অনেক বেশী, কত জনের সাথে কথা(একই কথা বার বার) বলা যায়!! এরা আবার বহুমুখী। যখন কোথাও অনেকে জড় হয়ে আতলামি মারে তখন তারা পর-যৌনতা সহিষ্ণু লিবারেল। কিন্তু যখন এক আতলামি মারে তখন হোমো মানেই থুঃ থুঃ...
    যদি নিজের ছোট্ট অফিসের কলিগদের কথা বলি, তালে তারা সবাই (একজন বাদে, সে কট্টর হোমোফবিক) দ্বিতীয় ধরণের পাব্লিক। সুপ্রিম কোর্টের রায়ের পর পান্ট্রিতে সেজে কি গুরুগম্ভীর আলোচনা !! বাপ রে :-O তারপর ছুটির সময় জোঁক দিয়ে আবহাওয়া ঠাণ্ডা করা, কিংবা আমাদের ম্যাডামের(হেব্বি স্মার্ট দেখতে) সাথে আড্ডা দেওয়ার টাইম মাঝে সাঝে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট চলে (উফফ, এক কথা শুনে শুনে হেজিয়ে গেলাম)।
    লেসবিয়ানদেরকে আমাদের এইচ.আর পাতি-কমলা-বাতাবী লেবু বলে সম্বোধন করেন, আবার ৩৭৭ ব্যক্তি স্বাধীনতার কেন বিরোধী তার ভাষণ দেন (ক্কি ক্কান্ড!!)।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:০৮624937
  • হ্যাঁ, মনে পড়ে গেল,এই গুরুর ভাটপাতাতেও লেবু সম্বোধন শুনেছিলাম !

    একক, আর একটা কথা, যাঁরা হোমোফোবিক, তাঁরা তো লেসবিয়ানদেরও সহ্য করতে পারেন না। তার সাথে পেডোফিলিয়ার কী সম্পর্ক ?
  • sosen | 111.63.237.7 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৬624938
  • Pedophilia কে ও একধরনের ওরিয়েন্টেশন বলা হয়।
    প্রসঙ্গত: বেশ কিছু মাস আগে একটা স্কেচি লেখা লিখেছিলাম এই নিয়ে

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=3269&boxid=41734703
  • Ekak | 24.96.0.237 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:৫৪624900
  • প্রথমত
    আগেই লিখেছি পিদোফিলিয়া যে হমসেক্সুয়ালিতির সঙ্গে কারণ হিসেবে যুক্ত নয় এটা নিয়ে তো কোনো দ্বন্দ নেই ।
    আমি ওই সেট অফ পিপল কে নিচ্ছি যাদের চাইল্ড হুড ট্রমা আছে এবিউস্দ হওয়ার সেম সেক্স থেকে । তাদের ক্ষেত্রে এই যুক্তি "বোঝানো "একটা মুশকিল । যুক্তি দেওয়া আর বোধ করানো তো এক জিনিস না । সোসেন যেটা চাইলেন ওরকম কোনো স্টাডি ইন্ডিয়া তে হয়েছে কিনা আমি খুঁজে পাইনি । ইনফ্যাক্ট ভাস্ট স্টাডি করলে বোঝা যাবে ।

    আমার সেকেন্ড অব্সার্ভেশন টা কলেজ লেভেলে হোমোসেক্সুয়াল প্র্যাকটিস নিয়ে । যেটাকে অনেকে "অপার্চুনিস্ট হমসেক্সুয়ালিতি " বলেন । কনসেন্তেদ সেক্সুয়াল একট এ অপরচুনিস্ট কী জিনিস মাথায় ঢোকেনি । রেসিদেন্শিয়াল হোস্টেল এ সেম সেক্স কাপল , স্মূচিং , সাকিং কিন্তু নতুন কিছু নয় । এই অরিয়েন্টেশন টা কিভাবে পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায় নাকি চাপা পরে থাকে সেটা নিয়েও জিজ্ঞাসা আছে ।

    আমার মনে হয়েছে হমোফোবিক মানুষের সঙ্গে "যুক্তি "দেওয়ার সময় তার ব্যাক গ্রাউন্ড বিশাল রোল প্লে করে । সেটা শুধু শিক্ষার ব্যাকগ্রাউন্দ না । মানুষ টার সেক্সুয়াল ব্যাকগ্রাউন্দ ।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:০১624901
  • এখানে একটা তার্মিনলোজির ভুল সব সময় করা হয়। যারা হোস্টেল ইত্যাদিতে এই ধরনের ব্যবহারে লিপ্ত হয়, তারা কখনই বিষমকামী নয়। তারা উভকামী। যারা হার্ড বিষমকামী, সেরকম ছেলেদের কাছে অন্য কোনো ছেলে এগুলে তারা ঠ্যাঙানি খাবে। ভাইসি ভার্সা ফর হার্ড স্ট্রেট উওমেন। সেক্ষেত্রে ঠ্যাঙানি না দিয়ে মেয়েটি সরে যাবে।
  • * | 127.194.208.109 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:১৭624902
  • রেসিদেন্শিয়াল হোস্টেল এ সেম সেক্স কাপল , ..., সাকিং কিন্তু নতুন কিছু নয় ।

    রাবিশ! একসাথে ন্যাংটো হয়ে স্নান পর্যন্ত জানি। কিন্তু সাকিং? মজা ফাজলামি ছেড়ে অ্যাকচুয়াল সেক্সুয়াল অ্যাক্ট এ কেউ ইনভলভড হয় না, ওরিয়েন্টেশন না থাকলে। একক কি এটা কোনো স্টাডি থেকে বললেন না স্রেফ ধারণা?
  • Ekak | 24.96.0.237 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:১৮624903
  • ভাগিদার

    সিওর নই । আমি আপাতত শুধু হোমোসেক্সুয়াল একট - হেতেরসেক্সুয়াল একট এইভাবে ধরছি । মানুষ এইভাবে আদৌ কোনরকম "সেক্সুয়াল " হয় কিনা সন্দেহ আছে । প্রিদমিন্যানস ইন প্র্যাকটিস হতে পারে ।
    আর , হোস্টেল এ বীয়ারের বোতল উপহার দিয়ে রেগুলার চোষাতো এরকম ছেলেকেও হোস্টেল থেকে বেরিয়ে পর পর হেতের সম্পর্কে জড়াতে ,হেটেরো বিয়ে থা করে সশ্যালি হেটেরো লাইফ লীড করতে দেখেছি । হার্ড কোর্ হেটেরো বলে কিছু হয় নাকি প্রিদমিন্যান্ত্লি হেটেরো + প্রো একটিভ হমফোবিক সেট টাই নিজেদের হার্ড কোর্ হিসেবে শো করেন এটা নিয়েও সন্দেহ আছে । কোথাও কোনো সিদ্ধান্তে যাচ্ছিনা ।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:১৮624904
  • হ্যাঁ, একককে এটাই লিখতে যাচ্ছিলাম। আমিও জানি যারা কলেজ লেভেলে হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করেন , তাঁরা উভকামীই। তার নানা রকম মাত্রাও থাকতে পারে। আর এটা তো সেভাবে কোন খোপ নয়, যৌনতার পুরো একটা স্পেকট্রাম।
  • Ekak | 24.96.0.237 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:২১624905
  • আপনার "জানা " তাও কি কোনো স্টাডি থেকে * ? :) আর "অরিয়েন্টেশন নেই " এরকম তো আমি কোথাও বলিনি ! খার খেয়ে নিত্যানন্দ হলে হবে :) শান্ত হন ।
  • Ekak | 24.96.0.237 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:২৪624906
  • পাই

    ধরে নিলুম তাঁরা "উভকামী " । যৌনতাকে স্পেকট্রাম হিসেবেই তো দেখি । কিন্তু এক সঙ্গে বলব "হোমোসেক্সুয়াল অরিয়েন্টেশন না থাকলে একট আসে না " আবার বলব "স্পেকট্রাম "
    এটা কী যুক্তি টা দাঁড়াচ্ছে ? পার্টিকল আর ওয়েভ মার্কা কেস হয়ে যাচ্ছেনা ? :) :)
  • Bhagidaar | 218.107.71.70 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:২৫624907
  • একক, যারা উভকামী হয় তাদের মধ্যে নিশ্চয় একটা জেন্ডারের প্রতি প্রেফারেন্স আছে, একদম নিক্তি মেপে ফিফটি-ফিফটি তো বেশির ভাগ উভকামী মানুষই হয়না।
    যারা দুই সেক্সের প্রতি সমান ভাবে এত্রাক্তেদ, তারা অনেকেই হয়ত সামাজিক প্রতিকুলতা/অনুকুলতা বিচার করে বিপরীত কামের লোকটিকেই বেছে নেই জিন্বন্সন্গী করার জন্য।
    বিয়ারের বোতল দিয়ে যেটা বললেন সেটা কতটা ফ্রি উইল কতটা অন্য কিছু তাও সন্দেহ আছে। রাগ্গিং ধরনের ব্যাপার মনে করি আমি ওটা কিছুটা। আপনার এই উদাহরণের উত্তরে আমি এইটাই বলব এই ছেলেরা নিয়ার্লি হান্দ্রেদ পার্সেন্ট স্ট্রেট।
    আরো একটা কথা, সেক্সুয়ালিটি ছেলেদের মধ্যে অনেক বেশি হার্ড ওয়ারেদ, মেয়েরা তুলনামূলকভাবে ফ্লুইড।
  • sosen | 111.63.237.7 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:২৮624908
  • একক, আমার কিন্তু সিরিয়াসলি মনে হয় সেক্সুয়াল ট্রমা হোমোফোবিয়াতে ট্রান্সলেট হওয়া জেনেরিক ঘটনা নয়। সে ক্ষেত্রে মেয়েরা সবাই হেটেরোফোবিক হয়ে উঠত। আইসোলেটেড কেসেস থাকতে পারে। কালচারাল হোমোফোবিয়াব্যাপারটা এক্রস গ্লোব জেনেরিক।

    কিছু কেস স্টাডি কি আপনি পেয়েছেন এরকম? মানে নিজের অবজারভেশন থেকেই? তাহলে একটু শেয়ার করুন না।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:২৮624909
  • আরে কম বেশি প্রবণতা তো থাকবেই। কেউ সমানভাবে অ্যাট্রাক্টেড, কেউ কম, কেউ বেশি। সেই অনুযায়ী কেউ হোমো বা হেটেরো লাইফ লিড করতে পারেন। আবার স্পেক্ট্রামের দুই এন্ডে থাকা লোকজন হার্ডকোর হোমো বা হেটেরো হবেন। কোন বিরোধ নেই তো।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৩২624913
  • আর ছেলেরা সেক্স্যুয়াল ট্রমা থেকে হোমোফোব হয়ে উঠলে তারা লেসবিয়ান ফোবিক ও কেন হয়ে ওঠে, আর মেয়েরা, যাঁরা হোমোফোবিকরা লেসবিয়ানদেরও কেন সহ্য করতে পারেন না, সে উত্তরটাও পেলাম না।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৩২624912
  • সরি, একটু ভুল লিখেছি। যারা বিয়ারের বোতল দিয়ে চোষাতো বলছেন তারা বিপরিত্কামি, বা মার্জিনাল উভকামী, এইটাই আমার সিদ্ধান্ত। দেখা যায় যে সব ছেলেরা "টপ" হয়, তারা সাধারণত যদি নিজেদের অরিয়েন্তেশান লুকিয়ে স্ট্রেট সম্পর্কে ঢোকে, বিয়ে করে, দে আর মোর সাকসেসফুল ইন কিপিং আপ দা শেরেড দ্যান দেয়ার বটম কাউন্টারপার্টস।
    কদিন আগেই তিনশ সাতাত্তর এর ভার্দিক্তের সময় সালমান খান ও করণ জোহরের কথোপকথনেও এরই প্রতিফলন পেয়েছি, ও আগে সুনীল গাঙ্গুলীর সম্পর্কেও এই ধরনের একটি গল্প শুনেছিলাম। এক পুরুষের কাছ থেকে প্রস্তাব পেয়ে সুনীল রাজি হয়েছিলন প্রথমে, কিন্তু যখন বোঝেন তাঁকেই গ্রহীতা হতে হবে, তখন পিছিয়ে আসেন।
  • Ekak | 24.96.0.237 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৩২624911
  • "সেক্সুয়ালিটি ছেলেদের মধ্যে অনেক বেশি হার্ড ওয়ারেদ, মেয়েরা তুলনামূলকভাবে ফ্লুইড।"

    এটা কিসের রেসপেক্ট এ বলছেন ? হার্ড ওয়ার্ড মানে নিউর সায়েন্স ? জেনেটিক ?

    আর আমি যেগুলো বলছি ওগুলো রাগিং না । সবাই অবশ্যই করেনা কিন্তু যাঁরা করার তাঁরা করেন এবং স্ট্রেঞ্জলি পরবর্তীকালে ভুলে যেতে পারলে বাঁচেন । লো ইন পার্সেন্টেজ । কিন্তু নেই তা নয় ।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৩৪624914
  • সোসেন, আমি একটা কেস জানি। একটি মেয়ের , চাইল্ডহুড সেক্স্যুয়াল অ্যাবিউজ হয়েছিল, গানের মাস্টারমশায়ের দ্বারা। সে কিন্তু পরবর্তীকালে কোন সম্পর্কে যেতে পিছপা হয়ে গেছিল ( যদ্দুর জানি, এখনো তাই), সেই কারণেই। মানে ও নিজে সেই কারণটাই আইডেন্টিফাই করেছিল, এরকমই বলেছিল আমায়।
  • sosen | 111.63.237.7 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৪০624916
  • এরম তো আইসোলেটেড কেস জানি। কিন্তু অন অ্যাভারেজ সব মেয়েরাই কোনো না কোনো ট্রমা ফেস করে , পুরুষমানুষের কাছ থেকে, তারা কি heterofobic হয় সবাই? পার্সেন্টেজ কতটা ? ভেবে দ্যাখো।
  • Ekak | 24.96.0.237 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৪০624915
  • সোসেন

    একাধিক পেয়েছি বলেই কথা উঠলো । আমি ইন্টারনেট -বইপত্র ঘেঁটে এরকম কোনো স্টাডি পাইনি । প্রথম পোস্টেই বলেছি আমার বেশ কিছু বন্ধু , পরিচিত , বিভিন্ন ওয়ার্কশপে আলাপ হয়েছে এমন মানুষদের সঙ্গে কথা বলতে গিয়েই একটা মেজর সংখ্যা পেয়েছি যাদের সেম সেক্স এবিউস এর হিস্ট্রি আছে এবং হমসেক্সুয়ালিতি কে যমের মত ভয় পায় , ঘৃনা করে ।

    কিন্তু ,আমার পরিচিতি দিয়ে তো মাপকাঠি হতে পারেনা । আপনাদের দেখা কী , কোনো স্টাডি এই ব্যাপারে ইন্ডিয়াতে হয়েছে কিনা জানা দরকার ।
  • sosen | 111.63.237.7 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৪১624918
  • একককে একটু পর লিখছি। স্টাডি আছে।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৪১624917
  • সত্যি কি তারা লেস্বিয়ান্ফবিক হয়ে ওঠে? না "ইক" ফ্যাক্টরের কারণে তারা শুধু গে পুরুষদের ঘৃনা করতে শুরু করে , এই বুঝি আমায় টানলো বলে সিঁটিয়ে থাকে?
  • Bhagidaar | 218.107.71.70 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৪৪624920
  • সেক্সুয়ালিটি মোর ফ্লুইড লেস ফ্লুইড টা কমন পারসেপশন/অবসারভেশান, স্তাদিও আছে মনে হয়। খুঁজে দেখব। সম্ভবত এই কারণেই মেয়েদের মধ্যে বেশি উভকামী দেখা যায়।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৪৪624919
  • হোমোফোবিকদের তো লেসবিয়ানদের নিয়েও বিরূপ মন্তব্য করতে দেখেছি। আর মেয়েদের মধ্যে কি হোমোফোবিয়া থাকেনা ?
  • Ekak | 24.96.0.237 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:৪৯624922
  • এদেশে স্টাডি ? সময় করে দেবেন পরে । দেখব ।

    আর হ্যা , মেয়েদের ক্ষেত্রে চাইল্ড হুড ট্রমা ফেস করে হেটেরফবিক হয়েছে , তারপর সেম সেক্স রিলেশন ট্রাই করে দেখেছে । এবং আপাতত কোনো কিছুর মধ্যেই না গিয়ে শুধু হতাশা । এরকম কেস আছে ।

    মুশকিল হলো , ইন্ডিয়াতে কটা স্টাডি হয় আর কে মুখ খোলে ।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন