এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গেটেড কম্যুনিটি

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১৩ | ৭২১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | 132.166.186.24 | ১৮ ডিসেম্বর ২০১৩ ২২:৩৫624991
  • name: দ mail: country:

    IP Address : 24.97.28.165 (*) Date:18 Dec 2013 -- 09:33 PM

    পুণেতে গতবছর যখন এলাম, তখন অফিসের কাছাকাছি দেখে এই হাউসিঙেই ফ্ল্যাট খুঁজে নিলাম। আসলে আমি ২০১০ এ যখন পুণে ছেড়েছিলাম তখন এই কমপ্লেক্সের লঞ্চ অফার চলছিল। তা এই ৩ বছরে সে তৈরীটৈরী হয়ে প্রথম ফেজের বাড়ীরা রেডি। আমি ম্যাজিকব্রিক্স থেকে এক বাড়ীওলাকে ধরে বিনা ব্রোকারেজে এই পাহাড়মুখো বাড়ীখান তো ভাড়ায় নিলাম। আমার বাড়ীওলারা প্রায় ১৫-১৬ জনের একটা গ্রুপ, নিউক্লীয়ার পাওয়ার সেন্টারে কাজ করেন, বোম্বেতে থাকেন, প্রত্যেকে ২-৩ টা করে ফ্ল্যাট এখানে কিনে রেখেছেন ইনভেস্টমেন্টের জন্য। অতি সজ্জন লোক। চাবি হাতে দিয়ে বোম্বে চলে গেছেন পরের দিনই।

    প্রথম ফেজে ১২টা টাওয়ার ১৪ তলা করে, প্রত্যেক টাওয়ারে ৫৬টা করে ফ্ল্যাট। আমি যখন এলাম সেই ২০১২র ডিসে থেকে ২০১৩র এপ্রিল পর্যন্ত আমাদের টাওয়ারে আমাকে নিয়ে মোট ৩ টে ফ্ল্যাটে লোক ছিল আর ২টো তে সপ্তাহান্তে আসত। তাও এটা রাস্তার দিকে বলে, ভেতরের দিকে ২ টো তাওয়ারে একটাও লোক থাকত না।
    পুরো ক্যাম্পাস্শুনশান, চতুর্দিকে অবিরাম বিশ্বকর্মার কারখানা চলেছে ফেজ ২, ৩ থেকে ৫ অবধি হইহই করে কাজ চলছে। এপ্রিল মাসের চাঁদিফাটা গরমে রাতভোর ঢালাই হয়, শব্দে ঘুমানো মুশকিল। নেহাৎ কুম্ভকর্ণের সাথে আমার কিছু একটা যোগ আছে বলেই, আমি ঘুমোতাম। জিমনাশিয়াম খাঁ খাঁ পড়ে থাকে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে, স্যুইমিঙ পুলে নীল নিশ্চল জল। ব্যাডমিন্টন আর টেনিস কোর্ট রোজ কারা যেন এসে পরিস্কার করে, সপ্তাহান্তে কিছু লোক খেলেটেলে।

    সিকিউরিটি আছে গেটে, তারা এয়ারটেল ডিতিএইচের নাম্বার দেয়, সাড়েচারকিলো সোনেকা চেনওয়ালে দুধওয়ালার নাম্বার দেয় ।।।।।। আস্তে আস্তে কিছু জিগ্যেস করে, গাড়ী নতুন দেখলে খাতায় এন্ট্রি করায়, চেনামুখের গাড়ী দেখলে ছেড়ে দেয়।

    এমনিই চলছিল মে এমনকি জুনের শুরু পর্যন্তও। তারপর শুরু হল গেটেড কমিউনিটির খেল।
  • | 132.166.186.24 | ১৮ ডিসেম্বর ২০১৩ ২২:৩৭625002
  • name: দ mail: country:

    IP Address : 24.97.28.165 (*) Date:18 Dec 2013 -- 09:46 PM

    তারপর একদিন দেখি একটা লিফটের পাশের দেওয়ালে সেলোটেপ্দিয়ে একটা নোটিশ আটকানো যে সমস্ত ভাড়েটে যেন তাদের কন্ট্র্যাক্টের কাগজ আর পুলিশ ভেরিফিকেশানের কপি অ্যাডমিন অফিসে গিয়ে জমা করে আসে। দরকার হলে কল করতে পারে বলে দুইখান নাম্বার দেওয়া। আমি দেখলাম এবং অফিস চলে গেলাম। ওটায় ১টা তারিখ দেওয়া ছিল, যথারীতি কিস্যুই করি নি।
    জুলাই মাসে আবার একটা এ৪ কাগজে বেশ কড়া ভাষায় লেখা অত তারিখের মধ্যে ঐ ঐ জমা না দিলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তাতে আবার ডিসিপ্লিনারি অ্যাকশান কথাটাও ছিল। এবারে আমি মোবলি বের করে খচাৎ করে একটা ছবি তুলে রাখলাম। বলাবাহুল্য এডমিন অফিস খোঁজার বা কিছু জমা দেবার কোনও চেষ্টাই করলাম না।

    এরপরে আরো কড়া ভাষায় একটা কাহজ লাগানো, দেখি তার পাশ থেকে আধখানা কে যেন ছিঁড়ে দিয়ে গেছে। গেছে তো গেছে, বয়েই গেছে।

    এ-র-পরে একদিন শনিবারে বাইরে থেকে চরেবরে এসে একটু বিশ্রাম করছি, দরজায় বেল। খুলে দেখি স্কিনটাইট জিন্স পরা চোয়াড়েমত চেহারার দুই মুর্তি দাঁড়িয়ে, একজনের আবার বিকেল সাড়ে পাঁচটতেও করিডরের ভেতরেও চোখে সানগ্লাস। বক্তব্য হলঃ আমার এক্কপি ছবি চাই এবং এক্ষুণি চাই। আমি ডিফল্টার ব্লা ব্লা ব্লা।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২২:৫১625013
  • বাঃ থ্যাঙ্কু ম্যাঙ্কু।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:০১625024
  • হ্যাঁ তা আমি একেবারে ভোলি-সি-লড়কি স্টাইলে জিগ্যেস করলাম কি বলছ খুলে বল বাছা। বুঝতেছি না। তাতে কালোচম্মার তেড়িয়াভাব একটু কমল, নরম হয়ে বলল
    -- হাউসিঙ সোসাইটি থেকে এতশত নোটিশ দেওয়া হয়েছে, তুমি কিচ্ছু জমা দাও নি, কাউকে ফোনও করো নি।
    আমি বললাম বাবা
    --বাড়ীর মালিক তো কানসালসাব, ওনাকে জিগ্যেস কর, সবকিছু ওনাকে দিয়েছি আমি।
    --আবার তেড়িয়াভাব ফেরত আসে আসে, আরে উনি তো আর থাকে না, যারা থাকে তাদেরই দিতে হবে, দরকার হলে আবার আবার দিতে হবে এটাই নিয়ম।
    -- কোথাকার নিয়ম? কে বানিয়েছে?
    -- সোসাইটির নিয়ম। সোসাইটি বানিয়েছে। মিটিঙে স্থির হয়েছে।
    -- যখন নিয়ম বানিয়েছিল তখন কি আমাকে ডেকেছিলে?
    -- তোমাকে কেন ডাকবে? তুমি তো ভাড়াটে ভাড়ে পে রহতে হো। (ভাড়ায় থাকার তুচ্ছতা বোঝাতে যথোপযুক্ত মুখবিকৃতি)
    -- কানসালসাবকে ডেকেছিল? তিনি এসেছিলেন? (আমি জানি ডাকে নি)
    -- হ্যাঁ ডেকেছিল। আমার অত সময় নাই, এইসব কাগজপত্র দাও, সঙ্গে তোমার ছবি আর এতদিন দাও নি বলে এতটাকা ফাইন আমি চলে যাই।
    -- তোমায় চিনি না জানি না, তুমি কে হে? এসে চোখ রাঙাচ্ছ? কিস্যু দেব না যাও।
    -- ম্যাডাম ভালয় ভালয় দিয়ে দাও, নাহলে খুব খারাপ হবে।
  • a x | 138.249.1.198 | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৫625034
  • তারপর?
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৩০625035
  • এর মধ্যে অন্য সঙ্গীটা কাকে যেন ফোনে ধরে দ্রুত মারাঠীতে কথা বলছে। আমি অত দ্রুত মারাথী বুঝি না, তবু নিজের ফ্ল্যাট নাম্বার শুনে বুঝলাম আমার সম্বন্ধেই কথা হচ্ছে। সে ছোকরা এবারে অন্যজনকে হাত ধরে একটু সরিয়ে আমাকে আস্তে আস্তে বলে দেখো পুলিশ থেকেই আমাদের সার্কুলার দিয়ে গেছে যে সব ভাড়াটের সমস্ত ডিটেইলস সংগ্রহ করে এক কপি আমাদের এখানে আরেক্কপি স্থানীয় থানায় জমা করতে হবে। আমরা সেইজন্যই অত নোটিশ দিলাম, কিন্তু তুমি তো কোনওটাই মান নি, ভদ্রভাবে বলছেদেখে আমি বললাম সবই তো বুঝলাম, কিন্তু তোমাদের হাতে তো দেব না কোনও ডকুমেন্ট। কোনও নোটিশ থাকলে আমাকে এক কপি দিয়ে যাও, নিদেনপক্ষে আমাকে দিয়ে সই করিয়ে নিয়ে যাও, আমি পড়ে দেখি। অ্যাডমিন আপিস কোথায় সেটা বলে যাও, তারপর আমি দেখছি।

    আবার কালোচম্মা তেড়ে ওঠে
    -- প্রথম নোটিশেই দাও নি আবার বড় বড় কথা। সবকিছু এক্ষুণি দাও বলছি, নাহলে ....
    -- নাহলে???
    -- দাও বলছি, দিতেই হবে তোমায়।
    -- বলেছি তো দেব না।
    এবারে দ্বিতীয়জনও একটু রেগে গেছে। সে বলে
    -- দ্যাক্ঝো ম্যাডাম তুমি কে, কী নাম, কোথা থ্যেকে এসেছ কেউ জানে না। তুমি যে এই ফ্ল্যাতের আইনত ভাড়াটে তাও তো কেউ জানে না,
    -- তোমরা কে?
    -- আমরা সোসাইটির লোক।
    -- কী নাম?
    -- আমার নাম দীনকর আর এ হল বালাজি ঝুলেলাল।
    কালোচম্মাও একটু মন দিয়ে শুনছে, যদি কাজ উদ্ধার হয়ে যায়।
    -- কী প্রমাণ তোমার নাম দীনকর? কী প্রমাণ তুমি সোসাইটির লোক? উটকো লোক ঐ পাহাড়ী থেকে উঠে আসো নি তারই বা কী প্রমাণ?
    -- ম্মান্নে??
    -- তোমাদের নোটিশ যে সত্যি সত্যিই হাউসিঙ সোসাইটির দেওয়া তারই বা কী প্রমাণ?
    মোবলি বের করে নোটিশের ছবিটা দেখালাম
    -- এই দ্যাখো সেরেফ একটা সাদা কাগজ, না কোনও পদ লেখা, না সইটা ঠিক করে পড়া যাচ্ছে। সোসাইটি যে তৈরী হয়েছে, তাদের লেটারহেড নেই?
    এইবার অপেক্ষাকৃত ঠান্ডামাথার ছোকরা বুঝেছে আমি কী বলছি আর ওদের কোনদিকে ঠেলছি। তাড়াতাড়ি ফোন বের করে বলে এই তো আমাদের স্যার সূর্যকান্ত সূর্য্যবংশী। ওনার সাথে কথা বল, তাহলেই সব জানতে পারবে। একবার ভাবলাম জিগ্যেস করি ফোনের ওপ্রান্তে সত্যিই সূর্য্যবংশী আছে কিনা তারই বা কী প্রমাণ? তারপর ভাবলাম যাক এই সুযোগে কথা তো বলি।
    তা সে লোকের লাইন লাগল না তখন।

    এইবার আমি পুরো দীওয়ার স্টাইলে
    -- মেরে পাস পাসপোর্ট হ্যায়, ড্রাইভিং লাইসেন্স হ্যায়, ভোটার আইডি কার্ড হ্যায়, অফিস আইডি কার্ড হ্যায় আপকে পাস কেয়া হ্যায়?
    এইবার এরা 'ওকে থ্যাঙ্কু' বলে রণেভঙ্গ দিল।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৩625036
  • পরে অবশ্য ডকুমেন্ট ইত্যাদি দিয়েছি, কন্ট্র্যাক্ট রিনিউ হবার পর এই গত শুক্রবার গিয়ে দিয়ে এলাম। কিন্তু সে অন্য গল্প।
  • a x | 138.249.1.194 | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৬625037
  • ঃ-)) তারপর আবার ফেরত এসেছিল?
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৩625038
  • পরে খোঁজখবর নিয়ে জানলাম এখানে পুলিশ থেকে বড় বড় বিল্ডারদের কমপ্লেক্স তৈরীর সময়ই এইসব বলে দেয়। ২৬/১১ আর জার্মান বেকারি ব্লাস্টের পর থেকে পুলিশ নিয়মিত সময় অন্তর বড় বড় কমপ্লেক্সগুলোর বাসিন্দাদের তথ্য চেয়ে পাঠায়।

    কথা হল বাড়ী ভাড়া দিতে গেলেও বাড়ীওলাকে ভাড়াটের স্থায়ী ঠিকানা, গত ৫বছরে কোথায় কোথায় ছিল তার ঠিকানা আর যোগাযোগের নম্বর, স্থায়ী ঠিকানার প্রমাণপত্রসহ জমা দিতে হয়। তাহলে আবার সোসাইটিগুলো থেকেও নেয় কেন? আর বাড়ীওলার সাথে আমার একটা লিগাল কন্ট্র্যাক্ট হয়েছে। সেটা আমি সব্বাইকে জানাবই বা কেন?

    অফিসের কলিগরা বলল 'তুমি যা বলছ সবই ঠিক, তবে পুলিশের সাথে ওসব জিগ্যেস করতে যেও না। আর ভাড়ার অঙ্কটা কালোকালি দিয়ে হিজিবিজি করে কাগজ জমা দিয়ে দাও। ওরা কাগজ আর তার তারিখ দেখেই খুশী হয়ে যাবে।
    সত্যিই তাই গেল।
  • রোবু | 213.147.88.10 | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৯624992
  • দারুণ :-)
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২624993
  • নাঃ ঐ দুই মুর্তিকে আর ক্যাম্পাসেও দেখি নি। এখন সুন্দর কাচ লাগানো নোটিশবোর্ড বসেছে, তাতে ঠিকঠাক নোটিশ থাকে। মাঝে সেপ্টেম্বর মাসে সিকিউরিতি গার্ড এসে একটা লেটারহেডে ্ধ্হাপানো নোটিশ পড়িয়ে সই করিয়ে নিয়ে গেছে। তারপর এখন গাড়ীর স্টিকার বাধ্যতামূলক করার পর আমি জমা টমা দিয়ে এলাম।

    এই ঘটনার পরে অবশ্য বাড়ীওলাকে পয়েন্ট ধরে ধরে লিখে দিয়েছিলাম। সে আবার সেই মেইল ধরে ফরোয়ার্ড করেছিল কাকে যেন, সঙ্গে একটা নোট্দিয়ে যে আমার ভাড়াটে একলা থাকে, তাকে যেন অহেতুক হ্যারাস না করা হয়। তারপর উত্তরে একজনের বেশ ইনিয়ে বিনিয়ে না না আমরা তো এমনিই ক্যাজুয়ালি লোক পাঠিয়েছিলাম ওনাকে জানাতে, উনি রেগে গেছিলেন এইসব উত্তর দিয়েছিল।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৫624994
  • *ছাপানো (গুচ্ছ টাইপো হচ্ছে)

    যাইহোক ঐ দীওয়ার স্টাইলে বলার সময় আরো বলেছিলাম আমি যদি এখন ১০০ কল করে পুলিশ ডাকি আমি তো এই এইসব দেখাবো, তোমরা কে কারা সেসব প্রমাণ দেখাতে পারবে তো?
    তারপরেই রণেভঙ্গ দেয়।

    ওভার টু ব্যাঙ।

    আমি পরে আবার লিখে যাব অন্য গল্প।
  • সায়ন | 120.225.232.127 | ১৯ ডিসেম্বর ২০১৩ ০০:০৪624995
  • দমদি, তোমার অ্যাকশন সব ঠিক, কিন্তু হুটহাট কাউকে দরজা খুলে দিও না। আর যে কোনও আনওয়ারান্টেড চোখ রাঙানির এগেইনস্টে একটা পুলিশ কমপ্লেইন্ট ঠুকে রেখো পারলে।
  • Arpan | 190.215.76.175 | ১৯ ডিসেম্বর ২০১৩ ০০:০৬624996
  • উফ আমারো কত কী লেখার ছিল, মায় রিসেন্টলি কাজের লোকেদের আইডি কার্ড চালু হওয়া অব্দি। আর মেয়ের স্কুলের বাস ব্যাক করতে গিয়ে কমুনিটির তোরণের প্লাস্টার চটিয়ে দেওয়া আর সেই নিয়ে হাতাহাতি।

    কিন্তু হায় সময় নাই।
  • 4z | 194.148.149.77 | ১৯ ডিসেম্বর ২০১৩ ০০:১৪624997
  • আমারও লেখার আছে কিন্তু হালার চাগরিতে সময় নাই।
  • | 127.194.85.45 | ১৯ ডিসেম্বর ২০১৩ ০০:১৭624998
  • জানিয়ে রাখা ভালো এ ব্যাপারে আমার লেখার কিছু নেই ঃ))
  • Blank | 69.93.244.10 | ১৯ ডিসেম্বর ২০১৩ ০০:২৪624999
  • দম দি বিয়াপ্পক দিয়েছো
  • s | 182.0.249.87 | ১৯ ডিসেম্বর ২০১৩ ০১:৪৭625001
  • এই সোসাইটিগুলো তৈরি হয় স্থানীয় কর্পোরেশন/ ম্যুনিসিপালিটির সোসাইটি প্রতিষ্ঠা আইন অনুযায়ী। তাতে ফাইন্ডার মেম্বারদের যাবতীয় তথ্য দিতে হয়।
    সেই আইনে সাধারনতঃ বলা থাকে যে সোসাইটি নিজের বাই ল তৈরি করতে পারবে এবং তা আদালতে গ্রাহ্য হবে। সমস্ত মেম্বারদের বাই ল'র কপি দেওয়া বাধ্যতামূলক। টেনান্ট বসাতে গেলে কি প্রকৃয়া তাও সেই বাই ল'তে থাকা উচিৎ। ল্যান্ডলর্ডের উচিৎ সেই অনুযায়ী টেনান্টকে অবহিত করা এবং সেই বাই ল'র এক সেট কপি টেনান্টকেও দেওয়া। যদি বাই ল'তে থাকে যে কোন টেনান্ট এন্ট্রি নেবার আগে তাকে পরিচয়পত্র / পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি দেখাতে হবে তাহলে আইনতঃ সেই টেনান্ট দেখাতে বাধ্য।
  • | 24.97.144.208 | ১৯ ডিসেম্বর ২০১৩ ১২:২০625003
  • হ্যাঁ কমীদের আইডি কার্ড এখানেও বানানো হল।

    প্রথম প্রথম মানে সেই ফেব্রুয়ারী মাসে সুশীলাবাঈ এসে আমাকে বলল একটা কাগজে আমার নাম ফ্ল্যাট নাম্বার আর আমার ফোন নং লিখে যেন ওকে দিই, ওকে গেটে দেখাতে হবে। ভাল কথা, আমি একেবারে ৩২ ফন্ট সাইজে প্রিন্ট করে দিলাম। গেল মাসখানেক। আবার বলে আবার লিখে দাও। কেন? না আগেরটা গেটে জমা নিয়ে নিয়েছিল, নতুন সিকি এসেছে, তাদের আবার চাই। আমি বললাম পারব না, ওদের বল নিজের কাগজ নিজেরা গুছিয়ে রাখতে। মনে অল্প ভয় ও হল যে সব ডিটেইলস নিয়ে কে আবার কী করতে আসে। তখনও সামনের গেটের সিকি বেশ ঢিলে, আর পেছনের গেটের তখনও রাস্তা বাগান ইত্যাদি তৈরী হচ্ছে। আমার বাড়ী থেকে পেছনের গেট দিয়ে বেরোতে সুবিধে হয়, শুধু গাড়ী নিয়ে বেরোলে ঢোকার সময় সামনের গেট দিয়ে ঢুকতে হয়।

    এর মধ্যে একদিন এসে সুশীলা বলে গেল ওদের নাকি গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না, ওদের সব পরিচয়পত্রের কপি দিতে হবে। ওরা দুই একজন অনেক বলে কয়ে ভেতরে এসেছে সব বাড়ীগুলোকে খবর দেবার জন্য। আমি বললাম আগে থেকে বলে না দিলে আজ হঠাৎ আটকায় কী করে? সুশীলা বলল সেই নিয়ে দুজন ঝগড়া করছে, কিন্তু সিকিরা ওদের যা বলা হয়েছে তাইই করবে, অ্যাডমিনের বাবুদের তো আসতে আসতে বেলা দশটা। যাই হোক সেদিন নাকি বেলা সাড়ে এগারোটার পর ওরা ঢুকে যে যে বাড়ীতে লোক ছিল কাজ করে গেছে, আমার মত যারা বেরিয়ে গেছে তাদেরটা আর করতে পারে নি। পরেরদিন ও ভোটার আইডি কার্ডের কপি এনে আমাকে দেখাল অফিসে জমা দেবে।

    গেল কিছু মাস। এই কন্ট্র্যাক্ট জমা ইত্যাদির বাওয়ালের সময় একদিন সুশীলা আবার এসে বলে একটা কাগজে ফ্ল্যাট আর ও কটা থেকে কটা অবধি কাজ করে সেটা যেন লিখে দিই। ভাল কথা দিলাম লিখে। আমার এখানে শুধু ঝাঁট দেওয়া মোছা। ১৫ মিনিট লাগে। তারপর সেই কাগজ নিয়ে আবার কোথায় যেন জমা দিল।

    এরপরে সেপ্টেম্বর মাসে একদিন খুব উত্তেজিত হয়ে এসে জানাল ওদের পুলিশ ভেরিফিকেশান করিয়ে আইডি কার্ড নিতে হবে। আরও জানাল ও তো ঐ পাহাড়টার ঐপাশেই থাকে, ওখানেই ওদের গাঁও, খেতি জমি। ওর সব কাগজপত্র অর্থাৎ রেশান কার্ড, ভোটার আইডি আছে। যাদের নেই তারা এবারে বুঝবে মজা। তার কদিন পরে এসে বলল আগামী বৃহস্পতিবার ওরা আসবে না, পুলিশ ক্যাম্পে যাবে, অ্যাডমিন থেকেই গাড়ীর ব্যবস্থা করেছে। সব কাগজপত্র নিয়ে গিয়ে পুলিশ ভেরিফিকেশান করিয়ে আসবে। তা গেল। শুক্রবার এসে জানাল সব ভালয় ভালয় মিটে গেছে। ওকে অফ্‌সর বলেছে মৌসি তোমার তো সব কাগজপত্র, মুত্রাছাপ (এইটা কি বস্তু বুঝি নি। শুনলেই কেমন হাসি পায়) সবই ঠিকঠাক। যাও নিশ্চিন্তে চলে যাও।

    তারও একসপ্তাহ পরে রিপোর্ট এল। সুশীলাই জানাল, যাদের রেশান কার্ড, ভোটার কার্ড নেই বা এখানকার নয়, তারা সব ফেল হয়ে গেছে। তারা আর আইডি কার্ড পাবে না। তাদের আজ থেকেই এই ক্যাম্পাসে ঢোকা মানা। ফলে অনেক বাড়ীতে আজ থেকেই কোনও কামওয়ালি বাঈ নেই, তারা সবাই হন্যে হয়ে সুশীলা আর ওরকম দুই চারজনকে প্রায় হাতেপায়ে ধরে সাধছে। সুশীলা বলে আমি একা কি করে অত বাড়ীতে কাজ করব? আমি ১০টা ঘরে কাজ করি, তাই আমার এখান থেকে বেরোতে বেরোতে বিকেল ৫টা বেজে যায়। আরো বলে ঐ তো সব বাইরে থেকে যেখান সেখান থেকে এসে কম কম টাকায় কাজ করছিল, এখন বোঝো মজা। সব্বার কেমন ক্যান্সিল হয়ে গেছে।

    খুব নিশ্চিন্তে নিরুপদ্রবে সব বাসিন্দার সায় নিয়েই অসম, বিহার পশ্চিমবঙ্গ হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে আসা অসংগঠিত শ্রমিকের একটা মস্তবড় অংশকে ছেঁটে ফেলা হল। স্থানীয় অসংগঠিত শ্রমিকদের চাকরি আপাতত সুরক্ষিত, মজুরিটিও তাই। আমরা বাসিন্দারাও সুরক্ষিত, কারণ 'পুলিশ ভেরিফিকেশানের ছাপটি নিয়েই এরা এসেছে।

    বুঝতেই পারছেন রাজ থ্যাকারে খানিকটা পরিণত হয়েছেন এখন।
  • CP | 131.241.218.132 | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৬:০৯625004
  • "Please collect detailed particulars of the tenant before renting out your house and inform local Police Station. The tenant profile form may be obtained from local Police Station or downloaded." - কলকাতা পুলিশ
  • aro | 131.241.218.132 | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৬:১৯625005
  • http://www.kolkatapolice.gov.in/Downloads.aspx
    Domestic Help Profile , Residential Tenant Profile form
    শুধু পুনেতে নয় কলকাতা তেও - পুলিশ tv তে ad ও দেয় রেগুলার
  • | 24.96.180.75 | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৯625006
  • কলকেতার ছ্যাঁচড়া বাড়ীওলার দল ওসব করেটরে না। পুলুশ অ্যাড দেয় কিন্তু হাউসিঙ কমপ্লেক্সে নিয়মিত এত্তেলা পাঠায় না।

    আর বাড়ীওলা এখানে নিয়েছে, সে নিয়ে আমারো কোনও বক্তব্য নাই (জাস্ট যদি সেই নিয়ে কনফিউশান থেকে থাকে আর কি) খেয়াল করে পড়লে দেখবেন লিখেছি যে বাড়ীওলাকে সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে। পুঃ ভেঃ সে ভদ্রলোকই করিয়ে রেখেছেন, সবাই রাখেন এখানে। চাবি পাওয়ার দিন থেকেই আমার কাছেও তার এক্কপি আছে। সেই নিয়ে কোনও কথাই বলি নাই।
  • cm | 122.79.36.12 | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৯625007
  • ওটা মনে হয় মুদ্রাছাপ অর্থাৎ স্ট্যাম্প।
  • | 24.96.180.75 | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৮625008
  • হুঁ গুড গেস। হতে পারে। তবে রাবার স্ট্যাম্প না হয়ে হাতের আঙুলের ছাপও হতে পারে।
  • CP | 131.241.218.132 | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৮:০৫625009
  • According to the programme, a resident should submit the servant’s verification form with three copies of photographs at the nearest police station. Cops then enquire about the help’s past and verify the address. The address and the photograph are sent to the employee’s native police station. If verified, these details are stored for future reference. To encourage more citizens to do this the cops have posted Domestic Help Profile Form on their website .
    http://www.hindustantimes.com/india-news/kolkata/lukewarm-response-to-police-initiative/article1-927355.aspx

    Even senior citizen form "Pronam " has these fields
  • s | 182.0.249.87 | ২০ ডিসেম্বর ২০১৩ ০৭:১৪625010
  • দ-দি ধন্যবাদ। না না কোন কনফিউশন নেই। আপনার সঙ্গে এগ্রিমেন্ট (কন্ট্রাক্ট) বাড়ীওয়ালার। তাই আপনি বাড়ীওয়ালাকেই দেবেন। বাই ল বাড়ীওয়ালার উপর বর্তায়। তাকে সেই সব নিয়মকানুন মেনে চলতে হবে এবং এক্ষেত্রে সোসাইটিকে পেপার দেওয়া ওনার দায়িত্ত্ব। তবে মনে হয় আপনি যখন ভাড়া নিয়েছেন তখন সোসাইটি বাড়ীওয়ালার কাছ থেকে কিছু চায়নি। এখন আপনার কাছ থেকে চাইছে। আইনতঃ চাইতে পারে না। তবে রেন্তল এগ্রিমেন্টে সাধারনতঃ একটা ক্লজ ঢোকায় যে 'abide by rules of society' হ্যান ত্যান। সেক্ষেত্রে সোসাইটি চাইলে দিতে হতে পারে।
    দিল্লিতে থাকাকালীন এই রুলস নিয়ে আমার সঙ্গে একটা বড় বাওয়াল হয়েছিল। আমার এক দাদা কোন একটা সোসাইটিতে বাড়ী ভাড়া নিয়েছিল। অ্যাডভান্স, ভাড়ার টাকা সব মিটিয়ে দিয়েছে, ভাড়া ইমিডিয়েট চালু হয়ে গেছে। কিন্তু দাদার কিছু নিজস্ব দরকার থাকায় ও একমাস পরে ঐ বাড়ীতে শিফট করবে। শিফট করার সময় সোসাইটি এন্ট্রি দিচ্ছে না, কি না তাদের রুলস আছে কোন বাড়ীওয়ালা প্রথম ভাড়াটে বসালে তাকে ৫০০০ টাকা সোসাইটিকে দিতে হবে। বাড়ীওয়ালা সে সব নিয়ম হয়ত জানে না, সে দেয়্নি। অতএব আমার দাদাকে দিতে হবে। সেই নিয়ে বাওয়াল। সেখানে আমি এই লজিক দেখিয়েছিলাম যে এই রুলস বাড়ীওয়ালার ওপর বর্তায়। তাই টাকা চাইলে সোসাইটিকে বাড়ীওয়ালার কাছে চাইতে হবে। আমার দাদার কাছে বাড়ীওয়ালার সঙ্গে কোর্টে এভিডেবিড করা চুক্তি আছে। তা সট্বেও সসাইটি এন্ট্রি না দিলে আমি ইমিডিয়েট কেস করব আর যতদিন ঢুকতে দেবে না ততদিনের ৫ তারা হোটেলের খরচ প্লাস আরও যাযা লিগ্যাল খরচ সব কমপেন্শন চাইব। সেযাত্রা ধমক চমকে ঘাবড়ে গিয়ে সোসাইটি এন্ট্রি দিয়ে দেয়।
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ২২:৪৮625011
  • এটা এখানে থাক।

    শুনছিলাম, অনেক গেটেড কম্যুনিটিতেই নাকি এরকম নোটিস থাকে।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২৯625012
  • এইটা চালু করতে চেয়েছিল শ্রাচীর গ্রীনউড পার্ক এক্সটেন্শানের মালিকেরা। এলাকায় ওটা গোলবাড়ী নামে পরিচিত। তারপর করতে পারে নি কর্মীরা সব কাজ বন্ধ করে দেবে বলায়।
    আমি তখন ওখানেই এক এম আই জি ফ্ল্যাটে ভাড়া ছিলাম। সই করাতে এসেছিল, বিরাট চেঁচামিচি, উল্টোদিকের কো?ণার ফ্ল্যাটের একটা ইয়াং কাপল বেরিয়েও খুব রাগারাগি করেছিল। আমরা সই দিই নি। কিন্তু প্রচন্ড প্রচন্ড অবাক হয়েছিলাম।
    তারপর অবশ্য সমস্ত কর্মী, মানে ওখানকার পাকা সাফাইকর্মী, ইলেকট্রিশিয়ান, প্লামারসহ বাইরে থেকে আসা সমস্ত কর্মী কাজ বন্ধ করবে বলে।
    তারপর আর ২০১২ পর্যন্ত চালু হয় নি।

    এখন কী অবস্থা জানি না।
  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৭625014
  • কিন্তু যাদের লিপট ইউজ করতে মানা করা হচ্ছে, তারা সবাই ইংরেজি পড়তে জানে?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন