এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেই যে ইন্ডিয়ান কালচার ক্লাস

    Sibu
    অন্যান্য | ২২ জানুয়ারি ২০১৪ | ৩৪৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Sibu | 118.23.96.158 | ২২ জানুয়ারি ২০১৪ ০৬:২১628507
  • রামকৃষ্ণ মিশনে পড়ার সময় ইন্ডিয়ান কালচার বলে একটা ক্লাস করতে হত। সেটা বেশ মজার ক্লাস ছিল। কথামৃত, উপনিষদ, রামায়ন, মহাভারতের গল্প শুনে ভাল টাইম পাস হত। মাঝে মাঝে মজার ব্যাপার হত। হরি মহারাজ ক্লাস নিচ্ছেন। একটি ছেলে হঠাৎ হাত তুলে জিজ্ঞেস করল - মহারাজ, আমরা কবে নামাজ পরতে শিখব। ওটাও তো ইন্ডিয়ান কালচার। মহারাজের হাঁ বন্ধ হতে অনেক্ষণ সময় লেগেছিল।
  • সিকি | 131.241.127.1 | ২২ জানুয়ারি ২০১৪ ১০:০১628518
  • এই হাত তোলা ছেলেদের সংখ্যা খুব কমে গেছে আজকের ভারতে। ইন্ডিয়ান কালচার হিসেবে আমার মেয়েও শিখছে তো, জন্মাষ্টমী, দিওয়ালি, রামনবমী, দশেরা। কিন্তু নামাজ তার পড়া হল না আজও।

    ইন্ডিয়ান কালচারের নামে লোকে হিন্দু কালচার হেব্বি খায়। মুসলমান? ওরা তো ইন্ডিয়ার বাইরে থেকে এসেছে!
  • একক | 24.99.227.215 | ২২ জানুয়ারি ২০১৪ ১৩:৪৩628529
  • জগতের ধর্মগুরু নামে একটা অতি ভাটের বই কে মেইন টেক্সট হিসেবে পড়ানো হত । সেখানে মহম্মদ ,যিশু , নরেন্দ্রনাথ সবাই লাইন করে ছিলেন । ক্লাস টায় উদুম বাওয়াল দিতুম আমরা । ওরকম ভুলভাল এপ্রোচ নিয়ে কালচার পড়ানো কাঁহাতক সহ্য করা যায় । শেষে বাওয়াল বাট্টা দেখে এক ব্রহ্মচারী কে পাঠানো হত ক্লাস নিতে । সে বেচারা নালে ঝোলে একশা । গোটা বইটার একটাই লাইন দেখছি আজো মনে আছে । গালিবের লেখা ,জরাথ্রুস্ত ধর্ম নিয়ে : ওয় বাগ তাজা কুন ঈ দীন এ জরথস্তি / এ কানুন কী লালা ,অহর আফরখত আতশ এ নিমরোজ ।এটা ফুটনোটে ছিল । বাকি সব ভুলে মেরে দিয়েছি ।
  • Tim | 188.91.253.21 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:১০628540
  • এককের লবজে গালিব, ব্যাপ্পক লাগছে
  • ঐশিক | 133.252.160.213 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৩০628551
  • ওই বইটায় মেরুন রঙের মলাট ছিল, আমিও ভুলি নি, ৮ কেলাস পর্যন্ত ওই অত্যাচার চলেছিল, শেষে ৯ এও ছিল, কিন্তু ওটা টোটাল মার্কস এ নাকি যোগ হবে না, তাই খুব মস্তি পেয়েছিলাম
  • sm | 122.79.37.51 | ২২ জানুয়ারি ২০১৪ ১৬:০১628552
  • সিকি র আগের পোস্ট তা র মানে বুইলাম না। জন্মাষ্টমী, দেওয়ালি এগুলো তো উত্সব।এখানে তো মন্ত্রচারণ বা পুজো আচ্চা হচ্ছে না। নমাজ এর সাথে গুলিয়ে ফেললে চল বে কেন? বরঞ্চ বলতে পারেন ঈদ উত্সব পালন করলে ভালো হয়। কারণ বহু স্কুল এ হু হা করে বড়দিন পালন করা হয়। মনে হয় ঐসব স্কুল এ মুসলিম ছাত্রছাত্রী র সংখ্যা খুব সীমিত তাই কতৃপক্ষ গা করে না।
  • সিকি | 135.19.34.86 | ২২ জানুয়ারি ২০১৪ ১৬:২১628553
  • হ্যাঁ, নামাজ বলতে ঈদ, মিলাদ উল নবী ইত্যাদির কথাই বলছিলাম।

    ইশকুলে ক্রিশ্চান ছাত্রছাত্রী আরও সীমিত। বরং বেশি আছে শিখ, জৈন। মহাবীর জয়ন্তী বা গুরপরবও পালন করা হয় না।

    জন্মাষ্টমী দেওয়ালি শুধু উৎসব নয়, ধর্মীয় উৎসব। মন্ত্রোচ্চারণ স্কুলে হয় না, লোকের বাড়িতে হয়।
  • sm | 122.79.38.20 | ২২ জানুয়ারি ২০১৪ ১৬:২৮628554
  • আম্মো তো ওগুলো কে উত্সব হিসেবেই দেখি। দেওয়ালি পালন হয় আর বড়দিন বা শিখ দের উত্সব পালন কেন হয় না; তা হলো একান্ত ভাবেই ওই স্কুল গুলোর ম্যানেজিং কমিটির বদামি।
  • !! | 79.210.249.226 | ২৩ জানুয়ারি ২০১৪ ০০:২১628555
  • আমাদের মত সিউডো-সেকুলারদেরদের নিয়ে এইটেই সমস্যা, বুইলেন, সে। আমাদের ধর্ম, উৎসব আর মন্ত্রোচ্চারণের অনুষ্ঠান প্রত্যেকটা আলাদা বিষয়, এইনিয়ে কোনো স্বচ্ছ ধারনা নেই, শুধু চাট্টি বাজে বকা।
    নামাজ পড়া শিখতে গেলে মাদ্রাসাতে ভর্তি হলেই হয়। রামকৃষ্ণমিশনে কে পড়তে বলেচে?
    আর, সত্যি তো, মুসলিমরা কি বাইরে থেকে আসে নি নাকি? ইসলাম কি কি শাক্যসিংহের বা মহাবীরের ধর্মের মত ভারতে উদ্ভুত ধর্ম নাকি? কিসে আর কিসে... যত্তসব!
  • Dibu | 118.23.96.158 | ২৪ জানুয়ারি ২০১৪ ২২:০৩628508
  • http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/new-nursery-admission-rules-flouted-brazenly/article5612398.ece

    If you’re an alcohol-guzzling, cigarette-smoking, non-vegetarian parent of a child just about ready to enter school, then the chances of your child landing the coveted nursery seat might be lower than that of a child born to a teetotaller, non-smoking, vegetarian parent. Mystified? Read on.
    ...
    “The school responsible for giving additional points to children with parents who are vegetarians and teetotallers is a minority institution. The Delhi High Court did rule recently that minority institutions are allowed to add some more criteria for admissions, however, this is plain ridiculous. How can the institution check if the parent is vegetarian or a non-vegetarian?” asked Sumit Vohra of admissionsnursery.com.
  • নির্মাল্য | 233.226.157.179 | ২৪ জানুয়ারি ২০১৪ ২২:৪৮628509
  • জগতের ধর্মগুরু মোটেই ভাটের বই ছিল না।
  • সিকি | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৫১628510
  • আচ্ছা, রামকেষ্ট মিশনে বুঝি তাইলে হিন্দু পুজোআচ্চা শেখার জন্য ভর্তি হতে হয়? ও ভি 'ভারতীয় সংস্কৃতি'র নামে?
  • S | 109.27.138.238 | ২৫ জানুয়ারি ২০১৪ ০০:০৬628511
  • অ। তাইলে রামকৃষ্ণ মিশন আর মাদ্রাসা একই লেভেলে।
  • S | 109.27.138.238 | ২৫ জানুয়ারি ২০১৪ ০০:০৭628512
  • আর ইংরাজি, ইন্টারনেট থেকে অনেক কিছুই তো বাইরে থেকে এসেছে। কিসে আর কিসে যত্তসব।
  • sm | 122.79.39.110 | ২৫ জানুয়ারি ২০১৪ ০১:০৭628513
  • দেখুন, রামকৃষ্ণ মিশন হলো একটি হিন্দু ধমীয় সংগঠন এর পরিচালিত স্কুল। সেখানে পঠন পাঠন একটু হিন্দু সংস্কৃতি ঘেসা হবে তাতে আশ্চর্য্যের কি আছে। আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট না। কিন্তু গ্রাম থেকে তুলে এনে মুসলিম দরিদ্র ছাত্র কে সমাজে সুপ্রতিষ্ঠ হতে দেখেছি; সৌজন্য রাম কৃষ্ণ মিশন। বহু ক্যাথলিক স্কুল এও একই ভাবে খ্রিস্ট ধর্ম থেকে ক্যারল গাইতে হয় বা বইবেল পড়তে হয়।
    আর ভারতীয় সম্স্কৃতি বলতে তো আমি সব ধর্ম কে গ্রহণ করার মানসিকতা কেই বুঝি।সরকারী ভাবে সব ধর্মীয় উত্সবএই ছুটি থাকে।কলকাতা, মুম্বাই প্রভৃতি শহরে যেমন উত্সাহ উদ্দীপনার সাথে বড়দিন পালন হয়, আমি বহু ইউরোপিয়ান খ্রিস্টান দেশেও দেখিনি।
    ধর্মীয় উদারতা দেখাতে কি আপনাকে স্কুল এ নমাজ পড়তে হবে নাকি? বরঞ্চ অন্য ধর্মের লোকের প্রতি সহনশীলতা কেই প্রকৃত সেকুলারিসম মনে করি। এক্ষেত্রে ভারতীয় আম জনতা অনেক পরিনতমনস্ক।
  • Blank | 69.93.240.45 | ২৫ জানুয়ারি ২০১৪ ০১:১৪628514
  • সেই আমজনতার জোয়ারে মোদী বাবু ভাসছে। দারুন সহনশীলতা
  • সিকি | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:০৯628515
  • সে আর বলতে? ধর্মীয় উদারতা দেখাতে ভোরবেলা উঠে ধুতি পরে সমোস্কিতে প্রার্থনা করতে হবে, নামাজ পড়তে হবে না। আর সেগুলোকে হিন্দু কালচার বলা যাবে না। বলতে হবে সনাতন ভারতীয় কালচার। :-)
  • !! | 79.210.251.155 | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:২৪628516
  • রাইট ইউ আর! সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি। যাঁরা নামাজ পড়েন, তাঁদের বেশীরভাগই নিজের ধর্ম নিয়ে গর্বিত। নামাজ পড়তে শেখার আগে ওঁদের এই নিজধর্মে শ্রদ্ধাটা শিখলেও তো পারেন!
  • Sibu | 118.23.96.158 | ২৫ জানুয়ারি ২০১৪ ১০:২৯628517
  • নিজধর্ম নিয়ে আমি খুবই গর্বিত। নাস্তিকধর্ম।
  • Sibu | 118.23.96.158 | ২৫ জানুয়ারি ২০১৪ ১০:৩১628519
  • বা আর একটু রিফাইনড ভাবে বলতে চাইলে স্কেপটিসিজম।
  • sm | 122.79.37.45 | ২৫ জানুয়ারি ২০১৪ ১০:৩৫628520
  • @সিকি, বুঝতে বোধয় ভুল হচ্ছে। রামকৃষ্ণ মিশন ,মিসনারী স্কুল, মাদ্রাসা এগুলো মূলত ধর্মীয় সংঘঠন দ্বারা পরিচালিত। তাই সমস্কৃত স্তোত্র পাঠ,বাইবেল পাঠ ও নমাজ যথাক্রমে এইসব স্কুল গুলো তে আবহমান কাল ধরে চলে আসছে। লোকজন সেসব জেনে শুনেই ছেলে মেয়ে দের ভর্তি করে। তাহলে পরবর্তী কালে এইসব ন্যাকা ন্যাকা উক্তি কেন?
    আপনি যদি কোনো সরকারী বা সরকারী অনুদান প্রাপ্ত কোনো স্কুল এ পড়ে থাকেন, সেখানে কি নিয়ম করে স্তোত্র পাঠ করতেন বা ধর্ম গ্রন্থ পড়তেন?
    এক মাত্র সরস্বতী পুজো অনুষ্ঠান হিসেবে, করা হয়। তাও সেটা থাকে ঘোষিত ছুটির দিন এবং পার্টিসিপেশন বাধ্যতা মূলক নয়। এখন স্বরস্বতী পুজো কে বেড়ে শালা হিসেবে দেখলে আমি নাচার।
  • S | 109.27.138.238 | ২৫ জানুয়ারি ২০১৪ ১১:২৫628521
  • ইস্কুলে হিন্দু (সনাতন) ধর্মের চচ্চা না করলে নিজধর্মে শ্রদ্ধা দেখানো যায়্না নাকি।

    @sm একটা কোস্নো আপনার জন্যে। এটা হঠাৎ মনে আসলো। কজন হিন্দু ঘরের ছেলে মাদ্রাসা তে পড়তে যায়? উল্টো এক্জ্যাম্পল কিন্তু ভুড়ি ভুড়ি।
  • sm | 122.79.36.1 | ২৫ জানুয়ারি ২০১৪ ১১:৩৮628522
  • @ S , আপনি উপরের কমেন্ট টি তে ঠিক কি বোঝাতে চাইলেন, হিন্দু লোকেরা কম উদার? এতে আমার কোনো মাথা ব্যথা নেই?
    আমি আমার উপরের ব্যক্ত্যব্য তে পরিস্কার করে দিয়েছি, লোকজন রামকৃষ্ণ মিশন এ ভর্তি করে জেনে শুনেই।
    পসন্দ আপনা আপনা!
    সরকারী স্কুল বা সরকারী অনুদান প্রাপ্ত স্কুল এ কোনো বাধ্য বাধকতা নেই।
    আমার প্রশ্ন কজন খ্রিস্টান ছেলে হিন্দু মতের স্কুল এ পড়তে যায়, কিন্তু উল্টো উদাহরণ ভুরি ভুরি।
    কি বুঝলেন, বুঝুন।
  • ন্যাড়া | ২৫ জানুয়ারি ২০১৪ ১১:৫৪628523
  • আজকাল লোকের "হিন্দু" শব্দ দেখলে বা শুনলে যে হাঁটুর ঠকঠকানি হচ্ছে সেটা এনজয় করছি। মোদিবাবু ক্ষমতায় এলে আরও হবে। তবে তার পরে কদ্দিন এনজয় করা যাবে বলা যাচ্ছে না।

    অ্যামেরিকার শহরে শহরে সব "বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন" আছে। কালচার করে তো ফাটিয়ে দিচ্ছে - কিন্তু সরস্বতী, লক্ষ্মী, দুগ্গো - সব পুজোয় ইয়েস। ঈদ-টিদ উদযাপনের কথাও ভুলেও মনে আনেন না। "ওসব তো বাঙালী পরব নয়, মুশলমান পরব।"
  • Arpan | 52.107.175.153 | ২৫ জানুয়ারি ২০১৪ ১২:০১628524
  • জলধরবাউদের মধ্যে তো মোদি সমর্থক বেশিই।
  • ন্যাড়া | ২৫ জানুয়ারি ২০১৪ ১২:০৩628525
  • আমিও ভাবছি মোদি-সমর্থক হয়ে যাব। ওদিকেই জল উঁচু।
  • cm | 127.247.112.157 | ২৫ জানুয়ারি ২০১৪ ১২:০৪628526
  • মুসলমানঘরের ছেলেরা মাদ্রাসা ছাড়া অন্য স্কুলে যায় কারণ ওটা আলাদা বোর্ড তাই। ভটচায্যিবাবু যদি মাদ্রাসার রিফর্ম করতে পারতেন তাহলে উল্টোটাও হতেই পারত। অবশ্য তখন অনেক উন্নতমনাই হৈ হৈ করে উঠতেন। কারণটাও পরিষ্কার, একদলকে মুখ্যু করে রাখার জন্যই ঐ মাদ্রাসা চলছে।
  • kc | 188.61.96.29 | ২৫ জানুয়ারি ২০১৪ ১২:০৬628527
  • হাপজলধরবাবুরা এই যেমন এই সাইটের হত্তাকত্তারা, তাঁরাও দুর্গাপুজো আর ঈদ পিঠোপিঠি থাকলেও স্পেশাল ইস্যু বার করেন পুজো স্পেশাল নাম দিয়েই। কিন্তু অন্যের পিছনে ছ্যাঁদা খুঁজতে কোনও ল্যাদ নাই।
  • ন্যাড়া | ২৫ জানুয়ারি ২০১৪ ১২:১০628528
  • না, সেটাতে খুব গোল নেই। কারণ সাইটের হত্তাকত্তারা সমগ্র বাঙালীর সাহিত্য-সংস্কৃতি ঠেকা ঘোষিতভাবে নেন নি। তুলনায় বলি "ফাইভ স্টার ক্লাব" পুজো করল না মহরমে তাজিয়া বের করল, তা নিয়ে মাথাব্যথা থাকার কথা নয়। কিন্তু "নিউ বেঙ্গলি অ্যাসোসিয়েশন" শুধু মহরম বা শুধু পুজো করলে অল্প মাথাব্যথা আছে।
  • kc | 188.61.96.29 | ২৫ জানুয়ারি ২০১৪ ১২:১৪628530
  • ও তাইলে ঠিক আছে। আমার কিরকম উল্টো ধারণা হয়েছিল, সমাজ সচেতনার চাপে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন