এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৩630864
  • লিখুন লিখুন। কঠিন কঠিন কোস্নো নিয়ে রেডি আছি।
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৪630875
  • আগে দুটো সোর্স দিই, পড়াশোনা করতে ইচ্ছে হলে দেখে/পড়ে নেবেন। আর নইলে এইখানে অল্প অল্প করে সামারি করে দেবো - বিটকয়েন ফর ডামিজ।

    http://bitcoin.org/en/ - আগে ভিডিওটা দেখুন, খুব গোদাভাবে বিটকয়েন সম্পর্কে দুচারকথা বলা রয়েছে।
    - খুব ডিটেইলসে জানতে চাইলে এই ম্যানুয়ালটা কাজে আসবে।
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৬630886
  • ধুর, আবার দিইঃ

    http://www.makeuseof.com/pages/download-virtual-currency-the-bitcoin-manual

    বেশি কঠিন কোশ্চেন করবেন না স্যার, সিকিউরিটি আমার ডোমেন নয়। ওই PKI অবধি জানি মাত্র।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৮630897
  • PKI?
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৫630908
  • প্রথম ব্যাপারটা হল যে ক্যাশ বা নগদ টাকা খুব ভালো জিনিস। মাঝখানে মিডিলম্যান নেই, ব্যাঙ্ক/পোস্টাপিস নেই, থমাস কুক বা ফোরেক্সের দোকান নেই, ক্রেডিট কার্ড এজেন্সী নেই। আইডেন্টিটি চুরিটুরি হয় না কো। পকেটে বা আলমারিতে নগদ টাকা (বা ডলার বা পাউন্ড হোয়াটেভার) রাখলে সেইটে চুরির ভয় থাকতে পারে - কিন্তু তার্জন্যে অনেক ব্যবস্থা নেওয়া যায়। সুদ পান না বটে, কিন্তু যখন খুশি তখন পকেট/আলমারি থেকে বের করতে পারেন।

    তো তারপর ইন্টারনেট বলে ব্যাপারটা হল। ওয়েব সার্ভিসেস জিনিসটা জনপ্রিয় হওয়ার পর তো ইন্টারনেট সার্ভিসেস রমরমা। ঘরে বসেই অঞ্জলি জুয়েলার্স থেকে গয়না কিনে ফেলতে পারেন বা ফ্লিপকার্ট থেকে বই। কিন্তু পয়সা দেওয়ার সময় হয় সেই ব্যাঙ্ক ট্রান্সফার করতে হয়, বা ক্রেডিট কার্ডে পয়সা দিতে হয়, আর নয়তো ক্যাশ-অন-ডেলিভারির সময়ে এটিএমে দৌড়তে হয়। আরামে শপিং হয় বটে, কিন্তু চাড্ডি ফ্যাঁকড়াও আছে।

    এর চেয়ে অনলাইন শপিং-এও যদি ক্যাশ ব্যাভার করা যেত? কেমন হত সেটা?
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১১630930
  • ইন্টারনেটে ক্যাশ ব্যাভার করতে পারলে বেশ হত। কোনো ব্যাঙ্ক নাই, মিডিলম্যান নাই, paypal নাই। আমার পয়সাকড়ি আমার কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যেই থাকে। আমি ইচ্ছেমত আমাজন থেকে বই কিনি বা ফ্লিপকার্ট থেকে অন্য কিছু কিনি - আর ওই ভাচ্চুয়াল ক্যাশ দিয়ে দাম দিই। ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়ার দিন মনে রাখতে হয় না, ব্যাটাচ্ছেলে ক্রেডিট কার্ড এজেন্সীগুলোকে সুদও দিতে হয় না। সুদ পাই না বটে, তাতে ভারি বয়েই গেলো।

    তা বিটকয়েন কী?

    বাংলা ডেফিনেশন হলঃ "BitCoin is a new, all-digital, peer-to-peer (p2p) currency, which can be used to replace cold, hard cash when buying and selling goods and services online."

    P2P টা আশা করি বোঝাতে হবে না। মোদ্দা কথাটা হল এই ডিজিট্যাল কারেন্সীটা কোনো ব্যাঙ্ক বা পোস্টাপিসে থাকে না, paypal-এর মত মিডিলম্যানও নেই। এই কারেন্সীটা ইন্টারনেটে অসংখ্য ইউজারের মধ্যে ছড়ানো আছে, সেই ইউজারদের মধ্যেই সরাসরি transaction হয়।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৩630941
  • ঠিক এখানেই প্রথম কোশ্নো। টাইম জিরোতে কি করে ঠিক হবে কার কাছে কত বিট্নুন থাকবে?
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৪630942
  • মানে ওই যেমন করে নেট থেকে গান/সিনিমা/বই ডাউনলোডানো হয় আরকি - অনেকটা সেরকম কনসেপ্ট। আমি আর আপনি নেটে peer, যেমন করে আপনার কম্পিউটার থেকে আমি সিনিমা নামাই, সেই রকম ফান্ডা।
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৮630865
  • সে আমাকেও দেখেশুনে বলতে হবে। অতটা ডিটেইলস এখনো জানি না।
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৮630866
  • বিটকয়েনের ক্ষেত্রে টাইম জিরো বলতে যখন প্রথম ব্লকটা (নাম জেনেসিস ব্লক) তৈরী হয়েছিলো - সেটা দেখতে এই রকমঃ

    http://blockexplorer.com/block/000000000019d6689c085ae165831e934ff763ae46a2a6c172b3f1b60a8ce26f

    এই কোশ্চেনটার আরো ভালো উত্তর পাবেন বিটকয়েন মাইনিং-এ যখন আসবো তখন। খুব গোদাভাবে, বিটকয়েন ব্যাপারটা আনলিমিটেড চলতেই থাকবে এরকম নয়। আপাততঃ হিসেব বলছে কোনো এক সময় ২১ মিলিয়ন বিটকয়েন সার্কুলেশনে থাকবে - সেইটাই হল লিমিট।

    আর এইটা হল সাতোশি নাকামোতো-র রেফারেন্স পেপারটাঃ

    http://article.gmane.org/gmane.comp.encryption.general/12588/

    এইগুলো আস্তে আস্তে লিখবো। আজ একটু জলদি বাড়ি যাবো, তাই আজ আর হবে না।
  • ভাস্কো দা গামা | 220.212.228.226 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৬630867
  • যাক কেউ আর আনবাউন্ডেডলি বড়লোক হতে পারবেনা।
  • b | 132.164.42.71 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৭630868
  • এই টইটা খুব কাজে লাগবে, খোলার জন্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, বিটকয়েনের গ্যারান্টি কে দেয়? মানে টাকার গ্যারান্টি আমাদের দেশের রিজার্ভ ব্যান্ক দেয়, আর ড্লারের গ্যারান্টি দেয় আমরু দেশের ফেডারাল রিজার্ভ। বিটকয়েনের কি এরকম কোন ইন্টারনেট ব্যান্ক আছে? ওদিকে কয়েকদিন আগে দেখ্লাম আমাদের রিজার্ভ ব্যান্ক বিটকয়েন রাখতে না করেছে!
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৮630869
  • কিন্তু কি করে ঠিক হবে প্রথমে কার হাতে কত বিটকয়েন থাকবে। সেটা না বুঝলে তো পুরো ব্যাপারটা বুঝতে অসুবিধে হবে।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৯630870
  • b এর কোস্নোটা আরো ভাইটাল।
  • ভাস্কো দা গামা | 220.212.228.226 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৭630871
  • পাবো কোথায় এই টাকা? এমনি ক্যাশ দিয়ে কিনতে পারবুনি। ছেলে পিলের হোমওয়ার্ক করে পেতে পারি?
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৮630872
  • এই প্রশ্নগুলোর উত্তর *হয়তো* পাবো বিটকয়েন মাইনিং-এ। দেখা যাক পারি কিনা।

    তবে হ্যাঁ - ব্যাঙ্ক গ্যারান্টী বলে কিছু নেই। কিন্তু ফ্রড বা ডাবল ট্র্যানজাকশন ঠেকানোর জন্যে "ব্লক-চেইন"-এর কনসেপ্ট আছে যেখানে সিগনেচার এবং এনক্রিপশন দিয়ে জাল বিটকয়েন ঠেকানো সম্ভব। যদিও, এখনো অবধি ফুলপ্রুফ নয় নিশ্চয়, কারণ কয়েকটা জায়গায় বিটকয়েন বন্ধ হয়ে গেছে।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩০630873
  • আরো একটা ব্যাপার আছে। এই নেটওয়ার্ক চালাতে তো একটা খরচ আছে। কি করে সেটা তোলা হবে?
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৩630874
  • সাতোশি নাকামোতো-র পেপারের অ্যাবস্ট্র্যাক্টঃ

    Digital signatures provide part of the solution, but the main benefits are lost if a trusted party is still required to prevent double-spending. We propose a solution to the double-spending problem using a peer-to-peer network. The network timestamps transactions by hashing them into an ongoing chain of hash-based proof-of-work, forming a record that cannot be changed without redoing the proof-of-work. The longest chain not only serves as proof of the sequence of events witnessed, but proof that it came from the largest pool of CPU power. As long as honest nodes control the most CPU power on the network, they can generate the longest chain and outpace any attackers. The network itself requires minimal structure. Messages are broadcasted on a best effort basis, and nodes can leave and rejoin the network at will, accepting the longest proof-of-work chain as proof of what happened while they were gone.

    এইটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করে দেখি।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৬630876
  • মুশকিল আরো একটা আছে। বিটকয়েন শুনলাম মার্কেটে চড়া দামে বিক্কিরি হচ্ছে। এবারে কেউ সেটা চুরি করে মার্কেটে বিক্কিরি করে দিলো। সেটাকে কি ক্রাইম বলে কনসিডার করবে?
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৩630877
  • আগের পোস্টে গ্যারান্টী নিয়ে যেটা লিখেছিলাম সেইটা হল ওই ডিজিট্যাল সিগনেচার। কিন্তু নাকামোতোর বক্তব্য হল যদি একটা সেন্ট্রাল ট্রাস্টেড পার্টি রাখতেই হয়, তাহলে এই ইন্টারনেট ক্যাশ ব্যাপারটার আসল ইউএসপি-টাই নষ্ট হয়ে যাবে। এঁদের প্রোপোজাল হল পিটুপি সিস্টেম ব্যবহার করে ডাবল বা মাল্টিপল স্পেন্ডিং বন্ধ করা।

    সমস্ত transaction-এর একটা নেটওয়ার্ক টাইমস্ট্যাম্প থাকবে, সেইটা ধরে সমস্ত transaction-কে হ্যাশ (একটা কম্পিউটার ফাংশন, h(x) = y ধরুন, যেখানে x-এর ওপর হ্যাশ ফাংশন h অ্যাপ্লাই করলে সবসময়েই y পাওয়া যায়) করে একটা চেইন বানানো - বা একটা বড় রেকর্ড বানানো - যেটাকে আর্বিট্রারিলি বদলানো যাবে না। বদলাতে গেলে ওই শুরু থেকে পুরো কাজটা ফের নতুন করে করতে হবে।

    এইবার এখানে একটা বড় অ্যাজাম্পশন আছে - যতক্ষন অবধি সৎ লোকজন নেটওয়ার্কটাকে কন্ট্রোল করবে বা মেজরিটি সিপিইউগুলো সৎ (অর্থাৎ, সিপিইউগুলোর মালিকেরা সৎ) ততক্ষণ অবধি এরা সমস্ত "অ্যাটাকার"-দের ঠেকিয়ে রাখতে পারবে। মূল আইডিয়াটা ওপেন সোর্সের সাথে মিলে যায় - ওই যে সেই একবার লিখেছিলাম - ওপেন সোর্স হল সেই মিলিটারি জেনারেলের মত যিনি তাঁর যুদ্ধের প্ল্যান বন্ধু/শত্রু সকলের সামনে খোলা পাতার মত রেখে দেন - শত্রুরা সেই প্ল্যান দেখে কাউন্টারপ্ল্যান করতেই পারে বা লুপহোলগুলোকে এক্সপ্লয়েট করার চেষ্টা করতেই পারে, কিন্তু বন্ধুরা সবসময়েই সেই লুপহোলগুলোকে বন্ধ করার চেষ্টা করবে।

    নাকামোতোর ডিজাইন পেপারটা পুরোটা না লিখলে টেকনিক্যালি প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে না। সুতরাং, এট্টু ধৈর্য্য প্লিজ।
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৫630878
  • S-এর লাস্ট প্রশ্নের উত্তরে - দুমদাম চুরি করতে পারবে বলে মনে হয় না, কারণ সমস্ত transaction তাদের টাইমস্ট্যাম্পসহ রেকর্ড হয়ে একটা চেইন বানায় - তার সবকটা নোড ডিজিট্যালি সাইনড - এইটাকে বদলাতে গেলে পুরো চেইনটা শুরু থেকে তৈরী করতে হবে।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৯630879
  • তার মানে কি এটা ধরে নেবো যে বিটকয়েন থেফ্ট হবে না। কারণ সেটা হলে কিন্তু একেবারেই অন্য লেভেলে ভ্যালুয়েশন হবে।
  • ওয়াগন ব্রেকার | 125.112.74.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৪630880
  • সেইটা তো টেকনিক্যালি জিনিসটা বুঝে তারপর অ্যানালাইজ করতে পারবো। আমি কিন্তু পড়তে পড়তে বোঝার চেষ্টা করছি। আগে একটা গোদা গোদা আইডিয়া ছিলো, ডিজাইন পেপারটা এই প্রথমবার পড়ছি। সাথে বাকি রেফারেন্সগুলোও। আমারও একটা স্বার্থ আছে - কোনোভাবে এইটা কাজে লাগানো যায় কিনা জানা। তা নিজে যা বুঝছি সেইটা শেয়ার করছি আরকি, যাতে ক্রস-ভেরিফাই করা যায় ঃ-)
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৭630881
  • প্রবলেমটা আমি আরো খোলশা করে বলি। বিটকয়েন একটা ডিজিটাল কারেন্সি যেটা প্রাইভেট নেটওয়ার্কে ইউজ হচ্ছে। কিন্তু ধরা যাক এই কারেন্সি গভ লেজিটিমাইজ করলো না। কিন্তু মার্কেটে এটা অন্য লেজিট কারেন্সির সাথে এক্সচেন্জেবল। এবারে কেউ যদি খুব কম টাইমের জন্যেও কোনো ভাবে বিটকয়েন চুরি করে সেটাকে মার্কেটে বিক্রি করে দিতে পারে। তাহলে সেই চুরি কিন্তু ক্রাইম হবে না। সেই জন্যেই সিকিউরিটি হবে বিট্নুনের অ্যাসিড টেস্ট। আরো লিখতে থাকুন।
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৪630882
  • "ওপেন সোর্স হল সেই মিলিটারি জেনারেলের মত যিনি তাঁর যুদ্ধের প্ল্যান বন্ধু/শত্রু সকলের সামনে খোলা পাতার মত রেখে দেন - শত্রুরা সেই প্ল্যান দেখে কাউন্টারপ্ল্যান করতেই পারে বা লুপহোলগুলোকে এক্সপ্লয়েট করার চেষ্টা করতেই পারে, কিন্তু বন্ধুরা সবসময়েই সেই লুপহোলগুলোকে বন্ধ করার চেষ্টা করবে।"

    এই জায়গা টা ভালনারেবল ঠেকলো । আমি জেনেরাল হলে ওপেন সোর্সের মধ্যেই এন্ক্রিপ্তেদ ডেটা রাখব যার দিক্রিপ্ষণ লজিক শুধু আমার ফিল্ড মার্শাল দের কাছে থাকবে । আমি টেররিস্ট হলে ওপেন সোর্স প্রেফার করব ইমার এন্ক্রিপ্তেদ এটাক সিগনাল পাঠাতে । কাজেই ব্যাপারটা ঠিক খুললাম-খুল্লা এরকম না ।

    এই প্রশ্নটার উত্তর পেলে পরের প্রশ্ন আসবে বিত্কয়েন ব্যবস্তার মধ্যে দিয়েই আমি যদি সুদ নিয়ে রুক্কা ফোন সিস্টেম চালাই তাহলে কে আটকাবে বা আরও প্যাচালো জোচ্চুরি মাথায় আসছে পরে লিখছি ।
  • wagon breaker | 192.66.2.202 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৩630883
  • ওপেন সোর্স কোডের মধ্যে এনক্রিপ্টেড ডেটা কোথা থেকে এলো? আর এনক্রিপ্ট করলে সেটা ওপেন সোর্স কোড হল না। বুঝভুম্বুল হয়ে গেলাম!!!
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৬630884
  • ওই উদাহরণ থেকেই এসেছে । "ওপেন সোর্স কোড " তাই শুধু ওপেন সোর্স ধরলে "যুদ্ধের প্ল্যান" তার মধ্যে আসেই না । যদি আসে তাহলে সেটা র ডেটা । র ডেটা আবার এনক্রিপ্ট না করার কী আছে । লক্ষ লক্ষ ডেটা লোকের সামনে দিয়ে বয়ে যাচ্ছে ।তারা তাদের মতমানেবুঝ্ছে । আবার যে পড়ার সে তার মত করে পড়ছে । বিদঘুটে মোর্স কোড লেখার দিন আর নেই । ওপেন সোর্স মানে কোড ওপেন ইটা নিয়ে কোনো তর্ক নেই। প্ল্যান বললেন বলেই অদ্ভূত লাগলো ।প্ল্যান তো ডেটা । ডেটা এনক্রিপ্ট করা কোনো বড় গল্প না ।
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০২630885
  • তবে মনে হয় "যুদ্ধের প্ল্যান " টা ডেটা নয় , সিস্টেমের কোডিং ,আর্কিটেকচার সব ওপেন এই সেন্স এ বলা । সেক্ষেত্রে আর লিটেরালি নিচ্ছিনা :)
  • wagon breaker | 192.66.4.39 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৭630887
  • ওটা একটা পুরনো মেটাফর যা ওপেন সোর্সের ক্ষেত্রে ব্যবহার হয়। আর একটা আছে - গিভেন এনাফ আইবলস অল বাগস আর শ্যালো।

    এগুলো লিটারেলি নেওয়ার নয় তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন