এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 132.164.224.163 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:১০630888
  • ডবল স্পেন্ডিং কাকে বলে জানতাম না। গুগল করে যা বুঝলাম, আমার কাছে একটা বিটকয়েন থাকলে সেটা দুজনের কাছে চালানোকে বলে ডবল স্পেন্ডিং। তাই তো?

    কিন্তু আমার প্রশ্নটা ঠিক সেটা ছিলনা, আমি জানতে চাইছিলাম বিট্কয়েনের মূল্যের কোন ব্যান্ক গ্যারান্টি থাকে কিনা। ধরা যাক আমি ফ্লিপকার্ট থেকে একটা বই কিনতে চাই দুই বিটকয়েন দিয়ে, এবার বিটকয়েনের এই মূল্যের কোন গ্যারান্টর আছেকি? দুটাকার মূল্যের গ্যারান্টর যেমন আমাদের রিজার্ভ ব্যান্ক - নোটের ওপর গভর্নরের সই আর প্রমিস থাকে। বিটকয়েনের এরকম কোন গ্যারন্টর না থাকলে কেউ বিটকয়েন নিতে চাইবে কেন? আজ অবধি যতরকম 'টাকা' বেরিয়েছে, পাথরের টুকরো থেকে নোট, সেগুলোর সবারি কেউ না কেউ গ্যারন্টর ছিল/আছে - রাজা বা দেশের সেন্ট্রাল ব্যান্ক। এই গ্যারান্টর না থাকলে একটা টাকা কিভাবে চালানো হবে সেটা মাথায় ঢুকছেনা।
  • Arpan | 126.202.178.222 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৪630889
  • বোধির কোশ্নটা আমারো। ইনফ্যাক্ট এটা জানতে চেয়েই সেদিন ভাটে প্রসঙ্গটা তুলেছিলাম।

    টই শুরু করার জন্য অজ্জিতকে থ্যাংকু।
  • ওয়াগন ব্রেকার | 24.96.123.147 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৮630890
  • হুঁ, বুঝলুম।

    অ্যাকচুয়ালি, আমাকে টেকনোলজিটা বেশি ফ্যাসিনেট করে বলে আমি সেই দিক থেকে শুরু করেছি। অ্যাপ্লিকেশনের দিকটা একটু দেখে বলতে হবে। এইটা চিরাচরিত সমস্যাঃ-)
  • ওয়াগন ব্রেকার | 24.96.123.147 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩১630891
  • কিছু প্রশ্নের উত্তর হয়তো এখানে পাওয়া যাবে -

    https://en.bitcoin.it/wiki/FAQ#Economy
    https://bitcoin.org/en/faq

    দ্বিতীয় লিঙ্কে লিগ্যাল আর ইকোনমি সেকশনটা দেখুন।
  • ওয়াগন ব্রেকার | 24.96.123.147 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৩630892
  • প্রথম লিঙ্কটা থেকে কয়েকটা অংশ কপি করে দিই -

    How can I get bitcoins?

    There are a variety of ways to acquire bitcoins:

    * Accept bitcoins as payment for goods or services.
    * The most common way to buy bitcoins are the Bitcoin Exchanges
    * There are several services where you can trade them for traditional currency.
    * Find someone to trade cash for bitcoins in-person through a local directory.
    * Participate in a mining pool.
    * If you have a lot of mining hardware, you can solo mine and attempt to create a new block (currently yields 25 bitcoins plus transaction fees).
    * Visit sites that provide free samples and offers.

    Will I make money by installing the client?

    Most people who use Bitcoin don't earn anything by doing so, and the default client has no built-in way to earn Bitcoins. A small minority of people with dedicated, high-performance hardware do earn some Bitcoins by "mining" with special software, but joining Bitcoin shouldn't be construed as being the road to riches. Most Bitcoin users get involved because they find the project conceptually interesting and don't earn anything by doing so. This is also why you won't find much speculation about the political or economic repercussions of Bitcoin anywhere on this site: Bitcoin developers owe their dedication to the project's intellectual yieldings more than to those of a monetary nature. Bitcoin is still taking its first baby steps; it may go on to do great things but right now it only has something to offer those chasing conceptually interesting projects or bleeding edge technology.

    As an investment, is Bitcoin a sure thing?

    Bitcoin is a new and interesting electronic currency, the value of which is not backed by any single government or organization. Like other currencies, it is worth something partly because people are willing to trade it for goods and services. Its exchange rate fluctuates continuously, and sometimes wildly. It lacks wide acceptance and is vulnerable to manipulation by parties with modest funding. Security incidents such as website and account compromise may trigger major sell-offs. Other fluctuations can build into positive feedback loops and cause much larger exchange rate fluctuations. Anyone who puts money into Bitcoin should understand the risk they are taking and consider it a high-risk currency. Later, as Bitcoin becomes better known and more widely accepted, it may stabilize, but for the time being it is unpredictable. Any investment in Bitcoin should be done carefully and with a clear plan to manage the risk.
  • ওয়াগন ব্রেকার | 24.96.123.147 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫১630893
  • এবারে আবার একটু টেকনিক্যাল ব্যাপারে ফিরি।

    বিটকয়েন কী করে তৈরী হয়?

    এইখানেই বিটকয়েন মাইনিং ব্যাপারটা আসে - এই মাইনিং করেই বিটকয়েন তৈরী হয়। অনেকটা বিদেশের র‌্যাফল ড্র-এর মত - যে কম্পিউট নোডগুলো এই মাইনিং প্রসেসের মধ্যে রয়েছে, তারা কিছু বিটকয়েন পায় (খনি থেকে হীরে বের করার মত) যখন কোনো একটা ম্যাথেম্যাটিক্যাল প্রবলেম তারা সল্‌ভ করে। তখন একটা "ব্লক" তৈরী হয়, যেটা ওই যে কাজটা করলো, তার প্রমাণ। আর এর কমপ্লেক্সিটিটা নেটওয়ার্কের ক্ষমতার ওপর বদলায়। আইডিয়ালি, প্রতি চার বছরে তৈরী হওয়া বিটকয়েনের সংখ্যা তার আগের চার বছরের অর্ধেক হয়। এই হিসেবটাও উইকির লিঙ্কে রয়েছেঃ

    A maximum of 10,499,889.80231183 bitcoins were created in the first 4 (approx.) years from January 2009 to November 2012. Every four years thereafter this amount halves, so it should be 5,250,000 over years 4-8, 2,625,000 over years 8-12, and so on. Thus the total number of bitcoins in existence can never exceed 20,999,839.77085749 and counting.
  • ওয়াগন ব্রেকার | 24.96.123.147 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৩630894
  • বাই দ্য ওয়ে, এই বি বোধি/হনু হয় মনে হয়। অপ্পন গুলাইসে।
  • Arpan | 52.107.175.147 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭630896
  • গুলাই নাই। এয়ারও বোধি লাভ হইসে।
  • lcm | 118.91.116.131 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭630895
  • আজকের রেট ---
    1 bitcoin = $640 (USD)
  • ওয়াগন ব্রেকার | 24.96.123.147 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩২630899
  • তো যা বলছিলাম -

    নাকামোতোর বক্তব্য হল ইন্টারনেটে ই-কমার্সের ক্ষেত্রে সমস্ত রকম ফিনান্সিয়াল ট্র্যানজাকশনের সময় একটা বা একাধিক ট্রাস্টেড থার্ড পার্টির দরকার পড়ে পেমেন্ট প্রসেস করার জন্যে। সেটা কখনো ব্যাঙ্ক, কখনো ক্রেডিট কার্ড এজেন্সী, কখনো পে-পাল-এর মত সংস্থা। এটা কাজ করে ভালোই, কিন্তু এই ট্রাস্ট-নির্ভর মডেলের কিছু ইনহেরেন্ট সমস্যা আছে। পুরোপুরি নন-রিভার্সিবল ট্র্যানজাকশন আদৌ সম্ভব নয়, কারণ ফিনান্সিয়াল সংস্থাগুলোকে ডিসপিউটের ক্ষেত্রে মিডিয়েট করতে হয় - তার আবার একটা খরচ আছে (ডাইরেক্ট না হলেও)। ছোটখাট ট্র্যনজাকশনের ক্ষেত্রে এর এফেক্টটা বেশি। যেহেতু রিভার্স করার সম্ভাবনা থাকে, তাই ট্রাস্টেড পার্টির ওপর ডিপেন্ডেন্সী বাড়ে - এইটাকে বাদ দিয়ে প্র্যাক্টিক্যালি কিছুই হয় না।

    তো এইজন্যে নাকামোতোর দাবি হল একটা ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম দরকার যাতে এই ট্রাস্টেড থার্ড পার্টির ওপর ডিপেন্ডেন্সী না থাকে। বরং ট্রাস্টেড পার্টির বদলে ট্র্যানজাকশনের মধ্যে ক্রিপ্টোগ্রাফিক প্রমাণ যদি রেখে দেওয়া যায় তাতে দুটো ইচ্ছুক পার্টি নিজেদের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নিতে পারবে ট্রাস্টেড থার্ড পার্টিকে বাদ দিয়ে। ট্র্যানজাকশনটা যদি এমন হয় যেটাকে কম্পিউটেশনালি রিভার্স করা সম্ভব নয়, তাইলে যে ব্যক্তি বিক্রি করছে তাকে জালিয়াতির জন্যে ভুগতে হবে না।

    এই অবধি আমার আপত্তি নাই। কিন্তু ক্রেতা সুরক্ষার জন্যে নাকামোতোর বক্তব্য হল রুটিন এসক্রো ইমপ্লিমেন্ট করা। এসক্রো বলতে আমি যা বুঝলুম সেটা হল একটা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টির কাছে টাকাটা জমা রইলো। দুপক্ষই যখন ট্র্যানজাকশনটা নিয়ে খুশ, তখন টাকাটা বিক্রেতার কাছে পৌঁছে গেলো।

    কিন্তু এতক্ষণ যে এই ট্রাস্টেড থার্ড পার্টিকে বাদ দেওয়ার কথা হচ্ছিলো? এক্ষেত্রে এই এসক্রো বস্তুটি শুধু জমা রাখছে, মিডিয়েশনের কাজ করছে না, ডিসপিউট নেই যেহেতু ট্র্যানজাকশনটা রিভার্সিবল নয়। তাই বলতে চাইছেন কী? হতে পারে।
  • lcm | 118.91.116.131 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৭630900
  • এখানে বাড়ি কেনাবেচার সময় এসক্রো-কে চেক লিখতে হয়, থার্ড পার্টি।
  • ওয়াগন ব্রেকার | 24.96.123.147 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৩630901
  • একটা ইলেক্ট্রনিক কয়েন হল একটা ডিজিট্যাল সিগনেচারের চেইন। একজন ওনার কয়েনটা পরের জনকে ট্রান্সফার করে আগের ট্র্যানজাকশন ব্লক আর যাকে ট্রান্সফার করছে তার পাবলিক কী-এর একটা হ্যাশড বস্তুর ওপর নিজের ডিজিট্যাল সিগনেচার লাগিয়ে।

    মানে ধরেন আমার কাছে একটা ট্র্যানজাকশন ব্লক (বা কয়েন) আছে - K। আমি অপ্পনকে সেটে দিতে চাই, অপ্পনের পাবলিক কী হল P। তো আমি একটা হ্যাশ ফাংশন দিয়ে এই দুটোর ওপর কিছু একটা বানাবো। হ্যাশ ফাংশনটা ধরুন h, তাইলে

    h(K,P) = T

    এবার এই T-এর ওপর আমি ডিজিট্যালি সাইন করলাম - সাধারণতঃ সেটা আমি আমার প্রাইভেট কী (Q) দিয়ে করবো, অর্থাৎ -

    Q(T) = K' - এখানে K' বলে একটা নতুন ট্র্যানজাকশন তৈরী হল, এবং আমার প্রাইভেট কী না জানলে কেউ সেইটা রিভার্স করতে পারবে না। সবাই আমার পাবলিক কী জানে, কিন্তু সেইটা দিয়ে উল্টোদিকে যাওয়া যায় না - এইটা ম্যাথেম্যাটিক্যালি প্রুভড। বিশদে জানতে চাইলে PKI ব্যাপারটা একটু দেখে নিতে হবে।

    স্কীম্যাটিক্যালি বুঝতে হলে এই ছবিটা দেখুন -

  • lcm | 118.91.116.131 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৮630902
  • বাহ্‌, তো এই হল গিয়ে ভেতরের ব্যাপার।
    থ্যাংক্‌স।
  • Arpan | 52.107.175.153 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৭630903
  • বুঝলুম। আরেকটা জিনিস জানতে চাই। ধর আমি বিটকয়েন কিনতে চাই। কার থেকে কিনব?
  • wagon breaker | 192.66.4.158 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৮630904
  • ঐ যে, কয়েকটা উত্তর কপি করে দিলুম - ওতে আছে। হয় তুমি এক্সচেঞ্জ থেকে কিনতে পারো, বা অন্য লোকের কাছ থেকে, বা মাইনিং করে পেতে পারো। আমার মেয়ে এখন কম্পুতে ফ্রোজেন দেখেছে, দুপুরে ঘুমোলে আবার লিখতে পারবো।
  • Arpan | 52.107.175.153 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩২630905
  • না না, পড়ে দেখি আগে। মোবাইল থেকে লিখছিলাম বলে লিংগুলো খুলিনি।
  • Abhyu | 85.137.0.254 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৪630906
  • পড়া হল?
  • Paramita | 177.220.26.199 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৫630907
  • ওয়াগন ব্রেকার কি অরিজিৎ?
  • Paramita | 177.220.26.199 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৪630909
  • বিটকয়েন মাইনিংটা নিয়ে আরেকটু লেখো। কি ধরণের প্রবলেম, কিভাবে সলভ করে। আমি কি রিসোর্স দেব আর সেখানে ইন্টেনসিভ ওয়ার্কলোড রান করবে নাকি আমায় বসে বসে চিন্তা ভাবনা করে কোনো সলিউশান বের করতে হবে।
  • ঘোড়ার ডাক্তার | 125.112.74.130 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫২630910
  • একটু সামলে উঠি, তারপরে আবার লিখছি। তবে আমি কিন্তু ওই টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকেই লিখতে পারবো। ইকনমিক ফিজিবিলিটি সংক্রান্ত ফান্ডা আমার নাইঃ-(
  • Sibu | 118.23.96.158 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৩630911
  • মোটে ২১ মিলিয়ন বিটকয়েন যখন, তখন একটা সেন্ট্রাল অথরিটি থাকতেই বা অসুবিধা কি?
  • s | 182.0.249.87 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৪630914
  • আজকের তারিখে ১ বিটনুন = ৫৬৩ ইউ এস ডলার
    ২০১৩ মার্চ ছিল ১ ডলার মতো।
    ২০১৩ ডিসেম্বরে হল ১২০০ ডলারের বেশী।
    এখন একটু পড়েছে।
    http://blockchain.info/charts/market-price

    এতো শেয়ার বাজারের মতো দাম উঠছে পড়ছে। টাইম মেশিনে ২০১৩ গিয়ে কয়ক হাজার বিটনুন কিনে ডিসেম্বরে বেচে দিলেই আর এই কুলিগিরি করে খেতে হয় না।

    আর বিট্নুনের কোনো খুচরো হিসেব নেই? নয়ত একটা ২০ ডলারের বই কিন্তে গেলে ০.০৪৩৫৬২৭৭২৩৪৫৬ বিটনুন দিতে হলে তো হিসাব রাখা মুস্কিল।
  • Paramita | 177.220.26.199 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৩৮630915
  • কি ব্যাপার, মাইনিং-এর ব্যাপারটা জানা যাবে না? নইলে আবার নিজেকে লিংক পড়ে নিতে হয়।
  • Merci beaucoup, Monsieur Rémy | 125.112.74.130 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৬630917
  • মাইনিং-এর একটা লিঙ্ক দিই আগে - ভিডিও আছে একখানাঃ

    http://www.weusecoins.com/en/mining-guide

    জরুরী ডিঃ দেওয়া আছে এই সাইটে -

    please understand that most bitcoin users don't mine! Bitcoin mining is a business and very competitive one. Mining only makes sense if you plan to do it for fun and thus don't care if you make a profit, or if you can do it very efficiently and for a profit.
  • Merci beaucoup, Monsieur Rémy | 125.112.74.130 | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৫630920
  • হুঁ, আনন্দবাজার যে আদতে পাঁঠাদের আস্তাবল, সেটা এই লেখাগুলো প্রমাণ করে। "ওপেন সোর্স হওয়ার কারণে যে কেউ ফাঁকফোকর বের করে ফেলতে পারে..."
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন