এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হার্দিক অভিনন্দন

    Samik
    অন্যান্য | ১৩ আগস্ট ২০০৬ | ৪৩৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Samik | 125.23.79.160 | ১৩ আগস্ট ২০০৬ ১১:৩৪631316
  • খামখেয়ালি খেয়াল। ন্যাকা ন্যাকা ব্যাপার। অবশ্যপালনীয়, অবশ্যকর্তব্য।

    যে যেভাবে দ্যাখে। আমার জন্মদিনে ওমুকে ওমুকে উইশ করল না। মনের অবচেতনে একটা ছোট্টো অভিমান। কিংবা ধেড়ে বুড়ো হয়ে গেলাম, এসব করারই বা কী আছে? কেউ না জানলেই বাঁচি।

    জানাক, না জানাক। উইশ করতেও পয়সা লাগে না, না করতেও। এখানে বরং আমরা আমাদের জন্মদিন, বিবাহবার্ষিকীর দিন টুকে রাখি। মাঝে মাঝে উঁকি মেরে দেখে যাব, এ মাসে কার কার কী কী, সেই বুঝে উইশ করব কি করব না ভেবে দেখব।

    কোনও বাধ্যবাধকতা নেই। ইচ্ছে হলে এখানে দিতে পারো তারিখ, না হলে নয়।
  • Tina | 64.12.116.5 | ১৩ আগস্ট ২০০৬ ২০:২০631327
  • বাহ শমীক, এই টই টা বেশ হয়েছে। আমার জন্মদিন চলে গিয়েছে, ১৩ই জুলাই। প্রিয় দিনগুলোতে কেউ অভিনন্দন জানালে একটা বেশ ফুরফুরে ভাব আসে মনে। অনেকবছর এই দিনগুলো আসে যায় আর পাঁচটা দিনের মত, ভুলে ও যাই ঐ দিনগুলো যে একটু আলাদা অন্য দিনের থেকে। তখন হঠাৎ করে কেউ মনে করালে দারুণ ভালোলাগার একটা অনুভূতি চলে আসে মনে। ছোটোবেলায় জন্মদিনে একটা দু:খ হতো....ইশ কেন আমি তেরো তারিখটাতেই জন্মালাম....কেন হতে গেলাম unlucky thirteen। বড় হয়ে ঐদিন মনে পড়ে যখন, খুব হাসি পায়।
  • Juju | 218.208.111.10 | ১৬ আগস্ট ২০০৬ ০৮:৫২631338
  • আমার জন্মদিন একটা নয়, দু দুটো। অবাক হবার কিছু নেই, আমার বার্থ সার্টিফিকেট বলছে আমার জন্মদিন ১৫ই সেপ্টেম্বর, আর আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলছে আমার জন্মদিন ১৮ই জানুয়ারী!

  • b | 59.145.136.1 | ১৬ আগস্ট ২০০৬ ০৮:৫৪631349
  • দুটো জম্মোদিনে, কি মিল, কি মিল।
  • Samik | 202.131.141.197 | ১৬ আগস্ট ২০০৬ ১০:৫৮631360
  • অমন হয়। আমার বউয়ের আসলি জন্ম ১৭ মে, আর মাধ্যমিকের জন্ম ১৭ ডিসেম্বর। তখন জানুয়ারি থেকে সেশন শুরু হত কিনা।

    ইসে, আমার বিয়েবার্ষিকী ছেল পরশু ... ১৪ আগস্ট।
  • Juju | 218.208.111.10 | ১৬ আগস্ট ২০০৬ ১১:০৩631362
  • শমীক, অভিনন্দন ও শুভেচ্ছা। ইসে, কততম?
  • dam | 61.246.152.125 | ১৬ আগস্ট ২০০৬ ১১:১৯631363
  • শমীক,

    অভিনন্দন। অভিনন্দন। তোমার বিবাহবার্ষিকী আমরা প্রচুর চিকেন খেয়ে উদ্‌যাপন করেছি।
  • b | 59.145.136.1 | ১৬ আগস্ট ২০০৬ ১২:৫৬631364
  • একটা মুর্গী খাচ্ছি, পুরো টেরোড্যাকটাইল, কি শক্ত।
  • Arjit | 128.240.229.6 | ১৬ আগস্ট ২০০৬ ১৪:২৭631365
  • হেহে - শমিক পরাধীন হল আর পরের দিন দেশ স্বাধীন হল, আর তার পরের দিন আমি পরাধীন হলুম:-(( আট বচ্ছর হল আজ ঘানি টানছি...
  • vikram | 134.226.1.136 | ১৬ আগস্ট ২০০৬ ১৫:০৩631317
  • কনগ্র্যা শমীক।

    বিক্রম
  • Samik | 202.131.141.197 | ১৬ আগস্ট ২০০৬ ১৫:২৮631318
  • ওজ্জিতকে কনগ্র্যা।
  • Prantik | 213.68.11.198 | ১৬ আগস্ট ২০০৬ ১৫:৫৬631319
  • আমার টা এলো বলে। জন্ম - ২২ অক্টবর, বিবাহ - ১১ মার্চ ১৯৯৯। আমার বৌএর জন্ম দুবার (confirm করার জন্য বোধয়) - ১৬ এপ্রিল(আসলি), ১ লা জানুয়ারি(নকলি - সার্টিফিকেট)। ইয়ে, বিয়ের তারিখ এক ই।

    প্রান্তিক।

    পুন:: যাদের হয়ে গিয়েছে, তাদের belated ওংগ্র্যা।
  • Parolin | 213.94.228.210 | ১৬ আগস্ট ২০০৬ ১৬:০৬631320
  • আমার জম্মদিন ????
    9/11
    মা কালীর দিব্যি বলছি।
  • Arjit | 128.240.229.6 | ১৬ আগস্ট ২০০৬ ১৬:১৪631321
  • মার্কিনি হিসেবে না সাধারণ হিসেবে? মানে সেপ্টেম্বর না নভেম্বর?
  • Parolin | 213.94.228.210 | ১৬ আগস্ট ২০০৬ ১৬:১৯631322
  • মার্কিনি।
    সেপ্টেম্বার।
  • dam | 202.54.214.198 | ১৬ আগস্ট ২০০৬ ১৬:৫২631323
  • অজ্জিত,

    অভিনন্দন। অভিনন্দন। তোমারটা আমি আলুপোস্ত খেয়ে সেলিব্রেট করব।
  • Arjit | 128.240.229.6 | ১৬ আগস্ট ২০০৬ ১৭:০৪631324
  • আট কিলো আলু আর আট কিলো পোস্ত?
  • vikram | 134.226.1.136 | ১৬ আগস্ট ২০০৬ ১৮:০৯631325
  • অর্জিতকে কনগ্র্যা।

    বিক্রম
  • raatri | 59.93.197.81 | ১৬ আগস্ট ২০০৬ ১৮:৪১631326
  • শমীককে belated আর অর্জিতকে টাটকা অভিনন্দন!
  • Tina | 64.12.116.5 | ১৬ আগস্ট ২০০৬ ১৮:৫০631328
  • অরিজিৎ আর শমীক,
    বিবাহবার্ষিকী র জন্য অভিনন্দন। কিভাবে পালন করলে জানাও।

    পারোলিন,
    ঐ জন্মদিন নিয়ে এদিকপানে এলে আর দেখতে হবে না। ইমিগ্রেশন অফিসার তোমার পাসপোর্ট দেখেই ভ্রু কুঁচকে তোমার মুখের দিকে কট্‌মট করে তাকাবেন আর হেড টু ফুট বার কয়েক জরীপ করবেন :-)))

    আমার এক বন্ধুর ও জন্মদিন ঐ ৯/১১ তেই। আমার বরের জন্মদিন টা বেশ, ২৫শে ডিসেম্বর। আমি বলি ইনি দ্বিতীয়বার জন্মেছেন আমায় উদ্ধার করতে :-))
  • tania | 151.151.21.105 | ১৬ আগস্ট ২০০৬ ২২:০৯631329
  • এহ, এই টইটা মাসখানেক আগে খুললে না! পৃথিবীতে আমার আগমন জুলাই ২১। শাদি পয়লা বৈশাখ।
  • tan | 131.95.121.127 | ১৬ আগস্ট ২০০৬ ২২:৪৬631330
  • কেউ কিছু মনে করবে না, একটা কৌতূহল মাত্র। এই যে যাদের দুটো চাট্টে জন্মদিন, অনেক জালিকারবার করা আছে আর সেটা ওপেন সিক্রেট, তাদের ক্ষেত্রে কোন জন্মদিনটা ধরা হয় আসল?
  • dam | 61.246.149.104 | ১৬ আগস্ট ২০০৬ ২৩:২৮631331
  • নির্ঘাৎ আসল জম্মোদিনটাকেই লোকে মনে মনে মানে। কিন্তু আমার একটা অন্য কোচ্চেন আছে। এই দুটো জম্মোদিন ওয়ালাদের কি নকলটার জন্য কোন চোরচোর ভাব হয় মনে মনে? মানে দৌড়ে এসে টিকিট না কেটে ট্রেনে উঠে পড়লে যেমন হয় , সেরকম কিছু? দুই একজনে্‌ক জিগিয়েছিলাম। উত্তর তো দিলই না --- উল্টে বেদম খচে গেল। কি জ্বালা! গুরুর পাবলিক খচে না, তাই জিগানো।
  • tan | 131.95.121.127 | ১৬ আগস্ট ২০০৬ ২৩:৩৫631332
  • আমার প্রশ্ন আরো চটিয়ে দিতো বলে প্রশ্নগুলোই আর করিনি।
    প্রথমত এইভাবে জালি তারিখ বসিয়ে সার্টিফিকেট বের করাটাই তো বেআইনী! অথচ বিদুমাত্র অসুবিধা নেই আমাদের দেশে! লোকে বিনা বিবেক দংশনে করে যায়।
    (একটা ঘটনায় তো শুনেছিলাম একভদ্রলোক নিজে তিন ছেলেমেয়ের একই সঙ্গে জালি সার্টিফিকেট বার করেন,পর্যায়ক্রমে বয়স কমিয়েছিলেন,প্রথমজনের এক বছর দ্বিতীয়জনের দুবছর আর তৃতীয়জনের লাভ হয়েছে তিন তিনটে বছর!!!!)
    দ্বিতীয়ত আবার এর জন্য ভালো ভালো এক্সকিউজ ও অনেকের রেডি থাকে!
    আমি সেশন শুরুর সঙ্গে তারিখ জালি করার অজুহাতটার সম্পক্কটা ঠিক বুঝলাম না।
  • tan | 131.95.121.127 | ১৬ আগস্ট ২০০৬ ২৩:৪৭631333
  • হেভী খচে যাবে পাব্লিক।
    কিন্তু দোষ তো এদের না, এদের এইসব সাট্টিফিকেট যারা কায়দা করে জালি করেছেন, তাদের।

  • dam | 61.246.149.104 | ১৬ আগস্ট ২০০৬ ২৩:৫১631334
  • সেশান শুরুর কেসটা আমি জানি। আমাদের সময় পর্যন্তও অনেক স্কুলে নিয়ম ছিল ৬+ না হলে ক্লাস ওয়ানে নেবে না। আর কত যেন, ১৫ বোধহয় না হলে মাধ্যমিকে বসতে দেবে না। যাদের ফেব্রুয়ারী বা তার পরে ৬+ হবে তারা অনেকে বছর নষ্ট না করার জন্য বয়স কয়েক মাস বাড়িয়ে দিয়ে ভর্তি হত, মানে বাবা মায়েরা করত আর কি। আমার পরিচিত একজনের বাবা ভুল করে কয়েক মাসের বদলে দেড় বছর বাড়িয়ে ফেলেছিলেন। আর সেটা ঠিক করা প্রয়োজন মনে করেন নি। বেচারী পড়াশোনায়ও একটু দূর্বল ছিল। কিছুতেই কোন ক্লাসেই ঠিকঠাক পেরে উঠত না।

    কিন্তু এই বদলটা তো আসলে জালিয়াতি। কারণ জন্মতারিখ সর্বত্রই আইডেন্টিফিকেশানের জন্য অথেন্টিক একটা ডেটা বলে গণ্য করা হয়। অথচ লোকে কি অবলীলায় সেটা বদলে দেয়। হয়ত কিছুটা প্রাচীন অভ্যেস --- অর্থাৎ "সেই যে বছরে সাদা বাছুরটা হল সেই বছরে ছেলে হল" গোছের ঢিলেঢালা স্বভাব থেকেই শুরু হয়েছিল, কিন্তু তারপর তো লোকে জেনেবুঝেই এই কামটি করে।
  • tan | 131.95.121.127 | ১৬ আগস্ট ২০০৬ ২৩:৫৭631335
  • অনেকে উলটো করতো, বয়স কমিয়ে দিতো,হয়তো বাচ্চার বছরের মাঝামাঝি এই জুন জুলাইয়ে জন্ম, সার্টিফিকেটে পরের বছরের জানুয়ারী করে দিতো!
    কত রকম কায়দা যে মানুষে করে!
    ওনেস্টি আসলে শুধু অন্যের কাছে দাবী করে আর নিজেরা আহা ছপোষা মানুষ,এটুকু না করলে চলে? এই গোছের মানসিকতা।
    তাহলে অসাধু ব্যবসায়ী দুর্নীতিগ্রস্ত নেতা নিয়ে এত জ্বালাপোড়া কিসের?
    একই তো সব!
  • Samik | 61.246.82.229 | ১৭ আগস্ট ২০০৬ ০০:৩৮631336
  • বিয়েবার্ষিকী সেলিব্রেট করলাম কাপড় কেচে। ওয়াশিং মেশিং কিনলাম কিনা!

    আমার বাপ মা কেউই নিজেদের জন্মদিন জানে না। কখনও নাকি জানার দরকারই পড়ে নি।
  • tan | 131.95.121.127 | ১৭ আগস্ট ২০০৬ ০০:৪৬631337
  • এটা গুল। চাকরি করতে গেলে সার্টিফিকেট জমা দিতেই হয়, তাতে DOB থাকে।
    তাই জানার প্রয়োজন হয় নি কথাটা মান গেলো না, এক যদি না চাকরিবাকরি কিছু কোনোদিন করতে না হয়।
  • Samik | 61.246.82.229 | ১৭ আগস্ট ২০০৬ ০০:৫০631339
  • মা কে কোনওদিন চাকরি করতে হয় নি। বাবা জয়েনিং ডেটকেই জন্মদিন বলে চালিয়ে দিয়েছিল, তখন কোনও প্রমাণপত্র লাগত না।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন