এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • অ্যাটলান্টিসে প্রোফেসর শঙ্কু

    J
    বইপত্তর | ০৮ আগস্ট ২০০৬ | ১৯৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sayan | 160.83.72.212 | ১৩ নভেম্বর ২০০৮ ০১:১৫631802
  • অবিনাশবাবুর লেখার স্টাইল একটু আড়ষ্ঠ লাগছে। এল্‌স, নাইস ট্রাই।
  • Du | 67.111.229.98 | ১৩ নভেম্বর ২০০৮ ০১:২১631803
  • লিখুন অবিনাশবাবু। অধীর আগ্রহে অপেক্ষায়।
  • sayan | 160.83.72.212 | ১৩ নভেম্বর ২০০৮ ০১:৩৫631804
  • আরে আমি লিখতে মানা করিনি একটা আরেফাই দিলাম মাত্র। অবিনাশবাবু আপনি জমিয়ে লিখুন।
  • Paramita | 63.82.71.141 | ১৩ নভেম্বর ২০০৮ ০৩:০৬631805
  • পৃথিবীর ভাগ্যের কি হল? তারপর?
  • rawbanz | 69.141.44.187 | ১৩ নভেম্বর ২০০৮ ০৪:০৭631806
  • আটলান্টিস কোথায় গেলো?
  • aja | 207.47.98.129 | ১৩ নভেম্বর ২০০৮ ০৪:০৮631807
  • অবিনাশের শরীর এখনো খারাপ। রোজ এক প্যারাগ্রাফের বেশী লিখতে পারবে বলে মনে হয় না।
  • ke jaane | 203.122.26.2 | ১৩ নভেম্বর ২০০৮ ০৯:১৩631808
  • তিন্তিড়ি তিন্তিড়ি তিন্তিড়ি ...
  • Blank | 203.99.212.224 | ১৩ নভেম্বর ২০০৮ ১০:৪০631809
  • একটু আড়ষ্ঠতাটাই জমে যাবে কিন্তু। এটা অবিনাশবাবুর প্রথম চেষ্টা কিনা, তাও একটু কিন্তু কিন্তু ভাব নিয়ে লেখা ...
  • J | 193.8.106.40 | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:০৩631810
  • ভাই সায়ন্তন
    এরকম ওপেনলি কমিউনিকেট করে ফেললে আমার সঙ্গে? গুরুজনেরা তোমায় সমাজচ্যুত না করে বসেন। জান না আমার সঙ্গে দুর্ব্যবহার করা কিংবা ইগনোর করা কিংবা অন্যত্র গিয়ে আমায় খিস্তি করে এলেই সোনার ছেলে/মেয়ে হিসেবে গুরুসমাজে বিশেষ স্থান করে নেওয়া যায়? সমস্ত নিউকামারারই এসব মেনে চলছে, তা ওপেনলি স্বীকার করুক বা না করুক। অ্যাটলিস্ট মোড়লদের কাছ থেকে একটু অ্যাডভাইস নিলেও তো পারতে। সেসব না করে, তুমি এতবড়ো ভুল করে বসলে ভাই; ধম্মে সইবে তো?

  • siki | 203.122.26.2 | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:৪৬631812
  • তুমি তা হলে কিছু বেসলেস আদ্যোপান্ত ভুল ধারণা নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবে ঠিক করলে? বেশ বেশ।
  • J | 193.8.106.40 | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:৫১631813
  • তোমার সন্তানকে কেউ বেজম্মা বল্লে তোমার কেমন লাগত শমীক?
  • J | 193.8.106.40 | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:৫৫631814
  • হ্যাঁ ভুল ধারণা হলেই ভালো হতো। তবুও বমি পায়, ভয়ঙ্কর বমি পায় এই আপাত ভদ্র কমিউনিটিটি দেখলে।
  • siki | 203.122.26.2 | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:২৬631815
  • আমি সর্বনাম পছন্দ করি না যোষিতাদি।
  • J | 193.8.106.40 | ১৩ নভেম্বর ২০০৮ ১৫:৪৩631816
  • সর্বনামটা বুঝতে পারলামনা ভাই। আরেকটু গালি দিতে পারো। থ্যাঙ্কস।
  • Sayantan | 160.83.72.212 | ১৩ নভেম্বর ২০০৮ ২০:৩৩631817
  • যোষিতাদি,

    কিছু পুরনো থ্রেডে আপনি এই কথাগুলি আগেও বলেছিলেন। তখন ভেবেছিলাম, ব্যাপারগুলো সেখানেই মিটে গেছে। সে যাক।

    সেই ওপাড়ার রোয়াকগুলোর অভ্যুত্থানের সময় থেকে অনেক গালিগালাজ, অনেক চোরাস্রোত, একে অপরের পক্ষ/বিপক্ষ নিয়ে দল বানিয়ে আক্রমণ ... এ সব দেখেছি। সময়ে অসময়ে এগুলো মিটেও গেছে। তো, আপনার শমিককে লেখা থেকে জানলাম বমনোদ্রেককারী ঐ সব কমেন্টস। এগুলোর জবাব তো সামনাসামনিই দেওয়া যায় তাই না? যে/ যারা এমন কথা বলেছে তাকে/ তাদেরকে সরাসরি? সব সম্পর্কও নির্মূল করা যায় সেখানেই। কিন্তু এগুলোকে বয়ে নিয়ে চলাটা গড়িয়ে চলা স্নোবলের মত - বাড়তেই থাকে রাগ আর ঘেন্না।

    "গুরুসমাজে' কোনও "মোড়লদের' কাছ থেকে কখনও কোনও "অ্যাডভাইস' নিই নি আর আজও (অথবা আপনাকে এই থ্রেডে ডাকার আগে) নিচ্ছি না, ইনফ্যাক্ট, এটা একটা আনমডারেটেড ওপেন কমিউনিটি, শুধু নিম্নতম শ্লীলতার ডিসক্লেইমারটুকু নিয়ে। নিজেরে অবসরে বা কাজের ফাঁকে একটু হাই-হ্যালো। সুতরাং "সোনার ছেলে' হয়ে ওঠার প্রশ্ন অবান্তর। আপনার সব লেখা সেই কবে থেকে পড়ছি, সেগুলোর প্রশংসা করতে কখনও অন্যের সাথে আলোচনার প্রয়োজন বোধ করিনি। রইল "ধম্মে'র কথা। সে না হয় থাক।
  • Abhyu | 97.81.104.16 | ১৩ নভেম্বর ২০০৮ ২১:৪৬631818
  • যো-দি অনেকদিন আগে আমাকে একবার বলেছিলেন "অভ্যু এখন আর লিখতে পারি না, বিশ্বাস করো" তখন ঠিক বুঝতে পারি নি (নিয়মিত আসি না তো?) - আজ বুঝলাম। খারাপ লাগল। কিন্তু, সবাই তো এক রকম নয়?
  • rimi | 168.26.215.135 | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:১১631819
  • ভার্চুয়াল জগতের ভার্চুয়াল মানুষদের লেখা কিছু শব্দ বা নীরবতা - এগুলো ইগনোর করা কি এতই কঠিন কাজ? শব্দ বা নীরবতা - এরা ততোটাই শক্তিমান যতোটা আমরা ভাবি। শব্দগুলো ছুঁড়ে ফেলে দেওয়া যায় না? আর শুধুমাত্র কিছু শব্দ দিয়ে মানুষ চিনতে গেলে কিন্তু ভুল হবার অনেক সম্ভাবনা থাকে।

    অবিনাশবাবু, আপনি বরং গল্পটা চালু করে দিন।
  • rawbanz | 69.141.44.187 | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৫৭631820
  • তিলুবাবু, বলে ডাক তেন মনে হচ্চে নকুড় চন্দ্র বিশ্বাস। রেফার "নকুড়বাবু ও এল ডোরাডো "।
  • J | 193.8.106.40 | ১৪ নভেম্বর ২০০৮ ১৩:৫১631821
  • a x
    আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরে বলছি, যে বলেছিলো, তার ip address 203.99.212.224, এবং এই কাজ করবার পরেই তার রমরমা বেড়ে যায়।
    এরপরে আরো অনেকে বীরের মতো ভাষণ দিয়ে যাবেন হয়ত, বিশেষত: 203.99.212.224 কে সাপোর্ট করবার লোকের অভাব হবে না। আগে আরেকবার ও তাই হয়েছিলো। উ: আবার গা গুলোছে।
  • siki | 203.122.26.2 | ১৪ নভেম্বর ২০০৮ ১৪:৪৫631823
  • মানে তুমি তার নাম জানো না, নাকি বলবে না? আইপি অ্যাড্রেসও এক প্রকার সর্বনাম হল। সর্বনাম আমি পছন্দ করি না। নাম বলো। না হলে অ্যাভোমিন খেয়ে শুয়ে পড়ো।
  • san | 12.144.134.2 | ১৪ নভেম্বর ২০০৮ ১৪:৫০631824
  • য,

    ১) আপনার লেখা আমার পড়তে খুব ভালো লাগে। আপনি আবার লিখলে ভালো লাগবে। সত্যি।

    ২) আমি ধরুন বছর দুয়েক ধরে এখানে লিখছি - আগে কারুর সঙ্গে আলাপ ছিলোনা। এখান থেকে অনেকের সঙ্গে আলাপ - তারপরে মেইল, অর্কুট, জিটক ইত্যাদিতে লক্ষ লক্ষবার এর ওর সঙ্গে কথা হয়েছে। কেউ কক্ষনো আপনার নামে কোন খারাপ কথা (ইন ফ্যাক্ট কোন কথাই ) কোনোদিন বলেনি।দলাদলি যদি থেকেও থাকে, অন্তত নিউকামারদের তাতে টানতে কাউকে চেষ্টা করতে দেখিনি। টানলেই বা যেতাম কেন? এখানে বিশেষ স্থান পেয়ে কার কি হবে?

    ৩) বেজন্মা কথাটা কে কবে বলেছে,আমি জানিনা।আমার ধারণা হয়েছিল, কালকে আপনার লেখা পড়ে, যে ঘটনাটা বোধয় এই পাতার বাইরের। কিছুই বুঝছিলামনা। এখন দেখছি আইপি টাইপি ।যদি আমাদের আসার আগে হয়ে থাকে , সবাই তো আর এত এত আর্কাইভ পড়ে রাখেনা - আমি যেমন একটা দুটো পড়েছি - সব পড়িনি - আমার মত অনেকেই সেটা জানেনা। আর মনে হয় আমার মতই কিছু না বুঝে চুপ ও করে থাকে। সেটাকে দুর্ব্যবহার বা ইগনোর করা বা (কে জানে কাকে) সাপোর্ট করা ভাববেন না প্লিজ।

    ৪) আইপিটা দেখলাম কগনিজেন্ট এর। যে কেউ ইন্টারনেটে সার্চ মারলেই দেখতে পাবে।এখন ব্ল্যাংকি এটা থেকে লেখে । ও হতে পারেনা জানি। আগে হয়তো কেউ এইটা থেকে লিখতো। কে, কবে, কেন কিচ্ছু জানিনা। যে বলেছে, খারাপ করেছে।এটা আবার লিখে দিতে হবে? কি আশ্চর্য।
  • J | 193.8.106.40 | ১৪ নভেম্বর ২০০৮ ১৭:০৯631825
  • হ্যাঁ, এই পাতায় নয়। তবে নামটা ঠিকই, দ্বৈপায়ন বসু।
    আর শমীক, বেশ বীরের মতো জবাব দিয়েছো, যাকে বলে মুখে একেবারে ঝামা ঘষে দিচ্ছো আমার। আবারো শাবাস এবং থ্যাঙ্ক্‌স্‌।
  • siki | 203.122.26.2 | ১৪ নভেম্বর ২০০৮ ১৭:১৬631826
  • থ্যাঙ্কস, অ্যান্ড গুডবাই।
  • san | 12.144.134.2 | ১৪ নভেম্বর ২০০৮ ১৭:২৮631827
  • ছি: সিকি। কোথাও একটা ভুলবোঝাবুঝি হয়েছে নিশ্চয়ই । সেটা মিটে যাক , সামনে বা আড়ালে। যো-দি যদি ভুল বুঝেও থাকেন, কষ্ট পাওয়াটা তো মিথ্যে নয়। তো এইভাবে নাই বা বললে।
  • J | 193.8.106.40 | ১৪ নভেম্বর ২০০৮ ১৭:৩৯631828
  • আমাকে তোমার গুডবাই বলতে হবে না শমীক, এ তো নতুন কিছু নয়, তোমাকে আমায় তাড়াতে হবে না গুরুর পাতা থেকে, নিজেই চলে যেতে জানি। পরিচয় তো পাওয়াই গেলো তাইনা? আমাকে আরেকবার অপমান করতে পারার জন্যে গুরুসমাজে এবার তোমার প্রোমোশান নিশ্চিত। অবাক হবার কিচ্ছু নেই, যে বদমাইসী করে তারই দল ভারী থাকে আর যার ওপর অন্যায় হয় সে চিরটাকাল একা। তালিয়াঁ।
    ভুলে যেও না একটা কথা তোমরা সকলে, এই দুনিয়ায় একটা অদৃশ্য চাকা আছে, চাকাটা ঘোরে। আজ আমি চোখের জল ফেলে চলে যাচ্ছি, কিন্তু আমার এই চোখের জলের প্রত্যেকটা ফোঁটার হিসেব কোথাও লেখা হয়ে থাকবে। বাঙ্গালী ভদ্রলোকেরা ও ভদ্রমহিলারা যারা এখন মুচকি মুচকি হাসছেন এই লেখাটা পড়তে পড়তে বীরত্বের হাসি ঝামা ঘষে দেবার হাসি আপদ বিদায়ের হাসি, আপনারা ক্ষমতাবান প্রজ্ঞাবান ভালো থিসিস লেখেন আপনাদেরও শাবাস।
  • siki | 203.122.26.2 | ১৪ নভেম্বর ২০০৮ ১৭:৪৯631829
  • বাধ্য হলাম। প্রসঙ্গের অবতারণার ধরণ দেখে। কিছু পুরনো ঘটনার সাথে মিল পাচ্ছি। যখন ঘটবে, কেউ কিছু জানতেও পারবে না, কাকপক্ষীটিতেও না, এর পর মাস গড়াবে বছর গড়াবে, লোকজনে ভালোবেসে ডাকবে কই গো অমুক, তোমার দেখা নাই, আর লেখো না কেন, এসো গল্প করি, তখন এইসব কথাবার্তা, তোমার মেয়েকে বেজম্মা বললে কেমন লাগত শমীক? মানে ঘুরিয়ে বলা আজ থেকে কে জানে কতো বছর আগে কেউ তার মেয়েকে বেজম্মা বলেছে। তারপরে একবছর দু বছর ধরে মনে রাগ পুষে রেখেছে কিন্তু কাউকে কিচ্ছুটি জানতে দেয় নি। দুবছর বাদে ওগরাচ্ছে এসে।

    খুব চেনা সিনড্রোম, এর আগেও দেখেছি। আমি জানতামই না বুনান যোষিতাদি-কে চেনে। বুনান এ রকম কথা বলেছে কিনা সেটা বুনানই হয় তো বলতে পারবে, তবে সে ডিনাই করলেও যোষিতাদি বিশ্বাস করবে না। জানি না ফোনে বলেছে না মেলে। ফোনে বলে থাকলে সন্দেহের কোনও অবকাশই নেই, মেলে বলে থাকলে দুইখান কথা আছে।

    এই গুরুর ভাটে আইপি অ্যাড্রেস দেওয়া কবে থেকে চালু হয়েছিল জানো? আমার আইপি অ্যাড্রেস হ্যাক করে কেউ কিছু আপত্তিজনক পোস্ট লিখেছিল এখানে। তারও আগে আমার টিসিএসের মেল আইডি হ্যাক করে ওপাড়ায় কয়েকজনকে হুমকি ভরা মেল পাঠানো হয়েছিল বাজে ভাষায়। আমি করি নি বলাতেও সে-কথা আজও বিশ্বাস করে না আইভি সহ বেশ কয়েকজন ওপাড়ার। সুতরাং ইমেল অ্যাড্রেসে কেউ কারুর মেয়েকে গালাগাল দিলে সেটা কতটা জেনুইন তাই নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়।

    আর দ্বিতীয়ত, যোষিতাদি অনেকদিন হস্টেলবাস করা মানুষ। কেউ তোমার মেয়েকে বাস্টার্ড বললেই সে বাস্টার্ড হয়ে যায় না সেটা না-বোঝার মত ক্যাবলা তুমি নও। কোনও কনটেক্সটে সে তোমাকে খিস্তি মেরেছে মেয়ের নাম তুলে, তুমি তার বাপ তুলে দুটো খিস্তি মেরে দাও না! আমি কি এখানে তনুকে ছেড়ে দিয়েছিলাম? বেশ কিছু আপত্তিজনক কথাবার্তা লিখেছিল সে এখানে আমার বউ-মেয়ের নামে। সে বলেছে, আমিও ফিরে ঝেড়েছি তাকে। তাতে বমি আসা টাইপের নাটক কোত্থেকে আসে? আর ঐ সব ভাট? স্বঘোষিত গুরুজন, তাদের অ্যাপ্রুভাল ইত্যাদি? গুরুতে কে কী সবাই জানে, যোষিতাদিও জানে। ন্যাকামো পোষাতো না বলে ওপাড়া থেকে সরে এসেছিলাম, এখানেও এই ধরণের ন্যাকামো দেখলে প্রতিবাদটা অবশ্যই করব।

    যোষিতাদি, তোমার যদি গত সার্টেন টাইম ধরে মনে হয়ে থাকে গুরু এই রকম, এখানে "তোমার মেয়ে বেজম্মা' বলা লোকজনকে সাদরে প্রশ্রয় দেওয়া হয়, আর সেটা নিয়ে প্রতিবাদ করার ইচ্ছে হয়, তা হলে যখনই কথাটা শুনেছো তখনই প্রতিবাদ করো। এক বছর দু বছর বাদে নয়। আর যদি মনে হয় প্রতিবাদ করে লাভ নেই, এখানে কিছু স্বঘোষিত নেতা আছে ইত্যাদি, তা হলে স্ট্রেট চুপ করে বসে থাকো। কাল থেকে কয়েকটা পোস্ট করলেই বা কেন? কোনও দরকার ছিল না এই সব অ্যাকিউজিশনের।

    তোমার লেখার আমিও খুব বড় ভক্ত। ইমেজটা ধরে রাখতে পারলে খুব খুশি হতাম। কিন্তু একদিন গুগল চ্যাটে লম্বা সময় ধরে আমার সাথে ভাট মেরে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত অরিজিতের নামে যাচ্ছেতাই নিন্দেমন্দ করে গেছো, যেটা আমার হজম হয় নি। সেদিন থেকে আমি তোমাকে সমঝে চলতে শুরু করেছি।

    তুমি যদি এখানে লিখতে চাও, ভালোভালো লেখাপত্তর নিয়ে এসো। তামাদি হওয়া কাদা ছুঁড়তে এসো না, প্লিজ।

    ডি: এটা কোনও আদেশ নয়। অনুরোধ। অনেক হয়েছে এইসব। আমি তোমাকে আসতে বলা না-বলারও কেউ নই। এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত।
  • siki | 203.122.26.2 | ১৪ নভেম্বর ২০০৮ ১৭:৫০631830
  • হ্যালো ম্যাডাম যোষিতা, "আরেকবার অপমান'টা কী জিনিস? প্রথমবার অপমানটা কবে কোথায় হয়েছে, একটু জানাবে আমাকে?
  • a x | 143.111.22.23 | ১৪ নভেম্বর ২০০৮ ২১:৩৯631831
  • শমীক,
    বেশ কিছু কথা চোখে লাগল। "আজ থেকে কে জানে কত বছর আগে কেউ তার মেয়েকে বেজন্মা বলেছে" - এটা বাই ইটসেল্ফ যথেষ্ট অপমানজনক আমার কাছে।

    তনু যেসব গালাগালি করেছে, তার জন্য সে নিজে কিছু কম গালাগালি খায়নি। এবং গোষ্ঠিবদ্ধ ভাবেই দেওয়া হয়েছে তাকে। ক' বছর আগে বলেছে তাতে কি এসে গেলো? মুশকিল হচ্ছে এখানে তো পঞ্চায়েত ডেকে কারুর বিচার করা যায়না। মাঝে মাঝেই কেউ না কেউ এই ধরণের কথা তোলেন, কেন তোলেন সেটা আরে ওর তো মাথা খারাপ, আরে ওর কাদা ছোঁড়াই স্বভাব, ঠিক এই ভাবে উড়িয়ে দেওয়া হয়।

    রিমি বলেছে ভার্চুয়াল জগত, কিন্তু সরব সদস্যদের একটা বড় অংশর কাছে যোগাযোগটা রিয়ালও। তাঁদের দেখা-সাক্ষাৎ, আড্ডা সবই হয়। কাজেই এটা ঠিক ইয়াহু চ্যাট না যে কে কি বলল, ছেঁড়া গেল।

    আশা করি এটা অমুক তসুককে বলেছে, তসুক এসে য'কে বলেছে যে ব্ল্যাংক না তোমার মেয়েকে এই বলেছে, এরকম টিপিকাল কোনো বাঙ্গালী ন্যক্কারজনক ব্যপার না। আমি জানিনা যে বলেছে সে (আমি জানিনা সত্যিই ব্ল্যাংক বলেছে কিনা, তাই "সর্বনাম) এর কোন জবাব দেবে কিনা। তবে যদি বলে থাকে, তাহলে রইল একদলা থুতু।
  • Somnath | 82.178.102.102 | ১৪ নভেম্বর ২০০৮ ২১:৪৯631832
  • উইকেন্ডের দিনে ফাঁকায় মন খারাপ হল ধুস্‌স্‌স্‌স্‌স্‌স
  • santanu | 217.196.19.45 | ১৪ নভেম্বর ২০০৮ ২২:০৫631834
  • সদস্যদের একটা বড়ো অংশের কাছে যোগাযোগটা রিয়েলও - সেই রিয়েল জগতে কেউ কাউকে কিছু বললে তার দায় এই ভার্চুয়াল জগত ক্যানো নেবে!!!
    ট্যান যা বলেছিল তা এই ভার্চুয়াল জগতেই বলেছিল আর এখানেই তার উত্তর-প্রতুত্তর হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন