এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কজন আসছে

    vikram
    অন্যান্য | ০১ আগস্ট ২০০৬ | ৪২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Parolin | 213.94.228.210 | ০১ আগস্ট ২০০৬ ১৫:১০631897
  • তোর বাড়িতে নেমন্তন্ন বুঝি ??? আমি আসবো। সপরিবারে।
  • dd | 203.101.54.210 | ০১ আগস্ট ২০০৬ ১৫:১১631908
  • আইসম্যান - আসছে
    নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র : আসছে।
    থানা থেকে - এসে গেছে
  • vikram | 134.226.1.136 | ০১ আগস্ট ২০০৬ ১৫:১২631919
  • আর্কাইভে থাক। স্ট্যাটব্রেন ডট কম থেকে এই মুহূর্তে গুরুচন্ডা৯ পার ডে কজন আসে সেটা কমপেয়ার করছিলাম। মোটামুটি আইডিয়া হয়, খুব অ্যাকিউরেট না সেটা ওরাই বলছে।

    বাংলালাইভ: ৬১৫৮
    গুরু: ৯৭৫
    সোনাঅঝুরি: ১৪
    পরবাস: ২৬৯
    আনন্দবাজার: ৩৭,৫০০
    প্রতিদিন: ১৪৬
    বর্তমান: ১২০২
    অবসর: ৯৫৯৯ !
    সৃষ্টিসন্ধান: ৪৭৮
    কৃত্তিবাস: ৪৪২

    মাঝে মাঝে লোকে আপডেট কোরো।

    বিক্রম
  • Parolin | 213.94.228.210 | ০১ আগস্ট ২০০৬ ১৫:১৪631930
  • অ।

    ৯৭৫ গুরুতে ?? বা: বা:।
  • Arjit | 128.240.229.66 | ০১ আগস্ট ২০০৬ ১৫:৪৫631932
  • কোথায় দেখলে? হিট কাউন্টার? সেতো আজ অবধি ক'জন এসেছে টোটাল দেখাবে।
  • vikram | 134.226.1.136 | ০১ আগস্ট ২০০৬ ১৫:৫২631933
  • স্ট্যাটব্রেন ডট কম, পার ডে অ্যাভারেজ, উইথ এরার।

    বিক্রম
  • tan | 131.95.121.127 | ০১ আগস্ট ২০০৬ ২০:৫৩631934
  • উরে বাব্বা,প্রায় হাজার লোক এখানে আসে প্রতিদিন? পড়ে এই টই কূটকচালী আলোচনা বুলবুলভাজা ভাটিয়ালি গুরুচন্ডলি এক থেকে আট?
    বিশ্বাস হয়?
  • Somnath | 61.11.126.46 | ০১ আগস্ট ২০০৬ ২৩:৪৫631935
  • সাইটটায় গেলেই বুঝবে। দিনে কবার ভিজিট হয় তার হিসেব ওটা। আমি নিজেই তো দিনে দশ বার গুরু খুলতাম এতদিন, কাল থেকে কম হবে, ইন্টারনেট ওলা পিসি কে সরিয়ে নিয়েছে। দিনে একবার উঁকি পেলেও কাফি।

    এই হিসেবে ১০০-২০০ খানেকের বেশি লোক নাই হে।
  • Ishan | 130.36.62.127 | ০২ আগস্ট ২০০৬ ০৩:৫২631936
  • এই নিয়ে এতো জল্পনা কল্পনার কি আছে? আমার কাছে এক্স্যাক্ট হিসেব আছে, জিজ্ঞেস করলেই বলে দিতাম। গত দুমাসের হিসেব। গুরুতে প্রতিদিন:

    ক। ২৫০০ থেকে ৬০০০ হিট হয়। অ্যাভারেজ সাড়ে তিন হাজার। যেদিন হিট পাঁচ হাজার ছাড়ায় সেদিন সাইট ঝুলে যায়।
    খ। একেকটি কম্পিউটার থেকে অনেকবার হিট করা হয়। ফলে যতগুলি ইউনিক কম্পিউটার থেকে হিট করা হচ্ছে তার সংখ্যাটা অনেক কম। সেটা তিনশো থেকে পাঁচশোর মধ্যে ভ্যারি করে। গড়ে চারশো।

    উপরে যা বললাম সেটা দৈনিক হিসেব। একই লোক রোজ না-ই আসতে পারেন। পনেরোদিনে কতগুলো ইউনিক কম্পিউটার থেকে হিট করা হচ্ছে, তারও হিসেব আছে। সেই সংখ্যাটা আগে কম ছিল, ইদানীং ২০০০ এর মতো। এটাই মোটামুটি গুরুর পাঠক সংখ্যা।

    খুশী?
  • tan | 131.95.121.127 | ০২ আগস্ট ২০০৬ ০৪:১০631898
  • পাঠকসংখ্যা তো ভালোই তাইলে? হ্যাঁ হে ঈশেন?
    শুরু করো তাইলে কল্লোল- কালিকলমের কায়্‌দায় একটা মুভমেন্ট? গুরু র নেট মুভমেন্ট? :-)))

  • Paramita | 64.105.168.210 | ০২ আগস্ট ২০০৬ ১১:২২631899
  • আরেকটু ব্রেকাপ করে বলা যায়? কোন সেকশানে ভিড় বেশি কোথায় কম?
  • J | 160.62.4.10 | ০২ আগস্ট ২০০৬ ২০:০২631900
  • গুড - বেটার - বেস্ট
    লাই - ড্যাম লাই - স্ট্যাটিস্‌টিক্স্‌

    ;-)
  • tan | 131.95.121.127 | ০২ আগস্ট ২০০৬ ২০:১২631901
  • আরে প্রশান্ত(মহলানবীশ)বলেছে বৃষ্টি হবে? ছাতা না নিয়ে নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন।
    ও স্ট্যাটিস্টিক্সের লোক! :-))

  • b | 61.95.167.91 | ০২ আগস্ট ২০০৬ ২২:০৬631902
  • ইশান,
    ঐ ২০০০ টা এট্টু কমবে।

    কারন এক ই লোক নানা মেশিন থেকে দেখতে পারে।

    যেমন আমি। সবার ল্যাপি নই। সবার বাড়িতে বা ভ্রমণে ইন্টারনেট নাই, পাবলিক আক্সেস ওম্পু আছে ইত্যাদি।

    অতএব আমার ধারণা অনেকটাও কমতে পারে।

    অতএব তনু খুশি নাও হতে পারে;-)
  • tan | 131.95.121.127 | ০২ আগস্ট ২০০৬ ২২:২০631903
  • আরে ব, তনুর খুশী হওয়া না হওয়ায় কিস্‌সু আসে যায় না।
    তনু আর কদিন? আর ২০০০ হোন বা ১৫০০ বা আরো কম, মুভমেন্ট চালু হলে সেটি চলতেই থাকবে, চলতেই থকবে, কখনো মরবে না। নতুন যুগের সূচনা হবে।:-)))
    কি কেমন লাগলো শুনতে?;-)
  • tan | 131.95.121.127 | ০২ আগস্ট ২০০৬ ২২:২৩631904
  • ব, সেই ছোট্টোবেলায় পড়েন নাই এইটা?
    "যা রাখি আমার তরে,মিছে তারে রাখি-
    আমিও রবো না যবে সেও হবে ফাঁকি।
    যা রাখি সবার তরে সেই শুধ্‌হু রবে
    মোর সাথে ডোবে না সে, রাখে তারে সবে।"
    :-))))

  • Ishan | 130.36.62.122 | ০২ আগস্ট ২০০৬ ২৩:৩০631905
  • b, ঠিক ঠিক। ওটা ২০০০/২ = ১০০০ ভাবাই ভালো।
  • Ishan | 130.36.62.122 | ০২ আগস্ট ২০০৬ ২৩:৪৯631906
  • ব্রেক আপ না করেও বলা যায় টইপত্তর আর ভাটিয়ালি তে ভিড় সবচেয়ে বেশি। এক্স্যাক্ট ব্রেক আপ ও করা যায়, এখুনি হবেনা, সময় পেলে করব।
  • Somnath | 59.145.225.101 | ০৩ আগস্ট ২০০৬ ১০:১৮631907
  • এই "/2" এর ফাণ্ডাটা আমি লিখেছিলাম, গুরুর ভুত পাঠাতে দেয় নি। যাক গে ঈশেন লিখে দিয়েছে।
    আরো শ-খানেক কমে। যেমন আমি নতুন আপিসে দুটো, পুরোনো আপিসে দুটো আর ক্যফে তে দুটো, এমন ভাবে দিনে ৬ টা মেসিন থেকেও গুরু খুলেছি। অনেকেই খোলে।
    অবিশ্যি এখন নতুন আপিসের পিসি সরে গেছে, ফলে দিনে এক-দু বারের বেশি গুরু খোলা চাপ হতে চলেছে।

  • b | 61.95.167.91 | ০৩ আগস্ট ২০০৬ ১১:১৮631909
  • ২০০০/৬ টা পঞ্চাশের নীচে হলে খেলবো না। যা তা।

    বিক্কম, অঙ্ক করো।
  • b | 61.95.167.91 | ০৩ আগস্ট ২০০৬ ১১:১৯631910
  • ও না। হয় নি। আমার কোলিগ অঙ্কে ভালো।
  • b | 61.95.167.91 | ০৩ আগস্ট ২০০৬ ১১:২৫631911
  • যাইক গা, ঠেকে বেশি লোক এলে, বা কালী পুজো তে সদস্য বেড়ে গেলে, কালী পুজো বা ঠেক ভেঙ্গে যায় কে না জানে।
  • b | 61.95.167.91 | ০৩ আগস্ট ২০০৬ ১১:২৬631912
  • অতএব এই ঠেক ই ভালো। বাড়াতে গেলেই চাপ। যদি না সবাই হঠাৎ তেড়ে লিখতে শুরু করে।
  • dd | 203.101.54.210 | ০৩ আগস্ট ২০০৬ ১১:৩১631913
  • দুর

    সবাই কি কম্পিউটারোয়ালা যে দশটা বারোটা করে কম্পিউটার থাকবে ?

    সাত আটশো পাঠকের নীচে আমি নাবছি না - এই কয়ে রাখলাম।
  • Paramita | 64.105.168.210 | ০৩ আগস্ট ২০০৬ ১১:৩৮631914
  • আমি নক্ষি - আপিশ থেকে গুরু দেখিনাকো। কি আত্ম সংযম। ঐ ২০০০ থেকে এক বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করে এক যোগ কোরো তোমরা।
  • dam | 61.246.154.249 | ০৩ আগস্ট ২০০৬ ১১:৫৭631915
  • আমার আপিস থেকে শুধু গুরুই খোলে, আর কিস্যু খোলে না। তবে কাজ থাকলে আম্মো খুব নক্ষী।

    বিক্রম এই হিসাব টা দেবার পর থেকে আমি একটা মজার জিনিষ লক্ষ্য করেছি। ঐ statbrain এ প্রথমদিকে দিনে ভিজিটের সংখ্যা খুব কম দেখাত এমন ২-১ টা সাইট, বিক্রম হিসাব দেবার বেশ কিছু , এই ধর ঘন্টা চারেক পর থেকে অনেক বেশী করে হিট দেখাচ্ছে। বোঝা যাচ্ছে Help Improve Statbrain ট্যাবটার সাহায্য নেওয়া হয়েছে। তার মানে কিছু কিছু লোকজন সদাসর্বদা গুরুর দিকে নজর রাখে, কি লেখা হচ্ছে না হচ্ছে। এবং সেইমত নিজেরা চলেটলে।
    :-))))))))))))))))))))))))))))
    এটা কিন্তু বেশ ভাল ব্যপার। তা গুরু যদি একটা নিশে সেক্টরেও পাথফাইন্ডারের রোলটা প্লে করে --- মন্দ কি।

    বিক্রম এবং আরো কেউ যদি ভবিষ্যতে এখানে স্ট্যাটিসটিকস তুলে রাখতে চাও, আমার একটা প্রস্তাব আছে। আমি বলি কি ঐ anythingbengali বা বর্তমান ইত্যাদি অতি বাজেমানের সাইটগুলো সম্পর্কে না রাখাই ভাল।
    আনন্দবাজার
    পরবাস
    সৃস্টিসন্ধান
    বাংলালাইভ
    এইরকম কয়েকটার সাথে রাখলেই ঠিক আছে। বাকীগুলো হাবিজাবি।

  • bozo | 130.199.3.130 | ০৩ আগস্ট ২০০৬ ১২:১৭631916
  • আমি ব্রুকহ্যাভেন এর ছয় খানা কম্পু তে গুরু হিট করে দিলাম।
    মামু চিরকাল আমায় মনে রাখবে এই জইন্য।
  • tan | 131.95.121.127 | ০৩ আগস্ট ২০০৬ ১৯:১১631917
  • বাহ বাহ,মুভেমেন্ট অলেরেডি শুরু হয়ে গেছে! খুব ভালো ব্যাপার।:-)))
    এখন এই গুরুচন্ডলি পত্রিকা আরেকটু ঘনঘন বেরোতে থাকলেই ব্যাপারটা জমে উঠবে। মনে রেখো সী ই ও মশাই কল্লোলের আমলে এই ইন্টার অ্যাকশনের সুবিধে এইরকম এত বিস্তৃত এত ডেমোক্রেটিক ছিলো না একেবারেই। তবু কল্লোল যুগ এসেছিলো।
    পলিপড়া নদীতে কবে গুরুবন্যা আসবে?:-)))
  • trq | 58.107.216.189 | ০৪ আগস্ট ২০০৬ ০০:৫৬631918
  • ধুরো, আমার ব্লগে প্রতিদিন হিট দেখাচ্ছে- ৪,২৮৪,৬৬৫ জন!
    মনে হয় পুরো ব্লগস্পট হিসেব করে বসে আছে!
  • vikram | 134.226.1.136 | ১২ সেপ্টেম্বর ২০০৬ ২৩:৫২631920
  • গুরু: ৭২৪
    সোনাঝুরি:২৭
    বাংলালাইভ:২১৯৬
    কৌরব:২২০
    পরবাস: ২০৩
    ক্যালকাটাওয়েব: ৩৫২৪
    সৃষ্টিসন্ধান:৪২৪
    প্রতিদিন: ৫৫৮
    বর্তমান: ৬৮২৯
    কৃত্তিবাস: ৩৯১

    এই অবস্থা - মনে হয় সার্ভারে এখন একই লোককে বার বার ক্লিক না করতে হতে কাউন্ট কম দেখাচ্ছে।

    বিক্রম

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন