এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অতীতের লোকেদের কাল্পনিক সংলাপ

    tan
    অন্যান্য | ২৬ জুলাই ২০০৬ | ৩৫৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.251 | ২৬ জুলাই ২০০৬ ১৮:৩২632589
  • আমি দ্রৌপদী আর ক্লিওপেট্রার মধ্যে শুরু করছি,পরে আফনেরা সব আলেকজান্ডার আর তৈমুর লঙ এর মধ্যে,বুদ্ধদেব আর রামকৃষ্ণের মধ্যে, কনফুসিয়াস আর সক্রেতিসের মধ্যে, হিপেসিয়া আর ক্ষেমার মধ্যে ইত্যাদি ইত্যাদি লিখবেন।
    ই¾ট্রা ও ইন্টার সবই যেন থাকে।
  • J | 160.62.4.10 | ২৬ জুলাই ২০০৬ ১৮:৩৫632600
  • দ্রৌপদী আর ক্লিওপেট্রার মধ্যে ক্যানো? লেসবিয়ান সংলাপ শুনবার মুড নেই।
  • tan | 131.95.121.251 | ২৬ জুলাই ২০০৬ ১৮:৩৮632611
  • আরে দূর,ক্লিওপেট্রাকে ছাড়া কারে দু:খের কথা বলবে দ্রৌপদী? ক্লিও ই বা কারে বলবে বেচারী মাঝে পড়ে যাওয়া লোক?
  • vikram | 134.226.1.136 | ২৬ জুলাই ২০০৬ ১৮:৩৯632622
  • অতীতের দুই লোক JDD - রিয়েল সংলাপ।

    DD: দহী মুর্গ খাবেন, দহী মুর্গ... ইত্যাদি ইত্যাদি...

    J: থ্যাংকু, থ্যাংকু DD

    রেফারেস্‌ন্‌স: গুরুচণ্ডা৯, টইপত্তর, সর্ষে বাটা মোচা কাটা ...

    বিক্রম

  • tan | 131.95.121.251 | ২৬ জুলাই ২০০৬ ১৮:৪৪632633
  • না,মত পাল্টালাম।ও দ্রৌপদী ক্লিও বহুৎ আগে লেখা,ন্যাকা জবজবে।
    আফনেরা বরম রামকিষ্ণো আর প্রথম এলিজাবেথ এর মধ্যে লিখুন কেউ।
    বা বিবেকানন্দ আর অতীশ দীপংকর।
  • r | 61.95.167.91 | ২৬ জুলাই ২০০৬ ১৮:৫২632644
  • তাও একটা হেটেরো সংলাপের উদাহরণ এলো। আগে তো পুরো হোমো আর লেসবোর উপরেই চলছিল!
  • tan | 131.95.121.251 | ২৬ জুলাই ২০০৬ ১৯:১২632655
  • হেটেরো মেটেরো বহুৎ আছে। সাফো আর সফোক্লিস? হারকিউলিস আর হিড়িম্বা?
    ভীম আর বিয়াংকা?
  • dd | 202.122.18.241 | ২৬ জুলাই ২০০৬ ২১:৫৩632658
  • যগুদা : অ মৈত্তেয়ী ,অ্যাই দ্যাকো, তোমার জন্য কেমন গর্মাগর্ম আলুর চপ এনিচি।

    মৈত্রেয়ী : বাজে বোকো নি। আর্য্যাবত্তে এখনো আলু এসেই নি। লিচ্চই মোচার চপ। ও আমি খাই নে। আর কাতুরে দ্যাখলাম হাম হাম করে গিলচে। লাল পানা। অরে কি দিলা ?

    যগুদা : ক্যাডায় ? কাতুরে ? বাসী আমিত্তি ছ্যলো - তাই দুটো দিলাম অরে

    মৈ : (রাগে কাপতে কাঁপতে) আর আমার জন্যি মোচার চপ ?
    যাহার দ্বারা আমি আমিত্তি পাইবো না তাহা লইয়া আমি কি করিবো ? শালা।

    ছান্দগ্য উপনিষদের গোড়ার কথা সমাপ্ত
  • tan | 131.95.121.251 | ২৬ জুলাই ২০০৬ ২২:২১632659
  • ওহ ওহ ওরে বাবা হাসতে হাসতে মারা যাচ্ছি।:-))))
    আরেকটা দিন ডিডি।
  • dd | 202.122.18.241 | ২৭ জুলাই ২০০৬ ২১:০৪632590
  • যে মহাভারত ল্যাখা হয় নি :

    যুধিষ্ঠির : মা,মাগো,মামনি , শীঘ্র আইস, হের গো মা জননী, অদ্য কি পাইলাম ভিক্ষায়

    কুন্তী (হেঁসেল হইতে) বৎস গন, ভিক্ষালব্ধ সর্বধন পঞ্চভ্রাতায় সমভাগে ভাগ করিয়া লও

    অর্জুন : মাম মাম ,আমি যে দ্রৌপদীরে লইয়া আসিয়াছি। আস্তো নিটোল এক রাজকন্যে.....

    যু : মাতৃআজ্ঞা, অবশ্য পালিতব্য । নড়চড় নাই

    ভীম নকুল সহদেব : ইয়েস ইয়েস

    *******

    যু : মহর্ষি - কি উপায়। দ্রৌপদীরে কি ভাবে সম ভাগ করি ? পঞ্চস্বামী ? চলিবে কি ?

    বিশ্বামিত্র : আপুনেরা কি তিব্বুতী? এক বউএর পাঁচ বর? এয়ার্কি পেয়েছেন ? এ সবেই তো বামদেব আস্কারা পায় ? তবে উপায় একটা আছে ......

    **************

    চরিদিকে নির্লিপ্ত হাপুস হুপুস শব্দ। পাঁচ ভাই উদুম খাচ্ছে। মাংসের পোলাউ।

    অর্জুন : হা রম্ভোরু ! তোমারে স্মরন করিয়া আর অশ্রু সংবরন করিতে পারি না

    ভীম : তাই বলো। থাইটা তোকেই পুরোটা দিলো। ছ্যা ছা। আমারে যত শক্ত পোরশন দিয়েছে।

    যু : বিশ্বামিত্র স্যারের বিধান। এ ছাড়া সমভাগে ভাগের আর কোনো উপায় ছিলো না। মাতৃআজ্ঞা - বুইলেন না ?
  • vikram | 134.226.1.136 | ২৭ জুলাই ২০০৬ ২১:০৮632591
  • ক্যানিবাল হলোকস্ট।

    বিক্রম
  • Su | 59.93.243.249 | ২৮ জুলাই ২০০৬ ১০:০৭632592
  • অনেক দিন আগে শোনা, হঠাৎ মনে পড়ল:

    রাম: লক্ষ্মণ, লক্ষ্মণ কোথা ছিলি এত ক্ষণ?

    লক্ষ্মণ: গিয়াছিনু কচুবনে হাগিবার তরে --

    রাম (ক্রোধাণ্বিত): আসিয়াছ হেগো পোদে রামের দুয়ারে?

    লক্ষ্মণ: না ভ্রাত, করিয়াছি কচুপত্রে পোদপুঞ্ছন।

    রাম (বিস্মিত): সে কী! কচুপত্রে! করে নাই কুট কুট?

    লক্ষ্মণ: করেছিল চিনচিন, তাই তো লাগিয়েছি সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন--

    p.s. জীবনের ওঠাপড়া যেন গায়ে না লাগে।

    সু
  • dd | 202.122.18.241 | ৩০ জুলাই ২০০৬ ২১:৫২632593
  • সরস্বতী অর্থাৎ সরস বতী বা অলোর দেবী আদতে ছিলেন বৈদিক দেবী। ঊষার আরেক রুপ। তার বিদ্যাদেবীর রুপে বিবর্তনের কথা শোনাই।

    গব্বর সিংএর সাথে উষার সাক্ষাত হইলে গব্বর ক্রমাগত "ঠাকুর মুঝে হাত দে। মুঝে তেরী হাত দে ঠাকুর" বলিয়া তারস্বরে বায়না ধরিলে উষা নিতান্ত ক্ষুব্ধ হইয়া তাহার হস্তদয় পরিত্যাগ করেন।

    তখন হইতে উনি বিনা পানি নামে খ্যাত হোন।

    (হা হা হা। হা হা। বিনা পানি। বুঝলেন তো ? হা হা হা )
  • tan | 131.95.121.127 | ৩০ জুলাই ২০০৬ ২২:৩৫632594
  • ডিডি, এই ভোমরা পদ্মফুলের মধ্যে রাতভর আটকে থাকার গল্পটা কি বেদে ছিলো? শের শায়রী তে গানটা দেখে কেন জানি মনে ঠুক করে চকমকি লাগ্লো।
    কিন্তু বেদে থাকলে আসলে গল্পটা কি ছিলো? আর সেটার ব্যখ্যাই বা কি?
    এখানে বা বেদের থ্রেডে দেবেন?
  • dd | 202.122.18.241 | ৩১ জুলাই ২০০৬ ১৯:১৯632595
  • তনু
    কোথায় ভোঁমরা ? পদ্মফুলের মধ্যে ? আমি তো খুঁজে পেলাম না।
    আর ব্যদেয় সব ই আচে কিন্তু এই গপ্পোটি নেই। যদ্দুর মনে আছে।

  • tan | 131.95.121.127 | ৩১ জুলাই ২০০৬ ২০:০৩632596
  • ডিডি, তাহলে এটা কোথায় ছিলো? এই ভোমরা পদ্মফুলে আটকে থাকার গপ্পোটা? আগে শুনেছি শুনেছি মনে লয়! রামকৃষ্ণ কথামৃতে নয় তো? কথামৃত আমি পড়ি নি অবশ্য,লোকের মুখে মুখে গল্প শুনিচি।

  • dd | 202.122.18.241 | ৩১ জুলাই ২০০৬ ২০:১৮632597
  • আচ্ছা - এই ভোঁমরাডারে তুমি পেলে কোথায় ? আমি তো কোথাও দেখি না। রামকৃষ্ণ কথামৃততে আছে বলে মনে হয় না। না, নেই।
  • tan | 131.95.121.127 | ৩১ জুলাই ২০০৬ ২০:৪২632598
  • কিন্তু এইটা স্পিরিচুয়াল হবেই! কোথাও না কোথাও থাকবেই। ভোমরা ভোম হয়ে পদ্মফুলে পড়ে রইলো, পাপড়ি বুজে গেছে রাতে! সকালে ছাড়া পেলো!
    এই মারাত্মক গল্প স্পিরিচুয়াল বইয়ে থাকবেই, না থেকেই পারে না!
    কোথায় আছে? কোথায় আছে?
  • tan | 131.95.121.127 | ০১ আগস্ট ২০০৬ ১৮:৫৬632599
  • ডিডি,আর কাল্পনিক সংলাপ দেবেন না?
    ধরুন বামদেব আর ভিক্টর হুগো? :-)))
  • Arjit | 128.240.229.3 | ০১ আগস্ট ২০০৬ ১৯:২৫632601
  • ভীম আর দারা সিং
    যুধিষ্ঠির আর টোনি ব্লেয়ার
    বিশ্বামিত্র আর মারিয়া শারাপোভা (বা ক্যাথেরিন জিটা জোনস)

    আরে এরকম এট্টু গরম গরম লিস্টি দাও, তবে না জমবে।
  • tan | 131.95.121.127 | ০১ আগস্ট ২০০৬ ১৯:২৮632602
  • আওরঙ্গজেব আর বুশ

  • tan | 131.95.121.127 | ০১ আগস্ট ২০০৬ ১৯:৩২632603
  • তাতে এট্টু আইন ভাঙে যদিও,কার্ণ একজন তো বর্তমান।অবিশ্যি দুজনেই অতীতের হতে হবে এমন আইঅনি বা কেন?
    চালিয়ে খেলুন।
    ডিদাদা,কোথা গেলেন? (দ্যাখো ঈশেন,তোমার অ্যাপ্লেট না কি হিজিবিজি দেখায় বলে ডেদা লিখতে পরছেন না!আমি অন্ধের মতন লিখে যাচ্ছি ডানপাশে সাদা।তাতে কি? )
  • dd | 202.122.18.241 | ০৫ আগস্ট ২০০৬ ২২:৫৬632604
  • যে রামায়ন ****মিকি ল্যাখেন নি । (অশ্লীল অংশ বাদ দেওয়া হল)

    সুর্পনখ : হাই! আমি সুপু। তুমি কে গো হ্যান্ডু ?

    লক্ষন : আমি লক্ষন। বিলক্ষন। হেথায় কি কত্তে এয়েচেন ? বদ মতলব থাগলে মেরে ফদ্দাফাঁই করে দোবো।

    সু : উফ। রাগেড। হ্যান্ডু। আর কি চাই? ছোগরা - তরে আমি বিয়া করুম।

    ল: এয়ার্কি পেয়েচিস? শালা আক্কুসী, বাড়ীতে আমার নখ্‌খী বউ রয়েছে আহা কি যেন নামটা। এখুনি তীর দে তোর নাগ কেটে দি।

    সু : ও:। কি আমার নাগ কাটনেওয়ালা এয়েছে রে। এই দ্যাখ। সবুজ পানা। আমেরিগার গীন কাড।

    ল : রইলো তোর ত্যালের বাটী। সুপুরে - আমারে বে কর। লয়ে চল হোথায়। নাগ কাটার কথা - হা হা হা, ঠাট্টাও বুঝিস না।

    সু : খুব বুঝি।

    দুজনে : পেমের জোয়ারে ভাসাবো দোহারে। ন্যাজ কেটে দ্যাও, দ্যাও দ্যাও দ্যাও।
  • a x | 207.69.137.40 | ০৫ আগস্ট ২০০৬ ২৩:৩৯632605
  • খিক - অসা!
  • Paramita | 64.105.168.210 | ০৬ আগস্ট ২০০৬ ০০:১১632606
  • আমিও খিক - তবে একটা টেকনিকাল কারেকশান - মার্কিনি সবুজ পাতা কিন্তু দেশি বিয়ের বাজারে অচল পয়সা । বৌ বা বর আনতে তিনটি বছর হুঁ হুঁ। পাসপোট হইলে অইন্য কতা।
  • dam | 61.246.152.17 | ০৬ আগস্ট ২০০৬ ১১:০০632607
  • ঠিক কতা। তবে ফিঁয়াসি হলে দেড় মাসেই আনা যায়। ডিডি আপনি ওদের পেরেমের জোয়ারে ভাসায়ে ভাসায়েই ওদেশে পাট্যে দেন। নায়াগ্রা বা গ্র্যান্ড ক্যানিয়নের ধারে বে করে নেবেখন।
  • tan | 131.95.121.127 | ০৭ আগস্ট ২০০৬ ০০:৫৩632608
  • গ্র্যান্ড ক্যানিয়নই ভালো,বা ইয়েলোস্টোন পার্ক,ওল্ড ফেইথফুল।
    শীগগীর ডিডি! আরেকটা সংলাপ! এইগুলো অসা, অপূ, দারুণ হচ্ছে!:-)))

  • dd | 202.122.18.241 | ০৮ আগস্ট ২০০৬ ১৮:৩৪632609
  • রাম ।।(কুটীর হইতে বাহির হইয়া)
    লক্ষন,লক্ষন। সীতেরে কে বা কারা নিয়ে পালিয়ে গেছে। আ হ হা হা (বিলাপ)
    হা সীতা,হা সীতা,জো সীতা জোসীতা।

    ল : দাদা,এইডা কি ছুইজারল্যান পেয়েছো? চলো বন বাদারে খুঁজি
    গে যাই।

    (অত:পর বনের মাঝে)
    ল : দাদা ও দাদা। অই দ্যাকো, সাক্ষাত বাংলা প্রবচন। খাঁটী প্রবাদ বাক্য।

    রা : তাই তো । এক বানরের গলায় মুক্তার হার। ই কি বন না ব্যাকরন ? আরে আরে। এ যে দেখি সীতের হার পরে বসে আচে।

    বানর : আমি আর আমার ভায়রা হেথায় ঘুমাচ্ছিলাম। উপুরে আকাশ দে ঝাঁ করে এগটা টেস্কী চলে গ্যালো। ব্যাক স্ট্রীটে বসা ঐ ভদ্রমহিলা এই মুক্তামালা ছুঁড়ে মাল্লেন। আমার টেকো ভায়রার মাতায় পুরো ঢিবি হয়ে গ্যালো। দেখুন গে ।

    রা : (প্রচন্ড উত্তেজিত) আর কোনো ডিটেইল্‌স? গাড়ীর নম্বর কি? ডেরাইভার কে ছিলো? তার কটা মাথা ?

    নলের প্রবেশ : উ: আমারেও মেরেছে। হাতপদ্ম ছুঁড়ে। তাতেই মুচ্ছো গেছিলাম।
    আর আমি ইনি্‌জনীয়ার, ব্রীজ বানাই। টেসকির নাম্বার টাম্বার পত্তে পারি না। আপনে বরম ঐ ডাক্তারবাবুরে জিগন।

    ল : কই ডাগতার কোন জন ?

    ন: ঐ তো। সুষেন ডাগতার। টাই পড়ে বসে আছে।

    (মনে হচ্ছে আরো চলবে )
  • dd | 202.122.18.241 | ০৮ আগস্ট ২০০৬ ২০:২২632610
  • সু : লাইসেন প্লেটটা ছিলংকার ছ্যালো। কিন্তু নম্বর দেখি নি। এম্নি জোরে কানপাশা ছুঁড়ে মাল্লো যে ভয় আমি চক্ষু মুদে ছ্যালাম। আর তেম্নি জোরে চিল্লাচ্ছিলো , বাবারে। "লিলে,লিলে, লংকারাজ রাবন আমারে আমারে হরন করি লিলে"। কোনো ফ্যারেনজাইটিস ল্যারেন্‌জাইটিস নেই কো।

    রা : উফ। কেউ যদি একটাও রেলিভেন্ট ডিটেইল আনে।

    হনুমান : আর টেস্কিতে ল্যাখা ছিলো মামুর মতন দাড়ি, রাবন রাজার গাড়ী।

    ল : সত্যি। কেউ কোনো কাজের খপর আনলো নি। কে যে ধরে নিয়ে গ্যালো, কি নাম কি বিত্তান্ত - কিচুই জানিনা।

    ও দ্যাখো এক হাড়গিলে এসে হাজির।

    জটায়ু : আমি মোটেও হার্গিলে নই। ইয়ে, একটু ঈগল টাইপের। ভেরী রেয়ার। খুব এনডেন্‌জার্ড স্পেসিস।

    (আরো)
  • dd | 202.122.18.241 | ০৮ আগস্ট ২০০৬ ২০:৫১632612
  • রাম (প্রচন্ড রেগে গিয়ে - একেবারে ফুটন্ত ব্লাড প্রেশার) ইয়াও। আমার বউরে দ্যাখছেন ? একটা পুষ্পক টেস্কীতে করে কে বা কারা উইড়ে নে গ্যালো? কিছু খপর রাখেন ?

    জ : আরে আমি নিরিবিলি ছতিম গাছের উপর বসে একা একাই হাই তুলছিলাম। অমনি ভোঁ করে টেস্কি একেবরে নাকের ডগা দিয়ে উড়ে গ্যালো।

    রা : আর পিছনের সীটে আমার বউ ?

    জ : ঝাঁ করে একটা ধামসা আংটী ছুঁড়ে মাল্লো।সোজা আমার পেটের মধ্যে। দ্যাখো দিকি কি কান্ড। অতটা হেভী মেটাল। সইলে হয়।

    রাম (চটে আগুন) ধুত্তেরি। আর যে লোকটা চালাচ্ছিলো তার সম্বন্ধে কিচু জানেন ?

    জ : আংটি পেটের মধ্যে যাওয়ায় আমিও রেগে গিয়ে ঐ মহিলারে খামচাতে গেছি - ঠিক ঠাহর পাই নি। ঐ ড্রইভার ব্যাটার কানে কামড়ে দিয়েছি। মিছে বলবো না- টেস্টটা ভালো ছ্যালো।

    আর অম্নি ঐ বদমেজাজী ডেরাইভার আমায় বল্লো " অরে প্যাঁচা, লাংকেশ্বর রাবনেরে কামড়াতে এইচিস?" বলেই গদাম করে এক লাথি । উ হু হু হু।

    সু : তিন মসের ধাকা। ও আমি দেখে বুঝেছি।

    (আরো ....)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন