এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অতীতের লোকেদের কাল্পনিক সংলাপ

    tan
    অন্যান্য | ২৬ জুলাই ২০০৬ | ৩৫৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 141.80.168.31 | ০৮ আগস্ট ২০০৬ ২১:১২632613
  • ddদা, চালিয়ে যান। হাসতে হাসতে চেয়ার ছেড়ে ভুমায় গড়াগড়ি দিচ্ছি।
  • dd | 202.122.18.241 | ০৮ আগস্ট ২০০৬ ২১:২৬632614
  • রাম: ডেরাইভার দেখতে কেমন? কোনো পরিচয়?

    জ : হ্যা:। আমার যেনো কন্যাদায় - ডেরাইভার পাত্র খুঁজছি যে অম্নি তার ঠিকুজি নিয়ে বোসবো। আর অতি অসভ্য ডেরাইভার। আমায় বল্লো প্যাঁচা। আস্পদ্দাটা দ্যাখো।

    রাম রেগে আগুন হয়ে আর আত্মসংবরন কত্তে পাল্লেন না। হাতের থেকে জামাইষষ্ঠীর ঢাউশ মাদুলি খুলে জটায়ুরে দনাদ্দন পিটিয়ে দিলেন।

    বৃদ্ধ জটায়ু হাহতোস্মি, ব্রুটাস তুমিও আর শেষ মেশে হা রাম বলে পতন মুর্ছা ও কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু বরন কল্লেন।

    জটায়ু বধ পালা সমাপ্ত।

  • Parolin | 213.94.228.210 | ০৮ আগস্ট ২০০৬ ২২:০৬632615
  • গুচ্ছ গুচ্ছ।
  • sushen dagdar(taai khule eyeche) | 59.93.207.191 | ০৮ আগস্ট ২০০৬ ২২:১০632616
  • ও ডিডিদাদা, বুড়োকে তো পটাং করে ধল্লেন আর মাল্লেন, এগবার বুকে নলটে অব্দি ঠেকানোর সুযুগ পেলেম না, ভিজিট তো দূর অস্ত। এবার যে বল্বেন - ছাট্টিফিকেট চাই, হ্যান চাই, ত্যান চাই, সিটি হবার যো নেই। বলে অপঘাতে মিত্যু বাবা। এখন পুলিশেই ধরে কি মুদ্দোফরাশে টানে , শেষে কি কোটকাচারিতে পর্বো! টাই ধোরে টানাটানি !
  • Arjit | 128.240.229.3 | ০৮ আগস্ট ২০০৬ ২২:৩৬632617
  • ইয়ে, আমার এট্টা অসুখ ছেলো - হাসতে শুরু করলে থামতে পারতুম নে, পেটে ব্যথা-ট্যাথা হয়ে একাক্কার কাণ্ড। আবার ওইরকম হলে কিন্তু মুশকিল। এই ব্যাটা সুষেন ডাক্তার - সামলে নিস বাপ।
  • tan | 131.95.121.127 | ০৮ আগস্ট ২০০৬ ২২:৪৫632618
  • পুরো মরে যাচ্ছি,উরেবাবা রে বাবা।
    :-)))))))
    এর্কোম রামায়ণ হবে জানলে আমি কি আর...
    ও হে্‌হা হো হী হী হী হি হি মাগো,হাসতে হাস্তে আমর হিস্টিরিয়া হয়ে গেলো।
    হো হো হো হী হি হী হী হী হী।
  • dam | 61.246.73.181 | ০৮ আগস্ট ২০০৬ ২২:৫২632619
  • ওরে বাবারে -------------- উফ্‌ বীভৎস হচ্ছে ডিডি। শীগগির শীগগির লিখুন।

    আর সব্বানী, ডিডিদা পজ্জন্ত সয়েছিলাম, কিন্তুক "ডিডিদাদা" চলবেও না, জজেও মানবে না।
  • s | 141.80.168.31 | ০৮ আগস্ট ২০০৬ ২৩:১৭632620
  • ও দমদি, আমি ডিডিদাদা কই নাই তো, একখান দায়ের কোপেই ক্ষান্ত দিয়েছি। ডিডিদাদা টা টাই ছাড়ার শোকে মাথা খারাপ হওয়া এক ইন্দো ডাগদারের প্রলাপ।
  • dam | 61.246.73.181 | ০৮ আগস্ট ২০০৬ ২৩:২০632621
  • অ্যাল তাই তো!! ওটা সুষেন ডাগদারের কতা।

    ওক্কে। ঐ লাইনটি সুষেন ব্যাটার জন্যি কইলাম।
  • ® | 203.197.96.50 | ০৯ আগস্ট ২০০৬ ০৯:২২632623
  • পাগলা হচ্ছে।ফাটাফাটি
  • Samik | 61.246.84.209 | ০৯ আগস্ট ২০০৬ ১২:৩১632624
  • ডিডিদাদা FC খায়?
  • d | 122.162.106.201 | ০৬ মে ২০০৭ ১৭:৩৩632625
  • সবাই রামায়নে হাত পাকিয়েছে, আমিও পাকাই।
    "সীতাউদ্ধার' (আইটিওয়ালার ভার্সান)

    রাম ১টা সেলফোন হাতে নিয়ে একবার শ্যাওড়া গাছের কাছে যায়, একবার তেঁতুল গাছের কাছে। ভ্রুকুটিকুটিল মুখ, কী যেন বিড়বিড় করছে। লক্ষন আস্তে আস্তে এগোয় রামের দিকে .....

    রাম: আরে ইয়ে লড়কী কভী ভি ফোন নেহি উঠাতি হ্যাঁয় ....... ওফ্‌ ফোনটা তো ধর রে বাপু!
    লক্ষন: কি হল দাদা?
    রাম: আরে তোর বৌদি .... কোথায় যে গেছে! ফোনও ধরছে না ..... আর এখন তো সিগন্যালও পাচ্ছি না .....
    লক্ষন: আরে বৌদিকে কতবার বলেছি সার্ভিস প্রোভাইডার বদলাতে .... না এরা নাকি সস্তা! বোঝো এখন! সস্তার তিন অবস্থা।

    ১ দিন পর। জটায়ুর থেকে খবর পাওয়া গেছে, সীতাকে, বিখ্যাত মাফিয়া ডন রাবণ কিডন্যাপ করেছে। মুক্তিপণের জন্য কোন চিঠি আসে নি।

    রাম: সীতাকে উদ্ধার করতে হবে, অনেক লোক লাগবে, চল দেশে ফিরি ভাই।
    লক্ষন: নিজেরা করলে প্রচুর খরচ, ঝকমারীও প্রচুর। আউটসোর্সই ভাল তাই।
    রাম: আউটসোর্স!! সে আবার কী?? কক্ষনো তো শুনি নাই
    লক্ষন: কোন এক্সপার্ট কোম্পানিকে ক¾ট্রাক্টে দাও, কোম্পানিটা দক্ষ হওয়া চাই।

    ক'দিন পরে লক্ষন একটা ল্যাপটপ নিয়ে খুটখুট করছে, রাম খুব উদ্বিগ্নমুখে পাশে দাঁড়িয়ে আছে

    লক্ষন: দাদা, আমার মনে হয় এই কিষ্কিন্ধ্যার কোম্পানিটাকেই কাজটা দেওয়া যাক।
    রাম: কতদিন হয়ে গেল, কিছুই তো কাজ এগোয় নি, এরা কবে উদ্ধার করে দেবে?
    লক্ষন: আরে দাদা, সে ওরা একটা এস্টিমেট দেবে আমাদের। এদের নাকি কিডন্যাপিঙের ডোমেন নলেজও আছে। এরা অনসাইট-অফ্‌শোর মডেলে কাজ করবে, অনেক কম খরচে হবে।
    রাম: সে তো বুঝলাম। কিন্তু এরা কারা? আগে কখনও এরকম প্রোজেক্ট করেছে কি? এক্সপার্টিজ আছে?
    লক্ষন: হ্যাঁ হ্যাঁ এদের প্রচুর মোটিভেতেদ ছেলেপুলে আছে। সুগ্রীব, এদের সি ই ও, অতি সজ্জন ব্যক্তি, বলেছেন মাত্র ৯ মাসের মধ্যে প্রোজেক্টটা তুলে দেবেন, অতি সামান্য টাকায়। তাছাড়া এরা এক্সপার্ট হিসাবে রাবণের কোম্পানি থেকে বিভীষণকে হায়ার করবে। কাজেই চিন্তা কোরো না।
    রাম: তাহলে দেখো, যা ভাল বোঝো ভাই।
    লক্ষন: তাছাড়া এরা level 5 CMMI

    (ক্রমশ:)

  • d | 122.162.106.201 | ০৬ মে ২০০৭ ১৮:৫৮632626
  • বেশ কিছুদিন পর। লক্ষন ল্যাপটপ নিয়েবসে, পাশে রাম

    রাম: কি ব্যপার, সীতা উদ্ধারের আর কদিন বাকী ভাই?
    লক্ষন: হনুমান এ হপ্তায় স্ট্যাটাস রিপোর্ট পাঠায় নাই।
    রাম: সেকি!! তুমি কি করছ? শীগগির একটা কড়া মেইল কর
    .....................
    .....................
    লক্ষন: রিপোর্ট এসে গেছে, এই নাও ধর।
    রাম: ঠিক আছে টিক আছে, তুমিই বল
    লক্ষন: দাদা ওরা বলছে, ওদের কোম্পানিতে রিঅ্যালাইনমেন্ট চলছে, তাই সবাই খুব টেন্স্‌ড্‌ হয়ে আছে। আর সবাইকে রোটেশানে অনসাইটে না পাঠালে সবাই খুব ডিমোটিভেটেড। এইজন্য কাজ এগোতে পারছে না।
    রাম: কিন্তু এরকম পরিস্থিতি কেন ভাই?
    লক্ষন: ওরা যে সি এম এম আই
    রাম: ধুত্তোর! তুমি ওদের বল এরকম করলে হবে না।
    লক্ষন: দাদা ওদের প্রসেস খুব ভাল। ওরা ডিমোটিভেশানের সব কটআ কেস ডকুমেন্ট করছে। তাছাড়া একটা অ্যাকশান ট্র্যাকারও বানিয়ে পাঠিয়েছে।
    রাম: হুম্‌ম ঠিক আছে আরো কদিন লক্ষ্য কর, হনুমানকে জানিয়ে দাও যে এরকম চললে আমরা কনট্র্যাক্ট ক্যানসেল করে অন্য ভেন্ডারকে দেব। আমি সুগ্রীবের সাথে কথা বলছি।
    লক্ষন: ঠিক আছে দাদা।

    (ক্রমশ:)
  • S | 61.95.167.91 | ০৭ মে ২০০৭ ১১:০৯632627
  • হো হো হো হো হো ... উরেবাবা সিএমএমআই ... হো হো হো হো
  • Bu | 122.167.187.221 | ০৭ মে ২০০৭ ১৩:৪২632628
  • ডিডিদার রামায়ন রকস, পরের টেক স্যাভি পর্বটা বুঝলাম না, জম্মো মুক্ষু কিনা ...

    আরো হোক নতুন নতুন ক্যার‌্যাকটার নিয়ে হোক, রামায়ন এ বিধান রায় আসুক, সলমন খান আসুক, চাইলে মোহনবাগান পাকিস্তান শয়্‌তান যে ইচ্ছে আসুক। আরো গোপ্পো চাই .....
  • AS | 65.82.130.9 | ০৮ মে ২০০৭ ০১:৪১632629
  • রবীন্দ্রনাথ ও নজরুল কে নিয়ে একটা কাল্পনিক সংলাপ হোক্‌না, বর্তমান বাজার নিয়ে।
  • dipu | 207.179.11.216 | ২৪ মার্চ ২০০৯ ১৪:৪১632630
  • dd র পোস্টগুলো পড়ে হেবি আমোদ হল। আর কেউ লেখেনা কেন?
  • Tim | 71.62.2.93 | ২৫ মার্চ ২০০৯ ০৮:৩৩632631
  • পুনশ্চ:

    রামের সাথে যুদ্ধে হত মকরাক্ষের দেহ আনা হয়েছে। মন্ত্রণাগারে রাবণ ও ইন্দ্রজিৎ।

    রাবণ: এটা কে রে! ক্যামন দাঁত ছরকুটে পড়ে আছে দ্যাখো।
    ইন্দ্রজিৎ: সেকি ড্যাড! নিজেই তো বার খাইয়ে যুদ্ধ কত্তে পাঠালে।
    রা: আমি? .... ওহ্‌ মনে পড়েছে। ম্যাক্স।
    ই: ইস! বেচারা! রামের মিসাইলে পুড়ে পেঁয়াজি হয়ে গ্যাসে গো!
    রা: (স্বগত) দিন কে দিন কেস ঘোরালো হয়ে উঠছে। এরম চলতে থাকলে কেউ যুদ্ধ করতে যাবে আর?
    ই: কি ভাবছো ড্যাড?
    রা: (ক্ষুন্নস্বরে) সভায় কানাকানি হচ্ছে। আমি নাকি রিলেটিভদের যুদ্ধে যেতে দিচ্ছি না। খালি দূরসম্পর্কের আত্মীয় বা খার আছে এমন আত্মীয়দের পাঠাচ্ছি। কি যে করি!
    ই: রিল্যাক্স। আমিই যাবো কাল।
    রা: অ্যাঁ, সেকি!
    ই: টেনশান নিওনা। রথের সামনে সীতার থ্রিডি ইমেজ ফিট করে নোবো, সব ব্যাটার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে।
    রা: ওটা যে নকল মাল বুঝতে পারবে না কেউ?
    ই: জাস্ট চিল ড্যাড! আ'ল শো ইউ।
    (ক্রমশ:)
  • Tim | 71.62.2.93 | ২৫ মার্চ ২০০৯ ০৮:৪৬632632
  • পরদিন :

    রাম: হ্যাঁরে, কোনো খবর এলো?
    জনৈক বানর: না বাবু। ওদিকটা আজ বড্ড গোলমাল। কেউ যেতে চাইছে না।
    রা: আ মোলো যা। আমি মচ্ছি নিজের জ্বালায়, আর এরা..... বলি, যুদ্ধে কেউ মারা গ্যালো?
    জ বা: (কান চুলকোতে চুলকোতে) কিকরে জানবো? আপনিও যেখানে আমিও সেখানে।
    রা: (স্বগত) অতি অসভ্য বাঁদর! দাঁড়াও, হনু আসুক। কান কামড়ে ছিঁড়ে না নিয়েছে তো আমার নাম ....

    জনা চারেকের কাঁধে চেপে মৃতপ্রায় হনুমানের প্রবেশ।

    রা: একি! মরে গ্যালো?
    জ বা: নাহ্‌, ছেন্‌ছলেছ্‌।
    রা: চোট লেগেছে? কোথায়?
    জ বা: মনে। সীতাদেবী সগ্গে গেলেন কিনা, সেই শোকে। বড্ড ভালোবাসতো কিনা মা জননীকে।
    রা: হায় হায়! (পতন ও মূর্ছা)
  • dipu | 207.179.11.216 | ২৫ মার্চ ২০০৯ ০৯:২৭632634
  • :-)))
  • arjo | 168.26.215.13 | ২৫ মার্চ ২০০৯ ১৮:১১632635
  • গব্বর এর ভূমিকায় যদি উৎপল দত্ত অভিনয় করতেন

    গব্বর (সামার দিকে তাকিয়ে) - ও সামা। কতগুলান লোক ছিল?
    সামা - দুইখান সর্দ্দার
    গ: - সেকি শু:বা:রা! তোমরা দিকি আমার নাম ডুবাবে। (সামার দিকে তাকিয়ে) পইপই করে কইছিলাম না কোটার ডাকাত রিক্রুট কইরো না। এখন লাও ঠেলা সামলাও।
    (এবারে অন্যদের দিকে তাকিয়ে) এই রিসেশনের বাজারে ছিল এক রামপুর তাও গেল।
    (আবার সামার দিকে তাকিয়ে) আমার মাথার কত যেন দাম?
    সা: - (একটু অন্যমনস্ক) এক লাখ সর্দ্দার।
    গ: - ভুল, ওটা ন্যানোর দাম। কাগজ রাইখ্য, আমার লগে কথা কও।
    সা: - ছরি সর্দ্দার। পঞ্চাশ হাজার।
    গ: - ই::::::::। ন্যানোর দাম আমার থেইক্যা বেশি। নাম পুরা মিট্টিতে মিলায়ে গেল। বন্দুক লাও, লাও বন্দুক।
    কালিয়া - সর্দ্দার, আমরা আপনার নমক খাইছি, সর্দ্দার।
    গ: - বেশ করছ, এই বাজারে আর কি খাবা ভাবছিলে? মটন কারি?
    কা: - বন্দুক কি হবে সর্দ্দার?
    গ: - ব্ল্যাকে সেল করব, উল্লুক। যদি কিসু আসে? নইলে খাবা কি? ভেবে দেখছ?
    কা: (মৃদু হেসে) - আপনি মাই বাপ সর্দ্দার।
    (ইতিমধ্যে সামা এসে বন্দুক দিয়ে যায়)।
    গ: - বলি ও সামা এ চলে তো। (শূন্যে তিনটি গুলি)। বা: বা: দিব্য চলে দেখি। আর চিন্তা নাই। হা: হা: হা: হা: ......
    সমস্বরে - হা: হা: হা: হা: ....
    (হঠাৎ আচম্বিতে তিনটে গুলি, দেখা যায় কালিয়া ও বাকী দুইজন হেরো ডাকাত মরে পরে আছে)
    গ: - (মুখে মৃদু হাসি) মর্কট। বিশ্বাস করছিল, ব্ল্যাকে বন্দুক সেল করব। উজবুগ কোথাকার, এখন মরে গেছে, কি আনন্দ।
    (সবার দিকে তাকিয়ে) কি বুঝলা? উজবুগ যদি হও/চটপট গুলি খাও।

    (খৈনীর পিক ফেলিয়া হাতে বেল্ট নিয়ে সর্দ্দারের প্রস্থান, কয়েকজন মৃতদেহ সৎকারে গেল, আর বাকীরা যে যার জায়গায় বসে ঢুলতে লাগল)।
  • I | 59.93.162.51 | ২৫ মার্চ ২০০৯ ২১:৫৮632636
  • :))
    ফান্টা ফানি। চোখের সামনে দেখতে পেলুম। শুনতেও।
  • Hukomukho | 198.184.5.252 | ২৫ মার্চ ২০০৯ ২২:২১632637
  • :)) যাস্ট অসাধারণ । টিম, আর্য দুটো ই কোন কথা হবে না।

  • Du | 74.7.148.7 | ২৫ মার্চ ২০০৯ ২২:৫৮632638
  • :)) , দারুন ! দারুন!
  • Tim | 71.62.2.93 | ২৭ মার্চ ২০০৯ ১১:২৪632639
  • বিভীষণ : এত হইচই কিসের অ্যাঁ? দুদন্ড জিরোবার উপায় নেই! বাঁদরামো পেয়োচো?
    জ বা: যুদ্ধ শেষ। আমরা শপিং কত্তে যাচ্চি।
    বি: শেষ মানে? শেষ কল্লেই হলো? কে বলেছে শুনি?
    বানরেরা দাঁত খিঁচিয়ে সমস্বরে: বিভীষণের মাথায় টাক - ইয়া ইয়া ও/ শূর্পনখার চুলে পাক- ইয়া ইয়া ও....
    বি: (স্বগত) দুটো দিন ওয়েট করো। একবার সিংহাসনে বসি, তাপ্পর বাঁদরদের কি হাল করি দেখো! বিশাআআল টেল ট্যাক্স বসাবো প্রথমেই।
    জ বা: বাংলার পাঁচের মত মুখ ক্যান? খুব মZI না? আমরা খেটেখুটে যুদ্ধ করবো আর উনি ভরপেট্টা খেয়ে উষ্টুম-ধুষ্টুম স্বপ্ন দেখে কাটাবেন।

    বিভীষণের এত রাগ হলো যে কি বলবো! তড়িঘড়ি রামের কাছে গেলেন। তখন রামকে ঘিরে সবাই আলোচনা করছে।

    সুগ্রীব: এইত্তো, বিভুদা এসে গেছে! আমরা ঠিক করেছি ফিরে যাবো।
    বি ( অনেক কষ্টে নিজেকে সামলে): আমাকে কেউ গোড়ার থেকে ব্যাপারটা বলবে?
    সু: বলার কিসু নাই। তোমার গুণধর ভাইপো, মাইরি এমন বখাটে জম্মে দেখিনি, আজ যুদ্ধক্ষেত্রে সীতাকে ঘ্যাচাং করে কেটে ফেলেচেন।
    বি: অসম্ভব।
    সু: হনু নিজের চোক্কে দেখে এসেছে। কিরে, বল্‌না!
    বি: ওহ্‌ বুঝেছি। ওটা ফেক । এইজন্য ছোটোবেলায় পড়াশুনো কত্তে হয়। তা না, দিনরাত ন্যাজ উঁচিয়ে ড্যাংগুলি পিটছেন।....
    হনুমান: মরেনি?
    রাম: ন্যাকা! তখন থেকে সঙের মত কেলিয়ে পড়ে থেকে সবার টাইম ওয়েস্ট করচে।
    বি:(রাম-লক্ষণের দিকে তাকিয়ে) ঝটপট উঠে পড়ুন দিকি। সময় খুব কম। এতক্ষণে ব্যাটা বোধায় পুজোয় বসেই গ্যালো। ওটাকে আসকেই নিকেশ কত্তে হবে। (স্বগত) যুদ্ধশেষে ওটা বেঁচে থাকলে ইলেকশানে হার অনিবার্য। স্রেফ সিম্প্যাথি দিয়েই জিতে যাবে।
    (ক্রমশ:)
  • kallol | 220.226.209.2 | ২৭ মার্চ ২০০৯ ১৯:৩৩632640
  • দাঁড়াও - আগে এক্টা হেল্মেট পড়ে নি।
    দূর - খালি মনে হচ্ছে লক্ষণের শক্তিশেলের ক্যারিকেচার।

    কেউ কি ঘনাদা-টেনিদা সংবাদ লিখবে ?
    নিদেন দীপক চাটুজ্জে-কিরীটি রায়।
    কিংবা হাঁদ-ভোঁদা আর বাঁটুল।
    আহা - রোমিও+জুলিয়েট - লায়্‌লা+মজনু - রামী+চন্ডিদাস সংলাপ।

  • Tim | 71.62.2.93 | ২৭ মার্চ ২০০৯ ২০:৫৬632641
  • মনে হওয়ার কিসু নাই। ক্যারিকেচারই। হ্যালমেট পরনেরও কিসু নাই। ;-)
  • dipu | 207.179.11.216 | ১০ এপ্রিল ২০০৯ ১৬:০২632642
  • দু সপ্তা হয়ে গেল যে! ভাইপোর পুজো এখনো শেষ হল না?!
  • Tim | 71.62.2.93 | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৪632643
  • পুজো তো কবেই শেষ। ক্যারিকেচারও।
    ধন্যবাদ। :)
  • Samik | 121.242.177.19 | ০১ জুলাই ২০১০ ১৯:০৮632645
  • এইটারেও তুলে দিলাম। এট্টু আবার হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন