এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লিটল ম্যাগাজিনের দিস্তে দিস্তে

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১৪ | ১১৮৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৬:০৯635419
  • এই থ্রেটে ভয় পাব কিনা বুঝতে পারছি না ! শূন্যতার ভয় তো !
  • T | 24.139.128.15 | ২০ এপ্রিল ২০১৪ ১৬:২০635420
  • থ্রেট আবার কি? যা বাব্বা...
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৬:২৩635421
  • আরে পার্সোনাল না - কী মুশকিল ! এই যে শূন্য হয়ে যাওয়ার ভয় - মানে আপনি বললেন আমার ওই শূন্যতার অনুভূতি হল - তাই ঐরকম এক্সপ্রেশন বেরোল ।।
  • gajaa | 121.93.163.126 | ২০ এপ্রিল ২০১৪ ১৬:২৫635422
  • ভালো লেখা আর বড় লেখক আলাদা করে দেখাই উচিত। বড় লেখক বোধহয় তাঁরা যারা বেশি বিক্রিত পুজোসংখ্যায় লেখেন।
    অথচ কী অদ্ভুত দেখুন ভালো বই বেরোয় লেখকের পয়্সায়,তাই প্রকাশক সে বইয়ের প্রচার করেন না।বড় লেখকের অপাঠ্য বই নিজের টাকায় করতে হয় বলে বিজ্ঞাপন দেয়।পাঠক ভাবে এটাই বাংলা সাহিত্য। ফলে এক যায়গায় থেমে থাকে।
    নতুন লেখকের ভালো লেখার খবর কেউ জানতেও পারে না। পরেরবার প্রকাশক বলবেন, এই তো তোমার বই ৫০ কপিও বিকোয় নি।
    ভালো লেখক খুঁজে এক যায়্গায় করার চেয়ে জরুরী হল এই খোঁজটা নিরন্তর চলিয়ে যাওয়া।
    একই কিছু ভালো কলম পেয়েছি এই আনন্দে অত্মহারা হয়ে পড়লে প্রতিদিনের রোববার বা এই সময়ের রবি বারোয়ারির মতো ক্রমশ একঘেয়ে উঠতে পারে। কয়েকদিন আগে একজন টই এ লিখেছিলেন না মার্কেজকে নিয়ে সঞ্জয় মুখোপাধ্যায় পুরনো লেখাই আবার ছাপিয়ে দিয়েছেন। "এই সময়" মনে হয় অমিতাভ মালাকারের কলমটাও সর্বনাশ করবে।
    লেখক হাব এর সমস্যা এটাই। লেখক কোনও প্রোডাক্শন হাউস নয়।
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৬:৩২635423
  • 'ভালো' কি 'বড়' হতে পারে না? কিম্বা 'বড়' কি 'ভালো' হতে পারে না?
  • T | 24.139.128.15 | ২০ এপ্রিল ২০১৪ ১৬:৩২635424
  • ও 'বিনীত ভাবটি' ঠিক ধরতে পারিনি।
    যাক গে, প্রিন্ট কপিগুলো নষ্ট হয়ে গেলে আর কিভাবে ভাবীকাল সেইসব খুঁজে পাবে তার হদিশ নিশ্চয় আপনি জানেন। তাহলে আর আমার বক্তব্যে গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিংবদন্তী বা প্রাচীন প্রবাদ জাতীয় ব্যাপার হলেও আলাদা কথা।
  • gajaa | 121.93.163.126 | ২০ এপ্রিল ২০১৪ ১৬:৪১635425
  • কেন হতে পারবে না? কিন্তু সমস্যা তো ভালো ও বড় র দিস্তা দিস্তা লিখে যাওয়ায়। ব্ড় হওয়া তো একবারের অর্জন, কিন্তু ভালো হওয়া প্রতিদিনের সাধনা।
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৬:৪৮635426
  • মাননীয় বড় হাতের টি,
    সুজনেষু
    এত ব্যাঁকা-ত্যাড়া কথার কী আছে বুঝি না মাইরি ! প্রিন্ট কপি নষ্ট হলে পাওয়া যাবে না আমিও জানি । কালের গর্ভে হারিয়ে যাওয়া নিয়ে সবাই নিজের নিজের মত করে ভাবিত । সবার একই বিষয়ে, একই রকম ভাবে চিন্তান্বিত হওয়া এবং তদনুযায়ী সক্রিয় হওয়া সম্ভব না । সবারই নিজস্ব প্রেফারেন্স আছে । যদি কারো মনে হয়, সংরক্ষণ বেশি জরুরি কাজ, তিনি সে ব্যাপারে বেশি সক্রিয় হবেন । জনদের মনে হবে ওটা সেকেন্ডারি, সিনেমা দেখা কিম্বা আইপিএল দেখা বেশি জরুরি তিনি সেটা আগে করবেন । পরে সুযোগ বা সুবিধে মত স্ক্যান বা অন্যভাবে সংরক্ষণ করবেন । সে ব্যাপরে, সংগ্রাহকদের উচিত তাঁদের সাহায্য করা । এইরকম মনে হয় । অরণ্যের প্রাচীন প্রবাদ বা কিংবদন্তি সম্বন্ধীয় রসিকতাটা বুঝিনি - এইটুকু ছাড়া যে ওটা (সম্ভবত) রসিকতা ছিল ।

    ইতি -
    বিনীত ভাবাপন্ন
    চরণদাস (চোর নয়) প্রতিম
    তাপস দাশ
  • gajaa | 121.93.163.126 | ২০ এপ্রিল ২০১৪ ১৬:৪৯635427
  • ভালো লেখার একটা স্থায়ি প্লাট্ফর্ম বানানো খুব কঠিন ব্যাপার এমন না। তবে এখনও পর্যন্ত দেখেছি যার সাধ ও যোগ্যতা আছে তার সাধ্য নেই। যার সাধ্য আছে সে সম্পাদনা বোঝে না।
    সাধ্য থাকলেও খারাপ সম্পাদনার জন্য পত্রিকা উঠে যাওয়ার একটা উদাহরণ টাইমসের "আমার সময়"।
  • T | 24.139.128.15 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:০৮635429
  • ব্যাঁকা ত্যাড়া কথা কি বললাম। এটুকুই তো বললাম স্ব স্ব উদ্যোগ নিলেই ভালো। পত্রিকা করা, বেচে ফুরিয়ে ফেলা, এবং তারপর স্মৃতি রোমন্থনের সাথে সাথে এই ডিজিটাল আর্কাইভিং টিকেও যদি পুরো প্রসেসটার মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় তাহলে ভালো হয়। কখন কোথায় কোনো এক সংগ্রাহক উদয় হবেন তাঁর ভরসা না করে আর কি। অবশ্য যে জিনিস কিংবদন্তী পর্যায়ে পোঁছেছে বা একপ্রকার প্রাচীন প্রবাদ তাকে আর আর্কাইভে রাখার দরকার নেই। এটুকুই। না মানলেও চলে।

    আপনার বিনীত ভাবকল্প অক্ষয় হোক।
  • h | 127.194.237.158 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:০৯635430
  • আমার মত বড় লেখকেরা আর কেউ বেঁচে নেই ;-)
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৭:১৯635431
  • একবার কোন পত্রিকা ভালো ও কেন ভালো তার তালিকার ডাক - ফের তার সঙ্গে ডিজিটাইজেশন । স্মৃতি রোমন্থন অংশটা ঠিক বুলেট দিয়ে পয়েন্ট করে হচ্ছে না বলে অসুবিধে হলে খুবই দুঃখিত । কিন্তু কিছু করার নেই । সবাই নিজের মত করে কাজ করবে । সংগ্রাহকরা উদয় হয়ে আছেন, এখন তাঁদের ধরা-করা করতে হবে, আমার কাগজটা আপনার আর্কাইভে যদি একটু ন্যান । আবারও ওই কিংব আর প্রাচীন বলে কাদের বা কাকে চাপ দেওয়া হল বুঝলাম না- ইংগিত ইশারা নিজের মত ডিকোড করলে ভুলের সম্ভাবনা প্রচুর । কিন্তু ডিজিটাইজেশনের গুরুত্ব ও সাধারণ মানুষের অজ্ঞানতা নিয়ে আর একটা টই খোলা হোক না ! নাকি সেও আছে? যদি থাকে, তাহলে এই প্রাসঙ্গিক আলোচনা সেখানে শিফট করানো হোক ।
    অক্ষয়িত বিনীত ভাবকল্প সহ
  • gajaa | 121.93.163.126 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:২০635433
  • আমার মনে হয় লিটিল দের এবার এক্জোট হয়ে বড় হবার সময় এসেছে।অসংখ্য ভালো লেখা হচ্ছে না যে অসংখ্য পত্রিকা ছাপতে হবে।যেটুকু হচ্ছে তার জন্য একটা বড় প্লাটফর্ম দরকার। যেটা ফুসকুরিটাকে দেখাবার লেন্সের কাজ করবে।
  • এমেম | 127.194.236.84 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:২০635432
  • gajaa -- 'ব্ড় হওয়া তো একবারের অর্জন, কিন্তু ভালো হওয়া প্রতিদিনের সাধনা।'
    কথাটা ভারি ভালো লাগলো।
  • এমেম | 127.194.236.84 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:২৫635434
  • কোনও কোনও বড় লেখক আবার দুরকম লেখেন। একটা তাঁর যত্নের ও ভালোবাসার, অন্যটি দানধ্যান। নতুন পত্রিকাকে অবহেলাভরে কিছু দেন।
  • T | 24.139.128.15 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:২৭635435
  • খামোখাই প্রতিপক্ষ খুঁজে ফিরছেন। দেখুন, টই হাইজ্যাকের চেষ্টা করা হচ্ছে না। একটা টই খুললে এমন দুদশটা এদিক সেদিক মন্তব্য পড়বেই। যাক গে, লিখতে থাকুন।
  • h | 127.194.237.158 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:৩০635436
  • লিটল ম্যাগাজিন হল ছোটো ছোটো প্রোডাক্ট কোম্পানীর মত ;-) তাদের স্বকীয়তা বা স্বকীয়তার দাবী তাদের আলাদা করেছে। অকারণে এক হতে যাবে কেন, তাইলে তো স্বকীয়তা হারাবে। আর যদি কমারশিয়াল মোটিভ বেশি হয়, তাইলে তারা একটা প্যাকেজ হিসেবে বড় কোংএর কাছে বিক্রি হবে। সৃজনশীলতার জগতে ক্যাটালোগ ওনার দের বড় কোম্পানীর কাছে বিক্রি হওয়া খুব ই কমন। আর তাছাড়া লিটল ম্যাগ এর লেখক দের একটা অংশের মূল উদ্দেশ্য হল বড় কোং এ চান্স পাওয়া। তো এই যে 'এক হওয়া' সেটা তো এমনিতেই হচ্ছে, তাতে কি উপকার হচ্ছেঃ-)
  • এমেম | 127.194.236.84 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:৩২635437
  • সুনীল গাঙ্গুলীর কথা জানি। বাঙালী অন্যরাও এটা করেন কিনা জানি না।
  • এমেম | 127.194.236.84 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:৩৪635438
  • ওপরের মন্তব্য আমার আগের মন্তব্যের কন্টিনুয়েশন।
  • Ekak | 24.99.93.129 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:৩৫635440
  • না , "এক হওয়াতে " আমিও নেই । বরং কনফ্লিক্ট যত বাড়ে ,ভালো । শ্রেষ্ঠ লেখা সংগ্রহ -আর্কাইভ ইত্যাদি একটা আলাদা প্যারালাল উদ্যোগ । সে নিয়ে এলার্জি না থাকলেই হলো । এক জুতো সবাই পায়ে পরার প্রয়োজন দেখিনা ।
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৭:৩৫635441
  • আমি এ টইয়ে খুব বেশি লিখছি না । অন্য টইয়ে লিখছি, এখানে ফুট কাটছি ।

    আপনি টই হাইজ্যাকের চক্রান্তের অভিযোগের আভাস পেলেন? উফফ!
    প্রতিপক্ষ
  • T | 24.139.128.15 | ২০ এপ্রিল ২০১৪ ১৭:৩৯635442
  • "কিন্তু ডিজিটাইজেশনের গুরুত্ব ও সাধারণ মানুষের অজ্ঞানতা নিয়ে আর একটা টই খোলা হোক না ! নাকি সেও আছে? যদি থাকে, তাহলে এই প্রাসঙ্গিক আলোচনা সেখানে শিফট করানো হোক ।" আপনিই লিখেছেন। নাকি এতেও কিছু হিডেন ব্যাপার আছে?
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৭:৪৫635443
  • সেদিন ভাটে আলোচনা ঘেঁটে যাচ্ছিল এরকম একটা কথা ওঠায় এই টই খোলার কথা ভাবা হয়েছিল । সেই কারণেই এই টই খুলেছিলাম । আজ মনে হলো - এই আর্কাইভ নিয়ে অনেক কথা হচ্ছে - যেগুলো এক জায়গায় থাকা প্রয়োজন । সে জন্যেই ওই টই প্রস্তাব । খুবই ওপেন ব্যাপার । মানে আমার দিক থেকে তা-ই ছিল ।
    অথরের অবশ্য মৃত্যু হয়েছে বলে শোনা যায় ।
  • gajaa | 121.93.163.126 | ২১ এপ্রিল ২০১৪ ১১:২৪635444
  • আমি এই "এক হওয়া" নিয়ে একেবারে দোকানদারের মতো কিছু লজিক দেখাবো এবং সমস্ত বিরুদ্ধ মত পড়ার জন্য চোখ পাতব।
    প্রথমে বলি যে লেখকরা লিটিল ম্যাগ এ লিখে বড় কং এ চান্স পাচ্ছে তারা কিন্তু তাদের লিটিল ম্যাগ লেখাটা বড় কং এ লিখতে পারছে না। ইন ফ্যাক্ট ঐ লেখা ওখানে মনোনীত-ই হবে না। ওখানে অনেক বেশি খাজা লেখা লিখতে হবে। এতে মুশকিল হল একজনের খারাপ লেখাটা প্রচার পাচ্ছে। আজকাল ফেসবুক হয়েছে। সেখানে ওটা স্ক্যান করে তুলে দিলে লাইক পড়ছে। সে ভাব্ছে আমাকে এই লেখাই লিখতে হবে। অনেক নতুন লেখককে দেখেছি তাদের জীবনের প্রথম গল্প গ্রন্থ করছে পয়সা দিয়ে। যে বইয়ের নাম ব্ড় কং এ প্রকাশিত হল্পের নামে। অথচ ঐ গল্পটাই ঐ সংকলনে সবচেয়ে দুর্বল।

    আমার বক্তব্য বৈচিত্রের জন্য এত ম্যাগাজিনের দরকার নেই। প্রথমে বাদ দিই কিছু প্রাইভেট লিটিল ম্যাগাজিনকে । যাদের মুখ্য উদ্দেশ্য ম্যাগাজিন করে কিছু যোগাযোগ বাড়ানোর জন্য, যা ব্ড় কং এ এন্টির কাজ করবে। এই আলোচনায় এদের ধরব না।
    বাকি লিটিল ম্যাগ গুলোকে দেখুন, চরিত্র অনুসারে বেশ ভাগ করা যাবে।এক একটা ভাগে অনেক্গুলো ম্যাগাজিন চলে আসবে।এদের এক হলে বৈচিত্র সামান্য কমবে কিন্তু বাংলা সাহিত্যের লাভ হবে অনেক।
    ১।লিটিল ম্যাগে ছাপা লেখা বই হিসেবে বেরোনোর সমস্যা কমবে।কারণ ঐ সম্মিলিত ম্যাগাজিন আর লিটিল নেই। তাদের স্বেচ্ছাসেবক অনেক। বড় লেখকের দানধ্যানের ওপর ভরসা করতে হয় না। সার্কুলেশন বেশি বলে ডাকে লেখা আসে।
    ২।বিজ্ঞাপন ও বুক রিভিউয়ের সুবিধে হবে। ধরুন দেশ পত্রিকায় গাঙচিল,চর্চাপদ,মনফকিরা,অবভাস বা আরো ছোটো প্রকাশক থেকে যে সিরিয়াস বইগুলোর বিজ্ঞাপন থাকে সেগুলো ঐ পত্রিকার চরিত্রের সঙ্গে বেখাপ্পা।ঐ বই গুলোর কোথাও রিভিউ হয় না। ফলে বই গুলো পাঠকের অচেনা থেকে যায়। লিটিল যুক্ত হয়ে বড় ম্যাগাজিন কিন্তু এই রকম বইয়ের চরিত্রের সঙ্গে মানান সই হবে। এই বইগুলো আলোচনা করতে পারবে। আর পত্রিকার সার্কুলেশন দেখে এই সব প্রকাশক বিজ্ঞাপন ও দেবে।কারণ তাদের অনেক বেশি টাকায় ব্ড় কং এ বিজ্ঞাপন দিতে বাধ্য হতে হচ্ছে প্রচারের জন্য। তাই নিজের ইনভেস্টমেন্টে করা বইটা ছাড়া অন্য গুলো দিতে পারছে না। ফলে নতুন লেখক অন্ধকারেই থাকছে।
    (চলবে)
  • gajaa | 121.93.163.126 | ২১ এপ্রিল ২০১৪ ১৫:০৮635445
  • ৩। কিছু লিটিল ম্যাগাজিন এক হয়ে বড় হলেই প্যাকেজ আকারে ব্ড় কং এ বিক্রি হয়ে যাবে।এটা আজকের সময়ে এসে মনে হয় না। প্রথমত ব্ড় কং সাহিত্যকে কতটা গুরুত্ব দেয়? রাজনীতি,সিনেমা,ক্রিকেট যেখানে অর্থ ক্ষমতা আছে তাই নিয়ে তাদের মাথাব্যথা আছে। সাহিত্যের এসব কিছুই নেই। একটা সময় কিছু লিটিল ম্যাগ বিক্রি হয়েছিল কারণ তাতে জড়িত মানুষের অন্নসংস্থানের সমস্যা ছিল।আবাপ/যুগান্তরে এ একটা চাকরী ম্যাটার করত।এখন যারা লিটিল ম্যাগাজিন করেন তাদের বেশির ভাগ-ই নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত।
    ৪।যেটা হতে পারে এই প্যারালাল প্লাটফর্মে লিখে জনপ্রিয় লেখকদের বড় কং কিনে নিতে পারে। তাহলে তো তাকে সেই ফর্মেই গ্রহণ করতে হবে। তাতে তো ভালো-ই হবে।বহুল প্রচারিত পত্রিকার মান কিছুটা বাড়বে।
    ৫।লিখনে কী হয়? রিজিওন্যাল ভাষায় কিছুই হয় না।ভারতে ক`টা লোক ইংরাজিতে কথা বলে! অথচ চেতন ভগত,দুর্জয় দত্ত, বিক্রম শেঠেরা কী মানের লেখা লিখে কী পশার এনজয় করেন! বাংলায় কত লোক কথা বলে, বাংলা বই কী না ৫০০ কপি বিক্রি হলে হৈ চৈ হয়!
    আপনার লেখা কে আপনার ফ্যামিলি বাজে কাজ মনে করলে সংঘাত তো ঘরেই লেগে গেল। আর এই নিয়ে খিটিমিটিতে মন খিচড়ে গেলে লেখাটাও ডকে উঠে গেল। তাই হয় অর্থ নয় স্বীকৃতি/যশ কিছু একটা তো চোখে সামনে দেখাতে হবে।লেখকের ফ্যামিলি লেখকের মতো নির্বাণ লাভ কি করতে পারে?
    বড় কং মারফ্ত এই বড় হওয়ায়/পশার বাড়ানোয় বেশ স্যক্রিফাইস আছে। আত্মসম্মান টা তো প্রথমেই ছাড়তে হয়। এখন তো শুনি আরও অনেক কিছু দিতে হয়। সম্মিলিত লিটিল - ব্ড় ম্যাগ লেখককে অনেক কম ক্ষয় করে কিছু প্রাপ্তি এনে দিতে পারে।
    বিক্রি হচ্ছে,বিজ্ঞাপন আসছে,লেখককে কিছু দেওয়া যাচ্ছে।এটাই তো স্মল স্কেল ইন্ডাস্ট্রি।
  • তাপস | 122.79.36.40 | ১০ মে ২০১৪ ১৭:৪১635446
  • দেবতোষ, ও দেবতোষ, কিছু কও বাছাধন
  • Little | 130.60.26.245 | ১২ মে ২০১৪ ১৩:০৩635447
  • লিটিল ?
  • :) | 118.171.159.41 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৭:১৮635448
  • http://goo.gl/zhR65C
    কাল হয়তো এই লিংক কাজ করবে না আর,
    আনন্দবাজার, ২৮শে জানুরারি, ২০১৫, বই মেলা মেলা বই সেকশন, লিটল মাস্টারঃ
    অ্যাবাউট সন্দীপ দত্ত ও লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র
  • তাপস | 126.203.196.87 | ২৯ অক্টোবর ২০১৫ ১১:২১635449
  • "লিটল ম্যাগাজিনগুলোর সম্পাদকমণ্ডলীও আজকাল পুজোর ‘থিম’-এ বিশ্বাসী। কোনও এক বিশেষ বিষয় নিয়েই বিশেষ সংখ্যা প্রকাশিত হয়, শুধু সেই বিষয়ের উপর লেখা নানান প্রবন্ধ। বিশ্বকবি থেকে বিস্মৃতির অন্তরালে চলে যাওয়া কবির রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তা, পরিবেশ দূষণ থেকে বাংলা নাটকের গান— বিষয় নানাবিধ, মতামতও অজস্র। প্রবন্ধের সংখ্যা ও ম্যাগাজিনের মোট পৃষ্ঠাসংখ্যা বিস্ময়কর। যেমন, এ বার এক ম্যাগাজিনের প্রাক্-শারদীয় সংখ্যা সাড়ে সাতশো পৃষ্ঠার।
    প্রবন্ধকাররাও এই সব প্রবন্ধকে তাঁদের নিজেদের গবেষণার ফসল বলে মনে করেন। কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিজের পদোন্নতির জন্যে এবং সরকারি অনুদান পেতে অধিকাংশ প্রবন্ধকারদের প্রয়োজন প্রকাশিত গবেষণাপত্র। অতএব, প্রবন্ধের, থুড়ি, গবেষণাপত্রের সংকলন।
    প্রবন্ধ সংকলনগুলি পড়তে পড়তে মনে হল, সংখ্যায় বাড়লেও বাংলায় লেখা প্রবন্ধের মান আদৌ বাড়েনি। প্রবন্ধের পিছনের গবেষণা তো তথা এব চ।"

    http://www.anandabazar.com/editorial/%E0%A6%9A%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%A4%E0%A6%9A%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A3-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%AA-%E0%A6%9C-%E0%A7%9F-%E0%A6%9A-%E0%A6%87-%E0%A6%A8%E0%A6%A4-%E0%A6%A8-%E0%A6%AD-%E0%A6%AC%E0%A6%A8-1.230365#
  • pi | 74.233.173.53 | ২৯ অক্টোবর ২০১৫ ১১:৪৫635451
  • কিছু উদাহরণ পেলে ভাল হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন