এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার এই শুভার্থীর বিরুধ্ধে FIR করার আগে গুরু কে কী এই ব্যপারে বলতে চান সেট একটু শুনে নিতে চাই ঃ))

    bratin
    অন্যান্য | ১০ এপ্রিল ২০১৪ | ৮৬৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.164 | ১১ এপ্রিল ২০১৪ ১০:৫৪635733
  • ঐ মেলটা -য় তো আমার নাম থাকা উচিৎ ছেলো। ভুল করে ব্রতীনের নাম চলে গেছে।
  • de | 190.149.51.68 | ১১ এপ্রিল ২০১৪ ১১:০৭635734
  • ক্ষী সাংঘাতিক! অবশ্যই অভিযোগ জানানো উচিত - ডিফেমেশনের জন্য!

    তবে খুব চেনা লোক - সব খবর রাখে!
  • রোবু | 213.132.214.155 | ১১ এপ্রিল ২০১৪ ১১:১১635735
  • সাইবার সেলে কমপ্লেন কর। আর আন্দাজ করার চেষ্টা কর, তোমার ওই আত্মীয়-র মেইল আইডি ইনি কি করে পেয়ে থাকতে পারেন।
  • sch | 132.160.114.140 | ১১ এপ্রিল ২০১৪ ১১:১৮635736
  • মেইলটা সাইবার কাফে থেকে করা হলেও আইডেন্টিফিকেশানের প্রবলেম হওয়া উচিত না। কারণ আজকাল সব কাফেতে ফটো আই ডি মাস্ট
  • কল্লোল | 125.242.248.66 | ১১ এপ্রিল ২০১৪ ১১:২৪635737
  • বোতীন।
    আমার ধারনা সে-র Date:11 Apr 2014 -- 10:49 AM পোস্টটা ঠিক।
    দ্যাখ কেউ তোকে কাঠি করতে চাইছে। উদ্দেশ্য তোকে বিরক্ত করা। তুই এই নিয়ে লাফ ঝাঁপ কর। তোর এনার্জি খ্চ্চা হোক।
    স্রেফ ইগনোর কর। তোর আত্মীয় কে বল এই মেইল আইডিটা স্প্যাম বা ব্লক করে দিতে।
    এরকম আরও কয়েকটা আসবে। তারপর থেমে যাবে। হ্যাঁ যদি তারপরেও না থামে তো তখন ব্যবস্থা নিতে হবে।
    কিন্তু একটাই অনুরোধ। বিরক্ত হোস না, রেগে যাস না। বিরক্ত ও রেগে যাওয়া মানুষ বেশীরভাগ সময়ে ভুল সিদ্ধান্ত নেয়।
  • সিদ্ধার্থ | 116.51.142.90 | ১১ এপ্রিল ২০১৪ ১১:৩০635738
  • মানুষ দিনে দিনে হারামীপনার নতুন নতুন সংস্করণ বার করছে!
  • dd | 132.171.116.182 | ১১ এপ্রিল ২০১৪ ১১:৩৮635739
  • যেটা important। সেটা হচ্ছে যে ব্রতীনের জামাইবাবুকে পার্সোনালি চেনে, ওনার মেইল আই ডি জানে প্লাস ব্রতীনের গুরুচন্ডালীর যোগাযোগের খবর রাখে।

    এই সব কটা কন্ডিশন মানা কজন লোক আছে যারা ব্রতীনকে কাঠি করতে চায়? খুব বেশী?
  • kumu | 52.104.27.218 | ১১ এপ্রিল ২০১৪ ১১:৪৮635740
  • ডিডিদা বেশ গোয়েন্দাদের মত কথা কইচেন
    শা হো টুপি লাগলে বলবেন।
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১১:৫০635741
  • এই সিচুয়েশনে ফেলুদা কী বলত?
  • bratin | 122.79.36.166 | ১১ এপ্রিল ২০১৪ ১১:৫৯635743
  • সবাই আমার কথা ভেবে লিখেছে দেখে খুব ভালো লাগছে। থ্যাঙ্কু দিয়ে তাদের ছোট করতে চাই না।

    এক্ষুনি লালবাজারের সেই কাকুর সাথে কথা হল। সাইবার সেলের কোন ওসির সাথে দেখা করে কী কী করতে হবে উনি বলে দিলেন। নিজেও ওসির সাথে কথা বলবেন বললেন।

    তবে আজকে আর যাওয়া হবে না। কালকে লালবাজার যাবো।
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১২:০০635744
  • এইটে শেয়ার করছি, প্লীজ ব্রতীন কিছু মনে করিস না।
    http://www.anarchive.in/bonpen
  • bratin | 122.79.36.166 | ১১ এপ্রিল ২০১৪ ১২:০১635746
  • সবাই আমার কথা ভেবে লিখেছে দেখে খুব ভালো লাগছে। থ্যাঙ্কু দিয়ে তাদের ছোট করতে চাই না।

    এক্ষুনি লালবাজারের সেই কাকুর সাথে কথা হল। সাইবার সেলের কোন ওসির সাথে দেখা করে কী কী করতে হবে উনি বলে দিলেন। নিজেও ওসির সাথে কথা বলবেন বললেন।

    তবে আজকে আর যাওয়া হবে না। কালকে লালবাজার যাবো।
  • রোবু | 213.99.211.131 | ১১ এপ্রিল ২০১৪ ১২:০১635745
  • ব্রতীনদা, তুমি যা যা একশন নিচ্ছ, সেগুলো এইখানে খোলা পাতায় শেয়ার না করাই বোধ হয় ভালো।
  • sch | 132.160.114.140 | ১১ এপ্রিল ২০১৪ ১২:০২635747
  • ডিডি দা একমত হলাম না - যিনি মাথা খাটিয়ে কাজটা করেছেন তাকে কেন দুজনের কমন ফ্রেন্ড হতে হবে, তিনি এইটুকু জানলেই হবে যে দু'জনের মধ্যে আত্মীয়তা আছে। মেল আড্রেস অন্য কোনো থার্ড পার্টি মারফৎ পেতে পারে, পাব্লিক ডোমেন নেটোয়ার্ক থেকে পেতে পারে। খুব সহজ।

    আর মেলে কিন্তু ডিফেমেটারি সেরকম কিছু বলে নি - শুধু চেয়েছে বিভিন্ন সোস্যাল নেটোয়ার্ক থেকে বিরত থাকুক। ঠিক সেই কে একজন পাই দিদির এক শুভানুধ্গযায়ী যেমন ওনার গুরুতে যুক্ত থাকা নিয়ে খুব উদবিগ্ন হয়ে পড়েছিলেন। ঠিক সেরকম।

    মেলটা ট্র্যাক করলে দেখবেন খুব সম্ভাবনা দেশের বাইরের কোনো লোকেশান পাওয়া যাবে।
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১২:০৫635748
  • সইত্য কথা বলি? আমি আজ পজ্জন্ত এমন মেল পাই নাই। কেহ আমার বাবাকে /বৌকে / অন্য কোনও আত্মীয়কে এমনতরো চুকলি কেটে মেল করেন নাই।

    আমি কি তবে কোনও রাজনৈতিক মতের বিরোধী নই?
  • sch | 132.160.114.140 | ১১ এপ্রিল ২০১৪ ১২:১০635749
  • উঁহু সিকি আপনি অনেক রাজনৈতিক মতের বিরোধী - একটার নন। আর সবার জন্যে এক ওষুষ না - এই মেল তো আর কেউই পায় নি - তাই না?
    উদ্দেশ্য ভোটের আগে activity কমানো - এমনি কোনো ক্ষতি করতে চায় না সে।
  • Bhagidaar | 218.107.71.70 | ১১ এপ্রিল ২০১৪ ১২:১২635750
  • বাব্বা এত কন্সপিরেসি থিওরি!
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১২:১৩635751
  • প্রখর রুদ্র কে চাই।
  • s | 182.0.249.87 | ১১ এপ্রিল ২০১৪ ১২:১৭635752
  • ইয়ে, মানে আমি বোধহয় ব্যাপারটার সিরিয়াসনেস ঠিক ধরতে পারছি না, কিন্তু এই মেলটা নিয়ে লালবাজারে যাবার কি কারণ আমার মাথায় ঢুকছে না।
    যে মেলটা করেছে, তার মোটিভ কি সেটাই আমার মাথায় আসছে না। ব্রতীনের জামাইবাবুকে মেল লিখেলে তো তিনি প্রথমে ব্রতীনের থেকেই খোঁজ নেবেন। আর সমস্যা হল অত্যাধিক সোশ্যাল নেটওয়ার্ক করা। একজন ৪০ বছর বয়সের লোকের বিরুদ্ধে এই কমপ্লেন/ কনসার্ন বিচ্ছিরি রকম হাস্যস্পদ নয় কি? আর পারিবারিক ব্যপার স্যাপার যা লেখা হয়েছে সে তো জামাইবাবু সহজেই সত্যিটা জানতে পারবেন। তো এই রাজার দাবী কি?
  • bratin | 122.79.37.166 | ১১ এপ্রিল ২০১৪ ১২:৩১635754
  • s

    আর কিছু নয়। আমার জায়গায় আপনাকে রেখে দেখুন।

    আপনি "হয়তো" সিরিয়াসনেস টা বুঝতে পারবেন। ঃ))
  • Ekak | 24.96.19.216 | ১১ এপ্রিল ২০১৪ ১২:৩৭635755
  • এগুলো উপদেশ দেবার ছলে উত্পাত করা । টিপিকাল জিনিস । জেইল অবধি দরকার নেই ,একবার লালবাজারে ডেকে ধমকালেই সেঁকে যাবে । মুশকিল হচ্ছে তখন আবার চেনা লোক দেখে স্টেপ ব্যাক করোনা। পুলিশ খুব বিরক্ত হয় ওরকম নাটক দেখলে ।
  • sch | 132.160.114.140 | ১১ এপ্রিল ২০১৪ ১২:৪২635756
  • একক আমি শিওর একে ধরা যাবে না। দেশের মধ্যে থেকে কেউ এটা পাঠালে যে ধরা পড়বে সেটা বাচ্ছা ছেলেও জানে। এটা বাইরে থেকে পাঠানো আর সেক্ষেত্রে ট্রাক করা অসম্ভব প্রায়
  • Ekak | 24.96.19.216 | ১১ এপ্রিল ২০১৪ ১৩:০২635757
  • সাইবার সেল কিন্তু বেশ আধুনিক এখন । টপ ক্লাস টেকি দের সাহায্য নেয় । "বাইরে " কোনো ইউনিভার্সিটি বা অফিস থেকে মেইল করলে বলে বলে ধরা পরবে । এসব ধ্যাম্নামি করতে গিয়ে ডিপোর্ট হওয়ার নজির ও আছে । কলকাতা পুলিশ কে অক্ষম ভাববেন না । ল্যাদ খোর সে কথা আলাদা ।
  • Du | 230.225.0.38 | ১১ এপ্রিল ২০১৪ ১৩:০৮635758
  • একেবারেই বদমাইশি। যত্তসব।
    তবে ব্রতীন, চিঠিটা এমনিতেই বাজে, তাতে তুমি আবার এটা এখানে পোস্ট করে দিলে। সাইবার স্পেসে নিজের সম্স্ত কিছু একটু কম জানানো~ই ভালো।
  • sch | 132.160.114.140 | ১১ এপ্রিল ২০১৪ ১৩:১২635759
  • না না একক অক্ষম ভাবছি না - কিন্তু ধরুন কেউ সর্টটার্ম বাইরে গিয়ে কোনো লাইব্রেরী ইউজ করলে - খুব মুস্কিল কিন্তু ট্রেস করা
  • jhiki | 190.214.233.70 | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৪২635760
  • এয়ারপোর্ট থেকে করলে আরো মুশকিল ট্রেস করা।

    কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করছিনা, এটা কোন 'কাছের লোকের' কাজই মনে হচ্ছে। এবং খুব সম্ভবতঃ কলকাতারই কেউ।
  • i | 134.170.204.10 | ১১ এপ্রিল ২০১৪ ১৪:৩০635761
  • সকালে তাড়াহুড়োয় ভাটে লিখেছি। আরও একটু লেখার ছিল, সময়ে কুলোয় নি। কথা হল,এই সন্দেহের,এই সব স্পেকুলেশনের , এই কনস্পিরেসি থিওরির পরিবেশটা তো খুব স্বাস্থ্যকর নয়-এস সি এইচ যা মনে করেন, আমি তার উল্টো-ও মনে করতে পারি-ভাবতে পারি ব কে আপাতঃ নিরীহ অথচ বিরক্তিকর মেইল করে সন্দেহের তীর ইচ্ছে করেই বিশেষ একদিকে ঘোরানো হচ্ছে .. এই সমস্ত ভাবনা চিন্তাগুলো বেশ অস্বাস্থ্যকর। এর থেকে বেরোনোর জন্যই রিপোর্ট করা দরকার মনে হয়। অবশ্যই ব সিদ্ধান্ত নেবেন -কি করবেন না করবেন।

    ইতি ছোটাই
  • a x | 86.31.217.192 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:২২635762
  • হ্যাঁ স্চ'র এই স্পেকুলেশন গুলো বেশ বাজে লাগছে। এবং খানিক ফোর্সড লাগছে।

    আর মেইলটায় কোথাও গুরুচন্ডালীর নামও নেই।

    হারামীপনা নতুন একেবারেই না। এগুলো ভাইসেস অফ ইন্টার্নেট অ্যাননিমিটি। অনেক কাল থেকেই চলছে। আগে এত সাইবার সেল, আইন ইত্যাদি ছিলনা, লোকে জানতও না। এখন অনেক বেশি সচেতন লোকে। আমার মতেও ডেফিনিটলি স্টেপ নেওয়া উচিৎ।
  • sch | 126.203.184.35 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:৪৭635763
  • ব্রতীন আশা করি আপনি ব্যাপারটার শেষ দেখে ছাড়বেন। যদি ব্যাপারটা সলভড হয় - দয়া করে একটু জানিয়ে দেবেন এই পাতায় যে পুরোটাই নিছক একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না এর সাথে আরো কিছুর যোগ ছিল । এইটুকুই।
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:৫৫635765
  • আরে বাবা, ও তো কাল লালবাজারে যাচ্ছেই। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন