এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রুফটপ ক্রপ কাল্টিভেশন কি পশ্চিমবঙ্গের ভবিষ্যত হতে পারে ?

    Ekak
    অন্যান্য | ১০ এপ্রিল ২০১৪ | ৩১৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৩৯635808
  • অ্যাঁ!!!
  • Ekak | 24.96.252.0 | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৪০635819
  • ধরা যাক ১০ একর জমিতে কারখানা হলো , ওপেন এরিয়া -ইনার রোডস বাদদিয়ে ৬ একর শেড এরিয়া । এটাকে যদি রুফ টপ ক্রপ কাল্তিভেসনে কাজে লাগানো যায় তো কেমন হয় ? আমি একেবারেই কোনো নতুন কথা বলছিনা । মিশিগান এবং আরও বেশ কিছু ইউনিভের ফলপ্রসু (পান অর নো পান ) কাজ রয়েছে এই নিয়ে । যে রাজ্যে ইন্দাস্ত্রী দরকার , আবার চাষের জমিও দরকার সেখানে কোন সরকার কত টা মিষ্টি ভাবে মানুষকে ভুল বোঝাতে পারল বা সেটাতেও ব্যর্থ হলো .........এইভাবে না ভেবে আধুনিক অল্টারনেটিভ ভাবতে ক্ষতি কি ?

    পশ্চিমবঙ্গের ক্রপ নেচার -ওয়েদার -রিকয়ারমেন্ট এইসব মাথায় রেখে রুফ্তপ ক্রপ কাল্টিভেশন নিয়ে কোনো সিরিয়াস কাজ হয়েছে ? হচ্ছে ? জানতে আগ্রহী । ব্যাপারটা আমাদের রাজ্যে কত্তা ফীসিব্ল জানা দরকার ।
  • sosen | 24.139.199.11 | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১২635830
  • লিফি ভেজিটেবল স্বচ্ছন্দে হতে পারে। কিন্তু চাষের খরচ আমার ধারণা অনেক বেশি পড়বে।
  • jhiki | 233.255.225.70 | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৩635841
  • দেশে কী স্টীল শস্তা হয়ে গেছে?????
  • | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৯635852
  • হে হে আমার কুঁড়েঘরের কিচেন, ডাইনিং আর ড্রয়িঙের ছাদে লন বানানো আছে। তবে কিনা কয়ে রেখেছে প্রতি ৫ বছর অন্তর ড্যাম্পপ্রুফ সম্ভবত আবার করে করাতে হবে।
    তো, ঐ আর কি মেইনটেইন করা বড্ড খরচ।
  • Ekak | 24.96.91.222 | ১০ এপ্রিল ২০১৪ ১৭:৩০635856
  • একেবারেই কাজ না হলে বুঝব কিকরে কত বেশি পর্বে ? সেই বেশিটুকু ফ্যাক্টরি মালিকের ঘাড় দিয়ে তুলে চাষ টা করা সম্ভব কি না । খরচ যেমন বেশি পরে তেমনি রুফ টপ করলে ম্যানীয়র থেকে ইরিগেশন সব কিছু ভীসন কন্ত্রল্ড হয় । চাষের উত্পাদন ও বেটার কোয়ালিটি হওয়া সম্ভব । কোনো ফীসিবিলিতি স্টাডি হয়েছে ? সিঙ্গুরের জমি নিয়ে কাজিয়ায় তো লক্ষ লক্ষ মত প্রকাশ । তা অল্টারনেটিভ ভাবতে হবে তো ।
  • kumu | 132.161.96.181 | ১০ এপ্রিল ২০১৪ ১৭:৩৩635857
  • hydroponics ভাবা যেতে পারে।
  • sosen | 24.139.199.11 | ১০ এপ্রিল ২০১৪ ১৭:৩৭635858
  • ছাদে কিছু কিছু জিনিস চাষ করা প্রবলেম আছে। বিশেষ করে লম্বা মূল আছে এমন ক্রপ। কিন্তু কমার্শিয়ালি কাছাকাছি প্রজেক্ট লঞ্চ হচ্ছে , সাভীর বায়োটেক এরকম কিছু কাজ করে। সব শস্যের ক্ষেত্রে হয়না।
  • sosen | 24.139.199.11 | ১০ এপ্রিল ২০১৪ ১৭:৩৮635859
  • আলুর Aeroponics এর জন্য ওদের খুব ভালো সেট আপ আছে। অর্কিডের জন্য তো বটেই।
  • h | 213.99.211.18 | ১০ এপ্রিল ২০১৪ ১৮:০৩635810
  • কিন্তু অনিচ্ছুক গৃহস্বামী কি হয় নাঃ-)
  • sch | 132.160.114.140 | ১০ এপ্রিল ২০১৪ ১৮:২৮635811
  • একক - সব রাজ্যে এখনো Rain water harvesting - compulsory -করে উঠতে পারলো না।
    বিদেশে অনেক জায়গায় মাল্টিস্টোরিডে রুফটপ গার্ডেন কম্পালসরি করা হয়েছে storm runoff reduce -করার জন্য,
    তবে ধান টান চাষ করা যাবে না। অর্নামেন্টাল প্ল্যান্টস, কিছু সিলেক্টেড ভেজিটেবল এইসব ইউজ করা হয় জেনারেলি। তাতে কি সিঙ্গুর সমস্যা মিটবে? কিন্তু কাজটা করা উচিত ক্লাইমেট চেঞ্জের কন্টেক্সটে
  • cm | 116.206.112.110 | ১০ এপ্রিল ২০১৪ ১৮:৫০635812
  • অথবা আন্ডারগ্রাউন্ড হাউসিং এর দিকেও নজর দেওয়া যেতে পারে। বা মাটির তলায় কারখানা করলেই বা ক্ষতি কি?
  • de | 190.149.51.67 | ১০ এপ্রিল ২০১৪ ১৮:৫৬635813
  • ট্রী হাউসও ভালো অপশন - বড়ো বড়ো গাছ লাগিয়ে তার ওপরে ছোটখাটো ইন্ডাস্ট্রী - জমি লাগবে না!
  • jhiki | 149.194.243.34 | ১০ এপ্রিল ২০১৪ ১৯:০৬635814
  • দে জঙ্গল থেকে ফিরে জংলী আইডিয়া দিচ্ছে!!!

    ইন্ড্রাস্ট্রিয়াল বিল্ডিং এর রুফে লাউগাছওলা (লাউগাছ=প্লেসহোল্ডার) ছবি দেখতে চাই, অ্যাকাডেমিক ইন্টারেস্ট ঃ)
  • | 69.152.5.5 | ১০ এপ্রিল ২০১৪ ১৯:০৯635815
  • বেজমেন্টে মাশরুমই বা কী দোষ করল!
  • Ekak | 24.96.91.222 | ১০ এপ্রিল ২০১৪ ১৯:১৩635816
  • এস্সিএইচ

    সিঙ্গুর সমস্যা এক্ষুনি মিটবেনা কিন্তু অল্টারনেটিভ ফুড জেনেরাসন ফাক্টরী যা ওয়ার্ল্ড এর ফ্লোর স্পেস কম নেবে সেটার কথা ভাবার দরকার তো । নইলে সমস্যা তো থেকেই যাবে । আমাদের মত ঘনজনবসতির দেশে স্পেস একটা সমস্যা । এখানে অনেকে বলবেন আদৌ ঘন জনবসতি সমস্যা নয় ,ক্যাপিটাল সেন্ত্রিক দিস্ত্রিবিউসনের জন্যে অমন মনে হয় । কিন্তু সেই বিগ চেঞ্জ আপাতত এ দেশে হবেনা যেভাবে চলছে । যদি সমস্ত নতুন হাউসিঙ্গে রুফটপ ভেজিতেষণ মাস্ট হয় তারা খরচ করবে । প্রমোটিং এ বিলীয়নস যাচ্ছে । হুড়ো দিয়ে এটা করাতে হবে । যাই হোক কী করলে কত লাভ ,সেটা একটাও পশ্চিমবঙ্গের ওপর স্টাডি না দেখে বলা সম্ভব না । তবে এটা নিয়ে নারাচারা হওয়া দরকার ।
  • sch | 126.202.219.117 | ১০ এপ্রিল ২০১৪ ১৯:১৮635817
  • একক জমি সমস্যা মেটানোর উপায় মানুষকে সচেতন করা - জনসংখ্যা কমানো
    ভারতবর্ষে আগামী কুড়ি বছর চিনের মতো উপায়ে যদি জনসংখ্যা কন্ট্রোল না করা যায় কপালে...

    ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর মাথায় কুমরো তো ধরেই

    http://www.businessweek.com/news/2012-08-02/brooklyn-yields-cucumbers-as-nyc-expands-industrial-roof-farms
  • de | 190.149.51.67 | ১০ এপ্রিল ২০১৪ ১৯:২১635818
  • ঝিকি ঃ))

    রুফটপে কি সিরিয়াস ভেজিটেশান হওয়া সম্ভব নাকি? খুব সিলেক্টিভ কিছু ক্রপ হতে পারে - তাও উৎপাদনের খরচ যা দাঁড়াবে তাচ্চেয়ে অনিচ্ছুক টু ইচ্ছুক (জমিদাতা) কনভার্ট করতে অনেক কম খরচ হবে! তাচ্চেয়ে সমুদ্রের তলায় কোন ভেজিটেশন মানুষের কাজে লাগানো যায় কিনা সেটা দেখলে বেশী উবগার হবে। শ্যাওলা জাতীয় ভেজিটেশন।
  • sch | 126.202.219.117 | ১০ এপ্রিল ২০১৪ ১৯:৩০635820
  • একক - অনেকগুলো সমস্যা আছে
    বেশ কিছুটা এরিয়া না পেলে এগুলো হোয়া সম্ভব না। সেই ধরণের এরিয়া পাওয়া সম্ভব কমার্শীয়াল বিল্ডিং, বা রেসিডেন্সিয়াল মালটিস্টোরিডে।,
    রুফের প্রপার ওয়াটার প্রুফিং, দ্রেনেজ এরেঞ্জমেন্ট, এক্সট্রা লোডের জন্য স্ট্রাকচারাল কস্ট বৃদ্ধি সব মিলিয়ে ব্যাপারটাকে চাষের জন্য খুব কমার্শিয়াল ভায়াবেল করবে না।

    তবে হ্যাঁ রুফটপ গার্ডেনের কন্সেপ্ট ক্রমশঃ পপুলার হচ্ছে - ওই যে বললাম অন্য কারণে - আর ওয়েস্ট বেঙ্গলে এটা সিরিয়াসলি করা উচিত সাইক্লোনিক রেনফল প্যাটার্ণ মাথায় রেখে
  • b | 24.139.196.6 | ১০ এপ্রিল ২০১৪ ১৯:৪৪635821
  • কে বল্ল? এই তো আমার দুই বিঘার ছাদে বোরো লাগালাম। কাটারো সময় হয়ে এলো।
  • Ekak | 24.96.91.222 | ১০ এপ্রিল ২০১৪ ২০:১০635822
  • এস্সিএইচ

    যে কনসেপ্ট এর অল্টারনেটিভ সোর্স হবার ক্ষমতা নেই তা টিঁকবে না । সখ করে বেগুন মুলো লাগাবার জন্যে গভট ফান্ডিং দিয়ে গবেষণা করবে এরকম মনে হয়না । পৃথিবীর ফ্লোর স্পেস আসতে আসতে কার্ব হচ্ছে । মানুষ । দামী হোক যাই হোক কথাও চাষ করে খেতে হবে তো । সেসব খাবার কম লোক খাবে । এইযে অর্গানিক খাবার বেশি দামে বিক্রিহচ্ছে এটা একটা লাইন টেনে দেওয়া তো । এরকম রুফ টপের অর্গানিক বেগুন আরও বেশি দাম দিয়ে খাবে । এখন অন্যরকম এভেইলেবল তাই চলছে । না থাকলে তো ভাবতেই হবে । লাইভ ফুড একটা পয়সা ওয়ালা শ্রেনীর হাতে থাকবে । বাকিরা পালং এর গুঁড় , লাউকুমরোর বোতলে রাখা টুকরো এসব ছাড়া কিছু চোখে দেখবেনা । এখন স কোল্ড বড়লোকেরা কৌটো খেয়ে মরছে বলে ওটাই শেষ তাই কী ? এরা তো সেই লোকগুলোর তলায় যাবে যারা অর্গানিক ফার্মিং , ক্লীন -সেফ ফুড ছাড়া টাচ করবেনা । দাম টাকে আমি ফ্যাক্টর ই ভাবিনা । মাটিতে বেগুন না হলে ছাদের বেগুন খাবে ঠিক ।
  • π | ১০ এপ্রিল ২০১৪ ২০:১৩635823
  • বুঝতে কিছু ভুল করছি বোধহয়। পয়সাওয়ালা লোকেরা দাম দিয়ে ভাল অর্গানিক খাবার খেতে পারবে, এরকম সিস্টেমটাই চালু থাকুক, বা বেশি করে প্রোপাগেটেড হোক, এইটা চাইছিস ?
  • Ekak | 24.96.11.235 | ১০ এপ্রিল ২০১৪ ২০:২৬635824
  • আমার চাওয়ায় কিছু যায় আসেনা :( ইএম জাস্ট ওয়াচিং দ্য টানেল ।
    যে সিস্টেম টার মধ্যে দিয়ে আমরা চলেছি তাতে তাই ঘটে । বাকিরা বলছিলেন দাম বাড়া টা সমস্যা । সেটাই বোল্লুম যে এই সিস্টেমে দাঁড়িয়ে সেটা সমস্যা নয় । আমাদের ব্যবস্থায় সরকার যতই বাতেলা দিক , ফুড ইস আ প্রিভিলেজ । এখন যত বেশি মানুষ সেটা পায় তত ভালো ।
    ধর ছাদে বেগুন হলো তার দাম ৫০ টাকা , আর সমুদ্রের তলা থেকে একটা ফুড এলগি তুলে আনা হলো । হিসেবের খাতিরে দুটোর নিউত্রিসনাল ভ্যালু কাছাকাছি । তাহলে দামী বেগুন টা পয়সাওয়ালা লোক খাবে । বাকিরা ওই এল্গির গুঁড় হাফ দামে কিনে হাই নিউত্রিসনাল ভ্যালু নিয়ে আলোচনা করতে করতে পাউরুটি তে বাটার মশলা হিসেবে খাবে । এভাবেই ভাগ হয়ে যায় । প্রথমে ফুড প্রিভিলেজ । তারপর লাইভ ফুড প্রিভিলেজ । এরপর নিউত্রিএন্ত প্রিভিলেজ । অনেক মজা বাকি ।
  • π | ১০ এপ্রিল ২০১৪ ২০:৩৫635825
  • কিন্তু সেদিনই তো তুই বললি, যা চলছে, সেটাকেই অ্যাক্সেপ্ট করতে হবে, এমন নয়। ঐ ডেভেলপমেন্ট মডেল নিয়ে। তাহলে এখানে ঐ ফুড ইজ প্রিভিলেজ মডেলটার থেকে তো বেরোনোরই চেষ্টা করা উচিত, সেটাতে আরো সার না জুগিয়ে।
  • PM | 233.223.152.233 | ১০ এপ্রিল ২০১৪ ২১:২০635826
  • গত বছর আমার বাড়ির ছাদের টবের গাছে ৬ টা আম্রপালী আম হয়েছিলো (বেজায় মিস্টি) , গোটা আষ্টেক সবেদা, ৫ টা ডলিম, আর খান পন্চাশেক লন্কা হয়েছিলো। অনেক গন্ধরাজ লেবু-ও হয়েছে। এতে কি পঃবঃ এর খাদ্য সমস্যা মিটবে ? ঃ)
  • sosen | 125.241.33.150 | ১০ এপ্রিল ২০১৪ ২১:৩০635827
  • দাম বাড়াটা সমস্যা নয়, বড় স্কেলে করতে পারলে রুফটপ(রুফটপের সীমাবদ্ধতা আছে ) বা অল্টারনেটিভ ফার্মিং যথেষ্ট লাভজনক। গ্রামীণ স্কেলে লাউ, শসা , পানের বরজ, সাদা সিম , উচ্ছে, যা জমিতে হয়, তা অন্যপারপাসে বানানো স্ট্রাকচারের উপর অতিসহজেই করা যেতে পারে। এটার সাথে "নিজের চাষ নিজে করুন" কনসেপ্টকে নিশ্চয় একক এক বলেননি, আমার যা মনে হলো।
    নিজেদের বারান্দায় , ছাদে এদিক ওদিক অল্প গার্ডেনিং সম্ভব। গার্ডেনিং আর কাল্টিভেশন-এর মধ্যে যোজন ব্যবধান। শুধু ল্যান্ড এরিয়া নয়, মাটির ডেপথ, ইরিগেশন-এ সমস্যা , মাটির বাইন্ডিং প্রপার্টি নষ্ট হয়ে যাওয়া, তাকে বার বার রিপ্লেস করা, এমনকি খুব দামী ফসলের ক্ষেত্রেও এটা কমার্শিয়ালি মুশকিল। হ্যাঁ, এই ধরনের চাষে উত্পন্ন ফসলকে যদি কেউ স্পেশাল, অর্গানিকের চেয়েও বেশি কিছু বলে বাজারে প্রমোট করতে পারে তো অন্য কথা। কিন্তু সেক্ষেত্রে, যেটুকু অবশিষ্ট চাষের জমি আছে, তাতে যদি লোকে হামলে পড়ে এইরকম ব্যবসা করে, আদৌ খাবার সাধারণ মানুষের, গরিব মানুষের নাগালে থাকবে না।
    কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রি, যা চাষের জমি অধিগ্রহণ করে হচ্ছে, তাকে অল্টারনেটিভ ফার্মিং সেকশন রাখতে হবে বাধ্যতামূলক, মাশরুম হোক, কি শ্যাওলা, টু কমপেনসেট--- এমন যদি হয়, সে খুব-ই ভালো হবে।
  • Ekak | 24.96.11.235 | ১০ এপ্রিল ২০১৪ ২১:৫৩635828
  • এই মাটি ব্যাপারটা তুলে দেওয়া যায়না ? হওয়াত এবাউট সিন্থেটিক সাবস্ত্রেত । আমি যেভাবে বুঝি মাটি হলো খাবারের ধাত্র । আমার যেমন খাবার থালা । এবার এক্ষেত্রে মিলে মিশে আছে বলে এপারেন্ত্লি এক মনে হচ্ছে । যদি সিন্থেটিক সাবস্ত্রেত এ ম্যানীয়র স্প্রে করি এবং মিটার দিয়ে সাবস্ত্রেত হিউমিদিতি মেপে সময়ে সময়ে , ইভেন বেস্ট অপটিমাম টেম্পারেচার অবধি মেনটেইন করি সোলার কাজে লাগিয়ে তাহলে তো মাটি ছাড়াও ফসল হওয়া সম্ভব ।
  • sosen | 125.241.33.150 | ১০ এপ্রিল ২০১৪ ২১:৫৬635829
  • যায় তো। আরো বেশি দামী হবে। কিন্তু তাতে ডিফারেন্স কি হবে? মানে উপরোক্ত সমস্যা গুলি তো থাকবেই।
  • Ekak | 24.96.11.235 | ১০ এপ্রিল ২০১৪ ২২:০৪635831
  • মাটি পাল্টানো , তাকে ওপর থেকে জল ও সারে ভেজানো এসব খুব হ্যাপার কাজ তো বটেই তার ওপর ওয়েস্টেজ বেশি । সব্স্ত্রেত এর মধ্যে দিয়ে ছোট ছোট পাইপ চালানো যায় । যেখানে জল দরকার সেখান থেকে একটু বেরিয়ে ভিজেগেলো । ঠিক যতটা গুচ্ছ মূল ছড়াবে তদ্দুর সার দিলেই চলবে । আর সবচে মজার ব্যাপার ,মাটিতে যা ঢালছি সে তলায় যেতে চাইছে । তার মধ্যে কিছু কাজে লাগ্ছেকিছু উপে যাচ্ছে ইত্যাদি । আমার সাব্স্ত্রেত এ ওপর থেকে ঢালার দরকার নেই । কহিসিভ চ্যানেল নিজের দরকারে লিকুইড টানবে ওপরে যখন্জেমন যতটা দরকার । মাটি জিনিসটা আমাদের বাধ্য করছে ও র মত বিহেভ্কর্তে । সাব্স্ত্রেত নিয়ে পুরো ব্যাপারটা কন্ট্রোল করা অনেক্সহজ হবে না ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন