এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটরঙ্গ চোদ্দো

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মার্চ ২০১৪ | ১০২০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 182.0.249.87 | ০৫ এপ্রিল ২০১৪ ১৩:২৩636204
  • ডিঃ এগুলো উইটি লাগলো বলে শেয়ার করলাম। দয়া করে এরমধ্যে কোন রাজনীতি দেখবেন না।
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৪ ১৩:৩০636205
  • এগুলো জাস্ট তুখোড় হচ্ছে। :)
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৪ ১৩:৩৫636206
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৪ ১৩:৩৬636207
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৪ ১৩:৩৭636209
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৪ ১৩:৩৭636208
  • এমেম | 69.93.194.124 | ০৫ এপ্রিল ২০১৪ ১৩:৪১636210
  • সিপিএমের জনতার তৈরি পোস্টার গুলো সত্যি ব্যাপক। আরো চাই।
  • সিকি | ০৭ এপ্রিল ২০১৪ ১৫:১৫636211
  • সিকি | ০৭ এপ্রিল ২০১৪ ২৩:৪৮636212
  • | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:২৯636214
  • s | 182.0.249.87 | ১১ এপ্রিল ২০১৪ ১০:৫৮636215
  • এইটা রিসেন্ট। ঃ))
  • s | 182.0.249.87 | ১১ এপ্রিল ২০১৪ ১১:১৬636217
  • s | 182.0.249.87 | ১১ এপ্রিল ২০১৪ ১১:১৬636216
  • শতাব্দী ঃ-)
  • s | 182.0.249.87 | ১১ এপ্রিল ২০১৪ ১১:২৫636218
  • কেষ্টা ঃ-))
  • s | 182.0.249.87 | ১১ এপ্রিল ২০১৪ ১১:৩৩636219
  • pi | 192.66.62.159 | ১৭ এপ্রিল ২০১৪ ১৯:৫১636220
  • ফেসবুক গ্রুপ থেকে।
    রণজয়ের লেটেস্ট ঃ)



  • dd | 132.171.91.120 | ১৮ এপ্রিল ২০১৪ ১৭:২৭636221
  • নাঃ। আর পারা যাচ্ছে না। একেবারে না।

    অসম্ভব।

    এখনো নাকি পুরো এক মাস বাকী আছে পুরো ইলেকশন শেষ হতে? তাই? আরো এক মাস ধরে নিত্যি এই পোলিটিক্যাল লীডারদের নাক মুখ কানের চুল - আর দ্যাখা যায় না।

    তাচ্চে পোনোবদা বলতেই তো পারেন "এনাফ ইজ এনাফ। যথেষ্ট হইয়াছে। বেস্ট অব ওপিনিয়ন পোল থেকে হিসেব কষে দেখলাম লরেন বাবু জিতে গ্যাছেন। অতএব উনি সোজা দিল্লী এসে সিংহাসনে গ্যাঁট হয়ে বসুন। যারা ওনার জোটে নেই, তারা সব বিরোধী বেঞ্চে বসে যান। মোট কথা ,ইলেকশন ফিলেকশন আর হচ্ছে না। যাও সবে নিজ নিজ কাজে।"

    তাইলে ফাসক্লাস হয়।
  • Blank | 69.93.240.46 | ১৯ এপ্রিল ২০১৪ ০৪:৩২636222
  • aranya | 154.160.226.53 | ১৯ এপ্রিল ২০১৪ ০৬:১০636223
  • দারুণ হচ্ছে এই পোস্টার গুলো :-)
  • pi | 24.139.209.3 | ২২ এপ্রিল ২০১৪ ১৩:৪১636225
  • সদ্য ভোটডিউটি করে আসা একজনের সাথে কথা হচ্ছিল। আসামে। সেখানে সবই 'ফিক্সড'। কম্যুনিটি ভিত্তিক। হিন্দু ভোট বিজেপি তে যাবে, মুসলিম ভোট কংগ্রেসে। এছড়া ভোটের কয়েকদিন আগে থেকে টাকা এবং মদ বিলোনো হয়। মনে হয় মূলতঃ ফ্লোটিং ভোটারদের টার্গেট করে। সেখানেও পার্টি ভিত্তিক এলাকা ভাগাভাগি থাকে। এরপর ভোটের দিন ছাপ্পা চলে। সেটাই সেখানে স্বাভাবিক। বন্ধু কিছু আটকেছেন, সব পারেননি। হুমকি ছিল।
    আর কিছু কিছু ছাপ্পার ধরণ আবার এরকম। কিছু কিছু পরিবার, যেমন মুসলিম পরিবার থেকে পরিবারপ্রধান এলেন, বাকি সবার কার্ড নিয়ে এবং বললেন, সবার ভোট উনিই দিয়ে দেবেন, কারণ পরিবারে এমনিতেও ওঁর কথামতোই সবাই ভোট দিত। সবার তো আসার দরকার নেই। বিশেষতঃ মেয়েদের।
    জয় বাবা গণতন্ত্র।
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ১১:৪৩636226
  • উপরের ঘটনাটি শিলচরে।

    যাইহোক, একটা নতুন পার্টির আনকোরা এক প্রার্থী আমাদের দেশে ভোটে দাঁড়ালে কী কী ফেস করতে হয়, আরো পড়ুন।

    http://www.nytimes.com/2014/04/17/world/asia/female-candidate-navigates-hurdle-filled-campaign-trail-in-india.html?_r=1

    তবে url এ ফিমেল ক্যান্ডিডেট বলে উল্লেখ করলো কেন কে জানে, মেয়ে বলে তো বাড়তি কিছু অসুবিধে হয়নি, বা হলেও লেখাটায় তার উল্লেখ নেই মনে হল।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ১৩:৫৩636227
  • pi | 24.139.209.3 | ২৪ এপ্রিল ২০১৪ ০৮:৫৭636229
  • এটা এখানে থাক।

    Name: কল্লোল

    IP Address : 125.241.79.8 (*) Date:24 Apr 2014 -- 05:56 AM

    গতকাল আজকালের উত্তর সম্পাদকীয়তে একটা ভয়ানক নেখা আছে।
    http://www.aajkaal.net/23-04-2014/news/219479/
    কত আশা! নাকি ভরসা কমিশনই?
    প্রচেত গুপ্ত
    তখন মোবাইল ফোনের চল হয়নি৷ তাই হাজার ফ্যাকড়া৷ পাহারা বসাতে হয়েছে মোট পাঁচ স্তরে৷ প্রথমজন দাঁড়িয়ে যশোর রোডের মোড়ে৷ দ্বিতীয়জন বাস টার্মিনাস ছাড়িয়ে৷ তৃতীয়জন শিবমন্দির টপকে৷ চতুর্থজন গলির মুখে৷ আর পাঁচ নম্বর একেবারে স্কুলের গেটে৷ কারও হাতে রঙিন কাপড়, কারও হাতে খবরের কাগজ, কারও মুখে হুইস্ল৷ সব থেকে কঠিন দায়িত্ব যশোর রোডের মুখে দাঁড়ানো পাহারাদারের৷ তাকে দেখতে হবে, আবার শুনতেও হবে৷ ‘খবর’ হলেই দু’হাত তুলে দিতে হবে সিগন্যাল৷ অনেকটা বিমান ল্যান্ডিংয়ের সময় যেমনটা দেখা যায় রানওয়েতে৷ সেই সিগন্যাল দেখলেই দ্বিতীয় পাহারাদার মাথার ওপর নাড়তে থাকবে কাপড়৷ পতাকার মতো৷ সেই কাপড় দেখে পরের জন দেখাবে খবরের কাগজ৷ খবরের কাগজের সিগন্যাল চলে যাবে পরের জনের কাছে৷ সেখান থেকে চলে যাবে স্কুলের গেটে৷ সেখানে যে পাহারাদার আছে সে পরিত্রাহি ভাবে হুইস্লে ফুঁ দেবে৷ দিয়েই যাবে, দিয়েই যাবে।।।৷ পাহারাদার কে কে হবে তার জন্য আগের দিন গোপন পরীক্ষা হয়ে গেছে৷ যার কান খাড়া, চোখ ভাল, সে থাকবে যশোর রোডের মোড়ে৷ লম্বা হলে দায়িত্ব মিলবে কাপড় নাড়বার৷ আবার দমে জোর না হলে হুইস্লের ডিউটি জুটবে না৷ এর মধ্যে হুইসল ডিউটি সব থেকে প্রেস্টিজের ছিল৷

    না, এটা কোনও গল্প নয়৷ একবার কপালে লেখক বদনাম জুটে গেলে মুশকিল৷ যা লিখি লোকে ভাবে গল্প লিখছি৷ এটা মোটেও তেমন নয়৷ তার ওপর আমার সহকর্মী কবি একরাম আলি নির্বাচনী সংবাদে সাহিত্যের অক্ষম অনুপ্রবেশ নিয়ে যেভাবে মুচকি হেসেছেন, তাতে আর ও পথে পা বাড়াই! রক্ষে কর৷ আমার এ ঘটনা সত্যি, সত্যি, সত্যি৷ একেবারে তিন সত্যি৷ এই ঘটনা অনেকেই দেখেছেন৷ কারও মনে আছে৷ কেউ ভুলেছেন৷ কেউ ভোলেননি, আবার মনেও রাখেননি৷

    এই পাঁচ প্রহরার ব্যবস্হা হয়েছিল দোর্দণ্ডপ্রতাপ, দাপুটে নির্বাচন কমিশনার টি এন শেষনের আমলে৷ তিনি ভোটের আগে রাজনৈতিক দলগুলোর কাছে এমন ত্রাসের সঞ্চার করেছিলেন যে, বাংলার ঘরে ঘরে মায়েরা দামাল ছেলেদের বলতেন, ‘সো যা বেটা, নেহি তো।।।’ রাজনীতির ‘দামাল’রা ঘুমিয়ে পড়েনি৷ শেষন সাহেবকে ফাঁকি দেওয়ার নানান পদ্ধতি মাথা খাটিয়ে বের করেছিল৷ তার একটা ছিল, এই পাঁচ প্রহরা সিস্টেম৷ যশোর রোডে নির্বাচন কমিশনের কনভয় দেখলেই সিগন্যাল শুরু হবে৷ যদি হুটার বাজে তাহলে তো কথাই নেই৷ আওয়াজ শুনলেই ‘কাজ শুরু’৷ একেবারে হুইস্ল বাজানো পর্যম্ত কাজ চলতে থাকবে৷ সেই হুইস্লের আওয়াজ মরমে পশিল-র কায়দায় ‘পশিবে’ একেবারে বুথের ভেতরে৷ সেখানে যাঁরা ব্যালট পেপার হাতিয়ে ‘কাজ’ সারছিলেন, তাঁরা যাবেন থমকে৷ পালাবেন৷ শেষন সাহেব আর তাঁর সঙ্গীসাথীরা ‘সুষ্ঠু এবং অবাধ’ ভোট দেখে ফিরে যাবেন ঘরে৷
    =======================================
    এভাবেই ভোট হতো?
  • pi | 192.66.57.100 | ২৪ এপ্রিল ২০১৪ ২১:১৫636230
  • মাওবাদীদের প্রথম ভোট ম্যানিফেস্টো।

    <http://www.theindianrepublic.com/tbp/maoists-release-poll-manifesto-demand-new-constitution-100033020.html>

    এই জায়গাগুলো পড়ুন।

    The four-page document deals with the Maoists’ stand on an assortment of issues, including education, healthcare, employment, agriculture, industrial development, environment, secularism and even foreign relations. Releasing the ‘manifesto’ in Ranchi, CPI (Maoist) of the Eastern Regional Bureau spokesperson, Sanket said, “Our party’s views are based on ‘panchsheel’, the five guiding principles for peaceful coexistence practiced in ancient India.”

    The Maoist manifesto calls for framing a new Constitution pledging freedom of expression and speech, right to avail primary education, right to primary healthcare, right to obtain minimum employment, right to form an organization, right to assemble and protest and compulsory participation in daily governance. It even offers the organization’s views on the country’s relations with neighbors and other foreign nations.

    আর, আর , এইখানটা। ঃ)

    “Contrary to the common perception, our party wishes to achieve genuine peace. Ever since the Naxalbari peasant movement in 1967, our party has been struggling to resolve the fundamental issues of the people and the country – ushering in genuine land reforms, democracy, self-reliant development models, sovereignty and enduring peace to ensure India’s progress and prosperity,” the document states.
  • ম্যাও | 103.115.84.195 | ২৪ এপ্রিল ২০১৪ ২২:৪১636232
  • বাপরে একেবারে একটা নতুন কনস্টিটিউশনই চাই? মানে আম্বেদকরের দিন শেষ? তা এই নতুন কনস্টিটিউশন কিরকম হবে? প্রেসিডেন্শিয়াল না মনার্কি? নাকি এক্কেবারে নতুন, যা কেউ এখনো চোখে দেখেনি?

    আর এটা বানানোর জন্য কি আবার কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি তৈরী হবে? ড্রাফ্ট কমিটি? সেই কমিটির মেম্বার কারা হবে? এখনকার কনস্টিটিউশনাল এক্সপার্টদের আর সুপ্রীম কোর্টের জাজদের তো নিশ্চয়ই নেওয়া যাবে না, তো মেম্বারদের কি মাওরাই খুঁজে বার করবে? যতদিন নতুন কনস্টিটিউশন ড্রাফ্ট করা হবে ততদিন পুলিশ, কোর্ট, ইত্যাদিরা নিশ্চয়ই সুবোধ বালকের মতো বসেবসে দেখবে, আর নতুন কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়ে গেলেই বলবে, এবার আমরা ছুটিতে গেলাম? ও, নতুন কনস্টিটিউশন অ্যাডপ্ট করবে কে/কারা? তাদের অথরিটি কে দেবে?

    উফ, স্বপ্নের পোলাওয়ে ঘি ঢালতে যে কি ভাল্লাগে!
  • dd | 132.171.85.209 | ২৫ এপ্রিল ২০১৪ ২১:৩৪636233
  • যেটা দেখে দেখে একেবারে আশ্চজ্জি হয়ে যাই যে একবারের জন্নেও মনোমোহোন সিংকে কোথাও বক্তৃতা দিতে দেখছি? হোয়াই?

    এটা আপনাদের খ্যাল পরে নি? ভেরী ফানি।
  • s | 18.28.150.76 | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:১৬636234
  • বলেছেন। তিনি বলেছেন। এই দ্যাখেন।
  • s | 18.28.150.76 | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:২৮636236
  • pi এর Date:23 Apr 2014 -- 11:43 AM লিংক পড়লাম। মিডিয়া পয়সা চাইলে মিডিয়ার বিরুদ্ধে FIR করা যায়?

    আমার তো পুরো নির্বাচন পদ্ধতিকেই ভূলভাল মনে হয়। প্রচারের ক্ষেত্রে যেখানে কাছাকাছিও ইক্যুয়ালিটি নেই সেখানে নির্বাচন মানে তো প্রহসন। বিজেপি ১০০০ কোটি টাকার বেশী খরচা করছে, আর কোনো ঝাড়খন্ড নরেন ধরুন করছে ১-২ কোটি টাকা। তারপর সোর্স ওব মানি যাই হোক রাজনৈতিক দলের পরম কর্তব্য হবে সেটা ১০গুন ফেরৎ দেওয়া। সুতরাং পদ্ধতির ভেতরেই অসাম্য আর দুর্নীতির বীজ ছড়িয়ে আছে।
    নির্বাচন কমিশনের উচিৎ এমন কিছু করা যাতে প্রত্যেক প্রার্থী / দলকে একটা নির্দিষ্ট টাকা নিঃকঃ কে জমা দিতে হবে আর নিঃকঃ সেই অনুযায়ী প্রার্থী / দলকে একটা নির্দিষ্ট সংখ্যক কাগজ/ টিভি / জনসভা/ রেডিও সেশন করতে দেবেন। ব্যাস।
    তারপর দেখা যাক কোন প্রার্থীর কত জোর, কোন দলের কতটা গ্রহনযোগ্যতা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন