এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কাল ভোট

    Soumik Majumder লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১১ মে ২০১৪ | ৯১৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Soumik Majumder | ১১ মে ২০১৪ ১৪:২৫638650
  • সোমবার শেষ পর্যায়ের ভোট... বাজার বেজায় গরম.. কংগ্রেস, সিপিএম, বিজেপি, আপ, এবং আরো অনেক জানা ও অজানা দলের সমর্থক দের দাপটে বেশ একটা চৈত্রসেল চৈত্রসেল অনুভূতি হচ্ছে..
    যারা চিরকাল ডানপন্থী রাজনীতি করে এসেছেন, তাদের মধ্যে হর হর মোদী বা ঘর ঘর মোদীগিরি করার একটা প্রবণতা যে দেখা যাবে, তাতে আশ্চর্য হবার কিছু নেই, এ তো হবার ই ছিল.. এই কমিউনাল আর সিউডোকমিউনাল মতে বিশ্বাসী মানুষদের মধ্যে যে এ নৌকো থেকে ও নৌকায় পা অথবা মাথা বদল করার আসক্তি দেখা যাবে, এ আর নতুন কথা কি.. তবে মজাটা হচ্ছে, যে দিক থেকে এবারের নির্বাচনটা আমার কাছে বেশ প্রাসঙ্গিক, সেটা হলো, ছোটবেলা থেকে বা বড়বেলা তে যাদের ভয়ংকর ভাবে বামপন্থী, থুড়ি সিপিএম করতে দেখেছি, বুকে চে, মুখে মার্কস, হাত এ পতাকা, বগলে দাস ক্যাপিটাল, তাদের একটা বড় অংশ ও এবার বেশ মোদী নাম জপ করতে করতে বিজেপির হয়ে সমর্থন ভিক্ষা করতে নেমেছেন.. কোথায় গেল সাম্য, মৈত্রী বা স্বাধীনতার গপ্প.. কোথায় গেল দুনিয়া কাপানো দশ দিন, কোথায় গেল ইস্পাত, যৌথ খামার? ... আজ তাদের কাছে একটা ধার্মিক সুরসুরি, একটা ধর্মগত তৈরী করা প্রভেদ, রাজনৈতিক দল গুলোর নিজের নিজের ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় কে তোষণ, এবং তার বদলা.. এইসব গোপন ইচ্ছেগুলো অনেক বেশি প্রাধান্য পেতে শুরু করলো.. আর এই ঘটনা ই চোখে আঙ্গুল দিয়ে প্রমান করে দেয়, গত ৩৪ বছরে পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার তাদের পাইয়ে দেওয়া রাজনীতির খেলায় নেমে কিছু ফাঁপা, অন্ত:সারশূন্য, স্বার্থান্বেষী কর্মী বা ঝান্ডাধারী সমর্থক তৈরী করা ছাড়া খুব বেশি আদর্শগত পরিবর্তন করতে পারেনি.. আবার বলছি, সবাই নয়.. কিন্তু একটা বেশ বড় অংশ..যাদের ভোটটাও গত ৩৪ বছরে একটা বড় ছাপ রেখে এসেছে.. আমি জন্মসুত্রে হিন্দু বা মুসলিম.. অতএব আমার জীবনের একমাত্র লক্ষ্য জগতের সমস্ত জাতভাই দের উপকার সাধন এবং অন্য ধর্ম কে আক্রমন.. হায়রে ধর্মনিরপেক্ষ দেশ.. অন্তত সেইসব মুনি ঋষি রা এটুকু বোঝেন না, ধর্মনিরপেক্ষতা মানে সব কোনো ধর্ম কে সময় ও প্রয়োজন অনুযায়ী মাথায় তুলে নাচা নয়, বরং কোনো ধর্মকেই প্রাধান্য না দেওয়া.. কিন্তু ওই.. সংসদীয় রাজনীতি তে ভোট ব্যাঙ্ক এক বিষম বালাই.. এবার বিজেপি ক্ষমতায় আসার একটা বড় সম্ভাবনা দেখা দিচ্ছে.. অন্তত আপাতত.. সবাই বলছেন গুজরাট,গুজরাট.. ভয়ংকর উন্নতি.. কিন্তু কোথায় উন্নতি, কিসের উন্নতি, কতটা উন্নতি, কেউ বলছেন না.. কারণ তারা জানেন না.. দুটো শপিং মল বা ১০ টা বহুতল মানেই কি উন্নতি? যে বস্তি থেকে মানুষ গুলো কে তাড়িয়ে দিয়ে, ধংস করে ওই মল বা বহুতল তৈরী হলো, তাদের উন্নতির দায় কাদের? আর এই পুজিবাদ এর আগ্রাসন এর যুগে কে না জানে, উন্নতি মানে বড়লোক দের আরো বড়লোক হওয়া আর গরিব দের আরো গরিব.. সে কথা থাক.. গুজরাট এ কি হয়েছে না হয়েছে কার তাতে কি.. একটা ইশরাত জাহান? একটা গোটা দাঙ্গা? অসংখ্য মানুষের মৃত্যু শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে? আহা.. বড় বড় দেশে ওরম ছোট ছোট ব্যাপার হয়েই থাকে.. এই যে. আইপিএল ও তো হচ্ছে.. কিন্তু গুজরাটে উন্নতি হোক বা না হোক, নরেন বাবু ক্ষমতায় এলে আমি তো অন্তত চাড্ডি মুসলিম মারতে পারব.. সব দল গুলো শালা ওদের কে ভোটের জন্যে তোষণ করে.. যাক না ওরা পাকিস্তান এ.. নিদেনপক্ষে বাংলাদেশ.. আমাদের হিন্দুস্তান তো মহান.. আর একে তো আমরা হিন্দু দের ওই যাকে বলে রাষ্ট্র বানাবো.. আর তারপর, সব মুসলিম দের তাড়িয়ে দেব বা মেরে দেব.. কিন্তু তারপর কি হবে? ওরা মরে যাবার পর কাকে মারব? আহা.. প্রথমে গরিব হিন্দু দের.. তারপর একটু কম গরিব, আর একটু কম গরিব, শেষে? আরে ধুর.. শেষ কে দেখেছে.. কবে আমার থেকে বড়লোক টা এসে আমাকে মেরে যাবে..
    আব কি বার মোদী সরকার..
    আমি ভোট দিই না.. দেব ও না কোনো দিন.. হয়তো কোনো না কোনো রাজনৈতিক দলের কোনো সজাগ সমর্থক আমার হয়ে ভোটটি দিয়ে দ্যান.. এবারে হয়তো নোটা আছে,, কিন্তু নোটাও প্রার্থী পছন্দ বা অপছন্দের কথা বলে.. সিস্টেম টাই পছন্দ না হলে কি করতে হবে, তা এই সংবিধানে বলা নেই.. সে যাক, সে অন্য তর্ক.. তবে চিন্তা নেই.. নরেনবাবু আসছেন.. বাকি রাজনৈতিক দল গুলোও নিজের পাঁকে এতটাই ডুবে যে নেপোরা এসে দই এর সবকটা হাঁড়ি কবে যে নিয়ে গেল, খেয়াল ই হলো না কারো... দিন, দিন, সবাই দলে দলে হিন্দুপুজো, দাঙ্গাপুজো, নরেনপুজো করে আসুন.. কে না জানে.. যে মানুষ টা আর্থিক, সামাজিক, আর ক্ষমতার বিচারে আমার নিচে আছে, তাকে মেরে রক্তাক্ত করার মত নিজস্ব অক্ষমতার পুঞ্জীভূত হতাশার বহিপ্রকাশ আর কিসে আছে.. আর যদি তাতে একটা ধর্মীয় সিলমোহর লাগিয়ে দেওয়া যায়, তবে তো সোনায় সোহাগা.. এত পুণ্য কে রাখে...
    পুনশ্চ.. আব কি বার মোদী সরকার..
    আসুন সবাই দলে দলে নরেনবাবু কে ভোটঅঞ্জলি দিয়ে আসি.. তবে যদি কারুর কখনো মনের মধ্যে একটু খচখচ করে? চিন্তা কি; একটু গঙ্গাজল ছিটিয়ে নেবেন.................
  • h | 127.194.233.134 | ১১ মে ২০১৪ ১৬:৫৬638661
  • যে নিজে ভোট দেবে না, সে লোকে ভোট দিলেই তাকে হয় বৃহৎ পুঁজি বা মৌলবাদী দের সহায়ক মনে করার অধিকার পায় কোত্থেকে? এই দাবীটি আজব ও হাস্যকর। তাও যদি সংবিধান বদলানোর বা রাজনইতিক অবস্থা বদলানোর কিছু এজেন্ডা পাওয়া যেত। মেনলি দাওয়ায় বসে লোক্কে গাল দেওয়ার এজেন্ডা, হিলারিয়াস।
  • soumik | 24.99.159.188 | ১১ মে ২০১৪ ১৭:১৭638672
  • ১। চেয়ার এ বসে চেয়ারটা কে টেনে তোলা যায় না।
    ২। আপনার যুক্তি টি অনেক তা নাস্তিক হতে গেলে ইশ্বর এ বিশ্বাস করতে হয় টাইপ হয়ে গ্যালো।।
    ৩। হিব্রু তে একটা কথা আছে; agree to disagree; তাই আর বাকি আলোচনায় গেলাম না।। আশা করি আপনি বুদ্ধিমান।। :)
  • soumik | 24.99.159.188 | ১১ মে ২০১৪ ১৭:১৯638683
  • ৪। আমি কোথায় কাউকে ভোট দিলেই ওই সব মনে করেছি, একটু দেখালে ভালো হয়।। :) তবে না দেখালেও চলবে।। আপনি যখন বলছেন, আমি নিশ্চই বলেছি।। :)
  • h | 127.194.233.134 | ১১ মে ২০১৪ ১৭:২১638693
  • না, ভোট না দেওয়ার মত বা ভারতীয় গণতন্ত্র র খোল নলচে বদলে দেওয়ার মত বুদ্ধিমান নই। মানুষ না ভোটার মাত্র এবং অবশ্যই সাম্প্রদায়িক শক্তির পক্ষে নইঃ-)
  • jhiki | 149.194.248.3 | ১১ মে ২০১৪ ১৭:২২638694
  • h এর সাথে গলা মেলালাম।
  • সিদ্ধার্থ | 116.51.150.33 | ১১ মে ২০১৪ ১৭:৫৪638695
  • এই ধরণের হোলিয়ার দ্যান দাউ লেখার মধ্যে যে মনোভাবটা জেনারেলি থাকে সেটা হল, দ্যাখ আমার বুকের পাটা-শুওরের খোঁয়াড়ে ঢুকলাম তো না-ই, উলটে সকল শুওরকে কেমন ধুইয়ে দিচ্ছি!!!

    এই পৃথিবীশুদ্ধু সব রাজনৈতিক দল বাজে ধান্দাবাজ শুধু আমি আলাদা, আমি অন্যরকম, এই জিনিস দেখে দেখে হেজে গেলাম। আজকাল রাগ-ও হয়না।
  • robu | 122.79.38.57 | ১১ মে ২০১৪ ১৭:৫৭638696
  • তিনোরা অনেকদিন ধরেই বলছে সিপিয়েম আর বিজেপি গলা মিলিয়েছে। আজ পোমাণিত ঃ-)
  • নেতাই | 132.177.209.158 | ১১ মে ২০১৪ ১৮:০৪638697
  • রোবু ঃ)))
  • Ekak | 24.96.115.91 | ১১ মে ২০১৪ ১৮:১৩638651
  • এতদিনে নোটা এসেছে । হয়ত আরো বিশ বছর লাগবে রাইট টু রিকল আসতে । সেই দাবিতেই আন্দোলন করুন তাহলে । স্রোতের দিকেও সাঁতার কাটবনা । উল্টোদিকেও না । নিজেও আরেকটা খাল কাটবনা । এত নিষ্ক্রিয়তা । আর কিছুনা ।
    কোনো পার্টিকে ভোট দিতেই হবে তার মানে নেই । কিন্তু সেক্ষেত্রে নিজের লড়াইটা আরও শক্ত হয়ে যায় :) সেটাও না লড়ে জাস্ট আমি আমার মত থেকে যাওয়াটা হেডনিক এথেইস্ম এর মত :)
  • robu | 122.79.38.57 | ১১ মে ২০১৪ ১৮:১৬638652
  • "আমি আমার মত" হল এবিপি এবেলার মত।
  • pi | 24.139.209.3 | ১১ মে ২০১৪ ১৯:০৮638653
  • সৌমিকের ক্ষেত্রে নিষ্ক্রিয়তা আছে কিনা আমার জানা নেই, কিন্তু কোন দলে ভোট বা না-ভোট না দেওয়া অনেকেই রাইট টু রিকলের জন্য লড়ছেন কিন্তু।
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৯:১৫638654
  • রাইট টু রিকল কাকে রিকল? অন্য দলকে সমর্থন না দিয়ে একটি দলকে রিকল করা? নাকি ভোট জিনিসটাকেই রিকল?
  • PM | 233.223.158.7 | ১১ মে ২০১৪ ১৯:২৫638655
  • ২০১১ তী আপনি ভোট দেননি। বেশ কথা। আশা করি ভোটে একদল জেতায় যা ভালো/খারাপ হয়েছে তা আপনাকে বা আপনার পরিবারকে স্পর্শ করছে না
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৯:২৫638656
  • ভোট জিনিসটাকেই রিকল করার তিনচার কারণ থাকতে পারে। এক, আউটল্যান্ডিশ ভাবে ভোটের বিজ্ঞাপন দেওয়াকে রিকল। দুই, সরকার ও শিল্পপতির নেক্সাসকে রিকল। তিন, পুলিশ ও সেনাবাহিনীর অত্যাচারকে রিকল। চার, সংবিধানকে রিকল।
  • - | 109.133.152.163 | ১১ মে ২০১৪ ১৯:৪৩638657
  • ৫টা চুয়ান্নর উদা দেখে মনে হল, গুরুতে কি শুওর ইন প্যাঁচা আউট? না কি কায়দা করে বলতে হবে, শুওর ইস নিউ প্যাঁচা?
    ফেবুর থেকে আসা শু বা দিয়ে শুরু করে পিঙ্ক পিগলেটের ওড়াউড়ির পর এই ভোটের শু, আর ভাটে চলছে বেকন ফর্মে।
    উফ্ফ্ফ!
  • সিকি | ১১ মে ২০১৪ ১৯:৪৪638658
  • পিএমকে সবিনয়ে কোশ্নো, মাঠে নেমে না খেললে কি ম্যাচে একদলের জেতা বা হারা আপনাকে স্পর্শ করে না? :-)
  • robu | 122.79.38.57 | ১১ মে ২০১৪ ১৯:৫৮638659
  • উদাহরণটা হয়নি সিকি। ভোটে প্রার্থী হওয়ার কথা হচ্ছে না তো।
  • PM | 233.223.158.7 | ১১ মে ২০১৪ ২০:০২638660
  • সিকি , কোশ্ন টা বুঝলাম না। যদি এটা নোটার রেফারেন্স এ হয়, সেক্ষেত্রে বলবো উনি নোটার-ও বিরোধী।

    উনি ঠিক কিসের পক্ষে বুঝি নি
  • সিকি | ১১ মে ২০১৪ ২০:২৬638662
  • হয় তো এক কথায় বোঝানো যাবে না। নোটায় আমিও সন্তুষ্ট নই। এবং বর্তমান ব্যবস্থায় আমিও ভোট দেওয়াকে এমন কোনও গৌরবজনক ব্যাপার বলে মনে করি না। আমিও ভোট দিই না। আমার ভোটার কার্ডই নেই।

    কেন এরকম মনে করি, তার কিছুটা সৌমিক লিখেছে। হয় তো সেটা কনভিন্সিং মনে না-ও হতে পারে। কিন্তু তাতে ধারণাটা ইনভ্যালিড হয় না।
  • jhiki | 149.194.248.3 | ১১ মে ২০১৪ ২১:২৬638663
  • ভোটারদের ভোট দিতে উৎসাহী করার ব্যাপারে বিজেপি সিপিএমের একসুরে কথা না বলার কোন কারণ আছে কী?
    ভোট দেওয়া গণতন্ত্রের প্রতি নাগরিকদের ন্যুনতম দায়িত্ব। আমি মনে করি হাতে ভোটের কালি দেখে ভোটের ছুটী গ্রান্ট করা উচিত। নইলে এক্সট্রা আওয়ার কাজ করে সময় মেক-আপ বা ক্যাজুয়াল লীভ।
  • jhiki | 149.194.248.3 | ১১ মে ২০১৪ ২১:৩৮638664
  • আর যারা কনস্টিটুউয়েন্সিতে নতুন অভিবাসী, তাদের জন্য ২ বছরের গ্রেস পিরিয়ড।
  • সিকি | ১১ মে ২০১৪ ২১:৪২638665
  • বেসিকালি এই ধরণের কনসেপ্টগুলোই আমার ভাটের লাগে। "ভোট দেওয়া নাগরিকদের ন্যূনতম দায়িত্ব"। যত দায়িত্ব সামলানোর হ্যাপা শুধু আমারই, আর যাদের নামে এই দায়িত্ব, তাদের কোনও দায়িত্ব নেই। জনগণের থেকে কমপ্লিটলি ডিট্যাচড, মানুষ নয় কিন্তু মানুষের মতই দেখতে এক ধরণের প্রজাতিকে সো-কলড নেতার আসনে বসানোর জন্য আমার এই ভাটের দায়িত্ব।

    এই ধারণাটাতেই আমার সাবস্ক্রাইব করতে আপত্তি।
  • Arpan | 125.118.176.165 | ১১ মে ২০১৪ ২২:০৪638666
  • পাঁচ বছরে একবার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া হ্যাপা বললে হ্যাপা!
  • jhiki | 149.194.248.3 | ১১ মে ২০১৪ ২২:১০638667
  • হ্যাপা হলে ছুটীটা ভোগ না করলেই হয় ঃ))
  • robu | 122.79.38.57 | ১১ মে ২০১৪ ২২:১৮638668
  • আমাদের ছুটি থাকে না। সর্বত্রই ব বা ঃ-(
  • sm | 122.79.36.84 | ১১ মে ২০১৪ ২২:১৮638669
  • ধরা যাক আমার গাড়ির ৪ জন ড্রাইভার বদল হয়েছে। চার জন ই তেল চুরি করত। আমি চালাতে জানি না; কি করব? পাড়ায় ২ জন ডাক্তার; দুজনই পয়সা পিশাচ কি করব, ইমার্জেন্সি তে নিজে চিকিত্সা করব না পাড়া ছেড়ে চলে যাব? দেশটার নাম ভারত বরসো । তালে গোলের দেশ।
    এম পি মন্ত্রী রাও এমনি ই হবে। চুরি করবেই। মিথ্যে প্রতিশ্রুতি দেবেই। নিজের দেশ বলে মানিয়ে নেন। কোনরকমে ক্ষমা ঘেন্না করে ভোট টা দিয়েই দেন।
    না দলে, কেউ না কেউ দিয়ে দেবেই। তখন মনে দুখ্খু লাগবে ।
  • Arpan | 125.118.176.165 | ১১ মে ২০১৪ ২২:২৩638670
  • রোবুদের কাল ছুটি না দিলে ইলেকশন কমিশনে ধরবে। চেন্নাইতে অলরেডি কেস খেয়ে আছে।
  • sm | 122.79.36.84 | ১১ মে ২০১৪ ২২:৩০638671
  • সাত সকালে ভোট দিয়ে এসেই, মাংস ভাত খান,জমিয়ে আই পি এল দেখুন; তাস খেলুন; ভোট দেবতা কে ধন্যবাদ দিন।
  • সিকি | ১১ মে ২০১৪ ২২:৪২638673
  • এসেমের জন্য দুটো সল্যুশন। হয় নিজে গাড়ি চালানো শিখুন, নয় তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন। নয় তো সৎ ড্রাইভার খুঁজতে থাকুন। চারটে অপশনের মধ্যে চারটেই অসৎ হলে তার মধ্যে কম্প্রোমাইজ করে একজনকে চুজ করতে যে কেউ পারে, আমি পারব না।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন