এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পাহাড়ে খারাখারি - ছন্দা গায়েন ও অন্যান্য অভিযাত্রীদের কথা

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ জুন ২০১৪ | ৮৫৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | ০৩ জুন ২০১৪ ১১:২৫643355
  • এখানে চান্দা গায়েনের নিখোঁজ হওয়া ও তৎপরবর্তী বিভিন্ন আলোচনা সাক্ষাৎকারের লিঙগুলো তুলে রাখি, যাতে পরে দেখতে সুবিধে হয়। এইখানেই আলোচনাও চলতে পারে।

    মিংমাঃ-
    http://www.anandabazar.com/state/%E0%A6%9C-%E0%A6%A6-%E0%A6%B0-%E0%A6%
    95-%E0%A6%9B-%E0%A6%AC-%E0%A6%B0%E0%A6%AC-%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%B9
    -%E0%A6%B0-%E0%A6%AE-%E0%A6%A8-%E0%A6%95-%E0%A6%B2-%E0%A6%A8-%E0%A6%A4
    -1.36262

    তাশির বক্তব্যঃ-

    http://www.anandabazar.com/state/%E0%A6%A4-%E0%A6%B7-%E0%A6%B0%E0%A6%A
    7%E0%A6%B8-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%AA-%E0%A6%9B%E0%A6%B2-%E0%A6%AA%E
    0%A7%9C-%E0%A6%97-%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%A8-%E0%A6%A6-%E0%A6%A4-%E0
    %A7%9C-%E0%A6%A4-%E0%A7%9C-%E0%A6%A8-%E0%A6%9A-%E0%A6%A8-%E0%A6%AE-%E0
    %A6%A6-%E0%A6%96-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%B8-%E0%A6%A6-1.35670
  • | ০৩ জুন ২০১৪ ১১:৩১643388
  • ছন্দা গায়েনের সাক্ষাৎকার এভারেস্ট জয়ের পর
    http://www.aajkaal.net/09-03-2014/cat/13/sunday/

    টুসির কথা কাঞ্চনজঙ্ঘার পর

  • Abhyu | 118.85.90.90 | ০৩ জুন ২০১৪ ১১:৪০643395
  • লিংকগুলো থেকে এটা মনে হচ্ছে যে ছন্দার জেদের জন্যেই তিনটি প্রাণ গেল। উনি শৃঙ্গ জয় না করলে স্পনসর পাবেন না, আর শেরপারা টাকা নিয়েছেন বলে ওনার সঙ্গে যেতে বাধ্য, প্রাণের বিনিময়ে হলেও। খুব আনফরচুনেট।
  • Abhyu | 118.85.90.90 | ০৩ জুন ২০১৪ ১১:৪২643396
  • "শুকনো মুখটায় অসংখ্য ভাঙচুরে খেলা করছে অনুভূতিরা। চোখের সামনে বরফ-গহ্বরে মিলিয়ে যেতে দেখেছেন দীর্ঘ দিনের সহ-অভিযাত্রীদের। নিজে দড়িতে থাকলে কি বাঁচাতে পারতেন ছন্দাকে? ছন্দার জেদ মেনে না নিলেই কি ঠিক হতো? এই প্রশ্নগুলো হয়তো সারা জীবনই তাড়া করবে ছন্দার ‘তাশি দাজু’কে।"
    :(
  • | ০৩ জুন ২০১৪ ১১:৫৬643397
  • আবার আজকালের সাক্ষাত্কার থেকে দেখছি এর আগেও খারাপ আবহাওয়া বলে উঠতে মানা করা হয়েছিল এভারেস্টে, লোৎসে'তে। ছন্দা জেদ করে গেছিলেন। হয়ত সেই অভিজ্ঞতাই কাল হল, মনে হল এবারেও পারব।
    :-(
  • kumu | 69.178.55.133 | ০৩ জুন ২০১৪ ১২:৫৭643398
  • টিম লীড যদি তাশি হন,তবে সিদ্ধান্তের দায়ভাগ তাঁরই। তিনি কারও আবেগে প্রভাবিত হতে পারেন না।
    শৃঙ্গ জয় করা নিয়ে এত কুটিল খেলা আছে তা জানা ছিল না।সামিট করার প্রমাণ কি শুধুই ছবি?আর কোন বৈজ্ঞানিক উপায় নেই যা বলে দেবে অভিযাত্রী কোন উচ্চতায় পৌঁছেছিলেন,সময় বা অন্য দরকারী তথ্য।
  • kumu | 69.178.55.133 | ০৩ জুন ২০১৪ ১৩:০০643399
  • আর, ছন্দার ওপর এইভাবে দোষ(?)চাপানোর খেলাও ভাল লাগছে না।ছন্দার বক্তব্য জানার উপায় নেই যখন।
  • sch | 126.202.223.127 | ০৩ জুন ২০১৪ ১৩:৫৮643356
  • কুমুদি এভারেস্টের মাথায় একটা বুদ্ধমূর্তি আছে শুনেছি । ওইটার ছবিই শুনেছি বড়ো প্রমাণ। অন্যান্য ক্ষেত্রে জানি না। ব্ল্যাঙ্কি বা অভিজ্ঞ যারা তারা বলতে পারবেন

    যে কোনো অভিযান মানেই তো ঝুঁকি। সাবধানী হয়ে পাহাড়ে অভিযান করা যায় কি করে জানি না। ক'দিন আগে ধসে যে ১৬ জন শেরপা প্রাণ হারালেন তাদের কিন্তু কোনো বিশেষ ঝুঁকি নেওয়ার দায় ছিল না। আর যেহেতু এই শৃংগগুলো অনেক বার জয় করা হয়ে গেছে - প্রত্যেকেই কিছু স্পেশাল করতে চায় - কেউ অক্সিজেন ছাড়া ওঠে, কেউ শেরপা ছাড়া, নানা ভাবে। ছন্দাও সেরকম
    চেয়েছিলেন একসাথে দু'টো একসাথে ঊঠে অনন্য হতে। ফেসবুকে যা পড়েছি, ছন্দা কিন্তু এবার কোনো স্পনসর পান নি। জানি না ঠিক কি না

    উনি হয়তো আশা করেছিলেন এরকম স্পেশাল কিছু করলে পরে স্পনসর পেতে সুবিধা হবে। এ অবস্থায় ছন্দার জন্যে দুজনের জীবন গেল এরকম দোষারোপ মনে হয় ঠিক না। এতে শুধু একজন মানুষকে ছোট করা হয়, যিনি আজ নিজেকে দিফেন্ড করার জায়গায় নেই।

    আর কিছু তো আমরা করতে পারব না, ঘরের সোফায় বসে পা দোলাতে দোলাতে এই দোষারোপটুকু না-ই বা করলাম
  • + | 213.110.246.25 | ০৩ জুন ২০১৪ ১৪:১৯643357
  • আজকালের লেখাটা পড়লে পরে তো সন্দেহই থাকেনা যে অনেক অভিজ্ঞ পর্বতারোহীরা ছন্দাকে দোষী বলবে কারণ ওর সাথে অনেকেরই বনতনা। এভারেস্ট থেকে নেমে এসে পরে সমস্যা হবে জেনেও যেগুলো কাগজে বলতে পেরেছিল ছন্দা।

    আর কাঞ্চনজঙ্ঘার পর ইয়ালুঙ্থাং ও তো অনেকদিনেরই প্ল্যান তাহলে। কেউ জানতনা আগে থেকে কেন বলছে? একবার ভেবে দেখুন তো? ৩৬লাখ টাকা খরচ করে আমাদের বাড়ির একজন কাঞ্চনজঙ্ঘা গেছে, ইয়ালুঙ্থাং -এর জন্য আরো ধরে নিলাম লাখ দশেক খরচ, এরকম খরচ দুবার করার ক্ষমতা কার থাকবে? যখন মাউন্টেনিয়ারিং মানেই রিস্ক, তখন ইয়ালুঙ্থাং যাওয়ার মধ্যে ভুল কোথায়? তাশির কথা অনুযায়ী, পা স্লিপ করেছিল, এটা তো এভারেস্টেও হতে পারত, তখন বলত কেউ ছন্দার দোষ?

    সব দোষ ছন্দার আর বাকিরা বেশ ক্যাম্প থেকে মিনিমাম উদ্ধারকাজ শুরু না করে বাতেলা মেরে গেল তাদের দোষ নেই। বিরক্তিকর।

    ছন্দাকে স্যালুট, আমাদের ক্ষমতা নেই, আমরা নিজেদের জ্ঞানে লোকের দোষ খুঁজে বেড়াই
  • de | 69.185.236.52 | ০৩ জুন ২০১৪ ১৬:১৮643358
  • ঠিকঠাক স্পনসর জোগাড় না হলে বা সেই কালচারটা তৈরী না হলে এরকম চলতেই থাকবে। রাজ্য/কেন্দ্রীয় সরকারেরও একটা পর্বতারোহণ ফান্ড থাকা দরকার। একবারে দুটো শৃঙ্গজয় মোটেও অস্বাভাবিক নয় - অনেকেই যখন করেছেন এর আগে, তাহলে শুধুমুধু ছন্দাকে দোষারোপ করার কি মানে?

    ছন্দা আর টুসি নিজেদের মধ্যে এই ঝামেলায় না জড়ালেই ভালো লাগতো দেখতে - তবে পর্বতারোহণে প্রফেশনাল জেলাসি থাকবে না, এমন মাথার দিব্বিও তো কেউ দেয়নি!
  • de | 190.149.51.69 | ০৩ জুন ২০১৪ ১৮:০৩643359
  • এখানে তুলে রাখলাম কুমুদি -

    name: kumu mail: country:

    IP Address : 52.104.26.247 (*) Date:23 May 2014 -- 11:27 PM

    সকাল ৮ ৪৭ এর পোস্টের রেফ
    ছন্দা গায়েনের জন্য কোন বিশেষণই যথেষ্ট নয়।

    তাই ভাবলাম এই আশ্চর্য মেয়েটির কথা আজকের মেয়েদের চিন্তায় বা মনে কী প্রভাব ফেলে একটু দেখি।গতকাল ও আজ মিলিয়ে ১৫ জনকে ফোনে/সামনাসামনি ছন্দার কথা বল্লাম,মোটামুটি এই পয়েন্টগুলো--

    -বিখ্যাত পর্বতারোহী ও মার্শাল আর্টে দক্ষ
    -গতবছর একই অভিযানে এভারেস্ট ও আরও একটি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ডের অধিকারী
    -পশ্চিমবঙ্গের প্রথম অসামরিক মহিলা এভারেস্ট বিজয়ী
    -২৫ মে কাঞ্চন্জঙ্ঘা জয়,মঙ্গলবার অন্য একটি শৃঙ্গে অভিযান করতে গিয়ে বরফঝড়ে পড়া ও সম্ভবত মৃত,নেপাল পুলিশের বিবৃতি অনুযায়ী
    - ৩৫ বছর বয়েস,হাওড়ায় বাড়ী,ডেয়ারী প্রোডাক্টের ব্যবসা।

    অন্য পাঁচটা কথার পর বল্লাম।
    সকলেই যা জানতে চাইলেন,আমি ব্যক্তিগতভাবে চিনি কিনা।

    ৫ জনের কোন রেসপন্স পাওয়া গেল না,অন্য কথায় চলে গেলেন।
    বাকীদের প্রতিক্রিয়া নীচে দিলাম।

    name: kumu mail: country:

    IP Address : 52.104.26.247 (*) Date:23 May 2014 -- 11:59 PM

    যাঁরা ইং/হিন্দীতে বলেছেন ,তাঁদের কথা অনুবাদ করে দিলাম।
    ১।খুব হিম্মত মেয়েটির।খুব ভালো।পাহাড়ে গেলে সব অন্যরকম মনে হয়।( ৩০ বছর বয়েস,গাড়োয়ালের মেয়ে,গত ২০ বছর আমার বাসন মাজা,ঘর পরিষ্কার ও আরও বহু কাজ করে)।
    ২।যাই বল ওসব পাহাড়ে চড়াটড়া বাপু মেয়েদের কাজ না।লেখাপড়া করে সে তাও ঠিক আছে(সরকারী আপিসে কাজ করেন,৪৫ বয়েস)
    ৩।যার গেল তার গেল,সেধে বিপদ ডাকা(ঐ ঐ)
    ৪।৩৫ বছর বয়েস!!আর বাবামা বিয়ে না দিয়ে পাহাড় চড়তে পাঠিয়ে দিল!!কী অদ্ভুত,না!!(অবসরপ্রাপ্ত অধ্যাপকের স্ত্রী,৬০)
    ৫।বাবা,এইসব মেয়েরা যেন কেমন হয়।আমার টুব্লুসোনার জন্য এইরকম এক ক্যারাটে জানা মেয়ের সম্বন্ধ এসেছিল,সে আমি তক্ষুনি বাতিল করেছি(নিজেদের ক্যাটারিংএর ব্যবসা আছে,৪৫)
    ৬।টিভিতে দেখিয়েছে?আমাদের ঐ ---ছাড়া বাংলা চ্যানেল আসে না।ওর তো সময়ই হয় না যে আরো দুএকটা চ্যানেলের ব্যবস্থা করবে(গৃহবধূ,৩৫)
    ৭।তুমি কোথায় দেখলে এ খবর?খুব দুঃখ হল শুনে।আমি প্রে করব মেয়েটি ও শেরপা দুজনের জন্য।এমন মেয়েদের যে কত দরকার এদেশে(ডাক্তার,৫৫)
    ৮।যার যেটা সাজে।মেয়েদের অত ডানপিটেমি বাপু আমার দুটি চক্ষের বিষ।আমার কলির(২২) জন্য তো আমি দেখতে শুরু করেচি।(অবসরপ্রাপ্ত অধ্যাপিকা,৬০)
    ৯,১০ দুবার শোনার পর-শেষপর্যন্ত তো মারাই গেল,ফয়দা কী হল?(গবেষিকা,২৭-২৮)।
    স্যাম্পল সাইজ খুব খুব কম।জানি কোন সিদ্ধান্তে আসা উচিত না--
  • haripada guchhaait | 122.79.38.66 | ০৩ জুন ২০১৪ ১৮:৫০643360
  • এই বক্তব্যগুলো আপনারা ইন্টারপ্রেট করার চেষ্টা করবেন না। আমার ধারণা আমরা যখন কথা বলি অনেক কিছু উহ্য থেকে যায়। ফলে যা বলতে চাই আর যা বলি তার মাঝে অনেক সময় অনেক ফারাক থাকে। অবশ্য জানিনা তেমন বিশ্লেষণের চেষ্টা এই টই এ অপ্রাসঙ্গিক কিনা।
  • kumu | 52.104.26.53 | ০৩ জুন ২০১৪ ১৯:২৩643361
  • বিচলিত হবেন না।এই সব সামান্য জিনিস কেউ ইন্টারপ্রেট করতে বসবে না।
  • haripada guchhaait | 122.79.37.46 | ০৩ জুন ২০১৪ ১৯:৪৪643362
  • মানুষের মনের স্ন্যাপশটকে সামান্য বলছেন? কী জানি। ব্যাকগ্রাউন্ড এবং রেসপন্স সব মিলিয়ে ভারি ইন্টারেস্টিং ডেটা।
  • sch | 126.202.217.34 | ০৩ জুন ২০১৪ ১৯:৫৮643363
  • টুবলু সোনাটা দারুণ লাগলো। আহা
    নেট ঘেটে দেখলাম ছন্দা তাইকোয়ান্ডো (!) সত্যি ভালো জানতেন = বড়ো লস হল দেশের
  • Abhyu | 118.85.90.90 | ০৩ জুন ২০১৪ ২২:১৩643364
  • ছন্দা গায়েন যে স্যালুটযোগ্যা সেটা নিয়ে কেউ এখানে প্রশ্ন তুলেছেন বলে মনে হয় না। আমার বক্তব্য ছিল, এই পুরো এপিসোডে যাঁদের কথা বাঙালী মিডিয়ার বেশি শোনা যাচ্ছে না তাঁরা হলেন দুই শেরপা, যাঁদের নামে কোনো দিন কোনো রেকর্ড হত না, যাঁরা পয়সা নিয়েছেন বলে পর্বতারোহীকে সাহায্য করতে বাধ্য, এবং যাঁরা এখন মারা গেছেন বলে জানার কোনো উপায় নেই যে তাঁরা কতটা স্বেচ্ছায় যাচ্ছিলেন। একজনের সদ্যবিবাহিত স্ত্রী তাঁকে যেতে বারণ করেছিলেন এবং বাংলা কাগজের হেডিং ছিল - পাগলী পাহাড়ে না গেলে খাবি কি। পরপর দুটো শৃঙ্গ জয়ের চেষ্টা যে না করাই বাঞ্ছনীয় সেটা শুধু ড্রইংরুমবাসী বাঙালী না, অভিজ্ঞ পর্বতারোহী বসন্ত সিংহ রায় পর্যন্ত বলেছেন। এমতাবস্থায় সব দোষ শেরপা তাসির উপর চাপানোর কোনো মানে নেই, এটাই আমার বক্তব্য ছিল। আর এটাও মনে রাখা দরকার নিহত শেরপারা তাশিরই ভাইপো আর ভাগনে।
  • rabaahuta | 172.136.192.1 | ০৩ জুন ২০১৪ ২২:৫২643365
  • sch, Date:03 Jun 2014 -- 01:58 PM, 'ক'দিন আগে ধসে যে ১৬ জন শেরপা প্রাণ হারালেন তাদের কিন্তু কোনো বিশেষ ঝুঁকি নেওয়ার দায় ছিল না।' - দায়টা ছিল পেশাগত, আমি যা বুঝি। আমার সমস্যাটা এখানেই হচ্ছে, পেশা, রোজগার, এসবের কারনে শেরপাদের যতটা ঝুঁকি নিতে হয়, সেটা মানবিক কিনা।

    শেরপাদের রুজি রোজগারে টান পড়ুক সেটা কাম্য নয়, কিন্তু কোথাও একটা ব্যালেন্সের খুব অভাব আছে।
    এই ষোলজন শেরপার, একজনেরও নাম, আমি তো অন্তত জানি না।
  • sponsor | 212.142.114.200 | ০৩ জুন ২০১৪ ২৩:৫৪643367
  • এদিকে হাওড়ার বাড়িতে ছন্দার মায়ের সঙ্গে দেখা করেন তাঁর অভিযানের স্পনসর এলাহাবাদ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার রবি শেট্টি।

  • ? | 122.79.39.115 | ০৪ জুন ২০১৪ ০৩:১৮643368
  • একটা জিনিস শিখলাম এখন থেকে কেউ শৃঙ্গ জয় করেছে জানলে প্রথমেই জানতে চাইব দড়ি কে সেট করেছিল। আমার বিচারে সেই আসল জয়ী।
  • pi | 24.139.221.129 | ০৬ জুন ২০১৪ ১৯:০৪643371
  • 'ছন্দা গায়েনের কাঞ্চনজঙ্ঘা অভিযান স্পনসর করতে উদ্যোগী হয়েছিল ‘হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন’ (ন্যাফ)। ন্যাফের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনিমেষ বসু বহু বছর ধরে পর্বতারোহণ ও সেই সংক্রান্ত নানা পরিকল্পনার সঙ্গে যুক্ত। তিনি জানালেন এটা ঠিকই যে শৃঙ্গ জয় করতে পারলে পরের বার ফের টাকা চাইতে সুবিধা হয়। তবে স্পনসরদের তরফে জয়ের জন্য আলাদা করে চাপ দেওয়া হয় না বলেই অনিমেষবাবুর দাবি। তাঁর কথায়, ইয়ালুং কাং চড়তে না পারলে যে স্পনসররা ছন্দার টাকা ফেরত নিয়ে নিতেন এমনটা নয়। তাঁর কথায়, “তাশির কথা মতো ছন্দা যদি স্পনসরশিপের কথা বলে জেদ করে থাকেন, তবে তা বোকামি।”
    গত বছর অসম থেকে প্রথম এভারেস্ট ছুঁয়েছিলেন তরুণ শইকিয়া। তাঁরও একই মত। বললেন, “শীর্ষ জয় সবারই লক্ষ্য থাকে। কিন্তু কোনও চুক্তিপত্রে এমন লেখা থাকে না, যে চূড়া ছুঁতেই হবে। কেউ এমন করলে তা অনৈতিক।”'
  • pi | 24.139.221.129 | ০৬ জুন ২০১৪ ১৯:০৭643372
  • আগের দিন কথা হচ্ছিল, কী পাবেন যে স্পনসরাররা স্পনসর করবেন, স্পনসর পাবার জন্য কী করা যেতে পারে ইঃ
    এসবের বেশিরভাগ ই তো এখ্ন হয় দেখলাম।

    'স্পনসর করার বিনিময়ে সংস্থাগুলি কী সুবিধা পেতে পারে, সে ব্যাপারে বিস্তারিত জানালেন আনসু। আন্তর্জাতিক স্তরে বেসরকারি ক্ষেত্রে ৩০ হাজার টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত স্পনসরশিপ মেলে। অভিযানের জন্য ইন্টারনেটে যে ওয়েবসাইট তৈরি করা হয়, ৫০ হাজার টাকার স্পনসরশিপের বিনিময়ে তাতে সংস্থার নাম ওঠে। দু’লক্ষ টাকার বিনিময়ে অভিযান শেষের স্লাইড শো, মিডিয়া কভারেজে সংস্থার লোগো থাকে।
    পাঁচ লক্ষ টাকার বেশি দিলে সংস্থার লোগো থাকা পতাকা শৃঙ্গের চূড়ায় উড়বে। তার ছবি এবং ভিডিও মিলবে। আরও বেশি স্পনসর করলে সম্পূর্ণ যাত্রা পথের ছবি ও ভিডিওতে দেখাতে হবে স্পনসর সংস্থার চিহ্ন।
    এ ভাবেই চড়তে থাকে দর, বাড়তে থাকে প্রচার।'
  • | ০৬ জুন ২০১৪ ২০:০৭643373
  • ওপরে কোথাও এভারেস্টের মাথায় বুদ্ধমূর্তির কথা দেখলাম।
    এভারেস্টের মাথায় বুদ্ধমূর্তির সাথে ছবি তোলাটা একটা প্রমাণ হিসেবে ধরা হয়। এইখানেই বাংলাদেশের মুসা ইব্রাহিম প্রথমে ধরা পড়ে। সে বুদ্ধমূর্তির সাথে তোলা কোনও ছবি দাখিল করতে পারে নি বলেই প্রথমে সন্দেহ শুরু হয়।
    পরে মুসা ও তার স্পনসর প্রথম আলো কিছু ফটোশপ করা ছবি দাখিল করে। তারপরই হইচই শুরু হয়।
  • সৌরভ | 122.79.37.59 | ০৭ জুন ২০১৪ ১৩:৩৮643375
  • এভারেস্টের ওপরে বুদ্ধ মূর্তির একটা ছবি দেওয়া যাবে?
  • kb | 213.110.246.22 | ০৮ জুন ২০১৪ ১০:১২643376
  • গুগল সার্চ করুন পেয়ে যাবেন ।
  • সৌরভ | 122.79.38.164 | ০৮ জুন ২০১৪ ১৫:৩১643378
  • প্রথমেই সেই চেষ্টা করেছিলাম। কিন্তু পেলাম না। কেউ পেলে একটা লিঙ্ক যদি দেন, ছবি দেখেই সাধ মেটাই। মধ্যবয়স্ক মধ্যবিত্তের আর কী উপায় বলুন ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন