এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪১৫৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.5.101 | ০৯ জানুয়ারি ২০১৬ ০৮:৫৮646862
  • ৯-টা মাত্তর টিম আই লীগে - কি করুণ অবোস্তা
  • aranya | 154.160.5.101 | ০৯ জানুয়ারি ২০১৬ ০৯:০৭646863
  • এদিকে আম্বানি নাকি বলেছেন ১ লাখ বাঙালী ফুটবলার তৈরি করবেন!! ফলেন পরিচিয়তে ...
    সারা দেশে পাতে দেওয়ার মত ১০-টা ফুটবলার-এরও খোঁজ পাওয়া যায় না
  • potke | 126.202.118.165 | ০৯ জানুয়ারি ২০১৬ ০৯:১১646864
  • আই লিগ উঠিয়ে দেবার তালে আছে অরন্য দা।
  • aranya | 154.160.5.101 | ০৯ জানুয়ারি ২০১৬ ০৯:৩৪646865
  • তাই মনে হচ্চে।
    শুধু আইএস এল এর কাঁধে ভর দিয়ে কি ভাল ভারতীয় প্লেয়ার বেরোবে - দেশের র‌্যাঙ্কিং বাড়বে ?
    আবারও ফলেন পরিচিয়তে
  • cb | 192.70.20.99 | ০৯ জানুয়ারি ২০১৬ ১৯:৩২646867
  • মোবা ৩ আইজল ১

    শুরু হয়ে গেল আই লিগ

    আরে আই লিগ টাই আসল, সি এফ এল তো দোকানেই পাওয়া যায়
  • + | 175.246.93.159 | ১১ জানুয়ারি ২০১৬ ০৭:০৫646868
  • মোবা একেবারেই ভালো খেলেনি, আর ইবে মোবার থেকেও বাজে খেলেছে।

    মোবায় তবু সোনি-জেজে-লুসিআনো যোগ দিলে অনেকটা পাল্টাবে। গ্লেনের ফিনিসিংটা বেশ ভালো, সোনি পাশে থাকলে ভালো হবে।

    এদিকে ডং-এর মত সুখী প্লেয়ার লাইফে কম দেখেছি। কোলকাতা লীগে মোবা ম্যাচ ছাড়া ম্যাচ দেখিনি, সেই ম্যাচেও জাস্ট ফ্রিকিক ছাড়া কিছু কোরেনি সে (তাও গোল খেয়েছিলো শিল্টন পালের ভুল ওয়াল সাজানোয়)। কালকে পাতি ল্যাদ দিল, হেব্বি সুখী প্লেয়ার।
  • skm | 83.255.71.184 | ১১ জানুয়ারি ২০১৬ ০৮:৩৫646869
  • Gandhi
    MB er defense r mid field kemon hobae!
  • + | 175.246.93.159 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:০৭646870
  • লুসিয়ানো ভলো খেল্লে ভালই খেলা উচিত। প্রীতম-ধনচন্দ্র-কিংসুক একসাথে কালই প্রথম খেলল। খালি ডিফেন্সিভ মিড নিয়ে চাপ, যদি সৌভিক-বিক্রমজিত মিলে খেলে দেয় ঠিকঠাক তো ভালো। সৌভিক কাল ভালই খেলেছে।

    মোবার ডিফেন্স কিন্তু দেখতে গেলে এখন ইন্ডিয়ার বেস্ট। প্রীতম-কিংসুক-লুসিয়ানো-ধনচন্দ্র আর সেকন্ড চয়েসে প্রবীর-সঞ্জয়-রাজু-সৌভিক ঘোষ। ফলে এবারো আশা করাই যায়। এবার আবার
  • ঊমেশ | 118.171.128.168 | ১১ জানুয়ারি ২০১৬ ১৩:০৭646872
  • এবারের মোবা টিম আমাদের ইবের থেকে অনেক ভালো টিম।

    বাকি টিম দের যা অবস্থা, মনে হয় আই-লিগ আবার মোবার ঘরে আসছে।

    বেশ কিছু দিন পরে আমি ম্যানু'র একটা ম্যাচ লাইভ দেখলাম (আজকাল সময়ের অভাবে আর্সেনাল ছাড়া আর কারো ম্যাচ লাইভ দেখা হয় না)।
    কি বিচ্ছিরি খেলা, ভাবতে পারলাম না এটাই সেই ফার্গির ম্যানু।
    লিগ-ওয়ান এর টিম শেফিল্ড এর সাথে ঘরের মাঠে খেলতেও যে পুরো শক্তি লাগাতে হয়, ভাবা যায় না!!!!
    বোঝা গেলো ভ্যাল গাল খুবই চাপে আছে। তাও পুরো শক্তি লাগিয়ে সারা ম্যাচে একটাও গোলের সুযোগ নেই? এর থেকে টোনি পুলিসের টিম কম বোরিং হয়।
  • ঊমেশ | 118.171.128.168 | ১২ জানুয়ারি ২০১৬ ১৬:১৮646873
  • এলনেনি'র আর্সেনাল আসা হচ্ছে না বলেই মনে হয়।
    UK ওয়ার্ক-পারমিট পাবে বলে মনে হয় না।
    বিবিসি তে দেখলাম, UK হোম অফিসের নতুন নিয়মে ফিফা র‌্যান্কিং এ ৫০ পর্যন্ত দেশের প্লেয়াররা-ই ফুটবলার হিসাবে ওয়ার্ক-পারমিট পেতে পারে।
    মিশর এখন ৫০ এর বাইরে।

    এফ-এ কাপের ফোর্থ রাউন্ড ড্র তে তেমন কোনো চমক নেই।
  • robu | 11.39.38.67 | ১২ জানুয়ারি ২০১৬ ১৭:৫৩646874
  • ত সত্বেও হওয়া সম্ভব। আপিল করা হয়েছে। পজিটিভ।
  • ঊমেশ | 118.171.128.168 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:১০646875
  • UK হোম অফিসের কোনো ভরসা নেই।
    আমি খুব একটা আশা করছি না।

    নিউকাসেল জানুয়ারী সেল এ কেনাকাটা শুরু করে দিয়েছে।
    মনে হচ্ছে নামার কোনো চান্স রাখছে না।
  • + | 175.246.93.159 | ১৩ জানুয়ারি ২০১৬ ০৭:০৩646876
  • কউলকার বেশ ভালো সাইন। ৬ মাসের জন্য একটু এক্সপেরিয়েন্সড স্টপার। এতো চোটের মধ্যে লীগ কাপ,ইউরোপা,এফএ,লীগ খেলতে গেলে চাপ। আর জানুয়ারীতে প্যানিক বাই-এর থেকে ভালো।

    জোন্জো নিউক্যসলে। প্লেয়ারটাকে দারুন পছন্দ ছিলো। রজার্সের কিছু আর্বিট কাজ। মিলনারের থেকে এই মুহূর্তে জোন্জো ভালো ছিল, বা হেন্ডারসনের চোট হলে। আজকের ম্যানু-নিউক্যসল কেউ দেখেছে? ৩-৩ দেখে ব্যোমকে গেছি।
  • Rupert Hentzau | 117.167.108.74 | ১৩ জানুয়ারি ২০১৬ ০৭:৫৭646877
  • কালকের মত খেলা একটু কনসিস্টেন্টলি খেলতে পারলে মে মাসে চ্যাম্পিয়নশিপে নামা অবধি অপেক্ষা করতে হত না এই থ্রেডে পোস্টানোর জন্য।
  • robu | 11.39.37.107 | ১৩ জানুয়ারি ২০১৬ ১২:৩৬646878
  • শেলভিকে কেন সোয়ানসি ছাড়ল কে জানে। ভাল বাই।
  • + | 175.246.93.159 | ১৩ জানুয়ারি ২০১৬ ১৩:০২646879
  • http://www.goal.com/en/news/596/exclusive/2016/01/12/19238102/lahm-time-to-change-the-ballon-dor-its-just-a-popularity-contest-?utm_source=facebook.com&utm_medium=referral&utm_campaign=enfb

    ঠিকই। সবার হাবভাবে মনে হচ্ছে ৫ টা ট্রফি মেসি একা জিতেছে। সত্যি বলতে বার্সায় এবছর বেস্ট প্লেয়ার সুয়ারেজ, তারপর নেইমার। আর রোনাল্ডো এবছরের কম্পিটিশনেই আসেনা। কারা ভোট দেয় জানি, কিন্তু কি করে র‌্যামোস-আলভেজ-মার্সেলো আসে? চেলিনি-অ্যালবা-আলাবা (কি উচ্চারণ?) নেই। গোলকীপারের শর্ট-লিস্টে ক্যাসিয়াস !!!
  • ঊমেশ | 118.171.128.168 | ১৩ জানুয়ারি ২০১৬ ১৩:০৫646880
  • আজ অরিজিৎ এর পোস্ট না থাকলে অবাক হতাম।
    কালকের খেলা দেখলাম।
    আমি আগেও বলেছি, নিউকাসেল নেমে যাবার মতো খেলছে না, শুধু ভাগ্য সাথ দিচ্ছে না বলে ভালো খেলেও গোল করার অভাবে হারছে। ডেম্বা বা এই সময় খুব কাজে দিতো।

    কালকের সবথেকে চমক ভিলা'র বছরের প্রথম জয়। ওদের চাকা কি অন্য দিকে ঘুরতে শুরু করলো না কি? গত বছরের লেস্টারের রিপিট টেলিকাস্ট?

    আজ আবার ক্লপ-ওয়েঙ্গার মুখোমুখি। একটা ভালো খেলা আশা করছি।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৩ জানুয়ারি ২০১৬ ১৩:০৯646881
  • মেসি-নেইমার-সুয়ারেজ একসাথে টিমে থাকলে আর কিছু দরকার হয় জেতার জন্যে!!!
    ওদের এক-একটাই যেকোনো টিমের জন্যে যথেষ্ট, সেখানে তিনটে একসাথে!!!!

    কদিন আগে কে যেন বললো না, বার্সা যা টিম, তাতে পেপ কেন আমার ঠাকুরমা ম্যানেজারী করলেও ওতো ট্রফি জিততো।
  • robu | 11.39.37.107 | ১৩ জানুয়ারি ২০১৬ ১৪:৪৪646883
  • পেপ নয়, লুচো ঃ-)
  • ঊমেশ | 118.171.128.168 | ১৩ জানুয়ারি ২০১৬ ১৫:১৩646884
  • লুচো তো এখন যে তার নাম।
    যে কথাটা বলেছে, সে হলো ইয়াইয়া ট্যুরের এজেন্ট। পুরোনো দিনের ক্ষারের থেকে বলেছে।

    মনে হয় তার আগেই মাইকেল ক্লার্ক (অজি ক্রিকেটার) এর বুকানন নিয়ে লেখাটা পড়েছিল।

    আমার মতে, প্রিমিয়ার লিগের প্রথম সারির দল গুলোর মধ্যে আর্সেনাল-লিভারপুল ম্যাচ সবথেকে এক্সাইটিং হয়। আশা রাখছি, আজও একটা দারুন কিছু ম্যাচ হবে।

    এদিকে ইবে একজন ফ্রান্স ইন্টারন্যাশনাল কে সাইন করিয়েছে বলে জব্বর খবর। আই-লিগের ইতিহাসে না কি সব থেকে বড়ো সাইন।
    তাই কি?
    শুনেছি চেন্নাই দলে খেলতো। কেমন প্লেয়ার? গান্ধী, কিছু জানো?
  • নেতাই | 169.245.48.100 | ১৩ জানুয়ারি ২০১৬ ১৫:৩৫646885
  • আমি জানি
  • ঊমেশ | 118.171.128.168 | ১৩ জানুয়ারি ২০১৬ ১৫:৫২646886
  • নেতাই, তাহলে বলেই দাও, কেমন আমাদের এই মেন্ডি।
    তুমি তো আইএসএল রেগুলার দেখো।

    কাল থেকে মেন্ডি নিয়ে খুব আশা-ভরসা'র কথা শুনছি, কিন্তু আমি কখনো খেলা দেখিনি।
  • নেতাই | 169.245.48.100 | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:০৩646887
  • আগের মরসুমে খুব ভালো খেলেছিল। ডিফেন্স সামলানোর সাথে সাথে একটা এক্রোব্যাটিক গোল ও আছে। লাস্ট মরসুমে অতটা ভালো খেলেনি। আইএসেলে।
    ভালো সাইন নিঃসন্দেহে।
  • Arpan | 125.118.132.66 | ১৩ জানুয়ারি ২০১৬ ২২:০৩646888
  • হ্যাঁ, এইটা জিগ্যেস করতে ভুলে গেছিলাম।

    তুরের এজেন্টের অত খার কেন গুয়ার্দিওলার ওপরে? এমনিতে কথাটা খুব একটা ভুল বলেনি অবশ্য।
  • T | 24.100.134.82 | ১৩ জানুয়ারি ২০১৬ ২২:০৯646889
  • অন্য টই ডোবাচ্ছি তাই...
  • + | 175.246.93.159 | ১৪ জানুয়ারি ২০১৬ ০৭:১৩646890
  • ঊমেশদার ৩ঃ১৩ র কথা মিলে গেল।

    জিরুডের ব্যাপারটা আমি ঠিক বুঝিনা। ঐরকম একটা ৩র্ড গোল দিল, কিন্তু গোল মিসগুলো চোখে দেখা যায়না।

    কউলকার পরশু সাইন করার সময় বোধয় স্বপ্নেও ভাবেনি যে ওকে স্ট্রাইকারে খেলাতে নিয়েছেঃ)
  • robu | 11.39.137.124 | ১৪ জানুয়ারি ২০১৬ ১১:৪৭646891
  • মেটেপুকুর কি খালি বড় ম্যাচ গুলো খেলবে ঠিক করেছে?
  • robu | 11.39.137.124 | ১৪ জানুয়ারি ২০১৬ ১১:৪৯646892
  • অবশ্য আর্সেনাল বড় টিম সেকথা আমি বলছিনা ঃ-)
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ জানুয়ারি ২০১৬ ১২:৩৭646894
  • কাল জিততে পারলে খুশী হতাম, কিন্তু বলতে হচ্ছে ফেয়ার রেজাল্ট।
    জিরু ঐ সহজতম সুযোগটা মিস না করলে, আমাদের জন্যে ভালো কিছু হতে পারতো।
    তবে খেলা দেখে অনেক আনন্দ পেয়েছে, দারুন একটা খেলা।
    শুধু ৫ পয়েন্টে এগিয়ে যাবার সুযোগ টা মিস হলো।

    পেপ গুয়ার্গি ম্যানেজার থাকা কালীন, ট্যুরে আর ইব্রা দুজনেই বার্সা ছাড়ে আর দুজনেই ওর ওপর খচা, কিছু একটা তো হয়ে থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন