এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪১৫৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sudipta | 126.203.128.78 | ২৩ জানুয়ারি ২০১৬ ১১:৫৪645439
  • পটকে টেন একশন
  • potke | 126.202.89.225 | ২৩ জানুয়ারি ২০১৬ ১৮:৩১645440
  • জালি খেলা।
  • skm | 83.255.71.184 | ২৪ জানুয়ারি ২০১৬ ০৭:১৫645441
  • It seems it was a boring match
  • + | 122.158.245.54 | ২৪ জানুয়ারি ২০১৬ ১০:১৪645442
  • জালি খেল, ১০০%একমত, কাল ভলো করে লিখবো।

    খালি বলে যাই। লিভারপুকের জয়টা আমার জন্মদিন সার্থক করে দিয়েছে কাল।
  • Arpan | 125.118.49.239 | ২৪ জানুয়ারি ২০১৬ ১০:৫৯645443
  • বিকাশ জাইরু চোখ টেনেছে।

    হরিবল ডিফেন্স ছিল লিভারপুল আর নরউইচ দু দলেরই।
  • potke | 126.202.0.245 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:০২645444
  • জাইরু, প্রণয় দুজনেই।
  • potke | 126.202.0.245 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:৫৮645445
  • তবে কোটালের দিন ঘনিয়ে এল, এরকম খেল্লে জায়্গা হারাবে আর জাতীয় দলে রেগুলার থাকবেনা।
  • potke | 190.215.34.206 | ২৪ জানুয়ারি ২০১৬ ২১:২৫645446
  • আর আবপ র বলিহারি যাই, কেউ যদি খেলা না দেখে রিপোর্ট পড়ে তাইলে ভাববে মোবা হারতে হারতে বেঁচে গেছে।
  • cb | 132.170.51.224 | ২৪ জানুয়ারি ২০১৬ ২১:৪০645447
  • কারেক্ট, রিপোর্টিং না দাদুর **
  • + | 175.246.93.159 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৭:২০645449
  • কোটালের কেসটা সঞ্জয় সেনের বোঝা উচিত। ও কোনো রেস্ট পায়নি। আই লীগের পর, কোলকাতা লীগেও খেলেছে, ভারতের সিনিয়র টিমে, অনুর্দ্ধ ২৩ টিমে, আইএসেলে খেলেছে। এরপরও প্রতিটা ম্যাচে ওকে না খেলিয়ে ১ সপ্তাহ রেস্ট দিলেই ও আবার ঠিকঠাক খেলবে। ওর ব্যাকাপে প্রবির দাস, অভিষেক দাস আছে, তাদের ২টো ম্যাচ খেলাতেই পারে।

    বড় ম্যাচ খুব বাজে খেলা হল। আনন্দবাজারের রিপোর্টিং নিয়ে কিচ্ছু বলার নেই। দেবজিত ওটা পড়ে কন্ফিউসড হয়ে যেতে পারে যে অত সেভ কবে করল!! সোনি দুদিন প্র্যাক্টিশ করেছে বলে এখনো কম্বিনেশন হয়ে ওঠেনি। কিন্তু সোনি-গ্লেন জুটি দাঁড়িয়ে যাবে মনে হচ্ছে।

    নিজেদের আড্ডায় প্রচুর ঝামেলা করেছিলাম ডং-কে নিয়ে (এখানে লিখেছিলাম কিনা মনে নেই) যে ও সখী প্লেয়ার, আই লীগে আহামরি কিছু করতে পারবেনা। এখন দেখছি মিলে যাচ্ছে। প্রাক্তন ফুটবলারদের এক্জনও কোনো পেপারে প্রণয়ের নাম লেখেনি দেখে অবাক হলাম, ঐ সেরা খেলেছে (জাইরুর পর)।

    লিভারপুলের ডিফেন্স?? এফে কাপে এনরিকে-ইলোরির স্টপার জুটিও এর থেকে ভালো ছিলো। চেলসী নিজেরেই দুর্দিনেও দুটো লেগেই আর্সেনালকে হারিয়ে দিলো? হ্যাজার্ড কি এবছর আর গোল করবেই না ঠিক করেছে!!!
  • ঊমেশ | 118.171.128.168 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:০৩645450
  • ডার্বি'র আগে যেরকম প্রাক্তনরা পয়েন্ট দিয়ে মোবা কে এগিয়ে রাখছিল, তাতে চিন্তা তো ছিলই ডার্বি নিয়ে।
    কেউ দেখি মোবা-৮ ইবে-৬, কেউ মোবা-৭ ইবে-৫।
    এদিকে মেন্ডি নেই, ওদিকে সোনি রেডি।

    সেখানে দাড়িয়ে মন কে শক্ত রাখার জন্যে কলজের সাহস বলা ছাড়া আর কিছু বাকি ছিল না।
    শনিবার সকাল থেকে খুজে কোনো ভালো লাইভ স্ট্রিম পাইনি, তাই goal.com আর kolkatafootball.com ভরসা ছিল।
    র‌্যান্টি'র গোল টার পর আমার যা আনন্দ হয়েছিল, সেটার সঙ্গে তুলনা করবো পার্সি'র সেই বার্সা'র বিরুদ্ধে জয়সুচক গোলের।

    রবিবারের ম্যাচ নিয়ে কিছু বলবো না। বলার অনেক কিছু ছিল, কিন্তু অজুহাতের মতো শোনাবে। শনিবার লিভারপুলের ম্যাচ দেখতে দেখতে বই পড়ছিলাম, কিন্তু যা গোলের বন্যা শুরু হলো, বই-টই ছেড়ে টিভি তেই নজর দিতে হলো। কখন যে কে এগিয়ে যাচ্ছে হিসাব রাখা যাচ্ছিল না।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:১৬645451
  • আমি কলকাতা'র আসেপাশে থাকার সময় ইবের ম্যাচ থাকলে এখনো মাঠে যাওয়ার চেষ্টা করি। মোবার ম্যাচও দেখি।
    মাঠে বসে নিজের ক্লাবের ম্যাচ দেখা অন্য জিনিস, তখন আর ম্যাচের কোয়ালিটি, মাঠের কোয়ালিটি, দর্শকের কোয়ালিটি এসব মাথায় থাকে না। অন্য আবেগে আবেশ থাকি।

    শুধু ঔ কাঁচা খিস্তি গুলোতে এখন একটু অসুবিধা হয়। হোস্টেল দিন গুলোতে সর্ব সময় শুনে শুনে মাঠে গিয়ে আলাদা করে কানে লাগতো না।
    কিন্তু এখন না শুনে শুনে ম্যাচ-ডে তে গিয়ে একটু অস্বস্তি হয়।
  • + | 175.246.93.159 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:৪০645452
  • উমেশদা, এখানে একবার লিখলেই তখন লাইভ স্ট্রীমের লিংক দিয়ে দিতাম। কমেন্ট্রী ছাড়া (গ্যালারীর চিৎকার ব্যাকগ্রাউন্ডে)

    গ্যালারীর খিস্তি আগের থেকে একটু কমেছে মনে হয়, গ্যালারীতে কিছু মহিলা সমর্থক বা বাচ্ছারা যাচ্ছে, সেকারণে হতে পারে।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:৪৯645453
  • লাইভ স্ট্রিমের লিংক টা দিয়ে রাখো। পরের ম্যাচ গুলোতে দরকার হতে পারে।

    যুবভারতী তে বড়ো খেলা গুলো তে মহিলা বা বাচ্ছা দর্শক থাকে, ওখানে খিস্তি কম হতে পারে।
    কিন্তু গড়ের মাঠে এখনো সেই ভাবে মহিলা বা বাচ্ছা দর্শক থাকে না।
  • aranya | 154.160.98.94 | ২৬ জানুয়ারি ২০১৬ ১০:১৬645455
  • বহু বহু দিন পর কাল ইপিএল-এর খেলা দেখলাম, আর্সেনাল বনাম চেলসি। ১০ জন নিয়ে বেশ ভাল খেলেছে আর্সেনাল, তবে টিম-টার একজন জেনু স্ট্রাইকার দরকার, যে ফিনিশ করতে পারে
  • ঊমেশ | 118.171.128.168 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৪০645457
  • গান্ধী কে থ্যান্কু বলা হয় নি।
    কিন্তু উইক-এন্ডের আগে খেলা দেখা/বা তোমার লিংক টেস্ট করে দেখা হবে না।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৪৫645458
  • অরন্য'দা ছিল তো ভালো স্ট্রাইকার (জিরু), কিন্তু মার্তেসাকার রেড কার্ড দেখার পর জিরুকে তুলে নিয়ে ডিফেন্ডার নামাতে হলো।
    ম্যাচের পর মনে হয়েছিল, জিরু কে মাঠে রেখে ওয়ালকট কে তুলে নিলে মনে হয় ভালো হতো। ফ্লেমিনি যা চান্স মিস করেছে, জিরু হলে গোল করতো।
  • Sudipta | 190.215.94.238 | ২৬ জানুয়ারি ২০১৬ ২১:১৩645460
  • দুটো কথা বলে যাই চট করে। ডার্বি তে বলার মত ছিল চারটে প্লেয়ার প্রণয় হালদার, বিকাশ জাইরু, দেবজিত আর রেহেনেশ। দুই দলই এই প্লেয়ারগুলোর জন্যে হারেনি, জেতার মত কেউ খেলেনি তাই যেতে নি, জেতার খুব ইচ্ছে ছিল তাও মনে হয় নি। ডার্বি র কোয়ালিটি মোটামুটি খারাপ ই হয়ে থাকে। টেনশন সমর্থকদের চাপ বা নার্ভ যাই হোক। মাঠে থাকলে এগুলো অবশ্য ম্যাটার করে না, ভালো ফুটবল দেখার ইচ্ছের সঙ্গে সমর্থন আর আবেগের জোয়ার মিলে মিশে যায়। তবে রন্টি আর গ্লেন দুজনেই ভালো গোল দিয়েছে। এই প্লেয়ার গুলো পুরো ম্যাচ খারাপ খেলেও শেষ মিনিটে ম্যাচ ঘোরাতে পারে। আর ডং আই লিগে চলবে না আগেও বলেছি, বড় চেহারা আর ভালো জোনাল মার্কিং এর ব্লকেজ পেরোনোর ক্ষমতা নেই।

    যাই হোক কাল আবার যাব আপিস ফেরত, দেখি এএফসি তে কেমন খেলে। তবে দু তিনটে ম্যাচ খেললে সনি গ্লেন জুটি দাড়িয়ে যাবে। আগের দিন উইং ছেড়ে বারবার মাঝখান দিয়ে ঢুকতে গিয়ে সনি ব্লক হয়ে যাচ্ছিল, তার চেয়ে সেন্টার বা ক্রস গুলো করলে অনেক এফেক্টিভ হত, দেখা যাক!
  • aranya | 154.160.226.95 | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:২৩645461
  • আর্সেনাল-কেই এবার থেকে সাপোটাবো ভাবচি। অ্যাকাডেমি থেকে প্লেয়ার তোলে, টাকা দিয়ে প্লেয়ার কেনে কম
    উমেশ, ঠিক কয়েচ। জিরু-কে বাধ্য হয়ে বসাতে না হলে .. । একটা মিডফিল্ডার সমানে গোলের কাছে পৌঁছে যাচ্ছিল, গোল করতে পারছিল না, তবে চেষ্টা ছিল, নাম মনে নাই, সেই বোধহয় ফ্লেমিনি
  • aranya | 154.160.226.95 | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:২৮645462
  • এএফসি ক্লাবে মোবা কিছু বিদেশী ক্লাব-কে হারাক - খুবই চাইছি
  • potke | 126.202.90.45 | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৩৭645463
  • ফ্লেমিনির গোল মিস আর রোবুর ফেভারিট প্লেয়ারের মিসপাস ঃ)
  • + | 175.246.93.159 | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:৫৯645464
  • আর্সেনালকে আমারো ভালো লাগে টিম হিসেবে (বোধহয় ওয়েঙ্গারের জন্যই)
    তবে "অ্যাকাডেমি থেকে প্লেয়ার তোলে, টাকা দিয়ে প্লেয়ার কেনে কম" - এটা ঠিক কি? চেক-ওজিল-স্যান্চেজ-কাজোর্লা-মনরিয়াল-জিরুদ ছাড়া আর্সেনাল কি ঠিক আর্সেনালের মত খেলবে? তাও লিস্টি থেকে দেবুচি-ওস্পিনা-চেম্বার্স-ওয়েলব্যাক-ক্লসেনলি-চেম্বারলিন-মার্তাসেকারকে বাদ রাখলাম। অ্যাকাদেমির প্লেয়ার বলতে তো বেলিরিন-উইলশেয়ার-গিবস-ওয়ালকট(??)-ককুলিন।

    আজ সকালে সেমি-ফাইনালটা কোনোভাবে টপকালাম। স্টোকের এগেইন্স্টে শখো-টোরে-মোরেনো-ফ্ল্যানগান দিয়ে ১২০ মিনিট খেলা খুব চাপ। ফ্ল্যানাগন ৬২০ দিন বাদে ফার্স্ট টিমে ফিরেও আজ আমার মতে সেরা খেলল। ১০৫ মিনিট খেললও চোট থেকে ফিরে।

    আজ কি হবে কে জানে? এই ট্যাম্পাইন টিমটা প্রতিবারই ইন্ডিয়ার ক্লাবেদের সাথেই খেলে। সোনির কাট করে ভিতরে ঢোকাটা খুব প্রেডক্টেবল হয়ে গেছে। সোনির ইনসাইড ডজ খুব একটা নেই। মঝে মধ্যে উইং চেঞ্জ করানো উচিত ওকে। আজ অন্তত প্রীতমকে রেস্ট দেওয়া উচিত। প্রবীর-অভিষেক তো আছে।

    আজ সবথেকে বড় থ্রেট, গোলে বোধহয় আমাদের ক্যাপ্টেন খেলবে।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৪৯645465
  • আর্সেনাল অ্যাকাডেমি থেকে প্লেয়ার তোলে এটা কিভাবে যেন বাজারে ছড়িয়ে আছে। পুরোটা সত্যি নয়।
    এর থেকে সাউথহ্যাম্পটন বা এভার্টন এর অ্যাকাডেমি অনেক ভালো প্লেয়ার তোলে।

    তবে একটা খবর সত্যি, ওয়েঙ্গার প্রিমিয়ার লিগের একমাত্র ম্যানেজার যার ট্রান্সফার অ্যাকাউন্ট সব সময় পজিটিভ থাকে। মানে আয় বেশী ব্যয় কম। (খবরটা আমি কোনো একটা নিউজ এ দেখেছিলাম)
  • potke | 126.203.11.242 | ২৭ জানুয়ারি ২০১৬ ২০:৫২645466
  • ৫-৬ গোলে জিততাম আজ, গ্লেন কি সব মিস করেছে!!

    ৩-১।
  • cb | 192.70.96.199 | ২৭ জানুয়ারি ২০১৬ ২০:৫৪645467
  • লাবলি :-)
  • Sudipta | 11.39.37.133 | ২৭ জানুয়ারি ২০১৬ ২১:১৫645468
  • মাঠ থেকে ফিরছি! সনি আর কাত্সুমি বেশ খেললো। টিম টা জালি টিম যদিও, আর গ্লেনের আজ কোনো ক্ষমা হয় না! কিসব মিস! সৌভিক আর প্রীতম কে এখন ই কিছুদিন বিশ্রাম দেওয়া উচিত। এই ম্যাচের স্কোরলাইন হয় ৫-১ হলো ৩-১!
  • Sudipta | 126.203.223.166 | ২৭ জানুয়ারি ২০১৬ ২২:০৪645469
  • খুব এদিক ওদিক না হলে কাল আবাপ র রিপোর্টিং বলবে বাগান হারতে হারতে বেঁচে গেল ও পরের রাউন্ডে গেল! আহা আনন্দ-ও নির্ভুল প্রেডিকশনের আঁচে কেমং নির্মোহ হয়ে যায়!!! :D
  • potke | 126.202.25.201 | ২৭ জানুয়ারি ২০১৬ ২২:০৬645471
  • এক্দম, এটাই লিখবে ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন