এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪১১১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sudipta | 126.203.195.100 | ০৩ মার্চ ২০১৬ ২২:১১645607
  • সঞ্জয় সেনের শাস্তি ফেডারেশনের একটা চূড়ান্ত নোংরামোর নিদর্শন। ভারতীয় ফুটবলে দশ লক্ষ টাকা জরিমানা কি করে হতে পারে! তাও একজন কোচের! আর আট ম্যাচের নির্বাসন মানে তো জোর করে মোহনবাগান কে আই লিগ না পাওয়ানোর চেষ্টা! এদের দেয় কে! নিজেরা ভুল ভাল কাজ করবে আর প্রতিবাদ করলে 'দৃষ্টান্তমূলক শাস্তি'! ফেডারেশনে ও চাড্ডিবাজির রমরমা! কর্পোরেট ক্লাব গুলোর হাত আছে কিনা কে জানে! এর যথেষ্ট প্রতিবাদ হওয়া উচিত!
  • Tim | 140.126.225.237 | ০৩ মার্চ ২০১৬ ২২:২৫645608
  • হ্যাঁ প্রতিবাদ হওয়া উচিত। সঞ্জয় সেন খুবই ন্যায্য কথাই বলেছেন। কিন্তু আমাদের দেশে যেকোনো গভর্নিং বডি হলো অথরিটির শেষ কথা।
  • Sudipta | 126.203.195.100 | ০৩ মার্চ ২০১৬ ২২:৩৩645609
  • বাগান আর্জি জানাচ্ছে, যদিও মনে হয় না এতে বিশেষ হেলদোল হবে।
  • Arpan | 74.233.173.185 | ০৩ মার্চ ২০১৬ ২২:৫৩645610
  • খুবই নোংরামো হল।

    এদিকে ওয়েস্টউডের অভব্যতার কোন শাস্তি হয় না, একাধিক অভিযোগ সত্ত্বেও।
  • Tim | 140.126.225.237 | ০৩ মার্চ ২০১৬ ২৩:৩৮645611
  • এই কালকেই যদি জে এন ইউ তে ওয়েস্টউড নিয়ে প্রতিবাদ হয় অমনি দেখবে মিডিয়ার ক্ষি মাথাব্যথা, সবই টিআরপির খেলা
  • aranya | 154.160.130.94 | ০৪ মার্চ ২০১৬ ০০:৪৯645612
  • সত্যিই জঘন্য নোংরামো
  • + | 175.246.93.159 | ০৪ মার্চ ২০১৬ ০৮:১৪645613
  • ওয়েস্টউড ক্যামেরার সামনে খিস্তি মারে, মোবা-ইবের ম্যানেজারদের খিস্তি মারে, ফেডারেশনকে যা-তা বলে, কিছু হয়না। আর সঞ্জয় সেন ন্যায্য কথা বলেও ব্যান। তাও ঠিক গুণেগুণে ৮টা ম্যাচ, যাতে আইলীগে না থাকতে পারে।

    সঞ্জয় সেন মাঠে না থেকেও স্পোর্টিং ম্যাচ বারাসাতে জিতেছি। এবার আইলীগও জিতব।

    প্রথমবার ব্যাঙ্গালুরুকে আইলীগ জেতানোর জন্য প্রচুর সুবিধা পাইয়েছিল, এবারও সেই চেষ্টা।
  • + | 175.246.93.159 | ০৪ মার্চ ২০১৬ ০৮:২০645615
  • বলছে যে, সঞ্জয় সেন নাকি শাস্তির জন্য কমিটির কাছে যেতে বলেছিল, অসুস্থতা দেখিয়ে যাননি। ফেডারেশনের মালগুলো কি আই লীগও ফলো করেনা?? আই লীগেও ঐসময়ের ম্যাচে ( বারাসাতে খেলা থাকা সত্ত্বেও) সঞ্জয় সেন মাঠে ছিলেননা। ফেডারেশনটা বেচে গেছে রিলায়েন্স-জিন্দলের কাছে।

    ২০১৭ থেকে নাকি আই-এস-এলে ইবে-মোবা-ব্যাঙ্গালুরু খেলবে। এখান থেকেই নাকি এ-এফ-সি খেলা হবে। কোনো অবনমন নেই। বাকি ক্লাবগুলোকে নিয়ে একটা লীগ চলবে। এটা সত্যি হলে ২০১০র পর দেশে ঐ ১১ ট ক্লাব ছাড়া কিছু থাকবেনা।
  • উমেশ | 118.171.128.168 | ০৪ মার্চ ২০১৬ ১৪:২৭645616
  • কি এমন বলেছিল যে এতো বড়ো শাস্তি হলো?
    ব্যক্তি কাউকে এর আগে এতো বড়ো শাস্তি দিয়েছে বলে আমি কোনোদিন শুনেছি বলে মনে হয় না।

    আমি সত্যিই জানি না কি বলেছেন সঞ্জয় সেন, যার জন্যে এতো বড়ো শাস্তি। আজকাল বাংলা কাগজ ভালো করে পড়া হয় না, হেড-লাইন ছাড়া।

    এতে মোবাদের আই-লিগ জেতার কিছু অসুবিধা আমি দেখি না।
    বরং খেলোয়াড় রা এটাকেই চ্যালেন্জ হিসাবে নিয়ে আরো তেজিয়ান হয়ে যাবে, আর জিতবেই।
  • + | 175.246.93.159 | ০৪ মার্চ ২০১৬ ১৪:৪৫645617
  • চীন যাওয়ার আগে বলেছিল যে ডিএসকে ম্যাচ অথবা লাজং ম্যাচ যেন পাল্টানো হয়, সেটা না করায় সঞ্জয় সেন বলেছিল যে মোবা দেশকে রিপ্রেসেন্ট করছে অথচ AIFF কোনো পাত্তাই দেয়না এরকম কিছু একটা। মজার ব্যাপার হল এই যে লাজং ম্যাচও পাল্টাল, ডীএসকে ম্যাচেরও দিন না পাল্টালেও খেলা এক ঘন্টা এগলো। কিন্তু উনি সাসপেন্ড।

    এর আগে অ্যাশলে ওয়েস্টউড মোবার শঙ্করলালকে গালাগালি দিয়েছে, ইবের ডক্টর শাম্য কি যেন নাম তাকে "ব্লাডি ইন্ডিয়ান" বলেছে অন ক্যামেরা, AIFF কে রিপোর্ট করাতেও কিছু হয়নি শাস্তি। বড় কথা AIFF এর কোচ কন্স্ট্যান্টাইনও AIFF আই লীগকে গুরুত্ব দেয়না বলেছে, তখনও কিছু হয়না।

    স্ট্যান্ড থেকে কোচিং করাতেই পারে, এতো হামেশাই হচ্ছে, কিন্তু এর একটা প্রতিবাদ হওয়া উচিত। AIFF এর উঁচু পদে আবার প্রফুল প্যাটেল ছাড়া সবই বাঙালী, কুশল দাস, সুনন্দ ধর, সুব্রত দত্ত।

    মোবার সাপোর্টাররা AIFF হাউসে এক্টা পিটিশন দিতে গেছিল, ঢুকতে দেয়নি। ১৩ তারিখ বারাসাতে সঞ্জয় সেনের মুখোশ যাবে প্রায় ৫০০০ঃ)
  • ঊমেশ | 118.171.128.168 | ০৪ মার্চ ২০১৬ ১৬:০৩645618
  • আমার তো কোথাও মনে হলো না ১০ লাখ বা ৮ ম্যাচ ব্যান এর মতো কিছু ছিল।

    তবে আমাদের ইবে দের এর মধ্যে কথা না বলা ভালো। এটা তো পুরোপুরি ঘরোয়া ম্যাটার। বাইরের লোকের নাক গলানো কি ভালো দেখাবে?
  • | 213.132.214.81 | ০৪ মার্চ ২০১৬ ১৬:৫৫645619
  • ওহো উমেশ!! ঃ)))

    এইটা একটা ভারতীয় ফুটবলের সমস্যা । এই ভাবে দেখো!! ঃ))

    আট ম্যাচে ব্যান তো দেখলাম কাগজে..
  • Arpan | 74.233.173.185 | ০৪ মার্চ ২০১৬ ১৮:০২645620
  • ঘরোয়া ম্যাটার কেন?
  • ঊমেশ | 118.171.128.168 | ০৪ মার্চ ২০১৬ ১৯:১৩645621
  • আমার মনে হচ্ছে ৮ ম্যাচ আর ১০ লাখ টা যাস্ট দেখানোর জন্যে করা হয়েছে। ওতো বড়ো ব্যান টিকবে বলে মনে হয় না।

    মোবা কর্তারা আবেদন করবে, একটু টাল বাহানা হবে আর ওটা ১-২ ম্যাচ এ আর ১-২ লাখে নেমে আসবে।
    টুটু বলবে ফাইনটা ওনার পকেট থেকে, তারপর মধুরেণ সমাপয়েৎ হয়ে যাবে। মোবা কর্তারা বুক ফুলিয়ে ঘুরবে কিছু দিন।
    আগের কেসটা এভাবেই তো শেষ হয়েছিল।
  • | 213.132.214.81 | ০৪ মার্চ ২০১৬ ১৯:১৮645622
  • " ভেতর থেকে ব্যবস্থা" করে দেবে বলছো? ঃ)
  • ঊমেশ | 118.171.128.168 | ০৪ মার্চ ২০১৬ ১৯:৪৩645623
  • ঐ জন্যে তো ঘরের ব্যাপার বলেছি।
  • Arpan | 74.233.173.177 | ০৪ মার্চ ২০১৬ ২০:২৪645624
  • অ বুঝলাম। টুটুবাউরা পারেন না হেন জিনিস নাই।
  • + | 175.246.93.159 | ০৫ মার্চ ২০১৬ ০৬:৫৩645626
  • ব্যপারটা এখন টুটুর হাতে নেই। আইএসেলের আগে টুটুর হাতে ছিল, এখন রিলায়েন্স-জিন্দালদের সামনে টুটু শিশু।

    এফসি গোয়ার লোকজন আইএসেল চলাকালীন এলানোদের হ্যারাস করেছিল, কিন্তু যে করেছিল সে আম্বানীর আত্মীয়, কোনো ফাইন হলনা, রেফারীকে খিস্তালেও ২-৪ ম্যাচ জরিমানা, আর ফেডারেশনের নামে খুব বাজে কিছু না বললেও ৮ম্যাচ,

    আর "ব্লাডি ইন্ডিয়ান" টা ইস্ট-বেঙ্গলের টিম ডক্টরকে বলেছিল অ্যাশলে ওয়েস্টউড। ইবের লোকজন সেটা নিয়ে কেন যে এতদিন ঝামেলা করেনি জানিনা, কিন্তু মোবা সাপোর্টাররা (অন্তত সঞ্জয় সেন ইস্যুতেও) যে এই প্রসঙ্গটা তুলছে বলে ভাল লাগল। এইগুলো দিয়ে কি লাভ হয় জানিনা, তবু।

    https://www.change.org/p/aiff-petition-against-aiff-for-the-injustice-doled-out-to-sanjay-sen-coach-of-mohun-bagan-ac?recruiter=15994619&utm_source=share_petition&utm_medium=facebook&utm_campaign=share_page&utm_term=des-lg-share_petition-no_msg&fb_ref=Default

    এপ্রিলে বারাসাতে মোবা-ব্যাঙ্গালুরু ম্যাচ আছে, ম্যাচ পিছতেই হবে, আর মোবার দোষ নয়। দেখা যাক ফেডারেশন এবার নির্বাচন কমিশনকে শোকজ করে কিনাঃ)
  • Sudipta | 11.39.38.15 | ০৫ মার্চ ২০১৬ ০৯:০৩645628
  • অপদার্থ ফেডারেশনের অপদার্থ কর্তারা কি এই লেখা টা পড়বেন?
    এবার আই লিগ আর আই এস এল মেলানোর বিপক্ষেও প্রতিবাদ হোক। এরা ভালই জানে আই এস এল বেশিদিন চলবে না আর কোনো ডেডিকেটেড ফ্যান বেস ও নেই কোনো দলের, শুধু হুজুগ।
    আর উমেশ কে বলি, এটা এখন আর মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের ব্যাপার নয়, ভারতীয় ফুটবল টাকে টাকার বিনিময়ে কিছু কর্পোরেট এর কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সর্বতোভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত।

    http://www.anandabazar.com/khela/who-will-punish-incompetence-of-federation-1.৩২৪৯২৯
  • Sudipta | 11.39.38.15 | ০৫ মার্চ ২০১৬ ০৯:০৯645629
  • ওকে, গান্ধী ও লিংক দিয়েছে! বারাসাত এ খেলা দেখতে যাওয়া মুশকিল, অনেকটা দূর, তবু ১৩ তারিখ যাব, শুধু এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে, বন্ধুরা আরও অনেকেই যাবে শুনছি ইস্ট-মোহন নির্বিশেষে।
  • + | 175.246.93.159 | ০৫ মার্চ ২০১৬ ০৯:৪১645630
  • সঞ্জয় সেনের মুখোশ বানাচ্ছে এফবি মোবা গ্রুপ ফলো করলে একটু দেখবেন।
  • b | 135.20.82.164 | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫০645631
  • সাইন করে এলাম। ইবে যদিও।
  • Tim | 108.228.61.183 | ০৫ মার্চ ২০১৬ ১১:২৫645632
  • আম্মো সাইন করলাম
  • | ০৫ মার্চ ২০১৬ ১২:১৬645633
  • আমিও সাইন করলাম।
  • Arpan | 24.195.237.50 | ০৫ মার্চ ২০১৬ ২০:০৫645634
  • ককেলিন ****।
  • Div0 | 132.167.104.199 | ০৫ মার্চ ২০১৬ ২০:১০645635
  • আমিও।
  • aranya | 83.197.98.233 | ০৬ মার্চ ২০১৬ ০৭:০৬645638
  • 'আসলে প্রফুল্ল-সুব্রতদের মতো সর্বভারতীয় কর্তাদের ফুটবলের প্রতিই কোনও ভালবাসা, দায়বদ্ধতা নেই' - আবাপ থেকে।

    খুবই খাঁটি কথা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন